-
ফরেক্স ব্যবসায় বয়সের কোন সীমা নেই। যে কোন বয়সে ফরেক্স করা যায়। তবে ব্যবসা এবং হিসাব সমপর্কে একটু ধারনা থাকা লাগবে। কারন হিসাব ছাড়া ফরেক্স শুরু করলে লসের সম্ভাবনা বেশি থাকে। তাই একটু জ্ঞান সম্পন্ন ব্যক্তির ফরেক্স করা উচিৎ। যাতে সে ফরেক্স থেকে তার ভবিষ্যৎ গড়তে পারে।
-
ফরেক্স মার্কেটে কাজ করার জন্য বয়স কোন বাধা নয় । ফরেক্স মার্কেট কাজ করতে হলে প্রয়োজন ইচ্ছা শক্তি আর অনেক বেশি পরিশ্রম করার মানসিকতা । ফরেক্স মার্কেট সকল শ্রেনি পেশার মানুস কাজ করতে পারেন । ফরেক্স মার্কেট নারীদের ভুমিকা রাখতে পারেন । ফরেক্স মার্কেটে ঘরে বসে কাজ করতে পারেন । ফরেক্স মার্কেটে কাজ করার জন্য আপনাকে ফরেক্স সিখতে হবে আর কিছুর প্রয়োজন আসে বলে মনে করি না ।
-
ভাই মানুশের কায়েশ যেমন বুরা হয় না । তেমনি আয় করার কোন বয়শ লাগে না । ার ফরেক্স এ আয় করার বয়শ সাইতাই জেবয়সহ এ আপনি আয় করতে ছান । আপনি যখন ফ্রেক্স ার সিখায় নিজেকে সিখিত করতে পারবেন তখন আপনি ফরেক্স বাবশার সাথে জুখত হয়ার উপজগি । তাই ফরেক্স এ আয়ের মাধমে নিজেকে সছল করুন । আপনার মেধা কে উনত করুন ফরেক্স শিখা বং ডেমো প্রাচতিচে ার মধমে ।
-
ফরেক্স এমন একটি ব্যবসা জেটা করতে যে কোন লোক সেই মার্কেটে অংশ গ্রহন করতে পারে।এখানে সে অংশ গ্রহন করতে পারবে না অমুক অংশ গ্রহন করতে পারবে না এমন কোন নিয়ম নিতি নাই তবে ফরেক্স মার্কেটের কিছু নিয়ম আছে সেটা মেনে ট্রেড করতে হয় তবে এই মার্কেটে যে কোন লোক অংশ গ্রহন করতে পারে কোন বয়সের সিমারেখা নাই এখানে যে কোন বয়সের লোক এই ব্যবসায় অংশ গ্রহন করতে পারে।
-
ফরেক্স বিসনেস এ আমি মনে করি কোন সীম আছে আর সেটা হলো 18 থেকে বৃদ্ধ হয়ার আগ পর্যন্ত। কারন কোন ছা্ত্র যদি 18 বছরে নিচে সে যদি ফরেক্স এ আসতে চায় তাহলে আমি মনে করি তাকে আসতে দেওয়া উচিত না কারন ঐই বয়ষের ছাত্রদের অনেক কিছু মাথায় থাকে পরালেখা খেলাধুলা আরও অনেক কিছু আর এর মধ্যে যদি ফরেক্স ব্যবসায় মন দেয় তাহলে সে ফরেক্স ব্যবসায় *ঠিক ভাবে মন দিতে পারবেনা। আর যারা বৃদ্ধ তারা বৃদ্ধ হবার পর তাদের মাথা ঠিক মত কাজ করে না তাই তাদের ফরেক্স থেকে বিরত থাকাই উচিত।
-
ফরেক্স মার্কেটে বয়সের কোন সীমা নাই। যেকোনো বয়সের মানুষ ফরেক্স করতে পারে। কর্ম জীবন থেকে অবসর নিয়ে ফরেক্স করে আমি এমন মানুষ দেখেছি আবার এমন মানুষ দেখেছি যার বয়স ১৮ হয়নি। তবে ফরেক্স থেকে আয় করার জন্য অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা থাকা দরকার। ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা থাকলে যে কেও ফরেক্স থেকে অনেক টাকা আয় করতে পারবে।
-
