-
আমার মতে ,ফরেক্স মার্কেট একটা বিস্তর এলাকা যেখানে শেখার কোন শেষ নাই । এই মার্কে এ প্রবেশ করার পূর্বে অনেক পরিশ্রম করতে হবে েশখার জন্য, সেই সাথে তা টেস্ট করতে হবে ডেমো ট্রেড করে। এছাড়াও ফরেক্স ট্রেড সম্পর্কে তথ্য নিতে হবে , ভাল ভাবে ফরেক্স ট্রেড সম্পর্কে জানতে হবে । ফরেক্স ট্রেড নিয়ে ই্নটারনেট এ অনেক তথ্য ও ভিডিও ক্লিপ দেওয়া আছে সেখান থেকে আমরা ফরেক্স ট্রেড শিখতে পারি । তবে শিখতে গেলে তো কিছু সময় লাগবেইসেটা ১ বছরও হতে ৫ বছর ও হতে পারে আবার ৬ মাসও হতে পারে ।
-
ফরেক্স ব্যবসায় সফলতা পেতে হলে ভালো জ্ঞান এবং অনেক দক্ষতার প্রয়োজন । তাই প্রথম এ ফরেক্স জ্ঞান অর্জন করতে হবে । তার পর ডেমো অ্যাকাউন্ট খুলে ডেমো ট্রেডিং অনুশীলন করতে হবে । আপনাকে প্রথম এ ৬ মাস ডেমো ট্রেডিং করতে হবে । তার পর আপনি যদি মনে করেন আপনি রিয়েল ট্রেডিং করার জন্য প্রস্তুত হয়েছেন তাহলে রিয়েল ট্রেডিং এ জেতে পারেন । তার পরো আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট এ লস করেন তাহলে আবার ডেমো ট্রেডিং করে নিজেকে রিয়েল ট্রেডিং এর জন্য দক্ষ করে তুলতে হবে ।
-
অামি জানি একজন নতুন ট্রেডার অভিজ্ঞ ট্রেডার হতে হলে কম করে হলে ৬ থেকে ৭ মাস লাগে । অার একটি কথা যে মনোযোগ সহ কারে টেড করেন । তাহলে সফল হবেন ।
-
এটাতে যে নির্দিষ্ট কোন সময় লাগে সেটা আমি নিজেই যানতাম না তাই এটাতে কাজ সেকার বা কাজ করার কোন সময় আছে কিনা আমি জানি না তবে এটা কোন সময় নাই এটা আমি সুনেছি ।
-
শিখার কোন শেষ নেই ছয় থেকে সাত মাস শিখে ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষ হয়ে গেছেন তার কোন নিশ্চয়তা নেই। আমি মনে করি ফরেক্স সম্পর্কে এক বছর জানার পর রিয়াল ট্রেড করতে পারেন।
-
একটি আন্তর্জাতিক ব্যবসা যেখানে মুদ্রা কেনা বেচা করা হয়ে থাকে , এই কেনা বেচার জন্য ফরেক্স ট্রেড শেখাটা খুবই জরুরি । যেহেতু ফরেক্স মার্কেট একটি ব্যপক বিস্তৃত মার্কেট তাই এখানে ঝুঁকিও বেশি তাই এখানে ট্রেড করার আগে ফরেক্স ট্রেড সম্পর্কে তথ্য নিতে হবে , ভাল ভাবে ফরেক্স ট্রেড সম্পর্কে জানতে হবে । যে ফরেক্স এ এক্সপার্ট হবার জন্য ৬-৭ মাস সময় লাগবে । আমি মনে করি আপনি প্রতিদিন ফরেক্স শিখার জন্য অন্তত ৩ ঘন্টা সময় দিন মনোযোগ সহকারে তাহলে
আপনি ১ মাসেই এক জন অবিজ্ঞ ট্রেডার হতে পারবেন । ফরেক্স এর পেছনে এক বছর বা প্রয়োজনে তার বেশি সময় দিতে কোন ক্ষতি নেই। ধিরে ধিরে শেখাটাই ভালো।
-
