-
যে কোন ব্যবসায় যখন আপনি সফলভাবে এগিয়ে নিতে পারবেন, তখন তা দিয়ে আপনার নিজের চাহিদা মেটানোর পাশাপাশি ফ্যামিলি অথবা অন্যান্য সবার জন্য ভালো ভাবে সাপোর্ট দিতে পারবেন । যেহেতু ফরেক্স তেমনি একটি ব্যবসা তাই এখানেও আগে নিজে সফলতার সাথে এগিয়ে নিতে পারলে তারপর তা দিয়ে পরিবারের অর্থের অভাব মিটানো সম্ভব হতে পারে । তাই আগে আমাদের উচিৎ ফরেক্সে কিভাবে সফল হব তা নিয়ে চিন্তা করা ।
-
ফরেক্স মার্কেট ট্রেড করে অনেকে অনেক ধরনের কাজে লাগায় যেমন কেউ ফরেক্স মার্কেটে ট্রেদ করে ফরেক্স মার্কেট থেকে আয় করে ফ্যামিলিকে সাপোর্ট করে কেউ পরাসুনা করে তাই ফরেক্স মার্কেট থেকে যেহেতু আয় করা জায় তাই ফরেক্স মার্কেট থেকে আয় করে নিজের ফ্যামিলিকে অনেক সাপোর্ট করা জায় অনেক কাজে লাগান জায় ফরেক্স করে ।
-
ফরেক্স এ আপনার যদি ভালো একটা ইনভেস্ট আর আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি অব্যশই ফরেক্স করে আপনার ফ্যমিলি কে সাপোট দিতে পারবেন। এ জন্য দরকার সঠিক শিক্ষা বা দক্ষতা। দক্ষতা ছাড়া আপনার যত ব্যলেন্স থাক না কেনো আপনি ভালো আয় করতে পারবেন না।
-
ফরেক্স দ্বারা ফ্যামিলি সাপোর্ট এর ধারণা গুলো আপনার পোস্ট এর সাথে মাইল যাচ্ছে.ফ্যামিলি সাপোর্ট তুলনা মূলক একটা বড় দায়ত্ব তাই সেক্ষেত্রে আপনার যথেষ্ট একাউন্ট ব্যালান্স নিশ্চিত করুন.তারপর সঠিক পেয়ার বাছাই করুন এবং সঠিকভাবে বাই/সেল করুন যাতে সফল হতে পারেন.কিন্তু নিজ দিসিসিওন এর উপর যথেষ্ট আত্মবিশ্বাসী থাকুন.কিন্তু অতি ঔভবান হয়ে আবেগ প্রবন হয়ে যাবেননা.বেস চালিয়ে যান এইভাবে ট্রেডিং.
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে বা ব্যবসা করে অবশ্যই ফেমেলিকে সাপোর্ট করা জায় কারন একটি ফ্যামিলিকে সাপোর্ট করতে গেলে লাগে টাকা আর সেই টাকা আয় করার জন্য ফরেক্স মার্কেট আমার মনে হয় বেস্ট একটি ব্যবসা তাই ফরেক্স করে ফ্যামিলিকে ভাল সাপোর্ট করা জায় ।
-
আপনি যে পরামর্শ দিয়েছেন সে মতে গর্তে নামতে হবে। ইন্ডিকেটর ছাড়া টেকনিক্যাল এনালাইসিস কিভাবে করব ? বলেছেন রিস্ক নিতে। আবার বলছেন মানি ম্যানেজমেন্ট রুল মানতে। বাংলা বানানের শ্রী একটু ঠিক করেন। অনেক কথা আমাদের বুঝতে খুব কষ্ট হয়। গুরুদের ভুল হলে আমরা কোথায় যাব ?