ফরেক্স বিসনেস-এ কোন বয়স সীমা নেই । আপনার অনেক বয়স হয়েছে কিন্তু আপনি কাজ করতে পারছেন না। বয়স বেশী বলে আপনি কৌশল মতো ট্রেড করতে পারবেন না, তা নয়।তাই আমি মনে করি ফরেক্স বিজনেস করতে হলে শিক্ষা, কৌশল, জ্ঞান, অভিজ্ঞতা আর পরিশ্রম করতে পারলেই ফরেক্স বিজনেস করতে পারবে।
-
ফরেক্স বিজনেসএ বয়সের কোন নিয়ম নেই । এখানে যে কেহ যেকোন বয়সে এসেই বিজনেস করতে পারে । মূল বিষয় হচ্ছে এখানে দক্ষতা । দক্ষতাকে কাজে লাগাতে পারলে আপনি মৃত্যর আগ অবধি ট্রেড করতে পারেন । আর এখানে আসার বিষয়টি মনেহয় অনেকটাই ঐচ্ছিক। আবার প্রতিবন্ধকতারও ব্যাপার আছে । তবে ছাত্র বয়সে ফরেক্স বিসনেসএ না আসাটাই ভাল । কারন ফরেক্স এক প্রকার আসক্তি । ফলে পড়াশোনায় বিগ্ন হতে পারে ।
-
ফরেক্স মারকেটে কোন বয়স নাই কোন লক ফরেক্স করতে পারবে না কন লক ফরেক্স করতে পারবে এই রকম কোন নিয়ম নিতি নাই এই মারকেটে জেকন বয়সের লক ফরেক্স ব্যবসা করতে পারে সে ১০০ বছর হক আর ৫০ বছর হোক কোন সমস্যা নাই।
-
ফরেক্স যেহেতু অনলাইন ব্যবসা তাই এই ব্যবসাই যেকন বয়সের মানুষ যোগ দান করতে পারে। আর সেজন্য অবশ্যই শিক্ষিত হতে হবে। তবে ফরেক্স ব্যবসাই লাভ করা অনেক কঠিন তাই ফরেক্স আগে শিখতে হবে।
-
আসলে ফরেক্স বিসনেস এ কোন বয়সের সীমা নিই ইচ্ছা করলে সবাই এই ব্যবসা করতে পারে। কিন্তু আমার মতে ১৮-বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত ফরেক্স ব্যবসা করা উচিত কারন আপনি যদি ১৮ বছরের কম হন তাহলে আপনি ফরেক্স এ ঠিক মত মনোযোগ দিতে পারবেন না কারন ঐই বয়সে মনে উপর অনেক কিছু চাপ পরে থাকে। আর বৃদ্ধ হয়েগে একদমই ফরেক্স ব্যবসা করা উচিত না কারন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার মাথা কোন কাজে ভাল ভাবে কাজ করে না আর ফরেক্স ব্যবসায় মাথা ঠিক রাখাই খুব দরকার।
-
আমার মতে ফরেক্স ট্রেড করার জন্য বয়স কোন মুখ্য ব্যপার না এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস যার যত ভাল সে এই মার্কেটে ততভাগ সফল ইন্টেলএক্সুয়েল মানুষরাই পারফেক্ট বয়স কোন ব্যপার না
-
ফরেক্স একটি স্বাধীন পেশা। এটা যেকোনো বয়সের যেকোনো পেশার মানুষ অনায়সে করতে পারে। যারা ফরেক্স বুঝেন ফরেক্সে ট্রেড করতে আগ্রহী তারা সবাই ফরেক্সে কাজ করতে পারেন। যারা ফরেক্সে ট্রেড করতে চান তাদেরকে একটি একাউন্ট খুলতে হয় আর একাউন্ট নিশ্চিতিকরনের জন্য নির্দিষ্ট কিছু কাগজ প্রয়োজন পরে। তাই যারা এই কাগজ নিশ্চিতিকরনের মাধ্যমে একাউন্ট খুলতে সক্ষম তারাই ট্রেড করতে পারবে।
-
ফরেক্স এ বয়সের কোনো সীমা নেই ,যে কোনো বয়সেই করা যায় । কম বয়সের মানুষ থেকে সুরু করে বৃদ্ধ মানুষ ও পারেন ট্রেড করে ডলার উপার্জন করতে তবে কম বয়সের মানুষের ক্ষেত্রে একটু সমসসা হতে পারে কারণ একাউন্ট ভেরিফিকেসন এর জন্য জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হয় ।
