ফরেক্স এ ডেম ট্রেড এর গুরত্ত অনেক। আমি আমি সবে মাত্র ফরেক্স এ এসেছি। আমি দুই সপ্তাহ হল ডেম ট্রেড করছি। আর ভবিশ্যতে রেয়ল ট্রেড করার জন্য ডেম ট্রেড করা খুব জ্রুরি।
Printable View
ফরেক্স এ ডেম ট্রেড এর গুরত্ত অনেক। আমি আমি সবে মাত্র ফরেক্স এ এসেছি। আমি দুই সপ্তাহ হল ডেম ট্রেড করছি। আর ভবিশ্যতে রেয়ল ট্রেড করার জন্য ডেম ট্রেড করা খুব জ্রুরি।
আমার মতে কমপক্ষে ৩ মাস ডেমো ট্রেড করলে ভাল হয় । তবে ডেমো ট্রেড অবশ্যই রিয়েল ট্রেডের মত সিরিয়াসলি করতে হবে । মনে করতে হবে আপনি রিয়েলে মানি ইনভেস্ট করেছেন । নিজের ট্রেডিং পদ্ধতি তৈরি করে নিয়মিত অনুশীলন করতে হবে । তাহলেই সফলতা আসবে ।
আসলে এমন কথা নেই যে কেও ১ বছর ডেমো ট্রেড করার পর রিয়েল ট্রেড করবে তবে কোন বাক্তি যদি এক মাসে যদি ট্রেড ভাল বুঝে থাকে তবে করতে পারে।আবার অনেক সময় দেখা জাই অনেক ট্রেডার রয়েছে যারা এক বছর কেন ৩ বছরেও ভাল ট্রেডার হতে পারে বার বার লস খয়া সুতরাং এখানে যে ভাল বুঝবে সে সফলতা পাবে
ডেমো ট্রেডিং করতে হই কমপক্ষে ৬ মাস। আর ডেমো করা অত্যন্ত প্রয়োজন । কারন ডেমো ট্রেডিং এর মাধমে ট্রেডিং ভাল ভাবে শিক্ষা যাই । আর ভাল ভাবে ট্রেডিং করা শিখলে রিয়াল ট্রেডিং অনেক ভাওবান হওয়া যাই তাই ডেমো ট্রেডিং ৬ মাস ট্রেডিং করতে হই ।
আপনার ধৈর্যকে স্বাগত জানাই । আসলে প্রত্যেকেরই উচিত অনন্ত ৬ মাস ডেমো ট্রেড করা । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেই ধৈর্যটা রাখতে পারি না । তবে শুধু ডেমো ট্রেডিং করলেই হবে না, একেবারে রিয়েল ট্রেডের মতই সিরিয়াসলি করতে হবে । ধন্যবাদ
আমি প্রাই ১ বছর ডেমো ট্রেড করেছিলাম , কারন আমি লস করতে চেয়েছিলাম না বা সে মুহূর্তে ডিপসিট করার মত টাকাও ছিল না, তবে ডেমোর সাথে সাথে কনটেস্ট গুলতে অংশগ্রহণ করেছিলাম এতে আমি বেশ এক্সপেরিএঞ্চ ও পেয়েছিলাম
আমি আমার ট্রেডিং লাইফের প্রথম থেকে এখন পর্যন্ত ডেমো ট্রেড করে আসছি। কারন- ফরেক্স এ শেখার কোন শেষ নাই। আমি মনে করি, যত বেশি ডেমো প্রাকটিস করব, ততই আমার রিয়েল ট্রেডিং এর জন্য উপকার। রিয়েল ট্রেডে কোন কিছুই পরীক্ষা নিরিক্ষা করা যায় না। আমার যত এ্যানালাইসিস সবই আমি প্রথমে ডেমোতে পরীক্ষা করি। যখন ডেমোতে সাকসেস হই, এবং যখন মনে হয়, হ্যা এই ফরমুলা অনুযায়ী রিয়েল ট্রেড করা যায়। তখনই আমি উক্ত ফরমুলা দিয়ে রিয়েল ট্রেড করে থাকি। প্রতেক্যেরই উচিত রিয়েল ট্রেডের পাশাপাশি ডেমো ট্রেড করা।