-
ফরেক্স দিয়ে ফ্যামিলি সাপোর্ট দেয়া যাবে কিনা জানিনা ,তবে এটা বলতে পারি ফরেক্স হচ্ছে একজন সিমিত আয়ের বেক্তির জন্য একটা ভাল মাধ্যম ,অনেকে আছে যারা কর্ম কেত্রের পাশা পাশি আর একটা উপার্জন এর চিন্তা করে ,তাই আমি মনে করি সে বেক্তির জন্য ফরেক্সই হচ্ছে আয়ের একমাত্র মাধ্যম এবং একমাত্র সাপোর্ট।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে আপনার ফ্যামেলিকে আপনি সাপোর্ট করতে পারবেন । তবে এর জন্য আপনাকে অনেক পরিশ্রম এবং ফরেক্স মার্কেট সম্পর্কে পড়াশুনা করতে হবে । মার্কেটে আপনাকে অবিজ্ঞ হয়ে উটতে হবে । মার্কেট এ্যনালাইস করা মানি ম্যানেজমেন্ট করা ইত্যাদি ভালভাবে শিখতে হবে । তবেই তা সম্ভব বলে আমি মনে করি ।
-
ফরেক্স মার্কেট দিয়ে আপনি আপনার ফ্যামেলি সাপোর্ট দিতে পারবেন । কিন্তু প্রথম শর্ত হল আপনাকে ফরেক্স মার্কেট এর সব কিছু মেনে চলতে হবে । ট্রেড রে নিয়ম কানুন মেনে চলতে হবে । সঠিক মানি ম্যনেজমেন্ত মেনে চলতে হবে । রাইট টাইম এ ট্রেড করতে হবে । মন চাইলে ট্রেড করা যাবে না । ট্রেড এর নিয়ম মানতে হবে । তবেই আপনি আপনার ফ্যমেলি চালাতে পারবেন ।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করে বিশ্বের অসংখ্য মানুষ নিজের জীবনের গতি পাল্টাতে সক্ষম হয়েছেন। ফরেক্স বিজনেস পেশা হিসেবে সম্পূর্ণ স্বাধীন ও সকলের জন্য উন্মুক্ত। ফরেক্স মার্কেটে ট্রেডিং সম্পূর্ণভাবেই অনলাইন ভিত্তিক এবং নিজের ঘরে বা সুবিধামতন স্থানে বসেই নিজের জন্য সিবিধামতন সময়ে এই মার্কেটে ট্রেডিং করা যায় বলে আমরা আমাদের পরিবারকে সময় দিতে পারি। পরিবারের সাথে থেকেই আমরা পরিবারের জন্য আয় করতে পারি।
-
ফরেক্স মার্কেট থেকে প্রচুর আয় করা সম্ভব আর এ জন্য আপনাকে আগে ফরেক্স ভাল করে শিখতে হবে।আপনি যদি ফরেক্স বিষয়ে দক্ষ হন তাহলে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন সেই সাথে পরিবারকেও সাপরট করতে পারবেন।
-
ফরেক্স ট্রেডিং করে ফ্যামিলি সাপোর্ট দেওয়া যাবে তার জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরন করে ফরেক্স ট্রেডিং করতে হবে,ফরেক্স মার্কেটে লোভ করা যাবেনা,ট্রেডিং করার সময় ইমোশনাল হয়ে ট্রেডিং করা যাবেনা,ফরেক্স নিউজ দেখতে হবে,স্টপ লস ব্যাবহার করতে হবে,প্রতিদন টার্গেট নিয়ে ট্রেডিং করতে হবে তাহলে ফরেক্স থেকে ভাল প্রফিট করা যাবে।
-
অবশ্যই আপনি যদি ফরেক্স এর পেছনে শ্রম দেন তাহলে নিশ্চয় আপনি আপনার ইনকাম দিয়ে ফ্যামিলি কে সাপোর্ট দিতে পারবেন। আর সে জন্য আপনাকে ফরেক্স এর জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন ছাড়া আপনি কখনওই ফরেক্স এ সফল হতে পারবেন না।
-
qফরেক্স দিয়ে ফ্যামিলি কে সাপোর্ট দেয়া যাবে.তবে এইটি সহজ হবেনা.কারণ একটি ফ্যামিলি কে সাপোর্ট দেয়ার মত উপ্পার্জন করা সহজ বেপার্না.তাই ট্রেডিং এ দক্ষতার পচয় দিতে হবে এবং ধারাবাহিকভাবে লাভবান হতে হবে.তাহলে আপনি সেই উপ্পার্জন দিয়ে ফ্যামিলি কে সাপোর্ট দিতে পারবেন.আর এইখানে লাভ এর পরিমান সীমাবদ্ধ না থাকার ফলে আপনি আপনার ফ্যামিলি চালাতে পারবেন এমন উপ্পার্জন করতে পারবেন.
