-
আপনি একটি ট্রেড ওপেন করার পর মার্কেট যদি আপনার ট্রেডের প্রতিকূলে চলে যায় অর্থাত ধরুন আপনি ট্রেডটি সেলে ওপেন করলেন আর মার্কেট উপরের দিকে চলে গেল সেক্ষেত্রে আপনার লস হবে অন্যদিকে মার্কেট যদি আপনার ঐ ট্রেডটির অনুকূলে উঠতে থাকে তবে সেক্ষেত্রে আপনার ঐ ট্রেডটি ক্রমশয়ে প্রফিট লাভ করতে থাকবে আর এ ভাবেই ফরেক্স মার্কেটে লাভ বা লস হয়ে থাকে।
-
আমি বলবো ফরেক্স হচ্ছে একটি আধুনিক ব্যবসা। এখানে buy এবং sell এর মাধ্যমে লাভ এবং লস হয়। এখানে একটি দেশের কারেন্সি বিক্রি করে অন্য একটি দেশের কারেন্সি কেনা যায় এবং এই কেনা বেচার মাধ্যমে কিছু লাভ হয়। আর ফরেক্স করতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে জানতে হবে। ভাল ভাবে জেনে আপনি যদি ট্রেড করেন তবে লাভবান হবেন।
-
ফরেক্স মার্কেটের মুভমেন্টের উপর ভিত্তি করেই আমরা লাভ বা লস করে থাকি। যেমন ধরুন - eur/usd কারেন্সি পেয়ারটিতে আমরা ট্রেড করে থাকি। কারেন্সি পেয়ারের প্রথমে আছে ইউরো জোন এবং শেষে আছে আমেরিকা। যদি ইউরো জোনের উপর আমেরিকা অর্থনৈতিক ভাবে প্রভাব বিস্তার করে তবে এই কারেন্সি পেয়ারটি ডাউন হতে থাকবে। অনুরূপভাবে ইউরোজোন আমেরিকার উপর প্রাধান্য বিস্তার করলে কারেন্সি পেয়ারটি আপ হবে অর্থাৎ বাই মুডে থাকবে। যখন আমরা ট্রেড ওপেন করি তখন মার্কেট গতি বা মুভমেন্ট ট্রেডের অনুকূলে গেলে লাভ হতে থাকে আর প্রতিকূলে গেলে লস হতে থাকে।
-
ফরেক্সে লাভ বা লস হয় কারেন্সির প্রাইস উঠা-নামা করার কারণে। যেমন ধরেন, আপনি ইউরো-ইউএসডি পেয়ারে ১ লটে একটা বাই ট্রেড ওপেন করলেন। এখন যদি আপনার ট্রেডের অনুকূলে থাকে তাহলে ইউরোর দাম বেড়ে গেলে আপনার প্রতি পিপসে ১০ ডলার করে প্রফিট হবে কারণ ১ লট = ১০ ডলার তাই। এখন আপনি যদি ১০ পিপস প্রফিট করে ট্রেড ক্লোজ করে দেন তাহলে আপনার ১০০ ডলার প্রফিট হবে আর ঠিক লস হলেও এমনভাবে হবে।
-
আমরা জানি ফরেক্স একটি আধুনিক ব্যবসা । আপনি ফরেক্স এ যদি সফল ভাবে ব্যবসা করতে চান তাহলে আপনাকে ফরেক্স বিষয়ে জানতে হবে। ফরেক্স এ কিভাবে ট্রেড করে লাভ করা যায় তা আপনাকে জানতে হবে । ফরেক্স এ ডেমো ট্রেডিং করা কি ভাবে ফরেক্স এ রিয়েল ট্রেড করতে হয় তা আপনাকে আগে জেনে তার পর ফরেক্স এ কাজ করতে হবে । ফরেক্স ব্যবসা সম্পর্কে জানতে পারলে এখান থেকে সহজেই লাভ করা যায় ।
-
আসলে ফরেক্সে আমরা ট্রেড করি buy এবং sell এ । এই ট্রেড বসানর পরে আমরা একটি দেশের কারেন্সি কেনা বেচা করি । এভাবে যদি কারেন্সি দাম কমে বা বাড়ে । তখন আমাদের লাভ বা লস হয় ।
