না ফরেক্স আমার জ়ীবনের শেষ ব্যাবসা না এবং আমি এর সাথে গত ৫ বছর জরিত এবং আমি আমার সারা জ়ীবন এর সাথে থাকতে চাই কারন এই মার্কেট আমাকে অনেক টাকা উপারজন করতে সাহাজ্জ করেছে।
Printable View
না ফরেক্স আমার জ়ীবনের শেষ ব্যাবসা না এবং আমি এর সাথে গত ৫ বছর জরিত এবং আমি আমার সারা জ়ীবন এর সাথে থাকতে চাই কারন এই মার্কেট আমাকে অনেক টাকা উপারজন করতে সাহাজ্জ করেছে।
আসলে মানুষ এ্রই পৃথিবীতে সব ধরনের কাজ করে শুধুমাত্র তার জীবন নির্বাহ ও তার পরিবারকে সুন্দভাবে চালানোর জন্য তাই মানুষ সৃষ্টির আদিকাল থেকেই এখন পর্যন্ত নানা ধরনের নতুন নতুন অর্থনৈতিক কর্মকান্ডের সাথে নিজেকে জড়িয়ে রেখেছে শুধুমাত্র জীবনটাকে পরিচালনার তাগিদে তাই ফরেক্স হল আমাদের জন্য একটা ইনকাম সোর্স এবং এর চেয়ে ভালো ইনকাম সোর্স কারো থাকলে সে তাতেই যুক্ত হবে এইটাই হল দুনিয়ার নিয়ম
না।আমি অনলাইনে এই প্রথম কাজ করি। এটা আমার প্রথম ব্যাবশা।আমি চাই ভাল কিছু করতে।
আসলে সঠিক ভাবে বলা যায়না তবে আমার মনে হয় অনলাইনে ফরেক্সের মতো জনপ্রীয় ব্যবসা আর হবেনা। তাই আমার মনে হয় এই প্লাটফর্ম থেকেই আমরা সব ধরনের সুভিধা পাবো তাই পর আমাদের অন্য কনো ব্যবসা করতে হবেনা। ফরেক্স মনদিয়ে করলে আমরা আমাদের জীবন এখান থেকে তৈরি করতে পারবো আমরা অবশ্যই সফল হবো।
ফরেক্স মার্কেট আমার জিবনের শেষ ব্যবসা হতে পারে কারন করে আমি যে মজা পাইছি তা আর কোন দিন কোন ব্যবসা নাও করতে পারি কারন এই ব্যবসা করে আমার অনেক অভিজ্ঞতা অর্জন করে ফেলেছি তাই এই ব্যবসা থেখে আর কোন ব্যবসা নাও করতে পারি আমি সারা জীবন ফরেক্স করতে পারি।
আমি এর আগে অনলাইনে অনেক দিন কাজ করেছি। যেমন ধরেন সে odesk, frelancer ইত্যাদি সাইটে কাজ করেছি। তবে এসব কাজে নিয়মিত কাজ করতে হয়। কিন্তু আমারা যদি ফরেক্স মার্কেটে সুইং ট্রেডিং করলে এতটা সময় দিতে হয় না। এর পাশাপাশি অন্য কাজ করা করা যায়। তাই এটাকে আমার জীবনের উত্তম পেশা হিসেবে নিয়েছি ।
আমার জীবনের শেষ ব্যবসা নয়। তবে আমার জীবনে পাওয়া বা দেখা মতে একটা কঠিন ব্যবসা। এই ব্যবসা করা যে এত সহজ তা আমি এই ব্যবসা করতে এসেই জানতে পারি । তবে এটা খুব রিক্সি ব্যবসা। তবে মনোযোগ দিয়ে এটা করতে পারলে এটার থেকে লাভ জনক ব্যবসা আর নাই। এই হিসেবে হয়ত অন-লাইনের আমার জীবনের এটাই হয়ত বা শেষ ব্যবসা।
আপনি এই ধরনের প্রশ্ন ক্যান করলেন আমি ঠিক বুঝতে পারলাম না তবে আমি মনে করি ফরেক্স আমার জীবনের শেষ ব্যবসা নয় তবে এ কথা আমি ণিশ্চয়তার সাথে বলতে পারি যে আমি ফরেক্স ট্রেডিংয়ে সারা জীবন থাকার চেষ্টা করব কারন আমি মনে করি এটা একটা স্বাধীন ব্যবসা আর এখানে আমিই আমার অ্যাডমিনিষ্টেটর।
