-
হাই সবাই, সবাই কেমন করছে? আমি আশা করি সবাই এই এমটি 5 ফোরামে আশ্চর্যজনকভাবে ভাল করছে। আমার নিজের দৃষ্টিভঙ্গি অনুসারে, আমি মনে করি ফরেক্সটি একটি শিক্ষার সমুদ্র, কারণ ফরেক্স খুব প্রশস্ত, শক্ত, ঝুঁকিপূর্ণ, প্রযুক্তিগত এবং এটি খুব যৌক্তিক। ফরেক্সে শেখা অত্যন্ত প্রয়োজনীয় কারণ ফরেক্স খুব
-
আসলে ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে আমরা স্টপ লস এবং টেক প্রফিট এই ২টা ফিচার ব্যাবহার করতেও পারি আবার নাও করতে পারি । তবে আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রের জন্য আমাদের স্টপ লসটা ব্যাবহার করাটা খুবই জরুরী । যেন মার্কেট কখনই আমাদের ট্রেডের বিপরীতে গেলেও একটা নির্দিষ্ট পরিমাণ লসে ট্রেডটা কেটে যায় । তাই আপনি মনে করলে টেক প্রফিট অপশনটা ব্যাবহার না করলেও স্টপ লস অপশন ব্যাবহার করতে পারেন ।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস ও টেক প্রফিট খুবই গুরুত্বপূর্ণ দুটি টুলস।যে টুলস গুলো ব্যবহার করার মাধ্যমে একজন ট্রেডার ফরেক্স মার্কেটে একটিভ না থেকেও যথাসময়ে তাদের ট্রেডগুলো ক্লোজ করে থাকে।মূলত স্টপ লস ব্যবহার করার মাধ্যমে একজন ট্রেডার তার অ্যাকাউন্টকে অনাকাঙ্ক্ষিত লসের হাত থেকে রক্ষা করতে পারে অর্থাৎ সে যখন কোন ট্রেড ওপেন করে তখন সে একটা নির্দিষ্ট লেভেলে স্টপ লস নির্ধারণ করে থাকে কারণ মার্কেট যদি তার বিপরীত দিকে যায় তাহলে তার অ্যাকাউন্ট যেন অনেক বেশী লসের সম্মুখীন না হয় এইজন্য তার নির্ধারিত পজিশনে যাওয়া মাত্রই ট্রেডগুলো নিজে থেকেই ক্লোজ হয়ে যায়। ফল স্বরূপ তার অ্যাকাউন্ট অনাকাঙ্ক্ষিত লসের হাত থেকে রক্ষা পায়। অন্যদিকে টেক প্রফিট ব্যবহার করার মাধ্যমে একজন ট্রেডার মার্কেটে এক্টিভ না থেকেও প্রফিট সরকারের ট্রেড ক্লোজ করতে পারে সে ক্ষেত্রে সে যখন ট্রেড ওপেন করে তখন সে একটা নির্দিষ্ট পজিশনে টেক প্রফিট সেট করে দেয় আর মার্কেট যখন তার পজিটিভ দিকে গিয়ে ওই পজিশনে পৌঁছায় তখন আপনা-আপনিই ট্রেডগুলো ক্লোজ হয়ে যায় এবং তার অ্যাকাউন্টে প্রফিট জমা হয়ে যায়।
-
ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । এই ফরেক্স ব্যবসা সকল প্রকার কাজের পাশাপাশি করা যায় । এই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য টেক প্রফিট এবং স্টপ লচ হলো,,, যারা বিভিন্ন প্রকার কাজের পাশাপাশি ফরেক্স মার্কেটে কাজ করে থাকে তাদের জন্য খুবই ভালো পদ্ধতি । কারন কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার সময় টেক প্রফিট এবং স্টপ লচ ব্যবহার করে মার্কেট থেকে বের হয়ে গেলে ও সেই ট্রেড তার নিজস্ব গতিতে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত গিয়ে ক্লোজ হয়ে যাবে । তাই সেজন্য স্টপ লচ এবং টেক প্রফিট ব্যবহার করা ভালো এবং এই পদ্ধতিতে একাউন্ট জিরো হওয়ার ভয় থাকে না,,,, ধন্যবাদ ।
