আমার মতে বাংলাদেশের জন্য সবথেকে ভাল পেমেন্ট প্রসেসর হচ্ছে স্ক্রিল । স্ক্রিল দিয়ে আপনি সরাসরি আপনার ব্যাংক একাউন্টে ব্যালেন্স ট্রান্ফার করতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই । তাছাড়া তাদের সার্ভিস চার্জও অনেক কম । আপনি এছাড়াও এটি এম বুথ থেকে টাকা উত্তোলন করতে চাইলে নেটলার ব্যবহার করতে পারেন ।