-
আপনি যদি ফরেক্স এ কাজ করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে ফরেক্স কি । আপনি ঘরে বসে ফরেক্স করে প্রতিমাসে ভাল টাকা ইনকাম করতে পারেন । আমার মতে ফরেক্স একটি আধুনিক ব্যবসা যা করে আপনে আপনার পরিবারকে চালাতে পারেন পাশা পাশী আপনি ফরেক্স থেকে জ্ঞান লাভ করতে পারেন । একটা পেশা তখনই সম্মান জনক হিসাবে গড়ে ওঠে য়খন সেই পেশা থেকে মানুষ তার সার্বিক উন্নতি এবং পরিবারকে স্বচ্ছলতার সাথে চারাতে সক্ষম হয়। একেত্রে আমি মনে করি ফরেক্স একটি সম্মান জনক বেবসা।
-
একজন দক্ষ ট্রেডারের কাছে ফরেক্স ব্যবসা খুবই সন্মানজনক । কারণ সে এই ফরেক্স ব্যবসা দিয়ে পরিবার , নিজের খরচ , আত্নীয়-স্বজন ইত্যাদির ভরণ পোষন দিয়ে থাকে তাই তার কাছে খুবই সন্মানজনক । আর যারা এই ফরেক্স ব্যবসা করে লসের মধ্যে নিম্মজিত আছেন তারা ফরেক্সকে তেমন একটা সন্মান করে না । কারণ তারা তো সফল হতে পারেনি ।
-
এই যুগে কে কি করে সে নিয়ে সম্মান পরিমাপ হয় না, যার যত বেশি থাকবে সে তত বেশি সম্মান পাবে। আপনার হাতে টাকা আসলে আপনি এমনা সম্মান পাবেন। আর আপনি তো ফরেক্স ট্রেডে আয় করেছেন, মানুষকে ঠকিয়ে, চুরি বা ডাকাতি করে ইনকাম করেন নি। এযুগেও সমাজে ব্যতিক্রমী ব্যবসা, সবার নজর কাড়বে অবশ্যই।
-
যে কেউ চাইলেই ফরেক্সকে পেশা হিসেবে নিতে পারেন। আমাদেএ সমাজে সাধারনত সম্মানজনক পেশা হিসেবে ধরা হয় শিক্ষক, ডাক্তার এইরকম আরো অনেক পেশাকে। তবে হ্যা আমার কাছে মনে হয় যে চুরি, ডাকাতি, রাহাজানি আর যে কোন খারাপ কাজ ছাড়া সব কাজই সম্মানজনক। কারন কোন কাজকেই ছোট করে দেখতে নেই। আর ফরেক্স একটি আন্তজাতিক মানের ব্যবসা। তাই এটি নিঃসন্দেহ একটি ভাল পেশা।
-
পেশা হিসেবে ফরেক্স অনেক সম্মান জনক কারন ফরেক্স নিজে যেকোন যায়গায় বসে ট্রেড কারা য়ায়। ফরেক্স ব্যবসা হচ্ছে নিজের ব্যবসা নিজে করায যায়। এবং অল্প ইনবেস্ট করে ট্রেড করা যায়।
-
পেশা হিসেবে ফরেক্স অনেক সম্মানজনক কারন ফরেক্স নিজে যেকোন যায়গায় বসে ট্রেড কারা য়ায়। ফরেক্স ব্যবসা হচ্ছে নিজের ব্যবসা নিজে করায যায়। এবং অল্প ইনবেস্ট করে ট্রেড করা যায়।
-
পেশা হিসেবে ফরেক্স অনেক বেশি সম্মান জনক। আমরা সবাই মুক্ত মনার অধিকারী। আমরা সবাই স্বাধীন ভাবে বাচতে চাই। চাই স্বাধীন ভাবে কিছু করতে। যারা অন্যের গোলামী করতে চায় না, চায় না কেউ তার বস হোক। কারো হুকুমের তাবেদারী করতে চায় না। তারাই কেবল ফরেক্স করে। করন তারা সবাই আত্মসম্মান নিয়ে স্বাধিন ভাবে বাচতে চায়।
