-
বর্তমান সময়ে ফরেক্সই হল সবচেয়ে মুনাফা প্রদানকারী ব্যাবসা যেখানে আপনি অল্প পুঁজিতেই ব্যবসা করতে পারেন । ফরেক্স এ আপনি সর্বনিম্ন ১ ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারেন । এর লাভ নির্ভর করে আপনার ব্যবসা করার কৌশলের উপর । এই বাবসা বিশ্বের যে কোন জায়গায় বসে বা ঘরে বসে করা যায় ।
-
হ্যা আমি মনে করি যে ফরেক্সই একমাত্র আয়ের একটা ভাল মাধ্যম।আপনি কোন ইনভেস্ট ছারাই কাজ করতে পারেন একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই সম্ভব।
-
আমি মনে করি ফরেক্স একটি ব্যবসা যা অনেক হজামেলা মুক্ত ফরেক্স থেকে অতি সহজে আয় করে টাকা তুলা যায় ফরেক্স এক্টি ঝামেলা মুক্ত ব্যবসা | ফরেক্স লাভ অথবা লস আপনি আপ[অনার সামনে দেক্তে পাবেন|
-
অনলাইনে এমন কোন ব্যাবসা নেই যার দ্বারা ফরেক্স থেকে বেশী আয় করা যায়। অনলাইনে এটিই সবচেয়ে জনপ্রিয় এবং ঝুকিমুক্ত ব্যাবসা । নিজে ফরেক্স করুন এবং অন্যকে ফরেক্স করতে উৎসাহিত করুন।
-
আমার ধারণা মতে ফরেক্স ব্যবসা সকল ব্যবসার চাইতে উত্তম । কারণ একটু দক্ষতা অর্জন করলেই সফলকাম হতে পারব । আর অন্য কোন ব্যবসায় এমন কোন সুযোগ নেই । সুতরাং আমরা ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব তাহলেই লাভবান হতে পারব । অতএব ফরেক্স ব্যবসা সকল ব্যবসার চাইতে উত্তম । আপনারাও মন মত দক্ষতা অর্জন করার চেষ্টা করুন তাহলে সফলকাম অনিবার্য ।
-
ফরেক্স মার্কেট থেকে ভাল আয় করতে পারা যায়, ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের এনালাইসিস করতে হয়।একেক জন একেক রকম করে ফরেক্স মার্কেট থেকে এনালাইসিস করে ট্রেডিং করে থাকে।ফরেক্স মার্কেটে আমরা ভাল আয় করতে পারি যাতে ভাল করে আমাদের ভাল এনালাইসিস করে ট্রেড করতে পারি।
-
বর্তমানে অনেক অনলাইন ব্যবসা রয়েছে। কিন্তু ফরেক্স এর সাথে তুলনা করার মতো একটিও নেই। যা আছে তার অর্ধেকটাই ভুয়া। কিছু কিছু রয়েছে তাতে আপনাকে অনেক শ্রম দিতে হতে। কিন্তু ঐ শ্রমের কিছু অংশ যদি আপনি ফরেক্স এ দেন তবে আপনি অনেক কিছু করতে পারবেন ফরেক্স থেকে।
-
আমার মনে হয় অনলাইন বিজনেস এর মধ্যে ফরেক্স বাবসা সবচেয়ে ভালো। অনলাইন এ প্রচুর বাবসা আছে। এসব বাবসায় লাভ ক্ষতি যেমন আছে, ফরেক্স এও তেমনি লাভ ক্ষতি আছে। তবে ফরেক্স এর মহাত্ত অন্য রকম। আপনি ফরেক্স এর মাধ্যমে প্রচুর আয় করতে পারবেন যদি আপনি মাথা ঠান্ডা করে সব নিয়ম কানুন মেনে বিজনেস করতে পারেন।
