ব্রোকার আপনাকে লিভারেজ ঠিকই দেবে। আপনি লিভারেজ নিতেও পারবেন। কিন্তু লিভারেজ বেশি নিলে আপনার লাভের চেয়ে লোভ বেশী হবে। কেননা ফরেক্স এ সবাই চায় বড় লট সাইজ ব্যবহার করতে। লট সাইজ বড় না থাকলে আমাদের প্রফিট বড় হবে না।
Printable View
ব্রোকার আপনাকে লিভারেজ ঠিকই দেবে। আপনি লিভারেজ নিতেও পারবেন। কিন্তু লিভারেজ বেশি নিলে আপনার লাভের চেয়ে লোভ বেশী হবে। কেননা ফরেক্স এ সবাই চায় বড় লট সাইজ ব্যবহার করতে। লট সাইজ বড় না থাকলে আমাদের প্রফিট বড় হবে না।
রিয়েল একাউন্ট করার ক্ষেত্রে আপনি যখন লিভারেজ নিবেন তখন যতটা সম্ভব সর্বোচ্চ লিভারেজ নেয়ার চেষ্টা করবেন । লিভারেজ নেয়াতে ঝুকির কিছু নাই । তবে ট্রেড করার সময় আপনাকে কম লটে ট্রেড করতে হবে যেন কোন ট্রেড আপনার বিপরীত এ গিয়ে আপনাকে ফতুর করে না দিতে পারে । আমরা যদি বেশি লিভারেজ দিয়ে ট্রেড করতে পারি তাহলে আমদের অল্প মার্জিন লাগবে ট্রেড করার জন্য আর লিভারেজ কম হলে বেশি মার্জিন লাগবে ট্রেড করার জন্য । তাই আপনি বেশি লিভারেজ নিবেন কিন্তু অল্প লটে ট্রেড করবেন ।
ফরেক্সে লিভারেজ খুবই গুরুত্বপুর্ন একটা বিষয়। আপনাকে অবশ্যই সঠিক ভাবে লিভারেজ ঠিক করে নিতে হবে। লিভারেজ জিনিসটা হলো কিছুটা লোন টাইপ। লিভারেজ কম হলে রিস্ক কম থাকে আবার লিভারেজ বেশি হলে লাভ বেশি হয়। তাই আমারফ মনে হয় লিভারেজ টা মাঝামাঝি পর্যায়ের হলে ভালো হয়। আমি ১ঃ৫০ লিভারেজ ব্যবহার করি। আমার মতে এটাই পার্ফেক্ট।
আমার মতে লিভারেজ নিয় ব্যবসা করার যেমন সুবিধা তেমন অসুবিধাও আছে।বেশি লিভারেজ নিলে যেমন লাভ বেশি আবার তেমন লস ও বেশি হোওয়ার সম্ভাবনা থাকে।আপনি যদি মার্কেট সম্পর্কে অনেক অভিজ্ঞ হন তাহলে আপনি বড় লিভারেজ নিয়েও কাজ করতে পারেন। এটি আপনার দক্ষতার ব্যাপার। 1:1লিভারেজ হলে ভাল হয়। ১:৫ এর বেশি লেভারেজ না নেয়া ভাল।
নতুন অবস্থায় লিভারেজ ১:৫০ হওয়া সবচেয়ে ভাল এবং এটার উপকারিতাও ভাল ছোট ভলিয়মে ট্রেড করে মার্কেট নিজের মধ্যে নিয়ে আসতে পারলে ভাল তারপরে দক্ষতা অর্যন করার পরে আপনি কতটুকু লোড নিতে পারবেন সেটা আপনি ভাল বুযতে পারবেন কারন নতুন ট্রেডারদের জন্য এরচেয়ে ভাল কিছু আমার জানা নেই।
আপনি যদি রিয়াল ট্রেডিংয়ে ইভেস্ট করে ট্রেড করতে চান তবে সেক্ষেত্রে আমি বলব আপনি রিভারেজ ১:১০০০ রাখবেন তাতে করে অনেক ভাল ভাবে ট্রেড করা যায় আমি নিজেও এই রিভারেজ ব্যাবহার করি আর আপনি যদি ফোরামের বোনাস দিয়ে ফরেক্সে ট্রেড করতে চান তবে সেক্ষত্রে আপনার লিভারেজ অবশ্যই ১:৫০ হতে হবে।
