-
ফরেইন কারেন্সি বা বৈদেমিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের পৃথিবীর সবচেয়ে বড় মার্কেটপ্লেসটির নাম হল ফরেক্স মার্কেট এখানে যেকোনো দেশের মানুষ ট্রেড করার সুযোগ পায় কারন এটি অনলাইন ভিত্তিক একটি মার্কেট। এই মার্কেটে কারেন্সির পাশাপাশি বিভিন্ন মূল্যবান ধাতব যেমন সোনা,রুপা,তামা,সিলভার ইত্যাদিও ক্রয়-বিক্রয় হয়ে থাকে।
-
ফরেক্স একটি বিজনেস যাকিনা আন্তর্জাতিক পর্যায়ে সংগঠিত হয়ে থাকে। ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যেখানে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যমে ট্রেড করে অর্থ উপার্জন করা যায়।
-
বিভিন্ন দেশের মুদ্রা সর্বদায় পরিবরতনশিল। ফরেক্স হল বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেটে একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করা হয়। আগের দিনে শুধুমাত্র বিশাল ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে সকল শ্রেনীর ও পেশার লোক ফরেক্স ট্রেড করতে পারে।
-
ফরেক্স হছে Foreign Exchange। অর্থাৎ এখানে আপনি একটি কারেনিস্র বিনিময়ে আরেকটি কারিন্সি ক্রয় বা বিক্র্য করে লাভ করতে পারেন। ফরেক্স হছে আন্তর্জাতিক একটা অনলাইন ব্যবসা। আপনি নেট কানেকশন কম্পিউটারে এর মাধ্যমে ঘরে বসে ট্রেড করতে পারেন।
-
আমার মতে ফরেক্স একটি অনলাইন ব্যবসা যার মাধ্যমে মুদ্রা বেচাকেনা হয়। এটি একটি আন্তঃর্জাতিক মুদ্রা বিনিময় বাজারও বলা হয়। দিনের যে কোন সময় যে কোন জায়গা থেকে এই মার্কেট এ কাজ করা সম্ভব। যে কেউ এখানে কাজ করতে পারে।
-
ফরেক্স হল বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের সব থেকে বড় মার্কেট যেখানে প্রতিদিন সবচেয়ে বেশি পরিমান মুদ্রা ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে। এই মার্কেট কোন বিশেষ দেশ বা বেক্তি দ্বারা নিয়ন্ত্রন সম্ভাব নয় এটি বিশ্ব অর্থনৈত্তিক অবস্থার পরিবর্তন দ্বারা পরিবর্তিত হয়ে থাকে।
-
Foreign Exchange এর সংক্ষিপ্ত রুপ হল Forex । এটি একটি আন্তর্জাতিক বিকেন্দ্রিত মুদ্রা বিনিময় বাজার। এই মার্কেটে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় এর মাধ্যমে আয় করা যায়। অর্থাৎ আপনি একটি দেশের মুদ্রার বিপরীতে আরেকটি দেশের মুদ্রা ক্রয় বা বিক্রয় এর মাধ্যমে আয় করতে পারবেন। আপনি যখন একটি দেশের মুদ্রা দিয়ে আরেকটি দেশের মুদ্রা ক্রয় করবেন সেই দেশের মুদ্রার দাম আপনার ক্রয়কৃত দামের ঊর্ধ্বগতিক পার্থক্যই হচ্ছে আপনার লাভ। এই বাজারটি এত বড় যা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ মার্কেটের চেয়ে কয়েক গুন বেশি ভলিয়াম এ দেনিক ট্রেড হয়।
-
ফরেক্স হচ্ছে বিদেশিক মুদ্রার কেনা বেছা করা। আর এটা হয়ে থাকে ফরেক্স মার্কেটের মাধ্যেমে। আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করে বিদেশিক মুদ্রা কিনা বেছা করতে চান তবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আমি মনে করি অবিজ্ঞতা অর্জন করেই তবে আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে পারেন।আর তাই আপনাকে ফরেক্স মার্কেট নিয়ে অনেক পড়া শুনা করতে হবে।
-
