ফরেক্স ট্রেড করার জন্য নিদিষ্ট কোন সময় নাই । যেটা প্রয়োজন সেটা হল দক্ষতা,ফরেক্স সম্পরকে ভাল দক্ষতা ,জ্ঞান না থাকলে কোন সময় আপনি ভাল করতে পারবেন না। তবে নিদিষ্ট কিছু সময় ট্রেড করলে ভাল করার সম্ভবনা থাকে,সেটা আমেরিকা ও লন্ডনের দুপুরের সময়।
Printable View
ফরেক্স ট্রেড করার জন্য নিদিষ্ট কোন সময় নাই । যেটা প্রয়োজন সেটা হল দক্ষতা,ফরেক্স সম্পরকে ভাল দক্ষতা ,জ্ঞান না থাকলে কোন সময় আপনি ভাল করতে পারবেন না। তবে নিদিষ্ট কিছু সময় ট্রেড করলে ভাল করার সম্ভবনা থাকে,সেটা আমেরিকা ও লন্ডনের দুপুরের সময়।
ফরেক্স মার্কেট সব সময় খোলা থাকে । তাই ফরেক্স ব্যবসা যে কোন সময়ে করা যায় । তবে প্রফিট করতে হলে আমাদের সব সময়ে সতর্ক থাকতে হয় । এই জন্য সকাল ৭ টার পর, দুপুর ২ টার পর ও সন্ধ্যা ৭ টার পর ট্রেডিং করা অনেক ভাল । কারন এই সময় গুলোতে পার্কেট অনেক নড়াচড়া করে । তাই খুব সহজে অনেক প্রফিট করা যায় ফরেক্স ব্যবসা থেকে ।
আমি মনে করি আপনি ট্রেড করবেন সে সময়টা হল বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্ষন্ত বালাদেশ টাইম। ট্রেড করতে কোন নিদিষ্ট সময় লাগে না। তবে অনেক অভিজ্ঞ জনের মতে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়টা ট্রেডিং এর জন্য খুব গুরত্তপুরন। কারন এই সময় মার্কেট বেশ গরম থাকে।
মুদ্রার মান যখন ধীর গতিতে চলে তখন ট্রেড করলে ভাল হয়। সন্ধ্যার পর থেকে রাত 12-01 টা পর্যন্ত মার্কেট এর ধীর গতি থাকে। তাই এই সময় ট্রেড করলে লাভ বেশি করা যায়।
ট্রেড যে কোনো সময় করা যাই। কিন্তু নিউজের সময় নিউজ বুঝে ট্রেড করাটাই ভাল বলে আমার মনে হয়। কারন ঐ সময় মাকেট উঠানামা করে বেশি।
আপনি ভাল ট্রেডার হলে যেকোন সময় ট্রেড করতে পারেন তবে মার্কেটের ট্রেন্ড বুঝে ট্রেড করতে পারলে অধিক পরিমান লাভ করা যায় । এই মর্কেটে শিখার কোন শেষ নাই আপনি যতই শিখবেন মনে হবে শিখার আর ও কিছু বাকী আছে । ভুল ট্রেড থেকে আমাদের শিক্ষা নিতে হবে একই ভুল দ্বিতীয়বার করা যাবে না যেকোন কিছু না বুঝলে ফোরামে প্রশ্ন করে ক্লিয়ার হব তাহলে আমরা ভাল ট্রেডার হতে পারব ।
আমি মনেকরি,,ফরেক্স এ ভাল সময় বলে কোনো কথা নেই।। ফরেক্সে দিন রাত ২৪ ঘন্টা ঈ ট্রেড করা যায়। ফরেক্স বাজারে আমরা যে কোনো সময় ট্রেড করতে পারি।। তবে ফরেক্সে এমন কিছু সময় আছে যখন ফরেক্স বাজার বেশ ভাল রকম ট্রেড করা যায়।
ফরেক্স সব সময়ই ভাল থাকে। আপনি কোন সময়তে ট্টেড করবেন তা আপনার উপর নির্ভর করে ফরেক্স এ ট্টেড করতে পারেন। তবে আমার মতে ফরেক্স এ কিছু কিছু সময় আছে যা আমি ধারনা করে ট্টেড করে থাকি তা হল, সকাল ৫টা হতে সকাল ১০টা ও বিকাল ৩টা হতে রাত ৯টা পর্যন্ত ফরেক্স মার্কেট অনেকটা উঠানামা করে থাকে।
ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে দিন রাত চব্বিশ ঘন্টা ট্রেড করা যায় । তবে দক্ষ ট্রেডার জগাখিচুড়ি ট্রেড কিংবা ইচ্ছামত সময়ে ট্রেড করেন না । তাদের প্রতিটা ট্রেডই হয়ে থাকে যথেষ্ট পরিকল্পনা মাফিক । ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হতে চাইলে অবশ্যই অনেক বেশি পরিমাণ নিজেকে দক্ষ ট্রেডারদের মত করে গড়ে তুলতে পারব ।
আমরা ট্রেড করলে ব্রোকার কি লাহবান হয়। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। এই সম্পর্কে আমার জানা নেই কেই জানলে আমাদেরকে সাথে শেয়ার করুন আমরাও জানতে পারব।
ব্রোকার হাউজ উভয়েই লাভবান হয়ে থাকি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি যদি খেয়াল করে থাকেন তা হলে দেখবেন আপনি আমি যখন ট্রেড করি সেই সময় ট্রেডের শুরুতেই কিছু লসে ট্রেড ওপেন হয় আর এটি হল ব্রোকার কমিশন যার কারনে লসে ট্রেড ওপেন হয়। আর এই ব্রোকার কমিশনকে আবার সিস্টেম কমিশন বলেও অভিহিত করা হয়ে থাকে।
যখন কোনো ট্রেডার লস খাবে তখন লস কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পারবে বলে আমার মনে হয় না তবে নিউজ সাইট পড়ে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা পাবেন। যা কাজে লাগিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড করার জন্য শুধুমাত্র নিউজ সাইটের উপর নির্ভরশীল হলে চলবে না নিজের বিচার ক্ষমতাও থাকতে হবে। গুলো ব্রোকার পাবে।আর আমরা যে ট্রেড ওপেন করি সেখানে কমিশনের কারণে প্রথমে ট্রেড লসে যায়। সেই কমিশন গুলো ব্রোকারে যাবে।
লাভবান হয়, আমরা লাভ করি বা লস করি।তাকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। দের কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ এই লাভ কে স্প্রেড বলে।যে ব্রোকারের স্প্রেড যত কম সেই ব্রোকার তত ভাল আমাদের জন্য,যেমন ইনস্টাফরেক্স।
প্রতিটি ট্রেড ওপেন হওয়ার সাথে সাথে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। স্প্রেডের মাধ্যমে ব্রকাররা তাদের লাভ নিয়ে নেয়। আর যেসব ব্রোকারে স্প্রেড সিস্টেম নেই সেসব ব্রোকার কমিশনের মাধ্যমে নিজেদের
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি
আমরা যারা ফরেক্সের সাথে সম্পৃক্ত আছি তারা সকলেই যানি যে ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টাই খোলা থাকে এর মধ্যে যেকোন সময়ই ট্রেড করা যায়। বিভিন্ন ট্রেডাররা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ট্রেড করে। এক একজন ট্রেডারের ট্রেডিং কৌশল এক একরকম। তবে আমরা দেখোছি দুপুরের পর থেকে রাত নয়টা পর্যন্ত মার্কেটের মুভমেন্ট বেশি থাকে। বেশিভাগ ট্রেডাররা এসময় ট্রেড করে থাকে।
ফরেক্স এ ট্রেড করার জন্য কোন নির্দিষ্ট সময় নেই। তবে হ্যা কিছু সময় আছে যে সমইয়গুলাতে মার্কেট মুভমেন্ট ভাল । এগুলাকে সেশন বলে। এরকম তিনটা সেশন হচ্ছে সিডনি সেশন, নিউইয়র্ক সেশন, লন্ডন সেশন। এই তিন সেশন চলা কালিন আপনি মার্কেট মুভমেন্ট ভাল পাবেন বলে আশারাখি।
