- 
	
	
	
	
		ফরেক্স ব্যবসা শিখতে হলে আগে আপনাকে ফরেক্স সম্পর্কে অনেক বেশি পড়াশুনা করতে হবে।গুগলে ফরেক্স সম্পর্কে অনেক টিউটোরিয়াল পাওয়া যায় যা থেকে আপনে অনেক কিছু শিখতে পারবেন।ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক জ্ঞান এবং অবিজ্ঞতা লাভ করে তারপর রিয়েল ট্রেড করতে হবে।আপনে চাইলে একজন অবিজ্ঞ ট্রেডারের কাছ থেকে ও ফরেক্স মার্কেট শিখতে পারেন।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স শিখতে হলে প্রথমে আপনাকে ফরেক্স এর প্রতি আগ্রহ  তৈরি করতে হবে।ফরেক্স শেখার জন্য পরালেখার বিকল্প  অন্য কিছু নই।ফরেক্স বিষয়ে অভিজ্ঞ এমন একজনের সাহায্য নিতে হবে।কিভাবে ট্রেড  করতে হবে কোন সময় ট্রেড  করলে লস হওয়ার সম্ভাবনা কঅঅম থাকে।ফরেক্স এর ইতিহাস এ সব কিছু জানতে হবে।তাই ফরেক্স শেখার জন্য ফরেক্স সম্পরকে জ্ঞান  নেয়ার জন্য এর উপর পড়াশোনা করতে হবে।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স শিখতে হলে শিক্ষার প্লাটফর্ম হিসেবে ডেমো ট্রেড কে বাছাই করুন.এইখানে নিজেকে সর্বক্ষণ যাচাই করুন.নিজেকে পরীক্ষা করুন কোন কারেন্সী পার এ আপনি ভালো ট্রেড করতে অপারেন কোন টাইম ফ্রেম এ আপনি ট্রেড এ সাচন্দ বোধ করেন.এইসব ট্রেড করার মাধ্যমে বের করুন.এবং এইসব এর রেকর্ড রাখুন তাহলেই সহ্তিক সিদ্ধান্ত নিতে পারবেন.
	 
 
- 
	
	
	
	
		আসলে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য তেমন কিছু জান্তে হই না শুধু ফরেক্স মার্কেট সম্পর্কে কানলেই হবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট এ অভিজ্ঞ হতে হবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে আপনাকে ডেমো একাউন্ট এ ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করতে হবে।তাহলে আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করতে পারবেন।ফরেক্স মার্কেট এ সবাই ট্রেড করতে পারে।তবে সবাই ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারে না।তাই ভালোভাবে ফরেক্স শিখে ট্রেড শুরু করা ভালো।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স শিখতে হলে প্রথমে ফরেক্সে তা জানতে হবে।।। ফরেক্স নিয়ে লেখাপড়া করতে হবে।।  ফরেক্স ট্রেডিং শিখতে হবে।। ফরেক্স অভিজ্ঞতা অরজন করতে হবে।।। ফরেক্সে অভিজ্ঞতা অরজনের জন্য প্রচুর ডেমো ট্রেড করতে হবে।।। ডেমো তে দক্ষ হতে পারলেই আপনি ফরেক্স শিখতে পারবেন।।।।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স ব্যবসা শিখতে হলে আগে আপনাকে ফরেক্স সম্পর্কে জানতে হবে. অনেক বেশি পড়াশুনা করতে হবে। এসম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।ফরেক্স অভিজ্ঞতা অরজন করতে হবে। ফরেক্সে অভিজ্ঞতা অর্জনের জন্য প্রচুর ডেমো ট্রেড করতে হবে। ডেমোতে দক্ষ হতে পারলেই তবেই ফরেক্স পূর্ণ শিখা সম্ভব।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স আসলে খুব সহজ নয় । ফরেক্স শিখতে হলে আমাদের অনেক ধ্যরজ নিয়ে দীর্ঘ দিন ধরে লেগে থাকতে হবে । অনেক সময় দিতে হবে । নিয়মিত ট্রেডিং এর আলচনায় অংশ নিতে হবে । আমি মনে করি ফরেক্স এ যদি আমরা মন্দিয়ে থাকতে পারি তাহলে খুব বেশি দিন লাগেনা । এখানে ফরেক্স শিখতে হলে অবশ্যই নিজেকে ধ্যরজশিল হতে হবে । তবেই সহজে ফরেক্স শখা সম্ভব।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স শিখতে হলে প্রথমে ফরেক্স সম্পর্কে যানতে হবে ফরেক্স কি বা কেমন ব্যবসা সেই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে রিয়েল ট্রেড করার অাগে ডেমো ট্রেড করতে হবে। আর আপনারা বিভিন্ন ওয়েবসাইট দিয়ে ফরেক্স সম্পর্কে যানতে পারবেন অনেক ওয়েবসাইট আছে ফরেক্স শিখাবার জন্য।  এছাড়াও বাংলা ফোরাম থেকে আপনি ফরেক্স শিখতে পারে ফরেক্স সম্পর্কে যানতে পারে ফরেক্স এর নতুন নতুন জিনিস সম্পর্কে যানতে পারেন।
	 