-
যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷আমাদের বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রা এমনি ভাবেই ক্রয় বিক্রয় করছে৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি মা্ত্র৷
-
ফরেক্স ট্রেড করতে গেলে লাভ ও লছ দুটোই।নানা কারনে ফরেক্সে লাভ ও লছ হয়।ফরেক্সে কাজ যদি ভালো ভাবে করা যায় তাহলে লাভ হওয়ার সম্ভাবনা অনেক।আর এজন্য প্রযোজন কিছুটা বুদ্ধি ও ধারনা লাগবে।যদি আমরা ফরেক্স সম্পর্কে কিছু না জানি তবে আমাদের অনেক লছ হবে।
-
আমরা জানি ফরেক্স একটি আধুনিক ব্যবসা । আপনি ফরেক্স এ যদি সফল ভাবে ব্যবসা করতে চান তাহলে আপনাকে ফরেক্স বিষয়ে জানতে হবে। ফরেক্স এ কিভাবে ট্রেড করে লাভ করা যায় তা আপনাকে জানতে হবে । ফরেক্স এ ডেমো ট্রেডিং করা কি ভাবে ফরেক্স এ রিয়েল ট্রেড করতে হয় তা আপনাকে আগে জেনে তার পর ফরেক্স এ কাজ করতে হবে । ফরেক্স ব্যবসা সম্পর্কে জানতে পারলে এখান থেকে সহজেই লাভ করা যায় ।
-
আমরা জানি সকল ব্যবসায়ে লাভ লস আছে আর ফরেক্স যেহেতু একটা ব্যবসা সেহেতু ফরেক্স মারকেতেও লাভ লস আছে আর এতেয়া সম্পূর্ণ ট্রেডারের উপর নির্ভর করে আর ফরেক্স মার্কেটে লাভ লস হয়, যেমন আমি একটি bay দিলাম ১.৩৫৬৭০ এখন মার্কেট যদি উপরে উঠে তাহলে লাভ হবে। এবং মার্কেট যদি নিচে নামে তাহলে আমার লস হবে। আর এভাবেই ফরেক্সে লাভ ও লস হয়।
-
আমি মনে করি ফরেক্স একটি আধুনিক ব্যবসা । আপনি ফরেক্স এ যদি সফল ভাবে ব্যবসা করতে চান তাহলে আপনাকে ফরেক্স বিষয়ে জানতে হবে। ফরেক্স এ কিভাবে ট্রেড করে লাভ করা যায় তা আপনাকে জানতে হবে । ফরেক্স এ ডেমো ট্রেডিং করা কি ভাবে ফরেক্স এ রিয়েল ট্রেড করতে হয় তা আপনাকে আগে জেনে তার পর ফরেক্স এ কাজ করতে হবে ।
-
ফরেক্স এ লাভ লস একটি গুরতপুন বিষয় আপনি চাইলেই আপনার ট্রেড লাভ লস এর জন্য দায়ি হতে পারেন, কেননা অনেক এ আছে না বুজে ট্রেড করে আমার মতে আপনাকে ট্রেড করতে হলে বুজে শুনে এনালাইসিস করে করতে হবে। ফরেক্স এ আপনি যখন ট্রেড করবেন আপনাকে বাই অথবা সেল করতে হয়, আপনি যদি দেখেন যে ট্রেড যখন নিচের দিকে যায়। তখন আপনাকে সেল এ দিতে হবে কিন্তু আপনি যদি বাই এ দেন তখন আপনি লস করবেন,এভাবেই ফরেক্স এ লাভ ও লোকশান হয়ে থাকে।
-
এই ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করি buy এবং sell এ । এই ট্রেড বসানর পরে আমরা একটি দেশের কারেন্সি কেনা বেচা করি । এভাবে যদি কারেন্সি দাম কমে বা বাড়ে । তখন আমাদের লাভ বা লস হয় ।
