-
আসলে মার্কেট ট্রেন্ড বুঝার জন্য
কোনো নির্দিষ্ট ইন্ডিকেটর নেই। তবে
নিজে নিজে এনালাইসিস করার পর
ট্রেন্ড কনফার্মেসন এর জন্য ইন্ডিকেটর
বেবহার করতে পারেন। চার্ট এর ট্রেন্ড
বুঝার জন্য মুভিং এভারেজ ইন্ডিকেটর
টি অনেক অনেক বেশি উপকারী। দক্ষ
ট্রেদার রা মুবিং এভারেজ
ইন্ডিকেটর বেবহার করে থাকেন ট্রেড
এন্ট্রি নেওয়ার জন্য তা ছাড়া আর এস
এই ইন্ডিকেটর টি ও অনেক বেশি
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ট্রেড এন্ট্রি
নেওয়ার জন্য।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার সুবিধার্থে ইন্ডিকেটর আমরা ট্রেডিংয়ের সময় ব্যাবহার করে থাকি এবং ইন্ডিকেটর নি:সন্দেহে আমাদের ট্রেডিং কার্যক্রমকে অনেক বেশি সহজ করে দিয়েছে।আর ফরেক্স ট্রেডিংয়ে আুিম মূলত তিন ধরনের ইন্ডিকেটর ব্যাবহার করে থাকি আর তা হল মুভিং অ্যাভারেজ,পিভট পয়েন্ট এবং জিগজ্যাগ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে অনেক ফরেক্স ট্রেডার অনেক ধরনের ইন্ডিকেটর ব্যাবহার করে থাকে আমি ফরেক্স।মার্কেট এ ট্রেডিং করার জন্য যে ইন্ডিকেটর ব্যাবহার করি তার নাম হল আর এস আই,এইটি ব্যাবহার করে আমি বাই বা সেল করি ফরেক্স মার্কেট এ, তাই ভাল প্রফিট করতে পারি।
-
আসলে এমন অনেকে আছেন যারা ইনডিকেটরকে দেখতে পারেন না। আমি অবশ্য আমার চার্টে দু একটা ডিফল্ট ইনডিকেটর ব্যবহার করে থাকি এনালাইসিস এ সাহায্য নেওয়ার জন্য। আমি বেশ উপকার পেয়েছি কিছু ইনডিকেটর ব্যবহার করে। তবে সম্পুর্ন রুপে নির্ভরশীল না হওয়াই উত্তম। সবার প্রতি শূভকামনা রইল।
-
ফরেক্সে অনেক ধরনের ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ইন্ডিকেটর সমূহ মার্কেটের গতিবিধি নির্দেশ করে। ইন্ডিকেটরের সাহায্যেই মার্কেট এনালাইসিস করা যায়। এনালাইসিসের ক্ষেত্রে এটা খুবই কার্যকরী। আমি মূলত মুভিং এভারেজ ইন্ডিকেটর টিই ব্যবহার করি।
-
ট্রেড করার আগে অনেক রকমের ইন্ডিকেটর দেখে ট্রেড করার পর দেখি মার্কেট আমার বিপরীতে যায়। তারপর ইন্ডিকেটর ছাড়া ট্রেড করি তখন লস করি এখন বড় ভাইয়ের নির্দেশ মোতাবেক ট্রেড করার ইচ্ছা আছে দেখি কি হয়। আপনাদের সঠিক কোন ট্রেড ইনডিকেটর থাকলে আমাকে জানান।
-
মার্কেটের ট্রেন্ড জানার জন্য ইন্ডিকেটর ব্যবহার করা যেতে পারে ।তবে ইন্ডিকেটর ব্যবহার না করে প্রাইচ একশন এবং ক্যাঙ্ডলষ্ঠিক মেথড ফলো করলে ট্রেডিং এর ক্ষেএে সবচেয়ে ভাল ফলাফল পাওয়া যায় ।পাশাপাশি মুভিং এভারেজ এবং পিভট পয়েনট ব্যবহার করলে ট্রেডিং নিখুত হয় ।
-
