আপনার বন্ধু যে সময়ে ১০০ পিপস অর্জন করে ঠিক একই সময়ে আপনি মাত্র কয়েক পিপস মেইক করেন, পার্থক্যটা কি? পার্থক্যটা হল অভিজ্ঞতা,আপনার বন্ধু গত ৫ বছর ধরে ট্রেড করে আর আপনি সেই কয়েকদিন হল শুরু করেছেন,
Printable View
আপনার বন্ধু যে সময়ে ১০০ পিপস অর্জন করে ঠিক একই সময়ে আপনি মাত্র কয়েক পিপস মেইক করেন, পার্থক্যটা কি? পার্থক্যটা হল অভিজ্ঞতা,আপনার বন্ধু গত ৫ বছর ধরে ট্রেড করে আর আপনি সেই কয়েকদিন হল শুরু করেছেন,
শিখার শুরুতে অনেকে প্রথমেই খুজে বেড়ান এক্সপার্টদের, ভাবেন একজন এক্সপার্ট এর ছায়া পেলে বুঝি অল্প সময়ে আপনিও এক্সপার্ট হয়ে উঠবেন, বিষয়টা পুরোপুরি অস্বীকার করছি না,তবে এক্সপার্ট হওয়ার সুপ্ত বাসনায় আপনার এক্সপার্ট হওয়ার পথে একধাপ,
দিনে দিনে আপনার স্বাভাবিক শিখার ফলাফলই হচ্ছে এক্সপার্ট এর আরেক রুপ। কারন অভিজ্ঞতার আলোকেই এক্সপার্ট হওয়া যায় তাই নিজ অভিজ্ঞতা গুনে আপনার স্বপ্ন সফল করুন,এক্সপার্ট এর অভিজ্ঞতা তার সম্পূর্ণ নিজের আপনি যতক্ষণ পর্যন্ত নিজে ঐ পথ পাড়ি দিবেন না ততক্ষণ পর্যন্ত তা কেবল আপনার স্বপ্নই থেকে যাবে,
অন্ধের মত আরেকজনকে ফলো করা আপনাকে অন্ধই করে তুলবে,আপনার লক্ষ্য হল একজন সফল ট্রেডার হওয়া তাই এনালাইসিস মেথডগুলো ভালো ভাবে রপ্ত করে নিজেই নিজের ট্রেড এনালাইসিস করুন,নিজের আনালাইসিসে ট্রেড করতে সমর্থ হলে আপনার এনালাইসিসই আপনাকে প্রফেশনাল ট্রেডার করে তুলবে,
স্ব – ঘোষিত কোন গুরুকে অন্ধের মত ফলো করলে গুরু যখন তার টিপস প্রদান বন্ধ করে দিবে তখন আপনি কিভাবে ট্রেড করবেন,তাই নিজেই নিজের গুরু হুউন,
ফরেক্স থেকে কোটিপতি সম্ভব । যাদের ধৈর্য্য ধারন করার মত ক্ষমতা রয়েছে শুধু তাদের দ্বারাই এই ফরেক্স ব্যবসা করে কোটিপতি হওয়া সম্ভব । এছাড়াও কোটিপতি হতে হলে অবশ্যই ফরেক্স সর্ম্পকে ভালো জ্ঞান , দক্ষতা , অভিজ্ঞতা এবং কৌশলের প্রয়োজন । এই জিনিসগুলো কোন ব্যক্তির মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই সে কোটিপতি হতে পারবে ।
আমার যতটুকু জানা যে বেশিরভাগ ট্রেডার লস খেয়ে এই মার্কেট ছেড়ে চলে গেছে। আর কোটিপতি হবার মত শ্রম কেও দিতে চাইনা।ফরেক্স থেকে কটিপতি হতে গেলে আপনাকে অনেক ভাল ট্রেডার হতে হবে। এটা সম্ভব। কিন্তু এটার জন্য অনেক অজ্ঞিগতা লাগবে। সময়ি দিতে হবে অনেক। প্রফিট করতে হলে সেরকম যোগ্যতা লাগবে। ভাল একটা প্লান লাগবে ফরেক্সে ভাল আয় করতে হলে।
ফরেক্স ট্রেডিং করে কোটিপতি হওয়া সম্ভাব তবে তার জন্য অনেক সময় প্রয়োজন আর তার জন্য দরকার ধৈয্যশক্তি। ফরেক্সে সব সময় যে আপনার একই রকম সময় যাবে এটি ভাবা কিন্তু ঠিক নয় কখন্*ও আপনি ভাল প্রফিট করবেন আবার কখনও দেকা যাবে আপনি সামান্য প্রফিট করবেন তাই বলে আপনাকে ধৈয্য হারালে চলবে না।
