-
ফরেক্স সম্পর্কে লেখা লেখি করতে আমার তো অনেক ভাল লাগে আর ফরেক্স সম্পর্কে লেখা লেখি করতে গিয়ে আমি অনেক কিছু শিখতেও পেরেছি। যেমন ফরেক্স কি, মানুষ ফরেক্স ব্যবসা কেন করে, ফরেক্স ব্যবসা করে কি দারিদ্রতা দূড় করা সম্ভব, ফরেক্স কি একটি হালাল ব্যবসা, ফরেক্স ব্যবসা করে মানুষ কি ধনি হতে পারে আরও অনেক কিছু। তাই আমার অনেক ভালই লাগে ফরেক্স সম্পর্কে লেখা লেখি করতে আর সবারও উচিত ফরেক্স লেখা লেখি করা।
-
সবার মত আমিও একমত ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে আমার ও অনেক ভাল লাগে কারণ এই লেখালেখির মাধ্যমে যেমন আমি আমার মত টা তুলে ধরতে পারছি তেমনি অন্যদের মতামতটা জানতে পারতেছি । এতে করে যেমন আমার জ্ঞানের পরিধি বাড়ে তেমনি অন্যকে জানাতে পারে অনেক ভাল লাগে । কারণ এটি হল জ্ঞান আর প্রবাদ আছে জ্ঞান যতই করিবে দান তত যাবে বেড়ে ।
-
আমার কাছেতো ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে অনেক ভাল লাগে। কারন ফোরামের মত এই রকম একটি প্লাটফর্মে এক সাথে আমরা অনেকেই কানেক্টেট রয়েছি যারা ফরেক্সের সাথে যুক্ত,আবার অনেকে রয়েছে যারা ফরেক্সে অনেকটা কাচা, এই ওপেন প্লাটফর্মে আলোচনার ফলে প্রতিনিয়ত অনেকের অনেক জটিল প্রশ্নের উওর খুবই সহজে মিলছে। তাছাড়া আমরা যারা অনেক দিন ফরেক্সের সাথে যুক্ত আছি তাদের ও অনেক ভূল সংশোধন হয়ে যাচ্ছে।
-
ফরেক্স সম্পর্কে লেখা লিখি করতে আমার অনেক ভাল এবং মজা লাগে। কারন আমি এই ফরেক্স সম্পর্কে লেখা লিখি করতে গিয়ে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি এবং ফরেক্স কে ভাল ভাবে চেনার উপায় হিসেবে এই ফরেক্স নিয়ে লেখা লিখি করতে আমার খুব আনন্দও লাগে। আমি মনে করি সবার উচিত এই ফরেক্স সম্পর্কে লেখা লিখি করা তাতে যে ট্রেডার ফরেক্স বিষয়ে কাচা থাকবে সে ভাল ভাবে আয়ত্ত করতে পারবে এবং যে ট্রেডার ফরেক্স সম্পর্কে মোটেও কিছু যানেনা সেও অনেক কিছু যানতে পারবে।
-
ফরেক্স মার্কেট নিয়ে লেখা লেখি করতে আমার কাচে খুব ভাল লাগে।কারন আমরা এর মাদ্ধমে ফরেক্স মার্কেট সম্পরকে ভালো ভাবে শিক্ষা নিতে পারি। তাই আমার কাছে ফরেক্স নিয়ে লেখালেখি করতে ভালো লাগে। ফোরাম এর মাধ্যমে আমরা ফরেক্স নিয়ে লাখলেখি করি। এর বিনিময় আমরা ফোরাম থেকে বোনাস পেয়ে থাকি।জার বিবিময় আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি। তাই আমরা ফোরাম এ ফরেক্স নিয়ে লেখালেখ কোরি।ধন্যবাদ
-
ফরেক্স সম্প্ররকে লিখালিখি করতে অনেক ভাল লাগে। কারণ নিজে লিখতে গেলে ও অনেক কিছু জানা যায়। অনেকি পোষ্ট করে তা পড়ে অনেক নতুন কিছু জানা যায়। সবার লিখা তথ্য জেলে নিজের জ্ঞান বাড়ানো যায়। কারন ফরেক্স সম্প্ররকে যত ভাল জানা যায় তত ভাল ট্রেড করা যায়।
-
প্রথমেকুব খারাপ লাগত। পরে যখন দেক্লাম যে আতে কিছু সেখের সাএ। এবং যা আমার জানা কুব জুরুরি পাখন এর মজাতা অএলাম।ত্রেদ নিয়ে পোস্ট করতে গেলে যেমন নিজেকে জানতে হয় ।তেমনি নিজের বভজ্ঞয়াও বারে। আর ন্নানাসম্মসের সমাধান জানা যাই।
-
