-
ফরেক্সে বিভিন্ন কারনে লস হয় তবে তার ভেতর একটা হলো ফরেক্সে লোভ করা । ফরেক্সে কোন প্রকার লোভ করা যাবে না কারন ফরেক্সে লোভ করার কোন স্থান নেই । ফরেক্সে লোভ করা হলে লাভের থেকে লস বেশি হয় । ফরেক্সে ট্রেড করার সময় অমনযোগী হওয়ার কারনেও ফরেক্সে লস হয় । ফরেক্সে ট্রেড করার সময় মাথা ঠান্ডা করে বুঝে ফরেক্স মার্কেটে ত্রেড করতে হবে তাহলে আর লসের সম্ভাবনা থাকবে না ।
-
ভাই ফরেক্স করি ফরেক্স থেকে আয় করব বলে ফরেক্স থেকে আয় করে নিজের জিবন কে নতুন করে সাজাব বলে আমার মতে ফরেক্স এর মাধ্যে তা সম্ভব |আমার মনে হয় ফরেক্স এ লস হবার মুল কারন হল দক্ষতা অভাব ফরেক্স মাকেটে অদক্ষতার কন স্থান নেই|
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এ লস হওয়ার অন্যতম কারন হচ্ছে ধোয্য হারিয়ে ফেলা । অনেক নতুন ট্রেডার ফরেক্স এ জয়েন্ট করেই লাভ করতে চায়। এজন্য তারা কিছু দিন ডেমো ট্রেডিং করার পর নিজেকে অনেক দক্ষ মনে করে রিয়াল ট্রেড শুরু করে। প্রথমে হয়তো কিছু লাভ করে কিন্তু পরবর্তীতে বড় ধরনের লস খায়।
-
ফরেক্স মার্কেট ট্রেডারগন লস করে একমাত্র অবিজ্ঞতা না থাকার কারনে এবং অতিরিক্ত লোভ থাকার কারনে ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারেনা।তাই আমার মতে প্রতিটি ট্রেডার এর উচিত প্রথমে নিজেরকে লোভ থেকে বিরত রাখা এবং অবিজ্ঞতা অর্জন করা কারন এখানে যেমন প্রফিট করা যায় আবার অল্প ভুলে আবার অনেক লস ও করতে পারেন।
-
হ্যা ভাই লোভ বড় ভয়ংকর জিনিস যা সবকিছু ধ্বংস করে দেয়।অনেকেই মনে করেন ফরেক্স খুবই সোজা যেকারনে ফরেক্স বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন না করেই ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসে।আবার অনেকে ভালোকরে মার্কেট এনালাইসিস না করেই বেশি লটে ট্রেড ওপেন করে যা লোভেরই বহিঃপ্রকাশ যেকারনে এসব ট্রেডাররা বেশিদিন ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না।তাই ফরেক্সে টিকে থাকতে হলে ধৈর্য্য নিয়ে ট্রেড করুন এবং লোভ পরিহার করুন।
-
ফরেক্স এ লসের প্রধান কারণ হলো ভাল ভাবে না শিখে ট্রেড করা। সাধারন প্রচলন আছে নতুনরা ৯০% লস করে। সত্য। তাই ফরেক্স সম্পর্কে ভাল ধারনা ও অভিজ্ঞা নিয়ে ফরেক্স করা উচিত।
-
ফরেক্সে লসের কারন হতে পারে ভিন্ন ভিন্ন। তবে লসের পরিসংখ্যান যদি হিসাব করে দেখেন তবে দেখতে পাবেন অধিকাংশ লসের জন্যই ট্রেডারের ভুল ট্রেডিং কেৌশল দ্বায়ী আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ফরেক্সের উপর ভাসাভাসা ধারনা নিয়ে ট্রেড করতে বসে লসের মুখে পরে ব্যালেন্স জিরো করে ফেলেছে। লসের আর ও একটা কারন রয়েছে আর তা হল মানিম্যানেজমেন্ট না করে ট্রেড করা।
-
