সহজ ভাষায় আপনি কি ফরেক্স করতে চান?? তাহলে আবেগ আর লোভ কে ত্যাগ করুন। আমার জানা মতে আজ পর্যন্ত ফরেক্স ট্রেডে লোভ করে কেউ সফল হয় নাই এমন কি আমি নিজেও না। আমি এই রকম লোভ করে ২-৩ হাজার ডলার খালি করে পেলেছি যেটা আমার ছাত্র জীবনের অনেক বড়ো বোঝা ছিলো। তাই লোভ আর আবেগ বাদ দিয়ে ট্রেড করে ইনশাআল্লাহ সফল একজন ট্রেডার।