-
আমাদের বাংলাদেশে একমাত্র ফোরামের মাধ্যমেই ফরেক্স পরিচিতি লাভ করছে। আজ আমরা কৈ এর তেলে কৈ ভাজতে পারছি। এমন সুযোগ পৃথিবীতে আর কোন ব্রোকার হাউজ দিবে কিনা আমার জানা নাই। আমার চোখে এর চেয়ে ভাল আর কোন ব্রোকার হাউজ নেই যারা এভাবে আমাদেরকে সাহায্য করতে পারে।
-
ইন্সটাফরেক্স থেকে BMW X6 জিতুন!
[IMG]http://1.bp.blogspot.com/-9_S3oCHHW4k/VoT8bOefaNI/AAAAAAAAAcw/LFoy8ElkDlI/s1600/bmwen.jpg[/IMG]
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা একটি নতুন প্রচারাভিযান শুরু করেছি, ‘‘BMW X6 জিতুন !!’’
ইন্সটাফরেক্স! এখনই সময় জার্মানির কিংবদন্তি গাড়ি প্রস্তুতকারক বিএমডব্লিউ এর ৬ সিরিজ এর একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিলাসবহুল গাড়ির মালিক হতে পারবেন।
সুস্ঠভাবে অ্যালগরিদম এর মাধ্যমে এলোমেলোভাবে একজন বিজয়ী নির্বাচিত করা হবে। আর এর জন্য প্রয়োজন একটি তথাকথিত বিএমডব্লিউ নম্বর। তাই সকল অংশগ্রহনকারীদের এই প্রচারাভিযান থেকে বিজয়ী হবার সুবর্ণ সুযোগ রয়েছে। তাকেই ব্রান্ড নিউ BMW X6 জেতার পুরস্কার দেওয়া হবে যার ট্রেডিং অ্যাকাউন্টের শেষ পাচঁটা অক্ষরের সাথে কাকতালীয়ভাবে বিএমডব্লিউ নম্বরের মিল থাকবে।
এই লটারি প্রচারাভিযানটি ২৮ই ডিসেম্বর ২০১৫ থেকে শুরু হয়েছে এবং এটা ২৯ শে ডিসেম্বর ২০১৭ সালে শেষ হবে । এই পুরস্কারটি জেতার জন্য অবশ্যই আপনার ইন্সটাফরেক্স ট্রেডিং অ্যাকাউন্টে কমপক্ষে ১৫০০$ ডলার জমা করতে হবে এবং প্রচারাভিযানের নির্দিস্ট ওয়েবসাইটের পেজে গিয়ে রেজিস্টার করতে হবে।
এই চমত্কার পুরস্কারটির জন্য প্রতিযোগিতায় যোগ দিন।
বিস্তারিত:- https://www.instaforex.com/company_news/7492.html
-
আপনাকে আমরা বরণ করে নিলাম। আশাকরি আপনি সব সময় আমাদের পাশে থাকবেন। আপনার জীবন বৃত্তান্ত পেলে আরও খুশি হতাম। আপনি কোথা থেকে কি করে আমাদের এই বিশাল জগতে আবির্ভাবিত হলেন এটি আমার কাছে রহস্য হয়েই থাকবে যতক্ষণ না আপনি আমাদের কাছে সব কিছু নিয়ে হাজির হচ্ছেন। ধন্যবাদ।
-
কিয়েভে অনুষ্ঠিত শোএফএক্স ওয়ার্ল্ড এর প্রদর্শনীতে আবারও ইন্সটাফরেক্সের অংশ গ্রহণঃ
[IMG]https://forex-images.instaforex.com/company_news/userfiles/showfx_kiev_510.jpg[/IMG]
১৯ থেকে ২০শে ডিসেম্বর ২০১৫ ইউক্রেনের রাজধানী কিয়েভ অনুষ্ঠিত ফরেক্স আন্তর্জাতিক প্রদর্শনীতে ইন্সটাফরেক্স আবারও অংশ গ্রহন করেছে। হাইয়াট রিজেন্সি কিয়েভ হোটেলর কক্ষ ব্যবসায়ীদের মিলন মেলায় পরিনত হয়।
ইন্সটাফরেক্সর বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা একাধিক সেমিনার ও কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে আগত অতিথিরা ফরেক্স ট্রেডিং বিশেষজ্ঞ পূর্বাভাসবীদ Sergey Belyaev, Alexander Davydov এবং Mikhail Makarov এর নতুন কৌশল সম্পর্কে জানতে, রিপোর্ট শুনতে, এবং নিজেদের জ্ঞাপন করার একটি অনন্য সুযোগ পেয়েছিল।
এই ডিসেম্বরের কিয়েভে অনুষ্ঠিত প্রদর্শনী অতিথিদের জন্য আরো চমকপ্রদ ছিল। অনুষ্ঠানে আগত প্রায় ৬০০ এর অধিক অতিথিদের ট্রেডিং অ্যাকাউন্টে ৩০ ডলারের বোনাস দেওয়া হয়, তিনজনকে দেওয়া হয় মানি সার্টিফিকেট এবং লটারির মাধ্যমে দুটি স্যামসাং গ্যালাক্সি, আইফোন ৫ এবং সেইসাথে আইপ্যাড এয়ার প্রদান করা হয়।
কিন্তু এর চেয়ে আরো বেশী চমক ছিল যখন ইন্সটাফরেক্স - নতুন কনটেস্ট এর মোড়ক উম্মোচন করেন। এই কনটেস্ট এর বিজয়ীরা পাবেন গ্রেট ব্রিটেন আসার সুযোগ এবং রেডস এ মার্চে অনুষ্ঠিত খেলা উপভোগ করার জন্য ভিআইপি টিকেট। এছাড়াও, ইন্সটাফরেক্স ইটালিয়ান এফসি পালের্মো এর সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা ঘোষণা করেন।
ইন্সটাফরেক্স কিয়েভে প্রদর্শনীর আয়োজক শোএফএক্স ওয়ার্ল্ডকে এবং ইন্সটাফরেক্সের বুথ পরিদর্শন এবং সেমিনার অংশগ্রহণকরী সকলকে আবারও অশেষ ধন্যবাদ জানায়।
-
ডাকার র*্যালি ২০১৬: ইন্সটাফরেক্স লপরেইস দলকে উৎসাহিত করুন!!
[IMG]http://2.bp.blogspot.com/-IbguBH0B0QM/Vo5EjnGluHI/AAAAAAAAAdA/6CdSZKAPRaA/s640/dakar16.jpg[/IMG]
বুএনোস আইরেস এ গত ২ ই জানুয়ারি থেকে ডাকার র*্যালি শুরু হয়েছে। এবারের যাত্রাপথে হল আর্জেন্টিনার এবং বলিভিয়ার অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে এবং যা ইতিমধ্যে ইন্সটাফরেক্স লপরেইস দল একটি সত্যিকারের পরীক্ষায় মুখোমুখি হয়েছে। আর্জেন্টিনার আবহাওয়ার রেসে অংশগ্রহণকারীদের মোটেও সাহায্য করছে না। প্রচন্ড ঝড় প্রবাহিত হবার কারনে বিশেষ বিশেষ ধাপের দূরত্ব কমানো হয়েছে এবং ট্রাকের স্ট্যান্ডিংয়ের জন্য ভূমি না থাকায় তৃতীয় ধাপ বাদ দেওয়া হয়েছে।
এলিস লোপারিস এবং তার দলকে দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রায় ৯০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এবং তারপর ট্রাকের দলকে আর্জেন্টিনার রোজারিও পৌঁছে রেস শেষ করতে হবে। ডাকার অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় পেরুর যোগ হবার কারণে নতুন রুট তৈরি হয়েছে যার ফলে রেসারদের পথ চলায় কিছুটা পরিবর্তন করতে বাধ্য হবে। ইন্সটাফরেক্স লপরেইস দলের জন্য কমবেশি চোরাবালি এবং উড়ে চলার মধ্য দিয়েই তাদের বিজয়ের পথ অপেক্ষা করছে।
১০ই জানুয়ারী রেসের মধ্যবর্তী সময়ে সালতায় অংশগ্রহণকারীরা বিশ্রামের জন্য সবাই একত্রিত হবে। কিন্তু এ সময় শুধুমাত্র সালতা বিশ্রাম নিবে না। দলের একটি অংশ গাড়ির সার্ভিস ও যন্ত্রপাতি মেরামত করায় থাকবে, চালককে ভাল করে ঘুমিয়ে নিতে হবে এবং রোজারিও পৌঁছানোর জন্য অফুরন্ত উদ্যম থাকতে হবে। সর্বশেষ ৬টি ধাপ আন্দিজ পাহাড়ের পাদদেশের মধ্যে অনুষ্ঠিত হবে যেখানে রেসারকে বালুকাময় চোরাবালি, পাথর এবং আঁকাবাঁকা পাহাড়ি এলাকায় মধ্য দিয়ে ট্র্যাক নিয়ে অতিক্রম করতে হবে।
ডাকার ২০১৬ ফলাফলের জানতে আমাদের সাথেই থাকুন - ইন্সটাফরেক্স লপরেইস দলকে উৎসাহিত দিন!