লেখালেখির বিষয়টি হল আপনি কতটুকো জানেন তা অন্যকে জানানো এবং অন্যের লেখা পরে কিছু জানা , আপনি যদি ভাল জানেন এই সম্পর্কে তাহলে লিখলে অনেকে তা পরে উপকৃত হতে পারে আমি এই সম্পর্কে অনেক ভাল ধরনা রাখি যার কারনে আমার লিখতে অনেক ভাল লাগে । আমার লিখা পরে অনেকে অনেক কিছু জানতে পারে তা থেকে আমার অনেক ভাল লাগে তাই এই লিখা লিখে আমি অনেক আনন্দিত হই।
-
ফরেক্স ট্রেডিং সম্পর্কে লেখালেখি করতে আমার অনেক ভাল লাগে এবং শুধু লেখালেখি করা নয় অন্যদের লেখা পড়তে আমার আরও বেশি ভাল লাগে। এখানে লেখালেখি করতে গেলে বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে লেখা হয়, মার্কেত এনালাইসিস নিয়ে লেখা হয়। লেখালেখির ফলে অনেক ধরনের ফীডব্যাকও পাওয়া যায়। আসল কথা লেখালেখি করলে ফরেক্স সম্পর্কে আগ্রহও বাড়তে থাকে।
-
লেখালেখি করাটা আসলে আমার অনেক ভালো লাগে অনেক আগের থেকেই। আর ফোরেক্স কে পেশা হিসাবে নেবার পরথেকেই এটাই আমার ইনকামের একমাত্র মাধ্যম। তাই আমি চাই আমার সবজ্ঞান সবার মধ্যে বিয়ে দিতে তাই সুযোগপেলেই আমি এটা সম্পর্কে লেখালেখি করি এবং অন্য মেয়েদের ও এটা নিয়ে চিন্তা করার কথা বলি।
-
ভাই লেখালেখি কোরতে এমনেতেই ভালো লাগে।যদি লেখালেখির মাধ্যমে আয় করা যাই তাহলেতো আরবেসি ভালো লাগবে।ফরেক্স মার্কেট নিয়ে লেখালেখি কোরতে আমার কাচে খুব বেসিভালও লাগে।ফরেক্স মার্কেট নিয়ে আমরা ফোড়াম এ পোস্ট করি এবং এর থেকে আমরা ডলার আয় কোরতে পারি। আয় কৃত এই ডলার আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড কড়ে আমরা প্রপিট কোরতে পারি। তাই ফরেক্স মার্কেট নিয়ে লেখালেখি কোরতে খুব ভালো লাগে।
-
আমার ফরেক্স নিয়ে লেখালিখি করতে ভালো লাগে।কারন,এখানে আমরা অনেক ছোট বড় প্রশ্নের উত্তর ও সমাধান খুজে পাই।ফরেক্স নিয়ে লেখালিখি করে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারি।আর তা ছাড়া আমাদের ফরেক্স ফোরাম এ অনেক সদস্য/বন্ধু আছে যারা শুদ্ধ করে বাংলা ভাষার বানান গুলি ঠিকমত লিখতে পারে না।আমি আমাদের ফরেক্স ফোরামের সে সব সদস্য/বন্ধুদের বলব, আপনারা বেশি বেশি করে ফোরাম পোস্টিং করুন আর বাংলা লেখার দিকে মনযোগ দিন।
-
আসলে ফরেক্স এর ব্যাপ্তি অনে বড় এ সম্পর্কে লিখতে আমার খুবই ভাল লাগে এতে লেখার মাধ্যমে আমরা ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারি এতে আমাদের জ্ঞান বাড়ে এবং সর্বোপরি এ থেকে আমরা ডলার আয় করতে পারি
-
কেমন জানি ফরেক্স মার্কেট সম্পর্কে যত লেখালেখি করি ততই ভালো লাগে। ভালো লাগবেনাও বা কেন ফরেক্স মার্কেট সম্পর্কে লেখালেখির মাদ্দমে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে জানতে পারতেচি। ফরেক্স মার্কেট সম্পর্কে লেখালেখির মাধ্যমে আমরা ফোরাম থেকে আয়করতে পারতেছি যা দিয়ে আমরা ফরেক্স মার্কেট এ বিনা পুজিতে ট্রেড কোরতে পারতেছি। তাই আমার কাছে ফরেক্স মার্কেট নিয়ে ফোরাম এ লেখালেখির কোরতে ভালো লাগে।
-
