-
সচরাচর ফরেক্স মার্কেটের পরিবর্তন অনেকটা পূর্বের মার্কেটের পরিবর্তনের সাথে অনেকটা সাদৃশ্য রেখে হয়ে থাকে। আর এভাবে মার্কেটের অতীত অবস্থা বিশ্লেষন করে ভবিষ্যতে মার্কেটের অবস্থা কেমন হবে তার ধারনা তৈরী করাকে টেকনিকাল অ্যানালাইসিস বলে।সচরাচর টেকনিকাল অ্যানালাইসিস প্রত্যেক ট্রেডার ব্যক্তিগতভাবেই করে থাকে।
-
ফরেক্স ট্রেডিংয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসের গুরুত্বের কথা বলার অপেক্ষা রাখে না টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে খুব সহজে মার্কেট মুভমেন্ট অনুমান করা যায়। অতীত মার্কেট মুভমেন্টের ডাটা বা ক্যান্ডেরের হিসাব সমূহকে একত্রিত করে বিচার বিশ্লেষনের মাধ্যমে যে অ্যানালাইসিস করা হয় তাকে টেকনিক্যাল অ্যানালাইসিস বলে।
-
ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের জন্য টেকনিক্যাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। অর্থাৎ আপনি যদি ফরেক্স মার্কেট নিয়ে টেকনিক্যাল এ্যানালাইসিসগুলে সঠিকভাবে পর্যবেক্ষণ না করেন তাহলে হয়তো আপনি ফরেক্স সম্পর্কে ভালভাবে গড়ে উঠতে পারবেন না। এমনকি মার্কেটের মুভমেন্ট সম্পর্কে খুব একটা ভাল ধারণাও অর্জন সম্ভব নয়। তাই আমি মনে করি প্রত্যেক ট্রেডারের জন্য টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে ধারণা থাকা দরকার। টেকনিক্যাল এানালাইসিসটা হচ্ছে অতীতে মার্কেটের মুভমেন্ট এবং বর্তমানে মার্কেটের মুভমেন্ট এছাড়াও ভবিষ্যতে মার্কেটের অবস্থান কিরূপ হতে পারে সে সম্পর্কে ধারণা অর্জন করা।অতএব আমার মতে প্রত্যেক ট্রেডারের জন্য টেকনিক্যাল এনালাইসিসটা জানা থাকা খুবই দরকার।
-
আমরা জানি আমি মনে করি প্রত্যেকটি ট্রেডারের সব ধরনের চার্ট এনালাইসিস করার মাধ্যমে ট্রেড করারকে টেকনিক্যাল এনালাইসিস বলে। আর এই ধরনের এনালাইসিস করা ফরেক্স মার্কেটের জন্য খুব জরুরি। টেকনিক্যাল এনালাইসিস ফরেক্স মার্কেটে শতকরা ৭০% ট্রেডার ব্যবহার করে থাকে আমার জানা মতে। তার মধ্যে প্রাইজ এ্যাকশন এর প্যাটান টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্য আওতাভুক্ত্। আর টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি আপনাকে অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করাটা খুবই গুরুত্বসহকারে দেখতে হবে।
-
ফরেক্স ট্রেডিংয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসের গুরুত্বের কথা বলার অপেক্ষা রাখে না টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে খুব সহজে মার্কেট মুভমেন্ট অনুমান করা যায়। অতীত মার্কেট মুভমেন্টের ডাটা বা ক্যান্ডেরের হিসাব সমূহকে একত্রিত করে বিচার বিশ্লেষনের মাধ্যমে যে অ্যানালাইসিস করা হয় তাকে টেকনিক্যাল অ্যানালাইসিস বলে।
-