বিস্তারিত দেখুন: https://www.instaforex.com/instaforex_loprais_team/
-
ট্রেডিংয়ের সময়সূচীর পরিবর্তন
প্রিয় ট্রেডারবৃন্দ,
ইন্সটাফরেক্সের সকল ট্রেডারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যুক্তরাষ্ট্রের মার্টিন লুথার কিং জুনিয়র দিবস উপলক্ষে ১৮ই জানুয়ারী ২০১৫ তারিখ্ ট্রেডিংয়ের সময়সূচীর কিছুটা পরিবর্তন করা হয়েছে। ট্রেডিং নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী সঞ্চালিত হবে।
১৮ই জানুয়ারী, স্পট মেটাল ট্রেডিং (গোল্ড, সিলভার, xauusd) রাত ৮:০০ টা পর্যন্ত বন্ধ থাকিবে। এই ট্রেডিং সময়সূচীর একই পরিবর্তন মেটাল এবং এনার্জি ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য।
১৮ই জানুয়ারী, সিএফডি শেয়ার, এগ্রো এবং পণ্য ফিউচার সেইসাথে #spx, #indu, এবং #compq এর ট্রেডিং বন্ধ থাকিবে। তবে অন্যান্য আর্থিক উপকরণগুলো এই ট্রেডিং সময়সূচীর প্রভাব মুক্ত থাকেবে।
১৯শে জানুয়ারি, #he, #gf, #le (শুরু বিকাল ৫টা) এবং #lbs (শুরু বিকাল ৫:০৫ টা)ব্যতীত বাকিসব ট্রেডিং উপকরণ কোন পরিবর্তন ছাড়াই যথারীতি আগের সময়সূচী অনুযায়ী চলবে।
-
[IMG]http://4.bp.blogspot.com/-WkOuuskok0g/VqChbZr1r7I/AAAAAAAAAdQ/0ePsmnrAFr0/s1600/Greaten.png[/IMG]
''ইন্সটাফরেক্স গ্রেট রেস ২০১৬'' প্রতিযোগিতাটি নতুন পর্ব শুরু হয়েছে এবং প্রথম পর্বের রেজিষ্ট্রেশন চলছে।
ডেমো অ্যাকাউন্টধারীদের জন্য এই প্রতিযোগীতাটি মার্চের ৭ তারিখ থেকে শুরু হয়ে আগামী ২৩ ই ডিসেম্বর পর্যন্ত চলবে, যার জন্য মোট ৫৫০০০/$ হাজার মার্কিন ডলার পুরস্কার বরাদ্ধ রাখা হয়েছে।
আপনি যদি ফরেক্স ট্রেডিংয়ে নতুন শিক্ষানবিশ হন, তাহলে **''ইন্সটাফরেক্স গ্রেট রেস ২০১৬'' প্রতিযোগীতাটি আপনার জন্যই সবচেয়ে বেশি প্রয়োজন !
প্রতিযোগীতাটির প্রথম পর্বের জন্য নিবন্ধন করুন এবং আপনার ট্রেডিং দক্ষতা ও জ্ঞান একটু যাচাই করে নিন। এর ফলে আপনি ট্রেডিংয়ের অভিজ্ঞতা লাভ করা বাদেও ৬০০০ $ মার্কিন ডলারের মূল পুরস্কারটি জেতার একটি অর্পূব সুযোগ পাবেন।
চার পর্বের প্রতিযোগিতাটি প্রত্যেক ভিন্ন ভিন্ন মাসে অনুষ্ঠিত হবে। সারাধনভাবে প্রতিযোগি হবার জন্য আপনার শুধু আমাদের কোম্পানীর সাথে একটি ট্রেডিং অ্যাকউন্টের প্রয়োজন হবে।
মূল নিয়মটি হল যে প্রতি পর্বের জন্য আপনাকে অবশ্যই একটি নতুন ডেমো অাকাউন্ট নিবন্ধন করতে হবে। এক একটি ধাপে বিজয়ীদের অ্যাকাউন্টে বোনাস পয়েন্ট ও পুরস্কারের টাকা প্রদান করা হয়।
অন্যদের ফলাফলের চেয়ে যার ব্যালেন্স সবচেয়ে বেশি এগিয়ে থাকবে তাকেই চূড়ান্ত বিজয়ী হিসাবে ঘোষনা করা হবে।
বিস্তারিত:- https://www.instaforex.com/contest_f...trace_2016.php
-
ই্নসটাফরেক্স এর হাত ধরেই ফরেক্স এ এসেসি তাই ই্নস্থাফরেক্সকে ধন্যবাদ
-
ইন্স টা ফরেক্স এর হাত ধরেই ফরেক্স এসেছি, তাই ইন্সটাফরেক্স আমার পছন্দের ব্রকার ।
-
ডেমো অ্যাকাউন্ট হতে লিভারপুল মাত্র এক কদম!
[IMG]https://forex-images.instaforex.com/company_news/userfiles/510350en.png[/IMG]
আপনি কি কখনো বিনা খরচে একজন ভিআইপি অতিথি হিসেবে গ্রেট ব্রিটেনে লিভারপুল ফুটবল ক্লাবের খেলা উপভোগ করার কথা কল্পনা করেছেন? ট্রেডিং এবং ফুটবল জন্য আপনার আবেগের কারনে এই বসন্তে আপনার এই স্বপ্ন সত্যি হতে পারে।
আবার অ্যানফিল্ডে হেডিং! এই শিরোনামে ইন্সটাফরেক্স একটি নতুন প্রতিযোগিতার চালু করেছে। প্রতিযোগিতার দুই বিজয়ীরা পাবেন দ্য বিট্লস এর মাতৃভূমির ট্রিপ এবং স্টেডিয়ামে বসে কিংবদন্তি লিভারপুল এফসি এর খেলা উপভোগ করার সুযোগ।
এছাড়া, সবচেয়ে দক্ষ (বা ভাগ্যবান) প্রতিযোগীরা ইন্সটাফরেক্স এবং লিভারপুল এফসি থেকে পাবেন চমৎকার সব উপহার। গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনাকে প্রতিযোগিতার মূল পর্বে অংশগ্রহণ একেবারে কোন কিছুই ব্যয় করতে হবে না, শুধুমাত্র প্রতিযোগিতার ওয়েব পেইজ থেকে একটি ডেমো অ্যাকাউন্ট খুলে ট্রেড করতে হবে, তবে ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে ট্রেড করতে পাবে না।
প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের আগে নিবন্ধন করতে হবে, যা ৪ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ, ২০১৬ পর্যন্ত চলবে। তাই আর সময় নষ্ট করবেন না! প্রকৃতপক্ষে, আপনি যতো তারাতারি খেলায় যোগদান দিবেন, আপনার স্কোর তত বৃদ্ধি পাবে যা এনে দিবে পুরষ্কার জেতার সম্ভাবনা।
আবার অ্যানফিল্ডে হেডিং! এই নতুন প্রতিযোগিতার এখনই সাইন আপ করুন! এটা লিভারপুলে আপনাকে অবিস্মরণীয় অনুভূতি এনে দিবে!
বিস্তারিতঃ http://liverpoolfc.instaforex.com/contest2016
-
ট্রেডিংয়ের কিছু সময় পরিবর্তন হবে!
[IMG]https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xal1/v/t1.0-0/s480x480/1383064_331582470345673_7847967065178246972_n.jpg? _nc_eui=ARjZzRnG8gR5msqflxslbRnFhOyBX2a9LWoJwfLr2l PuSX0ZhgSN730TMAFl&oh=d75e919670f4bb60b1dc1e1b4413 c007&oe=57899991[/IMG]
ইন্সটাফরেক্স আপনাকে অবহিত করছে যে, ট্রেডিং এর কিছু সময় পরিবর্তন
হবে। আমেরিকার গ্রীস্মকালীন সময় পরিবর্তন হবে, আর এখানে আমাদের কোম্পানীর সব সার্ভার অবস্থিত হওয়ার ফলে
আগামী ১৪ই মার্চ সোমবার থেকে দুই সপ্তাহের জন্য মার্কেট (GMT 1:00 a.m) বাংলাদেশ সময় সকাল ৭টায় থেকে চালু হবে।
অতি শীগ্রই ইউরোপেও গ্রীস্মকালীন সময় পরিবর্তন করা হবে,
আগামী ২৮ই মার্চ ২০১৬ সোমবার থেকে মার্কেট যথারীতি (GMT 12:00 a.m) বাংলাদেশ সময় সকাল ৬টা থেকে চালু হবে।
বিস্তারিত:-https://www.instaforex.com/company_news/7590.html
-
অবশ্যই ইন্সটাফরেক্স এশিয়ার শ্রেষ্ঠ ব্রোকার । কেননা ইন্সটাফরেক্স বহু দিন ধরে সুনামের সহিত তাদের ব্যবসায় পরিচালনা করে আসছে । তাছাড়া তারা তাদের গ্রাহকেদেরকে ২৪ আওয়ার লাইভ চার্ট সেবা দিয়ে অাসছে । আমি অামার প্রথম অ্যাকাউন্ট ইন্সটাফরেক্স এ করেছিলাম ।
-
ইন্সটাফরেক্স ট্রেডারদের জন্য নতুন সফটওয়্যার ‘‘সুপেরিয়র ফরেক্স ডেস্ক’’
[IMG]https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xla1/v/t1.0-9/1690158_334400783397175_7272527537290788861_n.jpg? _nc_eui=ARgNRZfVPNXb42Vk1tRpdt-8wVrtWPEsCnASjrhdFCI8GnpyzQhkP1ihywGZ&oh=b6c12cfda c0cf6566cdb18ed88ed373f&oe=5752791D[/IMG]
‘‘সুপেরিয়র ফরেক্স ডেস্ক’’ নামে ইন্সটাফরেক্স আনন্দের সাথে একটি নতুন সফটওয়্যার উপহার দিয়েছে । যা অর্ডার ব্যবস্থাপনা টুলস্ হিসাবে মূল সুবিধা প্রদান করার পাশাপাশি একটা আধুনিক ট্রেডিং প্ল্যাটফর্ম এর কার্যক্রমকে আরো সম্প্রসারিত করবে। ‘‘সুপেরিয়র ফরেক্স ডেস্ক’’ অর্ডার এর সেটিংস্ এ আরো বেশি সুফল এনে দিবে এবং সময় বাঁচাবে, ট্রেডারদের ট্রেডিং দ্রুত ও বেশী ফলপ্রসূ সেবা প্রদান করবে।ট্রেডারদের জন্য প্রোগ্রামটির ট্রেডিং প্যানেলের ইন্টারফেস বোধগম্য এবং ব্যবস্থাপনা সহজ করে তৈরি করা হয়েছে।
‘‘সুপেরিয়র ফরেক্স ডেস্ক’’ এর ব্যাপক কার্যক্রমকে ধন্যবাদ, ট্রেডাররা ট্রেডিং করা অর্ডারগুলিতে বিদ্যমান সকল অপারেশনের ব্যবহার করার জন্য একটি অনবদ্য সুযোগ দেওয়া হয়েছে। প্রোগ্রামটি নির্দিষ্ট কিছু ট্রেডিং ইনস্ট্রুমেন্টের লেনদেনে চালু করা হয়েছে যা থেকে ট্রেডারদের ট্রেডিং প্রক্রিয়া আরো বেশি উন্নত করবে।
ইন্সটাফরেক্স এর সকল গ্রাহকরা বিনামূল্যে এই প্রোগ্রামটি ব্যবহার করতে পারবে।এই প্রোগ্রামটি ব্যবহার করার জন্য মেটাট্রেডার ফোর প্লাটর্ফম থেকে একটি প্লাগইন ইনস্টল করে নিতে হবে।
বিস্তারিত: https://www.instaforex.com/company_news/7617.html
-
ট্রেডিংয়ের সময় পরিবর্তন হবে!