লিভারেজ কত নিবেন সেটা সম্পূর্ন আপনার বিষয়, এটা আপনার দক্ষতার উপর নির্ভর করে।তবে নতুন ট্রেডারদের কম লিবারেজ নিয়েই কাজ করা উচিত,এতে রিস্ক কম।
লিভারেজ ১ঃ১০০ থেকে ১ঃ২০০ তে থাকা উচিত। কিন্তু যারা ট্রেডআর হিসেবে নতুন তাদেরকে বলব কম লিভারেজ নিয়ে কাজ করতে কেননা সমস্যা কম হয় এবং কাজ করতেও সুবিধা হয়।তারা লিভারেজ ১ঃ১০০ থেকে ১ঃ২০০ নিয়ে কাজ সুরু করতে পারেন।
আসলে লেভারেজ কত নিলে ভাল হয় সেটা আপনার ট্রেডের উপর নিরভর করে আপনি কত লেভারেজ নিবেন আপনার ট্রেডের এন্ট্রির উপর নিরভর করে আপনার ভলিওম কত দিবেন আপনি যদি ভলিওম বেশি দিতে চান তাহলে আপনার লেভারেজ বেশি লাগবে আর যদি বলেন না আমি ভলিওম কম নিয়ে ট্রেড করব তাহলে লেভারেজ কম নিয়ে ট্রেড করা ভাল এতে করে একাউন্ট জির কম হবে।
লিভারেজের মাত্রা বা পরিমান নির্ভর করে আপনার বিনিয়োগ করা মুলধনের উপর। আপনার মুলধন যত বেশি হবে বা বড় অঙ্কের হবে লিভারেজের মাত্রা বা পরিমাপ তত বেশি দিলে ভাল হবে, তবে নতুনদের উচিত হবে কম বিনিয়োগ করে লিভারেজের মাত্রা ১ঃ১ থেকে ১ঃ৫ এর মধ্যে বেছে নেওয়া।
প্রতিটা জিনিসের ভালো খারাপ দুই দিক থাকে। আর ফরেক্সে লিভারেজ নিয়ে কাজ করলে সুবিধা আছে ঠিক তেমনি অসুবিধাও আছে। আর নতুন অবস্থায় লিভারেজ ১.৫০ হওয়া সবচেয়ে ভাল । এবং এটার উপকারিতাও ভাল। কেননা ছোট ভলিয়মে ট্রেড করে মার্কেট নিজের মধ্যে নিয়ে আসতে পারলে ভাল করা যায়। তারপরে দক্ষতা অর্যন করার পরে আপনি কতটুকু লোড নিতে পারবেন সেটা আপনি ভাল বুযতে পারবেন কারন নতুন ট্রেডারদের জন্য এরচেয়ে ভাল কিছু আমার জানা নেই।
আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করে ট্রেড করতে পারেন আর যদি সবসময় মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করতে পারেন তাহলে এখানে লিভারেজ কিছুই না আর সেক্ষেত্রে আপনি যে কোন লিভারেজ নিয়ে ট্রেড করতে পারেন। আর আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করে ট্রেড না করতে পারেন তাহলে যত কম লিভারেজ আপনি নিতে পারবেন ততই ভাল হবে। কারণ কম লিভারেজে আপনি কখনই বেশি ঝুকি নিতে পারবেন না ফলে আপনি আপনার মূলধনও বেশি একটা লস করতে পারবেন না।
যত অল্প লিভারেজ নিবেন তত আপনার একাউন্ট জিরো হবার হাত থেকে দূরে থাকবে। কারন, বেশি লিভারেজ নিলে আপনি একসাথে অনেক ট্রেড নিয়ে অভারট্রেডিং করে ফেলতে পারেন যেটি একাউন্ট জিরো হবার অন্যতম একটা কারন। তাছাড়া লিভারেজ কম থাকলে মানি ম্যানেজমেন্ট এর হিসাব রাখাটাও অনেকটা সহজ হয়ে যায়। তবে যদি আপনি অল্প ডলারে বেশি ট্রেড ওপেন করতে চান তাহলে লিভারেজ বাড়িয়ে নিতে পারেন।