ফরেক্স মার্কেটে লাভ লস দুইটি হওয়া সম্বভ কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে মনে হয় অনেক সহজ কিন্তু যখন রিয়াল মার্কেটে সফলকা পাওয়া অনেক কঠিন আর সেই সফলতা পেতে অনেক সময় লেগে যায়। আমাদের কে ধৈর্য ধরে ট্রেড করতে হবে।ধৈর্য হারা হয়ে ট্রেড করার কারনে আমরা লস করি।
-
ফরেক্স মার্কেটে লস হওয়ার প্রথম কারন হল, ফরেক্স বিষয়ে না জানা। দ্বিতীয় কারন মানি ম্যানেজমেন্ট না ফলো করা, তৃতীয় কারন হল, অতিরিক্ত লোভ বা বড় লটে ট্রেড ওপেন করা। এছাড়াও আরও অনেক কারন আছে যা ফরেক্স মার্কেটে লস করার জন্য কারন। উপরোক্ত নিয়মগুলো না মানলে ফরেক্সে লস অবসম্ভাবি।
-
বিভিন্ন কারণের জন্য ফরেক্স মার্কেটে লস হয় । তার মধ্যে কয়েকটি কারণ নিম্নে দেওয়া হল :
(১) লোভের কারণে ।
(২) ধৈর্য্য না থাকার কারণে
(৩) মার্কেট এ্যানালাইসিস না করার কারণে ।
(৪) লিভারেজের বেশী বাড়ানোর কারণে ।
-
ফরেক্স মার্কেটের লসের বিভিন্ন কারন থাকতে পারে।মার্কেট সম্পর্কে অভিজ্ঞতার অভাব।ডেমো একাউন্টে আন্দাজে ট্রেড করে লাভ করে ফেললে সে মনে করে হয়ত সে র*্যেল একাউন্ট থেকে অনেক লাভ করতে পারবে।কিন্তু মার্কেটে টাকা খাটানোর পর তার ট্রেডের পর লসের পরিমান বেড়ে যাই।
-
ফরেক্স মার্কেটে আমাদের বেশির ভাগ সময় লস হয় কারন আমারা ফরেক্স মার্কেটের মুভমেট না বুঝে ট্রেডিং করে থাকি আমরা বেশির ভাগ ট্রেডার ট্রেডিং করি মার্কেটের বিপরীতে তাই আমাদের বেশি লস হয়ে যায় তাই আমাদের ফরেক্স মার্কেট হতে বেশি লাভ করতে পারিনা,ফরেক্স মার্কেট হতে ভাল ইনকাম করতে হলে মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেডিং করতে হবে।
-
ফরেক্সে লস হওয়ার অনেক কারণ আছে । তার অন্যতম কারণ হল ফরেক্সে আমরা এখনো আমাদের উইক পয়েন্টগুলোতে জোর *দিতে পারি নি । ফরেক্সে ট্রেড করে লাভবান হতে হলে অবশ্যই আমাদের অনেক বেশি পরিমাণে নিজেদেরকে অভিজ্ঞ ও দক্ষ করে গড়ে তোলার কোন বিকল্প নেই । দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমেই একমাত্র লস এড়াতে পারব ।
-
আমি মনে করি ফরেক্সে লস হওয়ার কারন হল তাড়াহুড়া ক্রে ট্রেড ক্রা । আমরা ফরেক্স এ যোগ দিয়েই লাভের আশাই ট্রেড না শিখে ট্রেড ওপেন করি ফলে আমরা ফরেক্স এ লস করে নিজেদের মুল্ধন হারিয়ে ফেলি ।
-
ফরেক্স এ লস করার অন্যতম কারন হল লোভ করা । অনেক নতুন ট্রেডার আছে যারা ফরেক্স এ এসে লাভ করার জন্য বাস্ত হয়ে পরে । তারা ট্রেড না শিখে ফরেক্স এ ট্রেড ওপেন করে বসে ।তারা ফরেক্স এ নতুন হওয়ার কারনে লস করে বসে । অধিকাংশ নতুন ট্রেডার তাদের অ্যাকাউন্ট জিরো করে ফেলে নিজেদের লোভ সামলাতে না পেরে ।
-