[IMG]https://z-1-scontent-sit4-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/s851x315/12871460_336226136547973_7545428760518728859_n.jpg ?_nc_eui=ARjrP8vdEyx8Bmgkd6xxQp7K8ZJiGSXyoJybtMBOd SbgCs5mmNruiES1vXK0&oh=8238a6eb37d0450a8342eade8dd 78585&oe=57814C32[/IMG]
ইন্সটাফরেক্স আপনাকে জানাচ্ছে যে, ওয়েস্টার্ন খৃস্টীয় ক্যালেন্ডার অনুসারে আসন্ন গুড ফ্রাইডে এবং ইস্টার মানডের জন্য ট্রেডিং এর সময় পরিবর্তন করা হবে।
২৫শে মার্চ, ২০১৬ যাবতীয় মেটাল, ফিউচার, শেয়ার, এবং সূচকে চুক্তি অনুসারে ট্রেডিং বন্ধ থাকবে।
২৮শে মার্চ, ২০১৬ থেকে শুধুমাত্র #FTSE, #HSI, এবং #DAX উপকরনগুলো বাদে যথারীতি ট্রেডিং পরিচালনা করা যাবে।
আগামী ২৮ই মার্চ ২০১৬ সোমবার থেকে মার্কেট যথারীতি (GMT 12:00 a.m) বাংলাদেশ সময় সকাল ৬টা থেকে চালু হবে।
বিস্তারিত:- https://www.instaforex.com/company_news/7625.html
-
গ্যারান্টী দিয়ে ইন্সটাফরেক্স আপনার অ্যাকাউন্টের কঠোর নিরাপত্তা দিচ্ছে!
[IMG]https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-0/s480x480/12717604_337875683049685_2504254298784599168_n.jpg ?_nc_eui=ARifPc-E43uLNHB0MKUhjKuHs5ZW0grxCHrMV2h4wepnxk8D2laHXEtqL p6H&oh=404ac160bd7c9b347e4c56165aabea81&oe=5781A71 9[/IMG]
ইন্সটাফরেক্স গ্রাহকদেরদের সুবিধার্থে এবং কঠোর নিরাপত্তার প্রদানের জন্য দুই ধাপ বিশিষ্ট একটি পরিচয় প্রমাণ ব্যবস্থা তৈরি করেছে।
দুই ধাপের এই পরিচয় প্রমাণের পদ্ধতিটি একটি অ্যাকাউন্টের একান্ত পাসওয়ার্ডসহ সার্বিক কঠোর নিরাপত্তা নিশ্চিত করে ।
আপনি যখন ক্লায়েন্ট ক্যাবিনেটে লগ-ইন করবেন তখন সিস্টেমটিতে আপনার পাসওয়ার্ড ছাড়াও একটি ব্যক্তিগত সনাক্তকরণ নম্বর (PIN) নির্ভরযোগ্য গুগল এর প্রমাণকারীদের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তৈরী হবে।
তারপর এপ্লিকেশন বা প্রোগ্রামটি দিয়ে অফলাইনে কাজ করতে পারবেন।
গ্রাহকরা ক্লায়েন্ট-ক্যাবিনেটে থেকে নিজেরাই এই অপশনটি নিষ্ক্রিয় করতে পারবেন। ইন্সটাফরেক্স তার প্রতিটি গ্রাহকের অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য-উপাত্তের নিরাপত্তা ও সুরক্ষা আরও শক্তিশালী করেছে।
বিস্তারিত: https://www.instaforex.com/bd/security.php
-
ইন্সটা ফরেক্স এশিয়ার সর্বশ্রেষ্ট ব্রোকার জেনে ভাল লাগল।আমি এদের সাথে অনেক আগে থেকে ট্রেড করছি।আজ পর্যন্ত কোন সমস্যা হয়নি।এখন জেনে ভাল লাগল যে এশিয়ার সর্বশ্রেষ্ট ব্রোকার হয়েছে।আর এদের লাইভ সার্পোট খুব ভাল।এরা বাংলাতে ভাল লাইভ সার্পোট দেয়।ধন্যবাদ।ট্রেড করছি।করব এ ব্রোকার হাউজে।
-
স্লোভাকিয়ায় অনুষ্ঠিত শোএফএক্স ওয়ার্ল্ড এর সম্মেলনে ইন্সটাফরেক্স অংশগ্রহণ
[IMG]http://t10.deviantart.net/BzrqAQdbAWRUvDhyxI269XfQoE8=/300x200/filters:fixed_height(100,100):origin()/pre01/dc53/th/pre/f/2012/112/e/c/bratislava_by_starnox-d4x5n1n.jpg[/IMG]
গত ১৬ এপ্রিল, ইন্সটাফরেক্স ব্রাতিস্লাভা এর স্লোভাকিয়ায় শোএফএক্স ওয়ার্ল্ড আয়োজিত প্রথম আর্থিক সম্মেলনে অংশ নেয়।
প্রায় দুশো এর ট্রেডার তাদের জ্ঞান আরও দৃঢ়, নতুন দক্ষতা লাভ, আলোচনা ও কর্মশালা অংশগ্রহণ, সহকর্মী ট্রেডিং অনুশীলনকারীদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময়, এবং ইন্সটাফরেক্স দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ক্রাউন প্লাজা হোটেলের লন্ডন হলের সমবেত হয়।
সম্মেলন অতিথিরা মার্কেট বিশ্লেষকদের সেমিনার বিনামূল্যে উপভোগ করেন। বক্তারা শ্রোতাদের জন্য মূল্যবান ধারণা এবং কার্যকরী সমাধান উপস্থাপন করেন। এমনকি ইন্সটাফরেক্সের বিশেষজ্ঞরা ট্রেডিংয়ের সবচেয়ে কঠিন ধারণাগুলো নতুনদের জন্য বোধগম্যভাবে উপস্থাপন করেন। এছাড়াও ইন্সটাফরেক্স এই সম্মেলনে অভিজ্ঞ ট্রেডার এবং নতুন ট্রেডারদের মধ্যে চমৎকার নেটওয়ার্কিং এর সুযোগ প্রদান করে।
প্রতিবারের ন্যায়, ইন্সটাফরেক্স সম্মেলনের অনুষ্ঠানস্থলে রাফেল ড্র এর আয়োজন করে। চার ভাগ্যবান বিজয়ীদের দেওয়া হয় সার্টিফিকেট সহ ট্রেডিং অ্যাকাউন্টে ৫০০ ডলার ও ১,০০০ ডলার বোনাস এবং সেই সাথে দেওয়া হয় শীর্ষ ব্রান্ডের ইলেক্ট্রনিক ডিভাইস - আইপ্যাড এয়ার এবং স্যামসাং স্মার্টফোন।
এছাড়াও সম্মেলনে ইন্সটাফরেক্সর স্ট্যান্ডে আগত অথিতিদের দেওয়া হয় ৭৫ ডলার পর্যন্ত বোনাস এবং সেইসাথে দেওয়া হয় ইন্সটাফরেক্স থেকে ব্র্যান্ডেড উপহার।
ইন্সটাফরেক্স স্লোভাকিয়ায় সম্মেলনের আয়োজক শোএফএক্স ওয়ার্ল্ডকে এবং ইন্সটাফরেক্সের বুথ পরিদর্শন এবং সেমিনার অংশগ্রহণকরী সকলকে আবারও অশেষ ধন্যবাদ জানায়।
বিস্তারিতঃ
-
একটি সফলতার গল্প: ইন্সটাফরেক্স এর এক ট্রেডার মাত্র দুই সপ্তাহে তার ১৫০০$ ডলারকে দশগুণ বাড়িয়েছে!
