-
মার্কেটে যারা নতুন তাদেরকে অনেক কিছুই মানতে হয়। প্রথমত ফরেক্স সম্পর্কে প্রচুর জ্ঞানের সন্ধান করতে হয়।এজন্য অনলাইন থেকে ফরেক্স সম্পর্কে অনেক বই এবং ব্লগ পড়া যেতে পারে।এরপর কয়েকমাস ডেমো ট্রেডিং প্রাকটিসের প্রয়োজন। এভাবে নতুন ট্রেডারা নিয়োমিত ডেমো ট্রেডিং প্রাকটিস এবং ফরেক্স বিষয়ক শিক্ষার দ্বারা তাদেন দক্ষতা বাড়াতে পারে।
-
আপনি যেহেতু নতুন সেক্ষেত্রে আপনাকে যে কাজটি আগে করতে হবে ফরেক্স সম্পর্কে বিভিন্ন বই পড়তে পারেন । গুগলে সার্চ দিলে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ।ফরেক্সে নতুন হিসেবে আপনাকে সর্ব প্রথম যা করতে হবে ডেমো ট্রেড করতে হবে। প্রচুর সময় ব্যয করতে হবে। এই ভাবে 8 মাস কাজ করতে থাকেন , তার পর সব বুঝতে পারবেন ।
-
আপনি যেহেতু নতুন তাই আপনাকে আমি বাংলাদেশ ফরেক্স ফোরামে স্বাগত জানানোর পাশাপাশি ট্রেড করার জন্য যে পরামর্শগুলো দিব তা হল আপনি ততদিন ডেমোট্রেড করবেন যতদিন আপনি নিজের ট্রেডিং দক্ষতার উপর আত্নবিশ্বাস জম্মাতে না পারছেন আর ভালভাবে ফরেক্স মার্কেট পত্যাক্ষ করে মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করুর। ধন্যবাদ।
-
আমি ফরেক্সে নতুন ।এখন পুরোপরি ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে পারিনি। তবে আমি জানি ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হলে কি কি করতে হবে।ফরেক্স সম্পর্কে জানার শেষ নেই যত ইচ্ছা তত শিখতে পারেন ফরেক্স থেকে। আমাকে প্রথমে কমপক্ষে ৬ মাস ডেমো প্রট্রিস করতে হবে মার্কেটের মুভমেন্ট বুঝতে হবে এনালাইসিস জানতে হবে সবচেয়ে আসল কথা আপনাকে ফরেক্স কি তা জানতে হবে ।
-
আমি মনে করি ফরেক্স এ যারা নতুন তাদের প্রথমে ডেমো প্রেকটিস করতে হবে তারপর ফরেক্স সম্পর্কে অনেক স্টাডি করতে হবে। আরো ভালো হয় যদি কেও থাকে যে ফরেক্স করে তার কাছ থেকে ভালো কিছু শিখতে পারেন।
-
ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেড করি । আমাকে আপনাদের মুল্য বান পরামর্শ আমার অনেক কাজে আসবে । আমি ডেমোতে প্রেকটসি করছি তার পরও লস থেক বের হতে পারছিনা ।
-
আমি ফরেক্স এ নতুন আমার করনীয় জা তা হল আমকে পথমে যা করতে হবে আগে এ বিষয়ে আমার জানতে হবে তারপর আমার কাজ করতে হবে আগে আস্তে আস্তে কাজ করতে হবে আর ভালভাবে জানতে হবে তা না জানলে কাজ করা যাবে না। যদি আমি তাড়াতাড়ি করি তাহলে কাজ হবে না আমি যা আসা করি তা হবে তাই আমার ভাল ইনকাম করতে হবে ভাল ইনকাম করতে হলে কাজে ভুল করা যাবে না। তাই ভালভাবে আগে শিকতে হবে তারপর কাজ করতে হবে।
-
