-
ফরেক্স ট্রেড করার জন্য উপযোগী কিছু সময় রয়েছে।বিশেষ করে বিকাল ২টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত মার্কেটে ট্রেড করতে আমি ভালো বোধ করি।কারন মার্কেটের ভালো মুভ এই টাইমেই বেশি হয়। আর আমি সবমসময় চেষ্টা মুভ সম্পন্ন মার্কেটে ট্রেড করতে।তাহলে বেশ ভালো প্রফিট করা যায়।
-
ফরেক্স মার্কেটে সাপ্তাহে পাচ দিন খোলা থাকে তবে সব সময় ট্রেড করা যায় না কিছু নিদিষ্ট সময়ে ট্রেড করতে হয়। তবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় বিভিন্ন স্টক মার্কেট সেসনে কারন সে সময় মার্কেটে বেশি করে আপ ডাউন করে থাকে।
-
ফরেক্স এ ট্রেড করার জন্য নির্দিস্ট কোন সময় নেই। মার্কেট সব সময়ই ট্রেডের জন্য উপযোগী। যদি আপনি সঠিক ভাবে এ্যানালাইসিস করতে পারেন। তাই ট্রেডের চেয়ে বেশি মনোযোগী হউন এ্যানালাইসিসের প্রতি। আপনি যদি সফল ভাবে এ্যানালাইসিস করতে পারেন তাহলে আপনি সব সময়ই ট্রেড করতে পারবেন। কারন=- আপনি তখন মার্কেটের মুভমেন্ট বুঝতে পারবেন।
-
ফরেক্স এ আপনি যদি দক্ষ হন তাহলে যেকন সময় ট্রেড করতে পারেন।ট্রেড করার কোন নির্দিষ্ট সময় নাই।মার্কেট যখন আপানার নখদর্পনে চলে আসবে তখনই আপনি ট্রেড করে লাভ করতে পারবেন।
-
ভাল একটি প্রশ্ন করেছেন আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষিতে ফরেক্সে ট্রেড করার উপযোক্ত সময় হল দুপুর ১ টা থেকে ৪ টি এবং বিকেল ৬ টা থেকে রাত ১১ টা
কারন এই সময় মার্কেট অনেক মুভ করে
-
মার্কেট শুক্র থেকে সোম বার পর্যন্ত ওপেন থাকে।এই সময়ে আপনি ট্রেড ওপেন করতে পারেবেন।মার্কেট ট্রেড করার উপযুক্ত সময় হল মার্কেট যে সময় বেশি মুভ করবে।আর মার্কেটে ট্রেড করতে হলে আপনি সব সময় মার্কেট এনালাইসিস করে ট্রেড করা উচিত।
-
ট্রেড করার উপযোগি সময় বলতে আসলে কিছু নেই । আপনি যে সময়টাতে ট্রেড করছেন সেটাই আপনার জন্য হল উপযুক্ত সময় । অাপনি যত বেশি পরিমানে ধৈর্য্যসহকারে ট্রেড করবেন তত বেশি পরিমাণে অাপনার মধ্য বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি পাবে । আর বিশ্লেষণী ক্ষমতার মাধ্যমেই আপনি ভাল কিছু অর্জন করতে পারবেন বলে আমি মনে করি ।
-
ভাই আমি ফরেক্স মাকেট করছি মাত্র ৬ মাস তাই আমার অভিগতা থেকে আমি বলতে পারি ফরেক্স মাকেটে কখন উঠবে আর কখন নামবে তা কেও আপনাকে সথিক বলতে পারবেন না তাই আমার মতে আপনি নিয়মিত ফরেক্স করেন আর ফরেক্স মাকেটে ঠাকেণ তবে আপনি ফরেক্স মাকেটে সম্পরকে জানতে পারবেন ধন্যবাদ|
-
