-
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল অত্যান্ত গুরুত্বপূর্ণ । সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল নির্নয় করে মার্কেটে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে । সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল আপনাকে ভবিষ্যতে মার্কেট কোথায় যেতে পারে তা ধারনা দিতে পারে । রেসিসটেন্স হচ্ছে মার্কেট উপরে কোন প্রাইস থেকে নিচে নেমেছে। তাই এই ধারণা প্রত্যেকের মাঝেই থাকা উচিত। কেননা ফরেক্স মার্কেট খুবই পরিবর্তনশীল। আর মার্কেটের ট্রেন্ড মুভমেন্ট দেখে সাপোর্ট এবং রেসিসটেন্স এর ধারণা পাওয়া যায়।
-
মার্কেট এ নির্দিষ্ট কিছু প্রাইস পয়েন্ট থাকে যেখান থেকে প্রাই আবার মুভ ব্যাক করে । অথবা যেটা ক্রস করলে মার্কেট আর বেশি সেই দিকেই মুভ করতে থাকে । এসব লেভেলকে সাধারনত সাপোর্ট রেসিসটেন্স লেভেল বলা হয়।সাপোর্ট রেসিসটেন্স লেভেল তৈরি হয় বিভিন্ন ধরনের ব্যাংকের জন্য । এটা অনেক কার্যকরী বলে আমি মনে করি ।ভাল প্রফিট করতে হলে ফরেক্স নিউজ দেখতে হবে।
-
ফরেক্স মার্কেটে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল অনুমান করে আমরা কাজ করব । অনেকটাই সফল আমার মতে, সেল বা বাই দিয়ে তিনি আয় করতে পারবেন সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল দেখে মার্কেট বুঝতে পারবেন ।এসব লেভেলকে সাধারনত সাপোর্ট রেসিসটেন্স লেভেল বলা হয় । সাপোর্ট রেসিসটেন্স লেভেল তৈরি হয় বিভিন্ন ধরনের ব্যাংকের জন্য । এটা অনেক কার্যকরী বলে আমি মনে করি ।
-
আপনি ঠিকই বলেছেন।ফরেক্সে সফলতার জন্য সাপোর্টে এবং রেসিসটেন্স বুঝে ট্ররড ওপেন অথবা ট্রেড ক্লোজ করার প্রয়োজন।কেননা মার্কেটের মুভমেন্ট অধিকাংশ সময় সাপোট এবং রেসিসটেন্স লেভেলের সাথে জড়িত।তাই ভালোভাবে বুঝেশুনে ট্রেড করার জন্য সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝে ট্রেড করতে হবে বলে মনে করি।
-
ফরেক্স এ সাপোর্ট রেজিস্ট্যান্স আগে বুঝা উচিত। তাহলে সকল ট্রেডাররা মার্কেট এ ডিরেকশন খুজে পাবে। আর লোয়ার টাইমফ্রেম এ মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স তেমন ভালো কাজ করে না। তাই আপনাকে হাইয়ার টাইম দেখে এনালাইসিস করতে হবে। আর একটি কথা মনে রাখা দরকার সাপোর্ট ওরেসিসটেন্স কোনও একই রকমের নাম্বার নয়।মাঝেমাঝে আপনি খেয়াল করবেন সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল ভাঙ্গা দেখাচ্ছে।কিন্তু কিছু সময় পর আবার মাঝে প্রাইস সেই লেভেল কে টার্চ করেছে
-
আপনি যদি সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝতে পারেন তবে আপনি বুঝতে পারবেন ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে । এই পদ্ধতি আপনাকে সঠিক সময়ে ট্রেড খুলতে এবং ঠিক সময়ে ট্রেড থেকে আপনাকে বের হয়ে আসতে আপনাকে সাহায্য করবে ।
