-
ফোরাম পোস্টিং বোনাস কে যদি আপনার ইন্সটা ফরেক্স একাউন্ট এ নিয়ে যেতে চান, তাহলে ফোরাম একাউন্ট এর সাথে আপনার ইন্সটা ফরেক্স একাউন্ট এটাচ করতে হবে।। আর এটাচ করা হয়ে গেলে অটোমেটিক প্রতি মাসের ৫ থেকে ৭ তারিখের মধ্যে বোনাস মানি আপনার একাউন্ট এ চলে যাবে।। হ্যাপি ট্রেডিং।।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমাদের কে অনেক সুযোগ করে দিয়াছে। ফোরাম একাউন্টের সাথে রিয়াল একাউন্ট এটেস করে দিলে মাস শেষে আপনার রিয়াল একাউন্টে বোনাস যোগ হয়ে যাবে। বোনাস পর পোস্ট এরকম একটা অপশন থাকে সেখানে গিয়ে একাউন্ট এটেচ বরে দিবেন।
-
আপনাকে প্রথমেই জানতে হবে যে বোনাস একাউন্ট কোন অবস্থায় ট্রান্সফার যোগ্য নয়, তবে আপনি এই বোনাস ডলারের মাধ্যমে ট্রেড করে যে মুনাফা লাভ করবেন তাই কেবল মাত্র ট্রান্সফার করতে পারবেন।
-
প্রথমেই জানতে হবে যে বোনাস একাউন্ট কোন অবস্থায় ট্রান্সফার যোগ্য নয়, তবে আপনি এই বোনাস ডলারের মাধ্যমে ট্রেড করে যে মুনাফা লাভ করবেন তাই কেবল মাত্র ট্রান্সফার করতে পারবেন।
-
ফরেক্স ফোরামে পোস্টিং বোনাস আপনার ইনেস্টাফরেক্স এ্যাকাউন্ট যাবে আপনি অই বোনাস দিয়ে ট্রেড করতে পারবেন টাকা তুলতে পারবেন না।আর আপনি পোস্টিং বোনাস দিয়ে ট্রেড করে লাভ করতে পারেন তাহলে সে টাকা আপনি তুলে নিতে পারবেন।
-
এই ফোরামের বোনাস দিয়ে ট্রেড করার জন্য প্রথমে আপনি ইন্সটা ফরেক্স ব্রোকারে একটি লাইভ একাউন্ট খুলুন । তারপর আপনি আপনার একাউন্টটি ভেরিফাই করে নিন । ভেরিফাই হয়ে গেলে আপনি আপনার ফোরাম একাউন্ট এ প্রবেশ করে আপনার প্রোফাইলে যান । সেখান থেকে আপনি বোনাস ফর পোস্ট অপশনে আপনি আপনার ট্রেডিং একাউন্ট নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্ট যুক্ত করুন । মাস শেষে আপনি আপনার বোনাস পেযে যাবেন । ধন্যবাদ ।
-
লাইফ এ্যাকাউন্টে বোনাসের ডলার যোগ করার আগে অবশ্যই কিছু কাজ রয়েছে সে কাজ না করে লাইফ এ্যাকাউন্টে ডলার যাবে না । কাজ ঞর ভেরিফাই করা যে যত আগে ভেরিফাই করে নেবে সে তত আগে লাইফ এ্যাকাউন্টে ডলার নিতে পারবে । সুতরাং আগে আমরা এ্যাকাউন্ট ভেরিফাই করে নেব তাহলেই চিন্তামুক্ত হতে পারব ।
-
আপনি সরাসরি বোনাস ব্যালেন্স আপনার রিয়েল একাউন্টে নিতে পারবেন না। রিয়েল একাউন্টে নিতে হলে হলে আপনাকে একাউন্ট ভেরিভাই করে, তারপর বোনাস ব্যালেন্স দিয়ে আপনাকে ট্রেড করতে হবে। টেড করার পর শুধুমাত্র আপনার বোনাস ব্যালেন্স বাদ দিয়ে প্টুরফিক টুকু রিয়েল একাউন্টে ট্রান্সফার করতে পারবেন।