লিভারেজ হল প্রত্যেকটি ব্রোকার কর্তৃক প্রদত্ত সেই সুবিধা যার কারনে কোন গ্রাহক প্রতি ডলারের বিপরীতে একটি নির্দিষ্ট অনুপাতে যে কোন কারেন্সি ক্রয় বিক্রয় করতে পারে।এক একটি ব্রোকার এক এক রকম লিভারেজ দিয়ে থাকে।কোন কোন ব্রোকার ১ঃ৫০ আবার কোন কোন ব্রোকার ১ঃ৩০০ পর্যন্ত দিয়ে থাকে।অর্থাৎ আপনি এক ডলারের বিপরীতে সর্বোচ্চ ৫০ থেকে ৩০০ ডলার পর্যন্ত ক্রয়-বিক্রয় করতে পারবেন।তবে আমি মনে করি লিভারেজ এর আদর্শ মান ১ঃ৫০ হওয়া উচিত।কারণ লিভারেজ বেশি হলে লাভ হওয়ার সম্ভাবনা যেমন বেশি থাকে তেমনি লসের সম্ভাবনাও বেশি থাকে।
ফরেক্স মার্কেট প্লেসে অবশ্যই প্রতিটি লিভারেজের বিষয়ে অবগত থাকতে হয়। ট্রেডিং করতে লিভারেজ কম হলে যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। আবার লিভারেজ বেশি হলে সুবিধার পাশাপাশি অসুবিধাটা ও বেশি। লিভারেজ কম হলে ব্যালেন্সের বেশি সুরক্ষিত থাকে, যেকোনো সময় ব্যালেন্স শূন্য হওয়ার সম্ভাবনা এড়ানো যায়। কিন্তু লিভারেজ কম থাকলে সুবিধাজনকভাবে বড় ভলিউমে ট্রেড করা একটু অসুবিধাজনক।তেমনি বেশি লিভারেজ ব্যবহার করলে যে কোন সময় মার্কেট এর বিপরীত পরিস্থিতিতে মুহুর্তের মধ্যে ব্যালেন্স শূন্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য লিভারেজ সাধারণত ১:১০০ থেকে ১:২০০ হলে খুবই ভালো হয়।কিন্তু যারা ফোরামের অর্জিত বোনাস দিয়ে ট্রেড করতে চান তাদের জন্য সাধারণত ১:৫০ লিভারেজ ব্যবহার করাটা শ্রেয়।
আমার মতে লেভারেজ টা কম থাকাই ভালো। কারন আমাদের ইচ্ছা বেপক। সুজক হাতে থাকলে শেষ সুজক টাই খালি করে পেলি। তাই আমাদের কে লিমিট থাকতে হবে। লেভারেজ ১ঃ১০০ ১ঃ৩০০ উত্তম। কারন এতে করে আপনি বেলেন্স অনুজায়ী ভলিউম ইচ্ছা মতো বেশি ব্যবহার করতে পারবেন না। অনেকে ১ঃ১০০০ বা এর বেশি ব্যবহার করে বিগ বিগ ভলিউম ব্যবহার করে পুজি হারিয়ে পেলে। তাই কম ভলিয়ম মানি কম লেভারেজ মানি ঝুঁকি কম।
ভাই আমার দৃষ্টিকোণ থেকে লিভারেজ কম রাখাই ভাল। তবে একেবারে যে কম রাখবেন সেটাও উচিত হবে না। আমি সাধারণত লিভারেজ ব্যবহার করি ১ঃ৫০ এবং এটাই রাখা উচিত। কারন লিভারেজ বেশি নিয়ে লাভ নেই। কারন ট্রেডিং এর অনেক ব্যপার আছে যেগুলো বলে বোজানো সম্ভব না, তাই অনেক হিসাব নিকাশ করে লিভারেজ নেওয়া উচিত।
ফরেক্সে লিভারেজ কত হওয়া উচিৎ,সেটা ট্রেডারই নির্ধারন করনে । কারন যে ট্রেড করবে সে তার সুবিধা মত ১০০-২০০ এর মধ্যে লিভারেজ থাকা উচিৎ। এর বেশিও হতে পারে । তবে বড় রিক্স না নিয়ে ১০০থেকে ২০০ এর মধ্যে লিবারেজ রাখা ভাল । তাতে লস হলেও এতো বেশি হবে না ।
