-
আমি ও নতুন এসেছি তবে, সবার কথা শুনে এটুকু বুঝেছি ফরেক্স ট্রেড করার জন্য যেমন কোন অফিস এর প্রয়োজন নাই তেমনি ফরেক্স শেখার জন্যও কোন নির্দিষ্ট প্রতিষ্ঠান নেই । নেই কোন টিচার । তাই নিজের উদ্যোগে ফরেক্স শিখতে হবে। এখানে বেশি বেশি সময় ব্যয় করতে হবে। আর আগ্রাহ সহকারে শিখতে হবে।
-
আমার মনে হয় ফরেক্স শেখার কোন ভিন্নতা নেই, আপনি আপনার পরিচিত যে কোন প্রতিষ্ঠান বা পরিচিত ট্রেডার যিনি এই ব্যবসায়ে সফল তার নিকট হতে ফরেক্স ট্রেডিং শিখতে পারেন। এছাড়া আপনি নিজে নিজেই আপনার মেধাকে কাজে লাগিয়ে ডেমো ট্রেডিং করে ফরেক্স শিখতে পারেন।
-
ফরেক্স সম্পর্কে নিদিষ্ট কোন প্রতিস্ঠান নেই তবে অনলাইনে বিভিন্ন সাইট থেকে আমাদের কে বেসিক গুলো জানতে হবে সে গুলো জানার পর ডেমো প্রেকটিস করতে হবে তাহলে আমাদের দিন দিন দক্ষতা া বাড়বে। আমাদের কে সেন্ট একাউন্ট করে রিয়াল মার্কেটে ট্রেড করতে হবে।
-
ফরেক্স শেখার জন্য নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান নেই যে সেখানে ফরেক্স শেখা যায়।তবে অন্য অনলাইন বিজনেস এর ট্রেনিং সেন্টার রয়েছে তাছাড়া ফরেক্স এর ফরাম ও পেইজ এ বিস্তারিত আলছনা করা হয়। ফরেক্স সম্পর্কিত ওয়েবসাইট http://forex-bangla.com এবং Bdpips - বাংলা ফরেক্স স্কুলের মাধ্যমে শেখা যায়।
-
ফরেক্স শিখার জন্য আমাদের দেশে কোন প্রতিষ্ঠান নেই। আপনাকে নিজে নিজে কষ্ট করে ফরেক্স শিখতে হবে। হয়ত আপনি আপনার পরিচিত কারো কাছে শিখতে পারেন। কিন্তু মনে রাখবেন তারা আপনাকে কখনোই ১০০% ফরেক্স শিখাতে পারবে না। আপনাকে নিজেকেই কষ্ট করে শিখতে হবে। আপনি গুগলে গিয়ে ফরেক্স লিখে সার্চ দিন। ফরেক্স সম্পর্কে অনেক লেখা পাবেন। তা থেকে আপনাকে ফরেক্স শিখতে হবে। এবং নিজে নিজে অনুশীলন করে ফরেক্স শিখতে হবে।
-
আপনি অনলাইন থেকে শিখতে পারেন। কিন্তু আসলে প্র্যাকটিস ছাড়া এখানে ভাল করা যাবে না। মানে আপনি যদি বই পরেন আর প্র্যাকটিস না করেন তাহলে কোন লাভ হবে না। আপনি জারা এক্সপার্ট তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন।
-
আমার জানামতে ফরেক্স এর জন্য কোন নির্দিষ্ট প্রতিষ্ঠান নাই যে এই প্রতিষ্ঠান থেকে শিখলে আপনি ভাল ট্রেডার হতে পারবেন সব কিচুই আপনার উপর নিরবরসিল আপনি যতটুকু ফরেক্স নিয়ে ভাবভেন আপনি ততটুকু এক্সপার্ট হতে পারবেন আপনার পরিশ্রম আপনাকে একজন সফল ট্রেডার করে তুলবে।
-