[IMG]https://scontent-sin1-1.xx.fbcdn.net/v/t1.0-9/s851x315/13177749_356157357888184_1109639456171818140_n.jpg ?oh=d79c79f3d17c15f1d9643075c8c14474&oe=57D83083[/IMG]
ঠিক আপনার মতই আমাদের আরো একজন ট্রেডারের একটি সফলতার কাহিনী আমরা আনন্দের সাথে আপনার সাথে শেয়ার করতে চাই।
আজ আপনাদের সার্জি ফিভ্যালীও (Sergey Fevralyov) সম্পর্কে বলবো যিনি মাত্র ১৫০০$ ডিপোজিটের ডলারকে মাত্র দুই সপ্তাহে দশগুণ বাড়িয়ে তুলেছে।
আমরা আসলে আপনাকে বলতে চাই যে, এটা করতে পারা তার জন্য সহজকোন কাজ ছিল না। এটার জন্য তাকে প্রচুর পরিশ্রম ও অনুশীলন করতে হয়েছে। সার্জির বলেছিল সে ২০০৮ সাল থেকে ফরেক্স করে এবং ২০০৯ সালের দিকে ইন্সটাফরেক্স এর সাথে যোগ দিয়ে এখন পর্যন্ত আমাদের সাথেই আছে।
‘‘আমি আসলে ২০০৮ সালে থেকে শুরু করি যখন মাত্র রাশিয়ার মার্কেটটা মাত্র জমতে শুরু করেছে। সম্ভবত এক বছর পর থেকে আমার প্রথম ট্রেডিং শুরু করি এবং আমি অল্পদিনে অনেক ধরনের শর্তের ফলে আমি অস্থির হয়ে যাই এবং সব ছেড়েছুড়ে দেই। আমি ইন্সটাফরেক্স থেকে বের হয়ে যাই।’’ -সার্জি ফিভ্যালীও
আসলে এই কারেন্সি মার্কেটে ইন্সটাফরেক্স এর সাথে ডিপোজিট দশগুন বাড়ানোর কাজটি প্রথমবারে সফলতার মুখ দেখেনি। ফরেক্স এর কাজ করার ৮ বছর পর সার্জি ফিভ্যালীও তার ট্রেডিং থেকে আয় করা টাকা দিয়ে একটি গাড়ি ক্রয় করেন এবং এখনো সেই টাকার মুনাফা এখনো বেড়েই চলছে। তিনি নিয়মিতভাবে ইন্সটাফরেক্স কোম্পানির আয়োজিত বিভিন্ন ধরনের প্রচারাভিযানগুলিতে বিজয়ী ও দ্বিতীয় হয়েছেন। সার্জি কোন প্রিমিয়াম গাড়ী জয়লাভ করেননি, যদিও তিনি রিয়াল স্কাল্পিং চার্টে বেশ কয়েকবার শীর্ষ অবস্থানের পৌঁছে ছিলেন। প্রতিযোগিতার অনুগামীরা তার নামটি মনে রাখুন কেনান এসব প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে তার নাম পুনরায় পর্দায় উপস্থিত হবেই।
সর্বশেষ সার্জি যে বিশাল সাফল্য অর্জন করেছেন এর জন্য তিনি মনে করেন এটা তার একটা বিশাল ভাগ্যও কেননা প্রাথমিক ডিপোজিট থেকে পাঁচবার কিংবা দশ-দশ বার বৃদ্ধি করাটা চাট্টিখানি কথা নয়। অন্যদিকে সার্জি ফিভ্যালীও নিরবিচ্ছিন্নভাবে মুনাফা অর্জন করে এবং তার ট্রেড ভলিউম বৃদ্ধি করে রাশিয়ার মধ্যে একজন অন্যতম সফল ব্যবসায়ীতে পরিণত হন। এটা উল্লেক্ষ্য করা প্রয়োজন যে ট্রেড এর মাধ্যমে তার অ্যাকাউন্টেকে তিনি ৪৫০০০$ ডলারে নিয়ে যান। সার্জি এই ধরনের ইতিবাচক মনোভাব নিয়ে কারেন্সি মার্কেটে সাফল্যের চাবিকাঠি হিসাবে ধৈর্য এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার পূর্বেব প্রতিশোধ নেন। আর কি বলবো, সে হল একজন সফল ফরেক্স ট্রেডার উপস্থিত উদাহরন। যারা অদম্য ইচ্ছা ও দৃঢ়সংকল্পের কারনে একটি যথেষ্ট পরিমান টাকা উপার্জন করার উদাহরন সৃষ্টি করেছেন।
‘‘যে কারনে আমি ইন্সটাফরেক্স পছন্দ করি সেটা হল আমার যা প্রয়োজন ইন্সটাফরেক্স সেটার প্রতি মনোযোগ দেয় । তাদের লোকের সাথে আলোচনা করে আমার সমস্যা সমাধান করতে পারি। প্রতিযোগীতায় অংশগ্রহন করালে উদ্দিপনা পাই। তাদের আমি সর্বোচ্চ আসন দেই। তাদের প্রতি ডিপোজিটের বোনাস আমাকে উৎসাহিত করে। আর এই কারনেই আমি বেশি বেশি টাকা ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারি। তোমার বিভিন্ন কৌশল প্রয়োগে আগ্রহ থাকতে হবে এবং সর্বোপরি লোকসান করা চলবে না।
আমরা আশা করি সার্জি ইন্সটাফরেক্স এর সাথে অারো বড় বড় লাভ করুক! আরো চাই যে, সন্মানিত ট্রেডাররাও এধরনের বড় লাভ করে সফলতার গল্প তৈরী করবে।
বিস্তারিত:- https://www.instaforex.com/company_news/7752.html
-
ট্রেডিংয়ের সময় পরিবর্তন হবে!
[IMG]https://scontent-sin1-1.xx.fbcdn.net/v/t1.0-0/s480x480/13310455_360795720757681_4327475485490276695_n.jpg ?oh=16d1319371ec300bc1f125a8e1d08299&oe=57C6E712[/IMG]
৩০শে মে মার্কিন যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল ডে ও যুক্তরাজ্যের বসন্তকালীন ব্যাংক হলিডে থাকায় ট্রেডিং এর সময় কিছুটা পরিবর্তন করা হবে.
বাংলাদেশ স্থানীয় সময় রাত ১১টা থেকে (20:00, GMT +3) সব স্পট ও ফিউচার এর চুক্তি অনুসারে এবং জ্বালানি ও ধাতুর উপর ট্রেডিং এ বন্ধ হয়ে যাবে।
এছাড়া অন্যান্য ফিউচার, শেয়ার ও সূচকের সিএফডি (#SPX, #INDU, #COMPQ, #FTSE) সারাদিনের জন্য লেনদেন বন্ধ থাকবে।
ট্রেডিং এর এই সময় পরিবর্তন অন্যান্য কোন টুলস্ বা উপকরনে কোনোভাবে প্রভাবিত করবে না।
বিস্তারিত:- https://www.instaforex.com/company_news/7828.html
-
BanCard ডেবিট কার্ড সেবার অবসান
[IMG]http://inter.instafx-global.com/i/img/header/instaforex_mastercard_en.png[/IMG]
ইন্সটাফরেক্স তার গ্রাহকদের অবগত করছে যে ইন্সটাফরেক্সে BanCard এর মাধ্যমে লেনদেন আর সমর্থন করছেনা। ইন্সটাফরেক্সের সকল গ্রাহক BanCard এর অর্থ যে কারেন্সিতে অ্যাকাউন্ট ডিপোজিট করেছিলেন ঠিক একই কারেন্সিতে SorexPay, Skrill, and STP এর পেমেন্ট সিস্টেমের মাধ্যমে BanCard এর ব্যালেন্স উত্তোলন করতে পারবেন।
এখন থেকে BanCard কার্ড এর বিকল্প হিসাবে আপনি ইন্সটাফরেক্স Benecard অর্ডার করতে পারেন, এটি একটি প্রিপেইড ব্যাংক কার্ড। এই কার্ড অর্ডার করার পূর্বে অনুগ্রহ করে এর বিধি এবং শর্তাবলী ভালোভাবে পড়ে নিবেন।
বিস্তারিতঃ
-
২০শে জুন থেকে ২৭শে জুন ২০১৬ পর্যন্ত কিছু নির্দিষ্ট ট্রেডিং ইন্সট্রুমেন্টে ট্রেডিং শর্তাবলী পরিবর্তন করা হয়েছে!
[IMG]https://scontent-sin1-1.xx.fbcdn.net/v/t1.0-0/p280x280/13442162_368206506683269_5747880718899365817_n.jpg ?oh=05fb5e76289008e36458b18c14ecaf6b&oe=57C65BD0[/IMG]
সুহৃদ গ্রাহকগণ,
আগামী ২৩ শে জুন ২০১৬ তারিখে আসন্ন যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ এ থাকা বা না থাকার উপর গণভোট অনুষ্ঠিত হবে।
এই গণভোট এর ফলে Brexit এর পক্ষে বা বিপক্ষে যে ভোটই হোক না কেন ব্যাপক আকারে তা বৈশ্বিক আর্থিক বাজারকে অবাধ্য করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। যে কোন পরিবর্তন স্বাভাবিকভাবে সর্বপ্রথম এবং সর্বশেষে ফরেক্স মার্কেটে GBP এবং EUR কারেন্সি পেয়ারে উপর গভীর প্রভাব সৃষ্টি করবে। যার ফলে পরের সপ্তাহে এই ইন্সট্রুমেন্টগুলোতে ট্রেডিং রের্কড পরিমান হাই ভোলাটিলিটি বজায় থাকবে বলে ভাবা হচ্ছে।