-
আসলে ফরেক্স বিজেনেস ফোরামে পোস্টিং এর বোনাস প্রথমে আপনার ইনেস্টাফরেক্স একাউন্টে যাবে। কিন্তু আপনি সরাসরি সেই বোনাস ব্যালেন্স আপনার রিয়েল একাউন্টে নিতে পারবেন না। রিয়েল একাউন্টে নিতে হলে হলে আপনাকে একাউন্ট ভেরিভাই করে, তারপর বোনাস ব্যালেন্স দিয়ে আপনাকে ট্রেড করতে হবে। টেড করার পর শুধুমাত্র আপনার বোনাস ব্যালেন্স বাদ দিয়ে প্টুরফিক টুকু রিয়েল একাউন্টে ট্রান্সফার করতে পারবেন। বোনাস ব্যালেন্সটুকু আপনার একাউন্টে থেকে যাবে।
-
আপনি আপনার ফোরাম থেকে প্রাপ্ত বোনাস কখনোই তুলতে পারবেন না। এই বোনাস দেয়া হয় নতুন ট্রেডার দের আগ্রহ করার করার জন্য। যারা ইনভেস্ট করতে পারেন না তাদের জন্য এটি আশির্বাদ স্বরূপ। আপনি বোনাস থেকে যা পাবেন সেটা আপ্নাএ ইন্সটা ফরেক্স লাইভ একাউন্ট এ চলে যাবে। ট্রেদ করে যা প্রফিট পাবেন শুধু সেটা উত্তোলন করতে পারবেন।
-
ফরেক্সের ফোরাম পোষ্টিং এর বোনাস প্রতি মাসের শেষে ইনেস্তা ফরেক্সের একাউন্টে চলে যায় । ফোরাম পোষ্টিং এর যে বোনাস পাওয়া যায় তা তোলা যায় না কিন্তু সেই ডলার দিয়ে ট্রেড করে যে কয় ডলার লাভ করা যায় তা তোলা যায় । কিন্তু এই ডলার তোলার জন্য আরো ১টা একাউন্ট ভেরিভাই করতে হয় । সেই একাউন্টের মাধ্যমে লাভের ডলার গুলো একাউন্টে চলে যাবে এবং আমরা টাকা তুলতে পারবো বলে মনে করি । একাউন্ট ভেরিফাই ছাড়া লাভের ডলার তোলা যাবে না ।
-
আপনি ফরেক্স এ বাংলা ফোরামের বোনাস সরাসরি উঠাতে পারবেন না।প্রতিটা পোস্টের জন্য আপনি ২০সেন্ট বোনাস পাবেন।আর এই বোনাস আপনি মাস শেষে ট্রেডিং একাউন্টে নিয়ে ট্রেড করতে হবে।ট্রেডিং একাউন্টে বোনাস যুক্ত হলে আপনাকে portalforum এফিলিয়েট কোড ব্যবহার করতে হবে।
-
ইন্সটাফরেক্স ট্রেডিং ব্রোকার এর বোনাস ডলার একাউন্ট ভেরিফাই করা ছাড়া অন্য কোনো লাইভ একাউন্ট এ ট্রান্সফার করা যাবেনা আপনার একাউন্ট টি অবশ্যই ভেরিফাই থাকতে হবে তাহলে আপনি আপনার একাউন্ট এর ডলার আপনার অন্য রিয়াল একাউন্ট এ ট্রান্সফার করতে পারবেন।
-
ফোরাম এর বনাস কখনই তোলা যায় না এই বনাস আপনার ভেরিফাই করা একাউন্ট এ ট্রান্সফার করে তাদিয়ে ট্রেড অপেন করতে পারেন এবং সেখানে আপনি ট্রেড করে প্রফিত তুলতে পারেন।আপ্নি যদি লস করে একাউন্ট জিরো না করেন তাহলে এখান এখান থেকে ত্রেদে লাভ করতে পারলে আপনার প্রফিট আস্তেই থাকবে।
-
বনাস ব্যালেন্স দিয়ে আপনি ট্রেদ করে যা লাভ করবেন তাই তুলতে পারবেব।কিন্ত বোনাস ব্যালেন্স তুলতে পারবেন না।আপনি যদি ট্রেড করে লস করলেন তাহলে আগে ঐ লসের ডলার পুরন করতে হবে তারপর আপনি যা লাভ করবেন তাই তুলতে পারবেন।