 
- 
	
	
	
	
		আমার মতে ফরেক্স শিখতে সর্বপ্রথম দরকার হবে ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার।তারপর আপনাকে ফরেক্স নিয়ে পড়ালেখা করা এবং প্র্যাকটিস করতে হবে।কারন শুধু কম্পিউটার এবং ইন্টারনেট হলেই আপনি ফরেক্স করতে পারবেন না।ফরেক্স সম্পর্কে আপনাকে ভালো জ্ঞান থাকতে হবে।
	 
 
- 
	
	
	
	
		সকল কিছুরই কিছু না কিছু নিয়ম রয়েছে।আমরা যদি এসব নিয়ম কানুন মেনে চলতে চায়,তাহলে আমাদেরকে আমাদের সে সকল নিয়ম কানুন মেনে চলতে হয় যা আমাদের ব্যবসার সাথে সর্ম্পকযুক্ত ।ফরেক্সে আমাদেরকে আমাদের নিজস্ব নিয়মগুলো অবশ্যই পালন করে যেতে হবে।যাতে করে আমরা প্রফিট করতে পারি।আর ফরেক্সে আমাদেরকে প্রতিনিয়ত এসব দিক বিবেচনা করতে হয়।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স শিখতে হলে বিভিন্ন বই ফলো করতে পারেন, তাছাড়া অনলাইন থেকেও বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পারেন। অভিজ্ঞ কারো সাহায্য নিতে পারেন পাশাপাশি ডেমো ট্রেড করতে পারেন। ফরেক্স এমন একটি বিজনেস যেটা না শিখে করতে গেলে এতে ভালো করা সম্ভব নয়।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স শিখতে হলে প্রথমে যে জিনিস দরকার তাহলো ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান এবং ফরেক্স এর ভালো প্রাকটিস । ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ধারনা থাকলে ফরেক্সে কাজ করে যেমন মজা পাওয়া যায় তেমনি অনেক টাকা আয় ও করা যায় । ফরেক্সে ট্রেড সম্পর্কে ধারনা থাকলে ও ভালো প্রাকটিস থাকলে ফরেক্স থেকে ভালো কিছু আয় করা সম্ভব । ফরেক্স সম্পর্কে যার যতো ভালো ধারনা ভালো বুঝে ট্রেড করতে পারবে তারা ফরেক্সে জয়ী হবে । ফরেক্স শিখতে হলে ফরেক্সের ওপর লোভ করা যাবে না । ফরেক্সে বুঝে অল্প অল্প করে লাভ করে করে অনেক টাকা আয় করা শিখতে হবে ।
	 
 
- 
	
	
	
