ডেমু থেকে আমি আমার পরিশ্রমকে কাজে লাগিয়ে ফরেক্স সম্বর্কে নিজের প্রতিভা তৈরী করতে সক্ষম হয়েছি। ফরেক্স ব্যবসার টিউটর হচ্ছে ডেমু ট্রেড করা।
Printable View
ডেমু থেকে আমি আমার পরিশ্রমকে কাজে লাগিয়ে ফরেক্স সম্বর্কে নিজের প্রতিভা তৈরী করতে সক্ষম হয়েছি। ফরেক্স ব্যবসার টিউটর হচ্ছে ডেমু ট্রেড করা।
রিয়েল ট্রেড করার পূর্বে ডেমো ট্রেডিং হলো ফরেক্স শিখার জন্য ট্রেনিং । অনুশীলন সফলতার মূল চাবি । যে যতো বেশী ডেমো ট্রেডিং করবে, সে রিয়েল ট্রেডে তত বেশী সফলতা অর্জন করবে ।
একজন নতুন ট্রেডার যেমন ডেমো একাউন্ট প্রাক্টিস করা প্রয়োজন তেমনি আমি মনে করি যে সবকরম ট্রেডারের ডেমো একাউন্ট এ প্রাক্টিস করা প্রয়োজন কারন ডেমো থেকে আমারা ফরেক্স লাইভ একাউন্ট এর সকল বিষয় সম্পর্কে জানতে পারি । ডেমো থেকে কোন প্রকার সত্যিকারের অর্থ লস না করেই লাইভ একাউন্টএর স্বাদ গ্রহন করা যায়।
আমি মনে করি,ফরেক্স মার্কেট ডেমোতে যতবেশি প্রাকটিস করা যায় ততবেশি ফরেক্স মার্কেট অবিজ্ঞতা লাভ করা যায়।নতুনদের জন্য কমপক্ষে ৬ মাস ডেমোতে অনুশীলন করা উচিত।আমি যখন ফরেক্স মার্কেট আসি আমি কিন্তু ট্রেড সম্পর্কে বুঝতাম না।যখন ট্রেড করা শিখি তখন বেশির ভাগ লস করতাম এরপর আমি ডেমো প্রাকটিস করা শুরু করি এখন ডেমোতে আমি ভালই আয় করি আমি আসা করি রিয়েল ট্রেড করে আমি ভাল টাকা আয়য় করতে পারব।
আসলে ডেমো একাউন্ট বলতে আমরা ভার্চুয়াল মানি বুঝে থাকি যে মানি কখন উইড্র করা যায় না । ফরেক্স এর এই ডেমো একাউন্ট থেকে আমরা ট্রেড করা শিখি , আসলে আমাদের ফরেক্স করতে হলে কিভাবে বাই/সেল দিতে হয় *সেই সমদ্ধে জানা প্রয়োজন । আর এই সকল কাজ আমরা প্রাকটিক্যালি শিখতে আমাদের ডেমো একাউন্ট এ কাজ করা লাগে । আসলে যদি আমরা ডেমো না শিখি তাহলে রিয়েল একাউন্ট এ কাজ করা সম্ভব নয় ।
ডেমো ফরেক্স শিখার জন্য ট্রেডিং। ফরেক্স শিখা এবং জানার জন্য ডেমো ট্রেডিং অত্তান্ত গুরুত্ত পূর্ন । ফরেক্স -এ রিয়েল ট্রেড করার আগে নিজেকে দক্ষ হিসাবে গড়ে তোলার জন্য ডেমো ট্রেডিং অপরিহায্য।
ডেমো থেকে আমরা অনেক কিছুই শিখেছি। ডেমো ট্রেড রিয়াল ট্রিডিং শিখানোর একটা মাধ্যম। ডেমো দ্বারা আমরা অনেক কিছু শিখে সব জ্ঞান রিয়াল একাউন্টে কাজে লাগাই। এর ফলে আমরা ক্ষতি হাত থেকে বেচে যাই আর লাভের মূখ দেখি।
ফরেক্স বিজনেস করে বা ফরেক্স থেকে টাকা ইনকাম করতে হলে ডেমো অ্যাকাউন্ট এ র কাজ করতে হবেই ডেমো তে কাজ করলে অনেক এক্সপার্ট হওয়া যায় খুব সহজেই ডেমো তে ট্রেড করলে কোন লস হয় না আপনি ডেমো অ্যাকাউন্ট থেকে অনেক কাজ শিখতে পারবেন । ডেমো অ্যাকাউন্ট থেকে আমরা কি ভাবে রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড করতে হয় তা ভাল করে জানতে পারি ।