গ্রাহকদের তার নিজ নিজ পজিশন রক্ষা করার জন্য, কোম্পানির একটি অস্থায়ী ভিত্তিতে নির্দিষ্ট ট্রেডিং ইন্সট্রুমেন্ট এর জন্য কিছু সাধারন পরিবর্তন করার প্রয়োজনীয়তায় একটা সিদ্ধান্ত গ্রহন করেছে।
নিম্নলিখিত সংশোধনী ২০শে জুন থেকে আগামী ২৭শে জুন পর্যন্ত জুন পর্যন্ত এক সপ্তাহের জন্য চালু করা হল।
০১- সবনিন্ম মার্জিন এর জন্য নিম্ন বর্ণিত কারেন্সি পেয়ারে ২% শতাংশ নির্ধারন করা হয়েছে।
GBP/USD, EUR/GBP, GBP/CHF, GBP/JPY, GBP/AUD, GBP/CAD, এবং GBP/NZD। যেমন GBP পেয়ারের সাথে সকল প্রাচ্যের বাহিরের দেশের কারেন্সির ক্রশ আছে।
০২- কিছু স্টক সূচকের জন্য মার্জিন নির্ধারণ হয়েছে। যেমন #N100, #DAX, এবং #FTSE যা হাই ভোলাটিলিটির কারনে নির্দিষ্ট মানের প্রয়োজনের তুলনায় কয়েক গুন বেড়ে যেতে পারে।
০৩- নিম্নলিখিত কারেন্সি পেয়ারে সর্বনিম্ন মার্জিন ০.৫% শতাংশে নির্ধারন করা হতে পারে।
EUR/USD, EUR/JPY, EUR/CHF, EUR/AUD, EUR/CAD, and EUR/NZD। যেমন EUR পেয়ারের সাথে যেসব প্রাচ্যের বাহিরের দেশের কারেন্সির ক্রস আছে।
আপনাকে হাই ভোলাটিলিটি এবং বড় ধরনের পরিবর্তনের জন্য সাবধান করা হচ্ছে। আমরা আপনাকে জোড়ালোভাবে উপদেশ দিচ্ছি যে, উপরের ইন্সট্রুমেন্টেগুলোতে পুরো সপ্তাহজুড়ে সাবধানতার সঙ্গে বিবেচনা করে ট্রেডিং ঝুঁকি নিন।
দয়া করে এই অবস্থায় আপনার ট্রেডিং স্ট্রাটেজি সমন্বয় করুন।. আপনি এই ইন্সট্রুমেন্টে ট্রেড করা থেকে বিরত থাকতে পারেন । এছাড়া আপনার অ্যাকাউন্টে ওপেনকৃত পজিশন বজায় রাখার জন্য, আপনি যথেষ্ট পরিমান তহবিল আছে কিনা নিশ্চিত করুন।
আমরা আপনাকে সতর্ক করার জন্য যে ট্রেডিং শর্তাবলীতে কোন ধরনের চূড়ান্ত পরিবর্তন করতে চাই না। যদি ভোলাটিলিটি বা কম ভোলাটিলিটি এবং কম তারল্যের ক্ষেত্রে, ভবিষৎতে বিনা নোটিশে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
বিস্তারিত:- https://www.instaforex.com/company_news/7969.html
-
উচ্চ ভোলাটিলিটি কারণে কিছু উপকরণের ট্রেডিং শর্তাবলীর পরিবর্তন
[IMG]https://forex-images.instaforex.com/company_news/preview/Metatrader-news-390-270-4.png[/IMG]
ব্রিটেনের গণভোট শেষ হয়ে গেছে, কিন্তু উচ্চ ভোলাটিলিটি এবং কম তারল্য এখনও আর্থিক বাজারের বিরাজ করছে। গণভোটের ফলাফলের সঙ্গে সম্পর্কিত ঝুঁকি থেকে ক্লায়েন্টদের পজিশন রক্ষা করা কোম্পানির দায়িত্ব, আর তাই কিছু কিছু ট্রেডিং ইন্সট্রুমেন্টর মার্জিন সাময়িকভাবে বাড়ানো হয়েছে। এই পরিবর্তন এখন থেকে আগামী ২৭শে জুন পর্যন্ত থাকবে।
ট্রেডিং শর্তাবলী পরিবর্তন নিম্নলিখিত ইন্সট্রুমেন্টর ক্ষেত্রে প্রযোজ্য:
GBPUSD, EURGBP, GBPCHF, GBPJPY, GBPAUD, GBPCAD, এবং GBPNZD এর নতুন অর্ডার খোলার জন্য ডিলের আকারের মোট ২% মার্জিন থাকতে হবে, আর ওপেন পজিশন ধরে জন্য ১% মার্জিন থাকা প্রয়োজন।
EURUSD, EURJPY, EURCHF, EURAUD, EURCAD, EURNZD –এর মার্জিন ০.৫% উন্নীত করা হয়েছে।
GBP ক্রস ইউরো EUR ক্রস কারেন্সি পেয়ারের মার্জিন যথাক্রমে
১% এবং ০.৫%-এ উন্নীত করা হয়েছে।
শেয়ার সূচকের শুধুমাত্র বন্ধের সময় পাওয়া যাবে।
ট্রেডিং শর্তাবলী স্বাভাবিক অবস্থানে ফিরে গেলে তা পরবর্তীতে ঘোষণা দিয়ে জানানো হবে
বিস্তারিত
-
ব্রেক্সিট এর কারণে মার্জিনের সীমাবদ্ধতা প্রত্যাহার
[IMG]https://www.instaforex.com/i/img/company_news/default_img_1.png[/IMG]
প্রিয় গ্রাহকবৃন্দ,
ব্রিটেনের গণভোটের কারণে ট্রেডিং শর্তাবলীর যে সাময়িক পরিবর্তন করা হয়েছিল, এখন থেকে সকল ট্রেডিং উপকরণের আগের স্ট্যান্ডার্ড নিয়মে ফিরে এসেছে।
সকল ট্রেডিং অ্যাকাউন্টের জন্য মার্জিনের প্রয়োজনীয়তা আবারও লিভারেজ উপর ভিত্তি করে হিসাব করা হবে।
বিস্তারিতঃ
-
যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস এর কারনে ট্রেডিংয়ের সময় পরিবর্তন!
[IMG]https://scontent-sin1-1.xx.fbcdn.net/v/t1.0-9/13615151_373412366162683_3632529783242582544_n.jpg ?oh=966ccfacb0866025f7b73d89b0d1d6e5&oe=582F6A35[/IMG]
প্রিয় গ্রাহক!
আপনাদের নিরবচ্ছিন্ন এবং লাভজনক ট্রেডিং নিশ্চিত আমাদের অগ্রাধিকার। এজন্যই আমরা আপনাদের যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস উদযাপনের কারণ ট্রেডিংয়ের সময় পরিবর্তনের খবরটি অবহিত করছি। ৪ই জুলাই ও ৫ই জুলাই 2016 তারিখে ট্রেডিংয়ের সময় কিছুটা পরিবর্তন করা হবে।
৪ই জুলাই, ২০১৬
নিম্নলিখিত ইন্সট্রুমেন্ট এর উপর ট্রেডিং করা সম্ভব হবে না:
শেয়ারের সিএফডি
এগ্রো ফিউচার
গুডস ফিউচার
#SPX, #INDU, #COMPQ
নিম্নলিখিত ইন্সট্রুমেন্ট এর উপর ট্রেডিং 20:00 টার্মিনাল সময়ে বন্ধ করা হবে:
স্পট ধাতু (স্বর্ণ, রৌপ্য, XAUUSD)
জ্বালানি ও ধাতু ফিউচার
৫ই জুলাই, ২০১৬
নিম্নলিখিত ইন্সট্রুমেন্টগুলো বাদে যথারীতি ট্রেডিং করা সম্পন্ন করা যাবে:
কৃষি ফিউচার (শুধুমাত্র #ZW, #ZS, #ZL, #ZM, এবং #ZC) - ট্রেডিং 16:30 টার্মিনাল সময়ে বন্ধ হবে।
গুডস ফিউচার (শুধুমাত্র #LBS) - ট্রেডিং 17:00 টার্মিনাল সময়ে বন্ধ হবে।
অনুগ্রহ করে যখন ট্রেডিং কার্য পরিচালনা করবেন তখন আপনার একাউন্টে উক্ত সময় পরিবর্তন হিসাব করে নিবেন।
বিশেষ দ্রষ্টব্য: এই সময়সূচী যথানিয়মে চলবে এবং কিছুটা পরিবর্তনও হতে পারে।
বিস্তারিত:- https://www.instaforex.com/bd/company_news/8068.html
-
ইন্সটাফরেক্সের সাথে সাফল্য: বেক্সিট নিউজে ইন্সটাফরেক্সের গ্রাহকদের ২ লাখের বেশী ট্রেড সফলতার সাথে সম্পন্ন।
[IMG]https://www.instaforex.com/i/img/company_news/default_img_1.png[/IMG]
২৩শে জুন, ২০১৬ যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়নের থাকা উচিত কিনা বা ত্যাগ করা উচিত এই নিয়ে ব্রিটিশরা গণভোটে ভোট দেয়।
আর এর ফলাফল ফরেক্স মার্কেটের অধিকাংশ ট্রেডারদের জন্য ছিল বিস্ময়কর। যেদিন বেক্সিট এর ফলাফল ঘোষণা করা হয়, ইন্সটাফরেক্স গ্রাহকরা GBP এর উপর ২,০০০০০ এর অধিক ট্রেড সফলভাবে সম্পন্ন করে, এবং মুনাফা মোট ৬০ লাখ ডলারের অধিক মুনাফা অর্জন করে।
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গণভোট এবং ভোট গণনার সময় মার্কেটের জটিল পরিবেশ সৃষ্টি হওয়ার সত্ত্বেও উচ্চ ভোলাটিলিটিতে, ইন্সটাফরেক্স ট্রেডারদের জন্য সবচেয়ে অনুকূল ট্রেডিং শর্ত বজায় রাখে যেমন বিভিন্ন জনপ্রিয় কারেন্সী পেয়ারের লিভারেজ ১:১০০০ এর মধ্যে রেখেছে। যখন অধিকাংশ ব্রোকার এই সময় তাদের লিভারেজ ১:২০-১:৩৩ এর মধ্যে সীমাবদ্ধ রেখেছিল।
বিস্তারিতঃ
-
MT5 প্ল্যাটফর্মে এখন থেকে হেজিং করা যাচ্ছে!
