ভাই আমি গত মাসে মাত্র ০.২০ সেন্ট পেয়েছি আপনি কি বাকী টাকা গুলো দিতে পারবেন। যদি পারেন অথবা আমার ২৯২ টি পোষ্টের টাকা পাইনি এই টাকা গুলি দেওয়ার ব্যবস্থা করুন তাহলে আমি খুশি হব ঠিকাছে।
Printable View
ভাই আমি গত মাসে মাত্র ০.২০ সেন্ট পেয়েছি আপনি কি বাকী টাকা গুলো দিতে পারবেন। যদি পারেন অথবা আমার ২৯২ টি পোষ্টের টাকা পাইনি এই টাকা গুলি দেওয়ার ব্যবস্থা করুন তাহলে আমি খুশি হব ঠিকাছে।
আমি এই মাসে যে পোস্ট করবো তা কি সামনের মাসে পাবো। যদি পাই তাইলে প্রতিদিন পোস্ট করবো।
ami paini asa kore pab
আমরা প্রায় সময় শুধু বোনাস পাবার জন্য পোস্ট দিয়ে থাকি, এটা কিন্তু ঠিক না ইনস্টা ফরেক্স এই ফোরাম পোস্ট কিসের জন্য চালু করেছে সেটা আমাদেরকে বুঝতে হবে | শুধু বোনাস পাবার জন্য পোস্ট করলে আমরা ভুল করব | আমরা সব সময় চেষ্টা করব এখান থেকে যেন আমরা কিছু শিখতে পারি |
আমি জেনে খুবই আন্দদিত হয়েছিলাম এই ভেবে যে ইনষ্টা ফরেক্স ফোরাম বাংলায় চালু হয়েছে। কিন্তু আমার আশা আর পুরণ হল না । বিগত কয়েক মাস যাবৎ দেখছি এই সাইট থেকে কোন বোনা পাওয়া যায় না। আমার মনে হয় ভবিষৎয়ে কোন বোনাস আমরা কেউ পাবনা।
আমরা কি করে বেশি বোনাস পেতে পারি। আমরা যে বোনাস টা পেয়ে থাকি সে কি আমরা ওঠাতে পারব। আর আমরা সেটা আরো বেশি করে কিভাবে পেতে পারি তা জানাবেন? ধন্যবাদ
ভাই আমি আপনার মত একজন নতুন ফোরামে নিবন্ধনকারী। কিন্তু ভাই আপানি মনে হয় এই ফোরামের নিয়মকানুন গুলো পড়েন নি। যাই হোক আপনার জানার ইচ্ছা তাই জেনে নিন, এই ফোরামে আপনি দিনে ৩০-৩৫টি পোষ্ট করতে পারবেন, এবং প্রতিটি পোষ্টের জন্য আপনি .২০৳ এভাবে আপনি প্রতিদিন পোষ্ট করতে থাকলে সাধারনত আপনি মাসে ১৮০৳ পাবেন তবে এই ফোরামের রেফারেল ব্যবহার করে তো আপনি আরও ইনকাম করতে পারে। তাই এই ফোরামের সর্বোচ্চ ২৫০৳ ডলার পর্যন্ত প্রতি মাসে আপনার ট্রেডিং একাউন্ডে ট্রান্সফার হয়ে যাবে তাও আবার অটোমেটিকভাবে। হ্যা এবার হলো আপনি এই বোনাস তুলতে পারবেন কিনা? না আপনি এই ডলার গুলো আপনার ট্রেডিং একাউন্টে কাজে লাগিয়ে যে আয় করবেন সেই আয় আপনি যেকোন সময় তুলতে পারবেন। কিন্তু বোনাস আপনি তুলতে পারবেন না। এটা যেহেতু ইনস্টাফরেক্সের একটি সহযোগী ফোরাম সাইট তাই আপনি এখান থেকে মাসের ফোরামে পোস্টের মাধ্যমে কিছু ডলার দিয়ে ইনভেস্ট ছাড়া আয় করতে পারবেন।
এখানে বেশী বোনাস বলে কিছু নেই আপনি শুধু মাত্র বোনাস প্রাপ্তির উদ্দেশ্য করে যদি অপ্রয়জনীয় পোস্ট করে থাকেন তাহলে ফোরাম এর সৌন্দর্য রক্ষার্থে তা মুছে ফেলা হবে । প্রতি পোষ্ট এর জন্য আপনার একাউন্ট এ .২০ সেন্ট করা জমা হতে থাকবে এবং তা পরবর্তি মাসের ১ হতে ৭ তারিখের মধ্যে আপনার ট্রেডিং একাউন্ট এ জমা হবে ।
আমি গত মাসের ফুল পেমেন্ট পেয়েছি এবং আমার জানা মতে গত মাসের ফুল পেমেন্ট আপনাদের সকলের একাউন্ট এ পৌঁছে গেছে আপনারা আপনাদের পেমেন্ট বা বোনাস প্রাপ্তির ছবি এখানে শেয়ার করার জন্য অনুরোধ করা হল । [ATTACH=CONFIG]279[/ATTACH]
এখনো কি বোনাস পাউয়া জাবে? যদি আমি নিয়মিত পোস্ট করি?
ভাই অন্য কন ফ রামে কাজ করেন কি ভাবে বিস্তারিত বল্বেন?
[ATTACH=CONFIG]378[/ATTACH]
আমার বোনাস কই গেল ভাই একটু দেখুন প্লিজ । এখন পর্যন্ত একাউন্টে জমে নাই । @ এডমিন
আপনারা সবাই ধৈর্য্য ধরে দাড়িয়ে থাকেন।ফোরাম যখন চালু আছে,হয়ত একবছর পর সাড়া বছরের বাকি বোনাস গুলোও একসাথে পরিশোধ করে দিবে।সবাই ২০১৫ সালটা অপেক্ষা করুন,তারপর সিদ্ধান্ত নিয়েন কি করবেন।ধৈর্য্য ধরার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।[ATTACH=CONFIG]587[/ATTACH]
ধন্যবাদ আপনা কে।
[ATTACH=CONFIG]678[/ATTACH]
আমি ফোরামের সকল রুল মেনে চলি এবং আমার সব পোস্টই ছিল শিক্ষনীয় এবং দীর্ঘ।কিন্তু এ নিয়ে তিনবার আমি বোনাস পাইনি।কারন টা কি যদি এডমিনরা একটু বলে দিতেন খুবই উপকৃত হতাম।
সুহৃদ, আপনার অ্যাকাউন্ট 81339.. চেক করার পর, আমাদের ডাটাবেজ এ দেখাচ্ছে যে, আপনি ডিসেম্বর মাসের পোস্টিং বাবাদ ৯ ডলার বোনাস পেয়েছেন(1761469815- 2015.01.01--20:48:15-pay for post 2014-12 en-9.00 ।
আর জানুয়ারীর মাসের পোটিং বোনাসের জন্য ৭ ই ফেব্রুয়ারী পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ
আমি ফেব্রুয়ারি, ২০১৫ মাসের পোস্টিং এর জন্য ৭৮.২৫ ডলার এবং আমার রেফারাল এর জন্য ৪.৯৭ ডলার পেয়েছি। আমি এখন রিয়াল ট্রেড করছি।
বোনাস ট্রাডিং এ্যকাউন্টে ট্রান্সফার করার পদ্ধতি কি। আমার প্রফাইলে একটি ফরেক্স ওয়ালেট এ্যকাউন্ট এ্যটাচ করা আছে। কিন্তু আমি বোনাস ট্রান্সফার করতে পারছিনা। আমাকে কি কেউ এ ব্যপারে সাহায্য করতে পারবেন?
কোন পোষ্টগুলো বোনাস পাওয়ার যোগ্য নয়। কিভাবে বুঝব?
আমি এই ফোরামে নতুন । আমার ইন্সটাফরেক্স একাউন্ট যদি ভেরিফায় না হয় , তাহলে কি বোনাস আমার ইন্সটাফরেক্স একাউন্ট এ জমা হবে ? আর ইন্সটাফরেক্স একাউন্ট এ বোনাস জমা করার পদ্ধতি টা কি ? দয়া করে , সিনিয়র মেম্বার / এডমিন জানালে খুশি হব ।
আমার জানা মতে বোনাসেরর পরিমান সে যত করবে ১ মাস পর তা পেয়ে যাবে। মনে করেন আপনি ১০০ ডলার করেছেন ১ মাস পর তা আপনি পেয়ে জাবেন। কান এরকম কেউ আছে নাকি ১মাস পর কোন বোনাসই পায় নায়।
ইনশাল্লাহ আগামী মাসে আমিও স্ক্রীণশট দিতে পারব বলে আশা রাখছি । শুধু বোনাস নয়, মুনাফা উইথড্র প্রমান দিব । ফরেক্স শেখার পাশাপাশি এভাবে কিছু উপার্জনের ব্যবস্থা করে দেয়ার জন্য ফরেক্স বাংলাকে ধন্যবাদ ।
আমি গত মাস থেকে ফোরাম পোস্টিং শুরু করি প্রথম মাসে আমার দোষে প্রায় ৮০ পারসেন্ট পোস্ট বাতিল হয়ে যায়,কিন্তু এই মাসে আমি যত গুলো পোস্ট করেছি একটাও বাতিল হয়নি সবগুলার বোনাস পেয়েছি আর একাউন্ট এও যোগ হয়ে গেছে।বাংলা ফরেক্স ফোরামকে ধন্যবাদ
বাংলাদেশ ফরেক্স ফোরাম আমাদের মত সাধারণ ফরেক্স ট্রেডারদের জন্য আশির্বাদ স্বরুপ । নতুন আগত ফরেক্স ফোরাম প্রত্যক সদস্যদের বলছি ফোরামের রুলস মেনে পোস্ট করলে প্রত্যক মাসের শুরুতেই আপনার আপনাদের বোনস পেয়ে যাাবেন । তবে মনে রাখতে হবে কোন ভাবেই অপ্রাসগ্ঙিক পোস্ট অথবা থ্রেডের মাধ্যমে ফোরামের মধ্য বিশৃক্ঙল করবেন না । সবাইকে বোনাস প্রাপ্তির জন্য অবশ্যই রুচিশীল এবং প্রাসগ্ঙিক পোস্ট করতে হবে ।
ভাই আমার বোনাস এখনো নন বোনাস হইয়া আছে। এর সমাধান কবে হবে।আর কবে আমারা আমাদের বোনাস অ্যাকাউন্ট এ পাবো।
ভাই আমার বোনাস এখনো নন বোনাস হইয়া আছে। এর সমাধান কবে হবে।আর কবে আমারা আমাদের বোনাস অ্যাকাউন্ট এ পাবো।
ফোরাম এর বোনাস আমরা মাস শেষে পেয়ে থাকি। মাস শেষে যখন বোনাস ট্রেড একাউন্টে যোগ করব তখন যদি তা কাজ হয় তাহলে প্রমান পাওয়া যে বোনাস প্রাপ্তির প্রমান। আমি তাই ই মনে করে কারন আমি আগামি মাসে বোনাস পাবতো।
যথারীতি এই মাসেও আমার বোনাস পেয়ে গিয়েছি। এই মাসের ১১ তারিখ বোনাস আমার অ্যাকাউন্টে জমা হয়েছে। এই মাসে আমি একটু কম একটিভ ছিলাম বলে বোনাস একটু কম এসেছে যাই হোক যা পেয়েছে তাই আমার জন্য অনেক। আসলে বোনাস পাওয়ার পর একটা ভাল লাগে যে এখানে লেখালেখি করে কিছু পায়। আর এটাই একমাত্র ফরেক্স ফোরাম যেখানে লেখালেখি করার জন্য বোনাস পাওয়া যায়। এর জন্য ধন্যবাদ জানাই ফরেক্স বাংলা ফোরাম এবং ইন্সটাফরেক্সেকে আমাদের এমন সুযোগ করে দেওয়ার জন্য। আমার এই মাসের বোনাস প্রাপ্তির প্রমান -
[ATTACH=CONFIG]9070[/ATTACH]
গত মাসের ফোরাম পোস্টিং এর ব্যালেন্স আজ মাসের ১২ তারিখ হয়ে গেছে এখনও পাওয়া যায় নাই। আমি জানি না মাসের কোন সময়ে বোনাসের টাকা একাউন্টে যোগ করে। কারো জানা থাকলে দয়া করে জানাবেন। আমি গতমাস থেকে প্রথম ফোরাম পোস্টিং করছি।