-
ফকেক্স ট্রেডিং-এর ক্ষেত্রে একেক জনের একেক রকম ট্রেডিং স্ট্রাটেজি ব্যাবহার করে থাকেন। কেউ কউ কেবল মাত্র মেটাটেডারের ডিফল্ট ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রেড করে থাকে।ফরেক্স মার্কেটে অনেক প্রকার ট্রেডিং প্লান আছে এই ট্রেডিং প্লান ছাড়া ফরেক্স মার্কেটে প্রফিট করা বা সফলতা আশা করা যায় না তাই যেকোনো একটি ভাল ট্রেডিং প্লান তৈরি করে তারপর ট্রেড করা উচিৎ তাই আমি ট্রেন্ড দেখে ফরেক্স মার্কেটে ট্রেড করি ।ট্রেন্ড দেখে ট্রেড করে আমি ভাল ফল পাই আমার এই ট্রেন্ড অনুযায়ী ট্রেড করেফরেক্স মার্কেটে আমি আজ সফলতা লাভ করতে পেরেছি তাই আমি এই স্টাটেজি ব্যবহার করে ট্রেড করি।
-
আমি সর্ট টাইম ট্রেডিং স্টাইল ব্যবহার করে থাকি । কারন সর্ট টাইমফ্রেমে ট্রেডগুলো সাধারণত তাড়াতাড়ি ক্লোজ করা যায়, মার্কেটের নয়েজগুলো বুঝতে আমার সহজ লাগে এছাড়াও মার্কেটের মুভ অনেক বেশি থাকে এবং বাউনসিংয়ের সময় অনেকগুলো ট্রেড পাওয়া যায় ইত্যাদি । সুতরাং আপনি যে কোন ট্রেডিং স্টাইল ব্যবহার করেননা কেন যদি ডিসিপ্লিন মেন্টেন করে কাজ করেন, তাহলে সবসময় আশা করা যায় যে প্রফিটেই থাকবেন, তবে দু একটা ট্রেড মিস হতে পারে সেটা ধরার বিষয় না ।
-
আমি সবসময় চেষ্টা করি দীর্ঘমেয়াদী ট্রেড করতে, কারণ দীর্ঘমেয়াদী অনেক নিরাপদ আর এই দীর্ঘমেয়াদী ট্রেড থেকে ভাল পরিমানের মুনাফা উপার্জন সম্ভব তাও আবার খুব কম ঝুকি নিয়ে। সাধারণত যারা স্বল্পমেয়াদী ট্রেড করেন তারা উচ্চঝুকি নিয়ে থাকেন, কারণ তারা অল্প সময়ের মধ্যে অনেক বেশি উপার্জন করতে চান, কিন্তু তারা বেশিদিন এই ব্যবসায় টিকতে পারেন না। তবে যারা দীর্ঘমেয়াদী ট্রেড করেন তারা সবসময় নিজেকে নিয়ন্ত্রণ করে ট্রেড করেন আর তারাই সফল ট্রেডার, আমিও তাদের মত হতে চাই।
-
আপনাকে ফরেক্স মার্কেটে টিকে থাকতে গেলে আপনাকে এনালাইসিস এর উপর ভিত্তি করে ট্রেড করতে হবে যার জন্য আপানাকে অনেক স্ট্রাটেজি নিয়ে প্রাক্টিস করতে হবে এবং তার মধ্য থেকে যে কোন একটি স্ট্রাটেজি ব্যবহার করে ট্রেড করতে হবে । আমার প্রিয় স্ট্রাটেজি হলো ক্যান্ডেল স্টিক স্ট্রাটেজি আমি এই স্ট্রাটেজি ব্যবহার করে অনেক প্রফিট করেছি।
-
আমি নিজে হায়ার টাইমফ্রেমের ট্রেন্ড ফলো করে তার থেকে অপেক্ষাকৃত লোয়ার টাইমফ্রেমে এন্ট্রি নেই। আরো সহজ করে বলছি, ধরুন h4, h1 এগুলোতে আপট্রেন্ড দেখাচ্ছে মার্কেট সেক্ষেত্রে আমি ৩০ মিনিট অথবা ১৫ মিনিটের টাইমফ্রেমে অনলি বাই মুডে থাকি। রিট্রেসমেন্ট, সাপোর্ট, রেসিস্ট্যান্ড লেভেল দেখে শুধু বাই এন্ট্রিগুলো নেবার চেষ্টা করি। একই ভাবে ডাউনট্রেন্ডে শুধু সেল এন্ট্রি নিতে চেষ্টা করি। আর ট্রেড থেকে বের হতে macd এর সহায়তা নেই।
