সাধারনত মার্কেট যখন সাপোর্ট বা রেজিস্টান্সে থাকে তখব বেশিরভাগ সময়ই সাইডওয়ে ট্রেন্ড তৈরি হয়। এমতাবস্থায় মার্কেটে কোন নিউজের প্রভাব পড়লে মার্কেট সাইডওয়ে ট্রেন্ড ভেংগে আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড ট্রেন্ড তৈরি করে তারপর নেক্সট সাপোর্ট রেজিস্টান্স পর্যন্ত সেটা রানিং থাকে বলে আমার ধারনা ।