আসলে লেখালেখি করতে ভালই লাগে তার উপর অনেকের সাথে আলোচনার কারণে আমাদের অনেক ছোটখাট সমস্যার সমধান আমরা নিজেরাই করে ফেলি। সব থেকে বড় কথা হল এটা বাংলাদেশি ট্রেডারদের একটা মিলন মেলা। সবাই যার যার অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে অনেক না জানা বিষয় জানতে পারি।
-
আসলে কি ভাই ফরেক্স নিয়ে লিখতে আমার আনেক ভাল লাগে।আর লেখালেখি ব্যপারটাই আমার জন্য আনন্দদায়ক। কারণ এতে ফরেক্স সম্পর্কে আমার ধারণা আরও বেশি ক্লিয়ার হয়।নিজে যা জানি তা অন্যকে জানাতে আমার কাছে বেশ মজা লাগে।এতে করে নিজের জ্ঞানকে যেমন ঝালিয়ে নেয়া যায় তেমনি অন্যের উপকারও করা যায়।তাই আমি বিভিন্ন ব্লগ এবং ফোরাম সাইটে ফরেক্স নিয়ে লেখালেখি করে থাকি।এটা আমাকে অন্য রকম একটা আনন্দ দেয়।
-
ফরেক্স মার্কেট নিয়ে লেখালেখি কোরতে আমার কাছে খুব ভালো লাগে। কারন ফরেক্স মার্কেট নিয়ে লেখলেখি করে আমরা ফোরাম থেকে আয় কোরতে পারি। এবং আয় করা টাকা আমরা সরাসরি ফরেক্স মার্কেট এ ইনবেস্ত কোরতে পারি। আর সেই টাকা দিয়ে আমরা ফরেক্স মার্কেট এ বিনা পুজিয়ে ট্রেড কোরতে পারি। ফোরাম এর কারনে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানতে পারি। তাই আমার কাছে ফরেক্স মার্কেট সম্পর্কে লেখলেখি কোরতে ভালো লাগে।
-
ফরেক্স সম্পর্কে আমার লিখতে অনেক ভাল লাগে কারন এখান থেকে আমি নতুন ট্রেডারদের সাহায্য করতে পারি এবং নিজে ও নতুন নতুন কিছু শিকতে পারি। তার সাথে আমি কিছু বোনাস ও ইনকাম করতে পারি।এই জন্য Instaforex কে আমি ধন্যবাদ জানাই।
-
আসলে ফরেক্স অমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন বিষয় আর সে হিসেবে ফরেক্স নিয়ে লিখালিখি খুব ভালো লাগে আসলে আমাদের মাঝে নতুন কিছু জানার আগ্রহ থাকে চিরন্তন আর সেই কৌতুহলকে কাজে লাগিয়ে আমরা অনেক কাজ করে থাকি ফরেক্স করার স্বার্থে অামরা সবাই ফোরামে আসি এবং সবাই এখনে লিখালিখি করে যার মাধ্যমে আমরা অনেক অজানাকে জানতে পারি ধন্যবাদ
-
ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে আমার অনেক ভালো লাগে কারন আম ফরেক্স অনেক পছন্দ করি আম ফরেক্স নিয়ে অনেক সপ্ন দেখি ফরেক্স নিয়ে ভবিষ্যতে আমার অনেক পরিকল্পনা আছে।
তাই ফরেক্স নিয়ে লেখালেখি করে আমি ফরেক্সের প্রতি আমার জ্ঞানকে প্রসারিত করতে চাই এজন্য বেসি ভালো লাগে।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে লেখালেখি কোরতে ভালো লাগে। কারন ফরেক্স মার্কেট নিয়ে লেখালেখি করলে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানতে পারি। ফরেক্স মার্কেট নিয়ে লেখালেখি করে আমরা ফোরাম থেকে ডলার আয় কোরতে পারি।জা আমরা সরাসরি ফরেক্স মার্কেট এ ইনবেস্ট কোরতে পারি। তাই ফরেক্স মার্কেট সম্পর্কে ফোরাম এ লেখালেখি কোরতে আমার কাছে ভালো লাগে তাই আমি ফরেক্স মার্কেট এর ফোরাম এ পোস্ট করি।
-