ডেমো থেকে আমরা রিয়েল ট্রেডের কলা-কৌশল শিখলাম। ডেমো ট্রেডিং করলে রিয়েল ট্রেডিং-এর দক্ষতা বাড়িয়ে দেয় এবং লাভবান হওয়া যায়।
আমার মনে ডেমো ত্রাদিং ার অপর নাম জীবন । কারন যদি ডেমো ট্রেড ার বাবশ্তা না থাক্ত তবে আমরা আত টাকা করছ করে হয়ত এই বাবশা শিখতে পারতাম না । ার ডেমো আছে বলেই আমারা বিভিন্ন কৌশল অবলম্বন করে , ার সথিক ব্যবহার এবং কারজকারিতা সম্পরকে ধারনা লাভ করতে পারি । যা আমাদের কে নগদ অর্থ বিনিয়োগ করে অর্থ লস করার ঝুকি কমাতে সাহায্য করে । তাই ডেমো ট্রেড ার গুরুত্ত অপরিসীম ।
ডেম ট্রেড থেকে আমরা অনেক কাছু শিখি। ডেম ট্রেড হল এমন একটি ট্রেডিং ব্যবস্থ যেখানে আমরা প্রক্টিস করে রিয়েল ট্রেড করার উপযুক্ত করে নিজেকে গড়ে তুলি।তাই আমি মনে করি ডেট্রড ফরেক্সের মূল স্তম্ভ বা ভি্তি।
মূল ভিত্তি
যারা মার্কেটে নতুন তারা ডলার ইনভেষ্ট না করে ডেমোট্রেডিং এর মাধ্যমে দক্ষ ট্রেডার হযে উঠতে পারে ।
ডেমো থেকে আমরা অনেক কিছুই শিখেছি। ডেমো এমন একটা জিনিস যা না যানলে আপনি রিয়াল একাউন্টে কিছুই করতে পাবেন না। আর ডেমো থেকে আমরা অনেক অভিজ্ঞতা লাভ করেছি ডেমো থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি ডেমো আমাদের শেখার একটা মাধ্যম। ডেমো থেকে আমরা শিখেছি কি ভাবে আমরা ট্রেড করবো কোথায় ট্রেড করলে ভাল হবে বা কোথায় ট্রেড করলে খারাপ হবে বিভিন্ন বিষয় আমরা শিখেছি এই ডেমো থেকে।
ফরেক্স মারকেটে এর ডেমো ট্রাড করা মানে হোল রিয়াল ট্রাদ এর প্রাক্তিচস করা । আপনি জত বেশি ডেমো করবেন তত রিয়াল ট্রাড এর অবিগতা বারবে । আপনার ট্রাদিং এর দখতা বারবে ।
জদিও ফরেক্স মার্কেট এর ডেমো অ্যান্ড রিয়াল ট্রাদ এর মদ্দে পারথাক রয়েছে । ডেমো তে আপনি জত সহজে প্রফিত লাভ করতে পারবেন । রিয়াল ট্রাড করা ততটা সহজ না ।
ফরেক্স এ ডেমো থেকে আমরা অনেক কিছু শিখেছি। যেমন কি ভাবে ট্রেড করতে হয় কি ভাবে স্টপ লস ও টেইক প্রফিট দিতে হয় কোন মার্কেটে ট্রেড করা ভাল আর তাছাড়া বড় কথা হল ডেমো থেকে আমাদের অনেক অভিজ্ঞতা অর্জন করে থাকি। তাই আমাদের সবার উচিত ফরেক্স এ রিয়াল ট্রেডে আগে ডেমো ফরেক্স ট্রেডিং করা তাহলে রিয়াল ট্রেডে সব ক্ষেত্রে আর ভাল কিছু করতে পারবো।
সকল ট্রেডেরা ডেমো ট্রেডিং এর মাধমে ফরেক্স মার্কেট এ প্রবেশ করে। এজন্য ডেমো ট্রেড ট্রেডারদের জন্য প্রথম ইস্তর। ডেমো ট্রেড সকল ফরেক্স ট্রেডারদের জন্য ইস্কুল স্রুপ। ডেমো ট্রেড ছারা ফরেক্স ট্রেডেরা অচল।
