নিজের মত ট্রেড করা সবথেকে বুদ্ধিমানের কাজ। কারন আমি যখন প্রথম ফরেক্স শুরু করি তখন অনেক সিগনাল ফলো করে ট্রেড করতাম। তাতে আমার লাভ হতো কিন্তুু লস বেশি হত। তাই আমি এখন আর কোন সিগনাল ফলো করি না। নিজের মতই ট্রেড করি। তাতে আমি লাভ করতে পারি। লস কম হয়।
Printable View
নিজের মত ট্রেড করা সবথেকে বুদ্ধিমানের কাজ। কারন আমি যখন প্রথম ফরেক্স শুরু করি তখন অনেক সিগনাল ফলো করে ট্রেড করতাম। তাতে আমার লাভ হতো কিন্তুু লস বেশি হত। তাই আমি এখন আর কোন সিগনাল ফলো করি না। নিজের মতই ট্রেড করি। তাতে আমি লাভ করতে পারি। লস কম হয়।
ফরেক্সে কাজ করতে হলে কিছু কিছু নিয়ম অনুসরণ করা দরকার তার মধ্যে ফরেক্স সিগনাল অন্যতম। এটা সকলের অনুসরণ করা দরকার কারন এটা অনুসরণ করলে মারকেটের বিষয়ে অনেক কিছু জানা যায়। মারকেট কোন সময় কেমন থাকবে তা সিগনালের মাধ্যমে যানা যাই।
ধন্যবাদ
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে অনেক সিগন্যাল এনালাইসিস করতে হই এবং এই সব সিগন্যাল গুলো আমাদের অনেক উপকারে আসে । আমরা যদি এইসব সিগন্যাল ভালো করে বুঝতে পারি তাহলে ওই সময় ফরেক্স মার্কেট থেকে আমরা অনেক টাকা আয় করতে সক্ষম হব । কিন্তু আমদের এই সিগন্যালের উপর পুরোপুরি নির্ভর করা উচিত না ।
আমার মতে মেটা ত্রেডার এর ফরেক্স সিগনাল খুবই ভাল ও একজন ভাল ত্রেডারের সিগনাল আনুসরন করলে ফরেক্স এ লাভবান হইতে পারবেন ।তবে প্রথম আপনি ডেমো আকাউনট দিয়া দেখে নিবেন যে আপনার সেটি; ঠিক আছে ও আপ নি একজন ভাল ত্রেডারের সিগনাল আনুসরন করছেন
আমি ব্যক্তিগত ভাবে সিগনাল কে সমর্থন করিনা । এর কারনও আছে। অনলাইনে সিগনাল কেনাবেচার ব্যপার রয়েছে। সিগনাল বলতে আমি অন্যের কথা মতো ট্রেড করাকেই বুঝি। কার কাছ থেকে তা নিচ্ছে তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এনালাইসিস গুলা বুঝা গুরুত্বপূর্ণ। আপনি আরেক জন থেকে বাজার সম্পর্কে তথ্য নিয়ে বেশি দিন টিকতে পারবেন না। তাই আমাদের উচিত নিজের মেধা দিয়ে ট্রেড করা।
ফরেক্স সিগনাল এর পিছনে ছুটতে থাকলে কখনও কিছু শেখা যাবে না। তাই সিগনাল এর পিছনে না ছুটে ফরেক্স এর বিভিন্ন বিষয় এর প্রতি সময় দিলে হয়ত কিছু শিখতে পারবেন যা দিয়ে সারা জীবন ট্রেডিং করতে পারবেন। আর সিগনাল তো কিনতে হয় ফলে যত দিন ট্রেড করবেন ততদিন সিগনাল কিনতে হবে তাও আবার প্রফিট হতে ও পারে আবার না হতে পারে। সব চেয়ে বড় বিষয় হল এই সব সিগনাল দিয়ে ট্রেড করতে হলে এ্যাকাউন্টে অনেক ব্যালেন্স থাকা লাগে।