ব্যবসা করার ক্ষত্রে সে কোন একটি পদ্ধতি অবলম্বন করতেই হবে ভাল করার জন্য। আর ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে যে কোন একটি ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। যেমন আমি কেন্ডেল স্টিক ইন্ডিকেটর ব্যবহার করে ফরেক্স মার্কেটে ট্রেড করি আর মুনাফা অর্জন করি।
-
ট্রেড করার জন্য আমি বিভিন্ন রকম ইন্ডিকেটর ব্যবহার করি । আমি মনে করি ট্রেড এর জন্য মুভিং এভারেজ সবচেয়ে ভাল একটি ইন্ডিকেটর । মুভিং এভারেজের মাধম্যে মার্কেট এর মুভমেন্ট সম্পর্কে একটি ধারনা পাওয়া যায় । তবে ইন্ডিকেটর সঠিকবাবে ব্যবহার করার মত অবস্থা থাকতে হবে । ইন্ডিকেটর খুবই কার্যকরী যদি সঠিকভাবে ব্যবহার করা যায় ।
-
ভাই ফরেক্স মার্কেটে হাজারও ইন্ডিকেটর রয়েছে । কখন কোন ইন্ডিকেটর আপনাকে ভাল ফলাফল দিবে তা বলা খুবই মুশকিল । যেকোন ইন্ডিকেটর ব্যবহার করার আগে আপনাকে সেই ইন্ডিকেটর এর কার্যকারীতা সম্পর্কে ধারনা নেওয়ার জন্য ডেমো একাউন্টে ব্যবহার করে দেখতে পারেন । যদি আপনার আশা অনুযায়ী কাজ করে তাহলে আপনি রিয়েল একাউন্টে ব্যবহার করতে পারেন ।
-
এখন পর্যন্ত যতগুলো ইন্ডিকেটর দেখলাম তার মধ্যে আমার কাছে Moving Average কেই ভাল মনে হয়েছে আমার কাছে। আপনি আপনার ট্রেডে যত কম ইন্ডিকেটর ব্যবহার করবেন তত ভাল হবে। কারন-এই ইন্ডিকেটর সব সময় সঠিক সিগন্যাল দেয় না। এর প্রভাব আপনার ট্রেডে পড়বে। প্রায়ই দেখা যায় একই সময়ে সম্পূণ উল্টো সিগন্যাল দিয়ে থাকে। একই সময়ে কোনটা বাই আবার কোনটা সেল সিগন্যাল দিয়ে থাকে।
-
ট্রেড করার ক্ষেত্রে ঈন্ডিকেটর সবসময় সুফল বয়ে আনেনা। ট্রেড করার জন্য ঈন্ডিকেটর ছাড়াও মার্কেট এনালাইসিস করা জরুরি। আমি মাঝে মাঝে মুভিং এভারেজ ব্যবহার করি। তবে সবচাইতে ভাল নিজের টেকনিককে কাজে লাগানো।
-
আমি ইন্সটাফরেক্স এ বেশীর ভাগ gbp/usd, eur/usd ইন্ডিকেটর দেখে ফরেক্স এ ট্টেড করে থাকি। কারন এই gbp/usd, eur/usd মার্কেটটা আমি ভাল বুঝে থাকি। এছাড়া এই gbp/usd, eur/usd ইন্ডিকেটরে চার্টটা অনন্য ইন্ডিকেটরে তুলনায় পিপস গুলো শীতল ভাবে উঠানামা করে যা ট্টেড করতে এবং ক্লোজ করতে অনেকটা সুবিধা হয়।
-
প্রফিট করার জন্ন বেশি ইন্ডিকেটর নিরভর হলে ভুল হবে । আমি সুধুমাত্র পিভট পয়েন্ট ব্যাবহার করিন তাতে ভাল ফল পাছছি । আর দুটি ইন্ডিকের কখনী একি রকম নিরদেশনা দেয়না তখন পড়তে হয় বিপাকে । তাই পরিক্ষিত একটাই ভাল ।
-
