আর্ন্তজাতিক বাজারে প্রভাব বেশি তাদের কারেন্সি গুলি নিয়ে পেয়ার গঠন করে ট্রেড করা হয়। দেশিও মুদ্রার প্রভাব আর্ন্তজাতিক বাজারে কম তাই দেশিও মুদ্রায় ট্রেড করা হয়না। যে সকল মুদ্রা গুলির মান কগুব তাড়াতাড়ি বাড়ে কমে সেসকল মুদ্রা গুলি নিয়ে পেয়ার গঠন করা হয়ে থাকে।ফরেক্স মার্কেটে বিভিন্ন কারেন্সি জোড় বা পেয়ারে ট্রেড করি । প্রথম যে কারেন্সিটি থাকে থাকে বেজ কারেন্সি এবং ২য় কারেন্সিটিকে কৌট কারেন্সি বলে আর একটির সাপেক্ষে অপরটির মূল্য নির্ধারিত হয় ।