ফরেক্স একটি নোবেল পেশা চাইলে মানুষ অনেক দিন সময় লাগবে কেন না এটি জানার কোন শেষ নেই,এটি একটি অন্য জগত,যেমন লেখাপড়া করতে ১৬-১৮ বছর লেগে যায় টিক তেমনি ফরেক্স করতে বেশ কিছু দিন লাগে ,কথা হচ্ছে ফরেক্স এর মধ্যে লেখাপড়ার মত সময় লাগে না মনোযোগ সহকারে কাজ করলে বছর এর মধ্যে ভাল শিখা যায়।
-
ফরেক্স হলো একটি আন্তর্জাতিক মুদ্রা কেনা-বেচার মার্কেট । যেহেতু ফরেক্স মার্কেট একটি ব্যপক বিস্তৃত মার্কেট তাই এখানে ঝুঁকিও বেশি তাই এখানে ট্রেড করার আগে ফরেক্স ট্রেড সম্পর্কে তথ্য নিতে হবে , ভাল ভাবে ফরেক্স ট্রেড সম্পর্কে জানতে হবে । ফরেক্স ট্রেড নিয়ে ইন্টারনেট এ অনেক তথ্য ও ভিডিও ক্লিপ দেওয়া আছে সেখান থেকে আমরা ফরেক্স ট্রেড শিখতে পারি , ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করেও আমরা ফরেক্স ট্রেড করা শিখতে পারি ।এই শব কিছু শিখতে গেলে কিছুটা সময়ত লাগবেই সেটা ২-৩ মাসও হতে পারে আবার ৫-৬ মাসও হতে পারে । এটা নির্ভর করে শুধুমাত্র আপনার নিজের উপর যে আপনার অভিজ্ঞতা কতটুকু ।
-
ফরেক্স মার্কেট একটি ব্যপক বিস্তৃত মার্কেট তাই এখানে ঝুঁকিও বেশি তাই এখানে ট্রেড করার আগে ফরেক্স ট্রেড সম্পর্কে তথ্য নিতে হবে , ভাল ভাবে ফরেক্স ট্রেড সম্পর্কে জানতে হবে । ফরেক্স ট্রেড নিয়ে ইন্টারনেট এ অনেক তথ্য ও ভিডিও ক্লিপ দেওয়া আছে সেখান থেকে আমরা ফরেক্স ট্রেড শিখতে পারি , ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করেও আমরা ফরেক্স ট্রেড করা শিখতে পারি আগুল শিখতে গেলে তো কিছু সময় লাগবেই সেটা ১ বছর ও হতে পারে আবার ৬ মাসও হতে পারে ।
-
ফরেক্স ট্রেডিং শেখাটা নিজের উপর নির্ভর করে। যেকোন শিক্ষায় গুরু থাকলে ভাল হয়, এতে বিষয়গুলো তাড়াতাড়ি বুঝে নেওয়া যায়। এখানে যেহেতু গুরু ছাড়াই শিখতে হয়, তাই একটু অসুবিধা হয়, তথাপি ডেমো একাউন্টে প্রেকটিক্যাল চালিয়ে অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে তাড়াতাড়ি শেখা যায়।
-
একজন নতুন ট্রেডারের দক্ষ ট্রেডারে পরিণিত হতে অনেক সময়ের ব্যাপার । তবে ফরেক্স সম্পপর্কে মোটামুটি প্রাথমিক ধারণা লাভ করার জন্য সময় প্রয়োজন হয় সাধারণত ছয় থেকে সাত মাস । তবে এই সময়টা লাগে যদি কেউ ধারাবাহিতভাবে লেগে থাকে তবে । কিন্ত ব্যাক্তিবিশেষে সময়ের তারতম্য হতে পারে । কারণ সবার মেধা সমান নয় একেক জনের একেক ধরনের আয়ত্ত ক্ষমত রেয়েছে । একজন নতুন ট্রেডার যদি ফরেক্স শিখার জন্য একটু পরিশ্রম এর মাধ্যমে সঠিকভাবে সময় ব্যায় করে তবে সে অবশ্যই ভালো কিছু করতে পারবে ।
