উপরের মন্তব্য পড়ে বুঝলাম সবাই নতুন। আসলে প্রতিমাসে ৫-৬% বের করাটাই কঠিন নিয়মিতভাবে। যদি আপনি ২০-৩০% বের করতে পারেন তাহলে ভাবুন ৩ মাসে টাকা ডাবল। তাহলে রিস্ক লেবেটা কোথায় গিয়ে দাড়াবে। যদি বেশি ইনকাম চান তাহলে ডিপোজিট বাড়ান, রিস্ক বাড়াবেন না। তাহলে কিন্তু আম ছালা দুটোই হারাবেন। তাই আমার পরামর্শ হলো ঠিকঠাক ট্রেডিং করা শিখুন। ডলারে ইনকাম না হিসেব করে এটা হিসেব করুন আপনি কত পিপস পাচ্ছেন প্রতিমাসে।