	
		আমি মনে করি ফরেক্স শিখতে হলে সর্বপ্রথমে যে জিনিস করতে হবে তা হল পড়াশোনা এবং প্র্যাকটিস । তাই পড়াশোনা এবং প্র্যাকটিস করে ফরেক্স ট্রেড শিখতে হবে তারপর ডেমো ট্রেড করতে হবে । ডেমো ট্রেড করে ফরেক্সে ট্রেড করার বিভিন্ন টেকনিক জানতে হবে কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অনেক টেকনিক সম্পর্কে ভাল জ্ঞানার্জন করতে হবে ।
	 
 
- 
	
	
	
	
		ব্যক্তিগতভাবে আমি বলবো ফরেক্স শিখতে সর্বপ্রথম দরকার হবে ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার।তারপর আপনাকে ফরেক্স নিয়ে পড়ালেখা করা এবং প্র্যাকটিস করতে হবে।কারন শুধু কম্পিউটার এবং ইন্টারনেট হলেই আপনি ফরেক্স করতে পারবেন না।ফরেক্স সম্পর্কে আপনাকে ভালো জ্ঞান থাকতে হবে।
	 
 
- 
	
	
	
	
		সর্বপ্রথম যে গুনাবলি থাকতে হবে তা হল ধৈর্য্য, শ্রম,মেধা,সততা,লোভ-লালসা পরিহার ইত্যাদি সৎগুনাবলির।ফরেক্স শেখার জন্য অনলাইন এ বিভিন্ন অয়েবসাইট আছে সেখান থেকে ফরেক্স সম্পর্কে পরিপুর্ন জ্ঞান নিয়ে তারপর ফরেক্স শুরু করা ভাল। পরিপুর্ন জ্ঞান না নিয়ে ফরেক্স করতে আসলে অনেক রিস্ক এর মধ্যে পরতে হয়।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স শিখতে সর্বপ্রথম আপনার একটি কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ লাগবে। তারপর আপনি যে কোন ভাবে বিভিন্ন ধরনের ফরেক্স মার্কেট এর ওয়েব সাইট আছে সেখান থেকে আপনি ফরেক্স থেকে অনেক জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এছাড়া এখন ফরেক্স এ ডেমো একাউন্ট করে ফ্রি একাউন্ট খুলে ট্টেড করেও আপনি শিখতে পারন।
	 
 
- 
	
	
	
	
		হ্যা, আপনার কথা টি খুবই গুরুত্তপূর্ন। কাওরন ব্যসিক লেভেল থেকে ফরেক্স না শিখলে ফরেক্স সম্পর্কে কিছু বুঝা যাবে না। আর বিগিনার লেভেল থেকে ফরেক্স শুরু করলে এডভান্স লেভেল গুলো ভাল ভাবে বুঝা যাবে। এজন্য bdpips.com এই সাইট এ আমি ভালো মনে করি। একবারে বেসিক থেকে এডভান্স গুলো খুব সুন্দর ভাবে উপশ্তাপন করা হয়েছে।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স শিখতে হলে আগে প্রয়োজন কম্পিউটার ও নেট লাইন, তারপর ধৈর্য এবং তারপর ডেমো অভিজ্ঞতা, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং বিভিন্ন রকমের ট্রেডিং স্ট্রাটেজি খুব প্রয়োজন । আমি মনে করি সকল ট্রেডাররাই এই গুলো না শিখে রিয়েল ট্রেড করেন না । কারন ফরেক্স খুব রিস্ক এর ব্যবসা । লস হলে হতে ই থাকে । এক সময়ে ফরেক্স একাউন্ট জিরো হয়ে যায় ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স ট্রেডিং  প্রাথমিক পর্যায়ে অনেক সহজ মনে হয় । ট্রেড করলেই লাভ ! কিন্তু আপনি যখন ফরেক্স শিখতে শুরু করবেন তখনই আপনার কাছে ফরেক্স কঠিন হতে শুরু করবে । ফরেক্স ট্রেডিং শিখতে অনেক ধৈর্য্য , সময় ও ডেমো একাউন্ট এ দীর্ঘদিন প্রেকটিস এর প্রয়োজন।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স ট্রেডিং শিখতে হলে প্রথমেই চাই প্রাথমিক জ্ঞান অর্জন করা । সেজন্য কোন ভালো ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিতে পারেন অথবা ইন্টারনেট থেকে বিভিন্ন ইংরেজি ও বাংলা  ভাষার  ফরেক্স লারনিং সাইট থেকে পড়তে ও  শিখতে  পারবেন । তাছাড়া বর্তমানে ইউটিউব এ ফরেক্স ট্রেডিং লারনিং এর অনেক ভিডিও টিউটোরিয়াল আছে যা দেখে ঘরে বসে বসেই  ফরেক্স ট্রেডিং শিখতে পারেন ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স ট্রেডিং এ প্রাথমিক জ্ঞান অর্জন এর পর,  ফরেক্স ট্রেডিং এর বিভিন্ন কৌশল শিখতে হবে। সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয় , চ্যানেল ও ট্রেনড লাইন আকা, টেকনিক্যাল এনালাইসিস , ফান্ডামেন্টাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস , মানি ম্যানেজম্যান্ট , ইন্ডিকেটর এর ব্যবহার ইত্যাদি ভালোভাবে বুঝতে ও শিখতে হবে।
	 