-
আমি প্রাইচ একশন ট্রে্ডিং স্টাইল ব্যবহার করি। কেননা এই পদ্ধতিতে সবচেয়ে কম লস হয়। আর ট্রেুড করে টেনশন করতে হয় না। কারন হাইয়ার টাইমফে্রম এ টে্ড করলে মার্কেট এ খুব কম লস হয়। সেজন্য যত বড় টা্ইমফ্রেম ব্যবহার করবেন তত কম লস হবে।
-
অভিজ্ঞদের মতে ফরেক্স মার্কেটে সব সময় আপনাকে এনালাইসিস এর উপর ভিত্তি করে ট্রেড করতে হবে । যার জন্য আপানাকে অনেক স্ট্রাটেজি নিয়ে প্রাক্টিস করতে হবে এবং তার মধ্য থেকে যে কোন একটি স্ট্রাটেজি ব্যবহার করে ট্রেড করতে হবে । আমি যেই স্ট্রাটেজি ব্যাবহার করি সেটা হলো ক্যান্ডেল স্টিক স্ট্রাটেজি ।যার মাধ্যমে আমি অনেক প্রফিট পেয়েছি ।
-
ফরেক্স মার্কেটে সব সময় আপনাকে এনালাইসিস এর উপর ভিত্তি করে ট্রেড করতে হবে । যার জন্য আপানাকে অনেক স্ট্রাটেজি নিয়ে প্রাক্টিস করতে হবে এবং তার মধ্য থেকে যে কোন একটি স্ট্রাটেজি ব্যবহার করে ট্রেড করতে হবে । আমি যেই স্ট্রাটেজি ব্যাবহার করি সেটা হলো ক্যান্ডেল স্টিক স্ট্রাটেজি ।যার মাধ্যমে আমি অনেক প্রফিট পেয়েছি ।
-
প্রত্যেকটা কাজের যে কোন নিয়ম কানুন রয়েছে। তেমনি ফরেক্ম ও অনেক নিয়ম কানুন রয়েছে। কিন্তু আমরা না মানার কারনে অনেক লস করে থাকি এবং ভাগ্যকে দোষ দিয়ে থাকি। আসলে সঠিক নিয়ম মানা উচিত। আমি এখন ৫০ পিপ *স্টপ লষ এবং ১০০, ১৫০ পিপ টেক প্রফিট এই রিস্ক রেশিও নিয়ে ট্রেড করে থাকি।
-
ফরেক্স বিশ্বের সবচেয়ে লাভজনক এবং রিস্কি ব্যবসা,এখানে অনেক বুঝে শুনে ট্রেড করতে হয়।এখানে এমন ট্রেডিং স্টাইলে ট্রেড করতে হবে যেন লাভ হয়,আর এজন্য টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস খুবই জরুরী।টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এই দুইটি খুব ভালভাবে এনালাইসিস করে আমাকে ট্রেড ওপেন করতে হব,আর আমি এই স্টাইলেই ট্রেড করে থাকি।
-
আমি মনে করি লং টার্ম ট্রাদিং স্তাইল অনে কভাল। আমাদের সব সময় একটি স্ত্রাতেজ্ই ফলও করে ট্রেড করতে হবে। আমাদের সব সময় আমদের ট্রেদ যেন মার্কেট এর বিপরিতে না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। মার্কেট এর ট্রেম্ন্দ বুঝতে পারলে আমরা এই বাবসা থেকে অনেক টাকা আয় করতে পারবো।
-
আমি লংট্রাম ট্রেডিং স্টাইল ব্যবহার করে থাকি। কারণ লংট্রাম ট্রেড অনেক সুরক্ষিত আর এর সাহায্যে অনায়সে আমি ভাল মুনাফা উপার্জন করতে পারি। তবে লংট্রাম ট্রেডিং স্টাইল এর পূর্বে আমি সর্টট্রাম ব্যবহার করতাম আর সেখানে আমি অনেক ঝুকি মনে করতাম আর অধিকাংশ সময় আমাকে লস নিয়ে আমার ট্রেড ক্লোজ করতে হতো। তাই আমি আমার ট্রেডিং স্টাইল বদলাইছি আর এখন আমি খুব খুশি আমার ট্রেডিং স্টাইল নিয়ে।