আমার মনে হয় ট্রেড করার সময় আমরা মার্কেট সবাই ভিন্ন ভিন্ন ভাবে দেখে থাকি । তবে মার্কেট দেখার সুবিধারতে আমরা অনেকেই ভিন্ন ভিন্ন ইন্দিকেটর ব্যবহার করে থাকি । আমার কাছে । macd , rsi . moving average এই তিন টা ইন্দিকেটর বেশি ভাল লাগে । তাই আমি আমি গুলি ব্যাবহার করি মার্কেট বোঝার জন্য।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে অনেক ট্রেডার অনেক ধরনের ইন্ডিকেটর ব্যাবহার করে থাকে তাই আমি ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় আর এস আই ও বলিংগার ব্যান্ড ব্যাবহার করে ট্রেডিং করে থাকি ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আমরা ভাল আয় করতে পারব।ফরেক্স মার্কেটে যে যেটা ভাল বুঝে সেই টাই দিয়ে ট্রেডিং করা ভাল।
-
হ্যা ফরেক্স মার্কেটে বিভিন্ন ট্রেডার বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন এবং আমি নিজেও বেশ কয়েকটা ইন্ডিকেটর ব্যবহার করে থাকি কারন এগলো আমাকে অনেক সময় মারেক্স এর ভবিষৎ ট্রেন্ড কোন দিকে যেতে পারে তার তথ্য দেয় এর মধ্যে আমি বেশি ব্যবহার করি মুভিং এভারেজ এবং ১০০ পিপস স্কেলপিং তবে এর উপর কখনোই নির্ভর করিনা । ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেট ট্রেন্ড বুঝার জন্য কোনো নির্দিষ্ট ইন্ডিকেটর নেই তবে নিজে নিজে এনালাইসিস করার পর ট্রেন্ড কনফার্মেসন এর জন্য ইন্ডিকেটর বেবহার করতে পারেন চার্ট এর ট্রেন্ড বুঝার জন্য মুভিং এভারেজ ইন্ডিকেটর টি অনেক অনেক বেশি উপকারী মুবিং এভারেজ ইন্ডিকেটর টি মেটা ট্রেদার ৪ এর ডিফল্ট একটি ইন্ডিকেটর অনেক ভালো ইন্ডিকেটর দক্ষ ট্রেদার রা মুবিং এভারেজ ইন্ডিকেটর বেবহার করে থাকেন ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য তা ছাড়া আর এস এই ইন্ডিকেটর টি ও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য
-
ফরেক্স র্মাকেটে সহজ ভাবে ট্রেড কররা জন্য ইনডেকেটর ব্যবহার হয় ,তবে র্মাকেটে ইন্ডকেটর ফলো করে ট্রেড করলে অনেক সময় লসের সমুখীন হতে হয় তাই আমার মতে শুধু মাএ ইন্ডকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা উচিত নয় , ট্রেড করার আগে অবশ্যই ভাল ভাবে র্মাকেট এনালাইসিস করে ট্রেড করা উচিত আর নয় ত ভুল ট্রেড ধরলে র্মাকেটে লস খেতে হবে ।
-
আমি আগে অনেক ইনডিকেটর ইউস করতাম কিন্তু আমি এখন আর এতো বেশী ইনডিকেটর ইউস করি না, কথাই আছে বেশি লোকে গাদন নষ্ট, তাই আমি মনে করি বেশি ইনডিকেটর ইউস করা মানে বিরাট একটা বোকামি কাজ,আমি এখন শুধু মাত্র ২ টা ইনডিকেটর ইউস করি, সেটা হচ্ছে টি ছি ছি আই এবং সাপোর্ট এবং রেসিসটেন্স.........