আপনি একজন নতুন ট্রেডার তাই আপনাকে সবাই অনেক উপদেশ এবং পরামর্শ দিবে । সবাই সবার পরামর্শ দিলেও আপনাকে কাজের প্রতি একাগ্র থাকতে হবে । ফরেক্স একজন নতুন ট্রেডারকে অনেক বেশি আন্তরিক হতে হয় এবং ধৈর্য্য সহকারে ফরেক্স ট্রেডিংকে আয়ত্তে আনার জন্য আপ্রাণ চেস্টা করে যেতে হয় । আপনার করণীয় কজ গুলো মধ্য অন্যতম হল : বেশি বেশি ডেমো একাউন্টের মাধ্যমে চর্চা করা । ডেমো একাউন্ট এর মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে ট্রেড কৌশল শিখতে পারবেন । তাছাড়া ফরেক্সকে শুরুতে একটুু কঠিন মনে হলেও হাল ছেড়ে দিবেন না এবং ফরেক্স নিয়ে স্টাডি অব্যহত রাখুন ।
-
আপনাকে সর্বপ্রথম ফরেক্স কি তা বুঝতে হবে এবং এখানে কি করে তা বুঝতে হবে তারপর আপনি যদি রাজি হয়নি ফরেক্স ব্যবসা করতে তাহলে ফরেক্সে ডেমো একাউন্ট খুলে ট্রেড করতে পারেন।যদি তার সম্পর্কে অভিজ্ঞতা অর্জন হয় তাহলে আপনি রিয়েল ট্রেড করতে পারবেন এবং সেখান থেকে ভাল ইনকাম করতে পারবেন।
-
ফরেক্স একটি লাভ জনক ব্যাবসা।কিনতু যারা ফরেক্স এ নতুন তাদের প্রথমে ডেমো একাউনট খুলতে হবে এবং প্রচুর আকারে ডেমো প্রাকটিচ করতে হবে।এর পেছনে অনেক সময় দিতে হবে । এটা নিয়ে আপনাকে ভাবতে হবোএর এনালাইসিস গুলো বুঝতে হবে।
-
আপনাকে ফরেক্স ট্রেডিংয়ের এই ফোরামে স্বাগতম আশা করি ফোরামের সকল রুলস অনুসরন করে আপনি ভাল ভাবে সামনের দিকে এগিয়ে যাবেন। আপনি যেহেতু ফরেক্স ট্রেডিংয়ে একেবারেই নতুন সেহেতু আমি আপনাকে বলব ভাই আপনি ফরেকক্স ট্রেডিংয়ের উপর আগে দক্ষতা এবং অভিজ্ঞতা তৈরি করুন আপনি নিয়মিত ডেমো ট্রেডিং করে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়িয়ে নিতে পারেন যা আপসনাকে রিয়াল মার্কেটে ভাল প্রফিট এনে দিতে যথেষ্ট সহায়তা প্রদান করবে।
-
ফরেক্সে আপনি যেহেতু নতুন তাই আপনি বেশি ডেমো ট্রেড করার চেষ্টা করুন এবং সিরিয়াসলি সেটা করুন।আর সফলদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করুন আশা করি উপকার পাবেন।
-
যেহেতু আপনি ফরেক্সে নতুন সুতরাং আপনার প্রথমে উচিত ফরেক্স সম্পর্কিত কিছু বই পড়ে নেয়া । এতে করে আপনার ফরেক্স সম্পর্কে বেসিকটা জানা হবে। তারপরে কিছুদিন ডেমো ট্রেড করা ।আর দেম ট্রেড অবশ্যই মনোযোগ সহকারে করবেন । তবে হ্যা অবশ্যই রিয়েল ট্রেডের মানসিকতা নিয়ে ডেমো ট্রেড করতে হবে । ডেমো ট্রেড করে তারপর ট্রেড এনালাইসিস বুঝে তারপর আপনি রিয়েল ট্রেডে অংশ নিতে পারেন ।
-
ফরেক্স মার্কেটে নতুনরা খুবই অজ্ঞ। এজন্য নতুনদের অনেক করনীয় এবং বর্জনীয় বিষয় রয়েছে। প্রথমত নতুন ট্রেডারদের মনমানসিকতা প্রস্তুত করতে হবে। ফরেক্স খুবই সহজ ব্যবসা নয় এজন্য এখানে প্রচুর পরিশ্রম এবং জ্ঞান অর্জনের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করতে হবে।