[IMG]https://www.instaforex.com/i/img/company_news/default_img_1.png[/IMG]
এখন থেকে মেটাট্রেডার 5 প্ল্যাটফর্মে একাউন্ট খোলার সময় হেজিং সহ বা হেজিং ছাড়া বিকল্প ব্যবস্থা বেছে নেওয়ার সুযোগ রয়েছে। MT5 অ্যাকাউন্ট মূলত নেটিং সিস্টেমের উপর ভিত্তি করে বৈদেশিক মুদ্রা বিনিময়ের ট্রেডিং করার জন্য তৈরি করা হয়েছে। এর বুঝায় যে একজন ট্রেডার শুধুমাত্র প্রদত্ত আর্থিক ইন্ট্রুমেন্ট থেকে একটি অর্ডার পজিশন ওপেন করতে পারে এবং সম্পদের উপর সব পরবর্তী অপারেশনসমুহ যেমন ভলিউম পরিবর্তন, ট্রেড বন্ধকরা, বা চুক্তি পরিবর্তন ইত্যাদি শুধুমাত্র একবার পরিবর্তন করতে পারে।
মেটাট্রেডার 5 এর নতুন সংস্করণে এখন থেকে হেজিং সিস্টেম যুক্ত করা হয়েছে।এটাতে একটি নির্দিষ্ট ট্রেডিং উপকরণে ট্রেডারদের পছন্দমত অনেকগুলো অর্ডার এমনকি বিপরীত পজিশনের অর্ডারও খুলতে পারবে।যে ভাবে আপনি লকিং কৌশল প্রয়োগ করতে পারেন, অর্থাৎ বিপরীত দিক পজিশন ওপেন করতে পারবেন যেটায় আপনি ইতিমধ্যে লস্ এর খাতায় রয়েছেন।
হেজিং এবং নেটিং অ্যাকাউন্ট উভয়েরই নির্দিষ্ট কিছু সুবিধা আছে।ইতিপূর্বে MetaQuotes সফটওয়্যার কর্পোরেশন MT5 প্ল্যাটফর্মে হেজিং সুবিধা যুক্ত করে, যে সকল ট্রেডারদের হেজিং পছন্দ শুধুমাত্র তারাই MT4 প্ল্যাটফর্মের ব্যবহার করতো। পাশাপাশি ব্যবহারকারীদের জন্য এখন থেকে মেটাট্রেডার 5 প্ল্যাটফর্মে খুবই ভালভাবে হেজিং সুবিধা প্রদান করা হয়েছে।
যদি আপনি MT5 অ্যাকাউন্টের ব্যবহারকরী হন এবং হেজিং চালু করতে চান তাহলে সাহায্যের জন্য অনুগ্রহ করে অনলাইনে সরাসরি আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।
বিস্তারিত সংবাদ: https://www.instaforex.com/bd/company_news/8179.html
-
ব্যাংক অব রাশিয়া কর্তৃক নতুন তথ্য সহ ইন্সটাফরেক্সকে রাশিয়ান লাইসেন্স প্রদান
[IMG]https://www.instaforex.com/i/img/company_news/default_img_2.png[/IMG]
রাশিয়া ২০১৬ এর জানুয়ারীতে ফরেক্স আইন চালু করে, সেই সুবাদে ইন্সটাফরেক্স রাশিয়া ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সকল কাগজপত্রের একটি সেট জমা দিয়ে ফরেক্স ডিলার লাইসেন্সের জন্য আবেদন করে। আবেদনটি রাশিয়া ব্যাংক কর্তৃক বিবেচিত হয়েছে। ইন্সটাফরেক্স আগামী সপ্তাহের রেগুলেটরদের কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্যের একটি তালিকা এবং মন্তব্যের জন্য অপেক্ষা করছে। ইন্সটাফরেক্সে ব্যাংক রাশিয়ার সকল প্রয়োজনীয়তা পূরণ করবে এবং লাইসেন্স প্রাপ্তির জন্য সংশোধিত কাগজপত্রের প্যাকেজ উপস্থাপন করবে।
ফরেক্স ডিলার লাইসেন্সের জন্য ব্যাংক অব রাশিয়াকে ধন্যবাদ, এখন প্রতিটি ক্লায়েন্ট রাশিয়ার জারি করা এখতিয়ারভুক্ত পরিসেবা নিশ্চিন্তে গ্রহন করতে পারবেন।
বিস্তারিতঃ
-
আমিও আপনাদের সাথে এক সুরে বলছি ।ইন্সটাতে বর্তমানে আরো অনেক সুবিধা চালু হয়েছে।যা একজন ট্রেডারকে পরিপূর্ণ ট্রেড করার সকল সুবিধা দিয়ে থাকে।আর টার্মিনাল এবং বোনাস সহ ট্রেডাররা যদি একটা ভাল সুবিধা পায় তাহলে তা আমাদের জন্য অবশ্যই মঙ্গলজনক।সুতরাং আমরা তা ইন্সটাফরেক্সে দেখতে পায়।
-
ইন্সটাফরেক্স অলিম্পিক বোনাস!
[IMG]https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/13925202_385295288307724_7521560786242541555_n.jpg ?oh=8fbc2d6bf56cdf5e82c5292f6e447a48&oe=58553275[/IMG]
ব্রাজিলের রিও ডি জেনিরোতে অলিম্পিক গেমস উপলক্ষ্যে, আমরাও একটি নতুন অফার ‘অলিম্পিক বোনাস’ https://www.instaforex.com/olymp-bonus.php চালু করেছি।
এই প্রচারাভিযানের নিয়ম অনুসারে, একজন ট্রেডিং অ্যাকাউন্ট ধারী অলিম্পিক বোনাসএর জন্য আবেদন করতে পারবে যা তার বিনিয়োগের ১৫% শতাংশ বোনাস পাবে।
এই অফারটি রিও ডি জেনিরোতে অলিম্পিক চলাকালীন সময় ৫ই আগষ্ট থেকে ২১শে আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।
এই অলিম্পিক বোনাসের একটি গুরত্বপূর্ণ শর্ত হল, একজন গ্রাহক ৩০% বোনাসটির সুবিধাও গ্রহন করতে পারবে। অন্য কথায় একজন ট্রেডার তার ট্রেডিং অ্যাকাউন্টে ৩০% শতাংশ এর পরিবর্তে ৪৫% শতাংশ বোনাস গ্রহণ করতে পারবে।
যে অ্যাকাউন্টগুলো প্রথম লেভেলের যাচাই সম্পন্ন করেছে তাদেরকেই এই অলিম্পিক বোনাস প্রদান করা হবে। অলিম্পিক গেমস সমাপ্ত হলেও এই বোনাসটি বাতিল করা হবে না। সুতরাং বোনাসের টাকা তখনও গ্রাহকদের অ্যাকাউন্ট রয়ে যাবে।
সব ধরনের অ্যাকাউন্টের ট্রেডাররা এই প্রচারাভিযানটিতে অংশ গ্রহন করতে পারে। শুধুমাত্র MT5 অ্যাকাউন্টে এই সুবিধাটি পাওয়া যাবে না।
জলদি , যত তারাতারি সম্ভব ২০১৬ সালের গ্রীষ্মকালীন এই অলিম্পিক গেমস সঙ্গে পাল্লা দিয়ে এই অফারটির বোনাস গ্রহন করুন!
বিস্তারিত: https://www.instaforex.com/bd/company_news/8231.html
-
InstaForex - ইন্সটা-ফরেক্স ব্রোকারঃ
ব্রোকারঃ InstaForex (ইন্সটা-ফরেক্স)
দেশঃ রাশিয়া
পেমেন্ট মেথডঃ লিবার্টি-রিজার্ভ, অ্যালার্ট-পে, মানিবুকার্স, ইউরো-গোল্ড-ক্যাশ, পারফেক্ট মানি, লিক-পে,ওয়েব-মানি, রু-পে, ক্রেডিট কার্ড, ইন্সটাফরেক্স ডেবিট কার্ড, ব্যাংক ট্রান্সফার
সর্বনিম্ন ডিপোজিটঃ $1 (১ ডলার)
সর্বনিম্ন ট্রেড সাইজঃ ০.০১ লট
লিভারেজঃ ১:১ থেকে ১:১০০০
স্প্রেডঃ EURUSD - ৩ পিপস, GBPUSD- ৩ পিপস
রেগুলেশনঃ RAFMM
সুবিধাঃ
মেটাট্রেডার ৪ ট্রেডিং প্লাটফর্ম
মেটাট্রেডার ৫ ট্রেডিং প্লাটফর্ম
ডিপোজিটে বাৎসরিক ৬% ইন্টারেস্ট, অ্যাকটিভ অ্যাকাউন্টের ক্ষেত্রে ১৩%। (সোয়াপ অ্যাকাউন্টের ক্ষেত্রে। সোয়াপবিহীন অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট নেই)
ডেমো অ্যাকাউন্ট
বিভিন্ন ধরনের ডিপোজিট মাধ্যম
ইসলামিক অ্যাকাউন্ট (ইন্টারেস্ট বিহীন)
ফরেক্স, স্টক, সি. এফ. ডি এবং কমোডিটি ফিউচার ট্রেডিং
পাম অ্যাকাউন্ট
বিভিন্ন ধরনের বোনাস
অসুবিধাঃ
আমেরিকান সিটিজেনদের অ্যাকাউন্ট খোলার অনুমতি নেই
অন্যান্য ব্রোকারদের তুলনায় বেশি স্প্রেড
রিকিউটোস বেশি
-
নিটেন্ডোর শেয়ার এখন থেকে ইন্সটাফরেক্স এ ট্রেডিং করা যাবে!
[IMG]https://scontent-sit4-1.xx.fbcdn.net/t31.0-8/14107683_395256873978232_3031304571282244506_o.jpg[/IMG]
সুহৃদ ট্রেডার,
আমরা যত্নসহকারে ফরেক্স মার্কেটের ট্রেন্ড বা গতিধারার নজরদারি করে থাকি। যদি কোন কিছুর প্রয়োজন হয় তাহলে সেটাকে আমরা আমাদের সেবায় যোগ করার জন্য নতুন নতুন ট্রেডিং উপকরণ যুক্ত করে সেবার পরিধিকে বৃদ্ধি করি।
সুতরাং, আমরা এবার নতুন উপহার নিয়ে এসেছি, নিটেন্ডোর শেয়ার!
জাপানি ভিডিওগেম ডেভেলপার সম্প্রতি ২০১৬ সালের জুলাই মাসে তার প্রথম মোবাইল গেমিং পোকেমন Go উন্মোচনের পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ইতিমধ্যে বিশ্বজুড়ে অ্যাপ স্টোরগুলোতে বিনামূল্যে এ্যাপস্ এর তালিকায় দাপটের সাথে শীর্ষস্থান ধরে রেখেছে। এর ফলস্বরূপ, নিটেন্ডো শেয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে এর মূল্য দুই দুবার উন্নতিলাভ করে। নিটেন্ডো শেয়ার এই ভরষায় আশা প্রকাশ করেন যে জনপ্রিয় এই স্মার্টফোন গেমস্ কোম্পানিকে অনেক দূর নিয়ে যেতে অনেক সাহায্য করবে। বিনিয়োগকারীরা লাভজনক বিনিয়োগ হিসেবে নিটেন্ডো শেয়ারকে দেখতে চায়।
এখন থেকে আপনি নিটেন্ডো শেয়ারের সিএফডি উপকরনে ট্রেড করতে পারবেন। ট্রেডিং প্ল্যাটফর্ম তাদেরকে #NTDOY স্বীকৃত চিহ্ন দ্বারা চেনা যাবে।
তাড়াতাড়ি এই ট্রেডিং উপকরনটির সুযোগটি লুফে নিন! আপনার সহকর্মী ট্রেডারদের মধ্যে এই সুখবরটি শেয়ার করুন!