আপনি আসলে যেই কথা বলেছেন আমি এর উত্তর এখনি দিতে পারছিনা। ফোরেক্স আসলে আমার অনেক পছন্দের একটি ইনকামের মাধ্যম। আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমি সেখান থেকেও ইনকাম করছি। আর ফোরেক্স এর পাশাপাশি আমার অন্র ব্যাবসাগুলোও আমি ভালো বাবেই করে যাচ্ছি তাই আমি এট বলতে রাচি না যে এটা আমার শেষ বা একমাত্র ব্যবসা।
অবশ্যই না, ফরেক্স আমার জিবনের সেশ বাবাসা না, আমি ফরেক্স এ পার্ট টাইম হিসেবে ট্রেড করি, এবং ফরেক্স এর উপর আমি পুর পুরি দিপেন্দ করি না , কারন এটা খুব রিস্কি বিজনেস , এখানে কোন মাসে লাভ হলে পরের মাসেই লস হতে পারে
ফোড়েক্স আমাড় জীবোণেড় শেশ বয়বোশা কীণা আমী বোল্টে পাড়ীণা কাড়োণ ফোড়েক্স বয়বোশা শোফোলোটাড় ঊপোড় ণীড়ভোড় কোড়বে তাই সফলতা হলে ফরেক্স ব্যবসা আমার জিবনের জন্য ফরেক্স ব্যবসা থেকে জেতে পারে ।
ফরেক্স আমার জীবনে শেষ বিজনেস নাও হতে পারে । আর আমি একজন স্টুডেন্ট কিছুদিন পূর্বে আমি বেকার ছিলাম এবং এখন আমি ফরেক্স মার্কেটে কাজ করে মাসে ভাল টাকা আয় করছি যা আমাকে স্বাবলম্বী করেছে ।তাই আমি মনে করি যে ফরেক্স আমার জিবনের শেষ বিজনেস নয় বরং এটি আমার আয় করার পদ্ধতি ।
আমি একজন স্টুডেন্ট ।আমার জন্য এটি শেষ ব্যবসা । কারন এর আগে আমি কয়েকটি অনলাইন ব্যবসা করছি । কিন্তু লাভ করতে পারিনি ।আমার অনেক টাকা লছ হবার কারনে আমি অনলাইন ব্যবসার উপর থেকে আছ্থা হারিয়ে ফেলি।ফরেক্স আমার শেষ বিজনেস হিসেবে বিবেচিত ।
ফরেক্স আমার জীবনের সেশ বেবসা না। আমি একজন ফ্রীলান্সার আর আমি ফরেক্সে এ নতুন। জীবনের সেশ বলে কিছু নেই। সামনে এফিলিয়েট করার চিন্তা আছে।
আমি অনলাইনে অনেক বিজনেস করেছি কিন্ত ফরেক্স এর মত অল্প সময় বেশি টাকা ইনকাম করতে পারি নাই । আমি এর আগে অনেক অনলাইন ভিক্তিক কাজ করে প্রতারনার শিকার হয়েছি কিন্তু ফরেক্স এর মত এত সুযোগ সুবিধা আর সহজেই আয় অন্য কোন পেশা থেকে আমি করতে পারি নি ।তাই আমি জত দিন বেচে তাকব ফরেক্স করে জাব
আমি মনে করি , ফরেক্স মার্কেট হল আজীবন ব্যবসা । যে যখন এই ব্যবসা করে তখন তার কাছে এই ব্যবসা রানিং মনেহয় ।আর মনে করে যে, এই ব্যবসাই সে সফল হবে ।আমি মনে করি জারা অবসর নিয়েছে তাদের জন্য ফরেক্স ব্যবসা শেষ ব্যবসা ।আর বেকারদের জন্য এটি লাইফ ব্যবসা ।
ফরেক্স হলো সহজে আয়ের একটি সেরা মাধ্যম।ফরেক্স থেকে অনেকে অলপ সময়ে অধিক টাকা আয় করে বড় লোক হতে পারে।এটা নিসনধেহে একটি ভালো ব্যাবসা।কিনতু এইটাই যে জীবনের শেষ ব্যবসা এখন তা ঠিক করে বলতে পরবনা।
আমি যখন যেটা করি তখন সেটা খুব ভাল মত ই করি। তাই আমি যখন ফরেক্স ব্যবসাকে আমার হাতে তুলে নিয়েছি সেহেতু আমি ফরেক্স এর একজন দক্ষ ব্যবসায়ী হতে চাই। আর আমি হ্যা ফরেক্স কে আমি আমার জীবনের শেষ অনলাইন ব্যবসা হিসেবে গ্রহন করেছি। কারন ফরেক্স করে আমি নিজে সাবলম্বী হওয়ার পাশাপাশি আমি আমার পরিবারকে সাহায্য করতে পেরেছি।
