ব্রো আপনি ঠিকই বলেছেন ফরেক্স এ এসে অনেক মানুষ তার সর্বস হারিয়েছে। তাই ফরেক্স এ আসার আগে আপনাকে আগে ভেবে নিতে হবে।
Printable View
ব্রো আপনি ঠিকই বলেছেন ফরেক্স এ এসে অনেক মানুষ তার সর্বস হারিয়েছে। তাই ফরেক্স এ আসার আগে আপনাকে আগে ভেবে নিতে হবে।
ফরেক্স হচ্ছে একটি লোভী ব্যবসা
,,,,,,,,,,,,,,,,প্রথম প্রথম যখন ট্রেড দিতাম তখন কম লটে ট্রেড ওপেন করতাম প্রথমে আমার ভালই লাভ হচ্ছিল এরকম চলতে চলতে আমি একবার উইথড্র পেলাম তারপর থেকে শুরু হয়ে গেল আমার লোভ তারপর থেকে বেশি ট্রেড ওপেন করতাম প্রথমে দু-একটা উইন হইছে পরে আমার লোক আরো বেড়ে গেল তারপরে আমি আরো বেশি ট্রেড ওপেন করা শুরু করলাম তারপর থেকে বাংলা ছায়াছবির মত আমার জীবনে নেমে আসলো লস এবার দু-একটা লস্ট নিয়ে আমি ঝুলে থাকলাম কিছুদিনের ভিতরেই আমি জিরো হয়ে নক আউট হয়ে গেলাম তারপরও মাথায় তেমন কোনো চিন্তা ঢুকলো না আবার বোনাস নিলাম আবার বেশি লটারি ট্রেড ওপেন শুরু করলাম আবার জিরো হয়ে গেলাম তারপর আমার মাথায় নতুন টেনশন কাজ করা শুরু করল যে তুই বড় হয়েছি সেই দুইবার আমি পরে টাকা ছাপানোর মেশিন ভাবছিলাম তাই ও আমাকে বুঝিয়ে দিলো এটা টাকা ছাপানোর মেশিন দক্ষতা প্রমাণ করার জায়গা তাই এখনই মাসের বোনাস নিয়ে আমার অনেক স্বপ্ন আমি এ মাসের বোনাস দিয়ে ট্রেড পরিচালনা করার কথা ভাবতেছি তাই এবার আর লোভে পা দিব না।।
কোন কিছু করতে গেলে লোভ করা ঠিক না তাই জার ধনী হওয়ার ইচ্ছেনাই বা ধনী হওয়ার জন্য ফরেক্সএ আসেন নি তারা ফরেক্স এ এসে কাজ করতে পারেন
ফরেক্স একটি উন্নত মানের ব্যবসা। আর এখানে যেহেতু পৃথিবীর সকল মানুষ এই ব্যবসার সাথে জড়িত সেহেতু এখানে আপনি মানুষকে লোভী বলতে পারেন। কারন আমাদের একটা বদঅভ্যাস আছে সেটা হল আমরা সহজে এই মার্কেটে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা বিধায় ফরেক্সের নানারকম রটনা, ঘটনা প্রকাশ করে বেড়াই ইভেনকি নিজের সব দোষগুলো নিজের ব্যর্থতার কারনে আমরা ফরেক্সের উপরে চাপিয়ে দেই, এটা ঠিক না। সুতরাং আমার মতামত হচ্ছে এটা একটা ভাল ব্যবসা
ব্যবসা কখনোই লোভী হতে পারে না,এটা সম্পূর্ণ নির্ভর করে ব্যবসায়ীর মানসিকতার ওপর। কেননা ব্যবসায়ী লোভী হয়ে থাকে।অধিকাংশ নবীন ট্রেডার অতিরিক্ত লোভ করে। এবং দ্রুত বড়লোক হতে গিয়ে,ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে।এবং ফরেক্স থেকে পরাজিত সৈনিক হয়ে ফিরে যায়।কিন্তু একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার কখনোই লোভ করেনা। এবং সে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে, ধৈর্যধারণের মাধ্যমে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে।এবং মার্কেটের যে কোন পরিবর্তনকে মেনে নেয়ার মত মানসিকতা রাখে। তাই বলব ফরেক্স থেকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে অবশ্যই লোভকে উপেক্ষা করতে হবে।
