আমি ইন্ডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করি। কেননা কাস্টম ইন্ডিকেটরের উপর প্রাকটিস করে আমি ট্রেড শিখেছি। তাই আমাকে সব সময় ইন্ডিকেটর দিয়েই ট্রেড করতে হয়। আমি ইন্ডিকেটর ছাড়া মার্কেটের মোভমেন্ট বুঝতে পারি না। টেকনিক্যাল এনালাইসিস ছাড়া প্রফিট প্রায় অসম্ভব।
Printable View
আমি ইন্ডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করি। কেননা কাস্টম ইন্ডিকেটরের উপর প্রাকটিস করে আমি ট্রেড শিখেছি। তাই আমাকে সব সময় ইন্ডিকেটর দিয়েই ট্রেড করতে হয়। আমি ইন্ডিকেটর ছাড়া মার্কেটের মোভমেন্ট বুঝতে পারি না। টেকনিক্যাল এনালাইসিস ছাড়া প্রফিট প্রায় অসম্ভব।
ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করার জন্য বা সিগন্যাল ব্যবহার করার জন্য ফরেক্স মার্কেটে যে ইন্ডিকেটর ব্যবহার করে থাকি তবে এই সকল ইন্ডিকেটর দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় কখন সেই ইন্ডিকেটর এর উপর নিরভর করা উচিৎ না তাই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতে হবে তবে কখন টার উপর নিরভর করা যাবে না ।
আসলে ইনডিকেটর যে আপনাকে সর্বদা সঠিক তথ্য দিবে, সেটি ঠিক নয়, ইনডিকেটর মার্কট এর মুভমেন্ট এবং কন্দিসন এরর নির্ভর করে আপনাকে একটা দিক নির্দেশন করবে, কিন্তু সে অনুজাই যে আপনাকে সিধান্ত নিতে হবে ইটা গুরুত্বপূর্ণ নয়, আপনাকে ইনডিকেটর এর উপর নির্ভর করে মার্কেট এনালাইসিস করতে হবে এবং তারপর কোনো সিধান্তে উপনীত হতে হবে, তবে একাধিক ইনডিকেটর বেবহার করা ভালো.
ফরেক্স মার্কেটে যখন কোন ট্রেডার ট্রেডিং করে অনেক সময় ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রড করে,ইন্ডিকেটর অনেক সময় সঠিক সংকেত না দিয়ে মাঝে মাঝে ভুল সংকেত দিতে পারে তাই এই মার্কেটে ট্রেডিং কুরতে হলে এনালাইসিস করে নিউজ দেখে ট্রেড করা অনেক ভাল।
ফরেক্স মার্কেট এ পুরোপুরি ইন্ডিকেটর এর উপর নিরভর করা উচিত নয়। কারন ইন্ডিকেটর অনেক সময় আপনাকে ভুল সিগ্নাল দিতে পারে। আপনি আপনার ট্রেড কনফারম করার জন্য দু-এক্টা ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন।
ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে ইন্ডিকেটর ফলো করতে হবে তবে আপনাকে অবশ্যই ভালো ইন্ডিকেটর ফলো করতে হবে কারন প্ল্যাটফর্মে অনেক ইন্ডিকেটর থাকে যেগুলি আপনার ভাল নির্দেশ দেয় সেই গুলো ব্যবহার করতে হবে অন্যথায় লসের স্ববিকার হতে হবে তাই সব ইন্ডিকেট ব্যবহার করা যাবে না
আমি যেহেতু ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড শিখেছি সেহেতু আমি এর উপরে নির্ভর করেই ট্রেড করি। যারা টেকনিক্যাল এনালাইসিস করে তাদের সবাইকেই এভাবে ট্রেড করতে হয় । ইন্ডিকেটর ছাড়া ট্রেড করা আমার পক্ষে ট্রেড করা প্রায় অসম্ভব। তাই এটাকেই আমি বেশি প্রাধান্য দেই।
ইন্ডিকেটর নির্ভর হওয়া কি ভাল? ন্যা, ইন্ডিকেটর নির্ভর হওয়া ভাল না। আপনারা কে কে ইন্ডিকেটর ব্যাবহার করেন? ইন্ডিকেটর কামন লাগে আপনাদের। আমার ভালো লাগে যখন লাভ হয়। ইন্ডিকেটরে সিয়র না হয়ে নিজে সিয়র হয়ে ট্রেড করেন সেটাই ভালো।