ফরেক্সের একটি অপরিহার্য দান ডেমো। আপনি কোন ইনভেস্ট ছাড়াই ফরেক্সে ট্রেড করতে পারবেন এবং সেটা থেকে আপনি আপনার নিজের মত এনালাইসিস করতে পারবেন। আপনি যদি ডেমো ট্রেডিং থেকে শিক্ষা নিয়ে নিতে পারেন তাহলে আপনি ফরেক্সের রিয়াল ট্রেড করে আপনি জয়ী হতে পারবেন। ধন্যবাদ
প্রথম ফরেক্স ট্রেডেরদের জন্য ডেমো ট্রেড খুবিএ গুরুত পূড়ণ ভূমীকা পালন করে থাকে। ডেমো ট্রেডিংের মাদহ্মে লাভ লস, মার্কেট সম্পরকে ভাল ভাবে বুজাযায়।কোন সময় মার্কেট এ ট্রেড কারার উপযোগী। সুতারাং ডেমো হল ট্রেডিংের প্রথম ইস্তর।
ডেমো ট্রেড থেকে আমরা শিখলাম কি ভাবে ফরেক্স মাকে'ট থেকে সফলতা পাওয়া যায়। তবে ফরেক্স মাকে'ট থেকে সফলতা পেতে হলে ডেমো ট্রেড ট্রেড ছাড়া বিকল্প কোন ব্যাবস্থা নাই।।ডেমো ট্রেডের সফলতা আসলে রিয়েল ট্রেডের সফলতাও আসবে।
ফরেক্স একটি আত্মনির্ভসিল ব্যবসা । এ ব্যবসা করে আমরা খুব সহযে ঘরে বসে অর্থ উপার্যন করতে পারি । ফরেক্স মার্কেট থেকে টাকা উপার্যন করতে হলে আমাদের ভাল ভাবে এর সম্পর্কে জানতে হবে সুতরাং ফরেক্স করতে হলে প্রথমে আমাদের ডেম একাউন্ট ছাড়া বিকল্প কোন পথ নেই অন্যথায় লসের সম্মখিন হতে হবে । আমি মনেকরি ডেম একাউন্ট শেখার জন্য একটি উত্তম পথ কারন আপনি ফরেক্স পুরপুরি আয়েোত্য নাকরে ইনভেস্ট করলে লসের সম্বাবনা অধিক পরিমানে বেরে যাবে । তাই প্রথম অবস্হায় ডেম একাউন্ট অত্যান্ত গুরুত্বপূর্ন ।
ফরেক্স মার্কেটে যখন নতুন অবথায় আসতে হয় তখন ডেমো ট্রেড প্রাকটিস করতে হয় ডেমো প্রাকটিস করার মাধ্যমে বিভিন্ন দরনের ট্রেড শিখতে হয় নতুন যে কোন ট্রেড শিখে প্রাকটিস করতে গেলে ডেমো একাউন্ট দারা তা করতে হয় ডেমো একাউন্ট এর মাদ্যমে অনেক কিছু শেখা যায়।
ফরেক্স শিখার প্রধান মাধ্যমে হলো ডেমো ট্রেড। ডেমো থেকে একজন নতুন ফরেক্স এ যোগদানকারী ব্যক্তি ফরেক্স ট্রেডের সব কিছুই শিখতে পারে। তাই প্রত্যেক নতুন ফরেক্স ট্রেডাদের উচিত কমপক্ষে ৪ থেকে ৫ মাস ডেমো ট্রেড করা কারন ডেমো ট্রেড আর রিয়েল ট্রেড একই।
আসলে ডেমো থেকে শিখা না বেপার তা হল আপনি যা শিখলেন তা ডেমোতে প্রয়গ করে কি ধররনের ফলাফল পেলেন সেটা দেখা। আপ্নই ফরেক্স এর বেপারে যা শিখেছেন তা ডেমোতে প্রয়গ করবেন এবং যখন দেখবেন আপনি ডেমোতে শফল হচ্ছেন তখনি আপনি রিয়াল এ ত্রেদ করবেন।
আমি যখন নতুন ছিলাম কিছুই বুঝতাম না।না বুঝে রিয়েলে ট্রেড করি এবং অনেক ক্ষতি করে ফেলি।পরে আমি ডেমোতে ছয় মাস ট্রেডিং করি।ডেমোতে ও অনেক লস করেছি কিন্তু আমি ডেমো থেকে শিখলাম লস হলে ও লাভ করতে হয় কি করে।আসলে ডেমো ট্রেডিং হলো ফরেক্স শিখার জন্য ট্রেনি টিউটরিয়াল সেন্টার যেখানে ফরেক্স মার্কেটগুলো কিছু ভর্চুয়াল মানি দিয়ে থাকে যা দিয়ে ডেমো ট্রেড করে ফরেক্স শিক্ষা যায় এবং রিয়েল ট্রেড করে লাভবান হওয়া যায়।