-
আমি ফরেক্স মার্কেট মুভিং এভারেজ ব্যবহার করে ট্রেড করি কারন আমি দেখছি ফরেক্স মার্কেট বড় বড় ট্রেডার মুভিং এভারেজ ব্যবহার করে ট্রেড করে তাই আমি ও মুভিং এভারেজ ব্যবহার করে ট্রেড করি আমি eur/usd তে মুভিং এভারেজ ১৩ আর ৩৪ ব্যবহার করি ৩০ মিনিট এর চাট এ এই সিস্টেম এ ট্রেড করে আমি অনেক অনেক লাভ করছি ফরেক্স মার্কেট থেকে আপনি চেচটা করে দেখতে পারেন ভাল লাভ হয়
-
ফরেক্স ট্রেডিংয়ে প্রত্যেকেরই একটি নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল থাকা আবশ্যক কারন ট্রেডিং স্ট্যাইল যদি হয় সকল ট্রেডিং কেৌশলকে যথাযথোভাবে অনুসরন সাপেক্ষে তা হলে ভাল প্রফিটের নিশ্চয়তা অনেকগুনে বেড়ে যায়। আমি ও ফরেক্স ট্রেডিংয়ে নিজেস্ব স্ট্যাইল সব সময় ফলো করি আর তা হল আমি সব সময় নিজেস্ব চিন্তা ভাবনার সাথে মার্কেট অ্যানালাইসিসকে কমপেয়ার করে তার পর ফরেক্সে ট্রেড করে থাকি।
-
সাধারনত আমি মনে করি যে, ফরেক্স মার্কেটে টিকে থাকতে গেলে আপনাকে এনালাইসিস এর উপর ভিত্তি করে ট্রেড করতে হবে যার জন্য আপানাকে অনেক স্ট্রাটেজি নিয়ে প্রাক্টিস করতে হবে এবং তার মধ্য থেকে যে কোন একটি স্ট্রাটেজি ব্যবহার করে ট্রেড করতে হবে । আমার প্রিয় স্ট্রাটেজি হলো ক্যান্ডেল স্টিক স্ট্রাটেজি আমি এই স্ট্রাটেজি ব্যবহার করে অনেক প্রফিট করেছি।
-
আসলে একটা নির্ভর যোগ্য ট্রেডিং স্টাইল গড়ে উঠে আপনি কিভাবে ট্রেড করে অধিকাংশ সময় সফল হয়ে থাকেন তা্র উপর আর আমি মুলত একদিনে ক্যান্ডেল দেখে সেই আনুযায়ী ট্রেড নিয়ে বেশি সফলতাই এটাই আমার স্টাইল।
-
এই লাইভ মধ্যে আমাদের খারাপ দিন সমর্থন কিছু ভাগ্য প্রয়োজন। আমি ভাগ্য বিশ্বাস করি বৈদেশিক মুদ্রার মধ্যে তবে কেবলমাত্র ছোট অংশে, আমরা যে বেশিরভাগ লাভ করি তা আমাদের দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে। হ্যাঁ তবে আপনি যা করেন না কেন আপনার ভাগ্য উন্নত করার জন্য একটি কাজ করতে পারেন আপনি পারেন তাই আমাদের চিন্তা করা উচিত নয়
-
ফরেক্স ট্রেডিংয়ে বার সাফল্য অর্জন করতে হলে প্রত্যেক ফরেক্স ট্রেডারকেই ট্রেডিংয়ে অভিনব ট্রেডিং কেৌশল বা স্ট্যাইল অবশ্যই ব্যবহার করতে হবে অন্যর্থায় ফরেক্স ট্রেডিং করে বেশি দূর অগ্রসর হওয়া যাবে না। আমি ফরেক্স ট্রেডিংয়ে সব সময় অভিনব ট্রেডিং কেৌশল ব্যবহার করতে চেষ্টা করি।
-