আমরা জানি ফরেক্স হলো বৈদেশীক মূদ্রার কেনা বেচার জায়গা। যেখানে আপনি একদেশের মূদ্রার সাহাজ্যে অন্যদেশের মূদ্রা ক্রয় বিক্রয় করতে পারেন। নতুন জারা না জানেন ফরেক্স মার্কেট কি তার যদি বাংলাদেশের শেয়ার বাজার চিনে থাকেন তাহলে শেয়ার বাজারের মতই ফরেক্স মার্কেট শেয়ার বাজারে পন্যের স্বত্ব কেনা বেচা হয় এবং ফরেক্স মার্কেটে এক দেশের মূদ্রার বিনিময়ে অন্য দেশের মূদ্রা কেনা বেচা করা যায়।
-
Forex হচ্ছে the foreign exchange market, কেউ কেউ বা FX অথবা currency market বলে থাকে। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফাইনান্স্যিয়াল মার্কেট। যদি নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE) এর সাথে তুলনা করেন তাহলে দেকবেন যে NYSE তে দৈনিক $২২.৪ বিলিয়ন এর মত ট্রেড হয় আর ফরেক্স মার্কেটে আনুমানিক $৫ ট্রিলিয়ন দৈনিক ট্রেড হয়।
-
ফরেক্স হচ্ছে অান্তর্জাতিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের ব্যাবসা যেখানে একটি মুদ্রার বিপরিতে অারেকটি মুদ্রার ক্রয় করা হয়। এই ব্যাবসা বিশ্বের যে কোনো স্থানে বসে করা যায় সুধু তার জন্য প্রয়োজন হয় ইন্টারনেট কানেকশন সহ একটি কম্পিউটার আর নিজের দক্ষতা অার অভিজ্ঞতা। ফরেক্স হল এমন একটি ট্রেডিং মার্কেট যেখানে একটি মুদ্রার বিপরিতে আরেকটি মুদ্রা কেনাবেচা করে প্রফিট করা যায়। আর এই মার্কেটে ট্রেডিং সুবিধাগুলোও নতুনরা একবার জেনে নিতে পারেন।
-
ফরেক্স কি সেটা যদি ব্যাখ্যা করা হয় তবে তা শুধুই কালক্ষেপন হবে কোন সুদ্দিষ্ট বিশেষণ দ্বারা একে বিশেষায়িত করা যাবে না । ফরেক্স মার্কেটে এমন একটা মার্কেট যেখানে আমরা অনকে বেশি পরিমাণে সফল হতে পারি আামদের নিজস্ব চেষ্টা িএবং অনেক বেশি পরিমাণে অব্যহত পরিশ্রমের দ্বারা । যে যত বেশি ট্রেড করবে সে তত সফল হওয়ার দিকে এগিয়ে যাবে ।
-
ফরেক্স হোল বর্তমান পৃথিবীর অনলাইন আয়ের সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত মাধ্যম। এই মার্কেটে আপনি অনলআ;ইন এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করতে পারবেন এর জন্য আপনাকে কোন আকাদেমিক কুয়ালিফিকেসন দরকার পরবেনা ফরেক্স সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা ওপেন থাকে এবং পৃথিবীর যে কোন প্রান্ত থেকে অনলাইন এর মাধ্যমে আপনি ফরেক্স ট্রেড করতে পারবেন তবে তার জন্য আপনাকে বিনিউগ করতে হবে
-
আমি মনে করি ফরেক্স একটি আন্তজাতিক ব্যবসা যা থেকে আয় করা যায় | যার মাধ্যমে আয় করা যায় তাকে বিসনেস হলে তাই আমরা ফরেক্স কে আমরা আয়ের মাধ্যম বলতে পারি ফরেক্স থেকে আয় করিতে পারি আয় তাই হল ফরেক্স |
-
ফরেক্স হল একটি আন্তর্জাতিক কারেন্সি ক্রয় বিক্রয়ের প্ল্যাটফর্ম। এখানে ট্রেডাররা কারেন্সি পেয়ার ক্রয় করে কিংবা বিক্রয় করে ব্যবসা করে থাকেন। কারেন্সি পেয়ারের মান উঠা নামার উপর ভিত্তি করে ট্রেডারদের লাভ কিংবা লস হয়।
-
ফরেক্স মার্কেট কি ? ফরেক্স হল আন্তর্জাতীক একটি অন লাইন মার্কেট। এখানে বিভিন্ন দেশের মুদ্রা কারেন্সি পেয়ারের মাধ্যমে ক্রয় বিক্রয় করা হয়। এটির মাধ্যমে যে কোন দেশের লোক যে কোন স্থান থেকে এ ব্যাবসা পরিচালনা করতে পরে। তবে এ ব্যাবসা পরিচালনার জন্য আপনার কে এ বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। না হয় এই মার্কেটে ঠিকায়ে থাকা কঠিন। এখানে অধিকাংশ মুদ্রার লেনদেন হলেও এর সথে ভিবিন্ন কোম্পনির শেয়ার, স্বর্ণ ও ক্রয় বিক্রয় করা হয় । বাংলাদেশ ফরেক্স ফোরামে ফরেক্স সম্পকে দক্ষতা অর্জনে সহযোগীতা করে। ফরেক্স সম্পূকে আপনার যে কোন প্রশ্ন কের জানতে পারবেন।