-
ফরেক্স এ ট্রেড বসানোর মাধ্যমে লাভ লস হয়। আমরা ফরেক্স এ ট্রেড করার সময় বাই সেল দেই আর সেই বাই বা সেল যদি আমাদের অনুকুলে যায় তাহলে আমাদের লাভ হয় আর ওই বাই সেল যদি আমাদের বিপরীতে যায় তাহলে আমাদের লস হয়।
-
আমরা জানি যে আমাদের ফরেক্স সধারন ব্যবসাহ কিন্তুু তার অনেক সুবিধা আমাদের ধৈযো থাকতে হবে তা হলে আমাদের লাভ হয়ার সম্ভবা আছে আর যদি আমরাদের ধৈযো না থাকে তা হলে আমরা ফরেক্স লাভ হয়ার সম্ভবা নাই তার জন্য আমরা বোলতে পারি যে আমাদের সবার প্রথম ধৈযো দরকার এবার বোঝা গেলে ধৈযো থাকলে লাভ না থাকলে লছ।
-
buy or sell দিলে মার্কেট আনপার দিকে না থাকলেই লস। তাছাড়া যে কোন ওর্ডার ওপেন করার সাথে সাথেই বৃকার তার নির্ধারিত চার্জ কেটে নিবে তার মানে লস শুরু আর তাই যদি লাভ করতে হয় সেক্ষেত্রে এই লস সহ মাকের্ট স্বাভাবিক অবস্থার বেয়ে কমপক্ষে 5 pip buy or sell হলে প্রফিট হবে। তার মানে হচ্ছে প্রফিট করা কিন্তু খুব ট্রাফ
-
ফরেক্স মার্কেটে লাভ লস হয় buy এবং sell এ । এই ট্রেড বসানর পরে আমরা একটি দেশের কারেন্সি কেনা বেচা করি । এভাবে যদি কারেন্সি দাম কমে বা বাড়ে । তখন আমাদের লাভ বা লস হয় ।
-
অনেকের মতে ফরেক্স একটি আধুনিক ব্যবসা । আপনি ফরেক্স এ যদি সফল ভাবে ব্যবসা করতে চান তাহলে আপনাকে ফরেক্স বিষয়ে জানতে হবে। ফরেক্স এ কিভাবে ট্রেড করে লাভ করা যায় তা আপনাকে জানতে হবে । ফরেক্স এ ডেমো ট্রেডিং করা কি ভাবে ফরেক্স এ রিয়েল ট্রেড করতে হয় তা আপনাকে আগে জেনে তার পর ফরেক্স এ কাজ করতে হবে । ফরেক্স ব্যবসা সম্পর্কে জানতে পারলে এখান থেকে সহজেই লাভ করা যায় ।
-
এই অান্তর্জাতিক মার্কেটে লাভ ও লস নির্ভর করে নিজের উপরে । নিজেকে অাগে প্রস্তুত করতে হবে । নিজেকে যে প্রস্তুত করতে পারবে সে অবশ্যই লাভ করতে পারবে । অার যে ট্রেডার নিজেকে প্রস্তুত করতে না পারবে সে কখনোই লাভ করতে পারবে না । সে লসের সন্মুখীন হয়ে যাবে ।
-
আমি মনে করি ফরেক্স একটি আধুনিক ব্যবসা, তাছাড়া যেকোনো ব্যবসায় লাভ করতে হলে সেটা সম্পর্কে জানতে হবে অর্থাত আপনি ফরেক্স এ যদি সফল ভাবে ব্যবসা করতে চান তাহলে আপনাকে ফরেক্স বিষয়ে জানতে হবে। ফরেক্স এ কিভাবে ট্রেড করে লাভ করা যায় তা আপনাকে জানতে হবে ।
-