আমরা বেশিরভাগ সময়ই যে বিষয়টা ফলো করে ট্রেড করি তা হলো টেকনিক্যাল এনালাইসিস।কারন এটা আমাদের কাছে অনেক সহজ বলে মনে হয় এবং কিছু ইন্ডিকেটরের সাহায্যেই আমরা খুব সহজে এই এনালাইসিস করতে পারি।তবে সবসময় টেকনিক্যাল এনালাইসিস কাজ করবে এমন নয় এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো নজরে রাখতে হবে।
-
ফরেক্স মার্কেট যেহেতু সর্বদা পরিবর্তনশীল একটা আন্তর্জাতিক মুদ্রা বাজার তাই এই মার্কেটে কোন ট্রেডারের পক্ষে সবথেকে কঠিন কাজ নিজেকে টিকিয়ে রাখা আর এটার জন্য একজন ট্রেডারকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে বুঝতে হবে যার মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস। এটা মূলত হিস্টোরি রিপিটিং এর মাধ্যমে করা হয়ে থাকে। অভিজ্ঞ ট্রেডাররা ফরেক্স মার্কেটের বিভিন্ন গাণিতিক সমীক্ষা বিশ্লেষণ আর কিছু ইন্ডিকেটর যেমন: বোলিঙ্গার ব্যান্ড, ফিবোনেসি, মুভিং এভারেজ, পিভট পয়েন্ট ইত্যাদি ব্যবহার করে টেকনিক্যাল এনালাইসিস বা প্রযুক্তিগত বিশ্লেষণ করে ট্রেড করে থাকেন। এই প্রক্রিয়ায় চার্টের মাধ্যমে পূর্বের প্যাটার্ন অনুযায়ী কারেন্সি'র প্রাইস ভ্যালু উঠা-নামার ধারণা করা হয় এবং সুক্ষ্মভাবে মার্কেট বিশ্লেষণ করা যায়। আশা করি, আপনার কাঙ্ক্ষিত উত্তর পেয়েছেন।
-
টেকনিক্যাল এ্যানালাইসিসটা হলো অতীতের মার্কেট এ্যানালাইসিস করে ভবিষ্যতের মুভমেন্ট নির্ধারণ করা। এটা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় এ্যানালাইসিস। যেমন কথায় আছে - সবকিছুই তার মূলে ফিরে আসে । বিভিন্ন চার্ট , ট্রেডিং টুল, মার্কেট তথ্যের উপর ভিত্তি করে পরবর্তির সিদ্ধান্ত নেয়া হয়। এই পদ্ধতিকে অনেকে ট্রেড উইথ হিস্টোরিকেল ডাটা ও বলে থাকে।
-
”ইতিহাস অনিবার্যভাবে বারবার ফিরে আসে” । অতীতের মার্কেট এ্যানালাইসিস করে ভবিষ্যতে মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিয়ে এ্যান্ট্রি দেয়া হয় -মূলত: এটাকে টেকনিক্যাল এ্যানালাইসিস বলা হয়। বেশীর ভাগ ট্রেডাররা টেকনিক্যাল এ্যানালাইসিস করে ট্রেড করে। তবে ফান্ডামেন্টাল এব সেন্টিমেন্টাল এ্যানালাইসিস বাদ দিয়ে শুধুমাত্র টেকনিক্যাল এ্যানালাইসিস দিয়ে সফল হওয়া কঠিন।
-
এই মার্কেটে ট্রেডারা এক এক জন এক এক পদ্ধতিতে ট্রেড করে থাকে এর মধ্যে টেকনিক্যাল এনালাইস একটি পদ্ধতি। এটি মার্কেটের অতিত বুঝতে ও বর্তমান এবং ভবিষ্যত অনুমানে সহায়তা করে। এই পদ্ধতিটি মার্কেট এনালাইজিং এর অতিব কার্যকর একটি পদ্ধতি।যার মাধ্যমে ভাল ফলাফল পওয়া যায়।
-
টেনিক্যাল এনালাইসিস হচ্ছে ফরেক্স ট্রেডিং অন্য সফলতার চাবিকাঠি। সুতরাং এটা খুবিই দরকার একজন ভাল ট্রেডার হয়ার জন্য। টেনিক্যাল এনালাইসিস এর মধ্যে অনেক গুলো ট্রার্ম আছে , সব গুলোই দরকার।
-
ভাই আপনাকে ধন্যবাদ।টেকনিক্য ল এনালাইসিস সম্পকে ধারনা দেওয়ার জন্য।আপনাদের সাহাজে আমাদের মত নুতুন দের শিখতে সজহ হয়। আসলে টেকনিক্যাল এনালাইসিসটা আমরা কি ভাবে করবো। কেও যদি আমার প্রশ্ন বুঝতে পারেন তাহলে আমাকে জানাবেনplz
-
