আমার মতে রোবট দিয়ে ট্রেড নেওয়া ঠিক না। কারন মেনুয়ালি অনেক ভালো ট্রেড করা যায়। জেহুত রোবট একটা সিস্টেম এ চলে তাতে আপনার অনেক সমিয় বেলেঞ্চ খালিও করে দিতে পারে। তবে যারা রোবট ড্রাইভে ভালো তারা রোবট এ প্রফিট বেরকরতে পারেন। রোবট ব্যবহার করতে হলে আপনার বেলেঞ্চ থাকতে হবে বেশি আর লাভ হবে কম।