ধরুন আপনি একটি ট্রেড ওপেন করলেন বাইয়ে এখন মাকের্ট যদি আপনার ট্রেডের প্রতিকূলে চলে যায় অর্থাত মার্কেট যদি নিচের দিকে নামতে থাকে তা হলে সেক্ষেত্রে আপনার লস হবে।আসলে ফরেক্স মার্কেটে যারা ট্রেড করেন তাদের মধ্যে কিছু সংখ্রক এমন ট্রেডার রয়েছেন যাদের ট্রেডিং বিষয়ে তেমন কোন জ্ঞান নেই আর তারাই বেশিভাগ ক্ষেত্রে লস করে থাকেন।
-
ফরেক্স মার্কেটে লস হবার বড় কারন হলো মানি ম্যানেজম্যান্ট না মানা। অল্প পুঁজিতে অনেক মুনাফার আশায় বড় লটে ট্রেড ওপেন করার ফলে একাউন্ট জিরো হয়ে যায়। ইহা জুয়া খেলার সমতূল্য। আর যারা ফরেক্সকে ব্যবসা হিসেবে নিয়েছে তারা স্বাভাবিক লাভের প্রত্যাশা করে, মানি ম্যানেজমেন্ট মেনে চলে।
-
মার্কেটের অবস্থা বুঝে আমরা ট্রেড করতে পারিনা তাই লস হয়। যেমন ধরুন কোন একটি পেয়ার নিচে নামছে। আমাদের তাহলে সেল দিতে হবে। আর প্রাইস উপরের দিকে উঠতে থাকলে। বাই দিতে হবে। তাহলে এভাবে ট্রেড করতে পারলে আমাদের লাভ হবে। এর বিপরিত কাজ করলে আমাদের লস হবে।
-
ফরেক্স এ লস হওয়ার প্রধান কারন গুলোর হল ফরেক্স সর্ম্পকে ভাল ভাবে না জানা । লোভ করা । বেশি লাভের আশায় ওভার ভলিউমে ট্রেড করা । মানি মেনেজমেন্ট না মানা ফরেক্স কে টাকার মেশিন মনে করা । আবার অনেকে একদিনে কোটি পতি হবার চিন্তা করে ট্রেড করে একাউন্ট জিরো করে লস করে ।
-
ফরেক্স ভালো জ্ঞান লাভ করে কাজ শুরু করলে লাভ অবশ্যই হবে । বেশি করে ফরেক্স জ্ঞান লাভ করতে হবে । ফরেক্স মার্কেটে লস হওয়া অন্যতম কারন হলো ফরেক্স সম্পর্কে ভালো না জানা । ভালো আয় করতে অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনার কিছু ভুল জন্য লস হয় । অামরা বেশি করে ফরেক্স মার্কেটে কাজ করার চেষ্টা করব ।
-
আমি যখন ফরেক্স ট্রেড শুরু করি তখন শুধু আমি লস করতাম। কিন্তু কেন আমি লস করতাম সেটা জানতাম না। তারপর আমি বিভিন্ন জায়াগায় বিভিন্ন সাইট এ যেয়ে ফরেক্স বিষিয়ে স্টাডি শুরু করলাম। স্টাডী করে এখন আমি আগের চেয়ে অনেক লস কম করি।
-
প্রাথমিক দিকে অধিকাংশ নতুন ট্রেডার ফরেক্সে লসের শীকার হয়, এর পেছনে বেশ কিছু কারনও আছে:
১. আবেগবশত ট্রেড ওপেন করা কিংবা ক্লোজ করা
২. ফরেক্স জ্ঞান সল্পতা
৩. অন্যের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা
৪. অতি দ্রুত বেশি আয়ের চিন্তা
৫. মানি ম্যানেজমেন্ট এর অভাব
৬. মাত্রাতিরিক্ত লেভারেজ গ্রহন করে এলোমেলো ট্রেড করা।
-
ফরেক্স মার্কেটে লস হওয়ার কিছু নির্ভরযোগ্য কারণ আছে আর সেগুলো হচ্ছে অধিকাংশ ট্রেডার মার্কেটে প্রবেশ করে আবেগ হারা হয়ে যায়। যার ফলে ট্রেডাররা আবেগবশত হয়ে অধিক ট্রেড ওপেন করে এমনকি আবার ক্লোজও করে থাকে যা লসকে আরও প্রফুল্ল করে তোলে। আবার অন্যের উপর নির্ভরশীল হয়ে উঠে এমনকি দ্রুত আয়ের চিন্তাও করে থাকে আর জ্ঞানের স্বল্পতার কারণে ফরেক্স মার্কেটৈ বেশির ভাগ ট্রেডার লস করে থাকে।
-