আমার ব্যক্তিগত অভিমত বলতে গেলে সিগনাল কে সমর্থন করিনা । এর কারনও আছে। অনলাইনে সিগনাল কেনাবেচার ব্যপার রয়েছে। সিগনাল বলতে আমি অন্যের কথা মতো ট্রেড করাকেই বুঝি। কার কাছ থেকে তা নিচ্ছে তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এনালাইসিস গুলা বুঝা গুরুত্বপূর্ণ। আপনি আরেক জন থেকে বাজার সম্পর্কে তথ্য নিয়ে বেশি দিন টিকতে পারবেন না। তাই আমাদের উচিত নিজের মেধা দিয়ে ট্রেড করা।
ফরেক্স মার্কেটে আপনি যদি ট্রেড করে লাভ করতে চান বা আপনি লস দিতে চান না তবে আমি মনে করি আপনাকে ফরেক্স সিগ্নাল গুলো নিয়মিত করে দেখে শুনে ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করাটা খুবই জরুরি। আপনি যদি সিগ্নাল না দেখে ট্রেড করেন তবে আপনার লস হবার সিম্ববনা থাকতে পারে।
ফরেক্স করতে সিগনাল ব্যবহার করা ভালো।কিন্তু তারমানে এই নয় যে নতুন এবং অনভিজ্ঞ ট্রেডাররাও ভালোভাবে সিগনাল বুঝে ট্রেড করে প্রফিট করতে পারবে।বরং সিগনাল ব্যবহার করতে হলেও ম্যানুয়ালি ভালো ট্রেডার হতে হবে।কারন ভালোভাবে ট্রেড করতে না জানলে সিগনাল কোনো উপকার করতে পারবে না।মূলত ম্যানুয়ালি ভালো ট্রেড শিখার কোনো বিকল্প নেই।
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথা বলছি আমি আপনাকে 5 থেকে 10 মাসের মধ্যে ডেমোতে থাকার পরামর্শ দিচ্ছি এই সময়ের মধ্যে আপনি সত্যিকার অর্থে ট্রেডিং কী তা বুঝতে পারবেন এবং আপনি একটি দৈনিক লিখিত ডেমোও বিকাশ করতে পারবেন নতুনদের জন্য তাদের ব্যবসায়ের কৌশলগুলি পরীক্ষা করা এবং পরীক্ষা করার জন্য একটি দুর্দান্ত সরঞ্জাম ট্রেডিং সিস্টেমস। আপনি যদি এখানে একজন সফল হতে চান এবং এখানে একটি ভাল লাভ করতে চান তবে ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনার যতটা সম্ভব অনুশীলন করা দরকার তবেই আপনি বাজারের উল্লেখ করে ভাল লাভ করতে সফল হতে পারবেন
আপনি যদি অন্যের সিগনাল দিয়ে ট্রেড করতে চান তাহলে আমি বলবো এটা করা একদমই ঠিক হবে না। কারণ অন্যের সিগনাল অনুসরণ করা মানে আপনি মার্কেটে কোন এনালাইসিস করতাছেন না আর কোন এনালাইসিস না করার ফলে আপনি কোন কিছু শিখতেও পারতাছেন না। আপনি যদি ভবিষ্যতে এই ব্যবসা হতে ভাল উপার্জন করতে চান তাহলে আপনার জ্ঞান অর্জন করা অতীব জরুরী যা আপনি নিজে মার্কেট এনালাইসিস করে করতে পারেন। তাছাড়া আমি মনে করি আপনি যদি নিয়মিত মার্কেট এনালাইসিস করে নিজের সিগনাল নিজেই তৈরি করতে পারেন তাহলে আপনি দিন দিন আপনার মুনাফাও বৃদ্ধি করতে পারেন যা অন্য কোন সিস্টেমে করতে পারবেন না।
আমার মনে হয় ফরেক্সে ট্রেড করার সময় কোন সিগনাল ফলো না করাই ভাল। নিজের মত ট্রেড করা সবথেকে বুদ্ধিমানের কাজ। কারন আমি যখন প্রথম ফরেক্স শুরু করি তখন অনেক সিগনাল ফলো করে ট্রেড করতাম। তাতে আমার লাভ হতো কিন্তুু লস বেশি হত। তাই আমি এখন আর কোন সিগনাল ফলো করি না। নিজের মতই ট্রেড করি। তাতে আমি লাভ করতে পারি। লস কম হয়।