হাই স্যার আপনি যদি বাণিজ্য করতে চান এবং কীভাবে বাণিজ্য করবেন সে সম্পর্কে আপনার যদি জ্ঞান থাকে তবে আপনি এতে গর্বিত হবেন এবং যদি ভণ্ডামী হতে চান তবে আপনার কঠোর পরিশ্রম করা উচিত। এটি অবশ্যই একটি লাভ করবে i আমি মনে করি এটি পাওয়ার জন্য আপনার প্রচুর পরিশ্রম এবং ভাল পোস্ট করা উচিত, তবে আপনি অবশ্যই এতে একটি লাভ অর্জন করবেন এবং আপনি যদি কোনও লাভ করতে চান তবে আপনি এই ব্যবসায় একজন সফল নেতাও হয়ে উঠবেন। এত কাজ
-
ট্রেডিং স্টাইল আপনার নিজের কোশল কেনো বাজার বা যন্ত্র ট্রেড হবে এ জন্য নিয়ম এবং পরামিতি একটি প্রাক বর্ণিত সেট করে নিন যেমন স্টপ লস টেক প্রফিট।বৈদেশিক মুদ্রার বাণিজ্য, ফরেক্স আপনি আপনার লক্ষ্য নিয়ে ট্রেড করতে হলে অভিজ্ঞতার দরকার আছে।ট্রেডিং স্টাইল একটি কৌশল নয় কি এ জন্য উপযুক্ত ট্রেডিং স্টাইল বেছে নিতে হবে আপনাকে।বর্তমান বাজারের অবস্থার উপর ভিত্তি করে কৌশল নির্ধারণ করতে হবে।
-
ফকেক্স ট্রেডিং-এর ক্ষেত্রে একেক জনের একেক রকম ট্রেডিং স্ট্রাটেজি ব্যাবহার করে থাকেন। কেউ কউ কেবল মাত্র মেটাটেডারের ডিফল্ট ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রেড করে থাকে। আবার কউ হয়তো আছেন যিনি আনেক টাকা দিয়ে কেনা ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রেড করছেন। আবার অনেকেই আছেন যারা কোন রকম ইন্ডিকেটর ছারাই প্রইজ একশন ট্রেডিং স্ট্রাটেজি ব্যাবহার করে তাদের ট্রেডিং স্ট্রাটেজি দিয়ে সফল ভাবে ট্রেড করে থাকেন।
-
ফরেক্স মার্কেটটি যেখানে আমরা কার্যকরভাবে আদান প্রদানের মাধ্যমে নগদ আনতে পারি, তবুও ইমামদের সামান্য বিভ্রান্তির কারণে আমরা বড় ধরনের দুর্ভাগ্যের মুখোমুখি হই, সুতরাং আমাদের দুর্ভাগ্য হ্রাস করার জন্য আমাদের নিসস কিসু ট্রেডিং সূত্র বা স্টাইলটি ব্যবহার করা দরকার। স্টাইলের সাথে আমার এক্সচেঞ্জিং সক্ষম করে যে আমি আরএস ব্যবহার করে প্যাটার্নগুলি পেতে এবং চারটি হিসাবে অর্ণা কেন্দেলা এবং ফিবানাচি ডায়াগ্রামে মুবিমকে আমরা ডিজাইন করেছি এবং দীর্ঘ পথের বিনিময় নিদর্শনগুলির সাথে সাধারণ বিনিময়টি ব্যবহার করে, আমি মনে করি আমরা স্টপ দুর্ভাগ্য সেট করেছি এবং সুবিধা গ্রহণ করব 40 পিপ ব্যবহার করে না
-
আপনি ফরেক্স এ আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার উপর ট্রেড করতে পারেন । আপনি ফরেক্স এর সব নিয়ম কানুন যদি জানেন তাহলে আপনি ফরেক্স মার্কেট দেখে আনালাইসিস করে আপনি যেকোনো সময় ট্রেড ওপেন করতে পারেন । তবে আপনি যদি কিছু কৌশল মেনে ট্রেড করেন তাহলে আপনি অনেক লাভ করতে পারবেন । আপনি বিভিন্ন ইন্ডিকেটর দেখে লং টাইম ট্রেড ওপেন করতে পারেন ।
-