-
আপনারা লক্ষ করলে নিশ্চই দেখবেন ফরেক্স মার্কেটের অন্তভূক্ত চাহিদাপূর্ন কারেন্সি সমূহের প্রাইজ প্রতিনিয়তই অনেক বেশি উঠানামা করে থাকে। এটি ঐ সকল কারেন্সির চাহিদার কারনে হয়ে থাকে ,ডিক্রেসিং নির্দেশ করে।তাই তার পিভট পয়েন্ট ও বুঝতে পারে না । আপনি এই জিনিস টা শেয়ার করে অনেকের উপকার করলেন । আর সাপোর্ট রেসিস্টেন্ট সম্পর্কে বাংলায় ভাল কোন রিসোর্স ও নেই ।
-
টেকনিক্যাল এনালাইসিসের খুব গুরুত্বপুর্ন দুটি মৌলিক ধরনা হলো সাপোর্ট এবং রেসিসটেন্স। ক্যান্ডেলিস্টিক চার্ট বিশ্লেষন করলে দেখা যায় যে মার্কেট বার বার ওঠা নামার ফলে চার্টের নিচের দিকে কোন একটা জায়গায় এসে শক্ত ভিত তৈরি করে ফেলেছে, যেখানে এসে বাঁধা পেয়ে আবার উপরের দিকে চলে যায়, সাধারনত এর নিচে আর নামতে পারেনা, এটাকে সাপোর্ট বলে । অনুরুপভাবে চার্টের উপরের দিকেও একটা শক্ত ভিত তৈরি করে যেখানে এসে বার বার বাঁধার সম্মুখীন হয়, আর উপরের দিকে যেতে পারে না এই আপার ভিতকেই রেসিসটেন্স বলা হয়। সাপোর্টকে আমরা একটা বিল্ডিং এর মেঝে এবং রেসিসটেন্সকে এর ছাদ হিসেবে কল্পণা করতে পারি তাহলে বিষয়টা বুঝতে সহজ হবে।
-
বৈদেশিক মুদ্রার বাজারের মধ্যে বৈদেশিক মুদ্রার চার্ট এবং সব সময় ফ্রেম জুড়ে দেখা যায়।বৈদেশিক মুদ্রার ট্রেডিং মধ্যে সমর্থন এবং প্রতিরোধের উভয় ঐতিহাসিকভাবে বাজারে প্রবেশ করতে ব্যবসায়ীদের সংখ্যক ফলে আছে যা এলাকাসমূহ হিসাবে পরিচিত হয়।টেকনিকেল এনালাইসিস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মৌলিক ধারণা হল সাপোর্ট এবং রেসিসটেনস।এই তারা মূলত তৈরি করা হয়েছিল পরে সমর্থন এবং প্রতিরোধের যারা সবচেয়ে প্রভাবশালী এলাকায় সম্ভাব্য এখনও বাজারে বছরে বিদ্যমান সঙ্গে কোনো বৈদেশিক মুদ্রার চার্ট।
-
সাপোর্ট এবং রেসিসটেন্স কি?
টেকনিকেল এনালাইসিস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মৌলিক ধারণা হল সাপোর্ট এবং রেসিসটেনস। অর্থনীতির ভাষায় মার্কেটের চাহিদা এবং যোগানের দুটি মিলিত পয়েন্ট হচ্ছে এই সাপোর্ট এবং রেসিসটেনস । ফরেক্স মার্কেট যেহেতু অর্থনির্ভর একটি মার্কেট তাই এই ধারণাটি এখানে বেশ মূল্যবান। সঠিক সাপোর্ট এবং রেসিস্টেন্স নির্ধারণ এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কখন ট্রেডে ডুকবেন এবং কখন ট্রেড থেকে বের হবেন এবং কি পরিমান লাভ করবেন কিংবা লস হলেও তা কি পরিমান। অর্থাৎ ট্রেন্ড এনালাইসিস এর মাধ্যমে সাপোর্ট এবং রেসিসটেনস লেভেল নির্ধারণের মাধ্যমে সঠিক সময়ে ট্রেড ওপেন এবং ট্রেড ক্লোজ করতে পারবেন।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