ফরেক্স মার্কেট এর চার্ট ব্যবহার করে তাতে ট্রেন্ড লাইন অঙ্কন করে আমরা যে এনালাইসিস করে থাকি তাকেই আক্ষরিক অর্থে টেকনিক্যাল এনালাইসিস বা কৌশলগত বিশ্লেষণ বলে থাকে। ফরেক্স মার্কেটের সবথেকে জনপ্রিয় এনালাইসিস হল এই টেকনিক্যাল এনালাইসিস। মার্কেটের গতিবিধি আপ ট্রেন্ড নাকি ডাউনট্রেন্ড তা এই টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে বোঝা যায়। ফরেক্স মার্কেটে নিজেকে একজন অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হলে সর্বপ্রথম টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে ভালভাবে অভিজ্ঞতা অর্জন করতে হয়। টেকনিক্যাল এনালাইসিস এর সাথে ফান্ডামেন্টাল এনালাইসিস মিলিয়ে ট্রেড করলে সব থেকে ভাল প্রফিট অর্জন করা যায়।
-
টেকনিক্যাল এনালাইসিস এমন একটি এনালাইসিস যার মাধ্যমে মার্কেটে কারেন্সির পূর্ব মূল্য কত ছিল এবং বর্তমান মূল্য কত আছে তা জানা যায়। এই এনালাইসিসে ক্যান্ডেলস্টিক এর মাধ্যমে এনালাইসিস করা হয়। বিভিন্ন সময়ের এখানে টাইম থাকে। এক মিনিটের থেকে শুরু করে এক মাসের পর্যন্ত টাইম ফ্রেম এখানে থাকে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেটে কি পরিমাণ কারেন্সির প্রাইস ওঠানামা করেছে তা দেখা যায়। তবে টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি ফান্ডামেন্টাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। কারণ টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে সবসময় মার্কেটের সঠিক মুভমেন্ট বোঝা যায় না।
-
আমি মনে করি ফান্ডামেন্টাল এনালাইসিস এর চেয়েও টেকনিক্যাল এনালাইসিস এর গুরুত্ব বেশি। আসলে মার্কেটে কিছু কৌশল অবলম্বন করলে রিস্ক ফ্রি তে ভালো কিছু প্রফিট আয় করা জেতে পারে। এবার মার্কেট ফান্ডামেন্টাল এনালাইসিস এর কারনে বড় পরিবর্তন আসলেও সমস্যা নাই। তবে নিয়ম টি হলো আপনাকে ডেইলি কেন্ডেল ফলো করতে হবে। নিউজ প্রকাশ হবার পরে ডেইলি কেন্ডেল এর আচারন পরিবর্তন হয় আর সেটা দেখে পেন্ডিং ট্রেড নিয়ে বাই স্টোপ আর সেল স্টোপ ব্যবহার করে ১০ পিপ্স টিপি আর ৫০ পিপ্স স্টোপ লস ব্যবহার করে ডেইলি শিওর ১০ পিপ্স শিকার করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মার্কেট এনালাইসিস মূলত তিন ভাবে করা হয়ে থাকে টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস।এরম ্যে টেকনিক্যাল এনালাইসিস করার জন্য বিগত দিনে ক্লোজ হওয়া চার্ট গুলো পর্যবেক্ষণ করা হয়।এবং সেই অনুযায়ী সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল হিসাব করা হয়।
-
ফরেক্স মার্কেট এ এনালাইসিস এর গুরুত্ব অনেক বেশি।সঠিক এনালাইসিস ই আপনাকে এনে দিতে পারে সফলতা।এজন্য ফরেক্স মার্কেটের সব ধরনের এনালাইসিস সম্বন্ধে আপনাকে দক্ষ হতে হবে।সঠিক এনালাইসিস করতে পারলে আপনি সফল হতে পারবেন।এজন্য ফরেক্স মার্কেট এ তিন ধরনের এনালাইসিস এর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়।১।টেকনিক্যাল এনালাইসিস ২।ফান্ডামেন্টাল এনালাইসিস ৩।সেন্ট্রিমেন্টা এনালাইসিস।