ফ্ররক্সে বিজিনেস শেখার ভাল কোন প্রশিক্ষন কেন্দ্র নেই।তাই আপঙ্কাএ ফরেক্স কস্ট করে শিখতে হবে।প্রথমে ডেমো প্রাওটিস করতে হবে মনযোগ সহকারে।বিভিন্ন ওয়েবসাঈত যেখানে ফরেক্স সম্পর্কিত বিষয় পোস্ট করে সেখানে যুক্ত থেকে ফরেক্স শিখতে পারেন।আর বাংলা ফোরামের সাথে যুক্ত থেকে আপনি ফরেক্স ব্যবসা শিখতে পারেন।
-
বাংলাদেশের এমন কোন জাইগা নেই দক্ষ ট্রেদার হতে পারবেন।ফরেক্স মার্কেট শিখতে হলে আপনাকে সম্পুর্ন ইন্টারনেটের উপর নির্ভর হতে হবে।বিভিন্ন সাইট ঘুরে ফরেক্সের ইবুক নামিয়ে পড়তে পারেন বা লার্নিং ভিডিও দেখতে পারেন।
-
ভালো ট্রেডার হওয়াটা নির্ভর করে আপনার নিজের উপরেই । আপনি কতটা চেষ্টা, দৃঢ় ইচ্ছাশক্তি, অটুট মনোবল এবং গভীর ধৈর্য্যর সাথে ফরেক্স শিখার প্রতি একান্ত আগ্রহ দেখাচ্ছেন সেটািই হলো আপনার ফরেক্স শিখার ক্ষেত্রে সবচেয়ে বড় স্প্রিট । আমার জানা মতে বাংলাদেশে এখনো উপযুক্ত কোন ফরেক্স ট্রেনিং স্টোর গড়ে উঠেনি । তাই আপনি চাইলে েএকজন দক্ষ ও অভিজ্ঞ ফরেক্স ট্রেডারের অধীনে থেকে কাজ শিখতে পারেন ।
-
নিজে নিজে শিখুন ফরেক্স, ফরেক্স শিখার ধারাবাহিকতায় জন্য নেটে কিছু টিউটেরিয়াল পাবেন অথবা bdpips.com এ ও আপনি ফরেক্স সম্পর্কে ধারাবাহিক লেখা পাবেন। বিডি পিপস এ ফরেক্স সম্পর্কে A টু Z সবই লেখা আছে। এছাড়াও আপনাকে জানতে হবে ১। মেটাট্রেডার ৪ সফটওয়্যার ভালভাবে কাস্টমাইজ,ব্যবহার এবং এডিট করা। ২। কারেন্সি পেয়ার পছন্দ করা এবং ঐ দেশের অর্থনৈতিক তথ্য সম্পর্কে অবগত হওয়া। ৩। ইন্ডিকেটর এর ব্যবহার এবং মেটাট্রেডার-৪ এ ইন্ডিকেটর ইনষ্টল করা। ৪। বিভিন্ন ট্রেডিং কৌশল দেখে নিজস্ব একটি ট্রেডিং কৌশল আবিস্কার করা। ৫। এনালাইসিস শিখা। টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল ৬। আদর্শ ট্রেডারের গুনাবলী অর্জন করা। যেমন-ধৈর্য্য, মানি মেনেজম্যান্ট, নিয়মানুবর্তিতা ইত্যাদি।
-
ফরেক্সের শেখার এরকম কোনো প্রতিস্থান নাই যে সেখান থেকে শিখলে আপনি শিওর লাভ করতে পারবেন ।কিন্তু যদি আপনি বেশি বেশি ডেমো প্রাকটিস করেন তাহলে আপনি ফরেক্সে দক্ষ হতে থাকেবেন আর ফরেক্সে সফল হতে হলে দক্ষতাই মুল মন্ত্র ।তাই ফরেক্সে লাভ করতে চাইলে বেশি বেশি ডেমো প্রাকটিস শুরু করুন ।
-
ফরেক্স সেখার জন্য ফরেক্স অর্থাৎ ফরেক্স এর বিভিন্ন সাইট থেকে ভালো ভাবে ফরেক্স সেখা যায় । ফরেক্স এর বিভিন্ন টেক্সট গুলো পড়ে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানা যায় । তার পর আপনি ভালো ভাবে মার্কেট এনালিসিস এবং মানি ম্যানেজমেন্ট সেখার জন্য ভালো কোনো ট্রেডারের হেল্প নিতে পারেন।
-
