-
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্সে এটি খুবই গুরুত্ত বহন করে ধরুন আপনি বিভিন্ন এনালাইসস, বিভিন্ন অর্থনৈতিক নিউজ বা ফরেক্স সমন্ধে আরো বিস্তারিত জেনে মনে করলেন যে আগামী ১ঘন্টা বাজার উপড়ে যাবে এবং আপনি সেই ভাবে বাই এ ধরলেন কিন্তু দেখা গেল যে আপনি ধরার পরে বাজার নিম্নমুখি তখণ আপনি একটি নির্দিষ্ট স্টপ লস দিয়ে রাখলে এর বেশি আপনার লস হবে না।
-
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্সে এটি খুবই গুরুত্ত বহন করে ধরুন আপনি বিভিন্ন এনালাইসস, বিভিন্ন অর্থনৈতিক নিউজ বা ফরেক্স সমন্ধে আরো বিস্তারিত জেনে মনে করলেন যে আগামী ১ঘন্টা বাজার উপড়ে যাবে এবং আপনি সেই ভাবে বাই এ ধরলেন কিন্তু দেখা গেল যে আপনি ধরার পরে বাজার নিম্নমুখি তখণ আপনি একটি নির্দিষ্ট স্টপ লস দিয়ে রাখলে এর বেশি আপনার লস হবে না।
-
ফরেক্স মার্কেটে আমি মনে করি সব কার্জ কলাপেই অনেক গুরুতপূন্য।ফরেক্স মার্কেটে আপনি যদি টেইক প্রফিট এবং স্টপ লসের ব্যপারটা টিকমত না করতে পারেন তাহলে আপনার ট্রেড করতে গিয়ে অনেক লসের মধ্য পরতে হবে। তাই আমি মনে করি ট্রেড ওপেন করার পরেই আপনি স্টপ লস এবং টেইক ফ্রফিট বসানো উচিত।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ বিষয় । স্টপ লস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়া থেকে বিরত রাখতে পারেন । অভিজ্ঞ ট্রেডাররা সব সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড করে থাকে । *আর টেক প্রফিট হচ্ছে অতিরিক্ত লোভ না করে একটি নির্দিষ্ট লক্ষমাত্রা নিয়ে ট্রেডটি আপনা আপনি বন্ধ করে দেওয়ার একটি কৌশল ।
-
ফরেক্স মার্কেট স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপুরন দিক। কারন এর মাধ্যমে আপনি আপনার লস কে সামাল দিতে পারবেন। মনে করেন আপনি বিভিন্ন এনালাইস করলেন আর জানতে পারলেন কিছু সময়ের জন্য মার্কেট উপরে উঠবে কিন্তু আপনি সিউর হতে পারছেন তখন আপনি স্টপ লস দিয়ে ট্রেড করতে পারবেন। তাতে কি হবে, যখন আপনার ট্রেড ডাউন হতে থাকবে তখন আপনার ট্রেডটি বন্ধ হয়ে যাবে আর আপনি বড় ধরনের একটি লস থেকে বেচে যাবেন।
-
ফরেক্সে স্টপলস এবং টেকপ্রফিট এর গুরুত্ব অপরিসীম। কারন ফরেক্সে সবসময়ই মার্কেট মুভ করে আর যেকোন সময় বড় ধরনের মুভ করে যেতে পারে যখন হয়ত আপনি মার্কেটে থাকবেন না এবং সেই মুভের সুবিধা পাবেন না। কিন্তু স্টপলস এবং টেকপ্রফিট এমন সিস্টেম যখানে আপনি মার্কেটে উপস্থিত না থাকলেও আপনার ট্রেডটি আপনার আশানুযায়ী প্রাইসে ক্লোজ হয়ে যাবে।
-
স্টপ লস এবং টেক প্রফিট আমাদের জন্য অনেক উপকারী একটি বিষয়।কারন আজকে আমি স্টপ লস ব্যাবহার করিনি পরে দেখি আমার লস হয়ে গেছে অনেক এই লস কভার করতে গিয়ে আমি আরো অনেক লস করে ফেলি।তখন যদি আমি স্টপ লস টেক প্রফিট সেট করে রাখতাম তাহলে আমার ভালো পরিমান লাভ হতো।আর দেখেন আমার একটু ভুলে আমি অনেক লস করে ফেললাম তাই আপনাদের বলছি স্টপ লস টেক প্রফিট ব্যাবহার করে ট্রেড করবেন তাহলে নিরাপদ থাকবেন বেশী লস থেকে।