হ্যা সকলের মত আমারও একটি ট্রেডিং স্ট্রাটেজি রয়েছে তবে আমার স্ট্রাটেজিটা খুবই সিম্পল বলে আমি মনে করি। কারন আমি প্রথমত ট্রেন্ড লাইন শনাক্ত করি তারপর তার সাথে মেজর সাপোর্ট রেজিস্টান্স মেইনটেইন করে চলি। এবং নিউজের সময় নিউজের ফোরকাস্ট দেখে ট্রেড করে থাকি।
-
ফরেক্স বিশ্বের সবচেয়ে লাভজনক এবং রিস্কি ব্যবসা,এখানে অনেক বুঝে শুনে ট্রেড করতে হয়।এখানে এমন ট্রেডিং স্টাইলে ট্রেড করতে হবে যেন লাভ হয়,আর এজন্য টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস খুবই জরুরী।টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এই দুইটি খুব ভালভাবে এনালাইসিস করে আমাকে ট্রেড ওপেন করতে হব,আর আমি এই স্টাইলেই ট্রেড করে থাকি।
-
আসলে একটা নির্ভর যোগ্য ট্রেডিং স্টাইল গড়ে উঠে আপনি কিভাবে ট্রেড করে অধিকাংশ সময় সফল হয়ে থাকেন তা্র উপর আর আমি মুলত একদিনে ক্যান্ডেল দেখে সেই আনুযায়ী ট্রেড নিয়ে বেশি সফলতাই এটাই আমার স্টাইল।ধন্যবাদ।
-
সবারই কোনো না কোন স্টাইলের অনুসরন করে ট্রেড করার প্রয়োজন।আমি লং টার্মে ট্রেডিংও স্ট্রাটেজি প্রয়োগের মাধ্যমে ট্রেড করতে পছন্দ করি। কেননা আমি ফরেক্সে খুব বেশি পুরোনা ট্রেডার না এবং মার্কেটের ছোট ছোট মুভমেন্ট বুঝতে পারিনা তবে ভালোভাবে ফরেক্স শিখার চেষ্টা করছি যাতে সবরকমের স্টাইলে ট্রেড শিখতে পারি।
-
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার । খুব বেশিদিন হলো আমি এই ফরেক্স মার্কেটে আসিনি । আমি এখনো এই ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেডিং করার সুযোগ পাইনি । যেহেতু আমি এখনো পর্যন্ত রিয়েল ট্রেড করার সুযোগ পাইনি সেহেতু এই ফরেক্স ট্রেডিং মার্কেটে আমার কোনো ট্রেডিং স্টাইল নাই । তবে আমি ডেমো ট্রেডিং প্রাকটিস করি এবং আমি যখন ডেমো ট্রেডিং এ কোনো ট্রেড ওপেন করি তখন টেকনিক্যাল এনালাইসিস পদ্ধতি মেনে ট্রেড করি এবং ক্যান্ডেলস্টিক চার্ট দেখে ট্রেড করি,,,,,, ধন্যবাদ ।
-
বিশ্লেষণ, অর্থ পরিচালনার উপর নির্ভর করে।অভিজ্ঞতার অভাব: প্রথম নজরে ফরেক্স তবে সহজ বলে মনে হচ্ছে। অনেক লাভ বা ক্ষতির কারণে, প্রায় লোকেরা প্রায় ট্রেড করে বিশাল লাভ করে। তারপরে তারা সত্যিকারের ট্রেডিং করার সিদ্ধান্ত নিয়েছে। তবে যদি আপনি হারিয়ে না যান তবে আপনি
-
ফরেক্স ট্রেডিং মার্কেট এমন একটি জায়গা যেখান থেকে অনেক খুব সহজেই ট্রেড করে প্রচুর টাকা উপার্জন করতে পারে আবার কেউ কেউ অনেক দিন ধরেও ফরেক্স মার্কেট এর সাথে থেকেও ফরেক্স থেকে ভাল অর্থ উপার্জন করতে পারে না । এর কারণ হল তারা অতটা গুরুত্বর সাথে ফরেক্স ট্রেডিং শিখে না , তাই ফলাফলও ভাল হয় না । আমি এখনও ফরেক্স ট্রেডিং শিখছি তাই আমি এখন সর্ট টার্ম ট্রেডিং কৌশল অনুসরণ করি ।