ফরেক্স মার্কেটে আমাদের বেশির ভাগ সময় লস হয় কারন আমারা ফরেক্স মার্কেটের মুভমেট না বুঝে ট্রেডিং করে থাকি আমরা বেশির ভাগ ট্রেডার ট্রেডিং করি মার্কেটের বিপরীতে তাই আমাদের বেশি লস হয়ে যায় তাই আমাদের ফরেক্স মার্কেট হতে বেশি লাভ করতে পারিনা,ফরেক্স মার্কেট হতে ভাল ইনকাম করতে হলে মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেডিং করতে হবে।
-
যারা ফরেক্স মার্কেটে একদম নতুন এসেছেন তারা লোভে পড়ে বেশী লাভের আশায় পাগলের মতো প্রচুর উল্টাপাল্টা ওভারট্রেড করতে শুরু করে দেন৷অথচ এই ফরেক্স ব্যাবসায় অত্যন্ত ধীরে ধীরে সঠিক ভাবে এনালাইসিস করে ট্রেড করতে হয়-তা কিন্তু নতুন ট্রেডারগণ সত্যিই প্রথম দিকে কিছুই বুঝতে পারে না৷তারা মার্কেট সেন্টিমেন্ট বুঝতে পারেনা৷তাদের সঠিক কোনোও ট্রেডিং স্ট্র্যাটেজী নাই,তারা জানেনা কীভাবে টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হয়৷তারা সঠিকভাবে মানি মেনেজমেন্ট ফলো করে ট্রেড করতে পারেনা৷
-
যারা এই মার্কেটে একদম নতুন মার্কেট সম্পর্কে তেমন একটা অভিজ্ঞ না তারা সাধারণত বেশির ভাগ এত বড় মার্কেটে এসে লোভে পড়ে বেশি লাভের আশায় উল্টাপাল্টা করে ওভার ট্রেড শুরু করে দেয় ফলে তারা লস খেয়ে থাকে। অথচ আমি মনে করি এই ব্যবসাটি অত্যন্ত ধীরে ধীরে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হয়। কিন্তু নতুন ট্রেডারগণ এই সব কিছু না করেই মাথা গরম করে ট্রেড শুরু করে দেয়। এবং সঠিকভাবে ট্রেড না করে, সঠিক স্ট্যটেজি সম্পর্কে না জেনে ও টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এর মত বিষয়গুলো এনালাইসিস করতে পারে না বিধায় বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে থাকে।
-
ফরেক্স আসলে একটা লাভজনক এবং ঝুকিপূর্ন। কিছু মানুষ আছে অল্প সময়ে অনেক টাকা আয় করবে সে আশায় ফরেক্স করে কিন্ত দেখা যে, ফরেক্স আসলে সহজ বিষয় নয় যে, যেটাতে অল্পকিছু দিন শিখলে ব্যস হয়ে গেল তারপর শুধু লাভ আর লাভ। কিন্ত বাস্তবে দেখা যায় যে, ৯০ ভাগ মানুষ যা চিন্তা আসে তা কিছু হয় না। আপনাকে সব সময় মনে রাখতে হবে সঠিক জ্ঞান এবং মার্কেট এনালিসিস না থাকলে ফরেক্স থেকে আপনি কিছু আশা করতে পারবেন না, শুধ লস ছাড়া। সুতরাং আগে শিখুন।
-
ফরেক্স মার্কেট এ লস হয় কারন ভাল করে ট্রেড করা না সিখে ট্রেড করলে ফরেক্স মার্কেট এ লস হয় আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করা ভাল করে সিখে ট্রেড করেন তাহলে দেখবেন আপনি ফরেক্স মার্কেট এ লাভ করবেন বেশি আর লস করবেন কম তাই আল্প ডিপোজিট করে ফরেক্স মার্কেট এ ট্রেড সিখে তারপর বড় ডিপোজিট করা উচিত ফরেক্স মার্কেট এ
-