-
অঅমি মনে করি আপনি যদি ভাল ফরেক্স ট্রেডিং করতে জানেন এবং বুঝেন তা হলে ফরেক্স থেকে আয় করতে আপনার বেশি সময় লাগবে না আর ফরেক্স ট্রেডিংয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়ানোর জন্য আমি মনে করি ২ মাসই যথেষ্ট তবে তার জন্য আপনাকে অবশ্যই নিয়মিত ফরেক্সের ডেমো ট্রেডিংয়ে কঠোর অনুশীলন করতে হবে।
-
হা ফরেক্স মার্কেটে যারা একধম নতুন তাদের জন্য ফরেক্স মার্কেট্টা বুঝতে ছয় সাত মাস সময় লাগাটা খুব একটা বেশি সময় বলে আমি মনে করি না। কারন একজন ছাত্র যদি দশ বছর লেখা পড়া করে চাকুরি নিতে পারে তবে আপনি কেন ছয় সাত মাস ফরেক্স ট্রেড শিখে ফরেক্স মার্কেট করতে পারবেন না।
-
ফরেক্স মার্কেটে পরিধী অনেক ব্যাপক।ফরেক্স মার্কেটে সমন্ধে জানতে হলে আপনাকে অনেক সময় ব্যায় করতে হবে।তবে আপনি ৬ মাস যদি ডোমোতে ট্রেড করেন তাহলে আপনি ট্রেডিং সমন্ধে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।তবে কেউ কেউ ৫-৭ মাসে ভাল ট্রেড করতে পারে আবার কেউ কেউ ১-২ বছর সময় লাগে।এটা আসলে আপনার ইচ্ছার উপর নির্ভর করে।ধন্যবাদ
-
ফরেক্স মার্কেট এ প্রবেশ করার পূর্বে অনেক পরিশ্রম করতে হবে শেখার জন্য, সেই সাথে তা টেস্ট করতে হবে ডেমো ট্রেড করে। ড্রেমোতে টেড করলে অভিজ্ঞতা অনেক বৃদ্ধি পায়। নতুন নতুন সিস্টেম গুলোাকে ধেখতে হবে এবং শিখতে হবে। এই শেখা এবং ডেমো ট্রেড করে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য যদি বছরও লেগে যায় তবে তাতে ক্ষতি নেই। কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করতে যদি ছোট বেলা থেকে শুরু করে শেষ অবধি ১৬ বছর লেগে যায় তবে ফরেক্স এর পেছনে এক বছর বা প্রয়োজনে তার বেশি সময় দিতে কোন ক্ষতি নেই। ধিরে ধিরে শেখাটাই ভালো।
-
যে কোন কাজে সফলতা পেতে হলে একটি নির্দিষ্ট লক্ষ নিয়ে আগানো উচিত বলে আমি মনে করি । ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে বা ফরেক্স মার্কেট শিখতে হলে প্রয়োজন আপনার দৈর্য্য শক্তি মেধা এবং কঠোর পরিশ্রম । আপনি যত কঠোর পরিশ্রম করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ফরেক্স আপনার আয়ত্বে নিয়ে আসতে পারবেন । ভাল ট্রেডার হতে হলে আপনাকে কমপক্ষে ১ থেকে ২ থেকে বছর সময় দিতে হবে ॥ তবে অনেকেই ৬ থেকে ৭ *মাসের মধ্যেই ফরেক্স নিজের আয়ত্বে নিয়ে আসতে পারে । ধন্যবাদ ।।
-