-
স্টপ লস এবং টেক প্রফিট এটা অনেক জরুরি প্রতিটি ট্রেডারের জন্য। কারন দেখুন আপনি একটা ট্রেড ওপেন করছেন ১.৫০৫০ তে, আপনি হয়ত কোন কাজে বাইরে যেতে চাইতেছেন কিন্তু ট্রেডের কারনে যাইতে পারতেছেন না, কিন্তু আপনি চাইতেছেনে ৫০ পিপ লাভ নেবেন যেমন ১.৫১০০ তে গেলে ট্রেড টা কেটে দিবেন এক্ষেত্রে আপনি (take profit) ব্যাবহার করলে আপনার ট্রেড ১.৫০০ তে গেলে অটোমেটিক ভাবে কেটে যাবে। এবং একি ভাবে আপনি চাইতেছেন যে যদি লস হয় তাহলে ৫০ পিপ লস নিবেন তাহলে একি ভাবে আপনাকে (stop loss) ব্যাবহার করতে হবে তাহলে যদি ১.৫০০০ তে আসে তাহলেও ট্রেডটা কেটে যাবে। এটা আসলে আমাদের সবার ব্যাবহার করা দরকার কারন হল অনেক সময় নিউজের কারনে হঠাৎ করে ১০০ অথবা ২০০ পিপ মুভ করে চোখের পলকে। এজন্য এটা আমারদের সকলের ব্যাবহার অনেক জরুরি।
-
স্টপ লস হল এমন একটা টুলস যা কোন প্রাইসে সেট করলে মার্কেট কোন কারনে হঠাৎ দিক পরিবর্তন করলেও আপনার একাউন্টটা বড় রকম ক্ষতি হতে বেচে যাবে আবাার একই ভাবে টেক প্রফিট কোন প্রইসে সেট করলে মার্কেট সেই প্রইসে গেলেই প্রফিট নিয়ে আপনার লেনদেনটি বন্ধ হয়ে যাবে।
-
ফরেক্স মার্কেটে অনেকেই আছেন স্টপ লস টেক প্রফিট কি জানে না।স্টপ লস হলো আপনি একটি অপেন করলেন সেটা আপনি কিছু লাভ রেখে সেট করে দিলেন সেটা টেক প্রফিট তার পর আপনি একি ভাবে স্টপ লস সেট করে দিলেন জেনো বাজার অনুকুল থেকে চলে গেলে জেনো বেশি লস না হয় সেজন্য স্টপ লস ব্যাবহার করে থাকি।যেমন ইউড়ো ইউ এস ডি এখন আছে ১.৩৭৪৫০ এখন আপনি ১০ পিপস লাভ করতে চান ১.৩৭৪৬০ এটা হলো টেক প্রফিট লস হলে জেনো ১০ পিপস লস হয় তার জন্য স্টপ লস সেট করলেন ১.৩৭৪৪০ বাস লাভ হক আর লস হক আপনার ট্রেডটি ক্লোস হয়ে যাবে আপনি আপনি।
-
আমার প্রিয় ভাইয়েরা একটি জিনিস মনে রাখবেন যে ফরেক্স ট্রেডিং একটি ব্যবসা এটি কোনও কাজ নয় এবং সমস্ত লোক এই প্ল্যাটফর্মটিতে কাজ করতে পারে এবং এটি আমাদের উপর নির্ভর করে যে আমরা ফরেক্স ট্রেডিংকে কতটা সময় দিই যদি আমরা আরও বেশি সময় দিই আমরা বাজারকে আরও ভালভাবে বুঝতে পারি সর্বদা ফরেক্সকে আরও সময় দিন এবং একটি ভাল ট্রেডার হন
-
স্টপ লস ও টেক প্রফিট হচ্ছে এই মার্কেট এর সব থেকে গুরুত্ব পুর্ন বিষয় আমরা এই দুইটি সিস্টেম এর মাধ্যমে খুব সহজেই আমাদের লাভ লস কে নিয়ন্ত্রন করতে পারি এ ক্ষেত্রে আমাদের কে সব সমউ কম্পিউটার সামনে নিয়ে বসে থাকতে হয় না আমরা যে কোথাও থাকি না কেন অনেক সহজেই আমরা আমাদের ট্রেড থেকে লাভ নিয়ে নিতে পারব । এমনকি আমাদের কম্পিউটার টি যদি বন্ধ থাকে তারপরেও আমাদের ট্রেড টি ক্লজ হয়ে যাবে ।
-
ফরেক্স ট্রেডিং মার্কেটে ট্রেড করার আগে অবশ্যই আপনাকে স্টপ লস এবং টেক প্রফিট কিভাবে নির্ধারণ করতে হবে সেই সম্পর্কে আমাদের জানা খুব জরুরী।যদি আমরা না জানি এবং ট্রেড করার সময় সেট না করি তাহলে আমাদের বড় ধরনের লস হতে পারে।নিচে স্টপ লস এবং টেক প্রফিট কেন সেট করতে হবে সেই বিষয়টি তুলে ধরা হলো।