-
ফরেক্স ফোরামের পদত্ত লিংক দিয়ে ইনস্টা ফরেক্স ব্রোকার রিয়েল একাউন্ট ওপেরন করুন । আপনি বাংলাদেশ ফরেক্স ফোরামে পোস্ট করে যে বোনাস পাবেন, তা ইনস্টা ফরেক্স ব্রোকারে আপনার ফোরাম লিংক একাউন্টে স্বংক্রিয় ভাবে প্রতি মাসের শেষর যোগ হয়। আর যদি আপনি মাস শেষ হওয়ার পূর্বে আপনি ফোরামের সাথে লিং না করে ইনস্টা ফরেক্স ব্রোকার রিয়েল একাউন্ট না করতে পারেন তাহলে বোনাস বাতিল হবে, আর যদি আপনার একাউন্টে যোগ হয়,আপনি যত দিন ইচ্ছা রাখতে পারেন।তবে এটি উত্তলন বা অন্য একাউন্টে ট্যানেস্পার করতে পারবেনা।ঐ বোনাস দিয়ে লাভ করে লভ্যাংশে সম্পূর্ণটা আপনি তুলতে পারবেন।
-
বোনাসের ব্যালেন্স আপনাকে ট্রান্সফার করতে হবেনা৷স্বয়ংক্রিয় ভাবেই আপনার একাউন্টে সারা মাসের ব্যালেন্স এক মাস পরে যোগ হবে৷সেজন্য আপনাকে বোনাস পোষ্ট এটাচ একাউন্টের লিংকের সাহায্যে একটা একাউন্ট করে নিতে হবে৷এ সংক্রান্ত কিছু নিয়ম আছে ভালো করে পড়ে নিবেন৷
-
আমি বলবো আপনাকে প্রথমেই জানতে হবে যে বোনাস একাউন্ট কোন অবস্থায় ট্রান্সফার যোগ্য নয়, তবে আপনি এই বোনাস ডলারের মাধ্যমে ট্রেড করে যে মুনাফা লাভ করবেন তাই কেবল মাত্র ট্রান্সফার করতে পারবেন। যেমন আপনি যদি বোনাস হিসাবে ১০০ ডলার পেয়ে থাকেন এবং ট্রেড করে আপানার ব্যালেন্স যদি ১০১ ডলার হয় তবে আপনি সেই অতিরিক্ত ১ ডলার আপনি ট্রান্সফার করতে পারবেন। অবশ্য এজন্য আপনাকে ২ লেভেল ভেরিফাই হতে হবে।
-
আপনার ফোরাম পোষ্টিং এর বোনাস আপনা ফোরাম একাউন্ট থেকে অটোমেটিকভাবেই ইনস্টা ফরেক্স ট্রেডিং একাউন্ট এ চলে যাবে।ফোরামের নিয়ম অনুযায়ী আপনি বোনাস দিয়ে প্রফিট করা অর্থ উত্তোলন করতে পারবেন। ফোরামের প্রদত্ত শর্তঅনুযায়ী আপনার ফোরাম একাউন্টে ইনস্টা এর ট্রেডিং একাউন্ট যুক্ত করে নিতে হবে এবং দুই স্তরের ভেরিফিকেশন কমপ্লিট থাকতে হবে।
-
আমরা যারা ফরেক্স করি তাদের প্রত্যেকেই কোন সাইটে একাউন্ট করার পূর্বেই অথবা একটু পরে হলেও সকল নিয়ম-নীতি বা আইন-কানুন খুব ভালভাবে পড়ে নিই।ফোরামের শর্তসমূহ পড়ে নিলেই সম্পূর্ণ তথ্যটা পরিস্কার হয়ে যাবে।
-
আমি বলবো আপনি ফোরাম পোস্টিং করে যে বোনাস পাবেন তা কখনো ই সরাসরি উঠাতে পারবেন না , আপনি যদি আপনার ফোরাম অ্যাকাউন্টের সাথে ইন্সটাফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট যুক্ত করে রাখেন তাহলে পোস্টিং বোনাস প্রতি মাসের ১-৭ দিনের ভিতরে চলে যাবে এবং তা দিয়ে ট্রেড করে যে প্রফিট পাবেন তা আপনি সহজেই তুলে নিতে পারবেন ।