 
- 
	
	
	
	
		তৃতীয় পর্যায়ে ডেমো একাউন্ট এ সিরিয়াসলি প্রেকটিস করতে হবে অনেক দিন । অনেকে 1 সপ্তাহ বা 15 দিন প্রেকটিস করেই মনে করে ফরেক্স শিখেগেছি এবং রিয়েল একাউন্ট এ ট্রেড করা আরম্ভ করে দেয় । ফলে মোটা অঙ্কের টাকা লস করে ফরেক্স মার্কেট থেকে বিদায় নেয়। কমপক্ষে 1 বছর ডেমো একাউন্ট এ ট্রেড করা উচিত।
	 
 
- 
	
	
	
	
		ডেমো একাউন্ট এ সিরিয়াসলি প্রেকটিস এর মাধ্যমে , আপনি ট্রেড করতে গিয়ে কি কি কারনে আপনার লস হয় বা একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যায় সেই ভুল গুলো ধরতে ও শুধরে নিতে পারেন এবং রিয়েল ট্রেডিং এর জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন। যারা ডেমো একাউন্ট এ ট্রেড করতে চায়না তারা সেন্ট একাউন্ট এ ট্রেড করতে পরেন, এতে লস হলেও অনেক কম হবে ।
	 
 
- 
	
	
	