আমার মনে হয় ফরেক্সে ট্রেড করার সময় কোন সিগনাল ফলো না করাই ভাল। নিজের মত ট্রেড করা সবথেকে বুদ্ধিমানের কাজ। কারন আমি যখন প্রথম ফরেক্স শুরু করি তখন অনেক সিগনাল ফলো করে ট্রেড করতাম। তাতে আমার লাভ হতো কিন্তুু লস বেশি হত। তাই আমি এখন আর কোন সিগনাল ফলো করি না। নিজের মতই ট্রেড করি। তাতে আমি লাভ করতে পারি।
ফরেক্সে সিগনাল যতটা উপকারী তার থেকে বেশি উপকারী হচ্ছে অভিজ্ঞতা। আপনি যদি অভিজ্ঞ হতে পারেন তাহলে ফরেক্সে আপনি অবশ্যই ভাল করতে পারবেন। সিগনাল অবশ্যই উপকারী কিন্তু সিগনাল সবসময় সঠিক হয়না। এক্ষেত্রে আপনাকে অভিজ্ঞ হওয়ার জন্য সময় ব্যয় করতে হবে।
আমি মনে করি যে, ফরেক্স সিগনাল যতটা উপকারী তার থেকে বেশি উপকারী হচ্ছে অভিজ্ঞতা। আপনি যদি অভিজ্ঞ হতে পারেন তাহলে ফরেক্সে আপনি অবশ্যই ভাল করতে পারবেন। সিগনাল অবশ্যই উপকারী কিন্তু সিগনাল সবসময় সঠিক হয়না। এক্ষেত্রে আপনাকে অভিজ্ঞ হওয়ার জন্য সময় ব্যয় করতে হবে।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে অনেক সিগন্যাল
এনালাইসিস করতে হই এবং এই সব সিগন্যাল গুলো
আমাদের অনেক উপকারে আসে আমরা যদি এইসব
সিগন্যাল ভালো করে বুঝতে পারি তাহলে ওই সময়
ফরেক্স মার্কেট থেকে আমরা অনেক টাকা আয় করতে
সক্ষম হব
আপনি কি আজ পর্যন্ত এই কথা শুনেছেন যে পরিশ্রম করেছে একজন আর ব্যবসায় সফল হয়েছে আরেকজন যে কোন পরিশ্রমই করেনি । আসলে ফরেক্স এ সিগন্যাল কে আমি এই দৃষ্টিকোণ থেকে দেখে থাকি । আপনি যদি এই ব্যবসায় সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে ফরেক্স শিখতে হবে এবং নিজেকে নিজেই এগিয়ে নিয়ে যেতে হবে । আর একটি কথা ভেবে দেখুন তো যে ব্যক্তি গ্যরান্টি সহকারে বলতে পারেন ভবিষ্যতে মার্কেট কোথায় থাকবে , সে তো চাইলে ফরেক্স থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে তাহলে কেন সে সিগন্যাল বিক্রি করছে ? অবশ্যই একবার ভেবে দেখবেন তাহলেই আপনার উত্তর পেয়ে যাবেন ।
সিগন্যাল ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করে থাকি সঠিক সিগন্যাল ডিরেকশন যেমন একজন ট্রেডারকে অনেক ভালো সফলতা অর্জন করতে সহায়তা করতে পারে ঠিক তেমনি একটি ভুল সিগন্যালের কারণে একজন ট্রেডার ফরেক্স মার্কেটে সর্বস্ব হারিয়ে দেউলিয়া হয়ে যেতে পারে। ফলে প্রত্যেক ট্রেডারের উচিত সিগন্যাল ব্যবহারের পূর্বে তার গ্রহণযোগ্যতা যাচাই করে নেওয়া। ইদানিং দেখছি সিগন্যাল সরবরাহকারী প্রতিষ্ঠানের সংখ্যা কেমন যেন দিনকে দিন বহুগুণে বেড়ে যাচ্ছে ফলে অবশ্যই দুশ্চিন্তা বেড়ে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান সমূহ ইদানীংকালে আমাদেরকে নামমাত্র মূল্যে সিগন্যাল