ফরেক্স মার্কেট এ অভিজ্ঞ হওয়ার জন্য আমি প্রাই তিন মাস ফরেক্স মার্কেট এর ডিমু একাউন্ট এ ট্রেড করি। এই একাউন্ট এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারবো এবং আমরা ফরেক্স মার্কেট এ অভিজ্ঞ হবো। ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কজে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে। আমরা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে চাই তাহলে আমাদের কে ডীমু একাউন্ট এ ট্রেড করতে হবে। তাই রিয়েল একাউন্ট এ ট্রেড করার আগে ডিমু একাউন্ট এ ট্রেড করুন।
আমি একন প্রতিদিন ডেম তে ট্রেড করি।কারন আমি যদি নিয়মিত ট্রেড না করি তাহ্লে ভাল করতএ পারবনা।এজন্ন্য আমি ডেলি দুইবার ট্রেড করি।
আমি আর ও মনে করি বেশি ট্রেড করলে বেশি শিক্তে পারব।তাই আমি বেশি বেশি ট্রেড করি যে ভবিস্ত এ কেন সমস্যা না হয়।
আশা করি আপ্নারা বুজতে পারসেন ।কারন বেশি বেশি ট্রেড করলে বেশি শিক্তে পারব।আমি মনে করি এতিই নিয়ম।
আমি অনেক বার ডেম একাওউন্ততে ট্রেড করেছি।আমি জানি ডেমতে ট্রেড সারা সফল হও্য়া যাই না।এজন্ন্য ব্বেশি বেশি ট্রেড করেসি।
আমি মনে করি বেশি বেশি ট্রেড করা মানে বেশি শিখা।আর শিক্কার ত সেস নাই।শিক্কার জান্ন্য আর কত কিছু দরকার।
আমি ৬মাস ডেমো তে কাজ করেচি ।আর আমার মনে হই যে ডেমো তে কমপক্ষে ১বসর ট্রেড করা ভাল।
আমি মনে করি ডেমো ততদিন করা উচিৎ, যত দিনে আপনি মনে করবেন যে আমি এখন ট্রেড শিখেছি, এখন আমি ট্রেড দিলে লস না হয়ার সম্ভাবনা কম। প্রয়োজনে সকল এনালাইসিস প্রথমে ডেমো তে করেন তাতে যদি আপনার এনালাইসিস এর সাথে ডেমো ট্রেড প্রতিদিন প্রায় ৬০% মিলে যায় তখন আপনি রিয়েল ট্রেডে শুরু করতে পারেন।
ফরেক্স এমন একটা মার্কেট যেখানে ডিমর কন বিকল্প নাই। যে জত ডিম শিখেছে সে ততো ভাল ট্রেদ করতে পারবে । তাই আমাদের আগে ডিম ভাল করে শিখে নিতে হবে তাহলে আমরা ভাল ইঙ্কাম করতে পারব। আর যে ডিম না শিখে রিএল ট্রেদ করতে যাবে সে কনদিন লাভ করতে পারবে না। আর জারা ভাল করে ডিম শিখবে তারা মাসে কমপক্ষে ১০-১৫ হাজার টাকা ইঙ্কাম করতে পারবে। আমি ৮ মাস ডিম শিখেছি।
ফরেক্স মার্কেটে আমি রিয়াল করার মত ভাল অভিজ্ঞতাজত দিন অরজন করতে পারি নাই আমি তত দিন ফরেক্স মার্কেটে ডেমো করেছি তাই ডেমো করার জন্য ফরেক্স মার্কেটে কত সময় করতে হবে সেটা কোন বিসয় না ডেমো করতে হবে ফরেক্স ট্রেড সম্পরকে অভিজ্ঞতা অরজন করার জন্য ।
ফরেক্স মার্কেটে ডেমো না করে ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা অনেক কস্টকর বেকার তাই ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেডিং সম্পর্কে অভিজ্ঞতা বারাতে দরকার ফরেক্স মার্কেটে ডেমো করতে হবে ডেমো ভালো করে করতে পারলে দেম ট্রেড করার সময় মন দিয়ে ফরেক্স ট্রেডিং প্লান তইরি করতে হবে।
