এটার একটা না অনেক গুলা কারন আছে তার প্রথম টা হল বেশি লোভ করা বেশি লোভ করলে তো লচ হবেই আর একটি কারন হল না বুঝে কাজ করা যা আমাদের এখানে অনেক জন আছে ।
Printable View
এটার একটা না অনেক গুলা কারন আছে তার প্রথম টা হল বেশি লোভ করা বেশি লোভ করলে তো লচ হবেই আর একটি কারন হল না বুঝে কাজ করা যা আমাদের এখানে অনেক জন আছে ।
লস সর্বদা আমাদের ভুলের কারনেই হয়ে থাকে। সব সময় আমাদের চোখে আমাদের ভুল গুলো ধরা পড়ে না। ফলে আমরা মার্কেট কে দোষ দিই। আসলে লস আমাদের নিজেদের কারনেই হয়। লস হওয়ার অনেক রকম কারন থাকতে পারে। যখনই আমরা ইমোশনাল হয়ে ট্রেড করি, তখনই আমাদের বেশির ভাগ লস হয়ে থাকে। ট্রেডে কখনোই ইমোশনাল হওয়া চলবে না। একজন ট্রেডার যদি পরিপূর্ন ভাবে মার্কেট এ্যানালাইসিস করে, ইমোশনাল না হয়ে, লোভ না করে, অতিরিক্ত ঝুকি না নিয়ে ট্রেড করে তাহলে লসের সম্ভাবনা খুবই কমে যায়।
ফরেক্স এ লস করার কিছু কারন আছে হয় আপনে ডেমো অ্যাকাউন্ট এ কাজ কম করে ট্রেড ওপেন করেছেন না হয় আপনে ফরেক্স বিষয়ে ভাল ভাবে না যে ট্রেড করে লসে পরেছেন তাই আমি মনে করি আপনে যদি লসে পরেন তাহলে আপনে বুঝবেন যে আপনার অভিজ্ঞতা কম আছে ।তাছারা অবিবেচিত ট্রেড গ্রহন, অতিরিক্ত লোভ পোষন, আর ফানডামেন্টালি এবং টেকনিক্যালি মার্কেট বিশ্লেষন না করা ও লস এর কারন হতে পারে।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সবাইকে কম বেশি লস করতে হয়। কারন ফরেক্স মার্কেট কখন কোন দিকে যাবে কেউ তা বলতেবপারবে না। তাই ফরেক্স মার্কেটেভট্রেড করতে হলে ভয়কে উপেক্ষা করেই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে। আর অতিরিক্ত লোভকে বাধ দিয়ে ট্রেড করতে হবে।
অধিকাংশ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে লোভের কারনে । শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই এ মার্কেটে লস করে যার ফলে অকালেই অনেকে এই মার্কেট হতে ঝরে পড়ে । মার্কেট থেকে লাভ করা বা লস করা কোন ভাগ্যের ব্যাপার নয় । এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা, মার্কেট এ্যনালাইসিস, মানি ম্যানেজমেন্ট ইত্যাদির উপর । তাছাড়া ফরেক্স না শিখে না বুঝে অনেকে ট্রেড করার কারনেও লস করে থাকে ।
ফরেক্স লস করার কারন হোল ফরেক্স সম্পরকে ভাল জ্ঞান না থাকা ফরেক্স সম্পরকে ভাল না জানা .
ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করলে লাভ করা যাবে সে সম্পরকে ভাল কোন ধারনা না থাকা ট্রেডের কোন স্টাটেজি তৈরি না করে ট্রেড করা অনেক কারনে ফরেক্স ট্রেডে লস হয়।
ফরেক্স ব্যবসা করার জন্য অবশ্যই একজন ট্রেডারকে ধৈর্য্য ধারণ করতে হবে এবং লোভ কমাতে হবে । যে ব্যক্তি লোভকে সামলাতে পারবে সে অবশ্যই সফলতা অর্জন করতে পারবে । আর যদি লোভ করে সে অবশ্যই ক্ষতির মধ্যে পড়বে । সুতরাং আমরা সর্বদা লোভকে সামলিয়ে রাখব তাহলেই জীবনে উন্নতি করা যাবে ।
ফরেক্স মার্কেট এ লস করার অনেক কারন আছে,যথা,আমরা অনেক ট্রেডার আছি যারা লোভ করে কম ব্যালেন্স নিয়ে অনেক বড় লটে ট্রেড করি,আবার অনেক ফরেক্স ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এর ট্রেন্ডের বিপরীত এ ট্রেডিং করে,আবার অনেকে স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করেনা,তাই লস হয়।
ফরেক্স মার্কেটে লস করার কারন হচ্ছে আমরা আবেগের বসবতি হইয়া ট্রেড করি ফরেক্স মার্কেটে আবেগ চলে না । সবদিক খেয়াল রেখে ট্রেড করা উচিৎ
ফরেক্স মার্কেটে লস করার মুল কারন অভিজ্ঞতার অভাব এবং লোভ। অনেকেই আছেন যারা অনভিজ্ঞ কিন্তু ট্রেড করছেন। ফরেক্স মার্কেটে সফল হতে গেলে অভিজ্ঞতা লাগবেই। প্রচুর ডেমো ট্রেডিং করে নিজের অভিজ্ঞতা বাড়ান। আর লোভ সাম্লাতেই হবে। অতি লোভ করা উচিত নয়।
ফরেক্স এ লছ একটা বড় ধরনের সমস্যা।আমরা যখন ফরেক্স এ ট্রেডিং করি তখন আমাদের বুঝে শুনে ট্রেড করা উচিত।
ফরেক্স এ লছ এর মুল কারন হল ওভার ট্রেদিং।
ফরেক্সে আমরা প্রতিনিয়ত লস করে ফেলি।কিন্তু আমরা লসের কারন উদঘাটন করলে দেখি অনেক অনেক কারন রয়েছে আমাদের লসের পেছনে। তবে কয়েকটা গুরুতর কারন রয়েছে যেগুলো নিয়মিত ঘটে থাকে।আমাদের লসের প্রধান কারন হচ্ছে লোভ এবং ওভারট্রেডিং। লোভের কারনে আমরা ওভারট্রেডিং করি এবং লস করে ফেলি।
লস করার স্বাভাবিক কারনটাই হলো আপনি যদি ভুল ট্রেড নিয়ে থাকেন, ভুল ট্রেড নিয়ে নিলে আপনার লস তো হবেই, তবে তার চেয়ে বেশি লস তখন তারা করেন যারা ভুল ট্রেড নিয়ে স্টপ লস না বেওহার করে ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকেন, এতে করে যা হয় আরকি আসতে আসতে সব ব্যালান্স মাইনাস এ যেতে যেতে তাদের আচ্কুত শূন্য হয়ে যায়.
ভাল করে প্রশিক্ষন না নিয়ে ফরেক্স ফোরাম করলে।অর্ডার করতে পারি।কিন্তু আমি যখন বায় অর্ডার করেছিলাম সেটা আমার বিপরিত গেছে তাই তখন আমাকে সেল অর্ডার করতে হবে তাহলে কিছু হলে ও আমার লস কাভার করতে পারবো।সেল অডার তখই দিবেন যখন মার্কেট নামতে থাকবে নিচের দিকে।আমাদের একাউন্ট এ নিরাপত্তার জন্য অনেক ঝুকি কমিয়ে দিতে সাহায্য করে থাকে আমরা চাইলেই যে কেউ পারি আমাদের টার্মিনাল এ স্টপ লস ও টেক প্রফিট এর ব্যাবহার করতে।