স্টপ লসঃস্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয়।
টেক প্রফিটঃটেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয়।
স্টপ লস এবং টেক প্রফিট কিভাবে সেট করবেনঃ স্টপ লস এবং টেক প্রফিট সেট করতে চাইলে আপনাকে আগে যেকোন একটি ট্রেড অপেন করে sl এবং tp তে ডাবল ক্লিক করে আপনার ইচ্চামত স্টপ লস এবং টেক প্রফিট সেট করে নিতে পারবেন।
-
আপনার উচিত প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করা। কারন লং ট্রেডিং খতির সম্ভাবনা অনেক গুন বেশি থাকে। লাভের তুলনা অনেক লস গনতে হয়। তাই ডেইলির ট্রেড ডেইলি করুন, ডেইলি কেন্ডেল ফলো করুন, ট্রেড অপেন করার সময়ে টিপি আর স্টোপ লস ইউজ করুন, নিউজ প্রকাশ হবার পরে ট্রেড শুরু করুন।
-
ফরেক্স ট্রেডে এটি সাধারণ জিনিস যে শিক্ষণকালীন সময়ে ব্যবসায়ীরা অর্থ হারাচ্ছে, তাই তাদের অবশ্যই সেই সমস্ত ভুলটি নোট করতে হবে যা অর্থের ক্ষতির কারণ। তারপরে ব্যবসায়ীর বিশ্লেষণ করা উচিত যে তারা কেন ক্ষতি পেল। তাদের সেই সমস্ত ভুলের কথা মনে রাখতে হবে এবং এভাবে তাদের সরাসরি ব্যবসায়ে সহায়তা করতে হবে। সুতরাং ব্যবসায়ী একই ট্রেডিং ভুল এড়াতে পারেন।
-
অবশ্যই আমাদের যদি এর কোনও অসুবিধা বা সুবিধাগুলি থাকে তবে অবশ্যই আমাদের এটি ফোরামে অন্যদের সাথে ভাগ করে নিতে হবে যখন আমরা এতে থাকা সমস্ত কিছুই কবরে রেখে দেই, তখন অন্যান্য সদস্যরা উপকৃত হবেন এবং আমরা এটি থেকে উপকৃত হব। আমাকে অবশ্যই প্রতিটি ব্যবসায়ের ক্ষতি বন্ধ করতে হবে
-
স্টপ লস এবং টেক প্রফিট দুটো গুরুত্বপূর্ণ অপশন ট্রেডের জন্য। আমাদের পক্ষে সর্বক্ষণ মার্কেট পর্যবেক্ষণ করা সম্ভব হয় না সেহেতু এই দুটো অপশন কে কাজে লাগিয়ে আমরা আমাদের কাঙ্খিত ফল পেতে পারি। রা
-
ফরেক্স করার ক্ষেত্রে স্টপ লস এবং টেক প্রফিট হচ্ছে ট্রেডের একটা বড় অংশ যা ট্রেড করার সময় খুব দরকার হয়। স্টপ লস এবং টেক প্রফিট হলো ট্রেড করবেন কতটুকু কতটুকু নামলে আপনার ট্রেডটা ক্লোস হবে, কেন অনেক সহজেই আমরা আমাদের ট্রেড থেকে লাভ নিয়ে নিতে পারব । এমনকি আমাদের কম্পিউটার টি যদি বন্ধ থাকে তারপরেও আমাদের ট্রেড টি ক্লজ হয়ে যাবে ।
-
নিঃসন্দেহে খুব জরুরি এক টি বিষয় হল স্টপ লস আর টেক প্রফিট। আমরা যেন এই বিষয় তা মাথায় রেখে ট্রেড করি। স্টপ লস আর টেক প্রফিত দিয়ে ট্রেড করলে আমরা কন ঝুঁকি তে থাকবনা। সঠিক মানি ম্যানেজমেন্ট বলতে শুধু এটাই বুঝায় না যে শুধু কত ভলিউমের ট্রেড ওপেন করতে হবে , সাথে এটাও বুঝায় যে একটি নির্দিষ্ট পরিমান লস কে টার্গেট নিয়ে ক্যাপিটাল এর সুরক্ষার কথাও চিন্তা করে ট্রেড করা ।
-