-
হুম। ফ্যামিলি কে সাপোর্ট দেওইয়া যাবে , কিন্তু কথা হচ্ছে আপনার মাথায় যদি ফ্যামিলি সাপোর্ট এর চিন্তা থাকে তাহলে হবে না্* ।। কারন ফরেক্স হল বুজার বিষয়, আপনাকে প্রতিটা ট্রেড এর আগে এনালাইসিস করতে হবে, আপনি এটা চিন্তা করতে পারেন যে, ফ্যামিলি কে কিছু সাহায্য করতে পারবেন।।
-
ফরেক্স একটা ব্যবসা যেখানে দৈনিকই প্রায় চার ট্রিলিয়নের বেশি লেনদেন হয়।এখানে যারা দক্ষ ট্রেডার তারা প্রচুর প্রফিট করতে পারে। এমনকি আনলিমিটেড আয়ের সুযোগ থাকায় পর্যাপ্ত আয় করে নেওয়া সম্ভব। এতে করে ফরেক্সে ভালোভাবে ট্রেড করতে পারলে এবং আপনার দেখানো নিয়ম মেনে ট্রেড করলে অবশ্যই পরিবারকে আর্থিকভাবে সাপোর্ট দেওয়া সম্ভব।
-
আমিও মনেকরি তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা আমাদের পরিবারকে সুন্দর ভাবে পরিচালনা করতে পারবো।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা খুবি সুন্দর ভাবে এবং খুবি সহজ ভাবে টাকা আয় করতে পারি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে আমাদের বাকি কাজ ছাড়তে হয় না।আমরা আমাদের বাকি কাজ এর পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করে আমাদের খরচ বহন করতে পারি।আমি আমার পড়ালেখার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করি।
-
ফরেক্স ব্যবসা দিয়ে অবশ্যই পরিবারের ভরণ পোষণের খরচ চালানো সম্ভব হয় । যদি কোন ট্রেডারের ফরেক্স সর্ম্পকে ভালো জ্ঞান রাখতে পারে তাহলে অবশ্যই সে সফলকাম হতে পারবে । তাহলে আগে আমাদের এই ব্যবসা করার জন্য খুব বেশী এ্যানালাইসিস করতে হবে ।
-
আমি মনে করি ফরেক্স করে আপনি পরিবার চালাতে পারবেন তবে াপনপনাকে ফরেক্স সম্পর্কে অনেক বেশি করে জানতে হবে। ফরেক্স মার্কেটে ট্রেড করা শিখতে লাগবে এক থেকে দুই বছর তাই আপনাকে এই সময় গুলো নিজে থেকে অন্য কাজ করে ফরেক্স শিখতে হবে।। তাহলে ফরেক্স করে পরিবার সমাজজীবনে আপনি প্রতিস্ঠিত হতে পারবে।
-
ফরেক্স দিয়ে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারা যায় । কেননা এটা ইনকাম সোর্স । তবে এর উপর যদি বিশেষ দক্ষতা না থাকে তবে টাকা ইনকাম করা অনেক বেশি কষ্টকর । সে জন্য আমি মনে করি যে ভালভাবে ফরেক্সকে আয়ত্তে নিয়ে আসতে পারলে অবশ্যই আপনি এখান থেকে ভাল ইনকাম করতে পারবেন । অার উপরে থ্রেডে দেওয়া উপদেশগুলো আমাদের প্রত্যেকের জন্য অনুকরণীয় ও গ্রহণীয় ।
-