ইনস্টা ফরেক্স লিভারেজ এর অনেকগুলো অপশন আছে, কিন্তু কে কোনটা নিবে এটা ডিপেন্ড করে প্রত্যেকে নিজের মতামতের উপর। যেমন ধরতে পারেন আমার ক্ষেত্রে মনে হয় 100 বা 200 লিভারেজ এটাই ঠিক আছে। আপনি বেশি লিভারেজ নিয়ে কাজ করতে পারেন যদি বেশি লাভ হয় তখন লাভের অংশটা আপনার মূল ব্যালেন্স এর সাথে যোগ হতে পারে। তাই লিভারেজ কম নিয়ে অল্প অল্প করে আগানো ভালো।
একজন ট্রেডারের লিভারেজ কত হবে সেটা সে ট্রেডারই ঠিক করবে । কারন টাকা-ট্রেড তার সুতারাং সে কত লিভারেজ করবে সেটা সেই নির্ধারন করবে । তবে আমার ধারনা মতে ১০০ থেকে ২০০ েএর ভিতর লিভারেজ রাখা উচিৎ । তাহলে রিক্স একটু কম থাকে ।
ফরেক্স মার্কেট এ যত বেশি লিভারেজ নিয়ে ট্রেড করবেন আপনার লাভ তত বেশি হবে আবার লস ও ততই বেশি হবে।ফরেক্স মার্কেট এমনিতেই অনেক রিস্কি একটা মার্কেট তাই আমার মনে হয় বেশি লিভারেজ নেয়া মানে বেশি রিস্ক না নেয়া।লাভ যেমন বেশি হয় লস হলেও কিন্তু অনেক বেশি হবে সে হিসাবে আমরা যদি কম লিভারেজ নিয়ে ঠিকমতো ট্রেডিং করতে পারি তবুও অনেক বেশি লাভ করতে পারব।আমার মনে হয় লিভারেজ ১:১০০ হতে ১:৩০০ এটাই উত্তম লিভারেজ।লিভারেজ কম নিয়ে সামনে এগিয়ে যাওয়াই বেটার আমি মনে করি তাহলে রিস্ক ও অনেক কম থাকবে।
ফরেক্স মার্কেটে লিভারেজ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।লিভারেজ ছাড়া ফরেক্স মার্কেটে আপনি ট্রেডিং করে লাভ করতে পারবেন না।লিভারেজ আপনি কত নিবেন এটা নির্ভর করবে আপনার ট্রেডিং এ দক্ষতার উপর।আপনি যদি ভাল একজন ট্রেডার হয়ে থাকেন আপনি লিভারেজ বেশি নিয়ে ট্রেডিং করতে পারেন আর যারা নতুন তাদেরকে বলব লিভারেজ কম নিয়ে ট্রেডিং শুরু করবেন না হলে আপনার পুজি হারিয়ে যাবে।লিভারেজ বেশি নিলে লাভ যেমন বেশি লস ও বেশি।আমার মনে হয় লিভারেজ ১:১০০ হতে ১:৫০০ এর মধ্যেই ট্রেডিং করা বেটার।
লেভারেজ হল ধার । আপনি যত বেশী লেভারেজ নিবেন তত বেশী লটে কম ব্যলেন্স এ ট্রেড করতে পারবেন । আপনি যদি ১.২০০০ লেভারেজ নেন তাহলে আপনি ১০০ ডলারে ২ ডলার লটে ট্রেড করতে পারবেন , কিন্তু এইটা আপনার জন্য ক্ষতি । আমার মনে ফরেক্স এ একাউন্ট করার সময় লোভারেজ ১.২০ থেকে ১.৫০ পযন্ত নেয়া ভাল , এই রকম লেভারেজ নিলে আপনি চাইলেও রাগরে মাথায় বড় ট্রেড করতে পারবেনা ।[ATTACH=CONFIG]8046[/ATTACH]
ফরেক্স মার্কেটে লিভারেজ অনেকটা ভাল আবার বেশি লিভারেজ ভাল না। যদিও লিভারেজ ছাড়া আমাদের চলেও না। তাহলে জেনে নেয়া যাক, কত লিভারেজ কত নিব তাহলে?