আর এর মধ্যে টেকনিক্যাল এনালাইসিস টা অনেক বেশি গুরুত্বপূর্ণ।টেক িক্যাল এনালাইসিস হল হিস্ট্রোরি রিপোটিং।ফরেক্স মার্কেট একই ইতিহাসের মধ্যে অনেকটা অনুসারী হয়ে থাকে অর্থাৎ পূর্বে যা ঘটেছিল ভবিষ্যৎ এও তা ঘটতে পারে আমরা এমন আশা করতেই পারি।এটাই যে পূর্বের পেয়ারের আগের ইতিহাস পর্যালোচনা করে বা মার্কেট সাপোর্ট এ থাকলে যদি ব্রেক না করে থাকে এবারো সে পথ অনুসরণ করবে কিনা তা পূর্ব অবস্থার সূত্র ধরে বিশ্লেষণ করাই হল টেকনিক্যাল এনালাইসিস।সাধারণ যত বেশি অভিজ্ঞ হতে পারবেন টেকনিক্যাল এনালাইসিস এ তত ভাল করতে পারবেন সফলতাও ভালো পাবেন।
-
টেকনিক্যাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ন এর মাধ্যমে ট্রেডাররা মার্কেটের অতীত এবং বর্তমানের ধরন অনুযায়ী তাদের কারেন্সি প্রাইস মুভমেন্ট এর উপর ভিত্তি করে নতুন ট্রেড ওপেন করার সিদ্ধান্ত নেয়। এ সময় তার বিভিন্ন টেকনিক অবলম্বন করে, কারন আমরা জানি যে মার্কেটে পূর্বে যা ঘটে থাকে তা বর্তমানে ও ঘটতে পারে আবারও ।
-
ফরেক্সের জন্য টেকনিক্যাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ন একটা বিষয়। পূর্বে যা ঘটেছিল সেটা থেকে ভবিষ্যতে কি ঘটবে এই ধারনা টা টেকনিক্যাল এনালাইসিস থেকে পাওয়া যায়। সাপোর্ট রেসিসট্যান্স লেভেল নির্ণয় হল টেকনিক্যাল এনালাইসিসের একটা গুরুত্বপূর্ন অংশ। তাছাড়াও ফোবিনাচ্চি লেভেল, মুভিং এভারেজ ইত্যাদি টেকনিক্যাল এনালাইসিস এর ধরন।
-
ফরেক্স ট্রেডিং মার্কেট এ খুবই গুরুত্বপূর্ণ হলো টেকনিক্যাল এনালাইসিস।টেকনিক যাল এনালাইসিস যদি কেউ ভাল করে বুজতে পারে তাহলে তার ট্রেড করতে কোন সমস্যা হবেনা সে ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে ভাল আয় করতে পারবে।টেকনিক্যাল এনালাইসিস হলো আমদের পূর্বের মার্কেট কেমন ছিলো এবং পরে কেমন হবে এর একটা গানিতিক ধারনা।যে মার্কেট এই রকম আসতে পারে অথনা এই রকম হবে।তাই ভাল করে ফরেক্স ট্রেডিং মার্কেট এর টেকনিক্যাল এনালাইসিস জেনে কাজ করতে হবে।
-
একটা কথা প্রচলিত আছে, "ইতিহাস বার বার প্রতিফলিত হয়।" এটাই হল টেকনিক্যাল এ্যানালাইসিসের মুল কথা। প্রত্যেক ট্রেডারই আশা করে পূর্বে যা ঘটেছিল, ভবিষ্যতে চাই ঘটবে। যদি কখনো প্রাইজ লেভেল পূর্বের সাপোর্ট বা রেসিসটেন্ট চলতি ট্রেডে মিলে যায় তাহলে প্রত্যেক ট্রেডারের চোখ থাকে সেই দিকে। এরা উপর ভিত্তি করেই সে ট্রেড পরিচালনা করে। এটাই হল টেকনিক্যাল এ্যানালাইসিস। টেকনিক্যাল এ্যানালাইসিসের মাধ্যমে আমরা পূর্বের কোন প্যাটার্ন কে মিলানোর চেষ্ঠা করি আর যদি মিলে যায় তাহলে আমরা সে মতে ট্রেড করে থাকি।
-