-
ফরেক্সে এটি খুবই গুরুত্ত বহন করে ধরুন আপনি বিভিন্ন এনালাইসস, বিভিন্ন অর্থনৈতিক নিউজ বা ফরেক্স সমন্ধে আরো বিস্তারিত জেনে মনে করলেন যে আগামী ১ঘন্টা বাজার উপড়ে যাবে এবং আপনি সেই ভাবে বাই এ ধরলেন কিন্তু দেখা গেল যে আপনি ধরার পরে বাজার নিম্নমুখি তখণ আপনি একটি নির্দিষ্ট স্টপ লস দিয়ে রাখলে এর বেশি আপনার লস হবে না।
-
ট্রেডিং এর মধ্যে স্টপ লস এবং তাকে প্রফিট সঠিকভাবে নির্ধারণ করা অনেক গুরুত্বপূর্ণ.আপনি মার্কেট এর কোন অব্বস্থানে ট্রেড বাই বা সেল দিবেন টা পুন নির্ধারণ করাটাই হলো স্টপ লস এবং টেক প্রফিট.আমরা বাই বা সেল দেবার জন্য সবসময় কম্পিউটার এর সামনে থাকতে পারিনা কারণ আমাদের অন্য কাজ থাকে.টাই আমাদের লাভ লস নির্ধারণের জন্য টেক প্রফিট এন্ড স্টপ লস করে থাকি.
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ স্টপ লস এবং টেক প্রফিট খুবই গুরুত্বপূর্ণ। আপনার ট্রেডিং প্লান যাই হোক না কেন আপনাকে অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে লাভবান হতে পারেন । কারন আপনি যে এনালাইসিস ই করেন না কেন সব সময় মনে রাখবেন আপনার প্লানের মধ্যে অবশ্যই স্টপলস এবং টেক প্রফিট রাখতে । তাহলেই সফল হতে পারবেন ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে একাউন্টকে ঝুঁকির হাত থেকে বাঁচাতে স্টপ লস এবং টেক প্রফিট খুবই গুরুত্বপূর্ণ। ধরুণ আপনি ফরেক্স মার্কেটে বাই করলেন। তখন হয়ত আপনি ফরেক্স মার্কেটের নিউজ থেকে জানলেন যে আগামি দুই-এক ঘন্টাই মার্কেটে উপরে যাবে। তখন আপনি আপানর একাউন্ট খুলে দেখলেন যে মার্কেট তখনও নিম্নমুখি। আপনি আপনার একাউন্টটি ক্ষতির হাত থেকে বা হুমকি থেকে বাঁচাতে স্টপ লস দিয়ে রাখলেন। এতে আপনার একাউন্ট রক্ষা পাবে এবং বাজার উপরে গেলেও লস হবে না।
-
ফরেক্সে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা অত্যান্ত জরুরী স্টপ লস ব্যবহার করলে আপনার একাউন্ট সেফ থাকবে কখনো একাউন্ট জিরু হয়ে যাবে না টেক প্রফিট ব্যবহার করে আমরা মার্কেটে না থাকলেও াামরা আমাদের লাভ টা নিতে পারি এছারাও আরও অন্যান্য কাজে ্টপ লস এবং টেক প্রফিট এর গুরুত্ব অনেক
-
স্টপ লস ও টেক প্রফিটের গুরুত্ব অনেক বেশি । কারন ফরেক্স মাকটে আমরা মনে করি যে স্টপ লস আমাদের একাউন্টকে অনাকাখ্ঙিত ক্ষতির হাত থেকে রক্ষা করে । আর টেক প্রফিট আমাদেরকে পর্যাপ্ত লাভ দিতে পারে । যার মাধ্যমে আমরা আমাদের মূল একাউন্টের পুরো ব্যালেন্সে একটা ভারসাম্য রক্ষা করতে পারি এবং সাথে সাথে যে কোন ধরনের অনিশ্চিত ক্ষতি হতে আমাদের ট্রেডকে রক্ষা করতে পারি । এছাড়াও ফরেক্স মার্কেটে স্টপ লস ও টেক প্রফিটের গুরুত্ব অনেক বেশি ।
-
ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে হলে আপনাকে ট্রেডের সকল নিয়ম গুলো সম্পর্কে জানতে হবে। ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেকপ্রপিট খুব গুরুত্বপুর্ন একটা বিষয়। একটা ট্রেড অপেন করার আগে আপনাকে ঠিক করতে হবে কোথায় স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করতে হবে। আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে স্টপ লস সেট খুবই ভাল।
-
স্টপ লস এবং টেক প্রফিট এর গুরুত্ত ফরেক্স মার্কেটে অসীম। কারন আপানি যদি স্টপ লস এবং টেক প্রফিট সেট না করে ট্রেড করলে অনেক সময় অনেক বেশি পরিমান লসের মুখোমুখি হতে পারেন। আবার দেখা যাবে আপনি প্রফিট পেয়েও প্রফিট হারাচ্ছেন। কারন বাজার কতদুর যাবে আপনি জানেন না। তাই যখন টেক প্রফিট সেট করা থকবে তখন ব্যবসার লাভ আপনি নিয়ে নিতে পারবেন। আর স্টপ লস সেট করার ফলে বড় ধরনের জুকি থেকেও একাউন্ট রক্ষা পাবে।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রপিট খুব গুরুত্বপুর্ন । আমি ডেমো ট্রেড করার সময় স্টপ লস সেট করে দিলে সেটা হিট করে আবার রিটার্ন করে তাই আমার কাছে অনেক সময় সটপ না দিলে ভাল প্রপিট করতে পারি তাই আমি স্টপ লস কোথায় সেট করব ।আপনারা সহযোগিতা করবেন ফোরাম হল ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞনের ভান্ডার হল ফোরাম ।
-
স্টপ লস এবং টেক প্রফিটের গুরুত্ব অনেক,বিশেষ করে নতুন ট্রেডারদের জন্য । ফরেক্স মার্কেট কোন নিউজ প্রকাশিত হলে কিংবা কোন কেন্দ্রীয় ব্যংকের গভর্নর বক্তৃতা দিলে কারেন্সী গুলো বেশি প্রভাবিত হয় । সেই সময় কোন ট্রেড যদি ওপেন থাকে এবং তা যদি বেশি প্রভাহিত হয়,তাহলে একাউন্ট লসের সম্মুখীন হতে পারে । সেক্ষত্রে স্টপ লস ব্যবহার করলে অনাকাঙ্গিখিত ক্ষতি এড়ানো যায় ।
-
ফরেক্স ট্রেডিং এর সময় এসএল,টিপি ব্যবহার করা খুবই গুরত্বপুর্ন। কারণ এই দুটা ব্যবহারের মা্ধ্যমে অনাকাক্ষিত অনেক বড় লস থেকে বাচা যায়।
-
টপ লস এবং টেক প্রফিট ফরেক্স বিজনেসের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ট্রেডার কতটুকু লস করতে রাজি আছেন এবং কত লাভ করতে চান তা স্টপ লস এবং টেক প্রফিটের মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। স্টপ লস ও টেক প্রফিট না মেনে ট্রেড করলে একাউন্টের জিরো হবার সম্ভাবনা থেকে যায়। তাই সফল ট্রেডার হতেহলে স্টপ লস ও টেক প্রফিট মেনে ট্রেডিং করা উচিত।
-
স্টপ লস ও টেক প্রফিট ফরেক্স মার্কেটের গুরুত্বপূর্ণ একটি অংশ। স্টপ লস ও টেক প্রফিট মেনে ট্রেডিং করা ফরেক্স মার্কেটের প্রতিটি সফল ট্রেডার এর লক্ষন। প্রতিটি ট্রেডার ট্রেডের জন্য কতটুকু লস স্বীকার করতে প্রস্তুত এবং কতটুকু লাভ করতে চান তা স্টপ লস ও টেক প্রফিট দ্বারা নির্ধারণ করা হয়। স্টপ লস না মেনে ট্রেডিং করা কখনই উচিত নয়। এতে করে নিজের একাউন্টের ডিপোজিট হারানোর সম্ভাবনা অনেক বেড়ে যায়।