আমরা ফরেক্সে ট্রেড করি অর্থ্যাৎ আমরা বিদেশি মুদ্রার বেচাকেনা করি । আর ফরেক্সে মুদ্রার কেনা বেচা অনেক বেশি লাভজনক বলে আমি মনে করি । ফরেক্সে আমরা যখন কোন কারেন্সিতে সেল দিই সেই কারেন্সি জোড়ার বেজ কারেন্সিরমূল্য কমে গেলে আমরা লাভ করি আর যদি সেই বেজ কারেন্সি বাজার মূূল্য বেড়েযায় তবে আমাদের লস হবে ।
-
আপনি ফরেক্স ট্রেডিংযে বাই অর্ডার করলেন এবং মার্কেট ও আপনার ট্রেডের অনুকূলে উপরের দিকে উঠতে শুরু করল তখন আপনি ঐ ট্রেডে লাভ করতে থাকবেন আবার মার্কেট যদি আপনার ঐ ট্রেডের প্রতিকূলে অর্থাত নিচের দিকে নামতে থাকে তা হরে ঐ ট্রেডে আপনি লস করতে থাকবেন আমরা যখন বাই দিই বেস করেন্সির বিপরীতে কাউন্টার কারেন্সি দাম কমে যায় বেস কারেন্সিরর দাম বেরে যায় তখন প্রপিট হয় এবং বেস কারেন্সির দাম কমে যায় তখন লস হয়।
-
ফরেক্সে ট্রেড করার সময় কোন একটি পেয়ার কারেন্সি বাই/সেল ট্রেড করলেন, এমন সময় যদি দেখেন যে আপনার ট্রেড করা পেয়ারকারেন্সির দাম আপনার অনুকুলে যাচ্ছে তাহলে লাভ হবে আর যদি দেখেন যে তার দাম আপনার প্রতিকুল অর্থাৎ বীপরিতে যাচ্ছে তাহলে আপনার লস হবে। তাই ফরেক্সে রিয়াল ট্রেড করার আগে অবশ্যই বেশী করে ডেমো একাউন্ট অনুশীলন করতে হয়।
-
ফরেক্সে পেমেন্ট প্রসেসর অনেক প্রকারের আছে। ব্যাংক এর মাধ্যমে, অনলাইন পেমেন্ট গেটওয়ে, ভিসা, মাস্টারকার্ড ইত্যাদি। তারমধ্যে সবচেয়ে সহজ হল অনলাইন পেমেন্ট গেটওয়ে। যেমন স্ক্রিল বা মানিবুকার্স, নেটেলার, পায়জামা ইত্যাদি। আমি নেটেলার ব্যবহার করি এটা একটি ভাল পেমেন্ট প্রসেসর। যাকিনা খুবই অল্প সময়ে ডিপোজিট বা উত্তোলন করা যায়।
-
যখন দুটি মুদ্রার মধ্যে একটি মুদ্রার মূল্যমান কম থাকে তখন আমরা সেই মুদ্রা ক্রয় করি এবং উক্ত মূদ্রার দাম যখন আবার বৃদ্ধি পায় তখন লাভ হয় অথবা মূদ্রার দাম আরও কমে গেলে লস হয় । এভাবেই ফরেক্স এ লাভ লস হয় । আপনি একটি বাই ওর্ডার দিলে মার্কেট উপরে গেলে লাভ হয় কিন্তু নিচে গেলে লস হয়, অনুরুপ ভাবে যদি সেল ওর্ডার দেন তাহলে মার্কেট নিচে গেলে লাভ হয় এবং উপরে গেলে লস হয় সাধারণত এভাবেই ফরেক্স এ লাভ - লস হয়ে থাকে ।
-
আপনি একটি ট্রেড ওপেন করার পর মার্কেট যদি আপনার ট্রেডের প্রতিকূলে চলে যায় অর্থাত ধরুন আপনি ট্রেডটি সেলে ওপেন করলেন আর মার্কেট উপরের দিকে চলে গেল সেক্ষেত্রে আপনার লস হবে অন্যদিকে মার্কেট যদি আপনার ঐ ট্রেডটির অনুকূলে উঠতে থাকে তবে সেক্ষেত্রে আপনার ঐ ট্রেডটি ক্রমশয়ে প্রফিট লাভ করতে থাকবে আর এ ভাবেই ফরেক্স মার্কেটে লাভ বা লস হয়ে থাকে।
-