আসলে এখানে এক একজনের ভিউ এক এক রকম হতে পারে। কিন্তু আসলেই সম্পুর্ণ ইনডিকেটর নির্ভর হওয়া ভাল কিছু নাও হতে পারে। তবে বেশ কয়েকটি ইনডিকেটর এর সমন্বয়ে এমন অনেক সিস্টেম আমি দেখেছি যা বেশ ভাল রেজাল্ট দেয়। তাই আমি বলব শুধু শুধু ইনডিকেটর এর প্রতি বিদ্বেষ দেখানোর কিছু নেই। যদি ভাল কিছু নিতে পারেন তবে খারাপ হতে যাবে কেন।
ইনডিকেটর নির্ভর হয়ে ফরেক্স মার্কেট এ ঠিকে থাকা যায় না। তবে আপনার সিদ্ধান্ত কে আরো যাচাই করতে ইনডিকেটর এর সাহায্য নেওয়া যায়। তবে মনে রাখবেন ইনডিকেটর আপনাকে সব সময় সঠিক সিদ্ধান্ত দিতে পারে না যা আপনি এনালাসিস করে পাবেন। মার্কেট গতি বিধি বোঝার জন্য আপনি ব্যবহার করতে পারেন কিন্তু আগে এনালাইসিস করে নিজে দেখে নিন।
আমার মতে ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করা কোন ভাবেই ভাল ফলাফল দেয় না । ট্রেড করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট করা । ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করলে ভাল প্রফিট করা সম্ভব হবে না বলে আমি মনে করি ।
।ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা ভাল কিন্তু ফরেক্স মার্কেটে এই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করার সময় কখনো সেই ইন্ডিকেটর এর উপর নিরভর করা যাবে না তাই ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর এর উপর নিরভর করা ঠিক না কারন ইন্ডিকেটর সবসময় সঠিক সিগন্যাল দেয় না তাই ইন্ডিকেটর এর উপর নিরভর করা যাবে না ।
আমি আপনার সাথে একমত।ফরেক্সে ট্রেড করতে এসে কোনো ইন্ডকেটরের ওপর নির্ভরশীল না হওয়া ভালো।কেননা ইন্ডিকেটর সবসময়ই ভালো প্রফিট করতে ভালো সিগনাল দেবে এমন নয়।আর যদি ভালো ফলাফলের দেয়ও তবে ইন্ডিকেটরের নির্ভর হয়ে গেলে নিজে কিছুই শেখা যায়না।আর নিজের বুদ্ধিতে ট্রেড না করে অন্যের সিগনালে ট্রেড করাটা বড় সুবিধাজনক না বলে আমি মনে করি
আপনি যদি একজন ভাল দক্ষ ট্রেডার হতে চান তাহ্লে নিজেকে সে ভাবে গড়ে তুলতে হবে ,এখানে ইন্ডিকেট্র এর উপ্র নিরভ্র করা ঠিক হবে না ,তাছাড়া আপনি ভাল ফলাফল পেতে ইন্ডিকেট্র ব্যাবহার করতে পারেন কিনতু আপনাকে আপনার দক্ষতার পরিচয় ঠিকই দিতে হবে তা না হ্লে আপনি এই বিজনেসে টিকে থাকতে পারবেন না ।তাছাড়া একজন দক্ষ ট্রেডার তার বিজনেস কে ডেভ্লপ করতে নিজেকে সবসময় এ্যাক্টিভ রাখে এবং নিজের দক্ষতার পরিচয় সূক্ষ ভাবে দিয়ে থাকে ।
ইন্ডিকেটর নির্ভর হওয়া আমার কাছে একদমই ভাল মনে হয়না । অামি নিজেও কোন ধরনে ইন্ডিকেটর ব্যবহার করিনা । তবে মাঝে মাঝে ইন্ডিকেটর খুব ভাল ফলাফল দেয় যা সত্যি অসাধারণ । তবে আপনি যদি ইন্ডিকেটর ব্যবহার করতে চান তাহলে অবশ্যই তা ডেমোতে টেস্ট করে নিবেন ।
হাঁ এবং না ।।ফরেক্স এ ইন্ডীকেটোর অনেক সম্য লাভ করে আবার অঙ্ক সময় লস ও করে তাই ফরেক্স করার আগে ভেবে ছিন্তে সব করতে হয় ।আপনি অনেক সময় অনেক লাভ করতে পারবেন আবার অনেক সময় অনেক বেশি লস ও হবে তাই আপনার সতরকতা অবলম্বনকরা জরুরি ,সবার জন্য শুব কামনা রইল ।