ফরেক্স মার্কট এ এটাই সবচেয়ে বড় সমস্যা। লোভ ত্যাগ না করতে পারলে মার্কেট এ টিকে থাকা কষ্টকর। কারন একবার প্রফিট করার পর সাথে সাথে আবার ট্রেড করাটা বোকামী ছাড়া আর কিছুই না। সুতরাং যথািসম্ভব লোভ পরিহার করতে হবে।তবে অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, অতিরিক্ত লোভ মানুষকে অনিয়মের দিকে ধাবিত করে। সুতরাং লোভ থাকা ভালো তবে অতিরিক্ত নয়।
ভাই ফরেক্স ট্রেডিং লোভী ব্যবসা লোভী হচ্ছে আমরা । আপনি যদি নিজের লোভকে না নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি কখনই কোন কাজে সফল হতে পারবেন না । আপনি সফল হতে চাইলে আপনাকে অবশ্যই লোভ কে নিয়ন্ত্রণ করতে হবে । আসলে ফরেক্স মার্কেটে প্রচুর অর্থ উপার্জনের হাতছানি থাকে বলে আমরা হয়তো এই মার্কেটে ঢুকে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারি না যার কারণে লোভের বশবর্তী হয়ে ট্রেডিং করে আমরা আমাদের অর্থ লস করে ফেলি ।
ফরেক্স লোভী না লোভী আমরা। আমরা যদি লোভ করি তাহলে সমস্যা আর যদি লোভ না করি তাহলে কোন সমস্যা নাই। লোভ না করলে ফরেক্স মার্কেট থেকে আমরা অনেক উপার্জন করতে পারি। আমরা যদি অল্প লাভের আসায় ট্রেড করে তাহলে কখনোই আসরা লুজার হব না। বেশি উপার্জন করার আসায় আসাদের বেশি লস হয়। তাই লোভী না হয়ে নিরাপদে উপার্জন করি।
ফরেক্স হচ্ছে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এবং পৃথিবীর সবচেয়ে বড় অর্থ বাজার।যেখানে কোটি কোটি মানুষ তাদের অর্থ বিনিয়োগের মাধ্যমে ব্যবসা করে থাকে।ফরেক্স এমন একটি মার্কেট যেখানে প্রতি সেকেন্ডে আপনার বিনিয়োগকৃত অর্থের লাভ বা লোকসান হয়ে থাকে। দক্ষ ট্রেডার ট্রেডিং করার আগে মার্কেট ভালো ভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করে কিন্তু অনেক নতুন ফরেক্স আছে যারা বেশি লাভের আশায় অতিরিক্ত ট্রেড ওপেন করে থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রেই লস এ পড়ে যায়। ফরেক্স মার্কেটে লোভ কে নিয়ন্ত্রণে রেখে দক্ষতার সাথে অভিজ্ঞতা অর্জন করলে অবশ্যই সফলতা পাওয়া সম্ভব।
ভাই ফরেক্স ট্রেডিং কখনোই লোভী ব্যবসা নয় কিন্তু আপনি যদি ১০ ডলার থেকে ১০০০ ডলার কামাই করতে চান সেক্ষেত্রে আপনার লোভের কোন সীমারেখায় থাকবে না । আমরা যদি ফরেক্স মার্কেটে ট্রেডিং করে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চাই তাহলে আমাদেরকে অনেক বেশি পরিশ্রম এবং ধৈর্যধারণ করতে হবে । আসলে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে কেউ রাতারাতি কোটিপতি হতে পারেনা । কিন্তু আপনি যদি নিজে ভালোভাবে ফরেক্স ট্রেডিং শিখে ধৈর্য ধারণ করে এই মার্কেটের ট্রেডিং করেন । তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হবেন ।