-
যে কোন পেশাই আমি মনে করি যদি ভাল করে করতে পারেন তবে তা হবে আপনাত জিবনের জন্য সম্মান জনক। আর যদি আপনি বড় ব্যবসা করে সফল না হতে পারেন তবে আপনার জিবনে বয়ে আসবে কাল অন্ধকার। তাই যাই করুন না কেন যেনে শুনে ভাল করে শিখে ফরেক্স মার্কেটে ট্রেড করলে আপনি সবার কাছ থেকে সম্মান পেথে পারেন।
-
ফরেক্স মার্কেট একটি ব্যাবসা এই ব্যাবসাকে পেশা হিসেবে নিলে ভাল করা যায় তাই আমাদের ভাল প্রফিট করতে হলে ফরেক্স শিক্ষা ভাল করে নিতে হবে,তাই আমাদের ফরেক্স কি জনতে হবে তার জন্য আমাদের ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে তাই ফরেক্স ভাল পেশা হিসেবে ভাল পেশা।
-
আমি মনে করি ফরেক্স অনেক সম্মানজনক একটি ব্যবসা ও পেশা।কারন এখানে দুর্নীতির কোন স্থান নেই।এটি শম্পুরন ভাবে হালাল একটি ব্যবসা।সারা দুনিয়া জুড়ে কোটি কোটি মানুষ ফরেক্স বিজনেস করে নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করছে।সাথে সাথে আরও অনেকের জন্য পথ তৈরি করছে।
-
ফরেক্স পেশা হিসেবে নিয়ে আমি বেশ আনন্দিত । কারণ বর্তমান যুগে আমরা অনেকে আমাদের প্রথাগত পেশাকে বাদ দিয়ে এখনো সুজনশীল পেশার দিকে ধাবিত হচ্ছি । যার কারণে আমরা ফরেক্স এর মত বিশ্বব্যাপি বিস্তৃত একটা পেশাকে নিজেদের উন্নয়নের ও টাকা ইনকামের হাতিয়ার হিসেবে নিতে পারি । এখানে টাকা ইনকাম ছাড়াও অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে যার কারণে আমরা অনেক বেশি কিছু এখানে থেকে শিখতে পারি এবং নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারি । ফরেক্সকে পেশা হিসেবে নিয়ে আমি অবশ্যই আনন্দিত ।
-
আমার মতে সেই পেশাই সবচেয়ে সম্মান জনক যেটা নিজের প্রচেষ্টায় করা হয়। এক কথায় আত্মকর্মসংস্থানই হলো সবচেয়ে সম্মান জনক পেশা। কারন এতে কারো মুখাপেক্ষী হওয়া লাগে না। এখানে নিজেই স্বাধীন, নিজের ইচ্ছামতো কাজ করা যায়। তাই আমার মতে ফরেক্স যথেষ্ঠ সম্মানজনক।
-
পেশা হিসেবে ফরেক্স অত্যান্ত সম্মান জনক বলে আমি মনে করি । কেননা ফরেক্স একটি আর্ন্তজাতিক ব্যবসা । বিশ্বের সবচেয়ে সম্মানিত ব্যাক্তি বর্গরাও ফরেক্স ব্যবসার সাথে জড়িত । তাছাড়া ফরেক্স একটি স্বাধীন পেশা হিসেবে আধুনিক যুগে ব্যাপক বিস্তার লাভ করেছে ।:yahoo:
-