অনেক কারন রয়েছে সেগুলো হল ভুল জায়গায় ট্রেড নেয়া, এনাল্যাইসিস ভালভাবে না করা, দক্ষতার অভাব, ভাল অভিজ্ঞতা না থাকার কারনে । এছাড়াও আমাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারেই নতুন এই ব্যবসা সম্পর্কে যাদের মনে করেন ভাল ধারনা নেই তারাও কিন্তু এখানে লস খাচ্ছেন । এছাড়াও অতিরিক্ত লোভ এটাও আমাদের জন্য একটা বিশাল বড় লসের কারন হয়ে দাঁড়ায় ইত্যাদি, এছাড়াও আরও অনেক কারন রয়েছে যেগুলো আমাদেরকে লসের দিকে বয়ে নিয়ে যায় ।
-
আমরা বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে থাকি নিজেদের ভুলের কারণে। কারণ আমরা সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে পারি না, মানি ম্যনেজমেন্ট সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন না করেই ফরেক্স মার্কেটে ট্রেডিং কৌশল পরিচালনা করতে আসি, মার্কেটের টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে কোন জ্ঞান অর্জন না করে ট্রেড করতে থাকি, তারপর অভিরিক্ত লোভ এবং ধৈর্য্য হারা হওয়ার ফলে ফরেক্স মার্কেটে আমরা লস করে থাকি।
-
আমি যখন ফরেক্স ট্রেড শুরু করি তখন শুধু আমি লস করতাম। কিন্তু কেন আমি লস করতাম সেটা জানতাম না। তারপর আমি বিভিন্ন জায়াগায় বিভিন্ন সাইট এ যেয়ে ফরেক্স বিষিয়ে স্টাডি শুরু করলাম। স্টাডী করে এখন আমি আগের চেয়ে অনেক লস কম করি।
-
আসলে ফরেক্স মার্কেটে ট্রেডারদের লসের বিভিন্ন কারন রয়েছে, কেউ মনে করেন যে অনেক ইমোশোনাল এবং লোভী, কারও দেখবেন যে দক্ষতা কিংবা অভিজ্ঞতার অভাব তাই, আবার কাউকে দেখবেন যে সঠিক পজিশনে তার ট্রেডগুলোকে ধরতে পারছেন না, আবার এমন অনেক টেডার আছেন যারা মনে করেন কোন রকম এ্যানালাইসিস ছাড়াই তাদের ট্রেডগুলো নিয়ে ধরা খাচ্ছেন, অনেকে মার্কেটের সেন্টিমেন্ট বোঝেন না বা মার্কেটের সাইকোলোজি সম্পর্কে কোন ধারনা নেই তাদের এরকম আরও অনেক কারন রয়েছে ফরেক্স মার্কেটে লস হওয়ার।
-
যে কোন বাজারে বিনিয়োগ করলে, লাভ বা লস হতে পারে। কোন মুদ্রার ক্ষেত্রেও তাই। আমরা যখন ফরেক্স মার্কেটে কোন মুদ্রা কেনা-বেচা করি তখন সেই মুদ্রার দাম বারলে (কিনে থাকলে) লাভ হয় আর সেই মুদ্রার দাম কমলে লস হয়। বিষয়টা নির্ভর করে দাম বাড়া বা কমার উপর। ধরি টাকা বিক্রি করে আমেরিকান ডলার কিনলাম। কিছুদিন পরে ডলারের দাম কমে গেল। তাহলে লস হবে। আর যদি দাম বারত তাহলে লাভ হত।
-
আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো ফরেক্সে লসের কারন হতে পারে ভিন্ন ভিন্ন। তবে লসের পরিসংখ্যান যদি হিসাব করে দেখেন তবে দেখতে পাবেন অধিকাংশ লসের জন্যই ট্রেডারের ভুল ট্রেডিং কেৌশল দ্বায়ী আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ফরেক্সের উপর ভাসাভাসা ধারনা নিয়ে ট্রেড করতে বসে লসের মুখে পরে ব্যালেন্স জিরো করে ফেলেছে। লসের আর ও একটা কারন রয়েছে আর তা হল মানিম্যানেজমেন্ট না করে ট্রেড করা।
-