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস আর টেক প্রফিটের গুরুত্ব অনেক, আমরা ট্রেডিং করতে গিয়ে অনেক সময় মার্কেট ওযাচ করতে পারিনা বা ট্রেড নিয়ে আমরা ঘুমিয়ে যাই,যদি আমরা স্টপ লস ব্যাবহার করে থাকি তাহলে মার্কেটের বড় কোন মুভমেন্টে বেশি লস না হয়ে স্টপ লসে হিট করবে,আবার অনেক সময় আমরা টেক প্রফিট ব্যাবহার করে থাকি মার্কেট নির্দিষ্ট লেভেলে গিয়ে আবার বেক করে তাই যদি টেক প্রফিট ব্যাবহার করে থাকি তাহলে আমাদের প্রফিট দিয়ে নিচে চলে যাবে।
-
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্সে এটি খুবই গুরুত্ত বহন করে ।কেননা আমরা ট্রেড এন্ট্রি নেওয়ার সাথে সাথেই নির্ধারণ করে দিতে পারি যে আমরা এই ট্রেড থেকে কি পরিমান লাব নিব।কোনো কারণে ট্রেড টি লস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি পরিমানে আমরা লস করতে প্রস্তুত তা ওই ট্রেড এর জন্য স্টপ লস এবং টেক প্রফিট একটি পেরামিটার হিসেবে কাজ করে।তাই বাল যাই যে স্টপ লস ও টেক প্রফিট .....।
-
ফরেক্সে আমাদের স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করা উচিৎ। ।। স্টপ লস আমাদের একাউন্ট কে অধিক লসের হাত থেকে রক্ষা করে আর টেক প্রফট থেকে আমরা বাজারে উপস্থিত না থাকলে ও আমরা আমাদের লাভ টা নিয়ে নিতে পারি।। তাই ফরেক্স ট্রেডিং এ স্টপ লস আর টেক প্রফিট এর গুরুত্ব অনেক।।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস আর টেক প্রফিটের গুরুত্ব অনেক।স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।ধরুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।
-
স্টপ লস এবং টেইক প্রফিট এর গুরুত্ব ফরেক্স মার্কেটে অতুলণীয় । অামরা যখনই ট্রেড করব তাখনই আমরা এই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করব তাহলেই আমাদের লসের হারটি কম হবে ।
-
আমি বাক্তিগত কারনে স্টপ লস এবং টেক প্রফিটকে অনেক বেশী পছন্দ করে থাকি। কারনটা হলো এই যে, আমি যখন নানা ভাবে স্টাডি করে বুঝতে পারি একটা নিদিষ্ট সময়ের পরে মার্কেট অবস্থা খারাপ হতে পারে এবং ওই সময় আমি অন্য কোনো কারণে ঠিকমতো সময় দিতে পারবো নাহ তখন লস এবং টেক প্রফিট সেট করে থাকি, যা আমাকে ক্ষতির হাত থেকে রক্ষা করে থাকে । সাধারণত তাই সবাই ঝুঁকির হাত থেকে বাঁচাতে লস এবং টেক প্রফিট সেট করে থাকে ।
-
ত্রাদের দের জন্য স্টপ লস এবং টেক প্রফিট অনেক সহায়ক.এইটি বেবহারের মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারে.এইটি বেস্ট ত্রাদের দের জন্য অনেক সহায়ক বলে বিবেচনা করা হয়.ত্রাদের দের বেস্ততার মধ্য দিয়ে মার্কেট অনেক রকম পরিস্থিতির মধ্য দিয়ে যায় যার ফলে ত্রাদের দের কাঙ্ক্ষিত লাভ বা আশংকাজনক লস এর সম্ভাবনা থাকতে পারে.তা যেন না হয় এই জন্য টেক প্রফিট এবং স্টপ লস বেবহার করা উচিত.