পেশা হিসেবে ফরেক্স অবশ্যই একটি সম্মাজনক একটি পেশা । কিন্তু সমস্যা হল আমাদের বাংলাদেশের বেশিরভাগ লোকই ফরেক্স ট্রেডিং সম্পর্কে কোন ধারনা নেই । যার ফলে তারা এটিকে এম এল এম কোম্পানীর মত ভূয়া কোন বিজনেস মনে করে । আমাদের দেশের সাধারন মানুষ অনলাইন যেকোন পেশাকেই ছোট করে দেখে ।
-
হ্যা ,ভাই আমি আপনার সাথে একমত ,বর্তমানে ফরেক্স একটি সম্মানজনক পেশা হিসাবে জায়গা করে নিচ্ছে ।আর ফরেক্স এ যেহেতু যখন খুশি তখন ট্রেড করা যায় ,তাই পারট-টাইম জব হিসাবে ফরেক্স অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ।য়ার ফরেক্স এর আরেকটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ,বিনা পুজিতে ফরেক্স এ কাজ শুরু করা যায় ।
-
ফরেক্স আর পাচ-সাতটা পেশার মত গতানুগতিক পেশা নয় ।সরবসাধারণ এর কাছে এখনো ফরেক্স ততটা এখনো জনপ্রিয় না হলেও মোটামুটিভাবে যারা সৃজনশীল বা গতানুগতিক কাজের বাইওরে কাজ করতে আগ্রহী তাদের কাছে ফরেক্স খুবই জনপ্রিয়।আর ফরেক্স এখন ধীরে ধীরে সবার কাছে সম্মানজনক পেশা হিসাবে স্তান করে নিচ্ছে ।
-
একটি আন্তর্জাতিক অনলাইন মুদ্রা লেন-দেনের ব্যবসা যা থেকে অধিক লাভ অর্জন করা সম্ভব, এটা থেকে সুধু লাভ ই করা যায় না বরং এটা কেরিয়ার গড়ার ভাল একটি মাধ্যম বলে আমি মনে করি । আপনি ভালভাবে ফরেক্স কে নিজের আয়ত্বে আনতে পারলে এটা আপনি সারা জীবন করতে পারবেন ।
-
ফরেক্স আমাদের দেশের সবচেয়ে উন্নত মাধ্যম যেখানে কেরিয়ার গরার অনেক সুবর্ন সুযোগ রয়েছে বর্তমানে বাঙলাদেশের বিভিন্ন অনেক পেশাজীবি তাদের পেশার পাশাপাশি এখন ফরেক্সের দিকে এগিয়ে আসছে এটা পৃথিবীর বহুল আলোচিত মাধ্যম কেরিয়ার গরার জন্য এটা যেমন লাভজনক তেমনই উন্নত পন্থা কেরিয়ার গরার জন্য আমি নিজেও ফরেক্সে কাজ করতে পারার জন্য গর্ভিত আমি এখানে আমার ভবিশ্যত কেরিয়ার গরতে চাই
-
ফরেক্স মুলত বাংলাদেশে খুবএকটা পরিচিত বিজনেস না। তাই ফরেক্স কে পেশা হিসেবে নিয়ে সবাইকে বলা যায়না। তবে ফরেক্স কে পেশা হিসেবে নেওয়া যায়। কারন চাকরির থেকে ফরেক্স থেকে অনেক ভাল আয় করা যায়। তবে চাকরির পাশাপাশি ফরেক্স করা ভাল, কেননা ফরেক্স এ শুন্য হওয়ার একটা অপশন আছে। তাই কোন কারনে যদি একাউন্ট শুন্য হয়ে যায় তবে বিপদে পরতে হয়। তাই ফরেক্স কে চাকরির পাশাপাশি এক্সটা ইনকাম সোরস হিসেবে ব্যাবহার করা উচিত।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং অন্যান্য কাজগুলোর মতই একটি কাজ যেখানথেকে আমরা অতি সহজেই টাকা উপার্জন করতে পারি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বলতে গেলে ফরেক্স ট্রেডিং তরুনদের মাঝে অনেক জনপ্রিয় হয়ে উটছে দিনে দিনে কিন্তু আমাদের পারিবারিক প্রেক্ষাপট দেকলে বলতে হয় যে ফরেক্স সবার কাছে এখন ও তেমন জনপ্রিয়তা পায়নি সবাই ফরেক্স সম্পর্কে জানতে পারলে অবস্যই ফরেক্স একদিন সেরা একটি প্রফেসন হবে বাংলাদেশে।