আপনি যদি সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝতে পারেন তবে আপনি বুঝতে পারবেন ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে । এই পদ্ধতি আপনাকে সঠিক সময়ে ট্রেড খুলতে এবং ঠিক সময়ে ট্রেড থেকে আপনাকে বের হয়ে আসতে আপনাকে সাহায্য করবে ।
-
ফরেক্সে ট্রেডিং গুরুত্বপূর্ন ২টি মৌলিক ধারনা হচ্ছে সার্পেট এবং রেসিসটেন্স।সার্প ট হচ্ছে মার্কেট নিচে নেমে যে প্রাইসে আবার উপরে চলে গেছে।আর রেসিসটেন্স হচ্ছে মার্কেট উপরে কোন প্রাইস থেকে নিচে নেমেছে।সাপোর্ট এবং রেসিসটেন্স এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি কখন ট্রেডে ঢুকবেন এবং কখন বের হবেন।
-
ফরেক্সে ট্রেড করার আগে সাপোর্ট-রেজিস্ট্যান্স সম্পর্কে জানা খুব জরুরী। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সাপোর্ট-রেসিস্টেন্স খুবই গুরুত্বপূর্ন। ফরেক্সে সাপোর্ট হলো কোন পেয়ারের প্রাইস নিচের দিকে একটা যায়গায় এসে বার বার বাঁধা প্রাপ্ত হয়, যেখান থেকে প্রাইস সাধারনত নিচের দিকে নামতে পারেনা। এটাকে একটি বিল্ডিং এর মেঝের সাথে তুলনা করা যেতে পারে। আবার রেসিস্টেন্স হলো প্রাইস উপরের দিকে একটা যায়গায় এসে বার বার বাঁধা প্রাপ্ত হয়, যেখান থেকে সাধারনত আর উপরের দিকে উঠতে পারে না। এটাকে একটি বিল্ডিং এর ছাদ এর সাথে তুলনা করা যেতে পারে। কোন পেয়ারের দাম যদি সাপোর্টে অবস্থান করে তাহলে বাই ট্রেড নেয়া যেতে পারে, আবার দাম যদি রেসিস্টেন্সে অবস্থান করে তাহলে সেল ট্রেড নেয়া যেতে পারে।
এটা একটি ধারনা মাত্র। এটার *উপর ভিত্তি করে সবসময় ট্রেড নেয়া যাবে ন। কেননা অনেক সময় সাপোর্ট-রেসিস্টেন্স ভেঙেও প্রাইস আপ এন্ড ডাউন হতে পারে। আর সাপোর্ট-রেসিস্টেন্স ভেঙে গেলে প্রাইস অনেক দুর মুভ করতে পারে। তাই একটি ট্রেড ওপেন করার আগে অবশ্যই তার পুর্ববর্তী সাপোর্ট-রেসিস্টেন্স দেখে ট্রেড ওপেন করা উচিত। এবং একই সাথে নিজের ট্রেডিং এনালাইসিসের উপর ভিত্তি করে ট্রেড নিতে হবে। ফরেক্স মার্কেটে অভিজ্ঞ ট্রেডাররা শুধু সাপোর্ট-রেজিস্ট্যান্স লেভেল নির্নয় করে ট্রেড নিয়েও প্রফিট করতে পারে।
-
ফরেক্স মার্কেটে সাপোর্ট এবং রেসিসটেন্স একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা যখন টেকনিক্যাল এনালাইসিস করি তখন সাপোর্ট রেসিস্ট্যান্ট ধরে এনালাইসিস করে থাকি। সাপোর্টার ও রেসিসটেন্ট এর উপর যদি সঠিকভাবে এনালাইসিস করা যায় তাহলে লস হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তাই আমাদের যত দ্রুত সম্ভব নিখুঁতভাবে মার্কেট এনালাইসিস করা জানতে হবে তাহলে আপনি সহজে প্রফিট করতে পারবেন। আর যদি না পারেন তাহলে আপনাকে লসের সম্মুখীন হয়ে ফরেক্স থেকে বিদায় নিতে হবে।
-