বৈদেশিক মুদ্রার যে সকল এটির পরিচালনা এবং নিয়ন্ত্রণ করতে জানে এবং শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে তাদের পক্ষে সহায়ক, তাদের পক্ষে এটির সম্ভাবনা রয়েছে এবং এমনকি তারা শুরু বা অল্প বয়স থেকেই ফরেক্স ট্রেডিং সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারে, তাই তারা ভাল হয়ে উঠবে অল্প বয়সে ব্যবসায়ী, তাদের কেবল শিখতে এবং অনুশীলনের জন্য সময় ব্যয় করা উচিত, তবে শিক্ষার্থীদের হিসাবে তাদের মূল বাধ্যবাধকতাটি বিরক্ত করবেন না অবশ্যই ফরেক্স ট্রেডিংয়ের শিক্ষার্থী কো হেল কর তা আরে। ফরেক্স ট্রেডিং কে সাথ তিনি বা সেগুলি তাদের স্টাডিও করে। কারন ফরেক্স ট্রেডিং একটি হোম বেস্ট পার্টটাইম বিজনেস। আপনার অধ্যয়নের পাশাপাশি ফরেক্স ট্রেডিং শিখ না হোগা এবং ফরেক্স ট্রেডিং কর কে পাইস নিকাল না হোগা।
-
আমার মতে টেকনিক্যাল অ্যানালাইসিস ফরেক্স মার্কেটের জন্য খুবই গুরত্বপূর্ন । মার্কেটের মুভমেন্টের বাস্তবতার উপর ভিত্ত করে যদি টেকানক্যাল অ্যানালাইসিস সঠিকভাবে মেলানো যায় তবে ট্রেডে প্রফিট করার সম্ভাবনা অনে বেড়ে যায় । কারন, মার্কেট মাঝে মাঝেই অতীতের পুনরাবৃত্তি করে । যার পূর্বাভাস একমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস করেই ধারনা পাওয়া সম্ভব ।
-
ফরেক্স মার্কেট একই ঘটনা সারা বছর ধরে পুনরাবৃত্তি হচ্ছে। কিন্তু তারপরও আমরা প্রফিট করতে পারি না। আমরা একটা ট্রেডিং সেট্রটিজি নিয়ে ট্রেড করি না । আমরা প্রতিনিয়ত ট্রেড স্টাইল পরিবর্তন করে থাকি। আসলে যার কারনে আমরা কখনোই প্রফিট করতে পারি না।
-
ফরেক্স মার্কেটে নির্দিষ্ট একটি চারটে পূর্বের প্রাইস এর গতিবিধি লক্ষ্য রেখে ভবিষ্যতে প্রাইস কোন দিকে মুভ করতে পারে তা নির্ধারণ করাকেই টেকনিক্যাল এনালাইসিস বলে। টেকনিক্যাল এনালাইসিস আমরা নানান ভাবে করতে পারি যেমন ট্রেন্ড লাইন ড্র করে মুভিং এভারেজ এর মাধ্যমে সাপোর্ট এবং রেসিসটেন্স ড করার মাধ্যমে এছাড়াও আরও অনেক ইন্ডিকেটর রয়েছে যার মাধ্যমে আপনি চারটে খুব সহজেই টেকনিক্যাল এনালাইসিস করতে পারবেন। ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস এর কোন বিকল্প নেই
-
ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস রয়েছে এর মধ্য অন্যতম হল ১.টেকনিকেল ২.সেন্টিমেন্টাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস এই তিন ধরনের এনালাাইসিস তথা বিশ্লেষণ এর সমন্বয়ে একজন ট্রেডার সিদ্ধান্ত নেয় সে কি ধরনের ট্রেড ওপেন করবে টেকিনিকেল এনালাইসিস সবসময় ফরেক্স মার্কেট এর প্রধান বিশ্লেষন হিসেবে বিবেচিত ফরেক্স মার্কেটে অনেক ধরনের বিষয়কে একত্রে টেকনিকেল এনালাইসিস বলা হয়
-
ফরেক্স মার্কেটের বিভিন্ন গানিতিক সমিক্ষা নিয়ে যে এনালাইসিস করা হয় তাকে টেকনিক্যাল এনালাইসিস বলা হয়। টেকনিক্যাল এনালাসিস করে ট্রেড করা ভাল। এর পদ্ধতিতে সুক্ষ্র থেখে সুক্ষ্রতর ভাবে মার্কেট বিশ্লেষণ করা যায়। যেহেতু এটি একটি গানিতিক পদ্ধতি সেহেতু মার্কেট বিশ্লেষনের এটি অনেক সহজ ভাবে প্রয়োগ করা যায়। এই পদ্ধতি মেনে ট্রেড করা হলে প্রফিট বেশি পাওয়া যায়।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার পর্বে এনালাইসিস করি। তিন প্রকারের এনালাইসিস করি তার মধ্যে একটি হল টেকনিক্যাল এনালাইসি।আর টেকনিক্যাল এনালাইসিস হল পুর্বে যা ঘটেছিল এবং ভবিষ্যতে তা ঘটবে কিনা এনালাইসিস করা।