-
আমার অনলাইন ব্যবসা সম্পর্কে তেমন ধারনা নেই। তাই আমি এ ব্যাপারে বলতে পারব না। তবে আমি এ টুকু বলতে পারি আপনি যদি অন্য ব্যবসায়ও পরিশ্রম করে থাকেন তাহলে আপনি ভাল আয় করতে পারবেন। তাই আপনি যে ব্যবসাই করেন না কেন আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। তা না হলে আপনি কখনোই সফল হতে পারবেন না।
-
ফরেক্স হল শেয়ার মার্কেটে আমি মনে করি ফরেক্স একটি সন্মান জনক ব্যবসা ফরক্সে ব্যবসা করার জন্য প্রচুর পড়াশোনা করতে হয় প্রচুর ধৈর্য এ প্ররিশ্রমের সাথে ফরেক্স ট্রেডিং শিখতে হয় , কিছু কিছু ফরেক্স ট্রেডাররা ফরেক্সকে জুয়া হিসাবে ট্রেড করে তার কখনই সফল ট্রেডার হতে পারে না ফরেক্স ট্রেডিং ফরেক্স র্মাকেট এনালাইসিস করে র্মাকেটের অবস্থা বুঝে তারপর ট্রেড করা উচিত এবং নিজের দৃষ্টিকোন চেন্জ করে ফরেক্স র্মাকেটে কাজ করলে ফরেক্সকে সন্মান জনক ব্যবসা বলা যায় ।
-
আমার জানা মতে ফরেক্স এর উপরে লাভজনক এমন অনলাইন ভিত্তিক দ্বিতীয়টি আর নেই । যদিও বর্তমানে অনলাইনভিত্তিক প্রচুর ব্যবসা আছে কিন্ত কোনটি ফরেক্সকে ছাড়িয়ে যাওয়ার মত নয় । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে দক্ষতা তৈরী করতে হবে । যে যত বেশি দক্ষ হতে পারে সে তত বেশি পরিমাণে ফরেক্সে ইনকাম করতে পারে ।
-
ফরেক্স ট্রেডিংয়ের মত অন্য কোন অনলাইন ব্যাবসা আমার যানা্ নেই যেখান থেকে অনেক বেশি আয় করা সম্ভাব। ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে অনেক বেশি আয় করা সম্ভাব এটি যেমন ঠিক তেমনি এটিও ঠিক যে এখানে এসে সবাই সমান ভাবে আয় করতে পারে না তার প্রধান কারন হল সবার সমান ফরেক্স ট্রেডিং জ্ঞান থাকে না।
-
আমার জানা মতে নেই। আমার কাছে ফরেক্সই সবচেয়ে সেরা।
-
আমার মতে অনন্য অনলাইন ব্যবসা চেয়ে এই ফরেক্স ব্যবসা মত অনেকটা উত্তম ব্যবস্যা অনলাইনের মধ্যে হতে পারে না। কারন এই ব্যবসা কম টাকা দিয়ে অধিক আয় করা যায় এবং এই ব্যবসা 100% গ্যারান্টি যে এই ফরেক্স এ কোন জুয়াজুরি নেই। এই ফরেক্স ব্যবসা নিচ্চিত ভাবে করা যায়।
-
আমি ঠিক জানি না ফরেক্স থেকে ও বেশি মুনাফা প্রদানকারী ব্যবসা অনলাইন এ আছে কি না। তবে এটা বলতে পারি ফরেক্স এখন খুব জনপ্রিয় একটা মার্কেট। বাংলাদেশ এ ও এখন এটা জনপ্রিয়তা পাচ্ছে। আর এখান থেকে ও ভালো মুনাফা পাওইয়া যায় যদি ফরেক্স ভালো করে আয়ত্তে আনা যা...