টেকনিক্যাল এনালাইসিস এর ক্ষেতে সবচেয়ে গুরুত্বপূর্ন ২টি মৌলিক ধারনা হচ্ছে সার্পেট এবং রেসিসটেন্স।সার্প �ট হচ্ছে মার্কেট নিচে নেমে যে প্রাইসে আবার উপরে চলে গেছে।আর রেসিসটেন্স হচ্ছে মার্কেট উপরে কোন প্রাইস থেকে নিচে নেমেছে।সাপোর্ট এবং রেসিসটেন্স এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি কখন ট্রেডে ঢুকবেন এবং কখন বের হবেন।সাধারণত সাপোর্ট এরিয়াতে থালে প্রাইস ঈঙ্ক্রেসিং আর রেসিস্তেণ্ট এরিয়া হলে প্রাইস ডিক্রেসিং নির্দেশ করে।তাই তার পিভট পয়েন্ট ও বুঝতে পারে না । আপনি এই জিনিস টা শেয়ার করে অনেকের উপকার করলেন । আর সাপোর্ট রেসিস্টেন্ট সম্পর্কে বাংলায় ভাল কোন রিসোর্স ও নেই ।
-
ফরেক্স গুরুত্বপূর্ন ২টি মৌলিক ধারনা হচ্ছে সার্পেট এবং রেসিসটেন্স।সার্প ট হচ্ছে মার্কেট নিচে নেমে যে প্রাইসে আবার উপরে চলে গেছে।আর রেসিসটেন্স হচ্ছে মার্কেট উপরে কোন প্রাইস থেকে নিচে নেমেছে।সাপোর্ট এবং রেসিসটেন্স এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি কখন ট্রেডে ঢুকবেন এবং কখন বের হবেন। আমার মতে এই দুইটা যিনি বুযবেন তিনি বায় এবং সেল দিয়ে তিনি আয় করতে পারবেন সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল দেখে ।
-
ফরেক্স মার্কেটে সাপোর্ট এবং রেসিসটেন্স একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা যখন টেকনিক্যাল এনালাইসিস করি তখন সাপোর্ট রেসিস্ট্যান্ট ধরে এনালাইসিস করে থাকি। সাপোর্টার ও রেসিসটেন্ট এর উপর যদি সঠিকভাবে এনালাইসিস করা যায় তাহলে লস হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। তাই আমাদের যত দ্রুত সম্ভব নিখুঁতভাবে মার্কেট এনালাইসিস করা জানতে হবে তাহলে আপনি সহজে প্রফিট করতে পারবেন। আর যদি না পারেন তাহলে আপনাকে লসের সম্মুখীন হয়ে লাভের মুখ নাও দেখতে পারেন ।
-
ফরেক্স মার্কেট সাধারণত আপন ধারাতে বহমান। কিন্তু মাঝে মাঝে মার্কেটে এমন অবস্থার সৃষ্টি হয় যে, মার্কেট একটি নির্দিষ্ট এরিয়ার ভিতরেই বারবার ওঠানামা করে। অর্থাৎ নির্দিষ্ট কিছু পিপসের ভিতরেই সীমাবদ্ধ থাকে।আপকুমু ডাউনকুমু নির্দিষ্ট পরিমাণ মূল্যে বারবার আঘাত প্রাপ্ত হয়।এই নির্দিষ্ট এরিয়াকেই ফরেক্স মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যাস্ন বলে। একজন ট্রেডারের অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যাস্ন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। কেননা ট্রেডে এন্ট্রি নেওয়ার পূর্বে এই বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে। সেই সাথে মার্কেট ট্রেন্ড এর প্রতি খেয়াল রেখেই ট্রেডে এন্ট্রি নিতে হবে। নাহলে অনেক বড় লসের সম্মুখীন হতে হবে।
-