আসলে আমরা প্রথম অবস্থায় যখন ডেমো ট্রেড করি তখন মনে মনে ভাবি এটা এক প্রকারের ইয়র্কি। তাই তড়িঘড়ি লাভের আশায় লাইভ মার্কেটে এসে যখন একাউন্ট হারিয়ে আবার ডেমোতে ফিরি তখন এটাকে মনে হয় ট্রেডিং। আসলে আমরা সহজে কোন কিছু শিখতে চাই না। আগে বাশ তার পর শিখা।
ডেমো ট্রেডের সাহায্যে নতুন ট্রেডারা অনেক কিছু শিখতে পারে। আপনি যদি ডেমোট্রেড করেন তাহলে ফরেক্স চার্ট সম্পর্কে আপনার ধারনা বাড়বে। তা ছাড়া ট্রেড করার সময় আপনি কি কি ভুল করে তা সম্পর্কে জানতে পারবেন। ফরেক্স এ একজন দক্ষ ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই ডেমো ট্রেড করতে হবে।ডেমো ট্রেড এর মাধ্যমে আপনি আপনার স্ট্রাটিজি সাথে খাপ খাইয়ে নিতে পারবেন।
ডেমো ট্রেড হল রিয়েল ট্রেড করার একটা প্রশিক্ষণ মাত্র। ডেম ট্রেড করা আমআদের জন্য গুরুত্বপূন্য। আর আমি মনে করি ডেমো ট্রেড করে লাভবান হলে তবেই রিয়েল ট্রেড শুরু করা ভালো। আর ডেম ট্রেড আমাদের দক্ষতা বাড়িয়ে বারিএ দেয়।
ফরেক্সের হাতেখরি অবশ্যই ডেমো ট্রেডিংয়ের মধ্যদিয়ে রচিত হওয়া উচিত আর এর মধ্য দিয়েই ভাল ভাল দক্ষ ট্রেডারদের আত্মপ্রকাশ ঘটে। নিয়মিত ফরেক্সের ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আমরা আমাদের ফরেক্সের দক্ষতাকে কয়েক গুনে বাড়িয়ে নিতে পারি, দীর্ঘদিন ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে বড় বড় বিষয়ের পাশাপাশি ছোট খাটো বিষয়েও নিজেদেরকে অনেক বেশি দক্ষ করে তোলা সম্ভাব যা রিয়াল মার্কেটে সফলতা অর্জনের ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করে।
ডেমোতে ট্রেড করে আামাদের অনেক কিছু শেখার আছে। ডেমোতে ট্রেড করে আমরা বুঝতে পারছি কিভাবে আমাদের লাভ ওলস হচ্ছে আমরা কিভাবে লস থেকে লাভ করবো কিভাবে আমরা লস এড়াবো। আমরা ডেমতে যত কম লস করবো রিয়েলে তত করবো মোটকথা ডেমোতে সফলতা পেলেই আমাদের রিয়েল ট্রেড করা উচিৎ।
ফরেক্স মার্কেট থেকে অনেক কিছু জানার জন্য ডেমো প্র্যাকটিস করতে হবে ডেমো ছাড়া ফরেক্স ট্রেড সম্পরকে ভাল ধারনা অর্জন করা সম্ভব না তাই ডেমো থেকে আমি অনেক কিছু শিখেছি ডেমো থেখে আমি ফরেক্স ট্রেড কিভাবে করতে হবে সেই সম্পরকে সকল ধ্রনা শিখতে পারছি।
ডেমো ট্রেড করে ফরেক্স সম্পর্কে জানতে হয় ডেমো ট্রেড করে রিয়াল ট্রেড কিভাবে করতে হয় সেটা সুদুমাত্র ডেমো করে আয় করার জন্য ডেমো ট্রেড করে ফরেক্স ট্রেড শখতে হয় তাই ডেমো একাউন্ট না করে ফরেক্স সেখা সম্ভব না।
অনেকে ডেমোটাকে আসলে ফান হিসাবে নেয় কিন্তু আমার মনে হয় ডেমোটাকে ফান হিসাবে না নিয়ে এটা থেকে কিভাবে শিক্ষা নেয়া যায় সেদিকে নজর দেয়া। আসলে ডেমো আপনাকে রিয়েলে কীভাবে ট্রেড করতে হবে, আপনার কোন অ্যানালাইসিস ফলো করতে হবে ইত্যাদি শিক্ষা দেয়