ইন্ডিকেটরের উপর নির্ভর করা কখনোই ঠিক নয় । যে এই ফরেক্স ব্যবসা করার জন্য ইন্ডিকেটরের উপর নির্ভর করবে সে জীবনে সফলতা অর্জন করতে পারবে । সুতরাং আমরা কখনো এই ইন্ডিকেটররে উপর নির্ভরশীল হয়ে ট্রেড করব না তাহলেই সফলকাম হতে পারব ।
আমি একেবারেই এইগুলার উপর নির্ভর করি না। কিন্তু কয়েকটি যেমন মুভিং টা ব্যাবহার করি শুধুমাত্র ধারণা নেওয়ার জন্য। এগুলো আপনাকে কখনই ১০০% ফলাফল দিবে না। ফলাফল সমসময় আপনার উপর নির্ভর করে। আপনি যদি ভাল মার্কেট বুঝতে পারেন তাহলে এইসবের কোনকিছুই প্রয়োজন হবে না।
ফরেক্স মার্কেট এ গতি জানার জন্য আপনাকে ইন্ডিকেটর এর সাহায্য নিতে হবে ।পাশাপাশি এনালাইসিস ভালমত বুঝতে হবে । ইন্ডিকেটর এর উপর পুরোপুরি নিভর করা যাবে না ।তাই ভেবে ফরেক্স মার্কেট এট্রেডিং করতে হবে ।
ফরেক্স মার্কেটে অনেক ধরনের ইন্ডিকেটর পাওয়া যায়। কিছু কিছু ফ্রিতে আবার কিছু কিছু টাকা দিয়ে কিনে নিতে হয়। ইনডিকেটর আমাদের পুরবের মার্কেট কিরকম ছিল সে সম্পর্কে ধারণা দিয়ে থাকে। অনেকেই মনে করে ইনডিকেটর আমাদের ভবিষ্যৎ মার্কেট সম্পর্কে নির্দেশনা দেয় কিন্তু তা একদমই ভুল। ইনডিকেটর নির্ভর ট্রেডিং করা কখনই উচিত নয়। আমাদের উচিত মার্কেট এনালাইসিস করে তারপরে ট্রেড করা।
মেটা ট্রেডার এ ডিফল্টভাবে অনেক ইন্ডিকেটর দেয়া আছে। আপনি ইন্ডিকেটর সম্পরকে আগে ভালো করে জানতে পারেন। তারপর ও সবসময় ইন্ডিকেটর এর ঊপর ডিপেন্ড করা উচিত নয়। করন ইন্ডিকেটর সব সময় সঠিক রেজাল্ট দিতে পারে না। অন্ধ ভাবে ইন্ডিকেটর না ব্যবহার করে নিজে মার্কেট আনালাইসিস করা উচিত।
আমার মনে হয় আমরা নিজেরা এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিলে যতটা সুক্ষ হবে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করলে ততটা সুক্ষ এনালাইসিস হবে না মার্কেট কোন দিকে যাবে তা ইন্ডিকেটর কখনই বলতে পারবে না আমরা নিজেরা ট্রেড এনালাইসিস করে ইন্ডিকেটর দেখে ট্রেড কনফার্ম করতে পারি তবে একেবারে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে কখনই ট্রেড এন্ট্রি নিতে পারিনা তাহলে ট্রেড লস হবে অনেক বেশি পরিমানে আমরা ট্রেড এর জন্য মেতা ট্রেদার এর যে সকল ডিফল্ট ইন্ডিকেটর আসে তা বেবহার করতে পারি কেননা ত্রিরিও পক্ষের যে কোনো ইন্ডিকেটর ই আমের জন্য খারাপ ফল বয়ে আনতে হবে আর দক্ষ ট্রেদার রা ইন্ডিকেটর ব্যবহার কম করে।
ইন্ডিকেটর ফরেক্স ট্রেডের ক্ষেত্রে অনেক বেশী সহায়ক। তবে এখানে আপনি ট্রেডের পৃর্ববর্তী দিকনির্দেশনা পাবেন কিন্তু পরবর্তীতে মার্কেট কোন দিকে ধাবিত হবে তার কোন দিক নির্দেশনা আপনি পাবেন না পৃর্ববর্তীর আলোকে আপনাকে পরবর্তীতে মার্কেট কোন দিকে ধাবিত হবে তা বিবেচনা করতে হবে।
আমি এখনো পর্যন্ত ইন্ডিকেটর ব্যবহার করিনি । যদিও প্রথম দিকে করতে চেযেছিলাম কিন্ত একজনঅভিজ্ঞ ভাই এ ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন । বর্তমান ইন্ডিকেটর বেশিরভাগ মানসম্মত নয় । যার কারণে আমরা সে পরিমাণে অন্য ইন্ডিকেটর এর ভালো দিকটা গ্রহণ করতে পারি না । আর ইন্ডিকেটর নির্ভর না হয়ে ট্রেডিং নির্ভর হওয়াটাই অনেক ভাল । মেনুয়াল সিস্টেমে ট্রেড করাতে লাভবান হওয়া যায় ।