-
ফরেক্স ব্যাবসায় বয়সের কোনো সীমা নেই এটা যে কোনো বয়সেই করা যায় । ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারেন কম বয়সের মানুষ থেকে সুরু করে বৃদ্ধ মানুষ ও পারেন ট্রেড করে ডলার উপার্জন করতে তবে কম বয়সের মানুষের ক্ষেত্রে একটু সমসসা হতে পারে।
-
আমার জানা মতে ফরেক্স ব্যবসার কোন নির্দিষ্ট বয়সসীমা নেই। এখানে যে কেও অনায়াসে ট্রেড করতে পারবে। কারন এটি সবার জন্য উন্মুক্ত
-
আমি মনে করিেযকোনো বয়সের নারী পুরুষ সবাই ফরেক্স
মার্কেেট কাজ করতে পারে এখানে
কোন বয়স সীমা নেই । শুধু কৌশল শিখা। আর কিছুনা।
-
ফরেক্স ব্যবসাই বয়সের কোন সময় সীমা নাই ফরেক্স সব বয়সের লোকজন করতে পারে। আর এ জন্য ধর্য্য ধারন করতে হবে। ফরেক্স এ ট্রডের মাধ্যমে যেকোনো বয়সের মানুষ ভাল সফলতা করতে পারে এবং সে অনেক টাকে ইনকাম করতে পারে।
-
চাইলে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারেন কম বয়সের মানুষ থেকে সুরু করে বৃদ্ধ মানুষ ও পারেন ট্রেড করে ডলার উপার্জন করতে তবে কম বয়সের মানুষের ক্ষেত্রে একটু সমসসা হতে পারে কারণ একাউন্ট ভেরিফিকেসন এর জন্য জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হয়ফরেক্স ব্যাবসায় বয়সের কোনো সীমা নেই এই ব্যাবসা যে কোনো বয়সেই করা যায় ।
-
ফরেক্স একটি অনলাইন ব্যবসা। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে বয়সের কোন সীমারেখা নাই।এই মার্কেটে যে কোন বয়সে মানুষই ট্রেড করতে পারে।তবে ট্রেড করার আগে আপনাকে এই মার্কেট সমন্ধে জানতে হবে,অ্যনালাইসিস করতে হবে।তাহলেই আপনি এই মার্কেটে সফল হতে পারবেন।
-
আমি মনে করি ফরেক্স ব্যাবসায় বয়সের কোনো সীমা নেই । এই ব্যাবসা যে কোনো বয়সেই করা যায় । ফরেক্স ব্যাবসা করতে হলে অভিজ্ঞতা,দক্ষতা,ধৈর্য এর দরকার আছে। আর ফরেক্স এ সফলতা নির্ভর করে নিজের বুদ্ধি ও সহিষ্ণুতা উপর । কোন বয়স সিমার উপর নয় । জ্ঞ্যান অভিজ্ঞতা আর পরিশ্রম করতে পারলেই ফরেক্স বিজনেস করতে পারবেন বলে আমি মনে করি ।
-
ফরেক্স মার্কেটে কোন বয়স এর সময় সিমা নাই এখানে যে কোন বয়সের লক কাজ করতে পারে তবে আমি বলবো আপনি ফরেক্স ট্রেডের ক্ষেত্রে আপনার বয়সের প্রভাব কেমন ভাবে পরতে পারে বয়স বেশি হলে মানুসের ভিবিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় মানুসের জ্ঞ্যান লোভ পায় অনেক কিছু মনে রাখতে পারে না এই সমস্যা গুল ছাড়া অন্ন কোন সমস্যা নাই।
-
ফরেক্স বিজিনেসে কোন বয়স এর সময় সিমা নাই ফরেক্স যেকোনো বয়সে করা জেতে পারে তাই ফরেক্স মার্কেট সবার জন্য এখানে কোন বয়স বা সময়ের কোন নিয়ম নাই তাই যেকোনো বয়সের লক ফরেক্স ট্রেড করতে পারে।
-
ফরেক্স ব্যাবসায় বয়সের কোনো সীমা