ফরেক্স মার্কেট নিয়ে লেখলেখি কোরতে অবশ্যই যে কারো ভালো লাগবে। কারন ফরেক্স মার্কেট নিয়ে লেখালেখি করে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে জান্তে পারি। ফরেক্স নিয়ে লেখলেখি করলে আমরা আয় কোরতে পারি। যেমন- আমরা ফোরাম এ ফরেক্স মার্কেট সম্পর্কে ভিবিন্ন মতামত বন্ধুদের সাথে আলোচনা কোরতে পারি। এতে আমরা উপকৃত হই। ফোরাম এ পোস্ট এর মাধ্যমে আমরা ফরেক্স নিয়ে লেখালেখি করে ফোরাম থেকে আয় কোরতে পারি।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে আমরা বেসি এনালাইসিস করলে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারবো। ফরেক্স মার্কেট নিয়ে লেখালেখি করে আমরা ফরেক্স মার্কেট এর যাবতীয় ভুল গুলো ধরেনিতে পারি। তাই আমার কাছে ফরেক্স মার্কেট নিয়ে লেখালেখি বা কারো সাথে আলোচনা কোরতে বেসি ভালো লাগে। তাই আমি ফরেক্স মার্কেট নিয়ে ফোরাম এ লেকালেখি করি এবং আয় করি যা দিয়ে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি এবং পরপিট কোরতে পারি, ।
-
ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে আমার অনেক ভাল লাগে কারন ফরেক্স সম্পর্কে যতো লেখালেখি করব ফরেক্স সম্পর্কে জত জানব দেকব ততই ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা হয় তাই আমি ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে ভাল বাশি এবং এই জন্য আমার ভাল লাগে।
-
ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে আমার খুভ ভাল লাগে কারন ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানাও জায় ফোরামে লেখালেখি করতে আর ভাল লাগে আমি বাংলা ফরামে আর ভাল লেখালেখি করি অনেক কিছু জানতে পারি শিখতে পারি।
-
অবশ্যই ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে ভাল লাগে । এতে যেমন নিজের জ্ঞান সমৃদ্ধ হয় ঠিক তেমনি অন্যের সাথে জ্ঞান শেয়ার করা যায় । অন্যের চিন্তা সম্পর্কে জানা যায়। নতুন নতুন তথ্য জানা যায় যে গুলো ট্রেডিং করার সময় খুবই কাজে দেয় । তাই আমার মনে হয় আমাদের সবারই বিশেষ করে যারা ফরেক্স এ ট্রেডিং করি তাদের সবারই কম বেশি ফরেক্স নিয়ে লেখা লেখি করা উচিত ।
-
ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে আমার খুভ ভাল লাগে কারন সম্পর্কে জত বেশি আলচনা করা হয় লেখালেখি করা ততই ফরেক্স সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং ফরেক্স সম্পর্কে জানা যায় ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা বাড়ে তাই ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে ভাল লাগে।
-
ফরেক্স সম্পরকে লেখালেখি করতে আমার অনেক ভাল লাগে আর লেখা লেখি করলে ফরেক্স সম্পরকে ভাল ধারনা বারে সেদিক দিয়ে অনেক লাভ হয় কারন ফরেক্স নিয়ে আমি জত কিছু করব ফরেক্স সম্পরকে তত ধারনা হবে তাই ফরেক্স নিয়ে লেখা লেখি করতে ভাল লাগে।
-
ফরেক্স সম্পরকে লেখা লেখি করতে আমার অনেক ভাল লাগে কারন ফরেক্স সম্পরকে আমি জত বেশি লেখা লেখি করবো তত বেশি আমি জানতে পারবো এবং জত বেশি ফরেক্স নিয়ে আলচনা করবো ততই ফরেক্স সম্পরকে আমার অভিজ্ঞতা বাড়বে।
-
ফরেক্স মার্কেট নিয়ে লেখা লেখি করতে বেশ লাগে। সত্যি বলতে তখন নিজেকে কেমন যেন মাস্টার মাস্টার লাগে। আসলে আমি কিইভা জানি এই মহা সমুদ্র সম্পর্কে। তার পরও লিখি নিজে যা জানি এবং অন্যের লেখা দেখে নিজে কিছু শেখার চেষ্টা করি। তবে যদি কেউ সত্যি সত্যি কিছু *শিখতে চায় এখান থেকে সে বঞ্চিত হবে না।