-
আমার জানামতে ফরেক্স ফোরামে পোস্টিং বোনাস আপনার ইনেস্টাফরেক্স এ্যাকাউন্ট যাবে আপনি অই বোনাস দিয়ে ট্রেড করতে পারবেন টাকা তুলতে পারবেন না।আর আপনি পোস্টিং বোনাস দিয়ে ট্রেড করে লাভ করতে পারেন তাহলে সে টাকা আপনি তুলে নিতে পারবেন বলে আমি জানি।আর ফোরামের পোস্টিং বোনাস প্রতিমাসে ৩১তারিখে চলে যাবে ইনেস্টাফরেক্স এ্যাকাউন্টে যদি আপনার ইনেস্টাফরেক্স এ্যাকাউন্ট দ্বিতীয় ভেরিফিকেশন করা থাকে তাহলে আপনি বোনাস পাবেন বলে আমি জানি।
-
ইন্সটাফরেক্স ব্রোকার এ আপনি কয়েক ধরনের বোনাস পেতে পারেন। আপনি যদি রিইয়েল ইনভেস্ট করে থাকেন তাহলে আপনি ৩০% এর বোনাস নিতে পারেন। এই বোনাস আপনি উঠাতে পারবেন না। এটা দিয়ে ট্রেড করতে পারবেন। আর ফোরাম পোস্টিং এর ব্যালেন্স দিয়ে আপনি শুধু ট্রেড করতে পারেন।
-
ফোরাম পোস্টিং করে যে বোনাস আপনি পাবেন তা আপনাকে আপনার ইন্সটাফরেক্স অ্যাকাউন্টে নিতে হলে ফোরামে আপনার লাইভ অ্যাকাউন্ট সংযুক্ত করতে হবে। পাশাপাশি আপনার লাইভ অ্যাকাউন্টে সকল তথ্য প্রদান করে ভেরিফাই করে নিতে হবে।
-
বোনাস এর টাকা আপনাকে ট্রান্সফার করতে হবে না। আপনি যেই মাসে পোষ্ট করবেন, তার পরের মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে আপনার সংযোগকৃত লাইভ অ্যাকাউন্টে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। যেমন ধরুন আপনি মে মাসে মোট ২০০ ডলার রেভিনিউ পেয়েছেন, এই টাকা আপনার সংযোগকৃত অ্যাকাউন্টে জুন মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে অটোমেটিক চলে যাবে। আপনাকে কিছুই করতে হবে না।
-
ফরেক্স মার্কেটে লেভারেজ একটা গুরুত্বপূর্ণ বিষয় কারন আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বেশি লিভারেজ নিয়ে ট্রেড করতে যান তবে দেখবেম অনেক সময় এই লিভারেজের কারনে আপনার একাউন্ট জিরু হয়ে যেটে পারে। তাই আমি মনেবকরি কম লিভারেজ নিয়ে ট্রেড করা ভাল।
-
ফরেক্স ট্রেডিং অবশ্যই তার নিজস্ব কৌশলে চলছে৷সেগুলো ভালোভাবে শিখে আয়ত্ত্ব করে সঠিক নিয়মে ট্রেড করতে হবে৷এখানে গোরামীর বা আবেগের প্রশ্নই আসেনা৷প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷
-
ফোরাম পোস্টিং বোনাস কে যদি আপনার ইন্সটা ফরেক্স একাউন্ট এ নিয়ে যেতে চান, তাহলে ফোরাম একাউন্ট এর সাথে আপনার ইন্সটা ফরেক্স একাউন্ট এটাচ করতে হবে।। আর এটাচ করা হয়ে গেলে অটোমেটিক প্রতি মাসের ৫ থেকে ৭ তারিখের মধ্যে বোনাস মানি আপনার একাউন্ট এ চলে যাবে।। হ্যাপি ট্রেডিং।।