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা যেকোন সময় ট্রেড করা যায় তবে আপনি মার্কেট পর্যবেক্ষন করে আপনিই বের করতে পারেন কোন সময়টা ট্রেডের জন্য অধিকতর শ্রেয় । আমি যেটা মনে করি যখন অবসর সময় পাওয়া যাবে তখনই ঠান্ডা মাথায় ট্রেড করা উচিত । সম্পূর্ন মনযোগ সহকারে ট্রেড করতে হবে অন্যথায় লসে পরতে হবে ।
ট্রেড করার ভালো সময় আমার মনে হয় সেটাই যেই মুহুর্তটা একজন অভিজ্ঞ ট্রেডারের জন্য সেরা সময় । একজন অভিজ্ঞ ট্রেডার জানে যে সে কোন ট্রেডিং সেশনে ট্রেড করবে । কারণ তার প্রত্যকটা বিশ্লেষণ ওই মানের হয়ে থাকে । ট্রেডিং করার মাধ্যমে অনেক বেশি পরিমাণে আয় করতে পারে এবং সে সময়টা সর্বোচ্চ পরিমাণে কাজে লাগাতে পারে । যে ট্রেডার যত বেশি পরিমাণে দক্ষতা অর্জন করবে সে ট্রেডার তত বেশি পরিমাণে এগিযে যেতে পারবে ।
ফরেক্স মার্কেট সপ্তাহে দিন রাত 24 ঘন্টাই খোলা থাকে। আপনি চাইলে যে কোন সময় ট্রেড ওপেন করতে পারেন। ট্রেড করার জন্য উপযুক্ত সময় বা ভাল সময় বলতে কোন কথা নেই। মার্কেট এ্যানালাইসিস করুন। মার্কেট এর মুভমেন্ট বুঝার চেস্টা করুন। যখন মার্কেট আপনার অনুকুলে থাকবে অর্থাৎ আপনার মনে হবে যে এখন ট্রেড করলে লাভ করা সম্ভাব তখনই ট্রেড করুন।
সপ্তাহে যে ৫ দিন ফরেক্স মার্কেট খোলা থাকে আপনি যে কনো সময় ফরেক্স মার্কেট কাজ করতে পারেন। তবে আমি বলব ২ টা ৩ টা পি এম থেকে ১০টা ১১টা পি এম পর্যন্ত ফরেক্স মার্কেট এ কাজ করা ভাল।
ফরেক্স মার্কেটে ট্রেড করার একটি নিদিষ্ট সময রয়েছে আর এটি কেবল মাত্র অনুমান করলে হবে না বরং আপনাকে ভাল ফরেক্স মার্কেট অ্যানালাইসিস করতে শিখতে হবে কারন আপনি যখন ভাল মার্কেট অ্যানালাইসিস জ্ঞান রপ্ত করতে পারবেন ঠিক তখনই আপনার পক্ষে ট্রেড করার পারফেক্ট সময় নির্নয় করা সম্ভাব হবে।
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টাই ওপেন থাকে।শুধু শনি ও রবি বারবন্ধ থাকে । তাই বলে কি আপনি ২৪ ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকবেন। অসম্ভব, তাই আপনাকে আপনার এবং মার্কেট মোবিং সুইটেবল সময় বেচে নিতে হবে। যেহেতে এটাকে পেশা হিসাবে নিবেন তাই নিয়মিত নির্ধারিত সময় ব্যায় করা প্রয়োজন।
ফরেক্স মার্কেট এ আপনি ২৪ গন্তা টেড করতে পারবেন কিন্তু এই ২৪ গন্তাা ফরেক্স মার্কেট ভাল মুভ করে না তাই আপনি সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত টেড করলে আপনি ভাল করবেন ফরেক্স মার্কেট এ আমি বড় বড় টেড আর কে দেখছি তারা ৮ থেকে ১০ গন্তাা ফরেক্স মার্কেট এ টেড করে তাই আপনি ফরেক্স মার্কেট এ ভাল করতে চাইলে আপনি এই টাইম এ টেড করতে পারেন ।