ফরেক্স মার্কেটে অনেকেই আছেন স্টপ লস টেক প্রফিট কি জানে না।মার্কেটে যখন প্রাইস খুব উঠানামা করে, তখন লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সেকারনেই ট্রেডাররা স্টপ লস ও টেক প্রফিট টুলস ব্যবাহারের মাধ্যমে নির্দিষ্ট সময়ে লাভ অর্জন করে থাকেন। ফরেক্সে ট্রেড করার সময় আমরা কখনো কখনো কিছু কারেন্সি তে ট্রেড করে থাকি যা কিনা ক্লোজ করার সময় থাকেনা বা মনে হয় যে দামে কেনা আছে তারচেয়ে একটা নির্দিষ্ট এমাউন্টে আমি আমার ট্রেড ক্লোজ করতে চাই কিন্তু সেই সময়ে আমি অনলাইনে নেই।
-
আপনি যদি ফরেক্স মার্কেটে না থাকেন এবং আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী লাভ করতে চান তাহলে আপনি ফরেক্স ট্রেডিং এ স্টপ লস ইউজ করতে পারেন এবং টেক প্রফিট সেট করতে পারেন তা হলে আপনি ফরেক্স মার্কেটে অনেক লাভবান হতে পারবেন বলে আমি মনে করি। আর এই দিুইটি জিনিস আপনাকে ফরেক্স করার পথে অনেক সাহায্য করবে কারন আপনি যখন ফরেক্স করবেন তখন আপনি ফরেক্স এ টেক প্রফিট এবং স্টপ লস ইউজ করে অনেক লস এর হাত থেকে বেচে যাবেন এবং একই ভাবে আপনার লাভ টুকো আপনি লাভ করতে পারবেন মার্কেটে না থেকই।
-
টেক প্রফিট স্টপ লস হল এমন একধারনের টুলস যা আপনি কোন ট্রেডে সেট করলে আপনার ট্রেড সেট করা সেই প্রাইসে গেলে আপনার ট্রেড নিজ থেকেই বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ।
-
আপনি যদি ফরেক্স মার্কেটে না থাকেন এবং আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী লাভ করতে চান তাহলে আপনি ফরেক্স ট্রেডিং এ স্টপ লস ইউজ করতে পারেন এবং টেক প্রফিট সেট করতে পারেন তা হলে আপনি ফরেক্স মার্কেটে অনেক লাভবান হতে পারবেন বলে আমি মনে করি। তাই ফরেক্স ট্রেড অপেন করার সমায় স্টপ লস এবং টেক প্রফিত ব্যবহার করা উচিত। স্টপ লাস ব্যবহার করলে লস ট্রেড অটোমেটিক বন্ধ হয়ে যাবে। টেক প্রফিত ব্যাবহার করলে লাভ ট্রেড অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
-
ফরেক্স করার ক্ষেত্রে স্টপ লস এবং টেক প্রফিট হচ্ছে ট্রেডের একটা বড় অংশ যা ট্রেড করার সময় খুব দরকার হয়। স্টপ লস এবং টেক প্রফিট হলো ট্রেড করবেন কতটুকু পরিমাণ নামলে আপনার ট্রেডটা ক্লোস হবে এই সব আর এটা খুবই জরুরি যা ছাড়া আপনার ট্রেডে লস করাতে পারেন। তাই সবার উচিত এই স্টপ লস এবং টেক প্রফিট সম্পর্কে ভাল ভাবে যানা এবং এসব এর ব্যবহার শিখা।
-
ফরেক্স এ কাজ করার জন্য টেকপ্রফিট এবং স্টপলস চমৎকার একটি টুলস। কেননা টেকপ্রফিট এবং স্টপলস ব্যবহার করে মার্কেট প্যারামিটার একটি নির্দিষ্ট রেঞ্জে সেট করে দিতে পারেন। অর্থাৎ আপনার যদি মার্কেট ওই নির্দিষ্ট জায়গা থেকে উপরে উঠে বা নিচে নামে,আপনার ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এবং আপনার অ্যাকাউন্ট লস থেকে বেঁচে যাবে এবং টেক প্রফিট এর মাধ্যমে লাভ করে নেবে। তাই ফরেক্সে লসের পরিমান নির্দিষ্ট রাখতে এবং পর্যাপ্ত পরিমাণ লাভ করতে স্টপ লস এবং টেক প্রফিট এর প্রয়োজনীয়তা অপরিসীম।