আমি এখনো ডেমো ট্রেড করছি। গত এক বছর যাবত ডেমোতে প্রেকটিস করচি। রিয়াল ট্রেড করতে ভয় লাগতেছে।আশাকরি রিয়ালে লাভ করতে পারব।
অনেকে ডেমোটাকে আসলে ফান হিসাবে নেয় কিন্তু আমার মনে হয় ডেমোটাকে ফান হিসাবে না নিয়ে এটা থেকে কিভাবে শিক্ষা নেয়া যায় সেদিকে নজর দেয়া। আসলে ডেমো আপনাকে রিয়েলে কীভাবে ট্রেড করতে হবে, আপনার কোন অ্যানালাইসিস ফলো করতে হবে ইত্যাদি শিক্ষা দেয়
ডেমো থেকে তো আমরা সব কিছু শিখলাম ফরেক্ সমার্কেট সম্পর্কে সব ধরনেওর জ্ঞান তো এখান থেকেই আমরা ভালো করে অর্জন করতে পারলাম ফরেক্স মার্কেটের সকল্মুভমেন্ট সম্পর্কে আমরা ডেমো একাউন্তে কাজ করার মাধ্যমে ভালো করে জানতে পারলাম এছাড়া আর কিছু না আমরা যত ডেমো করব তত বেশি ফরেক্স মার্কেট সম্পর্কে আমরা ফরেক্স অভিজ্ঞ হব এজন্য ফরেক্স মার্কেট থেক আয় করতে গেলে ডেমো এর কোন বিকল্প নেই
নতুনদের অবশ্যই ডেমোতে ট্রেড করতে হবে যদি তারা রিয়েল মার্কেট সম্পর্কে অভিজ্ঞ হতে চাই তাই যারা এই মার্কেটে প্রবেশ করবে তারা অনেক সময় ডেমোকে মূল্যয়ন করে না এবং ডেমোর প্রতি সিরিয়াস হতে না পারার ফলে পরবর্তীতে তারা রিয়েল ট্রেড করতে গিয়ে অনেক সমস্যর সম্মুখিন হয় আমরা যদি ডেমোতে ট্রেড করি তবে আমরা আমাদের দুর্বলতা তথা আমাদের সমস্যগুলো নিয়ে সমাধান করার সময় পাব তাছাড়া ডেমো হতে আমরা ফরেক্স মার্কেট প্লেস এর মুভমেন্ট সম্পর্কে ধারণা পাব
ফরেক্স মার্কেট ভাল করে শেখার জন্য আমরা ডেমো থেখে ভাল করে শিখতে পারি জানতে পারি তাই ডেমো থেকেই আমরা ফরেক্স সম্পর্কে জাবতিও সমকিছু শিক্তে পারি জানতে পারি দেমই আমাদের অনেক কিছু সম্পর্কে জানার জন্য সহজগিতা করে।
ডেমু থেকে শিখার অনেক কিছু আছে।যদি আমরা ডেমু ভালোভাবে করতে পারি তাহলে আমরা রিয়েল আকাউন্টও ভালোভাবে করতে পারব।আসলে ডেমু না শিখলে আমরা রিয়েল আকাউন্টে ভালোভাবে ট্রেড করতে পারব না।আর এর জন্য আমাদের অনেক বর লস হতে পরে।
ডেম ছাড়া কখন কি ভাবে ভাল ভাবে ট্রেড করতে হয় তা শেখা জায় না। আমাদের সব সময় ডেম অনুশিলন করতে হবে যদি আমরা ভাল আয় করতে ছায়। আমাদের ফরেক্স বাবসা থেকে ইঙ্কাম করতে হুলে সরব প্রথম ডেমো তে আকাওন্ত করতে হবে তারপর আমরা রিএল করতে পারব।
ডেমো হল এখান কার মা বাবা যে *শিক্ষা দেয় সেটার কাজ করে ,অথাৎ মা বাবা যেমন কোন কিছু বিনা কারনে শিখায় তেমন ডেমো ও বিনা কষ্টেকিভাবে ট্রেড করবে তা শিখায় । আবার উদাহরন সহিত বলা যায় এটা প্রাইমারি স্কুল বিশেষ এখানে যেমন সব *কিছু কাজ করে দেওয়া হয় হাতে কলমে তেমন ভাবে ও ফরেক্স এর ডেমো ও কাজ শেখায়।