-
যদিও আমাদের দেশের সর্বস্তরের জনতা এখনো ফরেক্স এর সাথে তেমন একটা পরিচিত নয় । যার কারণে মানুষ এটার গুরুত্ব এখনো বুঝবে না । যেমন একজন মানুষ যদি বিদেশে চাকুরি করে তাকে অনেক সম্মান করা হয় । তবে আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তার এর চাইতে কম কিসে ? আমরা দেশে বসেই আন্তর্জাতিক বাণিজ্য করছি এবং নিজেকে একজন আন্তর্জাতিক ট্রেডাররুপে প্রতিষ্টা করছি ।
-
আমার মতেও ফরেক্স সম্মানজনক ব্যবসায়। কারন এতে কাউকে ঠকানোর কোন বিষয় নেই। এটি স্বাধীন ব্যবসায়। ভাল কৌশল জানা থাকলে এই ব্যবসায় ও লাভবান হওয়া সম্ভব। ফরেক্স মার্কেট এ টিকে থেকে উন্নতি করা সম্ভব। বাংলাদেশে যেহেতু ফরেক্স খুব বেশি জনপ্রিয় হয়নি তার পরেও বলি ফরেক্স একটি সম্মানজনক পেশা।
-
পেশা হিসাবে আমি ফরেক্স ট্রেডিংকে অনেক বেশি মানসন্মত এবং সন্মান জনক বলে মনে করি কারন একে যদি কেউ পেশা হিসাবে গ্রহন করে এবং নিজেকে ট্রেডিংয়ে দক্ষ এবং অভিজ্ঞকরে তুলতে পারে তা হলে এখান থেকে এত বেশি আয় করা সম্ভাব যা অনেক ভাল পেশায় থেকেও করা সম্ভাব হয় না।
-
অামি মনে করি ফরেক্স ব্যাবসা হল একটি সম্মান সুচক ব্যাবসা। ফরেক্স মার্কেট অনলাইন ব্যাবসা এই ব্যাবসা হচ্ছে বর্তমানে অধুনিকা ব্যাবস। এই ব্যাবসা করে আমাদের দেশে অনেক রেমিটেন্স আসে যা বিদেশি টাকার রিজার্ভ বাড়ছে।
-
আমি মনে করি ফরেক্স পেশা হিসেবে অনেক সম্মানজনক কারণ ফরেক্স মার্কেটে একজন মানুষ বিজনেস করে তার সব ধরনের চাহিদা পুরন করতে পারে। ফরেক্স পেশা হিসেবে একটি স্মার্ট ও লাভজনক ব্যবসা কেননা ফরেক্স থেকে কম সময়ে অনেক অর্থ উপার্জন করা যায়। তাছাড়া একজন মানুষ পড়ালেখা চাকরির পাশাপাশি পার্টটাইম ফরেক্স এ বিজনেস করে অনেক টাকা ইনকাম করতে পারে বলেই ফরেক্স পেশা হিসেবে যথেষ্ট সম্মানজনক।
-