আমি মনেকরি,, ফরেক্স ট্রেডিং এর খেত্রে আমাদের সব সময় ফরেক্সে ইন্ডিকেটর ফলো করে ট্রেড করা উচিৎ নয়।। কারন ইন্ডিকেওটর সব সময় সঠিক সিগনাল প্রিদান করে না।। ফরেক্স বাজারের মুভমেন্ট নির্ভর করে একটি দেশের অর্থ নিতির আপডাউন এর উপর।। তাই আমাদের বিভিন্ন সময় নিউজ ফলো করতে হবে।।
ইন্ডিকেটর আপনাকে সাময়িক সময়ের জন্য মার্কেট মুভমেন্ট জানতে সাহায্য করেব। তবে সবসময় ইন্ডিকেট নির্ভরশীল হওয়া উচিত নয়। কারন ইন্ডিকেটর নির্দিস্ট কিছু ফর্মুলার উপর ভিত্তি করে কাজ করে। এটা সবসময় সঠিক তথ্য উপস্থাপণ নাও করতে পারে। তাই ট্রেড করার জন্য সবসময় চেষ্টা করতে হবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করার।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনি কোন না কোন ইন্ডিকেটর ব্যবহার করতেই হবে বলে আমার এই কয়েকদিনের ধারনা থেকে বলছি। কারন আপনি যদি শুধু মার্কেটের প্রাইস অনুযায়ি ট্রেড করেন তবে আপনি ফরেক্স মার্কেটে খুব একটা ভাল করতে পারবেন না তাই একটা ইন্ডিকেটর লাগবেই।
আমি মনে করি ফরেক্স এ ট্রেড করার সময় ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা ভালো নয়। কারন ইন্ডিকেটর সব সময় সঠিক সিগন্যাল দেয় না মাজে মধ্যে ভুল সিগন্যাল দেয় এবং এই ভুল সিগন্যাল এর উপর নির্ভর করে ট্রেড করলে অনেক বড় ধরনের লস হয়। তাছাড়া একজন সফল ট্রেডআর কখনই ইন্ডিকেটর এর উপর নির্ভর হয়ে ট্রেড করে না।
ইন্ডিকেটর আমাদের কে একটি ভাল অ্যনালাইসিসের মাধ্যমে মার্কেট সর্ম্পকে ধারণা দেয়।আমার মতে অ্যনালাইসিসের জন্য দু তিনটে ইন্ডিকেটর ব্যবহার করা ভাল।কারণ ফরেক্সে ট্রেড করতে হলেতো অ্যনালাইসিস করতে হবে।তা না হলে আমাদের ট্রেডগুলো লসে যেতে পারে।আর ইন্ডিকেটরের উপর পুরোপুরি নির্ভর না হওয়া ভাল।
ফরেক্স মারকেটে ইন্ডিকেটর এর অবস্যই প্রয়োজন আছে । তবে এটার উপঅর নিরভর করা যাবে না । আপনার এনালাইসেস ১০০% নিশ্চিত কিনা ইন্ডিকেটঅর সেটা যাচাই করতে সাহায্য করে এর বেশি কিছু নয় ।
ফরেক্সে ট্রেড করার ক্সেত্রে ইন্ডিকেট ব্যাবহার করা হয় ইন্ডিকেটর ব্যাবহার করে ফরেক্সে ট্রেড করার মধ্যে অনেক সুবিধা পাওয়া যায় এটি ঠিক কিন্তু তাই বলে এমন কিছু মার্কেট ট্রেন্ড বা মুভমেন্ট নির্নায়ক ইন্ডিকেটর রয়েছে যেগুলো সব সময় সঠিক ভাবে মার্কেট ট্রেন্ড ধরতে পারে না ফলে অন্ধবিশ্বাস করে ট্রেডিং সিধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত।
আমার মনে হয় ফরেক্স মার্কেটের গতিবিধি বুঝার জন্য ইন্ডিকেটরের প্রয়োজন অনেক বেশী তবে শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করাটাও বকামি। আমরা নিজেরা এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিলে যতটা সুক্ষ হবে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করলে ততটা সুক্ষ এনালাইসিস হবে না । আপনাকে ইন্ডিকেটরের পাশাপাশি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে।
ফরেক্সে কাজের জন্য ইনডেকেটর একটি গুরুত্বপূর্ন কাজ। ট্রেড করার জন্য ইন্ডেকেটর প্রয়োজন আছে। ইন্ডেকেটর ফরেক্সে এর ভবিষৎ এ কি হবে র্মাকেট কোন অবস্থায় আছে বা যাবে তা ইন্ডেকেটর এম মাধ্যমে জানা যায়। তাই র্মাকেটের গতি বিধি জানার জন্য ইন্ডেকেটর দরকার আছে।