-
ফোরামের বোনাস সত্যিকার অর্থে শুধুমাত্র ট্রেডিং করার জন্য দেওয়া হয়। তারও আবার কিছু নিয়ম কানুন আছে। ফোরাম এফিলিয়েটেড একাউন্ট হতে হবে এবং লেভেল ২ পর্যন্ত ভেরিফাই করা হতে হবে। আপনি প্রতিমাসের ১-৭তারিখের মধ্যে বোনাস ডলার আপনার ট্রেডিং একাউন্ট এ চলে যাবে এবং আপনি লভ্যাংশ তখনও তুলতে পারবেন না। কারণ আপনি শুধু মাত্র বোনাস ডলার দিয়ে ট্রেড করলে হবে না আপনাকে কিছু ডলার ইনভেস্ট করতে হবে একাউন্টে সেটার এমাউন্ট যতটুকু হোক না কেন, ১ ডলার হলেও সমস্যা নাই। তারপর ট্রেড করে লাভ করা টাকা আপনি ইচ্ছামত তুলতে পারবেন। ধন্যবাদ সবাইকে।
-
খালেদ ভাই, আমি তো পোস্টিং এর বোনাস দিয়ে ট্রেড করছি কিন্তু কোন টাকা এখনো জমা দেই নি। প্রফিট করার পর যদি টাকা জমা দেই তাহলে কি টাকা জমা দেয়ার পূর্বের প্রফিট তুলতে পারব নাকি সেটা নষ্ট হয়ে যাবে।
-
খালেদ ভাই, আমি তো পোস্টিং এর বোনাস দিয়ে ট্রেড করছি কিন্তু কোন টাকা এখনো জমা দেই নি। প্রফিট করার পর যদি টাকা জমা দেই তাহলে কি টাকা জমা দেয়ার পূর্বের প্রফিট তুলতে পারব নাকি সেটা নষ্ট হয়ে যাবে।
-
যদি আপনার ফোরাম অ্যাকাউন্টের সাথে ইন্সটাফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট যুক্ত করে রাখেন তাহলে পোস্টিং বোনাস প্রতি মাসের ১-৭ দিনের ভিতরে চলে যাবে এবং তা দিয়ে ট্রেড করে যে প্রফিট পাবেন তা আপনি সহজেই তুলে নিতে পারবেন।যদি বোনাস হিসাবে ১০০ ডলার পেয়ে থাকেন এবং ট্রেড করে আপানার ব্যালেন্স যদি ১০১ ডলার হয় তবে আপনি সেই অতিরিক্ত ১ ডলার আপনি ট্রান্সফার করতে পারবেন।অবশ্য এজন্য আপনাকে ২ লেভেল ভেরিফাই হতে হবে।
-
ফরেক্স ফোরামের ব্যালেন্স আপনাকে লাইভ অ্যাকাউন্টে যোগ করতে হলে প্রথমে আপনাকে লাইভ একাউন্ট খুলতে হবে তারপর সেই একাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড ফোরাম এ যুক্ত করতে হবে । তারপর সেই একাউন্টে পরবর্তী মাসের প্রথমদিকে প্রাপ্ত বোনাস লাইভ একাউন্টে ট্র্যান্সফার হয়ে যাবে ।তারপর হতেই আপনি সেই বোনাস ডলার দিয়ে ট্রেড করতে পারবেন ।
-
প্রত্যেক মাসের ফোরামের বোনাস পরবর্তি মাসের ১ম সপ্তাহে আপনার ট্রেডিং একাউন্টে চলে যাবে,যদি আপনার ট্রেডিং একাউন্ট ফোরাম একাউন্টের সাথে যুক্ত থাকে।বোন্সা ট্রান্সফারের ব্যাপারে আপনাকে এর বাইরে কিছু করতে হবেনা।
-
আমার জানা মতে প্রথমে আপনাকে ফোরাম এর রেপার লিনকে রিয়েল ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে। তার পর ফোরাম পোস্টিং একাউন্ট এর মাঝে রিয়েল অ্যাকাউন্ট আর পাস ওয়ার্ড যোগ করে দিলে প্রতি মাসের প্রথম শাপ্তাহে আপনার বনাস রিয়েল অ্যাকাউন্ট এ জমা হতে থাকবে।