	
		:pফরেক্স শিখতে হলে একটা কম্পিউটার/এন্ড্রয়েড ফোন, ভালমত ইন্টারনেট কানেকশন ও একজন ভাল গুরু লাগবে।এগুল হলে আপনি ভালভাবে ফরেক্সে কাজ শিখতে পারবেন।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স প্রথমে শিখতে গেলে একবারে ব্যসিক লেভেল থেকে শুরু করতে হবে। আর এজন্য সঠিক গাইডলাইন দরকার। আমার মতে বিডিপিপ্স স্কুল এ সুযোগে আপনি কাজে লাগাতে পারেন। কারন এই ওয়েবসাইট্টি একজন নতুন ট্রেডার কে ফরেক্স সম্পুরকে জানতে ভালোভাবে সাহায্য করে।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স শিখতে হলে পথমে ইনটারনেট চালনায় দক্ষ হতে হবে।তারপর ফরেক্স সম্পকে ধারনা নিতে হবে ,ডেমো ট্রেড করতে হবে  এবং বিভিন্ন দেশের টাকার মান জানতে হবে।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স শিখতে সর্বপ্রথম দরকার হবে ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার।তারপর আপনাকে ফরেক্স নিয়ে পড়ালেখা করা এবং প্র্যাকটিস করতে হবে।ফরেক্স এ টিকে থাকতে হলে আপনাকে অনেক বেশি দক্ষ ও কার্যকারী টেকনিক ব্যাবহার করতে হবে । যত বেশি টেকনিক জানবেন তত বেশি আয় করতে পারবেন।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে ইন্টারনেট সম্পর্কে অভিজ্ঞাতা নিতে হবে তাহলে সার্চ ইন্জিন থেকে বিভিন্ন তথ্য নিতে সহজ হবে। ফরেক্স সম্পর্কে প্রথমিক পর্যায়ে অনলাইন থেকে জানতে হবে।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্সএ  বিশয়ে  শিখার  জন্ন  প্রথমে  ফরেক্স  কি  এটা  জানতে  এখানে  কি হয়  ।  তারপরে  কিকি  বিষয়ে  ট্রেড  করতে  হবে  ।  তার  পরে  ফরেক্সের  ভাষা  ।  ক্যান্ডেল/সাপোরট/রেসিস্টেন্স/বাই/সেল  ইত্যাদি  বিষয়ে  পাথমিক  ধারনা  নিতে  হবে  ।  এছাড়াও  অনেক  কিছু  জানার  পরে  আসবে  কিভাবে  ট্রেড  করা  যাবে  ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স শিখতে হলে সর্বপ্রথম ফরেক্স মারকেট সম্পর্কে সব্ধরনের আরটিকেল গুলো পড়তে হবে এবং ডেমো দিয়ে অনেক অনুশীলন করতে হবে ,আমি মনে করি এই জিনিস গুলো ফরেক্স শিখার জন্য প্রথম এবং প্রধান পদক্ষেপ । এছাড়াও অবশ্যই ইন্টেরনেট সংযোগ একটি কম্পিউটার থাকতে হবে এই গুলো ছাড়া অ ফরেক্স শিখা সম্ভব না ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে কাজ করে মুনাফা আয় করতে হলে আপনাকে অনেক টেকনিক জানতে হবে। অনেক বেশি বেশি শিখতে হবে। এনালাইসিস করতে হবে অনেক বেশি দক্ষ ও কার্যকারী টেকনিক ব্যবহার করতে হবে।
	 
 
- 
	
	
	
	
		আমার মনে হয় ফরেক্স সিখতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পরকে ভাল করে জানতে হবে , জানার জন্য ফরেক্স এ  কে অভিজ্ঞ আছে এমন কারো সাহায্য নিতে পারেন , ফরেক্স এর বই পরতে পারেন , ডেমো ট্রাডিং করতে পারেন , নিয়মিত ফরেক্স মার্কেট আনাল্যসিস করতে পারেন , অনলিনে ফরেক্স এর ওয়েব সাইট থেকে ফরেক্স সম্পরকে জানতে পারেন ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স শিখার জন্য বর্তমান পরজায়ে আপনাকে ফরেক্স সমন্ধ্যে জ্ঞান লাভ করতে হবে।। ফরেক্স শেখার জন্য আমাদের বিভিন্ন ফরেক্স ফোরাম আছে তা দেখে আমরা ফরেক্স সম্পরকে জ্ঞান লাভ করতে পারি।। ফরেক্স করার জন্য প্রয়োজন একটি কম্পিউটার এবং ইন্টারনেট জ্ঞান।।
	 
 
- 
	
	
	
	
		:dফরেক্স শিখতে হলে আপনা্র প্রথমে ইন্টারনেট কানেকশন সহ একটি কম্পিউটার থাক্তে হবে। আর ফরেক্স শিখতে হলে আপনাকে ইংরেজী জানতে হবে, কারন ফরেক্সে সবই ইংরেজী। তাই ইংরেজী ভালকরে জানতে হব্র। আর বড় কথা হল ফরেক্স শিখতে হলে আপনাকে একজন ভাল শিক্ষকের কাছে যেতে হবে, যে আপনাকে ফরেক্স সম্পর্কে খুব ভালো তথ্য দিতে পারে। একজন ভালো শিক্ষক আপনাকে ফরেক্সের নিয়মগুল শিখায় দেবে। সেই নিয়ম অনুযায়ী আপনি কাজ করবেন তাহলে আপনি ফরেক্স ভালভাবে শিখতে পারবেন।
	 