ফরেক্স মার্কেট কে মূলত চারটি সেশনে ভাগ করা হয়েছে। এখানে আপনি সেশন অনুযায়ী ট্রেড করতে পারেন। ফরেক্স মার্কেট এ ট্রেড সব সময় করলেই হবে না। আমাদের তখন ট্রেড অপেন করতে হবে যখন মার্কেট বেশী মুভ করে। আমার মতে দুপুরের পর থেকে মার্কেট বেশী মুভ করে থাকে।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিন এবং ২৪ঘন্টা খোলা থাকে তাই আপনি আপনার সুবিধামত একটা সময় বেছে নিয়ে আপনি ট্রেড করতে পারেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য উপযুক্ত সময় বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত। কারন এই সময়ে মার্কেট অনেক বেশি উঠা নামা করে । অনেক অভিজ্ঞ ট্রেডারদের মতে এই ট্রেড করার জন্য সবচেয়ে উপযোগী।
-
ফরেক্সে মার্কেট সপ্তাহের 5 দিনের 24 ঘন্টাই খোলা থাকে এ সময়ের মধ্যে আপনি ট্রেড করতে পারেন । তবে মার্কেটে মুভমেন্ট হয় আমেরিকা আর ইংলান্ডের ডে টাইমে এ সময় মার্কেট অন্য যে কোন সময়ের তুলনায় মার্কেট খুব দ্রত্য আপ ডাউন করে আবার অনেক সময় অনেক নিউজ এর উপর এর মার্কেট আপ ডাউন করে থাকে ।
-
ফরেক্স মার্কেট রাত দিন ২৪ ঘন্টা ওপেন থাকে কারণ এটি একটি আন্তর্জতীক মুদ্রার বাজার , আপনার যে সময় দিন সেই সময় অন্য কোন দেশে রাতা আর আপনার যে সময় রাত সেই সময় অন্য কোন দেশে দিন, সুতারাং ফরেক্সে রাত আর দিন বলে কোন কথা নাই, আপনি যখন উপযুক্ত সময় পাবেন তখনই ট্রেড করবেন।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার উপযুক্ত সময় লন্ডন আর আমেরিকা টাইম এই সময় মার্কেট ভাল মুভ করে । লন্ডন টাইম শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭ টা আর আমেরিকা টাইম শুরু হয় সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার উপযুক্ত সময় লন্ডন আর আমেরিকা টাইম এই সময় মার্কেট ভাল মুভ করে । লন্ডন টাইম শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭ টা আর আমেরিকা টাইম শুরু হয় সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা ।
-
ফরেক্স মাকেট সপ্তাহে ৫ দিন খুলা থাকে আপনি এ ৫ দিনের মধ্যে যেকোণ সময় ট্রেড করতে পারেন | আমি ম্নে করি আপনি যদি সব সময় ফরক্স মাকেট থাকেন তবে আপনি ফরেক্স মাকেট কোন সময় ভাল তা বুঝতে পারবেন | ফরেক্স মাকেট রিক্সি মাকেট কখন ভাল বা কখন খারাপ তা আপনাকে কেও বলতে পারবেন না |
-
ভাই ট্রেদ করে লাভবান হতে গেলে আপনাকে আগে ট্রেন্ড লাইন ধরা শিখতে হবে।আর ট্রেদ করার জন্য সকাল দুপুর নেই আপনি চাইলে যেকোন সময় ট্রেড করতে পারবেন কিন্তু তা নির্ভর করবে মার্কেটের মুভমেন্টের উপর।মার্কেটে মুভ মেন্ট যখন বেশি থাকে তখন আয় করা সম্ভব বলে মনে করি।
-
ট্রেড করার জন্য বাংলাদেশ উপযুক্ত সময় হচ্চে লন্ডন সেশন। এই সেশনে সর্বাধিক ট্রেড ওপেন হয়ে থাকে। আমি ও প্রতিদিন এই সেশোনের অপেক্ষায় থাকি। কখন লন্ডন সেশন শুরু হবে। আর আমি নিউয়র্ক সেশন ও ফলো করে ট্রেড করে থাকি।