ফরেক্স যে আমার জীবনের শেষ ব্যবসা এ কথা আমি কখনোই বলব না। তবে আমি অন্যান্য ব্যবসার পাশাপাশি ফরেক্স করতে চাই বা যদি আমি ফরেক্স এ সফল হই তাহলে ফরেক্স এর পাশাপাশি আমি অন্যান্য ব্যবসা করতে চাই। আমি জীবনে প্রতিষ্ঠা পেতে চাই। আর জীবনে বড় হতে হলে কোন একটি কাজের উপর নির্ভর করা চলবে না।
আসলে মানুষের জীবনের শেষ কাজটি কি হবে তা কখনই মানুষ কখনই বলতে পারে না পরিবেশ পরিস্থিতি মানুষকে নানা ভাবে বদলে দেয় ফরেক্স ট্রেডিং বিজনেস অনেক ভাল একটি অনলাইনভিত্তিক আয়ের উতস এখান থেকে আমার মত অনেকেই আয় করছে তাই বলে আমরা এটি নিয়েই পরে থাকব বা এটিই যে একমাত্র ব্যাবসা হবে এটি ভাবাটা আসলে ঠিক না।
Avwg †QvU †ejv †_‡K GKUv fvj Ges myweav RbK DcvR‡bi c_ LyRZvg| †hw`b d‡i m‡K Rvb‡Z cvijvg †mw`b †_‡KB Avwg d‡i gv‡K‡Ui mv‡_ †j‡M AvwQ| Ges GB d‡iB Avgvi Rxe‡bi †kl eemv| GB eemv me eemvi PvB‡Z myweavRbK|
কেন শেষ ব্যাবসা হবে আপনি কি বলতে পারবেন আপনার জীবনের শিষ দিনটি কখন নিশ্চই আপনি কখনই তা বলতে পারবেন না কারন কোন মানুষের পক্ষেই তা বরা সম্ভাব নয়। ফরেক্স ট্রেডিং বর্তমান কালে অনেক জনপ্রিয় একটি আয়ের উতস যেখানে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা থাকরে অনেক ভাল আয় করে নেওয়া যায় সেই কারনে আমরা এখানে এত বেশি সময় ব্যায় করি সাথে সাথে আমরা অবশ্যই অন্যান্য পেশায় কাজ করে যাব।
আমি আগে ও অনেক অনলাইন ব্যাবসা করে প্রতারিত হয়েছি,কিন্তু ফরেক্সে সেই রকম কিছু পরিলক্ষিত হয়নি,যদি ও আমি ফরেক্সে নতুন
ফরেক্স আমার জীবনের শেষ ব্যবসা,নতুন করে আর কোন ব্যবসার দিকে ঝুকার আমার আর কোন ইচ্ছা নাই কারন এমন স্বাধীন ব্যবসা আর কোথাও খুজে পাওয়া যাবে না।
আমি মনে করি না। আসলে ফরেক্স আমার প্রথম ব্যবসা। এর মাধ্যমে আমি পরবর্তি ব্যবসাগুলোর সম্প্রসারণ করব। কারও জীবনেই অর্থের কোন নির্দিষ্ট সীমা থাকেনা। সবচেয়ে ঝুঁকিপূর্ণ মার্কেটে যদি আমি টিকে থাকতে পারি তবে এসব কম ঝুঁকিপূর্ণ ব্যবসাতেও সফলতা অর্জন করা সহজ হবে। তাই আমি ফরেক্সের উপর বেশি ভরসা করি। আমার অবস্থার উন্নতির জন্য ফরেক্সে সফল হওয়াটা জরুরী।