-
আপনি যেহেতু ফরেক্স মাকেটে নতুন সেহেতু আপনি প্রথমে বেশী বেশী করে ডেমোতে ট্রেড করবেন।আপনি যখন ডেমোতে ট্রেড করবেন তখন তাহা অবহেলা না করে রিয়াল মনে করে ট্রেড করবেন।ফরেক্সের অনেক বই আছে সেগুলো আপনি পড়তে পারেন।তাছাড়া গুগলে সাচ দিয়ে অনেক কিছু জানতে পারবেন।আপনি নিয়মিত ফোরাম পোস্ট করতে পারেন।ধন্যবাদ
-
প্রথমে ডেমো ট্রেড করুন,আর ফরেক্স বিষয়ে বিভিন্ন আর্টিকেল পরেন।
-
আমি মনে করি নতুন অবস্তায় অন্তত ৬ মাস ডেমো ট্রেড করা উচিত। এছাড়া ও অনেক পরিমানে ফরেক্স বই এবং অনেক বাংলা সাইট আছে যা ফরেক্স শিক্ষার ক্ষেত্রে কাজে লাগে। তাই আমি মনে করি ফরেক্স অনেক বড় মার্কেট অহানে থাকতে হলে অনেক বেশি স্টাডি করতে হবে।
-
আমার মতে আপনার প্রথমে ফরেক্স কি তা জানতে হবে।ফরেক্স যেমন খুব সহজ নয় তেমনি খুব কঠিন কিছু নয়।দরকার শুধু একটু জ্ঞান একটু সাধন একটু ধ্যর্য। তাহলেই আপনি ফরেক্স সফল হতে পারবেন।আমার মনে হয় আপনাকে অারও কিছু দরকার ফরেক্স নিউজ এবং মার্কেট এনালাইসিস করা।এবং আরো দরকার ফরেক্স এর কিছু বই আছে সেগুলো পড়তে হবে।তাহলেই আপনি ফরেক্সএ সাফল্য অর্জন করতে পারবনে।
-
আপনি নিয়মিত ৩/৪ ঘন্টা ফরেক্সের পেছনে ব্যয় করুন। প্রথমে বেসিক বিষয়গুলো শিখুন। নিয়মিত ডেমো একাউন্টে প্রাকটিস করুন। মার্কেটে কখন ট্রেড অপেন করার উপযুক্ত সময় তা জানুন। নিউজ গুলো বুঝতে চেষ্টা করুন। সাপোট আর রেসিসটেন্স সম্পর্কে জানুন। মানি ম্যানেজমেন্ট আর লিভারেজ কি এবং কিভাবে কাজ করে তা জানুন।
-
নুতন হিসেবে আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনাকে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে । প্রচুর পড়াশুনা করতে হবে । এর জন্য আপনি গুগোলের সাহায্য নিতে পারেন । এর পর আপনাকে একটি ডেমো একাউন্ট খুলে সেটাতে অন্তত ৩ মাস ট্রেড করতে হবে । যখন বুঝবেন যে এখন আপনি ফরেক্স এ ভাল করতে পারবেন তখন ফরেক্সে একটি ভাল একাউন্ট খুলে ট্রেড করা শুরু করন । ফরেক্স এ ট্রেড করার সময়ই ম্যানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে এবং আবেগ ত্যাগ করতে হবে । ধন্যবাদ
-
ফড়েক্স এ আপনার প্রথম কাজ হলো এর সম্পর্কে ভাল ধারনা অর্জন করা । এ জন্য আপনি ফরেক্স সম্পর্কে বিভিন্ন বই পড়তে পারেন । গুগলে সার্চ দিলে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।বলে আমি মণে করী।
-
ফরেক্স মার্কেটে যেহেতু আপনি একেবারেই নতুন সেহেতু আপনি কয়েক মাস ফরেক্স ডেমো ট্রেড করেন। কারন ফরেক্স ট্রেড শিখতে হলে প্রতমে আপকনাকে ডেমো ট্রেড করতেই হবে। আর কি করলে ট্রেড করে আপনি লাভ করতে পারবে আর লস কম হবে তা শিখুন।