ভাই কোটি পতি হওয়ার জন্য ফরেক্স না । কোটিপতি কেবল স্বপ্নেই সম্ভব । ফরেক্স একটি জঠিল ব্যবসায় । ফরেক্স মার্কেটে ঠিকে থাকা খুবই কষ্টকর একটি ব্যাপার । শতকরা ৯৫ জন ট্রেডারই ফরেক্স মার্কেটে লস করে থাকে । মার্কেট থেকে নিয়মিত আয় করতে হলে আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে ।
ফরেক্স করে কোটিপতি কোনা আরো বেশি পতি হওয়াও সম্ভব । তার থেকে আরও বেশি সহজ রাতারাতি ফকির হওয়া । ফরেক্স থেকে ভালো করতে হলে প্রচুর শ্রম দিতে হবে । লস করে শিখতে হবে ফরেক্স কাকে বলে । যে যতো বেশি লস করেছে সে ততবেশি ভালো ফরেকই পারে ।
ফরেক্স করে কোটিপতি হওয়া যায় । তবে তা একদিনে কিংবা খুব অল্প সময়ে সম্ভব না । আমি বিশ্বের বড় বড় ফরেক্স টেডারের ট্রেডিং জীবনী সম্পর্কে পড়ে বা বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্যদি দ্বারা জানতে পারি যে তাদের কাছে কোটি কোটি কামানো ফরেক্স হতে কোন ব্যাপারই ছিলনা । তবে তাদের ট্রেডিং জীবনী এর বিপরীতও অনেক কিছু দেখা যায় । যেমন তারা একদিনেও অনেক টাকা লস করত । কিন্ত সবকিছু বিবেচনায় লাভের পরিমাণটা ভালই থাকবে যদি একজন ট্রেডারের ফরেক্স জ্ঞান ও অভিজ্ঞতা ভাল থাকে ।
কেন সম্ভব নয়, তবে এটার উপর অনেক কিছু নির্ভর করে, ফরেক্স করে আপনি কোটিপতি ও হতে পারবেন আবার আপন্বি আপনার সকল টাকা পয়সা ও হারিয়ে ফেলতে পারেন. এর সবকিছুর মূলে নির্ভর করে আপনি ট্রেডিং এ কেমন, আপনাকে ইনভেস্ট তা অবশ ভালো থাকতে হবে, যদি ইনভেস্ট এর পরিমান কম থাকে তাহলে বড় ট্রেড না নেয়ার কারণ এত প্রফিট সম্ভব হবে না.
হা অবশ্যই ব্যবসাহিরা খুব সহজেই ফরেক্স ব্যবসার মাধ্যমে কোটিপতি হতে পারে। যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি ফরেক্স ব্যবসায় সফল হবে এবং তার ইনকামো বেশি হবে। খুব সহজেই বলতে আপনি যিদি ফরেক্স ব্যবসার মুল্মন্ত্র জানেন তবে আপনার পক্ষে ফরেক্স মাত্রকেটে ট্রেড করে সফল হয়ে আপনি একজন কোটি পতি হইতে পারবেন।
আমার এই সম্পর্কে তেমন কোন ধারনা নাই। ফরেক্স থেকে কোটিপতি হতে কয়জন পারে ভাই? আমার যতটুকু জানা যে বেশিরভাগ ট্রেডার লস খেয়ে এই মার্কেট ছেড়ে চলে গেছে। আর কোটিপতি হবার মত শ্রম কেও দিতে চাইনা। আসলে আজকাল সবাই চাই অল্প সময়ে অনেক অনেক টাকার মালিক হতে। অল্প সময়েই যদি কোটিপতি হতাম তাহলেত আর আজকের ইন্টারনেট বিল এর জন্য চিন্তা করা লাগত না।
ফরেক্স করে কোটিপতি হওয়া সম্ভব আবার ফকির হওয়াও সম্ভব। আপনি যদি ফরেক্স সম্পর্কে কিছু না বুঝে কাজ করেন তাহলে ত ফকির হতে টাইম লাগবে না। আপনি যদি ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন তাহলে ফরেক্স থেকে ভালো আয় করতে পারেন আর ট্রেড করা সম্পর্কে যদি পুরোপুরি দক্ষতা অর্জন করতে পারেন তাহলে হইত কোটিপতি হতে পারেন।