-
ফরেক্স মার্কেটে এমন কোন ট্রেডার নাই যে তিনি ইনডিকেটর ব্যবহার করেন না । আমরা যারা সফল হয়েছি তারা এই ইন্ডিকেটর ব্যবহার করেছি । আমি আমার নিজের কৌশল , জ্ঞান এবং পরিশ্রম করে ট্রেড করি তাই আমি সফলতা অর্জন করতে পেরেছি । আর অপনারাও চেষ্টা করেন কিভাবে লাভবান হওয়া যায় ।
-
আমি কোন ইনিডকেটর ব্যবহার করি না কারন 7 বছরের অভিঞ্জতা থেকে বুঝতে পেড়েছি আসলে ইন্ডিকেটর হচ্ছে একটি program যা কোন একটি ট্রেডি স্টাজেডির উপর তৈরী করা হয়। তাই ইহা ব্যবহার ছাড়াই আমার ট্রেড ভাল ইনসোয়াল্লাহ দোয়া করবেন।
-
ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে ট্রেডার রা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন । মার্কেট ট্রেন্ড বুলিশ না বেয়ারিশ তা জানার জন্য ট্রেডাররা ইন্ডিকেটর ব্যবহার করেন । আমি m15 টাইম ফ্রেমে 14 প্রিয়ড এর sma বা সিম্পল মুভিং এভারেজ ব্যবহার করে থাকি ।
-
ফরেক্স মার্কেটে বিভিন্ন ইন্ডিকেটর রয়েছে তবে ফরেক্স মার্কেটের অবস্থা ভাল করে বোঝার জন্য মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করাটা ভালো। আমি স্ক্যাল্পিং ট্রেড করি তাই আমার জন্য এই মুভিং এভারেজ ইন্ডিকেটরটি সবথেকে ভাল সাহায্য করে থাকে।
-
আমি ফরেক্স এ ট্রেড করার জন্য কোন ইন্ডিকেটর ব্যবহার করি না । আমি সব সময় প্রাইজ একসান এর দিকে নজর দিই আর প্রাইজ একসানে ট্রেড করি । তবে মার্কেট এর টেন্ড বুঝার জন্য সিম্পল মুভিং এভারেজ ব্যবহার করি ।
-
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর হল প্রাইস অ্যাকশন এর একটি চিত্রভিত্তিক নির্দেশনা। অর্থাৎ বর্তমান পাইস থেকে পরবর্তী পাইস ডাউন করবে কি আপ এ যাবে এই ধরণের নির্দেশনা ইন্ডিকেটরের মাধ্যমে পাওয়া যায়। প্রথম দিকে আমি খুব ইন্ডিকেটর ব্যবহার করতাম। যেমন ট্রেড ওপের করতে মুভিং এভারেজ (Moving Average), বলিঙ্গার বেন্ড (Bollinger Band), জিগজাগ (Zigzag) এবং ট্রেড ক্লোজ করতে আর.এস.আই-RSI (Relative Strength Index), এ.ডি.এক্স- ADX(Average Directional Moving Index) ইত্যাদি। কিন্তু এগুলো খুব লাভ বয়ে আনে না। তাই বর্তমানে আমি আমার মেধা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে ট্রেড করি।
-