পেশা হিসাবে ফরেক্স খারাপ কিছু নয়। কারন এটা করে আপনি জীবিকা নির্বাহ করতে পারেন। তাহলে অব্যশই ফরেক্স ভালো একটা ট্রেডিং বিজনেস। আমি ফরেক্স পেশা হিসাবে বিয়েছি। ফরেক্স করে অনেকে আত্মনির্ভশিলও হয়েছে।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মান সম্মত বিজনেস। এটি খুবই সম্মানজনক একটি ব্যবসা। বিশ্ব মুদ্রা বাজারে আমাদের চাহিদা সম্মত লাভ লোকসানের এই বিজনেসে আমরা বিনিময় প্রথায় অংশ গ্রহনের সুযোগ পাই। আর এটা করতে ট্রেডিং এর অভিজ্ঞতার প্রয়োজন পড়ে। অভিজ্ঞতা ছাড়া এখানে সফলতা লাভ করা যায় না। কাজেই আমাদেরকে প্রচুর সময় দিয়ে ডেমো ট্রেড থেকে ট্রেডে লাভ করা শিখে তারপরে ট্রেড করতে হয়।
-
বাংলাদেশে যত ব্যবসায় আছে তার মধ্যে ফরেক্স ব্যবসায় অন্যতম। এখানে একজন ব্যবসায়ী যা ইনভেষ্ট করে তার চেয়ে বেশি মাসে আয় করতে পারেন। সুতরাং আয়ের দিক থেকেও ফরেক্স এর সমকক্ষ আর নেই। আর যেহেতু ঘরে বসেই সম্মানের সাথে এই ব্যবসা করা যায় সেহেতু এই ব্যবসা সম্মানের দিক থেকেও অন্যতম।
-
আমি মনেকরি,, আধুনিক সমাজের সবচেয়ে ভালো এবং সম্মানজনক পেশা হচ্ছে ফরেক্স ব্যাবসা।। আমরা যারা ফরেক্স স্টাড করি তারা অবশ্যিই জানি যে ফরেক্স একটি মুক্ত পেশা।। আমরা ইচ্ছা করলে সারা দিন ঘরে বসেই ইনকাম করতে পারি।। ফরেক্স ব্যাবসা করে সমাজে আমাদের একটা ভাল পজিশন দার করাতে পারি।
-
আপনি ঘরে বসে ফরেক্স করে প্রতিমাসে ভাল টাকা ইনকাম করতে পারেন । আমার মতে ফরেক্স একটি আধুনিক ব্যবসা যা করে আপনে আপনার পরিবারকে চালাতে পারেন পাশা পাশী আপনি ফরেক্স থেকে জ্ঞান লাভ করতে পারেন । আমাদের দেশের প্রেক্ষাপটে সঠিক ভাবে ফরেক্স শেখার অনেক সমস্যা। আর আমরা আর্থিকভাবেও অতটা স্বচ্ছল না। যার দরুন ফরেক্স অনেক ক্ষেত্রে লসের হিসাবে থেকে যাচ্ছে।
-
আমি মনে করি পেশা হিসেবে ফরেক্স খুবই সম্মানজনক একটি ব্যবসা । ফরেক্স একটি আন্তর্জাতিক বিকেন্দ্রিত মুদ্রা বিনিময় বাজার। এই মার্কেটে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় এর মাধ্যমে আয় করা যায়। এই বাজারটি এত বড় যা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ মার্কেটের চেয়ে কয়েক গুন বেশি ভলিয়াম এ দেনিক ট্রেড হয়। যার দৈনিক টার্ন-অভার এর পরিমান প্রায় ৩ ট্রিলিয়ন ইউ.এস ডলার এরও বেশি। বর্তমানে বিশ্বের ১৫-২০ ভাগ মানুষ ফরেক্সকে পেশা হিসেবে নিয়েছেন কেউ পার্টটাইম কেউবা ফুলটাইম পেশা হিসেবে।
-
চাকুরিতে ঘুস আছে কিন্ত ফরেক্সে ঘুস নাই । চাকুরিতে অনেকে বাটাপাড়ী , চিটারী করতে পারে কিন্ত ফপরেক্সে সেই সুযোগ নাই । তাই ফরেক্স অবস্য ই সম্মান এবং মরযাদার এতে কোন সন্দেহ নাই ।
-