ফরেক্স মার্কেট থেকেও কোটিপতি হওয়া সম্ভব। সে জন্য ফরেক্স সম্পর্কে অনেক জানতে হবে। প্রতিটি ট্রেড এমনভাবে করতে হবে যাতে প্রতিটি ট্রেড থেকেই আপনি আশা অনুরূপ লাভ করতে পারেন। যখন আপনার কারেন্সি ট্রেড থেকে ক্ষতির পরিমান কমে আসবে তখন আপনি লাভবান হতে শুরু করবেন। এভাবেই ধীরে ধীরে কোটিপতি হয়ে উঠতে পারবেন।
ফরেক্স করে কোটিপোতি হওয়া সম্ভব।তবে সবাই ফরেক্স করে কোটিপোতি হতে পারবে না। যারা দুর্বল ট্রেডার বা ফরেক্স সম্পর্কে দক্ষ না তারা পারবে না। আবার ফরেক্সে দক্ষতা থাকার পরও যদি বড় পুজি না থাকে তবে দক্ষতার পরও কোটিপোতি হতে পারবে না। এজন্য ফরেক্সে করে কোটিপোতি হতে হলে বড় পুজি এবং দক্ষতা উভয়ই প্রয়োজন।
ফরেক্স করে কোটিপতি হওয়া অবশ্যই সম্ভব এবং এখানে সম্ভাবনা অন্য বিজনেসের তুলনায় অধিক।পৃথিবীতে অনেক কোটিপতি আছেন যারা ফরেক্সের মাধ্যমে কোটিপতি হয়েছেন।তাই আমরা চাইলেও ফরেক্সের মাধ্যমে কোটিপতি হতে পারি।তার জন্য দরকার সাধনা এবং ধৈর্য।
আপনি অনান্য ব্যবসায়ের তুলনায় ফরেক্স করে অধিক দ্রুত সময়ের মধ্যে কোটিপতি হতে পারবেন । অনান্য ব্যবসায়ে অঅপনাকে কোটিপতি হতে হলে প্রচুর মূলধন বিনিয়োগ করতে হবে । আর ফরেক্সে কোটেপতি হতে হলে অল্প বিনিয়োগের মাধ্যমেও হওয়া যায় । তবে আপনাকে অনেক দক্ষ হতে হবে ।
ফরেক্স মার্কেট এ কোটি পতি হবার জন্য আপনাকে অনেক বেশি ধৈর্য্য এবং অনেক বেশি সময় দেয়া প্রয়োজন । সবছেয় বেশি প্রয়োজন আপনাকে অনেক অভিজ্ঞ হতে হবে । আপনি যদি ভালো ট্রেড জানেন আপনি সফল হবেন।
ফরেক্স বিজনেস এ সফল হতে হলে আপনাকে অনেক তেছনিক্যাল হতে হবে । আপনি যদি Technical হতে হবে । আপনি যদি Technical না হউন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেন না। ফরেক্স মার্কেট নিয়ে আপনাকে পরাশুনা করতে হবে।
ফরেক্স বিজনেসে লাভ সম্পূর্ণ ভাবে নির্ভর করে আপনি কতটুকু অভিজ্ঞ তার উপর।আপ্নার অভিজ্ঞতাই পারে আপনাকে আপনার স্বপ্নের কাছে নিয়ে যেতে। আপনি যদি চান আপনি ফরেক্স বিজনেস করে কোটিপতি হবেন তাহিলে আপনাকে ধৈর্য ধরে শিখতে হবে,প্রচুর ডেমো ট্রেড করতে হবে।
হা ভাই ফরেক্স মার্কেটে ট্রেড করে আমি মনে করি কোটি পতি হয়া সম্ববভ কারন ফরেক্স মার্কেটে অনেক টাকা আছে যা কোন দিন কমে না। তাই আপনি যদি ফরেক্স মার্কেটে ভাল করে ট্রেড করতে পারেন তবে আপনিও কোটি পতি হয়ে পারবেন তবে আগে ভাল করে শিখতে হবে পরে আপনি ট্রেড করেন।