প্রথমে জানতে হবে লিভারেজ কেন দরকার। আপনি যদি ফরেক্সে নতুন হয়ে থাকেন, তাহলে এটাও বুঝবেন লিভারেজ কি জিনিস। ফরেক্স মার্কেটের একটা বড় সমস্যা হলো(সমস্যা মানে আমাদের ট্রেডারদের জন্য সমস্যা) প্রতিদিনকার মার্কেট মুভমেন্ট খুবই কম। আপনি পিপস হিসাব করতে শিখেছেন। কখনও কি খেয়াল করে দেখেছেন মার্কেট একদিনে কত পারসেন্ট মুভ করে? ঝটপট কিছু অঙ্ক করে নেই। ধরুন, কোনো একদিনeur/usd এর সর্বনিম্ন প্রাইস ছিল ১.২২০৫ ও দিনের সর্বোচ্চ প্রাইস ছিল ১.২৩২৫ (১২০ পিপস) । তাহলে, মার্কেটের শতকরা সর্বোচ্চ পরিবর্তন কত ছিল? খুব সহজভাবে হিসাব করলে, (১.২৩২৫-১.২২০৫)/১.২২০৫ অথবা ০.০০৯৮ অথবা ০.৯৮ পারসেন্ট। এই হিসাবটা করা হয়েছে সর্বোচ্চ মুভমেন্ট ধরে । প্রকৃত মুভমেন্ট হবে আরও কম এবং (দিন শুরুর প্রাইস– দিন শেষের প্রাইস)/দিন শুরুর প্রাইস) যা এর থেকে আরও কম।
এই হিসাবটা দেখালাম শুধুমাত্র একটি কারনে। তাহলো ফরেক্স মার্কেটের প্রতিদিনকার মুভমেন্ট যে অনেক কম তা দেখানোর জন্য। অধিকাংশ পপুলার পেয়ারই প্রতিদিন ১-২ শতাংশ বা তার কম মুভমেন্ট করে। ঢাকা স্টক মার্কেটের দিকে একবার তাকান, প্রতিদিন স্টকের দাম করে ৫%-১০% এমনকি আরও বেশি বাড়ে বা কমে। আমরা ফরেক্সে হিসাব করি পিপস দিয়ে। ২-৩ শতাংশ মার্কেট মুভমেন্ট হলেই অধিকাংশ পেয়ার ৩০০-৪০০ পিপস বেড়ে যায়। আর তাই অনেক মনে হয় আমাদের কাছে।
তাতে আমার সমস্যা কি? ভেবে দেখুন, আপনি ১০০০ হাজার টাকা দিয়ে কিছু কিনলেন পরে বেশি দামে বিক্রি করার জন্য। এখন এই জিনিসের দাম প্রতিদিন ১-২ টাকা করে বাড়লে/কমলে ভালো নাকি ১০-২০ টাকা করে বাড়লে/কমলে ভালো ? উঠানামা যত বেশি হবে, আপনি ততো বেশি লাভ করতে পারবেন যদিও লসটাও একটু বেশিই হবে। কিন্তু, লস যতই হোক, ফতুর তো আর হবেন না। কারন, ওই জিনিসের দাম তো কখনো শূন্য হবে না। আর চাইলেই আপনি একটা নির্দিষ্ট দামের কমে তা বিক্রি করে দিতে পারবেন অথবা দাম বাড়ার সময়, কাঙ্খিত দাম না বাড়া পর্যন্ত তা ধরে রাখতে পারবেন। সুতরাং, দ্রুত বাড়লে কমলেই আপনার লাভ।
ফরেক্স মার্কেটের কম মুভমেন্টের জন্য যেহেতু নিজের টাকায় খুব বেশি লাভ করা সম্ভব না, তাই অধিকাংশ ট্রেডারই ফরেক্সে লিভারেজ ব্যবহার করে যার অপর নাম ঋণ অথবা লোন এবং যেটা সব ফরেক্স ব্রোকারই অফার করে। এর ফলে অল্প মার্কেট মুভমেন্টে আমাদের বেশি লস/লাভের সুযোগ তৈরি করে। (লসটা আগে লিখলাম কারন ফরেক্সে এই জিনিসটাই সবাই বেশি করে) । সুতরাং, আপনার ক্যাপিটাল যদি ১০০০ ডলার হয় আর আপনি যদি প্রতিদিন ০.৫০ পারসেন্ট মার্কেট মুভমেন্ট ধরতে পারেন, তাহলে আপনি শুধু নিজের টাকা দিয়ে ট্রেড করলে লাভ হবে ৪.৯-৫ ডলার । এটা খুবই কম । কেনোনা এভাবে আপনাকে প্রায় ২০০ ট্রেড উইন করতে হবে (লাভ থেকে সব লসিং ট্রেড বাদ দিয়ে ২০০ ট্রেড হতে হবে, উদাহরণস্বরূপ ৫০০ উইন, ৩০০ লসিং ট্রেড= ৮০০ ট্রেড) ব্যালেন্স দ্বিগুণ করার জন্য। আপনি যদি ১:১০ লিভারেজ ব্যবহার করেন(১০ গুন ঋণ), তাহলে একই ক্যাপিটাল এ আপনার প্রফিট হবে ৫০ ডলার। আপনি যদি মনে করেন, এটাও কম, তাহলে ১:১০০ লিভারেজ ব্যবহারে আপনার লাভ হবে ২০০ ডলার একই ট্রেডে। ২০০ ডলার প্রফিট শুধুমাত্র একটা ট্রেডে? তাও আবার মাত্র ১০০০ ডলারে? এর থেকে তো ১:১০০০ ব্যবহার করা ভালো । এক ট্রেডেই জিতলে কম্ম খতম। অ্যাকাউন্ট তিনগুন! এরকম লাভের কথা ভাবতে ভালই লাগে। তার আগে জেনে নিন dse তে শুধুমাত্র ১:২ লিভারেজ ব্যবহার করে লক্ষ লক্ষ বিনিয়োগকারী ফতুর হয়ে গেছে। আর আপনি নিতে চান ১ টাকা মূলধনে ১০০০ টাকা ঋণ? সইতে পারবেন তো? প্রায় প্রত্যেক ট্রেডারই এটা সইতে পারে না । যার ফলাফল, হার্ট অ্যাটাক মানে অ্যাকাউন্ট জিরো । অতিরিক্ত লিভারেজ ব্যবহার করা ৯৯ শতাংশ ট্রেডারের ফতুর হওয়ার একমাত্র কারন। ভেবে দেখুন, আপনি কি ট্রেডিং শিখেছেন বলে মনে করেন যে ১ টাকায় ১০০০ টাকা ঋণ নেয়ার সাহস করবেন?