 
- 
	
	
	
	
		mehedi12122
ভাই আপনি থিক বলে ছেন আমি আপনার সাথে একমত আপনি বলেছেন ফরেক্স করতে হলে পড়াশোনা তো করতে হবে কিন্তু শুধু পড়াশোনা করলে তো আর ফরেক্স করা যায় না আপনাকে টেকনিক জানতে হবে , ফরেক্স এ টিকে থাকতে হলে আপনাকে অনেক বেশি দক্ষ ও কার্যকারী টেকনিক ব্যাবহার করতে হবে । যত বেশি টেকনিক জানবেন তত বেশি আয় করতে পারবেন |
ধন্রবাদ
	 
 
- 
	
	
	
	
		এরকম সিস্টমেটিকলি শুরু করতে গেলে যথার্থভাবে শুরু হবে না । তাই কেউ যদি নতুন ট্রেডার হয় তবে তার উচিত হবে প্রথমে ফোরামের সব পোস্ট পড়ে নেওয়া । কেননা ফোরামের সাথে যত বেশি সম্পৃক্ত থাকবে তত বেশি পরিমাণে ফরেক্স জ্ঞান সমৃদ্ধ হবে বলে আমি মনে করি । কেননা এটা আমার বাস্তবিক জ্ঞান যে অামি যতটুকু ফরেক্স সম্বন্ধে আজ পর্যন্ত জেনেছি তার শতকরা নব্বই ভাগই জেনেছি ফোরামের মাধ্যমে ।
	 
 
- 
	
	
	
	
		আমার ৫ টা ফরেক্স একাউন্ট । আবাক হবার কিছু নাই , আমি ব্যাবহার করি না সবগুলো। এর মধ্যে আমি দুইটা জিরো করেছি তাই ঐগুলো আর কখনই ব্যাভার করব না । আর ১ টা এই ফোরামের সাথে যুক্ত করা আছে । যেটা দিয়ে আমি আগামী মাস থেকে ট্রেড করব । আর বাকি যে দুইটা আছে সেগুলো আমি কোন এফিলিয়েট দিয়ে খুলি নি। সেগুলো আমি রিয়াল ডলার ঢুকানোর জন্য রেখে দিয়েছি । আমি লাভ করে সেগুলোতে আমার ডলার ট্রান্সফার করে দিব ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স জানতে হলে আপনাকে যথষ্ট লেখাপড়া করতে হবে।কিছু কিছু সাইট আছে যেখান থেকে আপনি ফরেক্স সম্পর্কে পড়তে পারেন।আর আপনাকে এই লেখাপড়া করে কিছু টেকনিক আপ্নাকেই শিখে নিতে হবে।আর মার্কেট নিয়ে একটু বেশি এনালাইসিস করতে হবে।
	 
 
- 
	
	
	
	
		আমিও একজন নতুন ট্রেডার হিসেবে সর্বপ্রথম প্রশ্নটার উত্তর জানা একান্ত অপরিহার্য । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করে আমরা যদি লাভবান হতে চায় তবে আমাদেরকে সর্বপ্রথম ফরেক্স এর উপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জণ করতে হবে । যত বেশি জ্ঞান অর্জণ করা যাবে তত বেশি পরিমাণে নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে প্রতিষ্টিত করা যাবে । তাই প্রথমে শিখা তারপরেই হল আয়  ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স শিখতে হলে আমাদের প্রথমত ফরেক্স শিক্ষার জন্য ফরেক্স ই বুক পড়াশোনা  করতে হবে তার পাশাপাশি ফরেক্স মার্কেটের ডেমো একাউন্ট করে ডেমো প্রক্টিস করতে হবে যে সময় আসবে যে ভাল প্রফিট করা যাবে সেই সময়ে মার্কেটে ট্রেডিং করতে পারলে অনেক ভাল হবে ফরেক্স মার্কেটে ট্রেডিং শিখার পরে লাইভ একাউন্ট করে ট্রেডিং করা।