ফরেক্সে একটু সময় দিয়ে কাজ করলে মোটামুটি অধিক লাভ করা সম্ভব। তাই যারা ফরেক্স এর নতুন ট্রেডার তারা লাভের আশায় বেশি পাওয়ায় তারা অধিক লাভের জন্যই লোভী হয়ে পড়ে । তবে লোভ করলে ফরেক্সে টিকে থাকা সম্ভব নয়। লোভকে বর্জন করে সঠিক নিয়মে কাজ করলেই সাফল্য আসবে।কিন্তু অতিরিক্ত লোভ করলে সব জিনিসই লস হয়। তাই কোন ব্যবসায় লাভ করা যাবে না। লোভ করলে আপনি হারিয়ে যাবেন মার্কেট থেকে।
আমি মনে করি অর্থের লেনদেন থাকা মানে সেখানে অবশ্যই একটু হলেও লোভ থাকাটা স্বাভাবিক। আমাদের সবার মাঝেই অর্থের লোভ কাজ করে।আর এই লোভ ক্ষনিকের জন্য আপনাকে লাভবান করলেও পরবর্তীতে আপনি এই লোভের তাড়নায় পড়ে ধ্বংস হয়ে যাবেন।আপনি ঠিক ততটাই লোভ করবেন যতটা আপনি মানিয়ে নিতে পারবেন।ফরেক্স আপনাকে রাতারাতি যেমন ধনী বানাতে পারে,তেমনি গরীবও বানাতে পারে।অন্যের কথায় কান দিয়ে ঝুঁকি নিতে যাবেন না।বুঝে শুনে কাজ করুন দেখবেন সফলতা আসবে।
একটি জিনিস যা আপনাকে আশা এবং শক্তি দেয়, কেবল এই বাণিজ্যে অর্থোপার্জন করা নয়, বরং বেঁচে থাকাও গ পরিচালনা এবং সমস্ত ব্যবসায়ের জন্য ক্ষতি বন্ধ করুন যা কেবল ক্ষয়কে হ্রাস করে না তবে লাভের দিকেও নিয়ে যায়।হ্যাঁ ফরেক্স সকল লোকের জন্য খুব ভাল এবং সফল ব্যবসা যারা অনলাইনে যে কোনও সময় এবং যে কোনও জায়গায় অনলাইনে কাজ করতে চায় তাই ফরেক্স ট্রেডিং মানুষের পক্ষে সবচেয়ে শক্তিশালী এবং মূল্যবান ব্যবসা এবং এই ব্যবসায়ের মাধ্যমে ভাল উপার্জন অর্জন করে।
আপনার কথায় যথেষ্ট যুক্তি আছে। তবে ফরেক্স মার্কেটে লোভকে নিয়ন্ত্রন না করতে পারলে তার জন্য ফরেক্স ব্যবসা নয়। ফরেক্সে হতাশান মূল কারন হলো লোভকে কন্ট্রোল করতে না পারা। যে যত বেশি লোভকে নিয়ন্ত্রন করতে পারবে ফরেক্সে সে ততবেশি সফলতা অর্জন করবে। ফরেক্সে ৯০% ট্রেডার ঝরে যায় শুধুমাত্র লোভকে নিয়ন্ত্র করতে না পেরে। দেখা যায় অনেকেই সপ্তাহের ৪ দিন ভালো প্রফিট করছেন ভেবে ৫ম দিন বড় ট্রেডে লট কিনতে গিয়ে লস করে ব্যলেন্স শুন্য করে ফেলেন। ৪ দিনে যা প্রফিট করছেন তা একদিনেই হারিয়ে হতাশ হয়ে পড়েন।আবার দেখা যায় কেউ কেউ দ’একটি ট্রেডে লস করে তা পুষিয়ে নেয়ার জন্য বড় লট কিনে বসেন। ফলাফল ঐ একই, আবারো লস এবং ব্যালেন্স জিরো। তাই বলবো অবশ্যই ট্রেড করার আগে লোভ নিয়ন্ত্রন করে, অনেক এনালাইসিস ও ডেমো প্রাকটিস করে অভিজ্ঞতা অর্জন করে ট্রেড করুন। তাহলেই আপনি একদিন সফল ট্রেডারে পরিণত হবেন।