মার্কেট এর অবস্থা বুঝার জন্য আমরা ইন্ডকেটর এর সাহযায় নিতে পারি। ইন্ডকেটর ব্যবহার সব ট্রেডাররাই কম বেশি করে থাকি। ফরেক্স এ বিভিন্ন ইন্ডকেটর দেখতে পাওয়া যায়। তার মধ্য কিছু ইন্ডিকেটর ট্রেডাররা তাদের নিজ প্রয়োজনে ব্যবহার করে। আমি মুভিং এভারেজ ইন্ডকেটর দিয়ে ট্রেড করি।
-
মুভিং এভারেজ,ট্রেন্ড লাইন,চ্যানেল,ফিবোনাকি রেশিও ইত্যাদি ইনডিকেটর এনালাইসিসের কাজে একটু ব্যাবহার করা যায়৷আমি কোনো প্রকার ইনডিকেটরের উপর ভরসা করে ট্রেড করিনা কারণ অসংখ্য ইনডিকেটর রয়েছে অথচ সেগুলো কখোনোও আপনার ভবিষ্যত এন্ট্রী সম্পর্কে সুস্পষ্ট কিছুই নির্দেশ করতে পারবে না৷অবশ্যই ফ্লাটফর্ম থেকে ট্রেন ছাড়ার পূর্বেই আমাদের কে ট্রেনে উঠে নিজের সিটে বসতে হয়৷ট্রেন ছেড়ে দেওয়ার পরে নয়৷মার্কেট প্রাইসও ঠিক এইভাবে আপ ওয়েতে বা ডাউন ওয়েতে চলে যাওয়ার আগেই আমাকে ট্রেডে এন্ট্রী করতে হবে৷তাই এক্ষেত্রে যেকোনো ইনডিকেটর তেমন কিছুই বলতে পারবে না যে প্রাইস এখন আপে যাবে না কী ডাউনে যাবে৷
-
হ্যা ফরেক্স মার্কেটে বিভিন্ন ধারনের ইন্ডিকেটর ট্রেডার গন ব্যবহার করে আর যদিও সর্বদা ইন্ডিকেটর নির্ভর হওয়া ঠিক না তবুও আমি আমার ট্রেড করার ক্ষেত্রে মুভিং এভারেজ ইন্ডিকেটরকে ব্যবহার করি। ধন্যবাদ।
-
মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য আমি মুভিং এভারেজ ব্যবহার করি । ওভার বোট জোন এবং ওভার সোল্ড জোন বোঝার ক্ষেত্রে আর.এস.আই. ব্যবহার করি । তবে নিজের সিস্টেমে ট্রেড করা অধিক উত্তম । সম্পূর্ণ ভাবে ইন্ডিকেটর এর উপর নির্ভর করা উচিত নয় । কারণ,ইন্ডিকেটর সবসময় সঠিক নির্দেশনা প্রদান করেনা ।
-
আমি যখন ট্রেড করি তখন নিজের মত করে ট্রেড করার চেস্টা করি। ফরেক্স নিউজ ফলো করি। ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা ভাল। অভিজ্ঞতা সম্পন্ন সবাই ইন্ডিকেটর ব্যাবহার করে থাকে তবে আমি ইন্ডিকেটর ভাল করে বুঝিনা। তাই চেষ্টা করি নিউজ দেখে ট্রেড করার জন্য। আমি লাভবান হচ্চি। তবে চেষ্টা করবো ইন্ডিকেটর ভাল করে বুঝার।
-
ফরেক্স তো শুরু করলাম বেশি দিন হলনা..কিন্তু তব ভবিশ্সতের জন্য অনেক পরিকল্পনা আছে.সব ত্রাদের এর মত আমিও ট্রেডিং করার এঅগে অনেক পরিকল্পনা করে নেমেছি.আমি চাই ভবিশ্সতে অনেক বড় একজন trader হতে.বর্তমানে আমার ট্রেডিং থেকে পরিকল্পনা হলো ট্রেডিং থেকে আমি আমার স্টাডি কম্প্লিতে করব..স্টাডি কম্প্লিতে করার পর আমি ফুল টাইম ত্রাদের হতে চাইব.