ফরেক্স এ আপনি ট্রেড করে লাভ এবং লস করতে পারেন|আপনি যদি বুঝে শুনে ট্রেড করেন তাহলে লাভ হবে আর না বুঝে ট্রেড করেন তাহলে লস হবে|একটি ট্রেড ওপেন করলেন বাই এ থখন যদি মার্কেট দাওন এ যাই তখন আপনি লস খাবেন।আর আপনি যদি একটি ট্রেড সেল এ ওপেন করেন তখন মার্কেট যদি দওন হই তখন আপনি লাভ করবেন।এটাকে লস লাভ বলে।এই জন্য আপনাকে ফরেক্স সম্পর্কে জানতে হবে|
-
মনে করেন আপনি ফরেক্স ট্রেডিংযে বাই অর্ডার করলেন এবং মার্কেট ও আপনার ট্রেডের অনুকূলে উপরের দিকে উঠতে শুরু করল তখন আপনি ঐ ট্রেডে লাভ করতে থাকবেন আবার মার্কেট যদি আপনার ঐ ট্রেডের প্রতিকূলে অর্থাত নিচের দিকে নামতে থাকে তা হরে ঐ ট্রেডে আপনি লস করতে থাকবেন আমরা যখন বাই দিই বেস করেন্সির বিপরীতে কাউন্টার কারেন্সি দাম কমে যায় বেস কারেন্সিরর দাম বেরে যায় তখন প্রপিট হয় এবং বেস কারেন্সির দাম কমে যায় তখন লস হয়।ফরেক্স মার্কেট থেকে আয় করতে সক্ষম হই আর এখানে বাই অথবা সেল থাকে মার্কেট যখন উপরের দিকে যায় তখন যদি বাই দেওয়া হয় তো লাভ হয় আর যখন নিচের দিকে যায় তখন সেল দিলে লস হয়
-
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়ে থাকে। ফরেক্স মার্কেটে ট্রেডিং করে অর্থ উপার্জন করা হয়ে থাকে। ট্রেড দুই রকমের। একটি হচ্ছে বাই ট্রেড, আর একটি হচ্ছে সেল ট্রেড। বাই ট্রেডে আপনি যে প্রাইসে মুদ্রা কিনলেন সেই প্রাইস থেকে বেশি প্রাইসে সেল করার মাধ্যমে আপনি লাভ করতে পারেন। আর সেল ট্রেডের ক্ষেত্রে হয় বাই ট্রেডের উলটা নিয়ম।
-
আসলে ফরেক্স মানি হচ্ছে মুদ্রার বিনিময় করে লাভ লস করা। আপনাকে একটি দেশের মুদ্রার ইকনমি ভালো করে বুজতে হবে। একটি দেশের মুদ্রার দর কি পরিমানে কমে বা এর ছেয়ে আরো বেশি কমবে কি না, বা কমে গেলে সেই মুদ্রা ক্রয় করে দর বেড়ে গেলে আপনি সেল করে লাভ করতে পারেন। আবার আপনি মুদ্রা বেশি দামে কিনে লাভ করার চিন্তা করলে লস খেতে পারেন।
-
ফরেক্স মার্কেটে লেনদেন করা হয় জোড় বা পেয়ার হিসাবে যেমন EUR/USD, USD/JPY ইত্যাদি। কেননা আমরা যখন লেনদেন করি তখন আসলে কোন দেশের কারেন্সী কিনি এবং অন্য আর একটি দেশের কারেন্সী বিক্রয় করি। এখন আমি যদি EUR/USD ক্রয় করি এবং এরপর EUR এর মূল্য USD এর বিপরীতে বৃদ্ধি পায় তবে আমি লাভ বা লস করি।
যেমন আমি যদি EUR/USD ক্রয় করতে চাই তবে তাদের বিনিময় হার আমাকে বলবে যে আমাকে কত USD(Quote) দিয়ে এক EUR(Base) কিনতে হবে। EUR/USD= ১.৩২৩২১ হলে বুঝতে হবে ১ EUR(Base)কিনতে ১.৩২৩২১ USD(Quote) দিতে হবে।