প্রদান করার লোভনীয় অফার প্রদান করছে আসলে আদৌ কি তাদের সিগনালগুলো কোন কাজে আসবে। এমন অনেক সিগনাল প্রোভাইডার বা স্ক্যাম রয়েছে যারা বিভিন্ন সাইট থেকে তথ্য সংগ্রহ করে নিজেরা সিগন্যাল তৈরি করছে অনেকেই আবার সিগন্যাল তৈরি করার জ্ঞান না থাকা সত্বেও কিছুসংখ্যক সিগনাল তৈরি করে ট্রেডারদের শতভাগ মার্কেট সিগন্যাল অনুযায়ী কাজ করবে এই লোভনীয় প্রলোভন দেখিয়ে বহু অর্থ তাদের নিকট থেকে হাতিয়ে নেওয়ার অপচেষ্ঠা করছে।ফলে যারা যারা ইতিমধ্যে এমন লোভনীয় অফার পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলব সিগন্যাল ব্যবহার করার পূর্বে অবশ্যই সিগন্যালের গ্রহণযোগ্যতা যাচাই করে নেন নিজস্ব ট্রেডিং জ্ঞানের আলোকে মার্কেট এনালাইসিস করে সিগন্যালের সঙ্গে কম্পেয়ার করে দেখতে পারেন পাশাপাশি ফরেক্স এক্সপার্টদের প্রদত্ত এনালাইসিস গুলো নিয়মিতভাবে ফলো করুন তবেই আপনি সিগন্যাল কতটা সঠিক বা বাস্তবায়নযোগ্য হবে তা সহজেই অনুমান করতে পারবে।
ফরেক্স এ কাজ করার জন্য সিগন্যাল অনেক ভাল একটা বিষয় । কিন্তু মাঝে মাঝে আব্র সিগন্যাল কাজ করে না। একেক জনার সিগন্যাল দেওয়ার কায়দা একেক রকমের হয়ে থাকে। এতে মাঝে মাঝে লস হতে পারে। তাই নিজে নির্ভর শীল হওয়া ভাল।
ফরেক্স মার্কেট এ অনেক ভালো ভালো ট্রেডার এর ট্রেডিং সিগনাল পাওয়া যাই,তাদের সিগনাল কিনেও আপনি ট্রেড করতে পারবেন,কিন্তু ব্যাক্তিগত ভাবে আমি ফরেক্স সিগন্যাল এ ট্রেড করতে পছন্দ করিনা,কারন এতে অন্যর উপর নির্ভর থাকতে হয়,তাই আমার মতে ফরেক্স শিখে আমাদের ট্রেড করা উচিত,আর বেশিভাগ ট্রেডিং সিগনাল ভুল সিগনাল দিয়ে থাকে ফলে লস এর স্বীকার হতে হয়।
ফরেক্স সিগনাল আমার কাছে জরুরি না,কারন আমি ফরেক্স সিগনাল এর উপর নির্ভর করিনা,আমি আমার ট্রেডিং কৌশল এর উপর ট্রেড করি,সিগনাল মানেই অন্যর উপর নির্ভর করা,আমি এক সময় সিগনাল কিনে ট্রেড করতাম কিন্তু এতে আমি অনেক লস এর স্বীকার হয়েছি,ব্যালেন্স হারিয়েছি,তাই সিগনাল এর গুরুত্ব কম।
বর্তমানে ফরেক্স মার্কেটের জন্য নানা ধরনের সিগনাল রয়েছে । এখন আপনাকে কোন সিগনাল কাজ দিবে তা বলা খুবই মুশকিল । আপনি চাইলে মেটা ট্রেডারে ডিফল্ট হিসেবে সে সকল সিগনাল রয়েছে সেগুলো ফলো করতে পারেন । তবে আমার মতে সিগনালের উপর নির্ভরশীল না হয়ে নিজের একটি ট্রেডিং প্লান তৈরী করে নেওয়াই ভাল ।
ভাই ফরেক্স মার্কেট এ অনেকেই সিগনাল নিয়ে ট্রেড করে থাকে তারা কেউ প্রফিট করতে পারে আবার কেউ পারেনা , আমি মনে করি আপনি যদি ফরেক্স মার্কেট এ নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে আরেকজনের সিগনাল অনুসারে ট্রেডিং না করাই ভালো কারন এতে ফরেক্স সম্পরকে কোন কিছুই জানতে বা বুজতে পারবেন না ফরেক্স মার্কেট হল এমন একটি যায়গা যেখানে আপনি যত বেশি প্রাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন
এই বৈদেশিক মুদ্রার ব্যবসায়ের ক্ষেত্রে কোনও একদিন বা মাসে কোনও বিশেষজ্ঞ ব্যবসায়ী হতে পারে না তাদের সফল ব্যবসায়ী হওয়ার জন্য তাদের আরও বেশি সময় প্রয়োজন কারণ এই ট্রেডিং সিস্টেমটি ব্যবসায়ীদের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে যা আমরা ধাপে ধাপে সংগ্রহ করি এবং তারপরে আরও ভাল লাভ করতে সক্ষম হই সহজেই এই বাজার থেকে উপার্জন। সুতরাং প্রথমত আমাদের সত্যিকারের অ্যাকাউন্ট ট্রেডিংয়ের জন্য প্রস্তুত হওয়ার জন্য আমাদের সেরা হিসাবে শিখতে এবং অনুশীলন করা উচিত।
ফরেক্স সিগন্যাল কিনে ট্রেড আমার দৃষ্টিকোন থেকে একদম বাজে একটা জিনিস। কারন আপনি যদি ফরেক্স সিগন্যাল কিনেন তাহলে আপনাকে সারাজীবন সিগন্যাল এর জন্য অপেক্ষা করতে হবে। আর আপনি যদি আগে শিখে নেন কিভাবে ট্রেড করে প্রফিট করতে হয় তাহলে নিজে আত্মনির্ভরশীল হওয়া যাবে।
ফরেক্স মার্কেট এ আমি যখন নতুন তখন আমি মনে করতাম সিগ্নাল ব্যাবহার করে মাসে ১০০% প্রফিট করবো তবে আমি আনকে দিন এই ভোল রাস্তাই হেঁটেছি ফরেক্স করতে হলে আপনাকে আগে ফরেক্স মার্কেট ভাল ভাবে শিখে তার পর ভাল ভাবে ফরেক্স করেন না হলে লাভ থেকে লস টাই বেসি হবে ।
ফরেক্স মার্কেট এ আমি যখন নতুন তখন আমি মনে করতাম সিগ্নাল ব্যাবহার করে মাসে ১০০% প্রফিট করবো তবে আমি আনকে দিন এই ভোল রাস্তাই হেঁটেছি ফরেক্স করতে হলে আপনাকে আগে ফরেক্স মার্কেট ভাল ভাবে শিখে তার পর ভাল ভাবে ফরেক্স করেন না হলে লাভ থেকে লস টাই বেসি হবে ।
[ATTACH=CONFIG]10609[/ATTACH]
সাবধান বাংলাদেশী ফরেক্স ট্রেডার ভাইয়েরা। ফরেক্স সিগনাল প্রোভাইডারদের বাজে এবং নিলজ্জ একটি অভ্যাস হল, সিগ্নালে লস করার পর আপনাকে অনেক বড় বড় নীতি কথা শুনাবে। তখন মনে হবে আপনি ভুল। মানে দিনশেষে আপনার দোষ।একটা সিগ্নালে এসএল যদি হয় ১৫০পিপ্স/২০০ পিপ্স তাইলে $১০০ দিয়ে ০.০১ ভলিউমে যদি করি ২০% চলে গেলো বেলেন্স থেকে এত বড় এসএলের কারনে। আর যেই কয় একটা প্রফিট দিল, হয়তোবা আপনি ট্রেড ধরতে পারলেন না অথবা অনলাইনে ছিলেন না।তারপরও কিন্তু আপনার দোষ। যারা একসময় বলল সিগ্নাল যারা দেয় তারা ভালো ট্রেডার না তারা আজ সিগ্নাল দেয়। যারা জইন হয়, বিশেষ করে তাদের কে ফেইসবুকে ডাকা বিভিন্ন প্রিয় ভাই দিয়ে বোঝানো হয় তাই মানুষ ঠকে।জইন হওয়ার পর বুঝা যায় ১০০০/ ১৫০০ টাকা দিয়ে কিভাবে সিগ্নাল দিয়ে বাটপারি করে।যে ১০০০/১৫০০ টাকা দেওয়া হল সেইটাও লস, যেইটা ডিপোজিট করলেন সেইটা লস আর মূল্যবান সময় তো গেলো।কিন্তু তাদের পিপ্স কিন্তু প্রফিট। এইসব নিয়ে কি বাংলাদেশীরা মুখ খুলবেনা? লস করলেন পরে নিজের দোষ দিয়ে ভুলে গেলেন।