বরত মান জামানায় সৎ, নিস্টাবান এবং আদরশের সাথে সাথে টাকা থাক,লেই সম্মান এবং মরযাদা আসে । তাই ফরেক্সে এসে যদি প্রফিট করে টাকা আয় করা যায় তবেই সম্মান পাওয়া যাবে ।
-
আমার মতে পেশা হিসেবে ফরেক্স খুবই সম্মানজনক, এটা আমাদের জিবনকে পরিবর্তন করে দিতে পারে। এটি একটি আন্তর্জাতিক অনলাইন মুদ্রা লেন-দেনের ব্যবসা যা থেকে অধিক লাভ অর্জন করা সম্ভব, এটা থেকে সুধু লাভ ই করা যায় না বরং এটা কেরিয়ার গড়ার ভাল একটি মাধ্যম বলে আমি মনে করি ।
-
পেশা হিসেবে ফরেক্স ব্যবসা খুবই ভালো । কারণ ফরেক্স ব্যবসা করে অাজ আমরা অনেক স্বাবলম্বী হতে পেরেছি । এটা অনেক সম্মানজনক ব্যবসা যদি আমরা দক্ষতার সহিত সহিত করতে পারি । সুতরাং আমরা সব সময় ধৈর্য্যের সহিত করব তাহলেই অামরা উন্নতি করতে পারব ।
-
আমি মনে করি পেশা হিসাবে ফরেক্স ট্রেডিং অনেক বেশি সন্মানজনক কারন এখানে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতাই হল প্রধান বিনিয়োগ যার বিনিময়ে আপনি এখান থেকে অনায়াসে অনেক ভাল আয় করতে পারবেন যার ফলে একদিকে যেমন আপনি নিজেকে স্বাভলম্বি করতে পারবেন পাশাপাশি দেশও অনেকাংশে এগিয়ে যাবে।
-
আমার কাছে পেশা হিসাবে ফরেক্স ট্রেডিং অনেক সন্মান জনক কারন এখানে কাজ করার জন্য অন্য কোথাও যাওয়ার কোন প্রয়োজন হয় না ঘরে বসেই এখান থেকে আয় করা যায়। তাছাড়া এখান থেকে অনেক বড় পেশায় থেকে যে পরিমান আয় করা যায় সেই পরিমান আয় করে নেওয়াও সম্ভাব বলে আমি মনে করি।
-
অবশ্যই ফরেক্স পেশা হিসাবে সম্মানজনক । কারন ফরেক্স এ আপনি একটু পরিশ্রম করলেই একটা ভাল মানের উপার্জন অর্জন করতে পারেন । আপনি যদি বেকার হন তাহলে ফরেক্স হবে আপনার জন্যে সবচেয়ে উত্তম জায়গা কারন এখানে আপনি নিজেই নিজের ব্যাবসার পরিচালক এর তা অবশ্যই খুব সম্মানের ।
-
পেশা হ্যিসেবে ফরেক্স ব্যবসা খুব সম্মানের কিন্তু ফরেক্স মার্কেট থেকে আয় করা খুব কস্টের।আপনি মার্কেটে থেকে সাফলতা পেতে গেলে মার্কেটে অনেক সময় দিতে হবে হবে।মার্কেট কিভাবে নিয়ন্ত্রিত হয় তা ভাল ভাবেবোঝার চেস্টা করতে হবে।এই ব্যবসা আমি মনে করি খুব লাভজনক ব্যবসা যদি মার্কেটে জেনে বুঝে কাজ করা যাই।
-
ফরেক্স মার্কেটে আসার পর বুঝতে পারলাম সুদের হার বাড়লে বা কমলে কি হয়। এখন আরেকটা সম্পর্কে জানতে পারলাম বৈদেশিক রিজার্ভ দিয়ে কি করা দরকার। আমি মনে করি বৈদেশিক রিজার্ভ রেখে দিলে ভাল হবে কারন দেশের যে কোন ক্রান্তিকাল মুহুর্তে এটা কাজে লাগবে।আপনাদের মতামত আশা করছি।