মনীষীরা বলেছেন " লোভে পাপ আর পাপে মৃত্যু" । তেমনি ফরেক্স মার্কেটে ও লোভ করা মূলধন হারানোর কারণ হতে পারে । যা অনেকটা ফরেক্স থেকে আমাদের মৃত্যুর সামিল । ফরেক্স কোনো লটারি বা জুয়া নয় যে এখানে হটাৎ করে অনেক টাকা হয়ে যাবে । ফরেক্স হলো ধৈর্য্যশীল মানুষের ব্যবসায় । এখানে লোভের কোন স্থান নেই। লোভের ফলে অনেকেই ফরেক্স মার্কেট থেকে ছিটকে গেছে তাই ধৈর্য ধরে ট্রড করতে শিখুন।