তাহলে কতো লিভারেজ ব্যবহার করা ভালো? নির্ভর করে কত দ্রুত আপনি আপনার ব্যালান্স বৃদ্ধি করতে চান । বর্তমান প্রাইস(১.২২৭৮) এ eur/usd তে ০.০১ স্ট্যান্ডার্ড লটে(পার পিপস ১০ সেন্ট করে) একটা বাই ট্রেড দিতে আপনার লাগবে ১২২৭.৯৬ ডলার। পার ট্রেডে ৫০ পিপস লাভ করলে, লাভ হবে ৫ ডলার। অ্যাকাউন্ট দ্বিগুণ করতে লসিং ট্রেড থেকে ২৪০ উইনিং ট্রেড এরও বেশি প্রয়োজন হবে, দরকার হবে ১২,২৭০ পিপস। এভাবে ট্রেড করলে, আপনি কোনোদিন ফতুর হবেন না । (শর্ত প্রযোজ্যঃ এই প্রাইসেই কিনতে হবে। প্রাইস যত বাড়বে, তত বেশি ক্যাপিটাল লাগবে)। ফরেক্সে আর ফতুর হতে চান না? তাহলে একবার ১:১ লিভারেজ ব্যবহার করে দেখুন না কি হয়। যদিও এর জন্য কিছুটা বড় ক্যাপিটাল দরকার। ক্যাপিটাল মাঝারি হলে ১:১০, ক্যাপিটাল ছোট হলে ১:৫০, সর্বোচ্চ ১:১০০ ব্যবহার করতে পারেন।
যদি লিভারেজ নিয়ে জটিল হিসাবে যেতে না চান, সবসময় অ্যাকাউন্ট এর ১-৫% রিস্ক নিন প্রতিটি ট্রেডে । মানে, ১০০০ ডলার ক্যাপিটাল এ ১০-৫০ ডলার রিস্ক প্রতি ট্রেডে। ১-৩% যথেষ্ট নিরাপদ। তাহলে আর আপনাকে লিভারেজ নিয়ে চিন্তা করতে হবে না। এটাই নিশ্চিত করবে যে, আপনি কম লিভারেজ নিয়ে ট্রেড করছেন।
মনে রাখবেন, আমেরিকা বা লিভারেজ ছাড়া আমাদের চলবে না। আর তাই একে শত্রু না ভেবে নিরাপদ দূরত্বে থাকাই উত্তম। আর যদি প্রিয় বন্ধু ভেবে কাছে টানতে চান, তাহলেই…… ।
আমার মতে লিভারেজ কম ব্যবহার করায় সুবিধাজনক বলে মনে হয়, তবে এটার পরিমাণ যদি অনেক কম হয় তাহলে আপনি ফরেক্স থেকে একদিনে খুব বেশি লাভ করতে পারবেন না,তেমনি যদি লেবারেজ এর পরিমাণ বেশি হয় তাহলে যেমন ফরেক্স থেকে লাভ করার সম্ভাবনা বেশি থাকে তেমনী লস করার সম্ভাবনাও অনেক বেশি থাকে, তাই যারা ফরেক্স এর নতুন তাদের জন্য লিভারেজ কম ব্যবহার করাই সুবিধাজনক এতে করে লস হওয়ার সম্ভাবনা কম থাকবে।কিন্তু আপনার যদি ফরেক্স সম্পর্কে ভালো ধারণা ও জ্ঞান থাকে এবং আপনি যদি ফরেক্স ট্রেডিং অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে ১.১০০ থেকে ১.২০০ লিভারেজ ব্যাবহার করতে পারেন।
ফরেক্স মার্কেটে লিভারেজ খুবই গুরুত্বপুর্ন একটা বিষয়। আপনাকে অবশ্যই সঠিক ভাবে লিভারেজ ঠিক করে নিতে হবে। লিভারেজ জিনিসটা হলো কিছুটা লোন টাইপ। লিভারেজ কম হলে রিস্ক কম থাকে আবার লিভারেজ বেশি হলে লাভ বেশি হয়। তাই আমারফ মনে হয় লিভারেজ টা মাঝামাঝি পর্যায়ের হলে ভালো হয়। আমি ১ঃ৫০ লিভারেজ ব্যবহার করি। আমার মতে এটাই পার্ফেক্ট।