-
আ*মি ফরেক্স এ নতুন তাই আমার করনিয় হ*লো যারা ফ*রেক্স সম্প*র্কে ভা*লো ধারনা আ*ছে তা*দের কাছ থে*কে কিছু যে*নে*নেওয়া। এবং তা*দের দেওয়া পথ ধ*রে ফ*রেক্স এর*দি*কে এ*গি*য়ে যাওয়*া। ফ*রেক্স এর বিষয় জানার জন্য ও*য়েব এ খোজ ক*রে তার উপর ভি*ত্তি ক*রে পরবতী ধাপ অনুসরন করা। তাহ*লে নতুন রা ফ*রেক্স কর*তে সহজ হ*বে।
-
আপনি বেশী বেশী করে ডেমোতে ট্রেড করবেন।আপনি অনলাইনে বিভিন্ন সাইটে সাচ্ দিয়ে ফরেক্স সম্পকিত জ্ঞান অর্জন করুন।তাছাড়া বাজারে ফরেক্স এর অনেক বই পাওয়া যায় সে বই পড়ে ফরেক্স সমন্ধে ধারনা নিতে পারবেন।অনেক ট্রেনিং সেন্টোর রয়েছে যেখানে ফরেক্স শিক্ষা দেওয়া হয়। আপনি চাইলে সে সব ট্রেনিং সেন্টার হতে শিক্ষা নিতে পারেন।ধন্যবাদ
-
ফরেক্স বিজনেসে নতুন আগত ট্রেডার দের মার্কেটে ট্রেড শুরু করার আগে মার্কেট সম্পরকে ভালভাবে জানতে হবে,বুঝতে হবে। ফরেক্স মার্কেটের বেসিক ব্যপার গুলো ভালভাবে জানতে হবে। ফরেক্স মার্কেটে একমাত্র তারাই লাভ করতে পারে যারা মার্কেট সম্পরকে দক্ষ,অভিজ্ঞ ও মার্কেট সম্পরকে ভাল জ্ঞান রাখে। তাই একজন নতুন ট্রেডারকে ডেমো ট্রেড করে অভিজ্ঞতা বারাতে হবে।
-
ফরেক্স মার্কেটে যেহেতু আপনি একজন নতুন সদস্য সেহেতু আপনার করনীয় হল আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালভাবে জানা । *ফরেক্স মার্কেট সম্পর্কিত অনেক ভিডিও আপনি ইউটোবে এবং বিভিন্ন ওয়েব *সাইটে পাবেন সেগুলোর সাহায্য নিয়ে পারেন । তাছাড়া একটি ডেমো একাউন্ট খুলে আপনি নিয়মিত প্রাকটিস করতে থাকেন ।
-
আমিও একজন নতুন ট্রেডার । আর আপনার মত আমিও সবসময় জানতে অাগ্রহি ছিলাম যে একজন নতুন ট্রেডার হিসেবে আমার কোন বিষয়গুলোর প্রতি নজর দেওয়া প্রয়োজন ? আর পরিশেষে যে বিষয়গুলোা পেলাম সেগেুলো হল নিজেকে যোগ্য করে গড়ে তোলার ব্যাপারটা সবচেয়ে বেশি আমাকে প্রভাবিত করেছিল । কারণ ফরেক্স মার্কেটে নিজেকে যোগ্য এবং দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলার কোন বিকল্প নেই । তাই আমি মনে করি যে নিজেকে দক্ষ করে গড়ে তোলার পাশাপামি ভাল একটা ট্রেডিং স্ট্রটেজি সৃষ্টি করা অত্যন্ত প্রয়োজনীয় ।
-
আপনি ফরেক্স এ যেহেতু নতুন সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে প্রথমেত কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেড করুন.ডেমো ট্রেড এ অর্জন করা অভিজ্ঞতাকে রিয়েল ট্রেড এ কাজে লাগান.সঠিক টাইম ফ্রেম এ আপনার সুবিধাজনক কারেন্সী বাছাই করে ট্রেড করুন.নিউস এর প্রফাব মার্কেট এ পড়লে আবেগপ্রবণ হবেননা.ধীরে ধীরে লাভ বানানোর চেষ্টা করুন.