-
ফরেক্স হলো বিশ্বব্যপী সকলের জন্য উন্মূক্ত স্বাধীন ব্যবসা৷যে মার্কেটে মাত্র ৫ ভাগ ট্রেডার দক্ষতার সাথে নিয়মিত প্রফিট করে থাকেন৷এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয়৷যেখানে প্রতিদিন গড়ে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷এক দেশের মুদ্রা ক্রয় ও অন্য দেশের মুদ্রা বিক্রয় করা হয়৷আমরা ট্রেডারগণ অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র সাইজের লট ক্রয় বিক্রয় করে প্রতি নিয়ত কেও লস করছি বা কেও কেও লাভ করছি৷ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র ৷যত ভালোভাবে শিখে আয়ত্ত্ব করতে পারবেন তত ভালো প্রফিট করতে পারবেন৷সকলেই ইচ্ছা ও সুবিধা মত সুযোগ কাজে লাগিয়ে পরিবারকে আর্থিকভাবে আরোও সচ্ছ্বল ও উন্নত করতে পারেন৷
-
ফরেক্স হল আন্তর্জাতিক কারেন্সি ব্যবসা। এইব্যবসা বর্তমান বিশ্বে খুবই জনপ্রিয়তা পেয়েছে। কারন ফরেক্স একটা স্মার্ট ব্যবসায়। এতে দক্ষতার সহিত ট্রেড করতে পারলে প্রচুর প্রফিট করা যায়। তবে অনেক ট্রেডার আছে যারা ফরেক্স ট্রেড এর মাধ্যমে তাদের জীবন বদলে নিয়েছে।
-
ফরেক্স হচ্ছে অান্তর্জাতিক মুদ্রা ক্রয়-বিক্রয়েয় বাজার । যেখানে একটি মুদ্রার বিপরিতে অারেকটি মুদ্রার ক্রয়-বিক্রয় করা হয়। এখানে শুধু মুদ্রা ক্রয়-বিক্রয় হয় না, গোল্ড ও ক্রয় -বিক্রয় হয়। এই ব্যবসা বিশ্বের যে কোনো স্থানে বসে করা যায় অনলাইনের মাধ্যমে।তাই এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্দি পাচ্ছে।
-
আমরা জানি ফরেক্স হচ্ছে অান্তর্জাতিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের ব্যাবসা যেখানে একটি মুদ্রার বিপরিতে অারেকটি মুদ্রার ক্রয় করা হয়। এই ব্যাবসা বিশ্বের যে কোনো স্থানে বসে করা যায় সুধু তার জন্য প্রয়োজন হয় ইন্টারনেট কানেকশন সহ একটি কম্পিউটার আর নিজের দক্ষতা অার অভিজ্ঞতা।
-
বর্তমান ইন্টারনেটের যুগে আমরা ঘরে বসেই পৃথিবীর বিভিন্ন দেশের কারেন্সি কেনা বেচার সুযোগ পাচ্ছি। এক কথায় ফরেক্স হলো বৈদেশিক মুদ্রার কেনা বেচা। এই কেনা বেচা থেকেই লাভ হয়।
-
ফরেক্স হচ্ছে ইন্টারন্যাশনাল মুদ্রা বাজার। এখানে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় করা হয়। ফরেক্স একটা আন্তর্জাতিক ব্যবসা। এমটিফোর টার্মিনাল এর মাধ্যমে ফরেক্স করা হয়ে থাকে। ফরেক্স এ এক দেশের মুদ্রার বিনিময়ে আরেক দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়।
-
ফরেক্স হল এমন একটি ট্রেডিং মার্কেট যেখানে একটি মুদ্রার বিপরিতে আরেকটি মুদ্রা কেনাবেচা করে প্রফিট করা যায় । আর এটাই হল ফরেক্স।
-
ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় করার্ একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার । ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। আর এই থেকে যে আপনি অতিরিক্ত লাভ করবেন তাই হল ফরেক্স।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রার ব্যবসা যেটা অনলাইনে ট্রেডিং-এর মাধ্যমে মুদ্রা কেনাবেচা হয়।ফরেক্সে অনেকেই ভালো অর্থ আয় করতে পারছে।