ভাই আমি মনে করি না যে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সিগন্যাল ব্যবহার করলে আপনি ভাল ফলাফল পাবেন । এর চেয়ে আমি আমার নিজের স্ট্রাটেজি তৈরি করব এবং নিজের তৈরি স্ট্রাটেজিতে লস করলেও নিজের ভুল বুঝতে পারবো । তাই সিগন্যালের জন্য ছোটাছুটি না করে নিজের ট্রেডিং জ্ঞান আমাদের বাড়াতে হবে । কারণ বেশিরভাগ ট্রেডিং সিগন্যালই ভুয়া ।
খুব স্বল্প সময়েরব্যবধানে একজন ব্যক্তি নিজেকে দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন ফরেক্স ট্রেডারের রূপান্তরিত করতে পারে। ডেমো ট্রেড এর উদ্দেশ্য হচ্ছে আপনাকে কাজ শেখানো। তবে ডেমো ট্রেড ব্যবহার করে প্রাথমিক কাজের পদ্ধতি শেখা যায়। কিন্তু পুরোপুরি শেখা যায় না। পুরোপুরি শিখতে হলে আপনাকে ইনভেস্ট এর মাধ্যমে ট্রেড করতে হবে। প্রথমে ছোট ছোট ট্রেড করতে হবে। লাভ অথবা লস যেটাই হোক সেখান থেকে বাস্তব ভিত্তিক ভাবে আপনাকে শিখতে হবে। তবে প্রাথমিকভাবে শেখার জন্য ডেমো ট্রেড এর প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই।
ফরেক্স মার্কেটে ট্রেড করে সফল হতে হলে আপনাকে এনালাইসিস করে বের করতে হবে বাই দিব না সেল দিব। কারন কেই আপনাকে সঠিক সিগনাল দিতে পারবেনা আপনাকে সেটা বের করতে হবে। সিগনাল দিলে লাভ হলে তারা টাকা নিবে আর লস হলে আপনাকে চিনবেনা তাই কারো সিগনাল পলো না করে নিজের মত ট্রেড করুন।
আমার মনে হয় সিগন্যালের উপর ভরসা না করাই ভালো৷। কারন এখন হাজার হাজার সিগন্যাল প্রোভাইডার রয়েছে কারন সিগন্যাল যে কতটা কার্যকর তা বোঝা কষ্টসাধ্য। এর চেয়ে নিজ চেষ্টায় ফরেক্স ট্রেডিং করাই ভালো হবে। হয়তো একটু দেরি হলেও নিজের চেষ্টাতে নিজেকেই একজন সফল ট্রেডারে পরিনত করা যাবে।
আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য সব থেকে ভালো উপাই হচ্ছে নিজের মেধাকে কাজে কাগাণো।হা আপনি অন্নের এনালাইসিস কে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবেন, যদি না আপনি বুঝতে পারেন তাহলে কেউ অাপনাকে লাভবান করে দিতে পারবে না। যা করতে হবে আপনার নিজে থেকেই করতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন।
টেলিগ্রামে এই রকম হাজারো সিগন্যাল আছে কিন্তু কোন সিগনাল ভালো সেটি আগে বুঝতে হবে । আপনি ভালো কিছু করতে যদি অন্য দক্ষ ট্রৈডারকে ফলো করেন তবে দোষের কিছু নেই। ফরেক্স মার্কেট সম্পর্কে আপনি যে সব জানেন এইটা তো নয়। হ্যা তবে নিজের মানিম্যানেজমেন্ট ফলো করতে হবে কারণ অপরের বুদ্ধিমত কাজে লাগিয়ে নিজের টাকা বিপদে ফেলা ঠিক হবে না।