-
রেক্স নিয়ে লেখা লেখি করতে আমার খুব ভালো লাগে কারণ এতে আমার ফরেক্স সম্পর্কে জ্ঞান বাড়ে আমি ফরেক্স সকল কিছু জানতে পারি যে গুলো ট্রেডিং করার সময় খুবই কাজে দেয় কারর আমরা খুব ভালো করে জানি ফররেক্স সম্পর্কে আমরা যত জানব তত আমাদের অভিজ্ঞতা বাড়বে
-
ফরেক্স সম্পর্কে লেখা লিখি করতে কেমন লাগে? আমার ভালো লগে। কারণ এখানে ফরেক্স সম্পর্কে আমরা আমাদের মোনের কথা বলি। আর আপনাদের ফরেক্স সম্পর্কে লেখা লিখি করতে কেমন লাগে? এখানে আমরা আবার কিছু পায়।
-
যত লেখি তত ভাল লাগে ।তার ছেয়ে ভাল লাগে পড়তে কারণ যতই পড়ি ততই নিজের অঞ্জতা সম্পর্কে ধারনা হয়
-
ফরেক্স বাংলা আমাদের কে সেই সুযোগটি দেয় যে আমরা ফরেক্স সম্পর্কে অনেক কিছু এই ফরাম সাইট থেকে জানতে এবং শিখতে পারি এবং এখানে আমরা আমরদরে নিজেদের মতামত খুব সহয ভাবে একে অপরের কাছে তুলে ধরতে পারি এবং আমরে ফরেকস এর অনেক স্ট্রাটেজি আমরা এই বাংলা ফরাম সাইটে থেকে শিখতে পারি আমি এই ফরাম সাইটে আমার নিজের মতামত প্রকাশ করতে পেরে খুবই আনন্দিত ।
-
ফরেক্স কেন লেখা লেখি করতে আমার খুব ভাল লাগে । যখন ফোরামে লেখা লেখা লেখি করতে আরো ভাল লাগে কেননা আমি যা জানি তা ফোরামে শেয়ার করি আর ফোরামের মাধ্যমে বিভিন্ন সমস্যা গুলো জানতে পারি ।
-
ফরেক্স সম্পর্কে লিখালিখি করতে আমার খুব ভালো লাগে। এর মাধ্যমে আমি আমার ট্রেডিং বিষয়ে সবার সাথে কথা বলতে পারি।
-
সেই সম্পর্কে পূর্ণ জ্ঞানার্জন করার জন্য আলোচনা ও গ্রুপ ডিসকাশন খুবই দরকার। আর সেই সুযোগ এই ফোরাম আমাদের করে দিচ্ছে। এজন্য এই ফোরামকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আসলে ফরেক্স থেকে সফলভাবে আয় করতে এর সম্পর্কেও আমাদের প্রচুর পরিমানে জ্ঞান আহরন করতে হবে। এজন্য নিজেদের জ্ঞান অন্যের কাছে শেয়ার করতে হবে আর অন্যের জ্ঞান নিজের করে শিখতে হবে। তাই জ্ঞান শেয়ার করার জন্য লেখালেখি খুবই জরুরী। এক কথায় ফরেক্স এর মত এত সুন্দর একটা বিষয় নিয়ে লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে।
-
ফরেএক্স খুব গুরুত্ত পূর্ণ একটি ববসা তাই এই বাসবা সম্পরকে আমাদের অনেক কিছু জানার আসে। আমরা যদি কিছু না জেনে বুঝে এই বাসবা সম্পরকে কোন ফরামে লিখি তাহলে আমরা বনাস তা ঠিক মত পাবো না তাই আমাদের উচিত সব সময় ভাল ভাবে জেনে ফরেক্স সম্পরকে লেখা লেখি করা।
-
আমি সবাইকে জানাতে চাই যে, ফরেক্স ফরাম পোস্টিং এমন এমনএকটা লাইন। আমার খুব ভাল লাগে ? লিখতে
-
আমি
ফরেক্স মার্কেট নিয়ে ফরেক্স ফোরাম এ লেখালেখি করতে আমার কাছে খুব ভালো লাগে। কারণ এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে আলোচনা করতে পারি। ফরেক্স ফোরাম এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এর যাবতীয় ভুলগুলো দোরে নিতে পারি। ফোরাম এ পোস্টিং করে আমরা আয় করতে পারি,যা দিয়ে আমরা ফরেক্স মার্কেট এ বিনা পূঁজিতে ট্রেড করতে পারি।তাই আমার কাছে ফরেক্স মার্কেট নিয়ে লেখালেখি করতে খুবই ভালো লাগে। তাই আমি ফোরাম এ পোস্টিং করি।