-
ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।
উদহারণসরুপ, আমেরিকা বা usa এর কারেন্সি হছে ডলার, ব্রিটেন বা uk এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা পাউন্ড ব্যাতিতও আর বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেট এ আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন।
-
ফরেক্স কি এ সম্পর্কে নতুন করে কাউকে কিছু বলার আছে বলে আমি মনে করি না। আমি শুধু এটুকুই বলব আপনি ফরেক্স কে ব্যবসা হিসেবে দেখুন। ফরেক্স কে টাকশাল বা টাকা ছাপানোর মেশিন মনে করবেন না। তাহলে আপনি সফল হতে পারবেন না। প্রতিটি ব্যবসারই একটি নিজেস্ব নিয়ম থাকে। ফরেক্স ট্রেডের ও কিছু নিয়ম রয়েছে। আপনি সে নিয়ম মেনে ট্রেড করুন। তাহলেই সফল হতে পারবেন।
-
বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের সব থেকে বড় মার্কেটপ্লেস হল ফরেক্স মার্কেট যেখানে প্রতিদিন বিশ্বের সব থেকে বেশি পরিমান কারেন্সি বা মুদ্রা ক্রয়-বিক্রয় হয়ে থাকে। তাছাড়া ফরেক্স মার্কেটে প্রতিদিন বিভিন্ন মূল্যমানের ধাতব পদার্থ যেমন:সোনা,রুপা,সিলভার ইত্যাদি ক্রয় বিক্রয় করা হয়ে থাকে।
-
ফরেক্স মার্কেটে আমরা মুলত ট্রেডিং করে থাকি ডিপোজিট করে তাই ভাল হল ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে আমরা একদেশের কারেন্সি বিক্রয় করে অন্য দেসের কারেন্সি বাই বা সেল করে প্রফিট করে থাকি ফরেক্স মার্কেটে মুদ্রার মান সর্বত্র উঠানামা করাকে কাজে লাগিয়ে আমরা অনেক ভাল প্রফিট করতে পারি।
-
ফরেক্স হলো অান্তর্জাতিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের ব্যাবসা যেখানে একটি মুদ্রার বিপরিতে অারেকটি মুদ্রার ক্রয় করা হয়। এই ব্যাবসা বিশ্বের যে কোনো স্থানে বসে করা যায় সুধু তার জন্য প্রয়োজন হয় ইন্টারনেট কানেকশন সহ একটি কম্পিউটার আর নিজের দক্ষতা অার অভিজ্ঞতা।
-
ফরেক্স মুদ্রা কেনাবেচার একটি আন্তর্জাতিক বাজার এখানে এক দেশের কারেন্সি বিপরীতে অন্য দেশের কারেন্সি কেনাবেচা হয়।
-
ফরেক্স হলো একটি আন্তর্জাতিক মূদ্রা বিনিময় বাজার , যেখানে আপনি একটি দেশের মূদ্রা বিনিময় এর মাধ্যমে অন্য একটি দেশের মূদ্রা ক্রয় বিক্রয় করতে পারবেন । এটি একটি মুক্ত বাজার । এখানে আপনি ট্রেড পরিচালনার মাধ্যমেও উপার্জন করতে পারবেন । এটি পুঁজি বাজারের একটি বৃহৎ* অংশ । অনেকে একে পুঁজি বাজারের প্রাণ হিসেবে বিবেচনা করে । কিন্তু পুঁজি বাজারের সাথে এর একটি বিশেষ পার্থক্য রয়েছে। পুঁজি বাজারের অন্য অংশ সাধারনত সিঙ্গেল লেনদেন করে । কিন্তু ফরেক্স মার্কেট দুটি মূদ্রার একটি পেয়ার বা জোড় এ লেনদেন করে ।
-
ফরেইন কারেন্সি বা বৈদেমিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের পৃথিবীর সবচেয়ে বড় মার্কেটপ্লেসটির নাম হল ফরেক্স মার্কেট এখানে যেকোনো দেশের মানুষ ট্রেড করার সুযোগ পায় কারন এটি অনলাইন ভিত্তিক একটি মার্কেট। এই মার্কেটে কারেন্সির পাশাপাশি বিভিন্ন মূল্যবান ধাতব যেমন সোনা,রুপা,তামা,সিলভার ইত্যাদিও ক্রয়-বিক্রয় হয়ে থাকে।