রিয়েল একাউন্টে আপনি যখন লিভারেজ নিবেন তখন যতটা সম্ভব সর্বোচ্চ লিভারেজ নেয়ার চেষ্টা করবেন । লিভারেজ নেয়াতে ঝুকির কিছু নাই । তবে ট্রেড করার সময় আপনাকে কম লটে ট্রেড করতে হবে যেন কোন ট্রেড আপনার বিপরীত এ গিয়ে আপনাকে ফতুর করে না দিতে পারে । আমরা যদি বেশি লিভারেজ দিয়ে ট্রেড করতে পারি তাহলে আমদের অল্প মার্জিন লাগবে ট্রেড করার জন্য আর লিভারেজ কম হলে বেশি মার্জিন লাগবে ট্রেড করার জন্য । তাই আপনি বেশি লিভারেজ নিবেন কিন্তু অল্প লটে ট্রেড করবেন ।
আমার মতো লিভারেজ একটু বেশী নেওয়া ভালো।১:১লিভারেজ হলে ভালো হয়।এতে রিস্ক কম থাকে ১:৫এর বেশী লিভারেজ না নেওয়া।এদের ক্যাপিটাল বেশী।আর যাদের ক্যাপিটাল কম তাই আমরা বেশী লিভারেজ নেই।বেশী নেওয়াও যুক্তি সংগত নয়।তবে১:১০০বা১:২০০ পযন্ত
ফরেক্স মার্কেটে লিভারেজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। লিভারেজ কিছুটা লোন সিস্টেম।যদিও লিভারেজ এর সুবিধা ও অসুবিধা দুটোই আছে।লিভারেজ কম নিলে রিস্ক কম থাকে আবার বেশি নিলে লাভ ও থাকে।
আমার মতে লিভারেজ ১:১ থেকে ১:৫ এর মধ্যে থাকা ভাল ।তবে লিভারেজ এর থেকে বেশি হলে মূলধনের ঝুঁকি থাকে। আর আমাদের মূলধনের পরিমান অনেক কম। তাই আমাদের এমন লিভারেজ নেয়া উচিৎ নয় যাতে মুলধন ঝুঁকির মূখে পরে।
আমার দৃষ্টিতে লেভারেজ হল অন্যতম ট্রেড সহায়ক ব্যালেন্স যদিও এটা মূল ব্যালেন্স না তথাপি লেভারেজ একজন ট্রেডার কে অধিক ট্রেড ধরতে সহায়তা করে থাকে। একজন ট্রেডার নিজের ইচ্ছা খুশিমতো লেভারেজ পছন্দ করতে পারে তবে অবশ্যই লেভারেজ নির্বাচন করার পূর্বে উক্ত ট্রেডার কে লেভারেজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জন করতে হবে। ফোরামের একাউন্ট অর্থাৎ ফোরামের ব্যালেন্স ব্যবহার করে ইন্সটাফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে সর্বোচ্চ লেভারেজ ১:৫০। এছাড়া নিজের বিনিয়োগকৃত ট্রেডিং একাউন্ট এ ট্রেডার তার ইচ্ছা খুশিমতো লেভারেজ নির্ধারণ করে নিতে পারবে এক এক জন ট্রেডার এক এক ধরনের লিভারেজ নির্বাচন করে থাকে তবে আমার কাছে মনে হয় যদি ট্রেডিং জ্ঞান অনেক ভাল থাকে তবে সে ক্ষেত্রে ১:৫০০ লেভারেজ ব্যবহার করে ট্রেড করলে অনেক বেশি ট্রেড যেমন ধরার সুযোগ পাওয়া যাবে পাশাপাশি অনেক ভাল প্রফিট লাভ করা সম্ভব হবে।
আপনার যদি নিজস্ব ডিপোজিট কৃত একাউন্ট হয়ে থাকে তাহলে আপনি আপনার ইচ্ছা মত লিভারেজ দিয়ে ট্রেড করতে পারবেন,কোন বাধা নেই,কিন্তু ফোরাম বোনাস কৃত ট্রেড একাউন্ট এর জন্য লিভারেজ এর নির্দিষ্টতা আছে,আপনি ফোরাম বোনাস ডলার দিয়ে ট্রেড করতে হলে আপনি ১:৫০ এর উপরে পারবেন না।