ফরেক্স শেখার কোন শিক্ষা প্রতিষ্টান নাই । তার পরও আমরা অনেকেই ফরেক্স শিখছি। ফোরাম হতে শিখছি।বিভিন্ন ব্লগ হতে আবার বোকার হাউস গুলোর বিভিন্ন অটির্কেল হতেও অনেক কিছু শিখছি । আপনি ডেমো এ্যাকাউন্ট তৈরী করুন ট্রেড করুন ইচ্ছামত । কিছূদিন ট্রেড করার পর ভাবুন কেন আপনার লাভ বা লস হলো। প্রশ্নের উত্তর পাওয়ার পর দেখবেন আপনার শেখা শুরু হয়ে গেছে।
-
আমি যতদূর জানি ফরেক্স এর জন্য কোন নির্দিষ্ট প্রতিষ্ঠান নাই যে এই প্রতিষ্ঠান থেকে শিখলে আপনি ভাল ট্রেডার হতে পারবেন সব কিচুই আপনার উপর নিরবরসিল আপনি
যতটুকু ফরেক্স নিয়ে ভাবভেন আপনি ততটুকু এক্সপার্ট হতে পারবেন আপনার পরিশ্রম আপনাকে একজন সফল ট্রেডার করে তুলবে
-
ফরেক্স মার্কেটের অবশ্যই প্রতিষ্ঠান রয়েছে সেখানে অামরা গুগলের মাধ্যমে শেখার চেষ্টা করব । ফরেক্স স্কূল রয়েছে সেখানে অামরা ক্লিক করে এই এ্যানালাইসিস করতে পারি । অামরা ভালোভাবে শিখতে পারলেই অার কোন সমস্যায় পড়ব না । অামরা কাজ করব নিজের গতি নিয়ন্ত্রণ রেখে । তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
ফরেক্স আপনাকে নিজেকে আয়ত্ত করে নিতে হবে আপনি চাইলে কোন অভিজ্ঞ ব্যাক্তির সহায়তা নিতে পারেন অথবা অনলাইন থেকেও বিভিন্ন টিউটোরিয়াল দেখে ফরেক্স শিখতে পারেন।আমি নিজেও এভাবে চেষ্টা করছি।
-
পৃথিবীর অন্যান্য দেশে ফরেক্স শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় আছে। এখন বুঝতে পারছেন ফরেক্স কত গুরুত্বপূর্ণ একটি ব্যবসা। কিন্ত দুঃখের বিষয় বাংলাদেশে ফরেক্স শিখার ভালমানের কোন প্রতিষ্ঠান নেই।প্রথমে কারো কাছ থেকে ফরেক্সের বেসিকটা শিখে নিয়ে তারপর যাবতীয় কলা-কৌশলগুলো নিজের রপ্ত করতে হবে।ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে শিক্ষার বিকল্প নেই। আপনি যত শিখবেন ততই আপনার অভিজ্ঞতা বাড়বে। আর এই অভিজ্ঞতার বলেই ভবিষ্যতে কারি কারি টাকা রোজগার করতে পারবেন।
-
আমি প্রথমে বাংলাদেশের একটি ফরেক্স সাইট থেকে ফরেক্স শিখি। এই সাইটার হলোঃ বিডিপিপ্স ডট কম। এই সাইটা বাংলা ভাষায় রচিত। আমি সাইট টি থেকে ব্যাসিক থেকে শুরু করে এডভান্স লেভেল পযন্ত জানতে পেরেছি। ফরেক্স শিখার জন্য আমি মনে করি এটা ভালো একটা সাইট।
-
আমি মনে করি ফরেক্স শিখতে হলে আপনাকে একজন ভাল ট্রেডার এর কাছে যেতে হবে যে আপনাকে ভাল করে নিজের মতন করে কাজ শিখাবে। আবার আপনি যদি মনে করেন আপনার জন্য এটা সঠিক না তা হলে আপনি ফরেক্স ফোরামের অনেক ওয়েব সাইট আছে সেখান থেকে আপনি কাজ শিখতে পারেন সেটা আপনার ব্যক্তিগত।তবে আপনি যদি ভাল করে কাজ শিখতে চান তা হলে আপনি যেখানে ই যান না কেন আপনাকে ধৈর্য সহকারে কাজ শিখতে হবে।