নেই । এই ব্যাবসা যে কোনো বয়সেই করা যায় । ফরেক্স
ব্যাবসা করতে হলে অভিজ্ঞতা,দক্ষতা,ধৈর্য এর দরকার
আছে। আর ফরেক্স এ সফলতা নির্ভর করে নিজের বুদ্ধি ও
সহিষ্ণুতা উপর । কোন বয়স সিমার উপর নয়
-
ফরেক্স মার্কেটে ব্যবসা করতে বা ট্রেড করতে কন বয়সের সময় সিমা বাধা নাই তবে জারা ১৮ বছর পুরন হয়নি তারা আবার ফরেক্স ট্রেড করতে পারে না তাই আর বাকি সব বয়সের লক ফরেক্স ট্রেড করতে পারে।
-
আমি আপনার সাথে একমত পোষন করছি হ্যাঁ ফরেক্স করতে গেলে ইচ্ছা শক্তি , যোগ্যতা এবং প্রচুর পরিশ্রম করার মত মানষিক শক্তি থাকতে হবে তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বয়স কোরন ব্যাপার নয় , তবে এখানে ট্রেড করার পূর্বশর্ত হল ফরেক্স সম্পর্কে খুব ভালভাবে জ্ঞান ও দক্ষতা অর্জন করা কারণ জ্ঞান ও অভিজ্ঞতাই হল এই মার্কেটের প্রধান হাতিয়ার এবং এগুলোর বলেই আপনি এখান থেকে ভাল কিছু আশা করতে পারবেন
-
ফরেক্স ব্যাবসায় বয়সের কোনো সীমা নেই এই ব্যাবসা যে কোনো বয়সেই করা যায়।তবে ফরেক্স বিসনেস জারা জানে ও বোঝে এমন যে কোনো বয়স এর ব্যক্তি এটা করতে পারে।আর তা যদি না হয় তবে হবে নাহ।
-
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি ব্যবসা যেখানে যেকোন বয়সের যেকোন পেশাজীবি লোক ব্যবসা করতে পারে।ফরেক্স মার্কটে ট্রেড করার জন্য বয়স কোন বিষয় নয়।আসল জিনিশটি হল আপনি ফরেক্স মার্কেট সমন্ধে কতটুকু জানেন এবং ফরেক্স মার্কেট ট্রেড করার জন্য নিজেকে কতটুকু দক্ষ করে গড়ে তুলেছেন।তারপরও আমার মনে হয় নূন্যতম ১৮ বছর বয়েস পূর্ণ হওয়ার পর ফরেক্স করা উচিত।৫-৮ বছরের বাচ্চাতো আর ফরেক্স করতে পারবে না।
-
যে ব্যক্তির বিবেক, ঞ্জান ,শিক্ষা অাছে সে ব্যক্তির বয়সের হিসেব না হলে ও চলে
-
ফরেক্স ট্রেড করতে বয়স কোন জরুরি বিষয় না যেকোন বয়সেরর মানুষ ফরেক্স ট্রেডে সংযুক্ত হতে পারে এখানে প্রোয়জন যা তা শুধু একজন ট্রেডারের কাছে থাকা বাঞ্চনীয় তা না হলে ফরেক্স ট্রেড করে সফল হওয়া সম্ভব না আমি মনে করি কারন এখানে ট্রেড করতে হলে কয়েকটা বিষয়ে তার খুব ভাল অ্যানালাইসিস করার মত সামর্থ্য থাকতে হবে মার্কেটেরর গতি বুযতে হবে সেই অনুযায়ি ট্রেড পরিচালনা করতে হবে
-
সত্য কথা বলতে কি , সব কিছুরই বয়স আছে সেই হিসাবে ফরেক্স এরও একটা বয়স আছে। যাই হোক যদি আপনি আপনার উপর বিশ্বাস রাখতে পারেন তবে আপনার জন্য বয়স কোন ফ্যক্টর হতে পারবে বলে আমার মনে হয় না। তবে সব কিছুর আগে প্রয়োজন সময় দিয়ে শেখা।
-
ফরেক্স ব্যাবসায় বয়সের কোন ধরা বাধা নিয়ম নেই .. যে কোন বয়সে ফরেক্স ব্যাবসা করা য়ায় ..ফরেক্স ব্যাবসা একটি লাভ জনক ব্যাবসা ফরেক্স ব্যাবসা নির্ভর করে বুদ্ধির উপর অতএব ফরেক্স ব্যাবসা কোন ধরা বাধা নিয়ম নেই আসুন আমরা ফরেক্স ট্রেড করি..