আবার, আমি যদি EUR/USD বিক্রয় করতে চাই তবে তাদের বিনিময় হার আমাকে বলবে যে আমাকে কত USD(Quote) পাওয়া যাবে এক EUR(Base) বিক্রয় করলে। EUR/USD= ১.৩২৩২১ হলে বুঝতে হবে ১ EUR(Base) বিক্রয় করলে ১.৩২৩২১ USD(Quote) পাওয়া যাবে। আরও সহজভাবে বলি, Base মুদ্রা হল লেনদেন এর ভিত্তি যা আসলে লেনদেন করা হয়। আমরা কোন Currency Pair কিনলে আসলে তার Base মুদ্রা কিনি তার জোড়ার বিপরীত মুদ্রা দিয়ে এবং কোন Currency Pair বিক্রি আসলে তার Base মুদ্রা বিক্রি করে তার জোড়ার বিপরীত মুদ্রা কিনি।যেমন, EUR/USD কিনলে আসলে EUR কিনি USD দিয়ে এবং EUR/USD বিক্রি করলে আসলে তার EUR বিক্রি করে USD পায়। ফলে, যায় করি না কেন তা আসলে Base মুদ্রাটিকে নিয়েই করা হয়।
সাধারণভাবেই, ফরেক্স এর খুব প্রাথমিক কথা হল যে, আপনি যদি মনে করেন Base মুদ্রাটির মূল্য তার উদ্ধৃত বা বিপরীত মুদ্রাটির তুলনায় বাড়বে তবে আপনি ঐ Currency Pair টি কিনবেন এবং যদি মনে করেন প্রথম মুদ্রাটির দাম পরেরটির তুলনায় কমবে তাহলে জোড়টি বিক্রি করে দিতে পারেন।
-
ফরেক্স আসলে একটা ব্যবসা। এটার বিষয়ে সঠিক জ্ঞান থাকলে বা বুজতে পারলে এটা থেকে প্রচুর পরিমান ইনকাম করা যায়। ফরেক্স বুজলে লাভ হবে কিন্তু যারা বোঝে না তারা এটা থেকে লস ছাড়া কোন কিছু পাবে না।
ধন্যবাদ
-
আপনি যদি বায় দিয়ে কোনো ট্রেড ওপেন করেন তবে মার্কেট উপরের দিকে গেলে আপনার লাভ হবে, কিন্তু এক্ষেত্রে মার্কেট যদি নিচের দিকে যায় তবে আপনার লস হবে। অপরদিকে আপনি যদি সেল দিয়ে কোনো ট্রেড ওপেন করেন তবে মার্কেট নিচের দিকে গেলে আপনার লাভ হবে এবং উপরের দিকে গেলে হবে লস।
-
ফরেক্স মার্কেটে ট্রেডারের লাভ কিংবা লস নির্ধারণ হয় তার ট্রেডিং দক্ষতার উপর ভিত্তি করে। এখন মার্কেটে আপনি যদি ভাল কোন পজিশন পেয়ে যান কিংবা আপনার পদ্ধতি আপনাকে যথার্থ পরিমাণে প্রফিটের দিকে ধাবিত করে, অথবা আপনি যদি ভাল মানের দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হন তাহলে আপনি বেশিরভাগ সময় প্রফিটেই থাকবে। আর এখানে লস হয় সাধারণত ট্রেডারের অজ্ঞতা ও কিছু ভুলের কারণে।
-
ফরেক্স এ আপনি ট্রেড করে লাভ এবং লস করতে পারেন | আপনি যদি বুঝে শুনে ট্রেড করেন তাহলে লাভ হবে আর না বুঝে ট্রেড করেন তাহলে লস হবে | এই জন্য আপনাকে ফরেক্স সম্পর্কে জানতে হবে |
-
খুব সহজ বুশয় তা হলো আপনি যদি পেয়ার এ বাই দেন তাহলে পেয়ার এর দাম উপরের দিকে উঠলে আপনার লাভ হবে, তবে আপনি যদি সেল নেন তাহলে প্রাক যদি নিচের দিকে নাম তাহলে আপনার লাভ.