ব্যবসায়ের কোন শেষ নেই । আমি ফরেক্স এ নতুন তাই আমি এখন ফরেক্স এ ব্যবসা করতে চায়। তাই এখনি আমি কিছু বলতে পারছিনা যে ফরেক্স আমার জীবনের শেষ ব্যবসা । আমার যতোদিন ইচ্ছা আমার ভালো লাগলে আমি ব্যবসা করবো , ভালো না লাগলে করবো না । আমার মনে হয় বর্তমানে ফরেক্স মার্কেট এর মতো লাভজনক ব্যবসা আর নেই। কারণ ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান ধারনা থাকলে যেকোন ব্যক্তি ফরেক্স মার্কেট এ ব্যবসা করতে পারে। ফরেক্স মার্কেট সম্পর্কে যখন আমার ভালো অভিজ্ঞতা হবে এবং আমি ভালোভাবে বুঝে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবো তখন আমি বলতে পারবো যে এটা আমার জীবনের শেষ ব্যবসা , তার আগে নয়।
এমনটা বলা যাবেনা যে ফরেক্স মার্কেট আমার জিবনের শেষ ব্যবসা। কারন জীবনে একজনের অনেক পরিবর্তন আসে। অনেক সময় দেখা যায় অনেকের মনের পরিবর্তনও ঘটে। আমি মনে করি যে একবার ফরেক্স ব্যবসায় এসেছে সে পরবর্তিতে যে করবে না তা আমার মনে হয় না। আমার ফরেক্স ব্যবসা জিবনের শেষ না।
আসলে ফরেক্স অনেক স্বচ্ছ একটা ব্যবসা । এখানে প্রতারনা কিংবা প্রতারিত হওয়ার সম্ভবনা 00% । সুতরাং এখানে যে কেহ ব্যবসা শুরু করতে পারে নিসঙ্কুচে, নির্দ্বিধায়। এখানে পুজি বলতে শুধু লাগবে মেধা, ধৈর্য আর শ্রম। যেকেহ এখান থেকে আমরা লাভবান হতে পারব । এখান থেকে আমি আপনি যদি বিনা পুঁজিতে ট্রেড করতে পারি তাহলে এর চেয়ে ভাল ব্যবসা কি হতে পারে? তাইনা? ফরেক্স সত্যি আমাদের জন্য বিশাল দ্বার উন্মক্ত করে রেখেছে। শুধু আমরা আমদের প্রস্তুতি ঠিক রেখে যেন আমরা এখানে প্রবেশ করতে পারি।
শেষ ব্যবসা কিনা জানি না। তবে ফরেক্স আমার জন্য আজীবনের একটি ব্যবসা। আমি যদি এই ব্যবসায় সফল হতে পারি তাহলে আমি আমার বেকারত্ব থেকে অবসর নেব। এজন্য আমি প্রতিদিন পোস্টিং এর উপর খুব জোর দিয়ে কাজ করি। আশা করি আমি সফল হতে পারব।
ফরেক্স আমার জীবনের প্রথম করা কাজ। ফরেক্সে কাজ করার মাধ্যমে আমি অনেক কিছুই অর্জনের পথে রয়েছি। ফরেক্স মার্কেটে কাজ করে টিকে থাকা অনেক কঠিন কাজ তার জন্য আপনাকে অনেক কাজ করতে হবে যাতে করে আপনি অনেক টাকা আয় করতে পারবেন। আর ফরেক্সে কাজ করে অন্য আর ও কাআ করতে চাইছি।
ফরেক্স ট্রেডিং কি জীবনের শেষ না শুরু তা বলা যাবে না । তবে ফরেক্স ট্রেডিং আমি অনেক বেশি উপোভোগ করি । তাই নিয়মিত ফরেক্স ট্রেডিং করে যাচ্ছি । আশা করি ফরেক্স ট্র্রেডিং কে পুরোপুরি প্রফেশনালি নিতে পারব ।
ইন্টারনেটে অনেক ব্যবসা রয়েছে । কমবশেী অনেক ব্যবসা করলাম । এই ফরেক্স ব্যবসার মত আমি এত লাভজনক ব্যবসা আর কোথাও পেলাম না । সুতরাং আমি যদি ইন্টারনেট ব্যবসা করি তাহলে ফরেক্স ব্যবসাকে বেছে নেব ।
আসলে এইটা একদম ই ভবিশ্সতের বেপার তাই নিশ্চিতভাবে কিছু বলতে পারছিনা.তবে এইটা বলতে পারি আইটি একটি ভরসা যোগ্য আয়ের মাধ্যম.কারণ আমি ও এর আগে অনলাইন নির্ভর অনেক কাজ করেছি যেগুলার দ্বারা আমি যথেষ্ট সন্তুষ্ট হতে পারিনি.কিন্তু ট্রেডিং এ আমি সন্তুষ্ট মূলক আয় করতে পারছি.তাই এইটা হতেও পারে যে আইটি আমার জীবনের শেষ বেবসা.