ফরেক্স মাকেট থেকে আপনি ২৪ ঘন্টা আয় করতে পারবেন যদি আপনি পরিশ্রম করে দক্ষতা অজন করতে পারেন | আমি মনে করি ফরেক্স মাকেট আয় করার সময় দুপুর ১২ থেকে ৩ টা আর সন্ধ্যা ৬ থেকে ৯ টা প্রজন্ত এ সময় মাকেটে বেশি উথা নামা করে আপনি আপনার পরিশ্রম দিয়ে এ সময় আয় করতে পারেন |
ফরেক্স মার্কেটে দিনের যেকোন সময় ট্রেড করা যায়। তবে ট্রেডারভেদে একেকজন একেকসময়ে ট্রেড করতে ভালোবাসে। সচরাচর যারা গতি এবং দ্রুতই প্রফিট করতে চায় তারা বাংলাদেশ সময় দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ট্রেড কররতে পছন্দপছন্দ করে কেননা এসময় মার্কেটের মুভমেন্ট অন্য সময়ের চাইতে অনেক ভালো থাকে।
আমরা জানি ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে । এই সময়ের মধ্যে যেকোনো সময়ই ট্রেড করা যায়। কারন সবসময়ই মার্কেটে মুভমেন্ট থাকে। তবে সবসময় মার্কেটে এক রকম মুভমেন্ট থাকে না। যে সময় মার্কেটে বেশি মুভ হয় সে সময়ই ট্রেড করা ভালো। আমার মতে দুপুর ২টা থেকে রাত ১০ টা ট্রেড করার জন্য খুবই উপযোগী সময়।
যে সময় কোন নিউজ না থাকে সেই সময়ই ফরেক্স ব্যবসা করার উপর্যুক্ত সময় । আমরা বেশী বেশী মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই অামরা লাভবান হতে পারব । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অঅশলঅ ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর বেশী বেশী এ্যানালাইসিস না করলে কখনোই সফলকাম হওয়া সম্ভব নয় ।
আসলে ট্রেডিং করতে গেলে ট্রেডিং টাইমটাকে নিজের সুবিধামত সাজিয়ে নিতে হয়। যেমন, কেউ যদি স্কেল্পিং পছন্দ করে তাহলে দিনের বেলা উপযুক্ত সময় কারণ এই সময় মার্কেট স্লো থাকে অর্থাৎ মার্কেট স্লোলি উঠানামা বা মুভমেন্ট করে। আর নতুন ট্রেডারদের জন্যও দিনের টাইম টা ভালো কারণ, মার্কেটের মুভমেন্ট স্লো থাকে। আড় রাতের বেলা বড় বড় নিউজগুলা আসে তাই অভিজ্ঞ ট্রেডার ছাড়া রাতে ট্রেড না করাই ভালো।
আমরা জানি ফরেক্স মার্কেটে আমরা সবাই আমাদের ইচ্ছা মত যেকোনো সময় আমাদের ট্রেড ওপেন করতে পারি । এর কোন বাদা নেই। একজন ভালো ট্রেডার উনি সব সময় মার্কেটিং অবস্থা বুঝে ট্রেড করে থাকেন তাই উনি এত বেশি ভালো সময়ের জন্য পথ চেয়ে বসে থাকেন না । তবে আমি মনে করি আমাদের দেশে সন্ধা ৭ থেকে রাত ১০ তা পর্যন্ত ট্রেড করলে ভালো ফল পাওয়া যায় । এ সময় মার্কেটের গতি ভালো থাকে।
বাংলাদেশি সময়ে দুপুর ২টা থেকে রাত ১০ টা পর্ষন্ত ট্রেড করা ভাল কারন এই সময় মার্কেটের গতি বেশি থাকে । তাই যতটা সম্ভব এই সময়ের মধ্যে ট্রেড করুন।
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে। এই সময় আপনি যেকোন সময় এ ট্রেড করতে পারবেন। তবে আমি বলব ফরেক্স মার্কেট এ তিনটা সেশন আছে। এই তিন টা সেশন এ ট্রেড করতে পারলে মোটামটি ভাল করা যাবে। আর নিউজ ট্রেডিং এর ক্ষেত্রে নিউজ পাবলিশ হওইয়ার ২০-৩০ মিনিট পর।