-
ফরেক্স এর মাধ্যমে আমরা বিভিন্ন দেশের কারেন্সি ক্রয়-বিক্রয় করি আর এই ব্যবসায় লাভ লস দুটোই হয়।আপনি যদি মনে করেন যে এই ব্যবসায় আপনার লাভের চেয়ে লস বেশি হচ্ছে তাহলে আপনাকে অবশ্যয় একজন ভালো ট্রেডারের সাথে পরামর্শ করতে হবে এবং ফরেক্স ট্রেড সম্পর্কে আরও অভিজ্ঞ হতে হবে। আর মনে রাখতে হবে এই ব্যবসায় অতিরিক্ত লোভ করা যাবেনা।ফরেক্স ট্রেড সম্পর্কে ভালোমত না জেনে কোন বড় ট্রেড ওপেন করবেন না।বড়ট্রেড ওপেন করলে লসের সংখ্যাটা বেশি গুনতে হয়।
-
ফরেক্স একটি আধুনিক ব্যবসা এর এই ব্যবসায় চাইলে আপনি সফল ফরেক্স ব্যবসায়ী হতে পারেন। আর এর জন্য আপনাকে ফরেক্স বিষয়ে জানতে হবে। ফরেক্স এ কিভাবে ট্রেড করে লাভ করা যায় তা আপনাকে জানতে হবে । ফরেক্স এ ডেমো ট্রেডিং করা কি ভাবে ফরেক্স এ রিয়েল ট্রেড করতে হয় তা আপনাকে আগে জেনে তার পর ফরেক্স এ কাজ করতে হবে । ফরেক্স ব্যবসা সম্পর্কে জানতে পারলে এখান থেকে সহজেই লাভ করা যায় ।
-
ভাই ফরেক্সে একজন ট্রেডারের লাভ/লস নির্ধারন হয়ে থাকে তাঁর দক্ষতার বলে, তার যোগ্যতার ভিত্তিতে। যদি কোন ট্রেডার তার জ্ঞানের আলোকে মার্কেট সম্পর্কে তার অভিজ্ঞতার ব্যাখ্যা ও বিশ্লেষণ সঠিকভাবে সঠিকসময়ে প্রয়োগ করতে পারেন তবেই সে তার লাভ কিংবা লস স্বচক্ষে দেখতে পাবেন। এছাড়াও আরও অনেক কারন রয়েছে লাভ-লসের পেছনে।
-
আসসালামুয়ালাইকুম, ফরেক্স মার্কেটে ট্রেড খোলা খুবই সোজা। আপনার যদি স্টক মার্কেটে ট্রেড করার অভিজ্ঞতা থাকে তবে আপনি তা আর তাড়াতাড়ি বুঝতে পারবেন। ।আপনি বাই (buy) অথবা সেল (sell) করবেন। আপনি যখন কোন কোরেন্সিতে সেল দেন সেই কোরেন্সির মুল্য কমে গেলে আপনার লাভ হবে আর যদি কোরেন্সির বাজার মুল্য বেড়ে যায় তবে আপনার লস হবে। ঠিক অপরদিকে আপনি যখন কোন কোরেন্সিতে বাই দেন তখন সেই কোরেন্সির মুল্য কমে গেলে আপনার লস হবে আর যদি কোরেন্সির বাজার মুল্য বেড়ে যায় তবে আপনার লাভ হবে ।