ফরেক্স ট্রেড করে পরিবার কে সাপোর্ট দেয়া যাবে যদি ফরেক্স এ দক্ষ হন এবং প্রনিয়ত ট্রেড হতে প্রত্যাশিত লাভ করতে পারেন। কারন ফরেক্স এ লাভ লস যে কোন সময় হতে পারে। যারা ফরেক্স কে পেশা হিসেবে নিচ্ছে তারা অবশ্যই ভাল অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেছে।
-
আমার মনে হয় ফরেক্স ট্রেডিং বর্তমান অনলাইন ব্যবসা জগতের সর্ব পেক্ষা জনপ্রিয় একটা ব্যবসা যেখান থেকে প্রচুর আয় করা সম্ভব এবং এইু আয় দিয়ে আপনার ফ্যামিলি চালানো যায় কিন্তু এরুপ আয় করার জন্য আপনাকে ট্রেডিং দক্ষতা আর্জনের পাশাপাশি রুলস গুলো অবশ্যই মানতে হবে।
-
ফরেক্স অনলিনে বিজনেস যেখানে অনেক মানি ইনভেস্ত করা হই এবং এখানে লাভের পরিমা যেমন থাকে ঠিক তেমনি লস এর পরিমান আসে। ফরেক্সে করে আজ অনেকেই সাবলম্ব। তাই ফরে থেকে আয় করে মানে ভাল মাপের আয় করে ফামিল্য কে সাপর ট করে থাকে।
-
ফরেক্স করে ফ্যমিলি সাপোর্ট দেয়া যেতে পারে। তবে এটা আপনার দক্ষতার উপর নিরভর করে। এখন আপনি যদি দক্ষ না হয়ে হাজার ডলার নিয়ে ট্রেড শুরু করেন তাহলে আপনি ভালো প্রফিট করেতে পারবেন না। দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভালো ট্রেড করে ফ্যমিলিকে সাপোর্ট দেয়া যেতে পারে।
-
ফরেক্স এমন একটি ট্রেড যেখানে দক্ষতা সহিত কাজ করলে শুধু পরিবারকে সাপোর্ট দেয়া ছাড়াও আরও বেশি অর্থ উপার্জন করা যায়। কিন্তু কাজ করার পদ্ধতি জানা না থাকলে এই ট্রেড দিয়ে পরিবারকে সাপোর্ট দেয়াতো পরের কথা নিজের সর্বস্বও হারাতে হয়। তাই এই ব্যাপারে সবার সাবধান হওয়া উচিত।
-
আমি মনে করি ফরেক্স এর সব নিয়ম মেনে এবং সময় নিয়ে যদি কাজ করা যায় তাহলে একজন মানুষ খুব সহজে তার family কে সাপোর্ট দিতে পারবে। ফরেক্স থেকে একজন সফল ট্রেডআর হাজার হাজার টাকা ইনকাম করতে পারে ফরেক্স এই টাকা দিয়ে তার জীবনের সকল চাহিদা মেটাতে পারে। তাই আমি মনে করি ফরেক্স এ কাজ করে একজন মানুষ family কে সাপোর্ট দিতে পারে।
-
ফরেক্স হল জন প্রিয় ব্যবসা ।ফরেক্সে ট্রেড করে আপনি প্রচুর টাকা আয় করতে পারেন এবং সেই আয় দিয়ে আপনার পরিবার চালাতে পারেন ।আমার পরিবারের সকলে ফরেক্সকে সার্পোট করে এবং তারাও ফরেক্সে ট্রেড করতে চাই । তাই আমি ফরেক্সে ট্রেড করে সাবলম্ভি হয়েছি।
-