লস ব্যবসার একটা মৈলিক বিষয় । কারণ এই পৃথিবীর যে কোন ব্যবসায় লাভ লস উভয়ে রয়েছে । শুধু লাভ কিংবা শুধু লস দিয়ে ব্যবসা করা যায় না । লাভ-লসের সমীকরণই হল একটা ব্যবসা । তবে সব ব্যবসায়ী চায় তাদের লাভের পরিমাণ সবসময়ই ভালো থাকুক । আর আমরা ফরেক্স ব্যবসায়ীরা এর ব্যাতিক্রম নয় । আমি নিজেও সবসময় একটা জিনিস মেনে চলি তা হল ব্যবসায় লস হলে হা-হুতাশ করার কিছুই নেই । নিজেকে লাভের যোগ্য করে তুলতে হবে ।
আসলে লস করার বিভিন্ন কারন রয়েছে । এক একজনের জন্য এই কারন এক এক রকম হতে পারে বলে আমি মনে করি । আসলে সব থেকে বড় কারন যেটা আমার মনে হয় যার জন্য প্রত্যেক ট্রেডারই লস করে থাকে সেটি হল লোভ করা । অল্প ব্যালেন্স দিয়ে বেশি বেশি লাভ করার সপ্ন দেখা । আর এ কারনেই বার বার লস করে ।
ফরেক্সে ট্রেড করে ভাল সাফল্য লাভ করতে হলে আপনাকে অবশ্যই লোভকে চিরতরে বিদায় করতে হবে কারন ফরেক্স ট্রেডিংয়ে লোভ এমনই একটি বিষয় যা একজন ট্রেডারকে তার সকল ট্রেডিং দক্ষতা অভিজ্ঞতা,কেৌশল ইত্যাদি থেকে দূরে রেখে অধিক প্রফিট লাভের মোহে ফেলে ভূল ট্রেডিং সিদ্ধান্ত নিতে উদ্ভদ্ধ করে যার ফল স্বরুপ বড় ধরনের লসকে বরন করে নিতে হয়। লস করার আরও কারন হল ইমশনাল হয়ে ট্রেড করা ।
লাভ লস একটি আর একটির সাথে গভির ভাবে সম্প্রিক্ত। ব্যবসা করতে গিয়ে ভয় পেয়ে ব্যবসা থেকে পিছু না ফিরাটাই ভাল।বেশি লোভ করে ফেল্লে ফরেক্স থেকে খালি হাতে ফিরে জেতে হবে। নিজের ইমোশন কে কন্টোল করুন আর মাথা ঠান্ডা রেখে ট্রেড করুন এবং কম লাভ করুন। তাহলে দেখবেন ফরেক্স মার্কেটে আপনি কাজ করে মজা পাবেন। আর যারা নতুন তারা সব দিক থেকে সাবধান।
ফরেক্স কে গুরুত্ত দেন, ফরেক্স থেকে টাকা উপারজন করা সম্বব, আমি ফরেক্স প্রতিদিন এক বার দেখি, অনুশিলম দরকার, সাব্ধানে ট্রেড করতে হয়,যদি অধৈর্য, না বুঝে ট্রেড করলে লস সাব্ধানে ট্রেড করতে হয়, ক্ষতি বন্ধ করতে পাড়বেন যদি ফরেক্স কে গুরুত্ত দেন,
লস করার অনেক কারন আছে তার মধ্যে কিছু কথা হোল বেশি লোভ করলে ফরেক্স এ লাভ করা যায় এবং টিকে থাকা যায় না । শুধু তাই নয় ফরেক্স এ ডেমো ট্রেড খুব ভাল করে অভিজ্ঞতা অর্জন করতে হবে ফরেক্স এর ডেমো ট্রেড যদি ভাল না জানা থাকে তাহলে লস খেতে হয় ।
আমার মনে হয় ফরেক্স ব্যাবসাতে কমবেশি সবাই লস করে, আমাদের লস এর যেসব কারন থাকে সেগুলো আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি। বেশিরভাগ ট্রেডার লস খাই বেশি লোভ আর ওভার ট্রেড করার জন্য কিন্তূ ওইসব ট্রেডার যদি কোন একটা নির্দিষ্ট নিয়ম মেনে ট্রেড করত তাহলে বেশি লাভ না হলেও লস করত না।
ফোরেক্স ব্যবসাতেও লস আছে ।ফোরেক্স ব্যবসাতে লসের বেশ কিছু কারন আছে । এসব কারন গুলোর মধ্যে অন্যতম কারন হল নিয়ম কানুন না জেনে বেশী মোনাফার আশাতে ট্রেড করা । অথচ ভাল ভা্বে জেনে শুনে ট্রেড করলে লাভ কম হলেও লস বেশী হবে না ।
আমি মনে করি লসের কারন লোভ এবং অতিরিক্ত ট্রেড করা । আতিরিক্ত ট্রেড দিলে অনেক ভুল ট্রেড হয়ে যায়া তখনি লসটা হয়ে যায় । তাই লস এড়াতে হলে দুটি বিষয় বাদ দিতে হবে এক হলো হঠাত করে ট্রেড দেওয়া আর দুই হলো অতিরিক্ত ট্রেড করা ।