আমি ফরেক্স সম্পর্কে বেশিক শেখার পর ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার পর ফরেক্স সম্পর্কে ট্রেনিং করার পর ফরেক্স সম্পর্কে বা ফরেক্স ট্রেডিং ভালো করে জানার জন্য ডেমো ট্রেড করি ১ বছর আর এখন আমি ডেমো করছি আর জত দিন ফরেক্স মার্কেটে থাকব ততো দিন ডেমো করবো ।
অামি এখোনো এটা করার সুযোগ পাই নি বা হয় নি বা এটা করার আমার সোভাগ্গ হয় নি আমার তবে আমি সুনেছি এটা নাকি ১ বছর করলে ভাল হয় । তাই আমার যদি কোন দিন কাজ করার ভাগ্য হয় তাহলে আমি এক বছর এ ডেমো ট্রেড করবো ।
আমি দীঘ ৬ মাস ডেমোতে ট্রেড করেছি।ডেমোতে ট্রেড করার জন্য আপনার কোন টাকা খরচ হবে না।কারন ডেমোতে আপনি ভারচুয়াল মানি দিয়ে ট্রেড করার সুযোগ পাবেন। আপনি ডেমোতে ট্রেড করে মাকেট সমন্ধে অভিঞতা অজন করতে পাবেন।আমি মনে করি ফরেক্স মাকেটে ট্রেড করার জন্য ডেমোর কোন বিক্লপ নাই।
আমি প্রায় ৩ মাসের মত ফরেক্সের ডেমো ট্রেডিং করেছি এবং এর মাধ্যমে আমি ট্রেডিংয়ের অনেক কেৌশল ভাল করে রপ্ত করতে পেরেছি।
আমার বেসিক শিখতেই লাগছে প্রায় ১ মাস,তারপর গিয়ে শুরু করেছি ডেমো ট্রেডিং।এই ট্রেডিং অনুশীলন ও কমপক্ষে ৬ মাস চলেছে এবং এখনো চলছে।ডেমো ট্রেড আপনার সারাজীবনইই করে যেতে হবে।
ফরেক্স এর মধ্যে ডেমো একাউন্তে ট্রেডিং কত দিন করেছেন বা করছেন বলে প্রশ্ন করা উত্তর দেওয়া একদম সহজ বলে মনে হয়।কারন একজন নিউ ট্রেডার ডেমো একাউন্তে প্রাকটিচ এর ভূমিকা অপরিসীম যা শিক্ষার শেষ নেই।সেজন্য আমি বলব ডেমো একাউন্তে বেশি বেশি ট্রেডিং করা একান্ত আবশ্যাক।
ডেমো ট্রেডিং করাটা আপনার নিজের সাফল্য এর মুল মন্ত্র হচ্ছে ডেমো আপনি চাইলে রিয়াল ট্রেড এর পাশাপাশি ডেমো ট্রেড রাখতে পারেন কারন ডেমো থেকে অনেক কিছু শিখার আছে। আমি শুধু ডেমো ট্রেড করেছি ৬ মাস কিন্তু তারপর এখন রিয়াল ট্রেড এর পাশাপাশি ডেমো ট্রেড করছি। এবং ঐ সময় ডেমো থেকে মোটামুটি ইন্ডেকেটর গুলার কাজ জেনে দেন আমি লাইগ ট্রেডন এ আসি।
আমার আজ পর্যন্ত হিসাব করলে প্রায় ৯ মাস হয়ে গেছে বলা যায়,আমি এখনো ডেমো করে যাচ্ছি।আর আমার মনে হয়না কেউ কখনো ডেমো ট্রেড ছাড়তে পারবে। কারন ফরেক্সের দুনিয়া বিশাল এখানে প্রতিদিন কিছু না কিছু যোগ হচ্ছেই।আর।এগুলা শেখার জন্য ডেমো ট্রেডের কোন বিকল্প নাই।