-
ট্রেড করার ক্ষেত্রে ঈন্ডিকেটর সবসময় সুফল বয়ে আনেনা। ট্রেড করার জন্য ঈন্ডিকেটর ছাড়াও মার্কেট এনালাইসিস করা জরুরি। আমি মাঝে মাঝে মুভিং এভারেজ ব্যবহার করি। তবে সবচাইতে ভাল নিজের টেকনিককে কাজে লাগানো।
-
ট্রেড করার ক্ষেত্রে ঈন্ডিকেটর সবসময় সুফল বয়ে আনেনা। ট্রেড করার জন্য ঈন্ডিকেটর ছাড়াও মার্কেট এনালাইসিস করা জরুরি। আমি মাঝে মাঝে মুভিং এভারেজ ব্যবহার করি। তবে সবচাইতে ভাল নিজের টেকনিককে কাজে লাগানো।
-
নতুন ছিলাম তখন অনেক রকম ইন্ডিকেটার ব্যাবহার করতাম।আর আমার অনেক লস হতো একদিন আমি আমার ফ্রেন্ডের কাছে যাই।এবং তাকে খুলে বলি সে আমাকে বললো নিজের অভিজ্ঞতা দিয়ে ট্রেড করতে।মার্কেট এর এমন কোন ট্রেডার নাই যে তিনি শুধুমাত্র ইনডিকেটর ব্যবহার করে সফল হয়েছে।হয়ত মাঝে মাঝে তিনি লাভ এর মুখ দেখতেন কিন্তূ একটি ভুল সিগন্যাল এর কারনে তার সব লাভ নিয়ে যাই।চার্ট এর ট্রেন্ড বুঝার জন্য মুভিং এভারেজ ইন্ডিকেটর টি অনেক অনেক বেশি উপকারী।দক্ষ ট্রেদার মুবিং এভারেজ ইন্ডিকেটর বেবহার করে থাকেন ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য তা ছাড়া আর এস এই ইন্ডিকেটর টি ও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য।
-
আমি ফরেক্স এ নতুন এখনও ডেমো ট্রেড করছি প্রথমে আমি মুভিং এভারেজ ব্যবহার করি তারপর ব্যবহার করতাম ফিবোনাচ্চি প্রথম প্রথম লাভ করতে পারতাম এখন আর পারি না তাই প্রাইজ একশনটা নিয়ে স্টাডি করছি এখন দেখি কি হয়। আমার বোনাস ট্রেডিং একাউন্ট ও আছে যেটাতে কিছু লসও করেছি তবে এখন রিয়েল এ কম ট্রেড করি। আমি আমার নিজস্ব স্ট্রেটেজি নিয়ে কাজ করতে চাই সেটা নিয়ে কাজ করছি।
-
ইন্ডিকেটর হল প্রাইস অ্যাকশন এর একটি চিত্রভিত্তিক নির্দেশনা।অর্থাৎ বর্তমান পাইস থেকে পরবর্তী পাইস ডাউন করবে কি আপ এ যাবে এই ধরণের নির্দেশনা ইন্ডিকেটরের মাধ্যমে পাওয়া যায়। প্রথম দিকে আমি খুব ইন্ডিকেটর ব্যবহার করতাম।যেমন ট্রেড ওপের করতে মুভিং এভারেজ (Moving Average),(Bollinger Band),(Zigzag) ইত্যাদি।তাই যেসব ট্রেডার সিগন্যাল ব্যবহার করে তাদের আমি বলতে চাই আসুন টেকনিক্যাল আর ফানডামেনটাল অ্যানালাইসিস করি।তা ছাড়া আর এস এই ইন্ডিকেটর টি ও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য।
-
ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন। এছাড়া অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও আপনাকে সাহায্য করবে। ট্রেডারের ক্ষেএে আমি মোভিং এ্যাভারেজ এবং পিভট পয়েন্ট।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার সুবিধার্থে ইন্ডিকেটর আমরা ট্রেডিংয়ের সময় ব্যাবহার করে থাকি এবং ইন্ডিকেটর নি:সন্দেহে আমাদের ট্রেডিং কার্যক্রমকে অনেক বেশি সহজ করে দিয়েছে।আর ফরেক্স ট্রেডিংয়ে আুিম মূলত তিন ধরনের ইন্ডিকেটর ব্যাবহার করে থাকি আর তা হল মুভিং অ্যাভারেজ,পিভট পয়েন্ট এবং জিগজ্যাগ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমি একটি মাত্র ইন্ডিকেটর ব্যবহার করি সেটা হল মুভিঙ্গেভারেজ এই ইন্ডিকেটর দিয়ে আমি ভাল ফল পাই তাই মুভিং এভারেজ দিয়ে ট্রেড করি করি তবে ফরেক্স ট্রেড করার জন্য কখনো ইন্ডিকেটর এর উপর নিরভর কর টিক না।