-
ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা বাজার যেখানে প্রতিদিন মুদ্রা কেনা বেচা হয়। পৃথিবীর সবচেয়ে বড় স্টকএক্সেন্জ নিউইওর্ক স্টকএক্সেন্জ এর চেয়ে প্রায় ২৬ গুন বড় এই মুদ্রা বাজার । প্রতিদিন প্রায় ৫ ট্রিলিয়ন ডলার লেনদেন হয়। তাই এই মার্কেট কে নিয়ন্ত্রন করার মত কেউ নেই। বিশ্বের সব সেন্ট্রাল ব্যংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, বড় বড় ট্রেডার, ব্রোকার হাউজ এবং আমাদের মত ছোট ছোট ট্রেডার রা প্রতিদিন এই মার্কেট এ ট্রেড করেন।
-
ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক মানের মুদ্রা কেনা বেচার একটি মার্কেট। এটি পৃথিবীর সবচেয়ে বড় একটি মার্কেট। এই মার্কেট আপনি অনলাইনের মাধ্যমে যে কোন স্থান হতে পরিচালনা করতে পারবেন। এখানে প্রতিদিন প্রায় ৫ট্রিলিয়ন ডলার লেনদেন হয়ে থাকে, তাই এখানে বুঝতেই পারছেন মার্কেট নিয়ন্ত্রণ করার মত কেউ নেই। বিশ্বের সবচেয়ে বড় বড় ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্রোকার হাউজ এই ফরেক্স বাজারে সাথে সম্পৃক্ত আছে। তাই আমার বিশ্বাস আপনি এখানে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা দ্বারা ট্রেড করলে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।
-
আমার মত করে আমি বলবো ফরেক্স হল একটি আন্তর্জাতিক কারেন্সি ক্রয় বিক্রয়ের প্ল্যাটফর্ম। এখানে ট্রেডাররা কারেন্সি পেয়ার ক্রয় করে কিংবা বিক্রয় করে ব্যবসা করে থাকেন। কারেন্সি পেয়ারের মান উঠা নামার উপর ভিত্তি করে ট্রেডারদের লাভ কিংবা লস হয়। বর্তমানে এটি খুবই জনপ্রিয় একটি ব্যবসা। অনলাইন নিয়ন্ত্রিত ব্যবসা বলে অনেকেই এটিকে পার্টটাইম ব্যবসা হিসেবেও গ্রহণ করেন।
-
ফরেক্স একটি আধুনিক অনলাইন ব্যাবসায়।এখানে এক দেশের মুদ্রার বিপরীতে অন্য দেশের মুদ্রার বেচা-কেনা হয় ট্রেডিং এর মাধ্যমে। যখন একটি দেশের মুদ্রার দাম কমে যায় তখন সেই মুদ্রা কিনে নিব আবার যখন দাম বেড়ে যাবে তখন বিক্রি করে দিব।
-
অান্তর্জাতিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের ব্যাবসা যেখানে একটি মুদ্রার বিপরিতে অারেকটি মুদ্রার ক্রয় করা হয়। এই ব্যাবসা বিশ্বের যে কোনো স্থানে বসে করা যায় সুধু তার জন্য প্রয়োজন হয় ইন্টারনেট কানেকশন সহ একটি কম্পিউটার আর নিজের দক্ষতা অার অভিজ্ঞতা।
-
ফরেক্স এর পূর্ণরূপ হচ্ছে ফরেন কারেঞ্চি একচেঞ্জ।ফরেক্স মার্কেট হচ্ছে আন্তর্জাতিক বাজার।ফরেক্স মার্কেট এ সবাই ট্রেড করতে পারে।আমরা ফরেক্স মার্কেট এ বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় এর মাধ্যমে আয় বা বিজনেস করি।ফরেক্স মার্কেট এ শুধু মুদ্রা নিয়ে ট্রেড করা হয়না।ফরেক্স মার্কেট এ আমরা আরও বিভিন্ন জিনিস পত্র নিয়ে ট্রেড করি।যেমন-কোন কোম্পানির শেয়ার, মেটাল, প্লাটিনাম ইত্যাদি।ফরেক্স মার্কেট এ আমরা এই বিষয় গোলর মাধ্যমে ট্রেড করে আয় করি।
-
উত্তম ব্যবসা হলো ফরেক্স
ভাই ফরেক্স হলো একটা মুদ্রা বিনিময়ের একটা বিশাল বড় বাজার। এটা পৃথিবীর সবথেকে প্রাচীন একটা ব্যবসা এবং এটা সারা বিশ্বের ইকোনোমির একটা শ্রতধারা। সুতরাং অন্যান্য সকল ব্যবসার মতোই এখানেও কেনা-বেচার মাধ্যমে সব লেনদেনগুলো সম্পূর্ণ হয়ে থাকে।