-
দুনিয়াতে আপন তো সবাই কিন্তু মা এর মতন আপন কেউ আর নাই । তাই বলতে পারি যে ফরেক্স এর থেকে ও অনেক ব্যবসা আছে কিন্তু ফরেক্স এর মত ভাল ব্যবসা আর নাই । ফরেক্স ব্যবসা কখনো চলে যাবে না বন্ধ হয়ে যাবে না । তাই তো ফরেক্স ব্যবসাকে সবাই অনেক অনেক বেশি লাভ করে । আমি ও ফরেক্স ব্যবসাকে অনেক বেশি পছন্দ করি ।
-
আমি মনে করি অনলাইন ব্যবসা সব থেকে ভাল বাবশা হল ফরেক্স মার্কেট এ ফরেক্স টেড ইং । আপনি ফরেক্স মার্কেট এ ভাল টেড করতে পারলে আপনি অনেক ডলার লাভ করতে পারবেন আমি আমেরিকার সাধারন টেড আর দের দেখছি তারা মাসে ৩০০০০ ডলার থেকে ৫০০০০ ডলার আশা করে মাসে আমি বাংলাদেসি টেড আর আমি মাসে ১০০০ ডলার থেকে ২০০০ ডলার আশা করি ।
-
আমিও মনে করি অনলাইন বিজিনেস এর মদ্ধে ফরেক্স বাবসা সবচেয়ে ভালো। অনলাইন এ প্রচুর বাবসা আছে। এসব বাবসায় লাভ ক্ষতি যেমন আছে, ফরেক্স এও তেমনি লাভ ক্ষতি আছে। তবে ফরেক্স এর মাহাত্ত অন্ন রকম। আপনি ফরেক্স এর মাদ্ধমে প্রচুর আয় করতে পারবেন যদি আপনি মাথা ঠান্ডা করে সব নিয়ম কানুন মেনে বিজনেস করতে পারেন।
-
ভাই আপনি ভাল বলেছেন ফরেক্স থেকে বেশি আয় করা সম্ভব | ফরেক্স ব্যবসা এমন ব্যবসা যেখান থেকে আপনি আয় করে সহজে ধনি হতে পারবেন |আর ফরেক্স মাকেট থেকে যদি দক্ষতা অজন করা যায় তবে ফরেক্স থেকে পচুর পরিমান আয় করা সম্ভব |
-
আমার মনে হয় অন্য কোন অনলাইন ব্যাবসা ফরেক্স থেকে বেশী লাভ দিতে পারে না । বর্তমান সময়ে ফরেক্সই হল সবচেয়ে মুনফা প্রদানকারী ব্যাবসা যেখানে আপনি অল্প পুঁজিতেই ব্যবসা করতে পারেন । ফরেক্স এ আপনি সর্বনিম্ন ১ ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারেন । এর লাভ নির্ভর করে আপনার ব্যবসা করার কৌশলের উপর ।
-
না নেই। অনলাইনে পরিচালিত ব্যবসায়গুলোর মধ্যে ফরেক্সের চাইতে বেশি আয় সম্ভব এমন কোনো ব্যবসা নেই। কেননা ফরেক্স ট্রেডিং মার্কেট বিশ্বের সমস্ত ব্যবসায়ের চাইতে বড় বিজনেস মার্কেট। এখানে দৈনিক প্রচুর অর্থের লেনদেন হয়ে থাকে। এছাড়াও ফরেক্স মার্কেটে ট্রেড করে আয়ের কোনেো লিমিট নাই। এখানে যে যত খুশি প্রফিট করতে পারে কোনো বাধা নেই।
-
ফরেক্স মার্কেটের চাইতে এত লাভবান ব্যবসা আর কোন অনলাইন ব্যবসা নেই । অামরা ধৈর্য্যের সাথে এই ব্যবসা করার চেষ্টা করি তাহলেই সফলকাম হতে পারব । আমরা এই ব্যবসা করার জন্য আগে মার্কেট ভালোভাবে এ্যানালাইসিস করব তারপর এই ব্যবসা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । আমরা সব সময় ট্রেড করব হিসেব করে তাহলেই আমরা কোন সমস্যায় পড়ব না ।
-
বর্তমান সময়ে ফরেক্স িএকটি জনপ্রিয় ব্যবসা এর চেয়ে ভাল ব্যবসা আছে কিনা আমার জানা নেই।