-
যারা নতুন তাদের সম্পর্কে আমার উপদেশ হচ্চে আপনি প্রথমেই দেখুন আপনার শেখার আগ্রহ আছে কি না । যদিও বাস্তব ক্ষেত্রে শিখতে পারলেই যে আপনি সফল হবেন এমন কোন কারন নেই । শেখার পর প্রধান কাজ হবে আপনার শেখাটাকে কাজে লাগানো । তারপর দেখতে হবে আপনার নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কতটুকু ।
-
যারা ফরেক্স মার্কেটে নতুন তারা শুধুমাত্র ডমেো ট্র্রেড করতে থাকবে । যে যত বেশী ডেমো ট্রেড করবে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ডেমো ট্রেডিং করব তাহলেই সফলতাম হতে পারব ।
-
ফরেক্স মার্কেটে নতুন হলে প্রথমে আপনাকে ফরেক্স মার্কেটের ছোট খাট বেসিকগুলো জানতে হবে ।নেট হতে ফরেক্স এর প্রয়োজনীয় বই কালেকসন করতে হবে । পাশাপাশি টেকনিক্যাল এবং ফাণ্ডামেনটাল বিষয়ে ধারনা অজণ করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে আমরা যারা নতুন ট্রেডার তাদের জন্য ভাল হল ফরেক্স মার্কেটের শিক্ষা নিয়ে তার পরে ডেমো একাউন্ট করে ডেমো প্রেক্টস করতে হবে ৬ থেকে ৮ মাস করার পরে,লাইভ একাউন্ট করে ট্রেডিং করতে পারেন,তাই আমাদের ট্রেডিং করার সময় লোভ পরিহার করতে হবে,ট্রেডে করার পুর্বে মার্কেটের এনালাইসিস করতে হবে।
-
ফরেক্স এ নতুন হলে পথমে গুগ্ল্ল এ সারছ দিয়া ফরেক্স সম্পর্কে ভালো মতো বুজে পরতে হবে । তারপর এটা ডেমো আকাঊন্ট কুলে ১ থেকে ২ মাস ডেমোতে টেড করতে হবে । ডেমো টেড করে খুশি হলে ছল্বে না
কারন এ তে অনেক লাভ হলে ও বা লস হলে ও সমশা নই । কিন্ত বাস্তবে তার ওল্টা তাই নতুন দের ভালে করে ফরেক্স বুজতে হবে।
-
কোনমতেই লোভ করে অতিরিক্ত ট্রেড ওপেন করবেন না। সবসময় লং টাইম ফ্রেম এ ট্রেড করবেন। তাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেক ছোট লট এ ট্রেড ওপেন করবেন। যাতে লস হলেও সেটা পরে আবার লাভে আসার সুযোগ পায়। আমি মনে করি এইসব করলে আপনি লস করবেন না।
-
ফরেক্স মার্কেটে নতুনদের প্রথমে ফরেক্স মার্কেটের বেসিকগুলো জানতে হবে । যেমন ধরুন মার্কেট কোন সময় করলে ভাল ফলাফল পাওয়া যায় । কোন ধরনের ক্যান্ডল পেলে মার্কেটে এন্ট্রি নেয়া ভাল । মার্কেট কেনো বাই আবার সেল হয় । তাছাড়া অাপনাকে নিয়মিত নেটের সাথে অাপডেট থাকতে হবে ।
-
যারা ফরেক্স মার্কেট নতুন আপনাকে এই খানে সফলতা পেতে হলে অবশ্যই কিছু কাজ করতে হবে জা কিনা আপনার সাফল্য আনে দিভে। আসুন আমারা এই বার সেই সব বিসয় নিয়ে আলচনা করি , আর এই সব আলচনার মধ্যে প্রথম হচ্ছে আপনাকে ডেমো ট্রেড করতে হবে এবং রিয়াল ট্রেডিং এরজন্নন তৈরি হতে হবে । লোভ চারতে হইবে , অপ্পখা করতে হবে
-
নতুনদের জন্য ফরেক্স অনেক গুরুত্ব পুর্ন। এই সময় নতুনদের মার্কেট এ প্রচুর সময় ব্যয় করতে হয়। ভালো ভাবে মার্কেট এন্যলাইস প্রয়োজন হয়। সবছেয়ে বড় কথা হল আবাগে কে বাদ দিয়ে ধয্য ধারন করে ট্রেড করতে হয় যতই লাভ লস হোক।
-
ফরেক্স যারা নতুন তারা মাথা গরম না করে মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন সফল হতে পারবেন।
-
যেহেতু আপনি ফরেক্স মার্কেটে একেবারে নতুন তাই আপনি যা করতে পারেন তা হচ্ছে আপনি প্রথমে ডেমো ট্রেড শুরু করেন আর আপনি ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে পারলে আপনি লাভবান হতে পারবেন তা শিখার চেস্টা করেন কারন না যেনে ফরেক্স মার্কেটে ট্রেড করা খুব কটিন বলে মনে হয়।
-
আপনাকে স্বাগতম । প্রথম কাজ হওয়া উচিত ফরেক্স সম্পর্কে ভাল ধারনা অর্জন করা ।এজন্য বিভিন্ন বই পড়া যায় । ফরেক্স সম্পর্কে জানতে গুগলে সার্চ দিতে হবে। নিয়মিত ফরেক্স বাংলার বই গুলো পড়ে অভিজ্ঞতা অর্জন করুন । আর নিয়মিত ডেমো ট্রেডিং করা উচিত ।