এটি একটি টেকনিক্যাল টুলস যা দিয়ে ট্রেন্ড নিশ্চিত হওয়া যায়৷সবাই জানি ট্রেন্ড তিন ধরনের তাই এই ট্রেন্ড লাইন একেঁ একেঁ সহজেই আমরা ট্রেন্ড সম্পর্কে সুস্পষ্ঠ ধারনা নিতে পারি৷ট্রেন্ড লাইনের উপরের লাইনকে রেসিসট্যান্স এবং নিচের লাইনকে সাপোর্ট লেভেল হিসেবে গন্য করা হয়৷