আমি ফরেক্স প্রথম এ ৩ মাস ডেমো ট্রেডিং করেছি । তার পর আমি রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেডিং শুরু করেছি । রিয়েল অ্যাকাউন্ট গিয়ে আমি অনেক লস করেছি । তারপর আমি আবার ডেমো অ্যাকাউন্ট এ ৩ মাস ট্রেড করেছি ।ডেমোতে অনেক সুবিধা আসে।আপনি ডেমোতে লস করতে পারেন, এমনকি পুরো ব্যালেন্স উড়িয়ে দিতে পারেন, কোন সমস্যা নেই। এটা শুধুমাত্র আপনার দক্ষতাকে আরও বাড়ানোর জন্য। আপনি যত ট্রেড করবেন, আপনি তত ট্রেড শিখবেন। আপনি ভালভাবে ট্রেডিং শেখার আগে আপনার রিয়েল ট্রেড শুরু করা উচিত নয়।:tie:
আমি ফরেক্স মারকেট সম্পরকে আগে জানার পর আমি ফরেক্স ট্রেড ভাল অভিজ্ঞতার জন্য ডেম ট্রেড করি অনেক যেমন আমি ডেম করি ৬ মাস পুরা আমি ডেম করি আর এই ডেম করে ফরেক্স ট্রেড সম্পরকে ভাল একটা অভিজ্ঞতা অরজন করি কারন এই অভিজ্ঞতা অরজন করার জন্য আমি ডেম প্রাক্টিস ৬ মাস করার পর আর অনেক দিন আমি ডেম করি ।
যে যত ডেমো করবে সে তত বেশি লাভবান হবেন।এর জন্য কোন নিদ্দস্ট নিয়ম নেই যার শিক্ষতে যেমন টাইম লাগে তার ততটুকু টাইম নিয়ে ডেমো ট্রেড করা উচিত বলে আমি মনে করি।কারন ডেমোর সাথে আপনার ট্রেড বোঝার দক্ষতা জরিয়ে থাকে তাই একটু বেশি সময় নিয়ে ডেমো করা টাই যুক্তিসংগত। আমি মাত্র ১ মাস হল দেম তে ট্রেড করছি।১ মাসেই অনেক কিছু সিক্তে পেরেছি।
ফরেচ মার্কেট শিখতে ডেমো ট্রেডাররে কোন বিকল্প নেই। আমি প্রায় সাত মাস যাবৎ ফরেক্স মার্কেটে ডেমো ট্রেড করে আসছি। তবে আমি মনে করি যে বেশি বেশি ফরেক্স ডেমো ট্রেড করবে সে ততই বেশি বেশি ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। আমি তাই বেশি বেশি ডেমো ট্রেড করে থাকি।
ডেমো ট্রেড করার নির্দিষ্ট কোন সময় সীমা নেই যে যতো দিন ইচ্ছা করত পারে। আমি ডেমো ট্রেড ২ মাস করেছি। ডেমো ট্রেড করে ট্রেড করা সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করা সম্ভব। ডেমো ট্রেড করে ট্রেড করা সম্পর্কে দক্ষতা অর্জন করে একজন ভালো দক্ষ ট্রেডার হওয়া সম্ভব।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং শিখার জন্য প্রথমে আমরা ডেমো একাউন্ট করে,ফরেক্স ট্রেডিং করার অভিজ্ঞতা অর্জন করতে হবে,তারপরে ফরেক্স মার্কেট এর ট্রেডি ং করার অভিজ্ঞতা অর্জন করার পরে ফরেক্স মার্কেট এর লাইভ একাউন্ট করতে হয়,তাই আমি মনেকরি,৬ থেকে৮মাস ডেমো ট্রেডিং করতে হয়।
আমি বলবো ডেমো ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় নেই। আপনি জতদিন ইছছা করতে পারেন। তবে সাধারনত কমপক্ষে এক বছর ডেমো ট্রেড করা উচিত। ডেমো ট্রেড করলে আপনার অভিজ্ঞতা বাড়বে, আপনি অনেক্কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। অনুশিলন পুর্নাঙ্গ হবে। আপনি ভালো ভাবে ট্রেড করতে পারবেন।