ফরেক্সেএ সিগনাল অনেক উপকারে আসে তবে শুধু সিগনালের উপর নির্ভর করে ট্রেড করলে বাশ খেতে হবে। তাই আমার মতে ফরেক্স এ অভিজ্ঞতা টা কে বেশি প্রাধান্য দিতে হবে।কারন আপনার অভিজ্ঞতাই আপনাকে বলে দিবে আপনি এখন কি ট্রেড দিবেন।আসলে যখন সিগনাল দেখাবে তখন দক্ষতার সহিত ট্রেড করতে পারলে ভালো। সে জন্য প্রচুর অভিজ্ঞা দরকার তাছাড়া করা সম্বব হবে না।যদি আমরা না বুঝতে পারি তাহলে সিগনাল ভালো না।শুধু লস হওয়া ছাড়া কিছু থাকে না।তাই শুম দিতে হবে এবং অভিজ্ঞা লাভ করতে হবে।
একজন ফরেক্স ট্রেডারের সিগন্যাল এর উপর নির্ভর করা ভালো সিদ্ধান্তের মধ্যে পড়ে না। একজন আদর্শ ফরেক্স ট্রেডার ট্রেড করার পূর্বে নিজে মার্কেট সম্পর্কে ধারণা নিয়ে টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস করে তারপর ট্রেড করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ফরেক্স সিগনাল থেকে হয়তোবা আপনি লাভবান হলেন কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য পরবর্তীতে আপনি নিজে জ্ঞান অর্জন না করে অন্যের প্রতি নির্ভরশীল হবে না সিগন্যাল এর জন্য। যেটা আপনার ফরেক্স ভবিষ্যতে অভিশাপ হয়ে দাঁড়াবে।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে অনেক সিগন্যাল এনালাইসিস করতে হই এবং এই সব সিগন্যাল গুলো আমাদের অনেক উপকারে আসে । ধরেন আপনি কারো কাছ থেকে সিগনাল নিচ্ছেন এবং ভালো প্রফিটও করতেছেন । কিন্তু হঠাৎ করে সে যদি আপনাকে সিগনাল দেয়া বন্ধ করে দেয় অথবা সে যদি মারা যায় তখন আপনি কি করবেন । তাই আগে থেকেই সাবধান হয়া উচিত ।
ফরেক্স মার্কেট এ আমি যখন নতুন তখন আমি মনে করতাম সিগ্নাল ব্যাবহার করে মাসে ১০০% প্রফিট করবো তবে আমি আনকে দিন এই ভোল রাস্তাই হেঁটেছি ফরেক্স করতে হলে আপনাকে আগে ফরেক্স মার্কেট ভাল ভাবে শিখে তার পর ভাল ভাবে ফরেক্স করেন না হলে লাভ থেকে লস টাই বেসি হবে ।
ভাই দেখুন ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সিগন্যালের যে প্রয়োজন আছে এমনটা মনে হয় না আমার । তবে একজন নতুন ফরেক্স ট্রেডার যদি কিছু সিগন্যাল ফলো করে নিজের ট্রেডিং স্ট্রাটেজি ডেভেলপ করার জন্য তাহলে সে সেটা করতে পারে । কারণ ভাই নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো অন্যের বুদ্ধিতে বড়লোক হওয়ার চেয়ে । আর সিগনাল মানে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনি অন্যের কথা মত ট্রেডিং করছেন । তাই শুধুমাত্র সিগন্যাল এর উপর নির্ভর করে থাকলে খুব ভালো ফলাফল আশা করা যাবে না ।
একে বারি দক্ষ ট্রেড্রারের সিগনাল ফলো করা যায়। কারন একজন দক্ষ ট্রেড্রার অনেক এনালাইসিস মিলিয়ে সিগনাল নিশ্চিত হয়ে থাকে। তবে সিগনাল ফলো করতে হলে আগে তার ২ থেকে ৩ বছরের ট্রেডিং হিস্ট্রি দেখে সিগনাল নিতে হবে।