আমরা জানি ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা,বর্তমানে অনলাইনে ফরেক্স একটি জনপ্রিয় ব্যবসা।অনেক ট্রেডার ফরেক্স কে তার সারাজীবনের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে।ফরেক্স সম্পর্কে ভাল করে অধিক জ্ঞান-ধারনা অর্জন করলে এখান থেকে হিউজ পরিমান টাকা ইনকাম করা সম্ভব,এবং নিজের ফ্যামিলিকেও ফুল সাপোর্ট করা সম্ভব।ইতিমধ্যে অনেক ট্রেডার ফরেক্স করে তার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে।
-
ফরেক্স এমন একটি কারেন্সি ব্যবসা যেখানে আনলিমিটেড আয়ের সুযোগ রয়েছে। কিন্তু আয়ের সুযোগ থাকলে ত আর হবে না নিজেকে আগে সেভাবে গড়ে তুলতে হবে। ফরেক্স ভালো ভাবে শিখে ট্রেড করতে হবে। আর ভাল ভাবে যদি ফরেক্স না শিখা হয় তাহলে ফরেক্স করে কোন লাভ হবে না।
-
আমি মনে করি আপনি যদি একজন ভাল ট্রেডার হন তাহলে আপনি খুব ভালভাবেই আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন। এতে আপনাকে প্রথমে খুব ভাল এনালাইসিস করতে হবে, ঠিক সময়ে সঠিক ট্রেড অপেন করতে হনে, নিউজ খেয়াল রাখতে হবে ইত্যাদি। এগুলো যদি সঠিক ভাবে করতে পারেন তবেই আপনি ফরেক্স থেকে প্রফিট আশা করতে পারেন।
-
আমি মনে করি ফরেক্স এর মাধ্যমে আমরা আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি । লোভ পরিহার করে ট্রেড করলে ফরেক্স এ অনেক দিন টিকে থাকা সম্ভব । ফরেক্স এ যেকেউ বিনিয়োগ করতে পারে । তবে ফরেক্স থেকে মুনাফা অর্জন করতে হলে আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে এই বিষয়ে অনেক লেখাপড়া করতে হবে । আসল ট্রেড করার আগে অনেক দিন ডেমো ট্রেড করতে হবে । ডেমোতে ভালো করতে পারলে আসল ট্র্ডে করা উচিত ।মুনাফার একটি লক্ষ্য ঠিক করতে হবে এবং তার চেয়ে বেশি লোভ করা উচিত হবে না । ফরেক্স এ লোভ করা খুব বিপদজনক ।
-
হে ভাই আমি মনে করি ফরেক্স মার্কেটে প্রফেসনাল ট্রেডার হয়ার মাধ্যমে আমরা আমাদের Family কে ভাল ভাবেই সাপোর্ট দিতে পারব শুদু তাই না আমাওরা আমাদের
বেকার সমস্যা ও দূর করতে পারবো বাংলাদেশেই এমন অনেক ট্রেডার আছে যারা ফরেক্স থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা উপারজন করিতেছে
-
ফরেক্স মার্কেটে ব্যবসা করে আপনি ফামিলি সাপোর্ট করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে মার্কেটে একজন দক্ষ ট্রেডার হতে হবে।আর দক্ষ ট্রেডার হতে গেলে মানি ম্যনাজমেন্ট, মার্কেট এনালাইসিস,পিভট পয়েট,সাপোর্ট,রেজিস্ট্যান্স এই সব বিষয় ভাল ভাবে শিখতে হবে।
-