-
ফরেক্স ট্রেডিং এ এক এক জন এক এক ধরনের ট্রেডিং স্টাইল ব্যবহার করে থাকে,আমি সাধারণত লং টাইম ট্রেডিং স্টাইল এ ট্রেড করে থাকি,আমি মার্কেট ট্রেন্ড এবং প্রাইস একশান এর ট্রেডিং স্টাইল ব্যবহার করে থাকি,এটি খুব জনপ্রিয় এবং সহজ স্টাইল,আপনি চাইলেও করতে পারেন,ভালো প্রফিট আসবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং স্টাইল বা কৌশল হচ্ছে, ট্রেডারগণ যেসব ফর্মূলা ইউজ করে প্রফিট করার উদ্দেশ্যে ট্রেড করে থাকেন, তার একটা নিজস্ব স্টাইল বা কলাকৌশল। আমার জানামতে, অভিজ্ঞ ট্রেডারগণ নির্দিষ্ট কোন কলাকৌশল নির্ধারন করে রাখেন না। ফরেক্স মার্কেটে কারেন্সির প্রাইস যেমন উঠানামা করে, ঠিক তেমনই অভিজ্ঞ ট্রেডারগণ সময়ে সময়ে তাদের ট্রেডিং স্টাইল পরিবর্তন করেন। এই প্লাটফর্মে একই ধাচে চলে বারবার ট্রেড করে লাভের সম্ভাবনার চাইতেও ট্রেডিং স্টাইল পরিবর্তন করে ট্রেড করার ফলে বিভিন্ন অভিজ্ঞতা যেমন অর্জন হয়, তেমনি সুফলও পাওয়া যায়। আমিও ট্রেড করার সময় কিছু কিছু ইন্ডিকেটর ইউজ করে বিভিন্ন এনালাইসিস করে, মানি ম্যানেজমেন্ট'র মাধ্যমে স্টপ লস, টেক প্রফিট সেট করে ট্রেড করে থাকি। আর ট্রেড করার সময় অভিজ্ঞ ট্রেডারদের সাথে টীম ভিত্তিক কাজ করার ফলে খুব ভালো প্রফিট অর্জন করা যায়।
-
ফরেক্স মার্কেট এমন একটি জায়গা যেখান থেকে আমরা অনেক সহজেই ট্রেড করে টাকা উপার্জন করতে পারি আবার দেখা যাই যে, অল্প একটু ভুল সিদ্ধান্তের কারণে অনেক বড় লস হয়ে যাই । তাই লস কমিয়ে লাভ করতে হলে ব্যাবহার করতে হয় নিজস্সো কিসু ট্রেডিং ফর্মুলা যা কিনা আমাদের কাঙ্খিত সাফল্যে পৌসাতে সাহায্য করে থাকে।আমার ট্রেডিং স্টাইল হলো আমি আর এস এই ব্যাবহার করি। আমি লং টার্ম ট্রেড করি স্টপ লস এবং টেক প্রফিট হিসেবে ব্যাবহার করি ৪৫ পিপস ।
-
আসলে আমি মূলত নিউস ট্রেডিং পছন্দ করি, আমি আজ থেকে কদিন পূর্বে ও শর্ত টাইম ট্রেডিং করতাম, কিন্তু আমি সবথেকে শেষমেষ ভাবলাম যে লং টাইম ট্রেডিং করাটাই ভালো, এতে ট্রেডিং এ খুব বেশি একটা সময় দিতে হয় না । সবারই কোনো না কোন স্টাইলের অনুসরন করে ট্রেড করার প্রয়োজন। আমি মনে করি আমরা যদি আমাদের ট্রেডিং স্ট্রাটেজির উপর আস্থা রেখে আস্তে আস্থে ট্রেড করে যায় তাহলে অবশ্যই একটি প্রোপার স্ট্রাটেজি বিল্ড করা সম্ভব ।
-