-
ফরেক্স মার্কেট শিখাটা হচ্ছে নিজের কাছে আপনে ধরেই ফরক্স শিখতে পারবেন না আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে এই মার্কেট এ অনেক বেশি ডেমো প্রাকটিস করতে হবে নিজেকে অনেক ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকে হবে আর আপনে চাইলে ফরেক্স করে এমন একজন অবিজ্ঞ লোকের কাছে ফরেক্স শিখতে পারেন।
-
আসলে এই ব্যবসাটা এরকম যে এটা কেউ কাউকে শেখাতে বা বোঝাতে পারবেনা । এই ব্যবসাটা আসলে কিরকম আপনাকে ফিল করতে হবে মানে অনুভব করতে হবে, এর চাল চলন, উঠানামা আপনাকে বুঝতে হবে । এবং এর পাশাপাশি আপনি অনলাইনে অথবা অফলাইনে যে কারও নিকট থেকে সহযোগিতা নিতে পারেন ।
-
ফরেক্স শিখার অনেক মাধ্যম রয়েছে। অনলাইনের মাধ্যমে আপনি ফরেক্স শিখতে পারেন। ইন্টারনেটে ফরেক্স শেখার অনেক মাধ্যম রয়েছে। আর ফরেক্স ট্রেড শেখার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে ডেমো ট্রেড ।
-
আমার ব্যাক্তিগত মতামত হলো নতুন ফরেক্স শিক্ষার্থীদের জন্য ফোরামই সর্বপ্রথম শিক্ষালয়৷আমি আমাদের এই ফোরাম থেকেই একটু একটু করে ধীরে ধীরে অনেক কিছু শিখেছি৷এছাড়াও বিভিন্ন ই-বুক,অনলাইন টিউটোরিয়াল,ইন্সটাফরেক্স আয়োজিত ভিডিও টিউটোরিয়াল,ইউটিউব চ্যানেল ...ইত্যাদি অনেক সোর্স আছে সেগুলো থেকে দীর্ঘসময় দিয়ে শিখতে পারবেন৷
-
ফরেক্স শেখার জন্য আসলে কোন প্রতিষ্ঠান নেই, যাও আছে সেগুলো নির্ভরযোগ্য নয়। যা কিছু শিখতে চান নিজের যোগ্যতায় শিখতে হবে, বিভিন্ন ফোরাম, ওয়েবসাইট, থেকেও হেল্প নিতে পারেন। ডেমো ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমাদের জন্য এখনও ইন্টারনেট ই ভরসা, তবে ভবিষ্যতে হয়তো কোন ভাল প্রতিষ্ঠান হবে আশা করি।
-
ভাই আপনি যদি শুধু এই ফোরামের শিক্ষাটাকেই সঠিকভাবে নিতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে অন্য কোন জায়গায় গিয়ে ফরেক্স শেখার প্রয়োজন হবে না। কারন এখানে যে জিনিসগুলো আপনি শিখতে অথবা জানতে পারবেন, সেটা আমার মনে হয় না অন্য কোথাও অাপনি এভাবে পাবেন। কেননা এখানে একজন টেডারের বেসিক্যালী যে সব বিষয় নিয়ে বেশি সমস্যা হয়, আপনি সে সমস্ত বিষয়গুলো এখানে সরাসরি প্রত্যক্ষভাবে অভজারবেশন করতে পারবেন এবং এর সমাধানও পাবেন এখানে।
-