-
ফরেক্স ট্রেড করা খুবই কঠিন ও রিস্কি বিষয়-এটা সবাই জানি-বুঝি৷এই রিস্ক ও লসের চাপ কমিয়ে প্রফিট পাওয়ার জন্যই ট্রেডারগণ তাদের ট্রেডে টেকপ্রফিট ও স্টপলস ব্যাবহার করেন৷একটা নির্দিষ্ট পরিমান প্রফিটের উদ্দেশ্যে টেকপ্রফিট ও কিছু নির্দিষ্ট পরিমান লস দিতে স্টপলস সেট করা হয়৷এই দুইটা বিষয় যথাযথ ভাবে সেট করতে হলে প্রথমে সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো চিনতে হবে জানতে হবে৷সময় নিদ্দিষ্ট প্রাইসে সেট করে দিলে আপনার চালু থাকা ট্রেডটি সেই প্রাইসে যাওয়া মাএ নিদ্দিষ্ট পরিমান প্রফিটে বা লসে ক্লোজ হবে।
-
ফরেক্সে ট্রেড করার সময় আমরা কখনো কখনো কিছু কারেন্সি তে ট্রেড করে থাকি যা কিনা ক্লোজ করার সময় থাকেনা বা মনে হয় যে দামে কেনা আছে তারচেয়ে একটা নির্দিষ্ট এমাউন্টে আমি আমার ট্রেড ক্লোজ করতে চাই কিন্তু সেই সময়ে আমি অনলাইনে নেই। তাই একটি জায়গায় ট্রেড ক্লোজ এর অর্ডার দিয়ে রেখে সেই ট্রেড ক্লোজ করাকে টেকপ্রফিট বলে। ঠিক তেমনিভাবে লসের এমাউনটে অটো অর্ডার করে ক্লোজ করাকে স্টপলস বলে। ফরেক্স এ স্টপ লস এবং টেপ প্রফিট হল এমন একটা জিনিষ। যা ফরেক্স সাইডে বসালে হঠাৎ যদি মার্কেট নিচে নামতে থাকে তবুও বড় ধরনের কোন লস হবে না। আবার টেপ প্রফিট হল নিজের প্রয়োজন মত লাভ করে নিজে নিজে একাউন্ট বন্ধ হয়ে যাবে
-
ফরেক্স ট্রেড করার জন্য অবষ্যই স্টপ লস এবং টেক প্রফিট বসিয়ে ট্রেড করুন। স্টপ লস ও টেক প্রফিট ফরেক্স মাকে'টে র একটি গুরুত্ব পূন'বিষয়। স্টপ লস এবং টেক প্রফিট ব্যাবহার করলে আপনার একাউন্ট সব সময় নিরাপদ থাকাবে।ফরেক্স মাকে'টে একাউন্ট টিকিয়ে রাখাটা একটি চ্যালেন্জিং ব্যাপার।আর একাউন্ট টিকে থাকলে আপনার সফলতা আসবেই।
-
ফরেক্স মার্কেট এর ট্রেডিং প্ল্যাটফর্ম এর সব থেকে ২ টি গুরুত্বপূর্ণ টুলস হয়ছে স্টপ লস এবং টেক প্রফিট,এই স্টপ লস এবং টেক প্রফিট এর উপকারীতা অনেক,ফরেক্স মার্কেট এর ট্রেডিং প্ল্যাটফর্ম এ আপনি সব সময় বসে থাকতে পারবেন না,তাই কোন এন্ট্রি এর সাথে আপনি যদি স্টপ লস এবং টেক প্রফিট সেট করে দেন তাহলে চিন্তামুক্ত থাকবেন এবং অটোমেটিক সব কাজ হয়ে যাবে।
-
ফরেক্স এ স্টপ লস ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নতুন ট্রেডারদের জন্য। ফরেক্স ট্রেডিংয়ের স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা খুবই প্রয়োজনীয় যদি আপনি নতুন ট্রেডার হন।স্টপ লস ব্যবহার করলে লাভ কম হলেও লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং ব্যালেন্স জিরো হওয়া থেকে রক্ষা পাওয়া যায়।
(Stop Loss) স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।এবং (Take Profit) টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
ধরুন, ১.৭৪৩৫ এ একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন অথবা ৫০ পিপস এর বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস ৫০ পিপস টেক প্রফিট সেট করে দিতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলেও বা কোন স্পাইকের ফল হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে সয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। স্টপ লস ব্যবহার করলে লাভ কম হলেও লস করে একাউন্ট শূন্য হওয়া থেকে বেঁচে যাওয়া যেতে পারে।
-
ফরেক্স মার্কেট আমরা ট্রেড করি মূলত ট্রেড করে থাকি প্রফিট করার জন্য। কিন্তু ট্রেড করে অনেক সময় আমরা প্রফিট করার বিপরীতে লস করি। কেননা আমরা জানি ফরেক্সে লসও হয়ে শুধু লাভ হয় না। এটা একটি রিস্ক মার্কেটও বটে। আবার তো অনেক সময় আমরা ব্যালেন্স জিরো করে ফেলি। আর এ প্রফিট জিরো করার রোধে আমরা স্টপ লস সেট করে ব্যালেন্স জিরো করা থেকে বেচে যায়। আর আমাদের টার্গেটকৃত লক্ষ সেট করলে আমাদের অনুপস্থিততেও প্রফিট হয়ে যাবে ও ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এ পদ্ধতি হলো টেক প্রফিট। এই দুটি টুলস ট্রেড করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
-
ফরেক্স মার্কেট এ আমরা যারা ট্রেড করে থাকি তারা সবাই মোটামোটি টেক প্রফিট এবং স্টপ লস সম্পর্কে জানি টেক প্রফিট এবং স্টপ লস হলো এক ধরনের পেরামিটার যা কিনা আমাদের লাব ট্রেড অথবা লস ট্রেড গুলো সয়ংক্রিয় ভাবে ক্লোস করতে সাহায্য করে যেমন আমরা যদি একটি ট্রেড ওপেন করি এবং এর স্টপ লস ২০ পিপস আর টেক প্রফিট ২০ পিপস দিয়ে দেই তাহলে আমাদের ট্রেড টি স্টপ লস হিট করার সাথে সাথে নিজে থেকে সয়ংক্রিয় ভাবে ক্লোস হয়ে যাবে আবার যদি ট্রেড টি প্রফিট হয় তাহলে ২০ পিপস হিট করার পরে নিজে নিজে ক্লোস হয়ে যাবে এটাই হলো স্টপ লস এবং টেক প্রফিট এর বেবহার।
সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করে থাকি তারা সবাই মোটামুটি টেক প্রফিট এবং স্টপ লস সম্পর্কে জানি টেক প্রফিট এবং স্টপ লস হলো এক ধরনের পেরামিটার যা কিনা আমাদের লাভ ট্রেড অথবা লস ট্রেড গুলো সয়ংক্রিয় ভাবে ক্লোস করতে সাহায্য করে যেমন আমরা যদি একটি ট্রেড ওপেন করি এবং এর স্টপ লস ২০ পিপস আর টেক প্রফিট ২০ পিপস দিয়ে দেই তাহলে আমদের ট্রেড টি স্টপ লস হিট করার সাথে সাথে নিজে থেকে সয়ংক্রিয় ভাবে ক্লোস হয়ে যাবে আবার যদি ট্রেড টি প্রফিট হয় তাহলে ২০ পিপস হিট করার পরে নিজে নিজে ক্লোস হয়ে যাবে এটাই হলো স্টপ লস এবং টেক প্রফিট।
-
ফরেক্স মার্কেটে লস ঠেকানোর মুল টুলস হল স্টপ লস আর টেক প্রফিট।
স্টপ লসঃআপনি যদি কোন ট্রেড ওপেন করেন আর ট্রেড যদি বিপরিতে যাই তাহলে আপনি স্টপ লস সিলেক্ট করে দিলে মার্কেট ঐ জায়গাই থেকে ক্লজ হয়ে যাবে। আমরা যে কোথাও থাকি না কেন অনেক সহজেই আমরা আমাদের ট্রেড থেকে লাভ নিয়ে নিতে পারব । এমনকি আমাদের কম্পিউটার টি যদি বন্ধ থাকে তারপরেও আমাদের ট্রেড টি ক্লজ হয়ে যাবে ।
