আমার মনে হয় পেমেন্টর জন্যে সব থেকে ভাল হচ্ছে স্ক্রিল। কারণ এরা উইথড্র বা ডিপুজিট করার সাথে সাথে ড্রলার দিয়ে থাকে। এমনকি চার্জও অন্য পেমেন্ট প্রসেসর এর চেয়ে কম নিয়ে থাকে।
Printable View
আমার মনে হয় পেমেন্টর জন্যে সব থেকে ভাল হচ্ছে স্ক্রিল। কারণ এরা উইথড্র বা ডিপুজিট করার সাথে সাথে ড্রলার দিয়ে থাকে। এমনকি চার্জও অন্য পেমেন্ট প্রসেসর এর চেয়ে কম নিয়ে থাকে।
নেটেলার ভাল পেমেন্ট প্রসেসর আমিও জানি, কিন্তু নেটেলারে তো আগে টাকা ভরতে হবে তবেই তো কোন ট্রেডিং একাউন্টে ডিপোজিট করতে পারব। নেটেলারে ডিপোজিট করার সহজ উপায়টা বলুন। নানা সমস্যার জন্য আমি নেটেলার একাউন্টেই ডিপোজিট করতে পারছি না।
আমি মানিবুকার্সকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। কেননা এটা অনেক আগের ও বিশ্বস্ত। আমার সকল সিনিয়র ভাইয়েরা মানিবুকার্স এর মাধ্যমে তাদের লেনদেন সম্পন্ন করে থাকেন বিধায় আমি ও তাদের পথ ধরে তাদের পছন্দ এবং অপছন্দকে মূল্যায়ণ করে থাকি। কেননা গুরু বাক্য শিরধার্য্য।
আমি ইনস্টা ফরেন ব্রোকারে একাউন্ট করেছি। আমার স্ক্রীল একাউন্ট আছে এখনো কোন উঠাতে পারি নাই। স্ক্রীলে টাকা উঠালে কোন কমিশন কাটে। যদি কাটে কি পরিমান কমিশন কাটে যারা জানেন আমাদের কে জানার সুযোগ করে দিবেন।
এখন সারা বিশ্ব অনলাইমুখি সব ধরনের কার্যক্রমে জড়িয়ে পড়ছে এবং এক্ষেত্রে অনলাইনে সব ধরনের লেনদেন বিশ্বস্ততার সহিত পরিচালনা করার জন্য প্রয়োজন রয়েছে অনলাইন পেমেন্ট প্রসেসরস বা অনলাইন গেটেওয়ে যুগের সে চাহিদাকে সাথে নিয়েই গড়ে উঠেছে অনেক ধরনের ই-পেমেন্ট গেটওয়ে তার মধ্য সবচেয়ে ভালো পেমেন্ট প্রসেসরস হল স্ক্রিল,পেইজা, পেপাল (যদিও বাংলাদেশে এর কার্যক্রম নেই) নেটেলার সহ অনেক প্রতিষ্টান তবে আমি ব্যাক্তিগতভাবে ব্যবহার করি স্ক্রিল
বর্তমানে অনেক পেটমেন্ট প্রসেসরের মধ্যে নেটেলার ও মানিবুকার্স অধিক পরিচিত। তবে লিবার্টি রিজার্ভের পর থেকে বেশিরভাগ লোকই এখন মানিবুকার্স ব্যবহার করছে। এর জনপ্রিয়তা বেশ ব্যাপক। অতি অল্প সময়ের মধ্যে লেনদেন সম্পন্ন হয় বলে সবাই এখানে লেনদেন করে থাকে। এটি আমাদের জন্য খুবই ভাল।
আমার মতে পেমেন্ট এর জন্য সবথেকে ভাল পেমেন্ট প্রসেসর হচ্ছে স্ক্রিল। স্ক্রিল ব্যবহার করে আপনি আপনার ব্যাংক একাউন্টে কোন রকম ঝামেলা ছাড়াই সরাসরি টাকা উত্তোলন করতে পারবেন । তাই আমি মনে করি স্ক্রিল সবচেয়ে নির্ভরযোগ্য এবং কার্যকরী একটি পেমেন্ট প্রসেসর বাংলাদেশীদের জন্য ।
পেমেন্ট এর জন্য অনেক পদ্ধতি আছে। আমরা যারা অল্প পুজি দিয়ে ব্যবসা করি এবং অল্প লাভ করি তারা ডলার বন্ধুদের মাঝে বিক্রি করে টাকা পেতে পারে।যারা বেশি ডলার উইথড্র করবেন তারা স্ক্রিল এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারেন।
ফরেক্স মার্কেট বাংলাদেশে বৈধতা না পাওয়ার কারনে মার্কেটে আমাদের ডিপোজিট করা এবং মার্কেট থেকে উইথড্র করা একটি সমস্যা হয়ে দাড়ায় । উইথড্র করার জন্য আপনি স্ক্রিল, পেপাল , পেজা, নেটেলার ইত্যাদির সাহায্য নিতে পারেন । তবে আমার মতে ফরেক্স মার্কেট থেকে ডলার উত্তোলনের জন্য স্ক্রিল সবচেয়ে ভাল এবং সহজ পদ্ধতি । ধন্যবাদ ।
ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেড করি আমার কাছে স্ক্রীল ভাল লাগে। স্ক্রীলে কি ভেরিপাই ছাড়া টাকা ট্রান্সফার করা যায়। বেরিফাই করতে হলে আমাকে কি আপলোড করা লাগে।
টাকা উত্তোলনের জন্য অনেক গুলা সিস্টেম আছে। যেমন নেটেলার, মানি বুকারস, ইগুপে, আবার সরাসরি ইন্সটা ফরেক্স এর ডেবিট কার্ড আছে। আপনি আপনার খুশি মত যে কোন একটি ব্যবহার করে ফরেক্স থেকে টাকা উত্তোলন করতে পারেন। একেকটার একেকরকম সুবিধা। আপনি তাদের ওয়েবসাইট ব্যবহার করে দেখতে পারেন।
আমার কাছে মানি বুকারস বা স্ক্রিল সবচেয়ে ভাল পেমেন্ট প্রসেসর বলে মনে হয়।
আমার মতে সবচেয়ে সহজ এবং ভাল পেমেন্ট মেথড আমাদের জন্য নেটেলার। অধিকাংশ লোকই নেটেলার পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে থাকেন। আমি নেটেলা ব্যব্হার করে থাকি। এবং নেটেলার থেকে টাকা ব্যাংকে উত্তোলন করি। আমি গত 3/4 বছর যাবৎ কোন ডিপোজিট করিনা।
বর্তমানে অনেকেই পেমেন্টের জন্য নেটেলার ইউজ করে থাকে। তবে নেটেলার ছাড়াও মানি বুকারস, পেপাল, ব্যাংক ওয়ার ট্রান্সফার অন্যতম। তবে অনেকে আবার মানি বুকারসটাকে খুব বেশি প্রেফার করে। কারণ মানি বুকারসের চার্জ অন্যান্য পেমেন্ট প্রসেসরের চেয়ে কিছুটা কম।
যেহেতু ইনস্টা ফরেক্স ব্রোকারে পেপাল পেমেন্ট গেটওয়ে নেই সেহেতু নেটেলার সবচেয়ে ভাল বলে আমি মনে করি।
ফরেক্স আপনি যত দিন পারেন ডেমো পারতিস করতে পারেন | আপনি যদি ফরেক্স নতুন করে থাকেন তবে আপনি ৬ থেকে ৮ মাস ডেমো পারতিস করে ট্রেড করতে পারেন তা হলে আপনার জন্য ফরেক্স মাকেট থেকে আয় করতে শুবিধা হবে | আপনি ফরেক্স থেকে আয় ও করতে পারেন | ফরেক্স এবং এটা সম্পর্কে অভিজ্ঞতা নিতে হলে আরও জানতে হবে ।
PayPal দিয়ে ডিপোজিট করতে পারবেন না তবে আপনি উইথড্র করতে পারবেন। সেক্ষেত্রে আপনার PayPal অ্যাকাউন্টটি ভেরিফাইড হওয়া আবশ্যক। ইন্সটাফরেক্সের ডিপোজিট এবং উইথড্রা মেথডগুলো সম্পর্কে জানতে নিচের এই লিঙ্কগুলো অনুসরণ করুন।
https://secure.instaforex.com/en/deposits
https://secure.instaforex.com/en/withdrawals
ধন্যবাদ
ফরেক্স থেকে টাকা উত্তোলন এর জন্ন্য আমি মনে করি হবাংলাদেশে নেটলার সব থেকে ভাল একটি মাধ্যম । নেটলার এ টাকা উত্তোলন এ আলাদা করে কোনো অতিরিক্ত চার্জ দিতে হয় না। সুতরাং আমার মতে, বাংলাদেশে ফরেক্স থেকে টাকা উত্তোলনের সব থেকে ভাল একটি মাধ্যম হলো নেটলার। যার মাধ্যমে আপনি খুব সহজেই টাকা উত্তোলন করতে পারবেন।
আমরা খুচরা ট্রেডারগণ প্রায় সকলেই স্ক্রীল,নেটেলার বা ব্যাংকের সুবিধাও কাজে লাগাই৷এগুলোই নিরাপদ সিষ্টেম ডলার ডিপোজিট বা উইথড্রো করার জন্য৷এছাড়াও ইন্সটা ফরেক্সের মাস্টার কার্ডও রয়েছে৷অনেকেই মাস্টার কার্ড ও ভিসা কার্ডও ব্যাবহার করে৷
ইন্সটাফরেক্ যদি পেমেন্ট উত্তোলন / ডিপোজিট পেইজা থাকতো তাহলে আমার মত অনেকের ট্রান্সকশন সহজ হত .
ফরেক্সে পেমেন্টের জন্য সবচেয়ে ভাল পদ্ধতি কোনটি তা হয়তো এই মুহুর্তে বলা মুশকিল। কেননা একেক জনের পছন্দ একেক রকম। আমার কাছে পেমেন্ট মেথড ভাল মনে হয় নেটেলার ও মানিবুকারস। দুইটার পদ্ধতি বাংলাদেশ এর জন্য খুবই সহজ এ নিরাপদ মনে হয়। এবং এদের খরচ তুলনায় অনেক কম। তাই এই দুটি পদ্ধতি আমার কাছে ভাল লাগে ।