ফরেক্স শিখার অনেক মাধ্যম রয়েছে। অনলাইনের মাধ্যমে আপনি ফরেক্স শিখতে পারেন। ইন্টারনেটে ফরেক্স শেখার অনেক মাধ্যম রয়েছে। আর ফরেক্স ট্রেড শেখার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে ডেমো ট্রেড ।
-
ফরেক্স শিখার বিভিন্ন সিস্টেম রয়েছে আপনি চাইলে কোন অভিজ্ঞ ব্যাক্তির সহায়তা নিতে পারেন অথবা বিভিন্ন ফরেফরেক্স লার্নি সাইট থেকে ফরোক্স শিখতে পারেন।
-
ফরেক্স ফোরাম থেকে ফরেক্স শিখলে ফরেক্স এ ভালো ট্রেড করতে পারবেন। কারন ফোরাম গুলোতে ফরেক্স সম্পর্কে অনেক ভালো ভাবে ফরেক্স এর সকল বিষয় গুলো খুব বিস্তারিত ভাবে দেওয়া আছে। আপনার যদি ফরেক্স এর কোন বিষয় আপনার বুঝতে সমস্যা হয় আপনি ফোরামে সমস্যা গুলো তুলে ধরলে আপনি তার সমাধান পেয়ে যাবেন। তাই আমার মতে ফোরামের সাথে লেগে থাকুন তাহলে খুব সহজেই ফরেক্স শিখতে পারবেন।
-
যেহেতু একজন ট্রেডার হওয়ার জন্য শেখার কোন বিকল্প নেই বলেই আমি জানি। তারপরও আপনি প্রশ্ন করেছেন কোথা থেকে শিখলে আপনি ভাল করবেন বা করতে পারেন। আসলে শিখবেন আপনি প্যাশণ নিয়ে। যদি আপনি আপনার আটমোস্ট এফোর্ট দিয়ে শিখতে পারেন তবেই আপনি সঠিক জিনিসটা শিখতে পারবেন। আপনি কোন গুরু ধরতে চাইলে বুঝে শুনে। আর সব থেকে ভাল গুরু হল গুগল।যদি পারেন এর হাতে পায়ে ধরে লেগে থাকুন।
-
আমি আসলে জানি না কোথাই ফরেক্স মার্কেট এ ট্রেড করা সিখলে ভাল লাভ করা যায় আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করা শিখছি বিভিন্ন বল্গ ও ফোরাম পরে যদিও আমার নিয়মিত লাভ করতে অনেক সময় লাগছে তবে ফরেক্স মার্কেট এ লেগে থাকলে সফলতা আসবেন তাই আপনি নিজে নিজে ফরেক্স মার্কেট এ ট্রেড করা শিখতে পারেন এতে করে আপনার লাভ হবে
-
নানা প্রতিস্থান আছে ফরেক্স শেখার জন্য। কিন্তু কন্তা ভাল কন্তা খারাপ তা বলতে পারব না। আমার মতে ট্রেডিং ভাল শেখার জন্য নিজে ছেস্তা করাই ভাল। ইন্টারনেট আছে পি ডি এফ আছে। আবার বাংলা ফরেক্স আছে। তাই শেখা খুব কথিন হবে না। প্রছুর জানতে হবে।
-
কোথা থেকে ফরেক্স শিখলে ভাল ট্রেডার হাওয়া যায় এর কোন নিয়ম নেই। এটা আপনার উপর নির্ভরশীল। এটি একটি উমুক্ত মার্কেট। আপনি এখানে যত সময় দিবেন তত বেশি ফরেক্স সম্পর্কে জানতে পারবেন।
-
ফরেক্স একটা আন্তর্জতিক ট্রেড প্রতিষ্ঠান। এখানে কাজ করতে হলে আপনাকে আগে ট্রেড শিখতে হবে।কোথা থেকে ট্রেড শিখলে ভাল ট্রেডার হওয়া যায় ? আসলে ট্র্রেড শেখার অনেক মাধ্যম/জায়গা আছে। শুধূ ইচ্ছা থাকলে ঘরে বসে আপনি ট্রেড শিখতে পারবেন।সে ক্ষেত্রে আপনি ইউটিউবে ভিডিওর সাহায্য গ্রহন করতে পারেন।এ ছাড়া বই পড়েও আপনি ফরেক্স শিখতে পারবেন।