আপম আপনার সাথে কোন ভাবেই একমত হতে পারলাম না । ফরেক্স মার্কেটে আপনি ৬-৭ মাসে সাপোর্ট , রেজিস্ট্যান্স , ট্রেন্ড লাইন, ফিবোন্যান্সি ইত্যাদি টুলস সম্পর্কে জানতে পারবেন বড়জোর । আপনাকে ফরেক্স মর্কেেপ থেকে প্রফিট বের করতে হলে কম করে হলেও ৩-৫ বছর নিয়মিত মনোয়োগের সহিত লেগে থাকতে হবে ।
-
ফরেক্স শিখতে কয় মাস লাগবে তা নির্ভর করে যে ফরেক্স করবে। ফরেক্স যদি অল্প সময়ে শিখতে হই তাহলে ফরেক্সের কাজে সময় ব্যয় করতে হবে এবং ধৈর্য সহকারে কাজ করে জেতে হবে। ফরেক্সে কাজ করতে হলে ডেমো ট্রেড করে ট্রেড করা সম্পর্কে ভালো অবিজ্ঞতা অর্জন করতে হবে।
-
সফল ট্রেডার হতে হলে কতটুকু সময় লাগবে তা নির্দিষ্ট করে কখনই বলা যায় না। কারন সকলের চেষ্টা এবং মেধা এক না। প্রতিটি মাননুষই কিছুটা আলাদা বৈশিষ্ট্য নিয়ে তৈরি। তবে হ্যা, ভালোভাবে ফরেক্স শিখতে চাইলে এবং নিজের সর্বোচ্চ সময়টুকু ফরেক্সে প্রয়োগ করে মনেপ্রানে ফরেক্স শিখলে ফরেক্স শিখতে বেশি সময় লাগে না। দ্রুতই ফরেক্স শিখা সম্ভব।
-
আপনি যদি সঠিক পথে ভালো কোন গাইডলাইন নিয়ে ফরেক্সের মুল বিষয়গুলো যেমন সাপোর্ট-রেসিস্ট্যান্স,ট্রেন্ডলাইন,মুভিং এভারেজের ব্যাবহার ইত্যাদি আয়ত্ত করতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনি ছয় থেকে সাত মাসে ফরেক্সের প্রায় ৮০ ভাগ শিখে যাবেন।বাকিটা আপনি ট্রেডিং করতে করতে আয়ত্ত হয়ে যাবে।
-
ফরেক্স মার্কেট এ যারা নতুন ফরেক্স ট্রেডিং করতে চায় তাদের জন্য ৬ থেকে ৮ মাস ফরেক্স ট্রেডিং করে ভাল ট্রেডিং এর কলাকৌশল শিখতে পারলে অনেক ভাল করা যায়,তাই আমাদের ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে হলে ফরেক্স নিয়ে ভাল করে ডেমো একাউন্ট করে দক্ষতা অর্জন করতে হবে তাহলে অনেক ভাল হয়।
-
র্ফরেক্স মার্কেটে দক্ষ হতে হলে ছয় থেকে সাত মাস সময় যথেষ্ঠ নয় । আপনাকে কম করে হলেও ৫ বছর লাগাতর ভাবে লেগে থাকতে হবে । মার্কেটকে বুঝতে হবে । মার্কেটের সাথে নিজেকে মানেয়ে নিতে হবে । জানতে হবে কেনো মার্কেট মাঝে মাঝে অগোছালো আচরণ করে । তারপরই আসতে পারে সফলতা ।
-
আপনি যদি ফরেক্স শিখা বলতে কি বুঝা তা আগে বুঝতে হবে, অনেকে ফরেক্স শিখা বলতে বুঝায় যে ফরেক্স এর প্লাটফর্ম বেবহার করা, আসলে ফরেক্স এর ট্রেডিং প্লাটফর্ম বেবহার করা খুব একটা কঠিন নয়, আপনি এক থেকে দুই দিনেই প্লাটফর্ম এর সঠিক বেবহার শিখে যাবেন, কিন্তু ফরেক্স শিখা এতটা সহজ নয়, এতে সময় তো লাগবেই, কিন্তু দৃঢ় ভাবে লেগে তাহ্কতে হবে.