আমি সাধারণত লং টার্ম ট্রেডিং স্টাইল ব্যবহার করি তবে মাঝে মাঝে শর্ট টার্ম ট্রেডিং ও করে থাকি । কারণ যখন মার্কেট লং টার্ম ট্রেডিং অ্যাকাউন্ট লসে থাকে তখন শর্ট টার্ম ট্রেডিং করে করে লস গুলো পোষাতে চেষ্টা করি । আমার কাছে মনে হয় লং টার্ম ট্রেডিং স্টাইল শর্ট টার্ম ট্রেডিং স্টাইল এর চেয়ে অনেক ভালো এবং রিস্ক অনেক কম থাকে আর সেজন্যই আমি এই ট্রেডিং স্টাইলটা অনুসরণ করি ।
-
ফরেক্স এ ভালো প্রফিট বা ভালো ট্রেড করার জন্য অব্যশই একটা ভালো ট্রেডিং স্ট্রেটিজি দরকার। কারন আপনি ট্রেডিং স্ট্রেটিজি ছাড়া আগোছালো ট্রেড অপেন করবেন। একটা নির্দিষ্ট ট্রেডিং সিস্টেম ব্যবহার করলে আপনি যখন আপানার সিস্টেম এ ট্রেদ পাবেন তখনই কেবল ট্রেড করবেন।
-
আপনি ফরেক্স এ আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার উপর ট্রেড করতে পারেন । আপনি ফরেক্স এর সব নিয়ম কানুন যদি জানেন তাহলে আপনি ফরেক্স মার্কেট দেখে আনালাইসিস করে আপনি যেকোনো সময় ট্রেড ওপেন করতে পারেন । তবে আপনি যদি কিছু কৌশল মেনে ট্রেড করেন তাহলে আপনি অনেক লাভ করতে পারবেন । তবে লংট্রাম ট্রেডিং স্টাইল এর পূর্বে আমি সর্টট্রাম ব্যবহার করতাম আর সেখানে আমি অনেক ঝুকি মনে করতাম আর অধিকাংশ সময় আমাকে লস নিয়ে আমার ট্রেড ক্লোজ করতে হতো। তাই আমি আমার ট্রেডিং স্টাইল বদলাইছি আর এখন আমি খুব খুশি আমার ট্রেডিং স্টাইল নিয়ে।
-
যার জন্য আপানাকে অনেক স্ট্রাটেজি নিয়ে প্রাক্টিস করতে হবে এবং তার মধ্য থেকে যে কোন একটি স্ট্রাটেজি ব্যবহার করে ট্রেড করতে হবে । আমি যেই স্ট্রাটেজি ব্যাবহার করি সেটা হলো ক্যান্ডেল স্টিক স্ট্রাটেজি ।যার মাধ্যমে আমি অনেক প্রফিট পেয়েছি । ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন।
-
ট্রেডিং স্টাইল আপনার নিজের কোশল কেনো বাজার বা যন্ত্র ট্রেড হবে এ জন্য নিয়ম এবং পরামিতি একটি প্রাক বর্ণিত সেট করে নিন যেমন স্টপ লস টেক প্রফিট।বৈদেশিক মুদ্রার বাণিজ্য, ফরেক্স আপনি আপনার লক্ষ্য নিয়ে ট্রেড করতে হলে অভিজ্ঞতার দরকার আছে।ট্রেডিং স্টাইল একটি কৌশল নয় কি এ জন্য উপযুক্ত ট্রেডিং স্টাইল বেছে নিতে হবে আপনাকে। মার্কেট এনালাইসিস করে ক্যান্ডেলস্টিক দেখে ট্রেন লাইন এবং সাপোর্ট রেজিস্ট্যান দিয়ে ট্রেড করি আমি মনে করি এটি আমার জন্য অনেক ভালো স্ট্যাটেজি।
-
আমি সম্পুর্ন আমার নিজের ট্রেডিং স্ট্রাটেজিই ব্যাবহার করে থাকি। সেক্ষেত্রে আমার ট্রেডগুলো ভালো কার্যকরও হয় বটে। আমি সবসময়ই চেষ্টা করি কিভাবে লস থেকে নিজেকে দুরে রাখা যায় এজন্য ছোট ছোট এমাউন্টে ট্রেড করি। আর ট্রেড করার আগে অবশ্যই মার্কেট এনালাইসিস করে ট্রেড করি এবং নির্দিষ্ট অনুপাতে টেকপ্রফিট ও স্টপলস সেট করে দেওয়ার চেষ্টা করি৷