-
আমার জানামতে ফরেক্স মার্কেটে ট্রেড শিখার জন্য এবং শেখানোর জন্য মাধ্যমের অভাব নেই। তবে একেকজনের জন্য একেক মাধ্যম উত্তম। তাই আমি সুনির্দিষ্ট ভাবে কোন মাধ্যমকে উত্তম বলে দাবি করবো না। তবে কয়েকটি উপস্থাপন করছি - আপনি ফরেক্স সংক্রান্ত দেশ বিদেশী ওয়েবসাইটে চোখ রাখতে পারেন, ফরেক্স ফোরামের পোষ্ট পড়তে পারেন, ডেমো ট্রেড করতে পারেন কিংবা বই ও পড়তে পারেন।
-
আমরা জানি ফরেক্স একটা আন্তর্জতিক ট্রেড প্রতিষ্ঠান। এখানে কাজ করতে হলে আপনাকে আগে ট্রেড শিখতে হবে।কোথা থেকে ট্রেড শিখলে ভাল ট্রেডার হওয়া যায় ? আসলে ট্র্রেড শেখার অনেক মাধ্যম/জায়গা আছে। শুধূ ইচ্ছা থাকলে ঘরে বসে আপনি ট্রেড শিখতে পারবেন।সে ক্ষেত্রে আপনি ইউটিউবে ভিডিওর সাহায্য গ্রহন করতে পারেন।এ ছাড়া বই পড়েও আপনি ফরেক্স শিখতে পারবেন।
-
ট্রেড শেখার জন্য আমার মনে হয় তেমন কোন ভালো ট্রেইনং সেন্টার পা্ওয়া যাবে না। এর চেয়ে ইন্টারনেট থেকে ভালো শেখা সম্ভব। কেননা আজ পর্যন্ত বর্তমানে ফরেক্স সম্পর্কে প্রচুর আর্টিকেল বের হয়েছে। আগে তেমন টিউটরিয়াল ও পাওয়াে যেত না। কিন্তু এখন নেট এ যথেষ্ট ভিডিও পাওয়া যায় ফরেক্স সম্পর্কিত।
-
ফরেক্স ট্রেড শিখার জন্য কোন নির্দিষ্ট যায়গা নাই । আপনি জেভাবে ইচ্ছে শিখতে পারেন । যদি আপনি সহজ ভাবে কম কস্তে কোন টাকা খরছ না করে শিখতে চান তো আমি আপনাকে এতাই বলবো - ফরেক্স মার্কেটের বিভিন্ন সাইড আছে। সেখানে বাংলা লেখা আছে। আপনি এটা অধ্যায়ন করতে পারেন । তার পর ফরেক্স মার্কেটে ভালো ট্রেডার হওয়ার জন্য আপনি ডেমো ট্রেড করতে পারেন অনেক দিন। এতে আপনি ফরেক্স মার্কেটে ভালো ট্রেডার হতে সক্ষম হতে পারেন।
-
ফরেক্স শেখার কোন ভিন্নতা নেই, আপনি আপনার পরিচিত যে কোন প্রতিষ্ঠান বা পরিচিত ট্রেডার যিনি এই ব্যবসায়ে সফল তার নিকট হতে ফরেক্স ট্রেডিং শিখতে পারেন। এছাড়া আপনি নিজে নিজেই আপনার মেধাকে কাজে লাগিয়ে ডেমো ট্রেডিং করে ফরেক্স শিখতে পারেন।
-
বর্তমান যুগ হলো প্রযুক্তি নির্ভর যুগ। এখানে সবাই কম বেশি প্রযুক্তির ব্যবহার করে। আর ফরেক্স ট্রেডিং হলো আন্তর্জতিক ট্রেডিং প্রতিষ্ঠান। আর এখানে কাজ করতে হলে আপনাকে আগে কিভাবে ট্রেডিং করতে হয় তা শিখতে হবে। এখন কথা আসে যে আপনি কোথা থেকে শিখবেন।এখানে আমি বলবো যে শুধূ আপনার ইচ্ছা থাকলে ঘরে বসেই আপনি ট্রেড শিখতে পারবেন।সে ক্ষেত্রে আপনি ইউটিউবে ভিডিও এর সাহায্য গ্রহন করতে পারেন।এ ছাড়াও বই পড়েও আপনি ফরেক্স শিখতে পারবেন।