আগে আপনাকে দেখতে হবে ব্রোকার আপনার কোন পেমেন্ট প্রসেসর গুলো সাপোর্ট করে। তারপর আপনি আপনার সুবিধামত আপনি ইনভেস্ট করতে পারেন। আমার মতে আপনি যেটা দিয়ে টাকা সহজে তুলতে পারবেন সেটা দিয়এ ডিপোজিট করা ভালো।
Printable View
আগে আপনাকে দেখতে হবে ব্রোকার আপনার কোন পেমেন্ট প্রসেসর গুলো সাপোর্ট করে। তারপর আপনি আপনার সুবিধামত আপনি ইনভেস্ট করতে পারেন। আমার মতে আপনি যেটা দিয়ে টাকা সহজে তুলতে পারবেন সেটা দিয়এ ডিপোজিট করা ভালো।
আমি ফরেক্স ব্যবসায় নতুন তাই ডিপোজিট করার জন্য নির্দিষ্ট ভাবে কোন কোন ব্রকার টি ভাল তা ভুজতে একটু সময় লাগবে ,কিন্ত এক একজনের মত এক একরকম সেই জন্য ভালভাবে বিচক্ষন হয়ে ডিপজিট করা ভাল । অনেকে নেটেলার এবং মানিবুকার এর পরামর্শ দিয়ে থাকেন আমিও তাই মনে করি এই ২=দুই ব্রোকার খুব ভাল হবে আশা করি ।
ফরেক্স মার্কেটে যে মেথডের মাধ্যমে ডিপোজিট করা হয় আবার সেই মেথডের মাধ্যমেই ডলার উত্তোলন করতে হয়। তাই যেটির মাধমে সহজে ডলার উত্তোলন করা যাবে সেই মেথডেই ডিপোজিট করা উচিত। এছাড়া একটি বিষয় দেখতে হবে যে কোন মেথডে কত কমিশন কাটে সেটা বুঝে যেই মেথট ভাল হয় সেটির মাধ্যমে ডিপোজিট করা উচিত।
আমাদের রিয়েল একাউন্টগুলোতে বাংলাদেশ থেকে সরাসরি ডিপোজিট করা প্রতিনিয়তই খুবই সহজতর হচ্ছে৷অনলাইনে আয় রোজগারের পরিমাণ দিনদিনই বেড়ে চলেছে৷আর সেজন্যই বিভিন্ন ধরনের সহজ পেমেন্ট মেথডও চালু হচ্ছে৷তার মধ্যে অন্যতম হলো Neteller, Skrill,Perfect Money,Payza....ইত্যাদি৷এখন Bkash সংযুক্ত বিভিন্ন অনলাইন ভিত্তিক ডলার লেনদেনকারী ওয়ালেট চালু হয়েছে৷এর মাধ্যমেও আরো সহজে এই ডিপোজিট করা যাচ্ছে৷
ডিপুজিট এর জন্য আপনি স্ক্রিল, পেপাল, মাস্টার কার্ড ব্যবহার করতে পারেন। দেখা গেছে প্রায় সব ব্রোকারই এখন এগুলো সাপোর্ট করে থাকে। তাছাড়া, এই মেথড গুলার মাধ্যমে আপনি কোন প্রকার ঝামেলা ছাড়াই টাকা উইথড্র করতে পারবেন। এছাড়াও রয়েছে নেটেলার, পেজা পেমেন্ট মেথড। এগুলোও খুব কাজ করে থাকে।
ফরেক্স আন্তর্জাতিক মুদ্রা কেনাবেচার মার্কেট। এখানে আপনাকে ব্যবসা করতে হলে অবশ্যই ডিপোজিট করতে হবে। তা না হলে আপনি ব্যবসা করতে পারবেন না। ডিপোজিট এর জন্য অনেক মাধ্যম আছে। ফরেক্স এ ডিপোজিট করার জন্য আমি মানিবুকার এবং নিটেলার ইউজ করি। এতে আমি সাচ্ছন্দ বোধ করি।
আমি মনে করি ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা মুদ্রা কেনাবেচার মার্কেট। এই মার্কেটে আপনি খুবই সহজ ভাবে ব্যবসা করতে পারবেন। আর ডিপোজিট করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে যেমন স্ক্রিল, পেপাল, লিভারটি,মাষ্টার কার্ড নেটেলা, পেজা ইত্যাদি মাধ্যমে আপনি ব্রোকারে ডিপোজিট করতে পারেন। এছাড়াও এগুলোর মাধ্যমে আপনি সহজেই ডিপোজিট করতে পারবেন যা অন্য কোন মাধ্যমে এত সহজে ডিপোজিট করতে পারবেন বলে মনে হয় না।
ফরেক্সে বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করা যায়।আপনি কোন ব্রোকার এ ডিপোজিট করবেন তবে আমার মতে ইনেস্তা ফরেক্স ব্রোকার সব থেকে ভালো ফরেক্স মার্কেটে ডিপোজিট করার জন্য আমার মতে সবচেয়ে নেটেলার দিয়ে ডিপোজিট করলে ভাল হবে তাই নেটেলার দিয়ে ডিপোজিট করবেন এবং নেটেলার দিয়ে টাকা উত্তলন করবেন।
আমরা জানি ফরেক্সে ডিপোজিট করার জন্য লিবার্টি রিসার্ভে সুবিধা বেশি। তবে আপনি যেটা সুবিধা মনে করেন যেমন মানি বুকার,নেটেলার দিয়ে ডিপজিট করবেন। আবার বেশিরভাগ ব্রোকার লিবার্টি রিসার্ভ সাপোর্ট করে। সেই ক্ষেত্রে আপনার লিবার্টি রিসার্ভ দিয়ে ডিপোজিট করলেই সুবিধা পাবেন।
মানিবুকারস ও নেটেলার হচ্ছে বাংলাদেশে সবচেয়ে সুবিধাজনক পেমেন্ট গেটওয়ে। আমদের দেশে এই দুটির ব্যাপক প্রচলন আছে। তাছাড়া মানিবুকারস থেকে ব্যাংক একাউন্টের সাথে লিংক করে দিলে খুব সহজে টাকা ব্যাংক এর মাধ্যমে তোলা যায়। আর ডিপোজিট এর জন্যেও অনেক ভাল একটি মাধ্যম হিসাবে আমরা এইগুলি ব্যাবহার করতে পারি।
ফরেক্স ট্রেডিং এ টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় টুলস হল ট্রেন্ড লাইন । ট্রেন্ড লাইন সহজেই নির্ধারণ করা যায় । ট্রেন্ড লাইন যদি সঠিকভাবে আকা যায় তবে তা অন্য যেকোনো মেথড থেকে ভাল ফলাফল দেয় ।
আসলে ফরেক্স এ ডিপোজিট করার জন্য অনেকে অনেক মেথরড ব্যবহার করে থাকেন কিন্তু আমি মনে করি নেটেলার এ সব চেয়ে ভাল এতে আপনার ডিপোজিটের টাকা মার যাওয়ার কন সম্বাভনা থাকে না
ফরেক্স আন্তর্জাতিক মুদ্রা কেনাবেচার মার্কেট। এখানে আপনাকে ব্যবসা করতে হলে অবশ্যই ডিপোজিট করতে হবে। তা না হলে আপনি ব্যবসা করতে পারবেন না। ডিপোজিট এর জন্য অনেক মাধ্যম আছে। ফরেক্স এ ডিপোজিট করার জন্য আমি মানিবুকার এবং নিটেলার ইউজ করি। এতে আমি সাচ্ছন্দ বোধ করি।
আমি এই ফরেক্স মার্কেটে নতুন । তাই আমার জানা নাই যে,, ফরেক্স মার্কেটে কোন ব্রোকার হাউজ সবচেয়ে নিরাপদ এবং সহজ । তবে আমার বেশিরভাগ বন্ধুরা ইন্সটাফরেক্স ব্রোকার হাউজ ব্যবহার করে। আমি জানিনা যে,,, এই ইন্সটাফরেক্স ব্রোকার হাউজ কতোটা নিরাপদ এবং সহজ,,, ধন্যবাদ ।
আমি এখনো এই ব্যাপারটার সাথে পরিচিত নই। আমি ফোরামে পোষ্ট করেই ডোলার জমাচ্ছি যা দিয়ে ট্রেড করবো। এখনো আমি রিয়েল ট্রেড শুরু করি নাই, ডেমো ট্রেডিং এ ট্রায়াল চলছে আমার । হয়তো ভবিষ্যতে দরকার হতে পারে তাই জেনে গেলাম
লাইভ অ্যাকাউন্টে ডলার ডিপোজিট এবং উইথড্র করারা জন্য অনেক গুলো মেথড রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল Skirll, Neteller, Payza, Bank wire, MasterCard, Bitcoin ইত্যাদি। তবে বাংলাদেশের বেশিরভাগ ট্রেডার Skirll, Neteller দিয়ে ডিপোজিট করে থাকে। এসব মেথড দিয়ে বাংলাদেশ থেকে সহজে ডলার ডিপোজিট এবং উইথড্র করা যায়। এছাড়া Skirll এবং Neteller দিয়ে ডিপোজিট এবং উইথড্র করলে সময় কম লাগে এবং চার্জও কম কাটে। বেশিরভাগ ব্রোকার এই পেমেন্ট মেথড রয়েছে। আর আপনি যদি ইন্সটাফরেক্সের ট্রেডিং অ্যাকাউন্টে ডলার ডিপোজিট এবং উইথড্র করতে চান তাহলে আপনি তাদের Local IB এর মাধ্যমেও ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন।
ভাই ফরেক্স মার্কেটে ডিপোজিট করার জন্য যেসব মেথড আছে সে সবগুলোই ভালো । আপনার সুবিধামত আপনি যেকোনো পেমেন্ট মেথড ব্যাবহার করে ফরেক্স মার্কেটে ডিপোজিট করতে পারেন । আমি মনে করি আপনি E-payments , Paxum , Neteller , Skrill এগুলোর যেকোনো একটা ব্যাবহার করে ফরেক্স মার্কেটে আপনার লেনদেন সম্পূর্ণ করতে পারেন এবং এই সব পেমেন্ট মেথডগুলো খুবই বিশ্বস্ত । তাই নিশ্চিন্তে ব্যাবহার করতে পারেন ।
কখনো ডিপোজিট করিনি তাই আমি ঠিকভাবে জানিনা যে কিভাবে ডিপোজিট করতে হয় তবে আমি সবার থেকে জানতে পারলাম যে লিবার্টি থেকে সকল সুবিধা হয় এবং এটা খুব ভালো তাই আমি যদি কখনো ডিপোজিট করি তো অবশ্যই লিবার্টি থেকেই ডিপোজিট করব
ডিপোজিট করার জন্য এক এক জন ফরেক্সার এক একটি ব্রোকার ব্যবহার করে। তবে আমার জানা মতে লিবার্টি রিভার্সই ভাল।আবার এর অসুভিতাও আছে যেমন এ থেকে সরাসরি ব্যাংক এর ম্যাধমে ওয়িথদও করা যাই না। তাই এ ব্যাপারে ভাল একজন ফরেক্সার এর কাছ থেকে পরামর্শ নিন।
ফরেক্সে ডিপোজিট করার জন্য লিবার্টি রিসার্ভে সুবিধা বেশি। তবে আপনি যেটা সুবিধা মনে করেন যেমন মানি বুকার,নেটেলার দিয়ে ডিপজিট করবেন। আবার বেশিরভাগ ব্রোকার লিবার্টি রিসার্ভ সাপোর্ট করে। সেই ক্ষেত্রে আপনার লিবার্টি রিসার্ভ দিয়ে ডিপোজিট করলেই সুবিধা পাবেন।
আসলে ডিপোজিট করার জন্য একেক জনের কাছে একেক মেথড ভাল। কারন যে যেই মেথডে টাকা ডিপোজিট করেছে, তার কাছে সেটাই ভাল। তবে কোন মেথডই খারাপ নয়। আমি মানিবুকার্স এ একাউন্ট করেছি কিন্তু এখনও ভেরিফিকেশন করতে পারি নাই। দয়া করে কেউ যদি ভেরিফিকেশনের জন্য ডিপোজিট সম্পর্কে সহযোগিতা করতে পারেন তাহলে উপকৃত হব।
আমার মতে নেটেলার হল সব চাইতে ভাল প্রসেস। কারন এটা আমাদের আনেক ধরনের শুদিধা প্রদান করে। যেমন ইনিস্টেন্ট টাকা বের করাযায় যেকোন সময় যেকোন যাগায়। আবার ব্রোকারে ডিপোসিট করতে গেলেও বেশি ঝামেলা করতে হয়না, স্ক্রিল্ল এর মত।
পারফেক্ট মানি অথবা স্কিল দিয়ে ডিপোজিট করাই উত্তম
ইন্সতাফরেক্স সব থেকে ভালো ডিপোজিট করা জন্য । নিরাপদ মানি প্রচেসস করার জন্য ফরেক্স ইনভেস্ত করা ইন্সতাফরেক্স ভালো হবে কারন । ইন্সতাফরেক্স হল এশিয়ান টপ ব্রোকার এই জন্য মানি উথল এবং মানি পাটাতে কোন জামালেনা হয় না ।
ফরেক্স ব্রোকার গুলোর এক একটা পেমেন্ট প্রসেসর সাপোর্ট করে। আমার মতে নিটেলার ভাল। কারন এতে দ্রুত পেমেন্ট পাওয়া যায়। আর এই ব্যলেন্স উত্তোলনের জন্য সব সময় কাউকে না কাউকে পাওয়া যায়, যাদের মাদ্যমে ট্রান্সফার করা যায়।
যদিও আমি এখনো কোন প্রকার টাকা উত্তোলন বা ডিপোজিট কোন টাই করি নাই তবে সবার মুখে যা শুনেছি তা হলো নেটেলার, লিবার্টি রিজার্ভ, ভিসা কার্ড , স্ক্রিল এগুলোর নাম বেশি শুনেছি। ফরেক্সে টাকা ডিপোজিট সম্ভবত আইনত বৈধ না এখনো
ফরেক্স মার্কেটে যেমন প্রচুর সংখ্যক ট্রেডার রয়েছে তেমনি ভিন্ন ভিন্ন ট্রেডার ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে ডিপোজিট করে থাকে। তবে আমার মতে বাংলাদেশ থেকে ডিপোজিট করার জন্য সবথেকে উপযুক্ত মাধ্যম হল মানিবুকারস। কেননা মানিবুকারস এর মাধ্যমে সরাসরি ব্যাংকে লেনদেন করা যায়। তাছাড়া আপনি চাইলে নেটেলার ও পেজা ব্যবহার করেও ডিপোজিট করতে পারেন।
ডিপোজিট করার জন্য আপনাদের জন্য রয়েছে নেটেলার একাউন্ট বাংলাদেশ এবং সারাবিশ্বে সাপোর্ট করে থাকে এবং বিভিন্ন ধরনের ডলার বিক্রেতারা রয়েছে যারা বাংলাদেশী টাকা নিয়ে ডলার বিক্রি করে থাকেন এমন অনেকেই আছেন আপনি একটু গুগোল এগিয়ে খুঁজলেই পেয়ে যাবেন এমন সব বিক্রেতাদের এবং তাদের থেকে আপনি ডলার নিয়ে এই ফরেক্সে ডিপোজিট করতে পারবেন।
ফরেক্স মার্কেট এ ডিপোজিট করার জন্য অনেক রকম মেথড আছে,আমার কাছে সব থেকে সুবিধা জনক উপায় মনে হয়,স্ক্রিল এবং নেটেলার,আপনি খুব সহজে এই অনলাইন মেথড দিয়ে ফরেক্স মার্কেট এ টাকা ডিপোজিট করতে পারবেন এবং উইথদ্রও করতে পারবেন,এবং ব্যাংকে ও টাকা তুলতে পারবেন।
আপনার প্রথমে একটি ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করা উচিত এবং যখন আপনি অনুভব করেন যে আপনি বৈদেশিক মুদ্রার ফোরামে বাণিজ্য শুরু করার চেয়ে যথেষ্ট প্রশিক্ষিত হয়ে থাকেন এবং কেবল এইভাবে আপনি অর্থের মধ্যে একটি লাভ করতে সক্ষম হবেন এবং আপনি একজন বিশেষজ্ঞ এবং ভাল ব্যবসায়ী হয়ে উঠবেন এবং যখন আপনি বাজারটি সাবধানে দেখুন এবং বাজারে সঠিক এবং সঠিক প্রবেশ করুন যাতে এটি অবশ্যই লাভজনক এবং সুখী হয়।
ক্ষতির অভিজ্ঞতাটিকে সম্পূর্ণ অপচয় এবং নেতিবাচক অভিজ্ঞতা হিসাবে দেখা উচিত নয়। লোকসানের একটি ভাল দিকও থাকা উচিত, যদি ফরেক্স ব্যবসায়ী লোকসান বা লোকসান থেকে উপকৃত হতে চান। সেক্ষেত্রে, ফরেক্স ব্যবসায়ীকে কেন ব্যবসায়টি ব্যর্থ হয়েছিল তার কারণ আবিষ্কারের পরিকল্পনার সাথে প্রতিটি হারানো বাণিজ্যের মধ্য দিয়ে যেতে হবে। তারপরে সে এমন ব্যবসায়ের আরও ভাল উপায় আবিষ্কার করে যে এ জাতীয় ক্ষয়ক্ষতি আর না ঘটে
যে কোন একটি ব্যাবহার করতে পারেন এরা ২টাই অনেক ভাল ম্যানি ডিপোজিট করার জন্য। লিবার্টি তে সমস্যা হল সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা উঠাতে পারবেন না আগে ম্যানি এক্সচেঞ্জ করে নিতে হবে তারপর ব্যাং থেকে তুলতে পারবেন।আবার নেটেলার ও অন্যরম ভাল যার মাধ্যমে ইনিস্টেন্ট টাকা বের করা যাই তাই আপনার যেটা ইচ্ছা ব্যাবহার করতে পারেন।
ফরেক্স মার্কেটে ডিপোজিট করার জন্য নোটেলার, মানিবুকার্স, লিবার্টি রিসার্ভ এগুলো সবই ভাল সবগুলো কিছুনা কিছু সুযোগ সুবিধা আছে।
ফরেক্সে মার্কেটে ডিপোজিট করার জন্য প্রথমে দরকার একটি ভাল মাধ্ম নির্বাচন করা যেটা ব্রোকার সাপোর্ট করে । ডিপোজিট করার জন্য মানি বুকার,নেটেলার ও পেজা দিয়ে ডিপজিট করবেন। কারন এ গুলু সাহায্যে বাংলাদেশ থেকে সহজে ব্যাংকে টাকা আনা যায়।
আপনি যে লিবার্টি রিসার্ভের কথা বললেন আসলে এই মেথডটা সম্পর্কে আমার তেমন জানা নেই এককথায় আমি কখনো ব্যাবহার করি নি। আমি যতদিন অনলাইনে কাজ করে চলেছি তার বেশিরভাগ সময়েই স্ক্রিল ও নেটেলারের সাহায্যেই করেছে। এছারা মাজে মাজে ক্রিপ্টো কারেনসীর যে ওয়ালেট গুলো রয়েছে সেগুলোও ব্যাবহার করেছি। তবে ডিপোজিটের জন্য আমার কাছে সবসময় স্ক্রিলই ভালো লেগেছে।
আপনি যদি আপনার ফরেক্স ব্রোকার হিসেবে ইন্সটাফরেক্স নির্বাচন করে থাকেন তাহলে আপনি আপনার মুলধন লিবার্টি রিজার্ভ এর মাধ্যমে নিরাপদে বিনিয়োগ করতে পারবেন। শুধু বিনিয়োগ জমা করাই নয় আপনি আপনার লাভ উত্তোলনেও এই মাধ্যম খুব সহজেই ব্যবহার করতে পারেন।
আসলে এখানে এক এক জন তাদের মত দিচ্ছেন যে কোন মেথর্ডে ফরেক্সে ডিপোজিট করা ভাল আমার মতে স্কিল/মানিবুকার্সের এবং নিটেলারের মাধ্যমেই ডিপোজিট করা সবচেয়ে ভাল কারন এই দুটি অনলাইন প্রেমেন্ট মেথড খুবই জনপ্রিয় এবং নিরাপদ তাছাড়া এখান থেকে আপনি খুবই অল্প সময়ের মধ্যে অাপনার ফরেক্স অ্যাকাউন্টে কোন ঝামেলা ছাড়াই ডিপোজিট করতে পারছেন।
ফরেক্সে বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করা যায়। ডিপোজিট করে ট্রেড করাই ভালো। একেক জনের কাছে একে টা সিস্টেম ভালো মনে হয় । আপনার যেতা সুবিধা মনে হবে আপনি সেটাই ব্যবহার করতে পারেন। আপনি লিবার্টি রিজার্ভ ব্যবহার করতে পারেন এটা বেশ ভালো। এছাড়া ডিপোজিটের জন্য আপনি মানি বুকারস স্ক্রিল, নেটলারও ,ব্যবহার করতে পারেন।
ফরেক্স মার্কেট এ ডিপোজিট করার জন্য অনেক সিস্টেম আছে,
১.মাস্টার কার্ড
২.নেটেলার
৩.স্কিল
৪.বিটকয়ন
আরো অনেক ধরনের পেমেন্ট মেথড আছে,কিন্তু সব থেকে সহজ হয়ছে স্কিল দিয়ে ডিপোজিট করা,এই টা দিয়ে খুব তারা তাড়ি ডিপোজিট করা যাই।
আমি যেটা ব্যবহার করেছি তার সুবিধা অসুবিধা বলার চেষ্ট করছি। আমি স্ক্রিল ব্যবহার করি কেননা এর ডলার কেনা এবং বেচা সুবিধা জনক। এবং এর রেইটও একটু কম তাই পেতেও সুবিধা হয়। আমি স্ক্রিল ব্যবহার করে অনেক সুুবিধা পেয়েছি। যারা ব্যবহার করতে ইচ্ছুক তারা করতে পারেন।