-
স্টপ লস এবং টেক প্রফিট এটা অনেক জরুরি প্রতিটি ট্রেডারের জন্য।ফরেক্স মার্কেটে অনেকেই আছেন স্টপ লস টেক প্রফিট কি জানে না।মার্কেটে যখন প্রাইস খুব উঠানামা করে, তখন লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সেকারনেই ট্রেডাররা স্টপ লস ও টেক প্রফিট টুলস ব্যবাহারের মাধ্যমে নির্দিষ্ট সময়ে লাভ অর্জন করে থাকেন। কেউ যদি একটু বেশী ঝুঁকি নিয়ে ফরেক্স করতে চায় তাদের জন্য স্টপ লস ব্যাবহার করা জরুরী। কারণ দাম উঠা নামা করার কারণে আপনার অ্যাকাউন্ট শূন্য হয়ে যেতে পারে। আর যদি কম ঝুঁকি নিয়ে করে থাকেন তাহলে এইসব ব্যাবহার না করলেও চলে। আমি সবসময় এই নিয়মটা অনুসরণ করি।
-
স্টপ লস হলো আপনি একটি অপেন করলেন সেটা আপনি কিছু লাভ রেখে সেট করে দিলেন সেটা টেক প্রফিট তার পর আপনি একি ভাবে স্টপ লস সেট করে দিলেন জেনো বাজার অনুকুল থেকে চলে গেলে জেনো বেশি লস না হয় সেজন্য স্টপ লস ব্যাবহার করে থাকি। মার্কেট কোন কারনে হঠাৎ দিক পরিবর্তন করলেও আপনার একাউন্টটা বড় রকম ক্ষতি হতে বেচে যাবে আবাার একই ভাবে টেক প্রফিট কোন প্রইসে সেট করলে মার্কেট সেই প্রইসে গেলেই প্রফিট নিয়ে।
-
ফরেক্স মার্কেট এ আমরা যারা ট্রেড করে থাকি তারা সবাই মোটামোটি টেক প্রফিট এবং স্টপ লস সম্পর্কে জানি টেক প্রফিট এবং স্টপ লস হলো এক ধরনের পেরামিটার যা কিনা আমাদের লাব ট্রেড অথবা লস ট্রেড গুলো সয়ংক্রিয় ভাবে ক্লোস করতে সাহায্য করে যেমন আমরা যদি একটি ট্রেড ওপেন করি এবং এর স্টপ লস ২০ পিপস আর টেক প্রফিট ২০ পিপস দিয়ে দেই তাহলে আমাদের ট্রেড টি স্টপ লস হিট করার সাথে সাথে নিজে থেকে সয়ংক্রিয় ভাবে ক্লোস হয়ে যাবে আবার যদি ট্রেড টি প্রফিট হয় তাহলে ২০ পিপস হিট করার পরে নিজে নিজে ক্লোস হয়ে যাবে এটাই হলো স্টপ লস এবং টেক প্রফিট এর বেবহার
-
স্টপ লস এবং টেক প্রফিট এটা অনেক জরুরি প্রতিটি ট্রেডারের জন্য। কারন দেখুন আপনি একটা ট্রেড ওপেন করছেন ১.৫০৫০ তে, আপনি হয়ত কোন কাজে বাইরে যেতে চাইতেছেন কিন্তু ট্রেডের কারনে যাইতে পারতেছেন না, কিন্তু আপনি চাইতেছেনে ৫০ পিপ লাভ নেবেন যেমন ১.৫১০০ তে গেলে ট্রেড টা কেটে দিবেন এক্ষেত্রে আপনি (take profit) ব্যাবহার করলে আপনার ট্রেড ১.৫০০ তে গেলে অটোমেটিক ভাবে কেটে যাবে। এবং একি ভাবে আপনি চাইতেছেন যে যদি লস হয় তাহলে ৫০ পিপ লস নিবেন তাহলে একি ভাবে আপনাকে (stop loss) ব্যাবহার করতে হবে তাহলে যদি ১.৫০০০ তে আসে তাহলেও ট্রেডটা কেটে যাবে। এটা আসলে আমাদের সবার ব্যাবহার করা দরকার কারন হল অনেক সময় নিউজের কারনে হঠাৎ করে ১০০ অথবা ২০০ পিপ মুভ করে চোখের পলকে। এজন্য এটা আমারদের সকলের ব্যাবহার অনেক জরুরি।
-