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার মনে হয় ফরেক্স থেকে আর কোন ব্যবসা নাই যে এত লাভ করা সম্ভব। কিন্তু এত শুধু লাভ আছে আর লস নাই এটা কিন্তু ঠিক না এখানে লাভের চেয়ে লস এর পাল্লা অনেক বেশী। ফরেক্স করতে এতো জ্ঞান বা পড়াশোনা না থাকলেও চলে। কিন্তু অন্যান্য অন-লাইন এর ব্যবসায় আপনার মেধা তাকতে হবে। একবার যদি ঐ সব কাজ আপনি ঠিকমত করতে পারেন তাহলে আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। এইসব ব্যবসায় কোন লস নাই।
-
আসলে অনলাইন বিজনেসের মধ্যে ফরেক্স ট্রেডিং ই হচ্ছে সবচেয়ে রিস্কি। কারণ, এই মার্কেটে অস্থিতিশীলতা এত বেশি যে মুহূর্তের মধ্যে মার্কেটের গতিপথ পরিবর্তন হয়ে যায়। আর এই কারনেই এই মার্কেটে যেমন অল্প সময়ে অনেক টাকা কামানো যায় তেমনি অল্প সময় ফতুর হয়ে সব ইনভেস্ট হারিয়ে ফেলা যায়। তাই ফরেক্স করতে হয় খুব সাবধানে। এখানে লাভ যেমন অনেক বেশি তেমনি লসও অনেক বেশি।
-
ফরেক্স থেকে ভাল অনলাইন ব্যবসায় আর নেই। ভাল করে ট্রেড করতে জানলে আপনি ফরেক্স থেকে ভাল আয় করতে পারবেন তা ও খুভ তারাতারি। তাই আপনাকে ফরেক্স এ কাজ করতে হলে আগে ভাল করে ফরেক্স এ ট্রেড টা শিখে নিতে হবে।
-
বর্তমান বিশ্বে সর্ববৃহৎ ব্যবসা হলো ফরেক্স ট্রেড৷ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র ৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষ এই বিশ্ববাপী মুদ্রাবাজারে মুদ্রা ক্রয় বিক্রয় করছি ৷এটা আমাদের জন্য বিশাল সুযোগ৷
-
অন্য কোন অনলাইন ব্যাবসা ফরেক্স থেকে বেশী লাভ দিতে পারে না । বর্তমান সময়ে ফরেক্সই হল সবচেয়ে মুনফা প্রদানকারী ব্যাবসা যেখানে আপনি অল্প পুঁজিতেই ব্যবসা করতে পারেন । ফরেক্স এ আপনি সর্বনিম্ন ১ ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারেন । এর লাভ নির্ভর করে আপনার ব্যবসা করার কৌশলের উপর।
-
ফরেক্স একটি জনপ্রিয় ব্যবসা। বর্তমানে ফরেক্সে অনেক জনপ্রিয়। তাই এটাকে অনেকে ফুল টাইম কাজ হিসেবে নিচ্ছেন। ফরেক্সে ব্যবসায় বিশ্বের যে কোণ দেশে বসেই করা যায়। এখানে বয়সের বা সময়ের কোন প্রতিবন্ধকতা নেই। তাই যে কেউ চাইলে যে কোন স্ময় এ ব্যবসায় আরম্ভ করতে পারেন। ফরেক্স ব্যবসায় দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে। তাই যারা স্বাধীন চেতা ফরেক্স ব্যবসায়টি তাদের কাছে আরও জনপ্রিয়তা পাচ্ছে।
-
ফরেক্স মার্কেটের চেয়ে এত ভালো ব্যবসা অার কোন ব্যবসা নেই । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব । যে যত বেশী মার্কেটে সময় দিবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স মার্কেটে ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা লোভ ছাড়া ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
-
আমার মতেও এমন আর কোন ব্যবসা কিংবা চাকুরী নেই যা থেকে ফরেক্সের চেয়েও বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়! আমি ফরেক্সকেই সর্বোত্তম অনলাইন ব্যবসা হিসেবে খ্যাত করতে চাই। ফরেক্সই একমাত্র অনলাইন ব্যবসা যা দিয়ে অল্প সময়ে সাবলম্বী হওয়া সম্ভব। তাই নিজের পাশাপাশি অন্যদেরকেও এই ব্যবসায় উৎসাহ দেওয়া উচিৎ।