ফরেক্স করে যেমন কোটিপতি হওয়া সম্ভব তেমনি ফকির বা দেউলিয়া হওয়াও সম্ভব। ভালোভাবে ফরেক্স শিখে অভিজ্ঞতা অর্জন করে ট্রেডিং করলে কোটিপতি হওয়া সম্ভব। আবার ফরেক্স ট্রেডিং এর জ্ঞান কম থাকলে ফকিরও হওয়া সম্ভব।
কোটি পতি হ্ওয়া সম্ভব। কিন্তু আপনার মুলধন অবশ্যই বড় হতে হবে। যেমন ধরুন আপনি যদি ১০০০ ডলার ইনভেস্ট করেন তাহলে ২.০০ ভলিয়মের ট্রেড ওপেন করে ১০০ পিপস ধরলে প্রফিট হবে ২০০ ডলার যাহা দুই দিন থেকে তিন দিন সময় লাগতে পারে। যদি ৩ দিনে ২০০ ডলার আসে তাহলে মাসে (২২ দিন) ৪৪০০ ডলার। বাংলাদেশি টাকায় ৩৫২০০০টাকা। ২ বৎসরে আপনি কোটি পতি।
হ্যা, ফরেক্স ট্রেডিং করে অবস্যই কোটিপতি হওয়া সম্ভব | আর এর জন্য চাই অধ্যাবসায় পরিস্স্রম এবং মনযোগ | একটি বড় ক্যাপিটাল সম্পন্ন একাউন্ট হবে এর প্রথম ধাপ | আমাদের আগে জানতে হবে তারপর শিখতে হবে| ইমোসন নিয়ন্ত্রণ করে বড় একাউন্ট দিয়ে অনেক ইনকাম সম্ভব |
ফরেক্স মার্কেট নিয়ে ভাল করে গবেষনা করে ফরেক্স ট্রেডিং করতে হবে, ফরেক্স মার্কেটের ট্রেডিং এমন ভাবে শিখতে হবে যাতে ফরেক্স মার্কেট হতে অনেক অর্থ ইনকাম করা যায়,তাই আমাদের কাজ হল ফরেক্স মার্কেটের কিছু ট্রেডিং করার নিয়ম আছে তা মেনে নিয়ে সেই নিয়ম মোতাবেক ট্রেডিং করলে ভাল প্রফিট করা যাবে তাই আমাদের কাজ হল মার্কেটে টিকে থাকা।
ফরেক্সে থেকে কোটিপতি হওয়া এতো সহজ নয়।। আপনি যতই ফরেক্সে দক্ষ হুন না কেন আপনাকে অবশ্যই কোটিপতি হতে হলে আপনাকে একটা বড় পরিমাণ ইনভেস্ট ও করতে হবে।। আপনি যেমন ইনভেস্ট করবেন আপনার। প্রফিট ও তেমনি আসবে।।।
ফরেক্স ট্রেডিংয়ের মাধমে আপনি রাতারাতি কখনই কোটিপতি হতে পারবেন না আর এমন স্বপ্নও আমি মনে করি কারর দেখা উচিত না।ফরেক্স ট্রেডিংয়ের মাধমে নিজেকে কোটিপতি বানাতে হলে অবশ্যই তার জন্য প্রয়োজনফরেক্স ট্রেডিং সম্পর্কে উন্নত অভিজ্ঞতা দক্ষতা এবং অনুশীলন জ্ঞান যা দিয়েই কেবল আপনার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভাব।
আমার জানা মতে ফরেক্স করে খনো কোটি পতি হওয়া যায় না তবে হ্যা ফরেক্স করে আপনি সমাজে দশ জনের সাথে চলতে পারবেন। তার জন্য অাপনাকে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে হবে না হয় লস ছাড়া লাভ করা যায় না।
হা ফরেক্স মার্কেটে ট্রেড করে আপনি কোটি পতি হতে পারবেন তবে আপনাকে খুব খেয়াল করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে। কারন ফরেক্স মার্কেটে আপনি যদি অল্প সময়ে কোটি পতি হতে যান তবে আপনার একাউন্ট তারাতারি জিরু হউএ যাবে বলে আমি মনে করি তাই অল্প অল্প করে হতে হবে।
ফরেক্র করে আপনার আশা পূরন করতে পারবেন । তবে তার জন্য প্রয়োজন ফরেক্র সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করা । কারন এই ফরেক্র মার্কেট হচেছ জ্ঞানের সাগর । আর আপনাকে নতুন নতুন বিষয়গুলো সাথে আপডেট থাকতে হবে । তবেই এ পেশায় একদিন আপনি সাকসেসফুল ট্রেডার হতে পারেন ।