নিটেন্ডো শেয়ারে বিনিয়োগ সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে বিনা দ্বিধায় আমাদের অনলাইন গ্রাহক সেবায় সরাসরি সেটা সমাধানের জন্য প্রশ্ন করতে পারেন।
বিস্তারিতঃ https://www.instaforex.com/bd/company_news/8310.html
-
৫ই সেপ্টেম্বর ট্রেডিং সময়সূচীর পরিবর্তন
[IMG]https://www.instaforex.com/i/img/company_news/default_img_1.png[/IMG]
ইন্সটাফরেক্স তার গ্রাহক অবগত করছে যে আগামি ৫ই সেপ্টেম্বর ২০১৬ মার্কিন যুক্তরাষ্ট্রেরের শ্রম দিবসে সরকারী ছুটি দিন উপলক্ষে ট্রেডিং সময়সূচীর পরিবর্তন করা হয়েছে।
সুতরাং, স্পট ট্রেডিং এবং মেটাল ও এনার্জেটিকস ফিউচার ইন্সট্রুমেন্টের উপর ট্রেডিং টার্মিনাল সময় 20:00 ঘটিকায় বন্ধ হয়ে যাবে।
এছাড়াও স্টক সিএফডি, ফিউচার এগ্রো ইন্সট্রুমেন্ট, ফিউচার সামগ্রী, #SPX, #INDU এবং #COMPQ ইনডেক্সসমূহের ট্রেডিং বন্ধ থাকিবে।
আগামি ৬ই সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ট্রেডিং সেশন যথারীতি আগের নিয়মেই চলবে।
বিস্তারিতঃ
-
সিঙ্গাপুরে শোএফএক্স ওয়ার্ল্ড সম্মেলন এবং প্লাটিনাম আয়োজক ইন্সটাফরেক্স অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছে!!
[IMG]https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-9/14199660_398452660325320_2585319695958773306_n.png ?oh=b358cf51e858ddb8720e8e57f099a24b&oe=584CDC6F[/IMG]
স্থান: Marina Bay Sands. তারিখ: ১৭ই সেপ্টেম্বর।
ইন্সটাফরেক্স এই সন্মেলন এর প্রধান পৃষ্ঠপোষক। সানন্দের সাথে সব প্রফেশনাল ফরেক্স ট্রেডার ও নতুনদের আগামী ১৭ই সেপ্টেম্বর সিঙ্গাপুরে আসন্ন শোএফএক্স ওয়ার্ল্ড সম্মেলন অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানাচ্ছে।
বড়মাপের একটি ফরেক্স ইভেন্টের মিলনস্থল হিসেবে আয়োজকরা এই জায়গাটি বেছে নেওয়াতে অবাক হবেন না। কেননা সিঙ্গাপুর উচ্চ বিলাসী জীবনযাপন ও দৃস্টিনন্দন স্থাপত্যের জন্য বিখ্যাত। এখানকার প্রচুর পরিশ্রমী অধিবাসীরা কিভাবে সাফল্য এবং সম্পদ অর্জন করেছে তা একটি চমৎকার উদাহরণ হয়ে রয়েছে।
আগামী ১৭ই সেপ্টেম্বর, সর্ব বৃহৎ ফরেক্স গোষ্ঠি অবাক করা মনমুগ্ধকর মেরিনা বে স্যান্ডস হোটেলে পৌঁছাবে। এটা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আর এটার ২০০ মিটার টাওয়ারের ছাদের উপর সেখানের পৃথিবী বিখ্যাত শান্ত সুইমিংপুলের সাথে প্রাণবন্ত বিজনেস সেন্টারটি দেখা যায়।
৮ ঘণ্টার এই অল্প সময়ের কর্মসূচি চলাকালে, আমরা একটি মনোরম বিরতির সঙ্গে ঐতিহ্যবাহী একটি পুরস্কারের ড্র অনুষ্ঠিত হবে । শোএফএক্স ওয়ার্ল্ড সম্মেলন এ অংশগ্রহণকারীর যে কোন ব্যাক্তি একটি বিখ্যাত উত্পাদক FlagMan এর একটি ডিভাইসের সাথে একটি বোনাস সার্টিফিকেট অর্জন করতে পারবে।
এছাড়াও, ইন্সটাফরেক্স এর এই প্রদর্শনীতে উপস্থিত প্রতিটি দর্শকের একটি ব্র্যান্ডেড স্যুভেনির পাবেন। আগত অতিথি প্রদর্শনীতেই যদি একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে ৫০$ ডলার বোনাস তার অ্যাকাউন্টে সাথে সাথে জমা করা হবে। এখানেই শেষ না, আপনি যদি কোন বন্ধুকে আমন্ত্রণ করেনে, তাহলে আপনি অতিরিক্ত ১৫$ ডলার বোনাস আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে পুরস্কৃত করা হবে (অন্তত তিনজন বন্ধু)।
পাশাপাশি এখানে আপনি দরকারী জ্ঞান লাভ এবং সম্মান জনক র*্যাফেল ড্র অংশগ্রহণের সুযোগ ছাড়াও সম্মেলনে আগত সকল ইন্সটাফরেক্স গ্রাহক, অংশীদার এবং কোম্পানীর প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে পারবেন। এটা শুধু ব্যক্তির মধ্যেই সংযোগ নয় বরং ভবিষ্যৎ সহযোগিতার পরিকল্পনা ও অবস্থা নিয়ে আলোচনা করার জন্য একটি চমৎকার সুযোগ রয়েছে।
বিস্তারিত: https://www.instaforex.com/bd/company_news/8441.html
-
কারেন্সি পেয়ারের সোয়াপ পরিবর্তন হবে!
বিশ্বের বেশ কিছু সংখ্যক জাতীয় ব্যাংক তাদের সোয়াপ (সুদের হার) পরিবর্তন করেছে, এবং ইন্সটাফরেক্স ট্রেডিং শর্ত অনুসারে সবোর্চ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের গ্রাহকদের অবহিত করছি যে এই,
আগামী ২৬ ই সেপ্টেম্বর ২০১৬ হতে কিছু কারেন্সি পেয়ারে নতুন সোয়াপ পরিবর্তিত হবে।
আপনি আমাদের অফিসিয়াল সাইটে নতুন পরিবর্তিত তালিকাটি খুঁজে পেতে নিন্ম লিংক এ প্রেবেশ করুন: http://instaforex.com/en/specifications.php
আমরা আপনাকে আরো মনে করিয়ে দিতে চাই যে, বাইরের মার্কেটের আনুসাঙ্গিক বিষয়গুলির সঙ্গে ভারসাম্য রেখে সঙ্গতিপূর্ণ ট্রেডিং এর জন্যই প্রতিনিয়ত এই সোয়াপ পরিবর্তন করা হয়।
এই পরিবর্তনটি আপনার প্রয়োজন অনুসারে অনুগ্রহ করে আপনার ট্রেডিং কৌশলের সাথে সামঞ্জস্য রক্ষা করুন।
যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে অনুগ্রহ করে নির্দ্বিধায় support@mail.instaforex.com ঠিকানায় আমাদের ইমেল করুন।
বিস্তারিত দেখুনঃ- https://www.instaforex.com/bd/company_news/8503.html
-
ShowFx World -এ ইন্সটাফরেক্স: সিঙ্গাপুরে সর্বশেষ সম্মেলনের ফলাফল
[IMG]https://forex-images.instaforex.com/company_news/preview/showfxworldclose.jpg[/IMG]
১৭ সেপ্টেম্বর, শনিবার, ইন্সটাফরেক্স সিঙ্গাপুর মধ্যে অনুষ্ঠিত ShowFx World এর বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। ইন্সটাফরেক্স এই বছর এশিয়ান অনলাইন ট্রেডিং বিশ্বের অন্যতম এই ইভেন্টের প্ল্যাটিনাম পৃষ্ঠপোষক হয়ে ওঠেন। বিলাসবহুল মেরিনা বে স্যান্ডস এক্সপো ভেন্যুতে অনুষ্ঠিত এই সম্মেলনে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন এবং এমনকি ইউরোপের শতশত ট্রেডারদের আকৃষ্ট করে।
আগত দর্শকরা সেমিনারে ইন্সটাফরেক্সর শীর্ষস্থানীয় বিশ্লেষক Harsh Japee এবং অন্যান্য বিশেষজ্ঞদের থেকে ট্রেডিং বিষয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করে। পাশাপাশি সম্মেলনে অতিথিরা ইন্সটাফরেক্সের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করে এবং তাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করে পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব নিয়ে আলোচনা করার অনন্য সুযোগ লাভ করে। উপরন্তু, ইন্সটাফরেক্সের বুথে আগত প্রতিটি পরিদর্শক কোম্পানীর কাছ থেকে চিরস্মরণীয় উপহার পেয়েছিলেন যেমন ব্র্যান্ডেড পাওয়ারব্যাংক, ব্রোকার এর লোগো সহ USB স্টিক, এবং ৫০-৯৫ ডলার পর্যন্ত বোনাস। ফরেক্সে অত্যন্ত আগ্রহী ব্যক্তিদের পুরস্কার হিসাবে দেওয়া হয় একেবারেই নতুন অ্যাপল ট্যাবলেট এবং সেইসাথে দেওয়া হয় ৫০০ এবং ১০০০ ডলারের সার্টিফিকেট। আরেকটি চমক ছিল লটারির মাধ্যমে ইন্সটাফরেক্সের স্পন্সরকৃত ইতালীয় নেতৃস্থানীয় ফুটবল ক্লাব পালেরমো ফুটবল ক্লাবের খেলোয়াড়দের টি-শার্ট জেতার সুযোগ। লটারির মাধ্যমে একজনকে দেওয়া হয় ২০০৬ সালের ফিফা বিশ্বকাপ বিজয়ী-স্কোয়াডে থাকা Alberto Gilardino নামের টি-শার্ট।
ShowFx World হল ফরেক্স ট্রেডিং বিশ্বের অত্যুজ্জ্বল এবং সবচেয়ে উল্লেখযোগ্য এক ইভেন্ট।
বিস্তারিত
-
সম্ভাবনাময় নতুন ট্রেডিং উপকরণ ডলার/রুপি (USD/INR) কারেন্সি পেয়ার!
