ফরেক্স বিজিনেস শিখতে সবাই চাই,তাই ফরেক্স বিজিনেস করতে হলে আপনাকে ট্রেনিং হবে কোন ট্রেনার এর কাছ থেকে,কিন্তু বাংলাদেশ এ তেমন কোথাও ট্রেনিং সেন্টার নেই,তাই আপনাকে ট্রেড করতে হলে,গুগল এবং ইউটিউব এর সহয়তা নিতে হবে,আমিও গুগল ইউটিউব থেকে বিভিন্ন সোর্স নিয়ে ফরেক্স ব্যবসা শিখেছি,তাই আপনি এই ভাবে করতে পারেন।