কথাটা কতটা সত্য তা আমি জানিনা কিন্তু আমার মতে ফরেক্স করে নিজের পায় দাড়ানো যায় এবং আথিক ভাবে নিজেকে গড়ে তুলা যায় ফরেক্স ব্যবসায় মাধ্যমে । ভাল করে ট্রেড করতে থাকলে এবং ফরেক্স এর নিয়ম কানন গুলো বাল করে দেখলে আমার মনে হয় সম্বব ।
অবশ্যই সম্ভব কেন নয় । আমি মনে করি এখানে আপনি অনেক অনেক বেশি আয় করার যথেষ্ট সুযোগ রয়েছে । শুধু এই সুযোগটাকে কাজে লাগাতে জানতে হবে । আপনি যদি এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন তবে আপনি অবশ্যই একজন সফল ট্রেডার হতে পারবেন বলে আমি মনে করি । ধন্যবাদ
ফরেক্স মার্কেটে কোটিপতি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। এখানে সম্ভাবনার দ্বার যেকোন সময় উন্মোচিত হতে পারে। তাই নিরলস চেষ্টা আমাদেরকে এই সফলতা এনে দিতে পারে। আমাদের উচিত ভাল করে, দয়া করে, মায়া করে এই ব্যবসায় সময় ও সামর্থ নিয়ে কাজ করা।
ফরেক্স করে কোটিপতি হওয়া সম্ভব তবে রাতারাতি যারা ফরেক্স করে কোটিপতি হতে চায় তারাই রাতারাতি বিদায় নেয় এখন থেকে । তাই আমি মনে করি যে যদি সফল হতে চান আর কোটিপতি হতে চান তবে ধীরে ধীরে পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হবে । বেশি করে ইনভেস্ট করে তার যথার্থ ম্যানেজমেন্ট করতে পারলে অবশ্যই সেখান থেকে লাভের আশা করা যায় ।
ফরেক্স ট্রেড করে কোটিপতি হওয়া যায় এটা আসলে অনেক কষ্ট সাধ্য বেপার। চাইলেই সবাই কোটিপতি হতে পারে না। কারন এখানে লাভ যেমন থাকে তেমনি লস থাকে অনেক। একটি ট্রেড করে অনেক লাভ করার সিদ্ধান্ত নিলেন সে ক্ষেত্রে এর বিপরীতে লস ও হতে পারে। তাই ফরেক্সে লেগে থাকতে হবে। ট্রেড করায় দক্ষ হতে হবে। এছাড়াও ধৈর্য নিয়ে ট্রেড করতে হবে। সবসময় কম রিস্ক নিয়ে ট্রেড করতে হবে। ফরেক্স ট্রেড করে কোটিপতি হতে না পারলেও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবেন।
কোটিপতি হওয়া যায় কিন্তু তার প্রয়োজন অসীম ধৈর্য্য,প্রয়োজন অনেক সময় দেয়া এবং অনেক দক্ষতা।ফরেক্স থেকে কোটিপতি হতে হলে অবশ্যই দরকার ফরেক্স ট্রেড সম্পর্কে তুখোর জ্ঞান,তাহলে ফরেক্স থেকে কোটি পতি হওয়া যাবে।
কোটিপতি হওয়া যায় কিন্তু তার প্রয়োজন অসীম ধৈর্য্য,প্রয়োজন অনেক সময় দেয়া এবং অনেক দক্ষতা।ফরেক্স থেকে কোটিপতি হতে হলে অবশ্যই দরকার ফরেক্স ট্রেড সম্পর্কে তুখোর জ্ঞান,তাহলে ফরেক্স থেকে কোটি পতি হওয়া যাবে।
কোটিপতি হওয়া যাবে যদি ফরেক্স সম্পরকে ভালো জানেন তবে ফরেক্স সম্পরকে ভালো জ্ঞান এর জন্য ফরেক্স নিয়ে পরতে হবে