-
ফরেক্স ব্যবসা শিখতে একজন দক্ষ ট্রেডারের ছয় থেকে সাত মাস সময় লাগে । সুতরাং আমাদের সেই ছয় থেকে সাত মাস ধৈর্য্য ধারণ করে ডেমো ট্রেড করতে হবে । কোন ট্রেডার যদি ধৈর্য্য ধারণ করে এই সময়টুকু ব্যয় করে তাহলে অবশ্যই সে সফলতা অর্জন করতে পারবে ।
-
আমি মনে করি মাত্র ছয় থেকে সাত মাসে একজন দক্ষ ট্রেডার হওয়া কোন ভাবেই সম্ভব নয় । একজন দক্ষ ট্রেডার হতে হলে আরও অনেক বেশি সময় দিতে হবে । আমি বিভিন্ন ফোরামে দেখেছি অনেকে অনেক বছর ধরে চেষ্টা করার পরও কোন আগা মাথা খুজে পান না । তাই আমি মনে করি এখানে ধৈর্য ধরে পড়ে থাকাটাই মূল ব্যাপার ।
-
আমি আগামি মাসে ফোরাম দিয়ে রিয়াল ট্রেড করব এইটা ভেবে অনেক ভাল লাগছে কারন সবার কাছে প্রথম ট্রেড অনেক আনন্দের তাই আমি মনে করি আমার চেস্টা ব্যার্থ হবেনা । আমি সব কিছু নিয়ে পড়ালেখা করচি সবার মতামত উপর বুঝলাম ফরেক্স মার্কেটে সফল হতে হলে সময় লাগে।
-
আমার কাছে ফরেক্স একটি সেন্স সেটিভ জায়গা ।কারন সামান্য একটি ভুলের জন্য আপনার সম্পূর্ণ ব্যালেন্স একেবারে জিরো হতে পারে ।একারণে আমি ৪ মাস যাবত ডেমো ট্রেড করছি । এখনও আমি ভাল ভাবে শিখতে পারি নি ।জানি না আর কত দিন লাগবে ।
-
আসলে বাংলাদেশে যে কোন ব্যবসা শুরু করতে গেলে আমরা সে ব্যবসার সাথে হয়ত অাগে থেকে পরিচিত থাকি শুধুমাত্র আশেপাশে দেখার মাধ্যমে । কিন্ত আমরা যারা নতুন ফরেক্স ট্রেডিং করতে আসি তারা ফরেক্স সম্পর্কে ভাল জানি না । কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা এই মার্কেটের সাথে পূর্ব পরিচিত থাকি না । আর এই ব্যবসা হল অন্য সব ব্যবসা থেকে একটা ব্যাতিক্রম আর মজার ব্যবসা । তবে ব্যবসার কিছু কৈশল শিখতে আমাদের অনেক সময় লাগে ।
-
যে কোন কাজ করতে হলে আপনাকে সেই কাজ সম্পর্কে জান্তে হবে।আপনি যে কাজে অভিজ্ঞ সে কাজ আপনি ভালো করতে পারবেন।ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে অভিজ্ঞতা ছাড়া ট্রেড করা যাই না।ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করার আগে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে জান্তে হবে।না হয় আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে পারবেনা।নতুন যারা ফরেক্স মার্কেট এ ট্রেড করা শুরু করতে চান তাদের কাছে আমার অনুরোদ আপনারা আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে জানুন তার পর ফরেক্স মার্কেট এ ট্রেড করা শুরু করুন।
-
আমি ম্নে ক্রি ফ্রেক্সে ধৈ্যর ধ্রে টিকে থেকে ,স্ঠিক কৌশ্ল অব্লম্বন ক্রে ,মারকেট স্মপ্রকে স্ক্ল নলেজ ভাল ভাবে অরজন ক্রে ,ডেমো তে ভাল ক্রে নিজেকে একজন দক্ষ ট্রেডার রূপে তৈরি ক্রতে পারলে খুব কম স্ময়ের মধ্যে নিজেকে ভাল পজিশ্নে নিয়ে যেতে পারবেন ,সেজন্য আপনাকে একটু বেশি স্ময় দিতে হবে এই বিজনেস মারকেটে ।
-
নতুন ট্রেডারদের জন্য কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেডিং করা উচিত। কারন অভিজ্ঞতা ছাড়া কখনই ফরেক্স মার্কেটে প্রফিট পাওয়া সম্ভবনা।আগে অভিজ্ঞতা অর্জন করে তারপরই রিয়েল ট্রেড করা উচিত। তানাহলে লাভের পরিবর্তে লস এর সাথে দেখা হবে।