টেকনিকেল এনালাইসিস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মৌলিক ধারণা হল সাপোর্ট এবং রেসিসটেনস। অর্থনীতির ভাষায় মার্কেটের চাহিদা এবং যোগানের দুটি মিলিত পয়েন্ট হচ্ছে এই সাপোর্ট এবং রেসিসটেনস । মার্কেট প্রাইস সাপোর্ট এ আসার পর স্পীন করে আবার উপরে যেতে পারে আবার সাপোর্ট ব্রেক করে নিচে আসতে পারে। একই ভাবে প্রাইস রেজিস্ট্যান্স এ বাধা পেয়ে নিচে আসতে পারে আবার রেজিস্ট্যান্স ব্রেক করে উপরে যেতে পারে। ফরেক্স এভাবেই রান করে।
-
সাপোর্ট হলো একটি নির্দিষ্ট জোন বা লেভেল বা এরিয়া যে এরিয়াতে মার্কেট ডিমান্ড তৈরী হয়৷ফলে সেখানে ট্রেডারগণ Buy করতে শুরু করেন৷আবার রেসিসট্যান্স হলো একটি নির্দিষ্ট জোন বা লেভেল বা এরিয়া যে এরিয়াতে মার্কেট সাপ্লাই তৈরী হয়৷ফলে সেখানে ট্রেডারগণ Sell করতে শুরু করেন৷ এখানে তিন ধরনের এনালাইসিস রয়েছে। টেকনিক্যাল এনালাইসিস হলো সবচেয়ে গুরুত্বপূর্ন। এই টেকনিক্যাল এনালাইসিসের মাঝে সাপোর্ট এবং রেসিস্টেন্স দুটি মৌলিক ধারনা। যেহেতু এতা অর্থ নির্ভর মার্কেট তাই অর্থনীতির ভাষায় বলা যায় যখন চাহিদা ও যোগান।
-
এখানে তিন ধরনের এনালাইসিস রয়েছে। টেকনিক্যাল এনালাইসিস হলো সবচেয়ে গুরুত্বপূর্ন। এই টেকনিক্যাল এনালাইসিসের মাঝে সাপোর্ট এবং রেসিস্টেন্স দুটি মৌলিক ধারনা। সঠিক সাপোর্ট এবং রেসিস্টেন্স নির্ধারণ এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কখন ট্রেডে ডুকবেন এবং কখন ট্রেড থেকে বের হবেন এবং কি পরিমান লাভ করবেন কিংবা লস হলেও তা কি পরিমান। যেটা ক্রস করলে মার্কেট আর বেশি সেই দিকেই মুভ করতে থাকে । এসব লেভেলকে সাধারনত সাপোর্ট রেসিসটেন্স লেভেল বলা হয় । সাপোর্ট রেসিসটেন্স লেভেল তৈরি হয় বিভিন্ন ধরনের ব্যাংকের জন্য ।
-
সাপোট এবং রেজিস্ট্যন্স হলো টেকনিক্যাল এনালাইসিস এর গুরুত্বপূণ অনুসঙ্গ। এগুলোর মাধ্যমে আপনি ট্রেড এর অবস্থা, কতটুকু ট্রেড করবেন , বাই করবেন নাকি সেল দিবেন এসব সংকেত পেতে অনন্য সহায়কর ভূমিকা রাখে। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল অত্যান্ত গুরুত্বপূর্ণ । সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল নির্নয় করে মার্কেটে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে । সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল আপনাকে ভবিষ্যতে মার্কেট কোথায় যেতে পারে তা ধারনা দিতে পারে । রেসিসটেন্স হচ্ছে মার্কেট উপরে কোন প্রাইস থেকে নিচে নেমেছে। মার্কেটের মুভমেন্ট অধিকাংশ সময় সাপোট এবং রেসিসটেন্স লেভেলের সাথে জড়িত।তাই ভালোভাবে বুঝেশুনে ট্রেড করার জন্য সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝে ট্রেড করতে হবে বলে মনে করি।
-