এখানে যেহেতু পৃথিবীর সকল মানুষ এই ব্যবসার সাথে জড়িত সেহেতু এখানে আপনি মানুষকে লোভী বলতে পারেন। লোভ ছাড়া কোনো ব্যাবসা হয় না আর হবে না, কিন্তু আমাদের লোভ কে নিয়ন্ত্রন করতে হবে। আমরা যেন অতিরিক্ত লোভ না করে কোন কিছু না করে সেদিকে খেয়াল রাখতে হবে কেননা অতিরিক্ত লোভ আমাদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। যে ব্যবসায়ী সবসময় লাভের কথা চিন্তা করে লাভ করে সে সব সময় টিকে থাকতে পারে না।লোভ ত্যাগ না করতে পারলে মার্কেট এ টিকে থাকা কষ্টকর। কেননা লোভ সবকিছু নষ্ট করে দেয়।
ফরেক্স কোন প্রকার লোভনীয় ব্যবসা নয় বরং ফরেক্স করে যে আমরা অনেক টাকা আয় করি এতেই আমাদেরকে লোভ করে দেয়। ফরেক্স এ লোভীদের কোন স্থান নেই। ফরেক্স এ যারা লোভ করে ফরেক্স করে থাকনে তাহলে সে ফরেক্স থেকে লস করবেন এবং ফরেক্স এ বেশী দিন টিকে থাকতে পারে না। তাই ফরেক্স করার আগে লোভকে নিয়ন্ত্রন করে তারপর ফরেক্স করলে ফরেক্স থেকে সুফল পাওয়া যায়।
ফরেক্স মার্কট এ এটাই সবচেয়ে বড় সমস্যা।লোভ ত্যাগ না করতে পারলে মার্কেট এ টিকে থাকা কষ্টকর।ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়৷এগুলোর একটি হচ্ছে বেশী লোভে পড়ে দ্রুত ধনী হওয়ার জন্য এলোমেলো অযৌক্তিক ট্রেড করা যাবে না৷অনেকেই এই লোভ সামলাতে না পেরে প্রচুর লস দিয়ে অবশেষে পালিয়ে যান৷কারন একবার প্রফিট করার পর সাথে সাথে আবার ট্রেড করাটা বোকামী ছাড়া আর কিছুই না। সুতরাং যথািসম্ভব লোভ পরিহার করতে হবে। ধৈর্য্য ধারন পূর্বক মার্কেট দেখতে হবে এবং মার্কেট এর সঙ্গে লেগে থাকার অভ্যাস গড়তে হবে।
আমার মতে ফরেক্স কোন প্রকার লোভী ব্যবসা নয়। কিন্তু ফরেক্স মার্কেট এ যাদের লোভ করার অভ্যাস আসে তারাই লোভ করে ফরেক্স করতে আসে। কিন্তু এটা ঠিক যে ফরেক্স আমাদেরকে অনেকটা লোভ বাড়ায়। কিন্তু ফরেক্স মার্কেট এ লোভীদের কোন স্থান নেই। যারা ফরেক্স মার্কেট এ লোভ করে আসবে তারা ফরেক্স মার্কেট থেকে বেশী দিন টিকে থাকতে পারে না। তাই নিজের লোভকে নিয়ন্ত্রন করে ফরেক্স করতে পারলে ফরেক্স মার্কেট থেকে সাফলতা অর্জন করা যাবে।
আমি মনে করি ফরেক্স একটি লোভী ব্যবসা কারণ এটি আমাদের সব সময় লোভ করতে পারে, সর্বাধিক ব্যবসায়ী এই ঘটনা ঘটাচ্ছে। এখানে প্রত্যেকে দ্রুত অর্থ উপার্জন করতে এবং ধনী হতে চায়। কিন্তু এটি ভাল নয়, কারণ একজন দক্ষত বা প্রকৃত ব্যবসায়ী সব সময় তার আবেগ নিয়ন্ত্রণ করেন এবং তাকে অনেক অবাঞ্চিত পরিস্থিতি থেকে রক্ষা করেন। আপনার সম্পর্কে এটা কি এবং আপনি এটি কতটুকু বিশ্বাস করেন?