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বয়সের কোন ব্যপার নেই এটা হল একটা উন্মুক্ত ব্যবসা যে কেউ ইচ্ছা করলে ফরেক্স ব্যবসায়ে যোগদান করতে পারবেন এরজন্য দরকার ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জ্ঞান অর্জন করা এবং ফরেক্সের বিভিন্ন বিষয় এনালাইসিস করার মত যোগ্যতা এবং কাজের প্রতি আগ্রহ এছাড়া আর কিছু না
-
হ্যাঁ ভাই আপনারা ঠিক বলেসেন ফরেক্স ট্রেড করতে কোন বয়স এর দরকার নাই। যেকোনো বয়সের নারী পুরুষ ছেলে মেয়ে ফরেক্স ট্রেড করতে পারে। এক্ষেত্রে তার ফরেক্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ফরেক্স ট্রেড এ বয়স এর কোন বাঁধা নিষেধ নাই। তাই বলা যায় যেকোনো বয়স এর লোক ফরেক্স ট্রেড করতে পারবে।
-
শিক্ষ অর্জনের যেমন কোন বয়স নেই ঠিক আমি মনে করি তেমনি ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রেও বয়নের কোন সীমাবদ্ধতা নেই।ফরেক্স ট্রেডিংয়ের জন্য কেবল মাত্র প্রয়োজন ফরেক্স সম্পর্কিত জ্ঞান,অভিজ্ঞতা এবং কঠোর অনুশীলনের মন মানসিকতার।
-
বিষয়টা খুবই যৌক্তিক। কেননা একটা নির্দিষ্ট বয়সের আগে যেমন মানুষের পরিপক্ষতা আসে না তেমনি একটা নির্দিষ্ট বয়েসের পর মানুষের ধারন ক্ষমতা অনেক কমে যায়। তাই আমার মনে হয় এখানে সাধারণ বয়স সীমা আছে। ব্রোকারে আইডি ভেরিফাই হতে গেলে আপনার বয়স কম পক্ষে ১৮ বছর হতে হয়।
-
ফরেক্স হল, ভালো মানের একটি ব্যাবসা, এ মার্কেট এর মাঝে ট্রেড করতে হলে আমার মতে মোতামুটি ১৮ বছর বয়স হলে ভালো হয়, তাহলে বিষয় গুলু বুঝতে সহজ হবে, আর যদি কম বয়সী ট্রেডার হয়ে থাকে তাহলে আবেগ প্রবল হয়ে থাকবে যার কারনে ট্রেড এর মাঝে ভুল করাটা বা ভুল হওয়াটা সাভাবিক, এ জন্য আমি মনে করি ট্রেড করতে হলে ফরেক্স ট্রেড এর জন্য উপযোগী বয়স এর প্রয়োজন আছে তাহলে ভুল হওয়ার আশঙ্কা কম থাকবে-
-
এটা সবাই করতে পারে যারা এটা নিয়ে যারা যানে ।ছাত্র শিক্ষক সবাই করতে পারে
-
ফরেক্স ট্রেড করার জন্য বয়স টা তেমন গুরুত্ব পূর্ণ বিষয় না।যার ট্রেডিং করার দক্ষতা যত বেশি সে তত ভালো ট্রেডার, তার বয়স ২০ হোক বা ৫০ তা গুরুত্ব দেওয়া হয় না।তবে ১৪, ১৫ বছর বয়সের শিশু যদি ফরেক্স আসে তা হলে আর তাকে দিয়ে হবে না। আপনার বয়স কমপক্ষে ১৮ হতে হবে। তাছাড়া প্রায় সব ব্রোকারে রেজিস্টার করার জন্য বয়স ১৮ হতে হবে। তবে ১৬ এবং ১৭ বয়সের যে কেউ ফরেক্স এ আসতে পার।
-
আতি একটি সারবজনিন বাবসা এখানে বয়সের কন শিমা নেয়। যে কন বয়সের মানুস এই বাবসা করতে পারে। বরতমানে অনেক ছাত্র এই বাবসা করসে এবং তারা প্রতি মাসে অনেক টাকা এই বাবসা থেকে আয় করসে। তারা যখন অভিজ্ঞ হএ যাবে তখন তারা আর অনেক টাকা আয় করতে পারবে।