-
টেক্নিক্যাল এনালাইসিস হচ্ছে ফরেক্স মার্কেটের প্রান। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে একজন ফরেক্স ট্রেফারকে অবশ্যই ভাল করে ফরেক্স মার্কেট এনালাইসিস করে ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করতে হবে বলে আমি মবে করি। সব সময় এনালাইসিস করেই ট্রেড করবেন বলে আশা করি।
-
আমি একজন দরিদ্র ব্যক্তি এবং আমি আমার জীবনকে ভালভাবে বাঁচতে চাই এবং আমি আমার জীবনে পরিবর্তন আনতেও চাই তবে এটি তখনই সম্ভব হবে যখন আমি একটি ভাল কাজ করব, একটি ভাল ব্যবসা শুরু করব এবং কঠোর পরিশ্রম করব এবং ভাল লাভ অর্জনের ব্যাপারে নিশ্চিত থাকি এবং আমার বন্ধু আমাকে ফরেক্স দিয়েছে সে নিজে ফরেক্সে খুব কঠোর পরিশ্রম করে এবং খুব ভাল লাভও অর্জন করে। তিনি আমাকে বনে কাজ করার পরামর্শও দিয়েছেন এবং আমি কাজ করছি এবং আমি প্রতি সপ্তাহে একটি ভাল বোনাসও পাই এবং আমি ডেমো অ্যাকাউন্টে প্রচুর অনুশীলনও করছি যাতে আরও বোনাস পাওয়ার পরে আমি বাণিজ্য শুরু করব বোনাস অ্যাকাউন্টের সাথে এবং সফল বাণিজ্য করে আমি আমার সেরা লাভও অর্জন করব এবং এটিই আমার উদ্দেশ্য এবং আমি হব।
-
সাপোর্ট রেসিসটেন্স লেভেল ছাড়াও আরও বেশ কিছু লেভেল দিয়ে টেকনিক্যাল এনালাইসিস করা হয়ে থাকে।যেমনঃ ফিবোনাচ্চি লেভেল,পিভট পয়েন্ট লেভেল ইত্যাদি।এইসব লেভেল একজন ট্রেডারকে ভালো এনালাইসিস করতে সাহায্য করে।
-
টেকনিক্যাল এনালাইসিস ফরেক্স মার্কেটে শতকরা ৭০% ট্রেডার ব্যবহার করে থাকে আমার জানা মতে । তার মধ্যে প্রাইজ এ্যাকশন এর প্যাটান টেকনিক্যাল এনালাইসিস এর মধ্যে আওতাভুক্ত্ । আর টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি আপনাকে অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করাটা খুবই গুরুত্বসহকারে দেখতে হবে । আমি মনে করি প্রত্যেকটি ট্রেডারের সব ধরনের চার্ট এনালাইসিস করার মাধ্যমে ট্রেড করারকে টেকনিক্যাল এনালাইসিস বলে ।
-
আমার মতে টেকনিক্যাল অ্যানালাইসিস ফরেক্স মার্কেটের জন্য খুবই গুরত্বপূর্ন । মার্কেটের মুভমেন্টের বাস্তবতার উপর ভিত্ত করে যদি টেকানক্যাল অ্যানালাইসিস সঠিকভাবে মেলানো যায় তবে ট্রেডে প্রফিট করার সম্ভাবনা অনে বেড়ে যায় । কারন, মার্কেট মাঝে মাঝেই অতীতের পুনরাবৃত্তি করে । যার পূর্বাভাস একমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস করেই ধারনা পাওয়া সম্ভব । আর এভাবে মার্কেটের অতীত অবস্থা বিশ্লেষন করে ভবিষ্যতে মার্কেটের অবস্থা কেমন হবে তার ধারনা তৈরী করাকে টেকনিকাল অ্যানালাইসিস বলে।সচরাচর টেকনিকাল অ্যানালাইসিস প্রত্যেক ট্রেডার ব্যক্তিগতভাবেই করে থাকে।
-
টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে মার্কেট এর অতীত ও বর্তমান মুভমেন্টের উপর নির্ভর করে ভবিষ্যতের মুভমেন্ট সম্পর্কে একটা ধারনা প্রকাশ করে । আপনি যদি সফল ভাবে ট্রেড করতে চান তাহলে আপনাকে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে হবে । ফরেক্স মর্কেটে যে তিন ধরনের এনালাইসিস রয়েছে তার মধ্যে টেকনিক্যাল এনালাইসিস সবচেয়ে গুরুত্বপূর্ন।মার কেট পূর্বে কী অবস্থায় ছিলো বর্তমানে কী অবস্থায় থাকতে পারে সেটা আপনাকে টেকনিক্যাল এনালাইসিস করে বুঝতে হবে।কারন পূর্বে যা ঘটেছিল বর্তমানে তা ঘটতে পারে।
-
টেকনিক্যাল এনালাইসিস আপনি অনেক ভাবেই করতে পারেন প্রথমত আপনাকে মার্কেট নিয়মিত ওয়াচ করতে হবে মার্কেটের সাপোর্ট রেজিস্টান্স খুজে বের করতে হবে ভালো করে ট্রেন্ড লাইন বুঝতে হবে। বুঝতে হবে মার্কেটে পুর্বে যা ঘটেছিলো তা আবারও ঘটতে পারে তাই সেই অনুযায়ীই আপনাকে বুঝে শুনে টেকনিক্যাল এনালাইসিস করতে হবে।
-
ফরেক্স মার্কেটের পরিবর্তন অনেকটা পূর্বের মার্কেটের পরিবর্তনের সাথে অনেকটা সাদৃশ্য রেখে হয়ে থাকে। আর এভাবে মার্কেটের অতীত অবস্থা বিশ্লেষন করে ভবিষ্যতে মার্কেটের অবস্থা কেমন হবে তার ধারনা তৈরী করাকে টেকনিকাল অ্যানালাইসিস বলে।সচরাচর টেকনিকাল অ্যানালাইসিস প্রত্যেক ট্রেডার ব্যক্তিগতভাবেই করে থাকে। টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একই প্যাটার্ন মেলানোর চেষ্টা করি যা পূর্বে ঘটেছিল। যেহেতু তা পূর্বে ঘটেছিল, তাই আমরা আশা করবো এবারও হয়ত আগের মত একই জিনিস ঘটবে।
-
টেকনিক্যাল এনালাইসিস ব্যবহার করার চেষ্টা আমি তখনই করি যখন দেখি যে মার্কেট একটি ভাল লেভেল এ চলে এসেছে এবং শিউর হয়ে বলা যায় যে মার্কেট কোন দিকে হিট করবে। এছাড়া আমি মার্কেট এর সাপোর্ট ও রেসিসস্টান্স সাজিয়ে দেখি যে মার্কেট এর লেভেল এ কত পিপস মুভমেন্ট করবে তার উপর। ধন্যবাদ।
-
টেকনিক্যাল এনালাইসিস যে ভাবে করা হয়
টেকনিক্যাল এনালাইসিস হল মার্কেটের গতিবিধি বা কেন্ডেলস্টিক এর গাণিতিক রূপ। বিগত এক ঘন্টায় বা পাঁচ ঘণ্টায় সময় ধরে ক্যান্ডেলস্টিক কখন ওপেন হয়েছে কখন ক্লোজ হয়েছে তার গ্যানিতিক রূপই হইল টেকনিক্যাল এনালাইসিস। টেকনিক্যাল এনালাইসিস এর উপর ফরেক্স মার্কেটের ট্রেড করার লাভ লস নির্ধারণ করে। তাই টেকনিক্যাল এনালাইসিস খুব গুরুত্ব সহকারে এনালাইসিস করতে হয়।
-
ফরেক্স হছে একটি বিশাল মুদ্রা বাজার । ডেম হিসাব হল ফরেক্স শিখার ভাল একটি মাধ্যম । ফরেক্স মার্কেট এ ভাল করতে হলে এনালাইসিস করতে জানা লাগবেই । টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একই প্যাটার্ন মেলানোর চেষ্টা করি যা পূর্বে ঘটেছিল। তা না হলে কেও এইখান থিকে লাভ করতে পারবে না ।
-
আমার জানামতে ফরেক্স মার্কেটের বিভিন্ন গানিতিক সমিক্ষা নিয়ে যে এনালাইসিস করা হয় তাকে টেকনিক্যাল এনালাইসিস বলা হয়। টেকনিক্যাল এনালাসিস করে ট্রেড করা ভাল। অনেক প্রকারের টুল আছে চার্টকে রিড করার জন্য । আবার অনেক অভিজ্ঞ ট্রেডার সরাসরি চার্ট দেখেন কোন প্রকারের টুল ছাড়াই যাকে আমরা প্রাইজ একশন স্ট্রেটেজি বলে থাকি।