[IMG]https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-9/14470588_406611962842723_8525385917930426217_n.jpg ?_nc_eui2=v1%3AAeHnVW0g1hB6U24pK_AZ9BSLAcaNGebVXeF 8TZbdsIvWeL3sykqAfoWcoviKytZJ4qRCNYqYjTMh24PKtS_ui BSCpaZBF8Q159ZXmTcYNreTTw&oh=8af152a5392d1a28a5ca8 bf61c4a6578&oe=58635EE9[/IMG]
এই মাসের শুরুর দিকে, আমরা একটি নতুন সম্ভাবনাময় ট্রেডিং উপকরন, USD/INR কারেন্সি পেয়ার যুক্ত করেছি। এই পেয়ার বা মুদ্রাজোড়াটি ইতিমধ্যে প্ল্যাটফর্ম লক্ষ্য করা যাচ্ছে এবং ট্রেডিং ও করা যাচ্ছে।
২০০০ সালের পূর্বে ভারতীয় রুপি অনেক বড় বড় চ্যালেঞ্জ অতিক্রম করে এসেছে। ২০০০ সালে থেকে এই পর্যন্ত রুপির বিনিময় হার স্থিতিশীল ছিল। আজকের দিনে ভারত দেশটি জিডিপি দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোজোনের পর পরই চতুর্থ অবস্থানে রয়েছে। বছরে ভারতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ৭.৫% শতাংশেরও উপরে এবং যার ফলে দেশেটি ১৫তম অবস্থান ধরে রেখেছে। ভারত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতমভাবে সবচেয়ে সফল।
ব্যবসায় এবং অর্থনীতির বিবেচনায় দিক দিয়ে আন্তর্জাতিক বিনিয়োগের প্রবাহতে ভারতের রুপি লেনদেনের পরিমান দ্রুত বৃদ্ধি পেতে শুরু করবে। দেশটির ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যাল এবং রাসায়নিক শিল্প, টেলিযোগাযোগ, লৌহ শিল্প, ব্যবসায় এবং অ-আর্থিক সেবা ইত্যাদি প্রধান অর্থনৈতিক খাতগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলার আসছে । ভারতের হাই-টেক শিল্প বৃদ্ধির হার অনেক যা অদূর ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রকে হার মানাতে পারে। এই দেশের মূল বিনিয়োগকারীরা হল সিঙ্গাপুর, মরিশাস, এবং যুক্তরাষ্ট্রের নাগরিক।
গত ২৬ শে সেপ্টেম্বর ২০১৬ থেকে, ভারতীয় রুপির (INR) বিনিময় হার প্রতি ডলারে ৬৬.৭১ হয়েছে। ইউরোপের হারে এটা বৃদ্ধি পেয়ে প্রতি ডলার ৬৬.৬২ রুপি INR ছিল। ৫২ সপ্তাহের মধ্যে রুপির ডলার এর বিপরীতে রুপির বিনিময় হার সর্বোচ্চ বেড়ে প্রতি ডলারে ৬৬.৭৮ রুপি INR এবং সর্বনিন্ম প্রতি ডলার ৬৬ রুপিতে INR অবস্থান করে।
ফরেক্স মার্কেটে ভারতীয় রুপির লেনদেনে জনপ্রিয়তা অর্জন করছে, এবং এই কারেন্সির ভবিষ্যত নিয়ে আরো সম্ভাবনাময় হয়ে উঠেছে।
বিস্তারিত: https://www.instaforex.com/bd/company_news/8555.html
-
ইন্সটাফরেক্সের সাব আইবি কমিশন দ্বিগুণ বৃদ্ধি!
[IMG]https://forex-images.instaforex.com/company_news/preview/0.2.jpg[/IMG]
প্রিয় পার্টনারবৃন্দ,
ইন্সটাফরেক্স আনন্দের সাথে ঘোষণা করছে যে, তার দুই স্তরের সাব-ইন্ট্রোডিউসিং ব্রোকার প্রোগ্রামের কমিশন দ্বিগুণ বৃদ্ধি করেছে। একজন ক্লায়েন্টের প্রতিটি ট্রেড থেকে সাব-পার্টনারের কমিশন ১০০% বৃদ্ধি করে ০.২ পিপস করা হয়েছে। কোম্পানি দ্বারা পরিচালিত একটি মার্কেটিং গবেষণা অনুযায়ী, এটি হল বর্তমান সময়ের ফরেক্স মার্কেটে অন্যতম সর্বোচ্চ কমিশন।
এখন থেকে পার্টনাররা নতুন ক্লায়েন্ট এবং পার্টনারদের উভয়কে রেফার করার উপর মনোযোগ আরো বেশী দিতে করতে পারেন যা সাব-পার্টনারের ক্লায়েন্টদের থেকে কমিশন তার প্রফিটকে দ্বিগুণ করবে।
বিস্তারিতঃ
-
এক্সপাট্র দের কাছ দিয়ে সব কিছু জানার পরে
আমি চিন্তা করছি এখন দিয়া ইন্সটাফরেক্স ট্রেদ করবো
-
মিস্ ইন্সটা এশিয়া ২০১৭’’ শিরোনামে বার্ষিক সুন্দরী প্রতিযোগীতার ৮ম পর্ব শুরু!
[IMG]https://scontent-sin6-1.xx.fbcdn.net/t31.0-8/14542476_409817339188852_2092387641475194653_o.jpg ?_nc_eui2=v1%3AAeEyXibL1zlbG5k2mRT0rPRW0v1pYILkN3b On3uNyHkIYK3eONRbtNTd633Il5uMwc0cla7ZfERPPac_zKqr-L9LTkpUZ4RV6vtWzebuK2KLrQ[/IMG]
বার্ষিক সুন্দরী প্রতিযোগীতা ‘‘মিস্ ইন্সটা এশিয়া’’ এর কর্তৃপক্ষ জানিয়েছে যে, ‘‘মিস্ ইন্সটা এশিয়া ২০১৭’’শিরোনামে তাদের ৮ম পর্ব শুরু হয়েছে।
প্রতিবারের মত এবারও ১লা অক্টোবর থেকে নিবন্ধন শুরু হয়েছে এবং আগামী বছরের ১লা সেপ্টেম্বর শেষ হবে। প্রতিযোগীতার পুরস্কার হিসাবে ভোটের মাধ্যমে ৪৫০০০ ইউএস ডলার নির্ধারন করা হয়েছে। হয়তো আপনিও এই প্রতিযোগীতায় অংশগ্রহন করে পুরস্কার পেতে পারেন। এজন্য আপনাকে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে একটি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে, তারপর আপনার ফটো এবং ভিডিও আপলোড করতে হবে, নিজের সম্পর্কে সবাইকে জানাতে হবে এবং আপনার লাইক বাড়ানোর জন্য প্রতিদিন নজর রাখতে হবে।
কেননা বরাবরের মতই আপনার সাফল্য ইন্সটাফরেক্স ট্রেডার ও এই প্রতিযোগিতার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিটরদের অনলাইন ভোটিং উপর নির্ভর করবে। যারা বিভিন্ন সুন্দরীদের মুল্যায়ন করবে। এছাড়াও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সেখান থেকেও ‘‘মিস্ ইন্সটা এশিয়া ২০১৭’’ প্রতিযোগীর লাইক গ্রহন করা হবে।
আপনি এখানে থেকে ‘‘মিস্ ইন্সটা এশিয়া ২০১৭’’ সৌন্দর্য প্রতিযোগীতার ও ভোটের নিয়ম সম্বন্ধে আরও জানতে পারবেন।
আমরা আপনার প্রোফাইলের অপেক্ষায় আছি এবং আপনার জন্য সৌভাগ্যের কামনা করছি!
বিস্তারিত দেখুন: http://miss-instaforex-asia.com/en/about/
-
নতুন কনটেস্ট – “Beat the Legend”
[IMG]https://forex-images.instaforex.com/company_news/userfiles/legend_510x350en.png[/IMG]
Beat the Legend “কিংবদন্তীকে পরাস্ত করুন” এই শিরোনামে ইন্সটাফরেক্স সম্পূর্ণ ভিন্নধর্মী একটি কনটেস্টের শুরুর ঘোষণা দিতে পেরে আনন্দিত। ইন্সটাফরেক্স কিংবদন্তির ফুটবল ক্লাব লিভারপুল এফসি এবং এই ক্লাবের ২০ এবং ২১ শতাব্দীর সেরা তারকা জেসন ম্যাকাটার এর সহযোগিতায় এই কনটেস্টের আয়োজন করেছে।
এই কনটেস্ট সম্পূর্ণ ভিন্নধর্মী হওয়ার কারণ হল ফরেক্স ট্রেডিং এর সাথে ফুটবলের সমন্বয়। একটি বিশেষ বাইনারি অপশন হবে কনটেস্টের ট্রেডিং উপকরণ। প্রিমিয়ার লীগের লিভারপুল এফসি ম্যাচের ইন্সটাফরেক্সের পূর্বাভাসের ফলাফলের উপর ভিত্তি এই অপশনটি করা হবে। যদি ট্রেডারা মনে করেন যে লিভারপুল পূর্বাভাস চেয়ে ভালো খেলবে, তাহলে তারা একটি কল (Call) অপশন খুলবে; এবং খারাপ হলে, পুট (Put) অপশন খুলবে। প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী, বিজয়ীরা পাবেন, লিভারপুল এফসি এর খেলার ভিআইপি টিকেট, পণ্য সামগ্রী, এবং ইন্সটাফরেক্স থেকে ট্রেডিং বোনাসের মত আকর্ষণীয় পুরষ্কার।
এছাড়াও, জেসন ম্যাকাটার নিজেই এই কনটেস্টে অংশগ্রহণ করবেন! তিনি প্রতিটি খেলায় তার নিজের বিশ্লেষণ দিবেন।
এই কনটেস্ট ২০শে অক্টোবর ২০১৬ থেকে শুরু হয়ে ২০১৭ সালের মে মাসের শেষ পর্যন্ত চলবে। তবে অন্তর্বর্তী পুরস্কার পুরো সেশন জুড়ে দেওয়া হবে। এই কনটেস্টে অংশ গ্রহণ করুন এবং এর নিয়মনীতি জানতে এই পেইজটি ভিজিট করুন!
বিস্তারিতঃ