-
আমি বলবো নতুন ট্রেড ওপেন করার আগে বেশ কিছু জিনিস দেখে নেয়া উচিৎ। না হলে ট্রেড টা অনেক লস এ চলে যেতে পারে। তাই একটা ট্রেড ওপেন করার আগে এই জিনিস গুলো লক্ষ করতে হয়। যেমন একটা ট্রেড ওপেন এর আগে মার্কেট এর বড় টাইম ফ্রেম এ মার্কেট সাপোর্ট না রেজিস্টেন্স এ আছে কিনা তা দেখতে হয়। ট্রেন্ড দেখে ট্রেন্ড এর পক্ষে ট্রেড নিতে হয়।
-
ধন্যবাদ ছবিটি শেয়ার করার জন্য। কিন্তু সবারই ছবিটা নিয়ে একটু সমস্যা আছে। দয়া করে একটু ভাল পিক্সেল এর ছবি শেয়ার করুন । তাহলে সবাই ই উপকৃত হবে। কারণ এই ফোরামে বেশির ভাগ ই নতুন ট্রেডার। তাই দয়া করে নতুন একটি ছবি আপলোড করুন ।:ok:
-
নতুন ট্রেড করার আগে আমাদের প্রথমে বুঝতে হবে মার্কেটে কোন ট্রেন্ডে আছে। এরপর আমাদের নিউজ এ্যনালাইসিস করতে হবে, নিউজ টাইমে ট্রেড না করাই উচিত। সকল এ্যনালাইসিস সঠিক ও অনুকূলে থাকলে আমরা ট্রেড ওপেন করতে পারি।:woo:
-
যবসা করলে লস তো হবেই এটাই সাবাবিক । আর যদি লস হয়ে একাউন্ট টি জির হয়ে যায় তাহলে তো মন টা খারাপ হবেই তবে ফরেক্স মাকেটের বড় মুল ধন হলো ধৈয্য সেই ধৈয্য ধারন করতে হবে । একাউন্ট টি জির হয়ে যায়র পর একাউন্ট টি জির হয়ার পিছনে আমার যে ভুল ছিলো তা শুধরে আবার টাকা ইনবেষ্ট করে লস টাকে আমি পুশিয়ে নিতে পারব বলে আমি আশা করি ।
-
অনেক এনালাইসিস করে করতে হয়য়
কারন কোন ট্রেড দেয়ার আগে বুঝে শুনে ও ভাল করে দেখে তারপর ট্রেড করা উচিত তাহলে ট্রেড লস কম হয় আর ভাল ট্রেডার রা দেখে শুনে ও বুঝেই ট্রেড দেয়। তাই আমার মতে সবার উচিত ভাল করে দেখে শুনে বুঝে তারপর ট্রেড করবেন তাহলে দেখবেন আপনিও একদিন বড় ট্রেডার হতে পারবেন।
-
আপনার দেয়া ছবিটি সাইজে খুবই ছোট হওয়ায় এবং রেজুলেশান কম হওয়ার জন্য একেবারে বুঝায় যাচ্ছে না।দয়া করে বড় সাইজের ছবিটি শেয়ার করেন এতে করে সবার বুঝতে সুবিধা হবে।আর বড় সাইজের ছবিটি পেতে উক্ত সাইটের ছবিটি বড় করে ওপেন করে তারপর সেভ করেন।
-
ভাই আপনি যে ছবিটা আপলোদ করেছে তা বোঝা যাচ্ছে না।তবে নতুন ট্রেড ওপেন করার আগে আপনাকে মার্কেত বিষয় সব এনালাইসিস করতে হবে।ট্রেড ওপেন করার আগে বিভিন্ন ওয়েবসাইট ঘুরে ঘুরে আপনাকে ফরেক্স নিউজ ফিদ পড়ে ট্রেড ওপেন করা উচিত।
-
আমি বলবো নতুন ট্রেড ওপেন করার আগে ফরেক্স মার্কেট অথবা ফরেক্স এর এখন কি অবস্থা সেটা দেখে নেয়া উচিত। কারন কোন ট্রেড দেয়ার আগে বুঝে শুনে ও ভাল করে দেখে তারপর ট্রেড করা উচিত তাহলে ট্রেড লস কম হয় আর ভাল ট্রেডার রা দেখে শুনে ও বুঝেই ট্রেড দেয়। তাই আমার মতে সবার উচিত ভাল করে দেখে শুনে বুঝে তারপর ট্রেড করবেন তাহলে দেখবেন আপনিও একদিন বড় ট্রেডার হতে পারবেন।
-
আমি মনে করি নতুন ট্রেড ওপেন করার আগে কয়েকটি এণ্ডিকেটর ভালভাবে এনালায়সিস করতে হবে। যেমন এম.এ.সি.ডি, স্ট্যাটোস্টিক, ডে-চার্ট, ঘন্টা চার্ট এত্যাদি।
-
ফরেক্স মারকেটে ট্রেড করার আগে দেখার অনেক কিছু আছে । প্রথমে দেখতে হবে কোন নিউজ আছে কিনা /তার পঅরে সাপোরট/রেসিস্টেন্স মারকেটের গতি ইত্যাদি দেখে ট্রেড ওপেন করতে হবে ।
-
নতুন ট্রেড করার আগে আমাদের প্রথমে বুঝতে হবে মার্কেটে কোন ট্রেন্ডে আছে। এরপর আমাদের নিউজ এ্যনালাইসিস করতে হবে, নিউজ টাইমে ট্রেড না করাই উচিত। সকল এ্যনালাইসিস সঠিক ও অনুকূলে থাকলে আমরা ট্রেড ওপেন করতে পারি।
-