আমরা যখন লস করি তখন তা আমারা নিজেদের দোষেই করে থাকি। হয় আমরা ভুল ট্রেড ওপেন করি না হয় অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেড করি। অথবা নিজেকে নিজে কন্টোল করতে না পেরে লোভ করে ট্রেড ওপেন করি। তাই আগে নিজের উপর কন্টোল আনুন। মার্কেট এ্যানালাইসিস করে মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেড করতে পারলে আপনার লসের সম্ভাবনা কম থাকে।
আপনার লস এর প্রধান কারন এই দুটি। ফরেক্স এ ট্রেড করতে করতে ধরজ হারিয়ে ফেললে আপনার খুব ক্ষতি হতে পারে। তাছারা লোভ আপনার সবকিছু ধংস করে দেয়। ফরেক্সে লোভ করবেন না। ধিরে ধিরে এগিয়ে যান। তাছাড়া অভিজ্ঞতা একটা বড় কারন। আপনার যদি প্রচুর অভিজ্ঞতা না থাকে ফরেক্সে আপনার লস হবেই।:ok:
অধরজ আর লোভ। আপনার লস এর প্রধান কারন এই দুটি। ফরেক্স এ ট্রেড করতে করতে ধরজ হারিয়ে ফেললে আপনার খুব ক্ষতি হতে পারে। তাছারা লোভ আপনার সবকিছু ধংস করে দেয়। ফরেক্সে লোভ করবেন না। ধিরে ধিরে এগিয়ে যান। তাছাড়া অভিজ্ঞতা একটা বড় কারন। আপনার যদি প্রচুর অভিজ্ঞতা না থাকে ফরেক্সে আপনার লস হবেই।
ফরেক্স মার্কেটে লস করার অনেক কারণ রয়েছে। যখন আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা না নিয়ে ট্রেড করবেন । মার্কেট এনালাইসিস না করে শুধু লাভবান হবার চিন্তা করে ট্রেড এর পর ট্রেড করে যাবেন তখন লস হওয়াটাই অতি স্বভাবিক। ফরেক্স এ ট্রেড করার আগে ডেমোতে অনেক প্রেক্টিস করে নিতে হবে।
ফরেক্স মার্কেটে আমরা বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে থাকি আমাদের অভার কনফিডেন্স এর জন্য তাই লস বেশি হয় অনেক সময় স্টপ লস ব্যাবহার না করার জন্য লস হয়,তাই ফরেক্স মার্কেটে অভার ট্রেডিং করা থেকে বিরত থাকতে হবে যাতে আমাদের লস অনেক কম হয় ফরেক্স থেকে অনেক অর্থ ইনকাম করা যায়।
ফরেক্স এ লস করার অনেক কারন আছে। তা হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) ধৈয্য না ধরে কাজ করা
৪) মার্কেট এনালাইসিস না করে থাকা
৫) মানি ম্যানেকমেন্ট না করা
ইত্যাদি সাধারন কারনে এই লস গুলো করে থাকে।
আমি মনে করি ফরেক্স এ লস হওয়ার প্রধান কারন হচ্ছে না বুঝে ট্রেড ওপেন করা এবং বেশী লোভ করা । ফরেক্স থেকে লাভ করতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এনালাইসিস করে এবং বিভিন্ন নিউজ জেনে বুঝে ট্রেড ওপেন করতে হবে।
আমি মনে করি ফরেক্সে লসের অন্যতম কারন হচ্ছে লোভ করা। আপনি যখন ফরেক্সে ট্রেড করবেন তখন লোভ আপনাকে পেয়ে বসবে আপনি নিজের নিয়ন্ত্রন হারিয়ে ফেলবেন। যখন আপনি ব্যাসই লোভ করবেন তখন আপনি ব্যাসই লস করবেন। আপনি যদি লোভকে সাম্লাতে পারেন তাহলে আপনি লাভ করতে পারবেন।