ইন্ডিকেটর নি:সন্দেহে ফরেক্স ট্রেডিংকে অনেক বেশি সহজ করেছে এমন অনেক ইন্ডিকেটর রয়েছে যেগুলো মার্কেট কোন দিকে সামনের দিনে মুভ করতে পারে সে ব্যাপারে পূর্বাভাস দিয়ে থাকে কিন্তু সব সময় সেই পূর্বাভাস বাস্তবে রুপ নেয় না তাই শুধু ইন্ডিকেটরের উপর ভরসা না করে নিজের ট্রেডিং জ্ঞানের মাধ্যমেও মার্কেট যাচাই করে নেওয়া দরকার।
আমি ফরেক্স মার্কেটে নতুন ত্ববে আমার মনে হয় পুরাপুরি ইন্ডিকেটরের উপর নির্ভর করা ভালো নয় ।ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ভালো ফলাফল পেতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করে তার পর রিয়েল মার্কেটে ট্রেডিং করতে হবে তাহলে আপনি ফরেক্স মার্কেটে টিকতে পারবেন নিজেই নিজের ডিসিসন নিতে হবে ।
বর্তমানে ফরেক্স মার্কেটের জন্য নানা ধরনের ইন্ডিকেটর অনলাইনে পাওয়া যায় । আমার মতে অনলাইন থেকে টাকা দিয়ে কেনা এ সকল ইন্ডিকেটর অধিকাংশ সময় ভূল তথ্য দিয়ে থাকে । কেননা ইন্ডিকেটর দেখে ট্রেড করে যদি ফরেক্স মার্কেটে লাভ করা যেত তাহলে যারা ইন্ডিকেটর বিক্রি করে তারা কোটি কোটি ডলার ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারত ।
ফরেক্স র্মাকেটের গতি কোন দিকে যাচ্ছে তা শুধু ইন্ডিকেটর এর উপর র্নিভর করা যায় না। ইন্ডিকেটরের পাশাপাশি এনালাইসিস করতে হবে। তাহলে আমরা ভাল একটা মুনাফা আশা করতে পারি।
আমার মনে হয় ফরেক্স মার্কেটের গতিবিধি বুঝার জন্য ইন্ডিকেটরের প্রয়োজন অনেক বেশী তবে শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করাটাও বোকামি। আমরা নিজেরা এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিলে যতটা সুক্ষ হবে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করলে ততটা সুক্ষ এনালাইসিস হবে না । আপনাকে ইন্ডিকেটরের পাশাপাশি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে।
ইন্ডিকেটর নির্ভর হওয়া ভালো তবে সব সময় নয় । ফরেক্স মার্কেট এ সব সময় সব ইন্ডিকেটর ভালো নির্দেশনা দেয় না । অনেক সময় ভুল ইনফরমেশন দেয় যার কারনে লস হয় । যারা ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান ধারনা রাখে তারা মার্কেট দেখে বুঝে তারপর ট্রেড করে , ইন্ডিকেটর নির্ভর হয়ে না । তবে মাঝে মাঝে মার্কেট বোঝার সুবিধার জন্য ইন্ডিকেটরের সাহায্যে ট্রেড করা যায় । ফরেক্স মার্কেটের গতিবিধি বোঝার জন্য ইন্ডিকেটরের সাহায্যে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড করা ভালো । কারন সব ইন্ডিকেটর ভুল সিগন্যাল দেয় না । তাই মাঝে মাঝে ইন্ডিকেটরের ওপর নির্ভর করেই ফরেক্স মার্কেটে ট্রেড করা হয় ।
একটা ইন্ডিকেটর আপনাকে সারা জীবন প্রফিট দিতে পারবে না কোন কারন এ ইন্ডিকেটর এ যদি সমস্যা হয়। তখন আপনি কি করবেন। আপনি কি ট্রেড করবেন না ? আপনাকে ইন্ডিকেটর নির্ভর হওয়া যাবে না তবে আপনি এমটি ৪ এ কিছু ইন্ডিকেটর পাবেন সে গুলো ব্যাবহার করে দেখতে পারেন মার্কেট আপ এ আছে না ডাউন আছে এটা বুঝার জন্য।