-
ফরেক্সে ফোরাম পোস্টের মাধ্যমে আমারা বোনাস পায়। যা দিয়ে পরবর্তীতে ফরেক্সে আমারা লাইভ করি। কিন্তু অনেকে ফরেক্সের বোনাস কিভাব লাইভ একাউন্টে যাই যানে। বোনাস পাওয়া ডলার ইন্সটা ফরেক্সের লাইভ একাউন্টে প্রতি মাসের ৫-৭ তারিখের মধ্যে অটোমেটিক জমা হয়ে যায়
-
আমার মতে আমি বলবো আপনাকে প্রথমেই জানতে হবে যে বোনাস একাউন্ট কোন অবস্থায় ট্রান্সফার যোগ্য নয়, তবে আপনি এই বোনাস ডলারের মাধ্যমে ট্রেড করে যে মুনাফা লাভ করবেন তাই কেবল মাত্র ট্রান্সফার করতে পারবেন। যেমন আপনি যদি বোনাস হিসাবে ১০০ ডলার পেয়ে থাকেন এবং ট্রেড করে আপানার ব্যালেন্স যদি ১০১ ডলার হয় তবে আপনি সেই অতিরিক্ত ১ ডলার আপনি ট্রান্সফার করতে পারবেন। অবশ্য এজন্য আপনাকে ২ লেভেল ভেরিফাই হতে হবে।
-
ফরেক্স বিজেনেস ফোরাম পোস্টিং এর বোনাস প্রথমে আপনার ইনেস্টাফরেক্স একাউন্টে যাবে। কিন্তু আপনি সরাসরি সেই বোনাস ব্যালেন্স আপনার রিয়েল একাউন্টে নিতে পারবেন না। রিয়েল একাউন্টে নিতে হলে হলে আপনাকে একাউন্ট ভেরিভাই করে, তারপর বোনাস ব্যালেন্স দিয়ে আপনাকে ট্রেড করতে হবে। টেড করার পর শুধুমাত্র আপনার বোনাস ব্যালেন্স বাদ দিয়ে প্টুরফিক টুকু রিয়েল একাউন্টে ট্রান্সফার করতে পারবেন।
-
আমার জানা মতে বোনাস ব্যালেন্স ট্রান্সফার করা যায় না। ফরেক্স বাংলা ফোরাম পোস্টিং করে যে আয় করছেন তা মাস শেষে আপনার একাউন্টে জমা হবে। উক্ত আয় দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড করে যে প্রফিট হবে তা আপনি ট্রান্সফার করতে পারবেন।
-
ইন্সটাফরেক্সের ট্রেডিং অ্যাকাউন্ট ফোরামের সাথে যুক্ত করার জন্য ট্রেডিং অ্যাকাউন্টটি অবশ্যই banglaforum বা portalforum এর অধীনে খুলতে হবে। ইন্সটাফরক্সের লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট খোলার সময় affiliate code এর বক্সে banglaforum বা portalforum দিলে আপনার অ্যাকাউন্টটি বোনাস অ্যাকাউন্টে পরিণত হবে। আরেকটি বিষয় আর ফোরাম বোনাস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে লিভারেজ সর্বচ্চো ১:৫০ সেট করতে পারবেন। তারপর আপনি ফোরামে লগইন করে আপনার প্রফাইল গিয়ে Bonus for post গিয়ে আপনার ট্রেডিং অ্যাকাউন্টটি ফোরামের সাথে যুক্ত করতে করলে ফোরাম থেকে প্রাপ্ত বোনাস প্রতিমাসের শুরুতে আপনার উক্ত ট্রেডিং অ্যাকাউন্ট স্বয়ংক্রিয় ভাবে চলে যাবে।