-
আমরা সকলেই জানি লন্ডন টাইম শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭ টায় আর আমেরিকা টাইম শুরু হয় সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টায় ।তাই আমি মনে করি দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ট্রেড করার জন্য ভালো সময়।কোনো ট্রেডার যদি দুপুর ২ টা থেকে রাত ১০ বা১১ টা পর্জন্ত মার্কেট এ থাকতে পারে তাহলে ভালো প্রফিট করতে পারবে তা না হলে এই সময়ের মধ্যে নির্দিষ্ট একটা টাইম ধরে ট্রেডার রা তাদের ট্রেড করতে পারেন।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার সবচেয়ে ভাল সময় হল দুপুর ১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই সময় ফরেক্স মার্কেট ভাল মুভ করে আর যখন মার্কেট ভাল মুভ করে তখন যদি আপনি ট্রেড করেন তা হলে আপনার ট্রেড ঝুলে থাকবে না তাই আপনি ফরেক্স মার্কেট এ এই সময় ট্রেড করলে আপনি আল্প সময় এ ভাল লাভ করতে পারবেন আমি নিজে ও ফরেক্স মার্কেট এ এই সময় ট্রেড করি লাভ হয় খুব কম সময় এর মধ্য তাই আপনি এই সময় ট্রেড করলে ভাল হবে
-
আমি বলবো ফরেক্স মার্কেট ২৪ঘন্টাই খোলা থাকে,২৪ঘন্টার যেকোন সময়ে আপনি ট্রেড করতে পারবেন।কিন্তু ফরেক্স মার্কেট সম্পর্কে যারা অনেক অভিজ্ঞ তাদের মতে ফরেক্স ট্রেডিং এর সবচেয়ে উপযোগী সময় হচ্ছে বিকাল পাচটা থেকে রাত নয়টা পর্যন্ত।তাদের ধারনা এই সময়ে মার্কেট অনেক বেশি আপ-ডাউন করে থাকে।
-
আমার মতে ফরেক্স মার্কেট এ ট্রেড করার উপযুক্ত সময় লন্ডন আর আমেরিকা টাইম এই সময় মার্কেট ভাল মুভ করে । লন্ডন টাইম শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭ টা আর আমেরিকা টাইম শুরু হয় সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা । তাই আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারেন দুপুর ২ টা থেকে রাত ১০ পর্যন্ত এই সময় মার্কেট ভাল মুভ করে তাই আপনি ট্রেড ওপেন করলে ভাল লাভ করতে পারবেন।
-
আসলে দিনের বেলা মার্কেটে মুভমেন্ট কম থাকে তাই ঐ সময় ট্রেড করা নিরাপদ অর্থাৎ লাভ কম হলেও লসের পরিমান খুব কম থাকে। কিন্তু বিকেলের পর থেকে মার্কেটে মুভমেন্ট বাড়তে থাকে কারণ তখন ইউএস স্টক মার্কেটে গুরুত্বপূর্ণ নিউজগুলো আসতে থাকে আর মার্কেট আস্তে আস্তে ভোলেটাইল হতে থাকে। তাই অনভিজ্ঞ ট্রেডাররা রাতে ট্রেড না করাটাই উত্তম।
-
লন্ডন ও আমেরিকার সম্মিলিত সময় দুপুর ২টা হতে রাত ১০ সময়টা সবচেয়ে পারফেক্ট সময় ট্রেডের জন্য । ফরেক্স মার্কেট সম্পর্কে যারা অনেক অভিজ্ঞ তাদের মতে ফরেক্স ট্রেডিং এর সবচেয়ে উপযোগী সময় হচ্ছে বিকাল পাচটা থেকে রাত নয়টা পর্যন্ত । লন্ডন ও নিউইয়র্ক সেশনে ট্রেড করি এবং ভালো পাচ্ছি ।