আমার মনে হয় ফরেক্স দিয়ে ফ্যামিলি সাপোর্ট দিব এরকম চিন্তা না করাই ভাল । এটা একটা অতিরিক্ত আয় হিসেবে নেওয়াই ভাল কারন যখন আপনি ফ্যামিলি সাপোর্ট দিতে জাবেন তখন অর্থনীতিক টানপড়েনে আপনার ট্রেড এ অনেক ঝামেলা হবে, ফামিলির অবস্থার সাথে অনেক সময় বেসি ঝুকি নিতে ইচ্ছা হবে, তাই এগুলা না করাই ভাল, নিশ্চিন্ত মনে ফরেক্স করাই উত্তম ।
-
ফরেক্স ট্রেডিং এ সফল হতে পারলে নিজেকে যোগ্য ও দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারলে নিজের ও পরিবারের চাহিদা মেটানো সম্ভব ফরেক্স এর মাধ্যমে। তার জন্য ট্রেড শুরু করার আগে ামাদের ফরেক্স ট্রেড সম্পর্কে ভালোভাবে জানতে হবে অনেক বেশি ডেমো ট্রেড করতে হবে।আর ট্রেডিং এর সকল কোউশল আয়ত্ত করতে হবে।যেমন মার্কেট এনালিসিস, মানি ম্যানেজমেন্ট ইত্যাদি।
-
ফরেক্স ট্রেড করে যদি আপনি আপনার ফেমিলিকে সাপোর্ট দিতে চান তাহলে আমি বলব আপনি আগে খুবই ভাল ভাবে ফরেক্স কে জানার চেষ্টা করুন। মার্কেট এ্যানালাইসিস সম্পর্কে ধারনা নিন। কিভাবে মানি ম্যানেজমেন্ট রক্ষা করে ট্রেড করতে হয় তা জেনে নিন। সব চেয়ে বড় কথা হল কখনোই লোভ করবেন না। লোভ করেছেন তো আপনি ব্যর্থ ট্রেডারে পরিনত হবেন।
-
ডেম ট্রেড করলে আপনি শিখতে পারবেন কিভাবে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করবেন আর কিভাবে আপনি ফরেক্স মার্কেটে লাভ করবে অথবা আপনার লস হবে। আর আপনি যদি কোন তত্ত পান বা এনালাইসিস পান সেটা আপনি ফরেক্স ডেমো ট্রেডের মধ্যমে এপ্লাই করে বুঝে নিতে পারবেন।
-
ফরেক্স ব্যবসার মুল উদ্দেশ্য হল অার্থিকভাবে লাভবান হওয়া। আর ফরেক্স ট্রেডিং করে শুধু পরিবার কেন পরিবার ছাড়া আত্মীয় স্বজনদের ও সাহায্য করা যায় । এজন্য আপনাকে ভালভাবে বুজেশুনে ট্রেড করলে লাভবান হতে পারবেন, নিজের, পরিবার ও আত্মীয় স্বজনদের চাহিদা মেটাতে পারবেন ।
-
ফরেক্স মার্কেটে ট্রন্ড লাইন সঠিক ভাবে অংকন করা জানতে হবে।ট্রেন্ড লাইন আকার মাধ্যমে আমর প্রফিটেবল ট্রেড করতে পারবো।এই ট্রেন্ড লাইন আকার সময় নূনতম দুটি টপ ও দুটি বটম পয়েন্ট সংয়ুক্ত করতে হবে।ট্রেন্ড লাইন আকার সময় যত টপ পয়েনট ও বটম পয়েন্ট যুক্ত হবে ট্রেন্ড লাইন ততো শক্তি শালী হবে।মনে রাখবেন জোর করে ট্রেন্ড লাইন আকার চেষ্টা করবেন না।
-
আমার মনে হয় ফরেক্স হল একটি ভালো মানের অনলাইন এ আয়ের মাধ্যম । ফরেক্স দিয়ে পরিবার কে অবশ্যই সাপোর্ট দিতে পারব যদি ভাল ভাবে ফরেক্স শেখা যায় । আয় করার জন্য আপনাকে ট্রেডিং দক্ষতা আর্জনের পাশাপাশি আনালাইসিস ভাল ভাবে শেখা যায় ।