আমার মনে হয় ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় নেই। আপনি দিনের যে কোন সময়ই ট্রেড করতে পারেন। তাবে কারো কারো মতে আমেরিকা ও লন্ডন টাইম দুপুর ২টা থেকে রাত ১০টা পযন্ত ট্রেড করার জন্য ভাল সময়। তবে আমি মনে করি ট্রেড মুদ্রার মানের উঠানামা প্রতি লক্ষ্য রেখে ট্রেড উচিৎ।
আপনি ভূল বলেছেন -যে ২৪ ঘন্টা ট্রেড এর জন্য ভালো৷কখোনোই তা সঠিক না৷প্রত্যেক কারেন্সী পেয়ারের একটা সুনি্র্দিষ্ট সেশন রয়েছে৷অবশ্যই ঐ সেশন মোতাবেক আপনাকে ট্রেড করতে হবে যদি সঠিকভাবে প্রফিট করতে চান৷যেমন নিউইয়র্ক সেশনে usd পেয়ারে ট্রেড করবেন৷২৪ ঘন্টার মধ্যে ট্রেড করার সবচেয়ে ভালো সময় হলো সন্ধা ৬টা থেকে রাত ১১ টা পর্যন্ত৷এই সময়ে সর্বাধিক লেনদেন হয়৷
ফরেক্স মার্কেটের ট্রেড সকাল বেলায় করলেই ভালো হয় । অামরা বেশী করে ফরেক্স মার্কেটে সময় দেওয়ার চেষ্টা করব । অামরা বেশী করে ডেমোতে সময় দেওয়ার চেষ্টা করব । অামরা নিউজের সময় ট্রেড করব না তাহলেই অামরা বিপদে পড়ে যাব । অতএব বেশী করে দক্ষতা অর্জন করার চেষ্টা করব ।
ফরেক্স মার্কেট এ একটি আন্তজার্তিক মুদ্রা ব্যবসা। এই ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা আয় করা যায়। ফরেক্স মার্কেট এ কম আর বেশী সব সময় উঠানামা করে। ফরেক্স মার্কেট এ কখন এবং কোন সময়তে উঠানামা করে তা ধারনা করে বলাটা অনেকটা কঠিন। আমার মতে ফরেক্স মার্কেট এ বেশীর ভাগ সন্ধে ৬টা থেকে রাত ১২ মধ্যে অনেকটা উঠানামা করে।
আমি মনে করি 24 ঘন্টা ট্রেড এর জন্য ভাল যদি সে ট্রেডার নিউজ দেখে ট্রেড করে ও এনালাইসিস করে ট্রেড করে । আর যদি নিউজ না দেখে ট্রেড করা ও এনালাইসিস না করে ট্রেড করা হয় তাহলে কোন সময়ে ট্রেড করা ঠিন না কারন নিউজ না দেখে ট্রেড করা ও এনালাইসিস না করে ট্রেড করা মানেই নিজের এমাউন্ট লস করে বসে থাকা ।
ফরেক্স মার্কেটে ট্রেড করার কোন নির্দিস্ট টাইম নেই আপনি দিনে ২৪ ঘন্টা এই মার্কেটে কাজ করতে পারবেন কিন্তু আপনি লন্ডন এবং আমেরিকার সময় তথা দুপুর ২.৩০ টা হতে রাত ১১টা পয্রন্ত ট্টেড করতে পারেন তাহলে ভাল কেননা এসময় মার্কেটের গতি ভাল থাকে এই সময় মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেড করলে ভাল ইনকাম করার সম্ভাবনা থাকে । তাই একটি নির্দিস্ট টাইমে আমরা ট্রেড করবো । তাহলে আমরা লাভবান হতে পারবো ।
ছোট ছোট ট্রেড করার জন্য বিকাল এর দিক ভাল। কারন লন্ডন সেশোন এবং নিউইররক সেশ্অনে মার্কেট প্রচুর মুভ করতে থাকে। তখন আমরা ট্রেড নিয়ে মার্কেট থেকে দ্রুত প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারি। তাই যথা সময়ে ট্রেড করার বিক্লপ নেই।
ট্রেড করার জন্য কোন সুনির্দিষ্ট সময় দেয়া হয় নি। সুনির্দিষ্ট সময় হলে আমরা অনেকেই ফরেক্স করতে পারতাম না। কারন ফরেক্স মারেকেট ২৪ ঘন্টা খোলা থাকে। আর ২৪ ঘন্টাই আমরা ট্রেড করতে পারি না। শুধু প্রফিট এর আশায় ট্রেড করলে ফরেক্স কোন দিন ও সফল হওয়া সম্ভব নয়।