নতুন ট্রেডারদের কথা চিন্তা করে ডেমো একাউন্ট এর আবিস্কার । ফরেক্স একটি জটিল ব্যবসায় । তাই নতুন অবস্থায় আপনি অবশ্যই চাইবেন না যে টাকা ডিপোজিট করে ট্রেড করতে । তাই ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় এবং মার্কেট সম্পর্কে ভালভাবে পরিচিতি লাভ করার জন্য ডেমো ট্রেডের ব্যবস্থা করা । আপনি একটি ডেমো একাউন্ট ওপেন করে সেখানে প্রাকটিস করে দক্ষ হয়ে তারপর ফরেক্স রিয়েল মার্কেটে ট্রেড করতে পারবেন । আমি প্রায় ১ বছর ডেমো প্রাকটিস করার পর রিয়েল মার্কেটে আসি এবং এখনও আমার ডেমো ট্রেডিং করা হয় ।
ডেমো ট্রেডিং অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন অবস্থায় সরাসরি রিয়েলে না প্রবেশ করে ডেমো ট্রেডিংয়ের মাধমে ফরেক্স শিখে রিয়েল ট্রেড করতে আসা উচিত।এজন্য আমিও নতুনঅবস্থায় ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে ফরেক্স শিখেছিলাম। তবে আমি একনাগাড়ে ছয়মাস ডেমো করেছিলাম এবং বর্তমানে ডেমো ট্রেডিংয়ের পাশাপাশি রিয়েল ট্রেডিংও করে থাকি কারন ফরেক্সে শিখার কোনো শেষ নেই।
আমি প্রথমে চার মাস ডেমো ট্রেড করেছিলাম.আহার মাসের এই ডেমো ট্রেড এর সফলতায় আমি রিয়েল ট্রেড এর বেপারে অনেক আশাবাদী ছিলাম কিন্তু বাস্তবত ট্রেড অনেকটা কঠিন ই বলা যায়.তাই এর পর ও দুই মাস আমি ডেমো ট্রেড করে আমর বহুল গুলোকে শুদ্রে নিয়েছিলাম.এখন ও যে একদম ভুল করছিনা টানা.কিন্তু ডেমো ট্রেড করার ফলে তুলনা মূলক কম করছি.
ফরেক্স বিজনেসের ক্ষেত্রে ডেমো ট্রেডিং নামের যে সুবিধাটি নতুন ট্রেদারদের দেয়া হয়ে থাকে তা আর কোন বিজনেসের ক্ষেত্রে দেয়া হয় না। আমি বর্তমানে বিগত ৩ মাস ধরে ডেমো ট্রেডিং করছি। ডেমো ট্রেডিং আমার মত নতুন ট্রেদারদের জন্য অনেক বেশি উপকারি বলে আমি মনে করি।দেম ট্রেডিং একজন নতুন ট্রেডারের অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করে।
আমি ডেমো ট্রেড প্রায় ৩ বছর করেছি । তাতেও কোন প্রকার উপকার পাইতেছি না । আমার দরকার আরো ডেমো ট্রেড করা দরকার । সুতরাং আপনারাও এই ডেমো ট্রেড ছাড়বেন না । তাহলেই জীবনে উন্নতি করতে পারবেন ।
আমি ফোরামের সাথে সাথেই ডেমো করছি। বোনাস পাওয়ার পর থেকেই ট্রেড শুরু করেছি। আজ প্রায় ছয় মাস চলছে। আমার মতে ডেমো ট্রেড এক বছরের বেশি সময় নিয়ে করা উচিত। এতে মার্কেট সম্পর্কে ভাল ধারণা তৈরি হয়। মার্কেটের ধারনা ট্রেড না করলে জানা যায় না।