আমি যেহেতু একজন ছাত্র।তাই পড়াুনা শেষ করে আমার প্রথম লক্ষ্য হবে একটি ভালো চাকরি করা এবং এর পাশাপাশি ফরেক্স মার্কেটে মনোযোগ দিয়ে কাজ করা।আমি যখন নিজেকে ফরেক্স মার্কেটে নিজেকে প্রফেশনাল হিসাবে গড়ে তুলতে পারবো অরথাৎ ফরেক্স মার্কেটে প্রফেশনাল মান অর্জন করতে পারবো।আর ঠিক তখনি ফেক্সকে আমি আমার প্রধান পেশা হিসাবে কাজ শুরূ করে দিবো।আর এটাই ফরেক্স মার্কেট সম্পর্কে আমার ভবিষৎ পরিকল্পনা।তবে ফরেক্স এখন আমি পার্ট টাইম মনে করি।
আমি আসলে এখনো ঠিক করি নাই আমার জীবনের শেষ ব্যবসা আসলে কি হবে । তারপরেও আমি ফরেক্স নিয়ে কাজ করতেছি জানি না কোন পর্যন্ত যেতে পারবো তার পরেও আমার ফরেক্স এ কাজ করতে ভাল লাগে । যদি আমি ফরেক্সে ভাল কিছু না করতে পারি তারপরে আমি অন্য কিছু নিয়া ভাবতে পারি । তাই আমি যেহেতো ফরেক্স ব্যবসা করতেছি তাই এখন আমি ফরেক্স নিয়া থাকতে চাই ।
আসলে জীবনে শেষ বলে কিছু নাই । ব্যবসা করতে হলে লাভ লস হবে তারপরেও ব্যবসা করতে হবে । সবাই এক ভাবে ব্যবসা করতে পারে না । কেউ বেশী লাভ করে কেউ কম লাভ করে তারপরেও আমরা ব্যবসা করতেছি । ব্যবসা করলে কখন কি হবে বলা যাবে না আগে থেকে তারপরেও যদি ব্যবসায় বেশী লস করি তাহলে অন্য কিছু নিয়া চিন্তা করতে হবে ।
ফরেক্র ব্যবসা আমার কোন ব্যবসা ও না। ফরেক্র টাকে আমি আমার অপশনাল ব্যবসা হিসেবে রাখছি। ফরেক্র নিয়ে বেশী মাথা গামাইলে ঘুম সহ হারাম হয়ে যাবে তাই এটাকে অপশনালে রাখছি। এটাকে যে শেষ ব্যবসা হিসাবে ধরে নামবে সে পাগল হয়ে বাহির হবে। এই ব্যবসাতে টিকতে প্রথমে লুভ ছারতে হবে আর কিছু না।
জীবনে শেষ বলে কিছুেই নেই । আর ফরেক্স আমরা করি শুধু মাত্র আমাদের কর্মসংস্থান হিসেবে এবং টাকা ইনকামের জন্য । আর আমরা চলার পথে অনেক ধরনের কাজ করে থাকি । নিজেদের সুুযোগ সুবিধা অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের পেশার সাথে জড়িত হয়ে পড়ি । তাই শেষ ব্যবসা জীবনের কি হবে সেটা আমরা কেউই জানি না । তাই আমি মনে করি ফরেক্সকে যদি ভালভাবে নিতে পারি তবে ফরেক্সই হবে আমাদের জন্য সেরা ও জীবনব্যাপি ব্যবসা ।
ফরেক্স ট্রেডিং জীবনের শেষব্যবসায় কি না সেটা কেউ বলতে পারবে না । কারন কার জীবনে কখন কি হয সে বিষয়ে জানা নেই । সবার জীবনই যে কোন সময়ই যে কোন বড় ধরনের পরিবর্তন আসতে পারে । তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিঙ কে জীবনের শেষ ব্যবসায় ভাবার কোন কারন নেই । এটিই সত্য ।
আসলে এটা ঠিক করে বলা যায় না যে ফরেক্সই আমার জীবনের শেষ ব্যবসায়॥ কেননা ফরেক্স মার্কেটে শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই লস করে থাকে । ফরেক্স মার্কেটে সফল হওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার । তাই মার্কেটে যদি আমরা প্রতিনিয়ত লস করি তাহলে মার্কেট থেকে ঝরে পড়ে হয়তো অন্য কোন অনলাইন ব্যবসায় মনোনিবেশ করব । তাই এই বিষয়টি আগে থেকে বলা যায় না । ধন্যবাদ ।।