এখানে যেহেতু পৃথিবীর সকল মানুষ এই ব্যবসার সাথে জড়িত সেহেতু এখানে আপনি মানুষকে লোভী বলতে পারেন। কারন আমাদের একটা বদঅভ্যাস আছে সেটা হল আমরা সহজে এই মার্কেটে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা বিধায় ফরেক্সের নানারকম রটনা, ঘটনা প্রকাশ করে। তবে আমি স্বর্ণের ব্যবসায়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রয়োজনীয়তা হিসাবে অনেক পরীক্ষক এবং জ্ঞান অর্জনের পরে ভবিষ্যতে সোনায় বাণিজ্য করব। মূল্যবান ধাতু ছাড়াও বৈদেশিক মুদ্রার ফ্রেমের দামগুলি আমরা আবিষ্কার করেছি যে এই আন্দোলনটি আবিষ্কার করা হবে।
ফরেক্স মার্কেটে লোভ কখনো ভাল ফলাফল বয়ে আনে না। অতিরিক্ত লোভের কারণে লস হবে নয়তো বেশি ঝুঁকি নিয়ে ট্রেড করার কারণে ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে। তাই ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য লোভকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ফরেক্স মার্কেটে এমন বহু ট্রেডার আছেন যাদের অনেক দক্ষতা থাকা শর্তেও লোভকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি। যার কারণে প্রতিনিয়ত তাদেরকে লস করতে হয়। ফরেক্সে আসলে ২৫ ঘন্টাইম মুভমেন্ট হতেই থাকে। আর এই মুভমেন্ট এর কারনে আমাদের মনে হয় যে আসলে আর একটু ট্রেড করে নেই না কি হবে আর। কিন্তু না এটাই আসলে আমাদের ভুল। ফরেক্সে কিছু কিছু এন্ট্রি লেভেল থাকে যার বাইরে এসে আপনি যদি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনার লস হবার খুব বেশি সম্ভবনা থেকে যাবে।
ফরেক্স একটি ব্যৱসা | এটি কোনো লোভনীয় ব্যৱসা নয় | লোভ আমাদের মধ্যে থাকে এর জন্য এই ফরেক্স কে দশ দেয়া যাবে না | আপনি অন্য কোনো ব্যৱসা করলেও আপনার মধ্যে লোভ কাজ করবে অতিরিক্ত প্রফিট করার | তবে ফরেক্স এর ক্ষেত্রে এটি একটু বেশি কাজ করে থাকে তাই আমাদের একটি সীমাবদ্ধ বজায় রেখে ট্রেডিং করতে হবে অতিরিক্ত আশা করলে যেমন প্রফিট হতে পারে তেমন লস ও হতে পারে তাই বুঝে ট্রেড করতে হবে |
ফরেক্স একটি উন্নত মানের ব্যবসা। আর এখানে যেহেতু পৃথিবীর সকল মানুষ এই ব্যবসার সাথে জড়িত সেহেতু এখানে আপনি মানুষকে লোভী বলতে পারেন। কারন আমাদের একটা বদঅভ্যাস আছে সেটা হল আমরা সহজে এই মার্কেটে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা বিধায় ফরেক্সের নানারকম রটনা, ঘটনা প্রকাশ করে বেড়াই ইভেনকি নিজের সব দোষগুলো নিজের ব্যর্থতার কারনে আমরা ফরেক্সের উপরে চাপিয়ে দেই, এটা ঠিক না। সুতরাং আমার মতামত হচ্ছে এটা একটা ভাল ব্যবসা।নগদ ডলারের লোভ কার না নয়-বলুন৷ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়৷এগুলোর একটি হচ্ছে বেশী লোভে পড়ে দ্রুত ধনী হওয়ার জন্য এলোমেলো অযৌক্তিক ট্রেড করা যাবে না৷অনেকেই এই লোভ সামলাতে না পেরে প্রচুর লস দিয়ে অবশেষে পালিয়ে যান৷ আর কিছু সংখ্যক ট্রেডার তাদের লোভ নিয়ন্ত্রন করে সঠিক ভাবে ট্রেড চালিয়ে যেতে পারেন৷লোভ আমার নিজেরই একটা বড় রিপু যাকে নিয়ন্ত্রন করা আমার পক্ষে খুব কঠিন হয়ে যায়৷তাই তো প্রচুর লস করি।