-
সবাই জানে ফরেক্স মার্কেট ডলার লস ও প্রফিট করার মেশিন । কিন্তু বেশির ভাগ ট্রেডার লস করে । তাই আমি বলি কেবলমাত্র স্টপ লস পারে অনেক অনেক লস এর হাত থেকে মুক্তি দিয়ে এবং টেক প্রফিট পারে হাজার হাজার ডলার প্রফিট করিয়ে দিতে । আমি সব সময় স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে থাকি । কারন স্টপ লস এবং টেক প্রফিট গুরুত্ব অনেক বেশি ।
-
স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
ধরুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।
-
আমি ডেমোতে প্রচুর লস করেছি কোন ধরনের স্টপ লস ও টেক প্রপিট অপশন ব্যাবহার না করার ফলে । আমি আসলে আগে থেকে জানতাম না যে এখানে এ ধরনের অপশন রয়েছে । আমি ফোরামের মাধ্যেমেই জানতে পারি যে লসের পরিমাণকে আয়ত্তের মধ্য রাখতে এখানে অসাধারণ কিছু অপশন রয়েছে । আর টেক প্রফিট ও স্টপ লস তাদের মধ্য অন্যতম ।
-
ফরেক্স মাকেট এ স্টপ লস এবং টেক প্রফিট অনেক গুরুত্বপূণ একটি বিষয় । আপনি যদি সঠিকভাবে স্টপলস এবং টেকপ্রফিট সেট করতে পারেন তবে অনেক ধরনের দুঘটনা থেকেই রক্ষা পাবেন । এবং অনেক রকম অসুবিধাকে এড়িয়ে চলতে পারবেন । স্টপলস এবং টেকপ্রফিট অনেকটা ঢালের মত কাজ করে ।
-
স্টপ লস এবং টেক প্রফিট এর গুরুত্ত অনেক। আপনি স্টপ লস এবং টেক প্রফিট দিয়ে মাকেট এ না থাকলে ও এটা অটোমেটিক ভাবে আপনার লাভ লস ধরে নিবে। মানে লস হলে আপনি আপনি যত লস নিতে চাচ্ছেন ওই লেভেল এ গিয়ে ট্রেড অটো ক্লোজ হবে যাবে। আর লাভের ক্ষেএ তা বিপরীত।
-
ফরেক্স এ ট্রেড করার জন্য স্টপ লস এবং টেক প্রফিট এর গুরুত্ব অনেক বেশি। ফরেক্স এ স্টপ লস এবং টেক প্রফিট ছাড়া ট্রেড করা একদমই উচিত না। কারন ট্রেড করার সময় স্টপ লস ব্যবহার না করলে ভুল ট্রেডে বড় ধরনের লস হলে অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। ঠিক তেমনি ট্রেড করার সময় টেক প্রফিট ব্যবহার না করলে লস হতে পারে।
-
ফরেক্স খুবিই রিস্কি ব্যাবসা।। ফরেক্স করার জন্য আমাদের অবশ্যই ফরেক্স ট্র্বেডিং এ দক্ষতা থাকতে হবে।। ফরেক্স একটি অনলাইন ভিত্তিক ব্যাবসা।। আমরা যেকোর যায়গা থেকে ফরেক্স ট্রেডিং করতে পারি।। ফরেক্স করার জন্য আমাদের ফরেক্স এর কিছু বেসিক দিক বুঝে ট্রেড করতে হবে।। ফরেক্স ট্রেডিং এ স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করা খুবই জরুরী।।