আমার জানা মতে ফোরাম রিলেটেড ট্রেডিং একাউন্ট এর জন্য ১ঃ৫০ লিভারেজ সর্বোচ্চ,এর উপর আপনি লিভারেজ ব্যবহার করতে পারবেন না,কিন্তু ব্যাক্তিগত একাউন্ট হলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী লিভারেজ দিতে পারবেন,তাই এটি একাউন্ট এর ধরন অনুযায়ী নির্ভর করে থাকে।
আসলে আমাদের ফরেক্স ট্রেডিং শিখা এবং ট্রেড করা এগুলোর জন্য ১:৫০ এটা আমাদের জন্য পারফেক্ট এর উপরে ঠিক হবে ণা বরং কম নিলে ভাল রিস্ক কম থাকবে ফরেক্স এমন একটি ট্রেডিং মার্কেট যেখানে আপনি খুব দ্রুত কিছু করতে চেষ্টা করবেন পরিনাম খুবই দরুহ তাই আমরা সকলে নিজের উদ্যেগে আস্তে আস্তে ট্রেডিং চালিয়ে যাব এক সময় আমরা উন্নতি করতে পারব।
লিভারেজ ব্যালেন্স অনুযায়ী হওয়া উচিত। বেশি ব্যালেন্স হলে বেশি লিভারেজ নেওয়া যেতে পারে তবে ব্যালেন্স যদি কম হয় যেমন ২০০ থেকে ৩০০ ডলার তখন লিভারেজ ১ঃ২০০ নেওয়াই ভালো। আর লিভারেজ যতই নেননা কেন যদি আপনি ট্রেডিং ঠিকভাবে করতে পারেন তাতে করে সমস্যা হওয়ার কথা নয়।
সবচেয়ে ভালো হবে যদি লিভারেজটা ১ঃ১০০ নেয়া হয় কারন এতে আপনি চাইলেওবখুব বেশি রিস্ক নিতে পারবেন। কারন লিভারেজ বেশি নিলে আপনার বেশি রিস্কও নিতে মনে চাইবে তখন লসে পড়তে সময় লাগবে না। তাই লিভারেজ কম নেয়াই ভালো হবে।
লিভারেজ মুলত আপনার ট্রেডিং দক্ষতা এবং ব্যালেন্সের উপর নির্ভর করবে। যদি ভালো দক্ষ হন এবং ব্যালেন্সটাও ভালো এমাউন্টের হয় তখন তাতে করে লিভারেজ বেশি নিতেই পারেন। আর যদি পুরোপুরি সেফলি ট্রেড করতে চান তখন লিভারেজ ১ঃ৫০ করে নিতে পারেন।
অভ্যন্তরীণ চিন্তাধারা প্রতিটি অনুষ্ঠানের জন্য উপভোগ হয়ে গেছে। এই সত্যের কারণে আমরা একবার পাপযুক্ত চিন্তায় আসি এবং আমাদের নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণহীন। এবং এই মুহুর্তে আমরা সকলেই একটি জিনিস ভুল করে রেখেছি। তবুও বিনিয়োগ এসি সতর্ক ক্যারিয়ার হতে পারে, কিছু সময়ে অতি ক্ষয়ক্ষতি হতে পারে massive সুতরাং মোট পরীক্ষা যার মধ্যে কেবল কোনও অভ্যন্তরীণ চিন্তাভাবনা সাধারণত বিনিয়োগের মধ্যে জড়িত না।
আমার প্রিয় বন্ধুরা, আপনি যদি বাণিজ্য করতে চান এবং আপনার ট্রেডিংয়ের অভিজ্ঞতা রয়েছে তবে আপনি পরিদর্শন করবেন এবং একটি লাভ করবেন। আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে আপনার কোনও ভয় থাকবে না এবং আমি মনে করি আপনি অনেক লাভ করবেন। সুতরাং আমা
লিভারেজ নিয়ে ব্যবসা করার যেমন সুবিধা আছে তেমন অসুবিধা আছে । বেশি লিভারেজ নিলে যেমন লাভ বেশি করা যায় তেমন লস ও বেশি হওয়ার সম্ভাবনা থাকে । তাই লিভারেজ ১ঃ১০০ থেকে ১ঃ২০০ তে থাকা উচিত ।