ভাই ফরেক্স মার্কেটে টিকে থাকেতে পারলে সে হিরো এই বিষয়ে কোন সন্দেহ নাই । কারণ ফরেক্স মার্কেটে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে তো লাভ আসবেই । আর যারা কোন কাজে সফল হয় তাদেরই তো হিরো বলা হয় । তাই যেসব ট্রেডার ফরেক্স মার্কেটে ট্রেড করে সফল তাদেরকে হিরো বলা যেতেই পারে । আসলে তারা আমাদের কাছে বড় একটা আইকন । তাদের দেখেই আমরা সবাই ফরেক্স ট্রেডিং এর প্রতি ঝুঁকেছি । আমরাও তাদের মত ফরেক্স মার্কেট সফল ট্রেডার হয়ে হিরো হতে চাই ।