-
আমি যেটা বুঝি ফরেক্স মার্কেটে একাউন্টকে ঝুঁকির হাত থেকে বাঁচাতে স্টপ লস এবং টেক প্রফিট খুবই গুরুত্বপূর্ণ। ধরুণ আপনি ফরেক্স মার্কেটে বাই করলেন। তখন হয়ত আপনি ফরেক্স মার্কেটের নিউজ থেকে জানলেন যে আগামি দুই-এক ঘন্টাই মার্কেটে উপরে যাবে। তখন আপনি আপানর একাউন্ট খুলে দেখলেন যে মার্কেট তখনও নিম্নমুখি। আপনি আপনার একাউন্টটি ক্ষতির হাত থেকে বা হুমকি থেকে বাঁচাতে স্টপ লস দিয়ে রাখলেন। এতে আপনার একাউন্ট রক্ষা পাবে এবং বাজার উপরে গেলেও লস হবে না।
-
ফরেক্স ব্যাবসায় টিকে থাকতে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে হবে।এজন্য স্টপ লস ও টেক প্রফিট খুবই গুরুত্বপূর্ন।স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন আবার টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।এতে করে আপনার একটি নির্দিষ্ট লাভ বা লস হবে।
-
:bravo::)ফরেক্স মার্কেটে একাউন্টকে ঝুঁকির হাত থেকে বাঁচাতে স্টপ লস এবং টেক প্রফিট খুবই ইম্পোর্টেন্ট।যখন দেখছেন আপনার ট্রেড লসের দিকে যাচ্ছে তখন একটা নির্দিষ্ট সময়ে আপনার স্টপ হয়ে যাবে।
-
আপনি যত লট দিয়েই ট্রেড করেন না কেন আমার মতে আপনার উচিৎ স্টপ লস এবং টেক প্রপিট ব্যবহার করা। টেক প্রফিট আপনাকে আপনার ট্রেডকৃত লটের বিনিময়ে আপনার আকাঙ্খিত প্রফিট নিয়ে আপনার ট্রেডিং কে ক্লোস করতে সাহাজ্য করে। আর স্টপ লস আপনার বিপরিতে যাওয়া ট্রেন্ড হতে আপনার অ্যাকাউন্ট জিরো হবার হাত থেকে বাচাবে।
-
ফরেক্স মার্কেট এ স্টপ লস এবং টেক প্রফিট এটি খুবই গুরুত্ত ভূমিকা বহন করে।যদি আমি স্টপ লস টেক প্রফিট সেট করে রাখতাম তাহলে আমার ভালো পরিমান লাভ হতো।আর দেখেন আমার একটু ভুলে আমি অনেক লস করে ফেললাম তাই আপনাদের বলছি স্টপ লস টেক প্রফিট ব্যাবহার করে ট্রেড করবেন তাহলে নিরাপদ থাকবেন বেশী লস থেকে।
-
স্টপ লস এবং টেক প্রফিট হলো ফরেক্সে নিজেকে নিরাপদ রাখার সবচেয়ে উত্তম ব্যবস্থা। স্টপ লস ছাড়া ট্রেড করার বিষয়ে বলবো যে এটা হলো সেফটি ছাড়া রোলার কোস্টারে চলার মতো। নিজ হাতে নিজেকে পড়ার হাত থেকে বাঁচাতে হবে। অতি বড় ট্রেডার না হয়ে স্টপ লস ছাড়া ট্রেড করলে জিরো হওয়ার সম্ভনা ১০০%