-
Forex থেকে হিউজ পরিমাণ টাকা আপনি আয় করতে পারবেন ঠিক আছে অন্যান্য online ব্যবসার চেয়ে ইহা অন্য রকম এবং ঝুঁকি বেশি। সুতরাং যাই করেন বন্ধু, বন্ধব, মিলে জেনে শুনে বুঝে, তারপর ট্রেড করুন মনে রাখা ভাল যে, অতি লোভে তাতী নষ্ট।
-
হ্যা ভাই বর্তমান বিশ্বে অনলাইন ব্যবসায়ের মধ্যে ফরেক্স ট্রেডিং ব্যবসা সবথেকে জনপ্রিয় ও লাভজনক ব্যবসা। বর্তমানে অনেক পেশার মানুষ তাদের প্রধান পেশা ছেড়ে দিয়ে বেশি আয় করার জন্য ফরেক্স ব্যবসাকে বেছে নিয়েছেন।
-
এটা পরিলক্ষিত যে বর্তমান বিশ্বে অনলাইন ব্যবসায়ের মধ্যে ফরেক্স ট্রেডিং ব্যবসা সবথেকে জনপ্রিয় ও লাভজনক ব্যবসা। বর্তমানে অনেক পেশার মানুষ তাদের প্রধান পেশা ছেড়ে দিয়ে বেশি আয় করার জন্য ফরেক্স ব্যবসাকে বেছে নিয়েছেন আর তারা সফলও হয়েছে।
-
আমরা জানি ফরেক্স একটি আন্তর্জাতিক অনলাইন ব্যবসা।এখানে একটি বিদেশি ম্রদা দিয়ে আপনি অন্য একটি মুদ্রার ক্রয় বিক্রয় করতে পারেন। আরও অনেক অনলাইন ব্যবসা আছে যা থেকেও আয় করা যায় তবে আমি মনে করি ফরেক্স ব্যাবসাই সবচেয়ে মানসম্মত, ঝুকিহিন লাভ জনক ব্যবসা। যেখানে আপনি আপনার অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা কে পুজি করে প্রতিনিয়ত আয় করতে পারেন।
-
বর্তমান অনলাইন যুগে ফরেক্স একটি বড় আর্ন্তজাতিক মুদ্রা বাজার ঠিক আছে। কিন্ত ইন্টারনেটের বদলৌতে ঘরে বসেই বিভিন্ন দেশের শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন।
-
অনলাইনে কিছু ইনকাম করার উপায় আছে যা ব্যবসা না বরং চাকুরি হিসেবে গণ্য করা যায় বলে আমার মনে হয় । এই বাবসা বিশ্বের যে কোন জায়গায় বসে বা ঘরে বসে করা যায় । এই ব্যবসাকে অনেক মানুষ তাদের প্রদান বাবসা হিসেবে নিয়েছে । আপনি ফরেক্স এর মাদ্ধমে প্রচুর আয় করতে পারবেন যদি আপনি মাথা ঠান্ডা করে সব নিয়ম কানুন মেনে বিজনেস করতে পারেন ।
-
অনলাইনে এ সবচেয়ে জনপ্রিয় আয়ের মাধ্যম হচ্ছে ফরেক্স। অনেক আছেন যারা ফ্রিল্যান্সিং কাজে ব্যার্থ হয়ে ফরেক্স ট্রেড করছেন। আসলে ফ্রিল্যস্নিং কাজ ও অনেক কস্টের। এখানে ক্লায়েন্ট এর থেকে আকজ নিতে হয়। তারপর আবার তা ডেলিভারী দিতে হয়। কিন্তু ফরেক্স এ রকম কোন ঝামেলা নেই।
-
আমি বলবো আসলে প্রত্যেকটা ব্যবসাই সতন্ত্র। কেউ যদি ফরেক্সে দক্ষ হয় তবে সে অন্য যেকোনো সেক্টরের তুলনায় ফরেক্সে বেশি সফল হবে। আবার কেউ যদি অন্য কোনো অনলাইন বিজনেসে দক্ষ হয় তবে সে অন্য সেই বিজনেস থেকে বেশি আয় করতে পারবে। বিষয়টা সম্পূর্ন নির্ভর করে কে কোন সেক্টরে দক্ষ তার উপর।
-
বর্তমান সময়ে ফরেক্সই হল সবচেয়ে মুনফা প্রদানকারী ব্যাবসা যেখানে আপনি অল্প পুঁজিতেই ব্যবসা করতে পারেন । ফরেক্স এ আপনি সর্বনিম্ন ১ ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারেন । এর লাভ নির্ভর করে আপনার ব্যবসা করার কৌশলের উপর ।