ক্ষতি এবং প্রযুক্তি লাভ বন্ধ করুন এটি প্রতিটি ডিলারের পক্ষে তাৎপর্যপূর্ণ। আপনি যেহেতু 1.5050 এ এক্সচেঞ্জ খুলছেন, তাই আপনাকে কিছু কাজের জন্য বাইরে যেতে হবে তবে আপনি এক্সচেঞ্জের দৃষ্টিতে যেতে পারবেন না, তবে আপনাকে 50 পিপস গ্রহণ করতে হবে, উদাহরণস্বরূপ, আপনি যে ইভেন্টে যান সে ক্ষেত্রে 1.5100, আপনি এক্সচেঞ্জ কাটা হবে। আপনি 1,500 এ বিনিময়ের অফ অফ সুযোগটি প্রাকৃতিকভাবে কেটে যাবে। এছাড়াও, একইভাবে আপনার 50 টি পিপ দুর্ভাগ্যটি ধরে নিতে হবে যে কোনও দুর্ভাগ্য ঘটেছে, সেই সময়ে আপনাকে একইভাবে সেই মুহুর্তে 1.5000 এ আসার ক্ষেত্রে (দুর্ভাগ্য বন্ধ করুন) ব্যবহার করতে হবে, সেই সময়ে এক্সচেঞ্জ হবে কাটা সত্যই বলা যায়, আমাদের সামগ্রিকভাবে এটিকে সত্যের আলোকে কাজে লাগানো দরকার যে খবরের কারণে বেশিরভাগ সময় হঠাৎ করেই এক বিভাজনে দ্বিতীয় বা 100 বা 200 পিপ সরে যায়। আমাদের সকলের পক্ষে এটি ব্যবহারের পক্ষে এটি এত তাৎপর্যপূর্ণ কারণ।
-
ফরেক্স ট্রেডিং এ স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা উওম । আপনি যখন একটি ট্রেড ওপেন করেন তখন আপনি প্রথমে যেটা ভাবেন সেটা হলো এই ট্রেড হতে আপনি কত টাকা আয় করবেন এবং আপনি এখানে কতটা লস বহন করতে পারবেন তা টেক প্রফিট ও স্টপ লস এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন । স্টপ লস ব্যবহার না করার ফলে আপনার একাউন্ট এর ব্যালেস্ন শূন্য হওয়ার সম্ভাবনা থাকে । তাই ফরেক্স ট্রেডিং এ টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করে ট্রেড ওপেন করা উওম ।
-
স্টপ লস হল এমন একটা টুলস যা কোন প্রাইসে সেট করলে মার্কেট কোন কারনে হঠাৎ দিক পরিবর্তন করলেও আপনার একাউন্টটা বড় রকম ক্ষতি হতে বেচে যাবে আবাার একই ভাবে টেক প্রফিট কোন প্রইসে সেট করলে মার্কেট সেই প্রইসে গেলেই প্রফিট নিয়ে আপনার লেনদেনটি বন্ধ হয়ে যাবে।
-
ফরেক্সে ট্রেড করার সময় আমরা কখনো কখনো কিছু কারেন্সি তে ট্রেড করে থাকি যা কিনা ক্লোজ করার সময় থাকেনা বা মনে হয় যে দামে কেনা আছে তারচেয়ে একটা নির্দিষ্ট এমাউন্টে আমি আমার ট্রেড ক্লোজ করতে চাই কিন্তু সেই সময়ে আমি অনলাইনে নেই। তাই একটি জায়গায় ট্রেড ক্লোজ এর অর্ডার দিয়ে রেখে সেই ট্রেড ক্লোজ করাকে টেকপ্রফিট বলে। ঠিক তেমনিভাবে লসের এমাউনটে অটো অর্ডার করে ক্লোজ করাকে স্টপলস বলে।
-
প্রতিটি ট্রেডারের জন্য।ফরেক্স মার্কেটে অনেকেই আছেন স্টপ লস টেক প্রফিট কি জানে না।মার্কেটে যখন প্রাইস খুব উঠানামা করে, তখন লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সেকারনেই ট্রেডাররা স্টপ লস ও টেক প্রফিট। এই সিস্টেম সেটাপ করার মাধৌমে আমরা আমাদের লসের ট্রেডে পরিমানমত লস করি আর লাভের ট্রেডে আশানুরূপ লাভে ট্রেড ক্লোজ হতে পারে।আপনি একজন মানুষ এজন্য আপনার দ্বারা চব্বিশ ঘন্টা ফরেক্সের মার্কেটের সামনে থাকা সম্ভব না।