-
ফরেক্র মারকেট সম্পরকে শিখতে কম পক্ষে তিন মাস সময় লাগবে। যদি আপনি ভাল ভাবে পড়াশুনা করেন তাহলে ২ মাসের মধ্যে আপনি ফরেক্র মারকেটের সব বুজে যাবেন আর সফল ট্রেডার দের মত আপনি ট্রেড দিতে পারবেন। ফরেক্র মারকেটে ট্রেডার হওয়াটা অনেক দরকার। একজন সফল ট্রেডার হতে পারলে সব স্বন পূরণ হয়ে যাবে।
-
অনেকেই বলে থাকেন যে ফরেক্স শিখতে হলে নাকি ৬-৭ মাস সময় লাগবে । অারে ভাই এটা মামুর হাতের মুয়া নাকি । ৬-৭ মাসে আপনি কেবল কোনটাকে কি বলে সেটা শিখতে পারবেন । মানে ট্রেডিং প্লাটফম চিনতে পারবেন । আসল জিনিসতো হল ট্রেডিং দক্ষতা । সেটা শিখতে হলে কম করে হলেও ৫-৮ বছরের উপর টাইম লাগবে ।
-
আমি আপনার সাথে একমত।। ফরেক্স সম্পরকে ভাল মত জ্ঞান লাভ করতে হলে মিনিমাম ৬ মাস ফরেক্সে সময় দেয়া উচিৎ।। ফরেক্স দক্ষতা বারানের জন্য ডেমো ট্রেড করতে হবে।। আমি ৩,৪ মাস যাবত ডেমো ট্রেড করতেছি।।। তাই আমি মনেকরি ডেমো ট্রেড ছাড়া ফরেক্সে দক্ষতা লাভ করা সম্ভব না।।।
-
শিখার কোন শেষ নেই।আপনি ফরেক্স নিয়ে যত বেশি সময় দিবেন তত বেশি ফরেক্স সম্পর্কে জানতে পারবেন আসলে ফরেক্স শিখা খুব একটা সহজ নয় যে আপনি ট্রেড করলেন ফরেক্স আপনাকে লাভ দিয়ে দিবে এটা চিন্তা করা ঠিকনা।
-
ফরেক্স মার্কেট হচ্ছে একটি আন্তর্জাতিক মানের বিজনেস প্রথমত ফরেক্স মার্কেট ভাল কিছু পেতে হলে তা আগে ভালভাবে শিখা উচিত।ফরেক্স মার্কেট যেবেশি ধৈর্য শীল সেই এই ফরেক্স মার্কেট ভাল টাকা আয় করতে পারে।ফরেক্স মার্কেট নিজের ধৈর্য কৌশল এবং অবিজ্ঞতার প্রয়োজন।ফরেক্স মার্কেট একেক জনের দক্ষতা একেক রকম কেউ এক বছরে ফরেক্স বিজনেস ভাল করে শিখতে পারে আবার কারো ৬-৭ মাসের মধ্যে ফরেক্স বিজনেস শিখতে পারে।
-
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে চাই দক্ষতা আসলে দক্ষতা অজনের কোন ধরাবাধা সময় হয়না। ট্রেডার যখন মনে করবে যে সে ট্রেড করার জন্য উপযুক্ত ঠিক তখনি সে ট্রড করতে পারে। এতে কোন ধরাবাধা সময়ের কথা বলা যায় না। যেমন ট্রেডার যদি 1 বছর পর মনে করে যে সে ট্রেড করার জন্য উপযুক্ত না তাহলে তার ট্রেড না করাই উচিৎ।
-
ফরেক্স হল অনলাইন ব্যবসা , ফরেক্স শিকতে অনেকের ৬-৭ মাস বা তারও বেশি সময় লাগে ।
-
আমি আপনার সাথে একমত
।। ফরেক্স সেখার জন্য আমাদের মিনিমাম ৬ মাস ডেমো ট্রেড করা উচিৎ।। ফরেক্স ভালভাবে সিখতে হলে আমাদের ডেমো ট্রেডের কোনো বিকল্প নেই।। আমি এখনো ৩,৪ মাস যাবত ডেমো করতেছি।। এ থেকে ফরেক্স ট্রেডিং নিয়ে অনেক কিছু সিখেছি।।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আমাদের কে প্রথমে ফরেক্স মার্কেট সম্পর্কে জান্তে হবে।ফরেক্স মার্কেট সম্পর্কে জানার জন্য আমাদের কে ডেমো একাউন্ট এ ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার জন্য আমাদের কে অনেক সময় ব্যয়ী করতে হবে।এক দুই মাসে আমরা ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারবো না।ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করার জন্য আমাদের কে কঠোর পরিশ্রম করতে হবে।তা হলেই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারবো।