আমি আসলে ফান্ডামেন্টাল এনালাইসিসকে সবচেয়ে বেশি গুরুত্বসহকারে দেখি । একজন ভালো ট্রেডারের সব ধরনের এনালাইসিস এর দরকার হয় কারণ বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তনের দ্বারা কারেন্সিগুলো প্রভাবিত হয়ে থাকে আর সেই কারণেই মার্কেট এর কারেন্সিগুলো পরিরবর্তন হয়ে থাকে। তাই অনেক সময় কোন এনালাইসিসই কাজে লাগে না তবে ফরেক্স মার্কেট সবচেয়ে বেশি দরকার পড়ে ফান্ডামেন্টাল এনালাইসিসটা।