আমরা যখন লস করি তখন তা আমারা নিজেদের দোষেই করে থাকি। হয় আমরা ভুল ট্রেড ওপেন করি না হয় অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেড করি। অথবা নিজেকে নিজে কন্টোল করতে না পেরে লোভ করে ট্রেড ওপেন করি। তাই আগে নিজের উপর কন্টোল আনুন। মার্কেট এ্যানালাইসিস করে মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেড করতে পারলে আপনার লসের সম্ভাবনা কম থাকে।
অনেক কারনে আমরা ফরেক্স মার্কেট এ লস করে থাকি, যামন মার্কেট এর মুভমেন্ট না বুজাই উলটা দিক এ ট্রাড অন করি আবার টিপি বা এসএল ছাড়া নিউজ টাইম এ ট্রাড করি। যাই পাইর এ ট্রাড করতাসি অই পাইর নিয়া আনাল্যসিস না করাই ট্রাড অন করি। এই শব কারনে ও আমরা বাসি লস করে থাকি।
যে কোন ব্যাবসা করতে হলে আপনাকে লস করতে হবে তবে সেটা যেন আমাদের সীমার মধ্যে থাকে কারন আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তারা এমন ভাবে লস করে পেলি আর পিরে আসার সেই সুযোগ থাকে না। তাই আমাদের কে জুকি নিতে হবে বুজে।
লস করাটা একটা স্বাভাবিক ব্যাপার ফরেক্স মার্কেটের জন্য । আমরা প্রতিনিয়তই দেখতে পায় প্রচুর পরিমাণে লস করছে আমাদের আশাপাশের ট্রেডাররা । আর লসের বৃত্ত থেকেই বের হতে পারছেন না এমন মানুষ নেহায়তই কম না । এই জঘন্য লসের কিছু কারণ আছে যার দিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে অন্যথায় আমরা খুব ভালো কিছু করতে পারব বলে মনে হয় না ।
ফরেক্স অত্যন্ত ঝুঁকিপূর্ণ । তাই আপনাকেক রিস্ক রেসিও মেনে চলতেই হবে । রিস্ক রেসিও না মেনে চললে আপানাকে খুব বাজে ভাবে লস করতে হবে । আপনি যদি নতুন ট্রেডার হোন তাহলে আমি বলবো আপনি আগে ডেমোতে আপনার ট্রেডের পরীক্ষা নেন। দেখেন আপনার প্রফিটের রেসিও কত আসে ।
ফরেক্স মার্কেট আমি চুড়ান্তভাবে বুঝতে পেরেছি যে এটা হল লাভ লসের মার্কেট আর এখানে লাভ লস হওয়া কোন ব্যাপার না তবে যখন একজন ট্রেডার অনেক লস করে তখন তার মাথা আর ঠিক থাকে না আর লস করার পর একজন ট্রেডারের উচিত সেদিনের মত ট্রেড করা হতে বিরত থাক আমি নিজেও প্রথমদিকে স্টপ লস দিয়ে ট্রেড করলেও এখন স্টপ লস ব্যবহার না করে লং ট্রাম ট্রেডিং করার চেষ্টা করি, আর লং ট্রাম ট্রেডে বেশিরভাগ ক্ষেত্রেই লাভবান হয়ে থাকে
ফরেক্স মার্কেট লস এর কারন হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতার অভাব
৪) মার্কেট এনালাইসিস না করা
৫) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা
ইত্যাদি কারনে লস করে থাকে।
ফরেক্স করে লস করার বিভিন্ন কারন থাকতে পারে। বেশির ভাগ ট্রেডাররা তাদের মেন্টালিটি ঠিক রাখতে পারে না। ইমোশোনাল হয়ে বড় রিস্ক নিয়ে ট্রেড করে ফলে অল্প দিনেই মার্কেট থেকে ঝড়ে পরে। তাই সতর্ক হয়ে আমাদের ট্রেড করতে হবে।
না বুঝে কাজ করলে মানুষ যে কনো সময় যে কনো সমস্যায় পড়তে পারে তেমনি ফরেক্সে ও না বুঝে ট্রেড করলে লস এর শিকার হতে হয়। যারা ফরেক্স এ না বুঝে ট্রেড করে তারা লস এর শিকার হয়, আর এটাই ফরেক্স এ লসের কারন। তাই লস করতে না চাইলে ভাল করে ট্রেড বুজতে হবে।