ফরেক্স ট্রেডিং কোন লোভী ব্যবসা বলে আমি মনে করি না । তবে অনেকেই কম সময়ে অধিক টাকা উপার্জনের ফরেক্স ট্রেডিং এ লোভ করে থাকে । আসলে আমরা যদি বুঝে শুনে ফরেক্স মার্কেটে ট্রেড করা শুরু করি তাহলে আমার বিশ্বাস ফরেক্স মার্কেট সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন হবে এবং আমরা বাস্তবতা বুঝে তখন ফরেক্স মার্কেটে ট্রেড করব ।সম্মানিত ফোরাম সদস্য গন আশা করি ভালো আছেন। হ্যা আপনি ঠিকি বলেছেন, ফরেক্স একটি লোভী ব্যাবসা। ফরেক্সে আসলে ২৫ ঘন্টাইম মুভমেন্ট হতেই থাকে। আর এই মুভমেন্ট এর কারনে আমাদের মনে হয় যে আসলে আর একটু ট্রেড করে নেই না কি হবে আর। কিন্তু না এটাই আসলে আমাদের ভুল। ফরেক্সে কিছু কিছু এন্ট্রি লেভেল থাকে যার বাইরে এসে আপনি যদি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনার লস হবার খুব বেশি সম্ভবনা থেকে যাবে।ফরেক্স মোটেও লোভী ব্যবসা না কিন্তু যারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে থাকে তারা লোভী হতে পারে,বেশিভাগ ট্রেডারগন মনে করেন ফরেক্স একটি মানি মেকিং বিজিনেস,তাই তারা অধিক ইনকাম এর লোভ এ বড় বড় লট এ ট্রেড করে থাকে ফলে তারা লস এর স্বীকার হয়ে থাকে,তাই ফরেক্স লোভী বিজিনেস নয়,লোভী হয়ে থাকে ট্রেডারগন।
ফরেক্স মার্কেট এমন একটি ব্যবসা যেখানে ডলার চোখের সামনে দেখা দেয়। অনেকে অতিরিক্ত লোভ নিয়ে ধরতে চায় কিন্তু তা পারে না। এগুলো অর্জন করার জন্য রুলস ও অনুশীলন মেনে যদি কেউ ফরেক্স দক্ষতা অর্জন করে তাহলে সহজে পাওয়া যায়। জ্ঞান ফরেক্সের মূল প্রথম অংশ, কারণ ফরেক্স সহজ ব্যবসা নয় এবং সাফল্য অর্জনের জন্য আরও জ্ঞান এবং তথ্যের জন্য যথাযথ শিক্ষা এবং বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আপনি যদি ফরেক্স ভালভাবে বুঝে, শিখে, জেনে তারপর ফরেক্স মার্কেট এ ট্রেড দেন তাহলে আপনার জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বাড়বে।
ফরেক্স ট্রেডিং সহজাতভাবে লোভী নয়। লোভ একটি ব্যক্তিগত বৈশিষ্ট্য যা যেকোনো ব্যবসা বা প্রচেষ্টায় প্রকাশ পেতে পারে। সফল ট্রেডাররা ঝুঁকি ব্যবস্থাপনা এবং সুশৃঙ্খল সিদ্ধান্ত গ্রহণকে অগ্রাধিকার দেন। একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির সাথে ট্রেডিংয়ের সাথে যোগাযোগ করা এবং লোভ দ্বারা চালিত অত্যধিক ঝুঁকি গ্রহণ করা এড়ানো গুরুত্বপূর্ণ।
ফরেক্স একটি উন্নত মানের ব্যবসা। আর এখানে যেহেতু পৃথিবীর সকল মানুষ এই ব্যবসার সাথে জড়িত সেহেতু এখানে আপনি মানুষকে লোভী বলতে পারেন। কারন আমাদের একটা বদঅভ্যাস আছে সেটা হল আমরা সহজে এই মার্কেটে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা বিধায় ফরেক্সের নানারকম রটনা, ঘটনা প্রকাশ করে বেড়াই ইভেনকি নিজের সব দোষগুলো নিজের ব্যর্থতার কারনে আমরা ফরেক্সের উপরে চাপিয়ে দেই, এটা ঠিক না। সুতরাং আমার মতামত হচ্ছে এটা একটা ভাল ব্যবসা।
ফরেক্স ট্রেডিং সহজাতভাবে লোভী নয়, তবে স্বতন্ত্র ট্রারেডারা লোভের কাছে আত্মসমর্পণ করতে পারে। দায়িত্বশীল ট্রেডিং অনুশীলন, বাস্তবসম্মত লক্ষ্য এবং ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল লোভের প্রভাব প্রশমিত করতে সাহায্য করে।
ফরেক্স ট্রেডিং অনেকের জন্য লাভের সুযোগ তৈরি করতে পারে, তবে এটি একটি লোভী ব্যবসা হতে পারে যদি যথাযথ জ্ঞান বা কৌশল না থাকে। উচ্চ ঝুঁকি এবং অস্থির বাজারের কারণে অনেকেই লোভের বশবর্তী হয়ে অতি আগ্রহী হয়ে ওঠেন, যার ফলে তারা বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। একে অনেকে দ্রুত ধনবান হওয়ার পথ মনে করলেও, এটি মেধা, অধ্যবসায় এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সফল হতে পারে। তাই, ফরেক্স ট্রেডিংয়ে সফল হওয়ার জন্য প্রয়োজন সঠিক গবেষণা, পরিকল্পনা, এবং নিয়ন্ত্রণ।