ফরেক্স মাকে'ট একটি অন লাইন ব্যাবসা। এই মাকে'টে বুঝার অনেক কিছু আছে।ফরেক্স মাকে'টে নাবুঝে ট্রেড করলে এখানে লস হয়। ফরেক্স ট্রেড করতে হলে অভিঙ্গতার কোন বিকল্প ব্যাবস্থা নাই। আর এখানে বোঝার এক মাত্র যায়গা হল ডেমো ট্রেড করা। যে যত বেশী ডেমো ট্রেড করবে তার অভিঙ্গতা তত বেশী হবে এবং লসের যায়গা টাও কমে আসবে
-
ফরেক্স মার্কেটে লস হওয়ার অন্যতম কারণ হল লোভ। কারণ অনেক ট্রেডাররা মনে করে তাড়াতাড়ি অধিক টাকা আয় করতে পারবে। তাই তারা অনেক লট দিয়ে বসে থাকে। আর এই লট বেশি দেওয়ার কারণে তারা লস করে থাকে। কারণ লট বেশি দিলে লাভও বেশি হয় আবার লসও বেশি হয়।
-
ফরেক্স মার্কেটে লস হয় এই লস হওয়ার করন হল মানুষ ফরেক্স মার্কেটে এসে লোভ করে বেসিরভাগ ট্রেডার আর লভের কারনে বেসিরভাগ ট্রেডার লস করে মনে করে আমি এক ট্রেডে কটিপতি হয়ে জাব কিতু সেটা সম্ভব না তাও বেসিভাগ ট্রেডার করে থাকে আর এই কারনে লস করে।
-
বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে আসার পর নিজের লোভকে নিয়ন্ত্রণে রাখতে পারে না বলেই নবাগত অবস্থায় ফরেক্স মার্কেট থেকে ঝড়ে পড়ে যেতে বাধ্য হয়। এজন্য আমি মনে করি প্রত্যক নবাগত ট্রেডার যদি ডেমো ট্রেড দ্বারা এই মার্কেট সম্পর্কে জানার ও বুঝার চেষ্টা করে তাহলে নবাগত অবস্থায় থেকেও কোন ট্রেডে তেমন একটা লস করবে না বরং বেশির ভাগ ট্রেডার তখন হইতে লাভবান হতে পারবে বলে আমার বিশ্বাস।
-
ফরেক্স মার্কেটে লস করার মূল কারণ হল ফরেক্স মার্কেট সম্পর্কে আমাদের অজ্ঞতা এছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় আমরা ভালো করে মার্কেট এনালাইসিস করি না এছাড়া আমাদের সব থেকে লসের বড় কারণ হল ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় আমদের লোভ যে তা আমরা কন্ট্রোল করতে পারি না এর জন্য আমরা ফরেক্স মার্কেটে সাধারনত লস করে থাকি
-
আমরা জানি ফরেক্স মার্কেটে এককথায় ফান্ডামেন্টাল এনালাইসিস হল অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থা বিশ্লেষণে ভবিষ্যৎ কারেন্সি প্রাইস ভেলু নির্ধারণ বা অনুধাবন করার একটি পক্রিয়াএককথায় ফান্ডামেন্টাল এনালাইসিস হল অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থা বিশ্লেষণে ভবিষ্যৎ কারেন্সি প্রাইস ভেলু নির্ধারণ বা অনুধাবন করার একটি পক্রিয়াবিনিয়োগ করতে হলে আপনার ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে দক্ষতা থাকতে হবে।বিনিয়োগ করতে হলে আপনার ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে দক্ষতা থাকতে হবে।বিনিয়োগ করতে হলে আপনার ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে দক্ষতা থাকতে হবে।বিনিয়োগ করতে হলে আপনার ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে দক্ষতা থাকতে হবে।