সাপোর্ট ও রেসিস্টেন্স হলো টেকনিকাল এনালাইসিস এর দুটি অংশ। আপনি খুব সহজে এই দুটি নির্দেশনার মাধ্যমে বুঝতে পারবেন যে কখন এবং কোন সময়ে ট্রেডিং করলে আপনার লাভ হতে পারে কিংবা লস হতে পারে।সাপোর্ট হল মার্কেট নিচে নেমে যে প্রাইস থেকে আবার উপরে চলে গেছে আবার উপর থেকে নিচে নামার ক্ষেত্তে সেই প্রাইসে সৃষ্ট ক্যান্ডেল সাপোর্ট হিসাবে কাজ করে। আর রেজিটান্স হল মার্কেট উপরে কোন প্রইস থেকে নিচে নেমে এসে আবার উপরে উঠার ক্ষেত্তেসেই প্রাইসে সুষ্ট ক্যান্ডেল রেজিটান্স হিসাবে কাজ করে।
-
ফরেক্স সমর্থন এবং প্রতিরোধের খুব গুরুত্বপূর্ণ উপাদান। সে কারণেই আমরা বাজার বিশ্লেষণের সাহায্যে সমর্থন এবং প্রতিরোধের সংজ্ঞা দিতে পারি। বাজারের সমর্থন কী এবং বাজারটি কোথায় স্থানান্তরিত হবে, বাজারের প্রতিরোধের কী হবে এবং বাজারটি কোথায় সরবে, সমর্থন ও প্রতিরোধের বিষয়টি নির্ধারণ করার জন্য বিশ্লেষণটি ভাল হওয়া উচিত।ব্যবসায়টিত শেখার জায়গা স্থির হয়নি। আমরা অনেক উত্স থেকে এবং অনেক পরিস্থিতি থেকে শিখি সুতরাং, আমরা যখন কোনও নতুন ধারণা পাই এবং যে কোনও পরিস্থিতির মুখোমুখি হই তখন আমাদের তা থেকে শিখতে হবে এবং অনেক দিন ধরে আমাদের মনে রাখা উচিত এবং ভবিষ্যতের ব্যবসায়ের ক্ষেত্রে একই ভুলগুলি প্রয়োগ না করার চেষ্টা করা উচিত খারাপ অভিজ্ঞতা থেকে আমরা এই ব্যবসা শিখুন।
-
ফরেক্স টেডিং এর করে লাভ করার ক্ষেত্রে সাপোট ও রেসিসটেনস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রেসিটেনস লেভেল নির্ধারণ করার মাধ্যমে ট্রেড ওপেন এবং ট্রেড ক্লোজ করতে পারবেন। সাপোর্ট ও রেসিসটেনসকে টেকনিক্যাল এনলাইসিস বলা হয়। ফরেক্স মার্কেট যেহেতু অর্থনির্ভর তাই সাপোট ও রেসিসটেনস এর ধারণাটি খুবই মূল্যবান। সাপোট ও রেসিসটেনস এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কখন বাই করবেন এবং কখন সেল করবেন।
-
টেকনিকেল এনালাইসিস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মৌলিক ধারণা হল সাপোর্ট এবং রেসিসটেনস।এই তারা মূলত তৈরি করা হয়েছিল পরে সমর্থন এবং প্রতিরোধের যারা সবচেয়ে প্রভাবশালী এলাকায় সম্ভাব্য এখনও বাজারে বছরে বিদ্যমান সঙ্গে কোনো বৈদেশিক মুদ্রার চার্ট।বৈদেশিক মুদ্রার বাজারের মধ্যে বৈদেশিক মুদ্রার চার্ট এবং সব সময় ফ্রেম জুড়ে দেখা যায়।বৈদেশিক মুদ্রার ট্রেডিং মধ্যে সমর্থন এবং প্রতিরোধের উভয় ঐতিহাসিকভাবে বাজারে প্রবেশ করতে ব্যবসায়ীদের সংখ্যক ফলে আছে যা এলাকাসমূহ হিসাবে পরিচিত হয়।টেকনিকেল এনালাইসিস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মৌলিক ধারণা হল সাপোর্ট এবং রেসিসটেনস।এই তারা মূলত তৈরি করা হয়েছিল পরে সমর্থন এবং প্রতিরোধের যারা সবচেয়ে প্রভাবশালী এলাকায় সম্ভাব্য এখনও বাজারে বছরে বিদ্যমান সঙ্গে কোনো বৈদেশিক মুদ্রার চার্ট।