ফরেক্স একটি ট্রেড যার লস এবং লাভ উভয় আছে । তবে কথা হল ফরেক্স ট্রেড করার আগে কিছু দেখে নিন এবং বুঝে দক্ষতা অর্জন করুন । কেননা না জেনে বুঝে করলে আপনি যে লস খাবেন তা সমলিয়ে উঠতে নাও পারতে পারেন । তাই এপনি দেখে নিন কি করেত হবে যদি আপনি ফরেক্স ট্রেড করতে চান । এজন্য আপনাকে শিখার দিকে গুরুত্ব দিতে হবে । আপনি যতই শিখবেন ততই ভাল ট্রেডার হতে পারবেন ।
-
ভাই আপনি যে ইমেজ টি বা চার্টটি আমদের ট্রেড সম্পর্কে বোঝানোর জন্য দিয়েছেন তা আমরা ভালভাবে ইমেজটি কেও বুঝতে পারছি না।প্লিজ ভাই ইমেজটি বড় সাইজ করে আবার উপলোড করে দিন যাতে আমরা আপনার চার্টটি দেখে ট্রেড সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি।
-
একটি নতুন ট্রেড অপেন করার আগে সর্বপ্রথম যে বিষয়টির দিকে খেয়াল রাখতে হবে যে, মার্কেটের বর্তমান অবস্থাটা কি। আগামী এক ঘন্টা বা আরো-বেশি বা কম সময়ের মাঝে মার্কেট রেখা উপরে উঠবে নাকি নিচে নামবে, যদি নিচে নামে (সেল হয়) তাহলে কতখন নিচে নামবে এইসব কিছু এনালাইসিস করে যদি মার্কেট আপনার অনুকুল এ থাকে তাহলেই কেবল নতুন ট্রেড অপেন করা যেতে পারে।
-
ধন্যবাদ ছবিটি শেয়ার করার জন্য। কিন্তু সবারই ছবিটা নিয়ে একটু সমস্যা আছে। দয়া করে একটু ভাল পিক্সেল এর ছবি শেয়ার করুন । তাহলে সবাই ই উপকৃত হবে। কারণ এই ফোরামে বেশির ভাগ ই নতুন ট্রেডার। তাই দয়া করে নতুন একটি ছবি আপলোড করুন ।
ধন্যবাদ
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে সব কিছু ঠিক আছে কিনা দেখে নিতে হবে কারন রিয়াল মার্কেটে প্রতিটা ট্রেড কে আমাদের গুরুত্ব সহ কারে নিতে হবে। ট্রেডটি নেওয়ার আগে আপনার ট্রেডের সাস্হ ঠিক আছে কিনা দেখে নিতে হবে।আনদাজে ট্রেড না করে বুজে ট্রেড করতে হবে।
-
ব্যক্তিগতভাবে আমি বলবো নতুন ট্রেড ওপেন করার আগে ফরেক্স মার্কেট অথবা ফরেক্স এর এখন কি অবস্থা সেটা দেখে নেয়া উচিত। কারন কোন ট্রেড দেয়ার আগে বুঝে শুনে ও ভাল করে দেখে তারপর ট্রেড করা উচিৎ তাহলে ট্রেড লস কম হয় আর ভাল ট্রেডার রা দেখে শুনে ও বুঝেই ট্রেড দেয়। তাই আমার মতে সবার উচিত ভাল করে দেখে শুনে বুঝে তারপর ট্রেড করবেন তাহলে দেখবেন আপনিও একদিন বড় ট্রেডার হতে পারবেন।
-
নতুন ট্রেড করার আগে যে বিষয় টি আমার নিকট গুরুত্ব পূর্ণ তা হলো মার্কেট অ্যানালাইসিস। অ্যানালাইসিস এমন এক পর্যবেক্ষণ যাহা আপনাকে মার্কেট সম্পর্কে ধারণা দিবে। আপনি কখন ট্রেড শুরু করবেন আর কখন ক্লোজ করবেন, এ সকল অ্যানালাইসিস এর উপর নির্ভর করে। আপনি যদি এনালাইসিস ছাড়া ট্রেড শুরু করেন তাহলে লসের সম্ভাবনাই বেশি থাকে, আর যদি এনালাইসিস করে ট্রেড শুরু ও শেষ করেন তাহলে লসের সম্ভাবনা কম থাকে। আপনার জন্য -
১, ট্যাকনিকেল
২, পানডামেন্টাল ও
৩, সেন্টিমেন্টাল
এই সব গুলো এনালাইসিস গুরুত্ব পূর্ণ।
-
নতুন কোনো ট্রেড ওপেন করার আগে অবশ্যই দেখে নিতে হবে যে কোনো ট্রেড ওপেন আছে কিনা যদি থাকে তাহলে আর ট্রেড ওপেন করা যাবে না ।কারন যখন আপনি আরেকটা ট্রেড ওপেন করবেন তখন যদি আপনার ব্যালান্স কম থাকে সেক্ষেত্রে আপনার ব্যালান্স হারানোর সম্ভাবনা থাকে ।তাছারা আমি মনে করি প্রত্যেকটা ট্রেড ওপেন করতে আমাদের ব্রকারকে যে ভ্যাট দিতে হয় আমরা যদি কম ট্রেড ওপেন করি তবে অন্তত এই লস থেকে বাচা যাবে ।আর যখন একটা ট্রেড ওপেন আছেই তখন সেই ট্রেডটা আগে শেষ করুন তার পর ট্রেড ওপেন করুন ।
-
ভাই আপনার ছবিটি বর করেন তবে আমাদের মন নতুন দের জন্য বুঝতে সুবিধা হবে | আমরা যদি আপনার ছবি ভাল বুঝতে না পারি তবে কমেন্ট করব কী করে তাই আপনি আপনার সব কিছু থিক করেন ধন্যবাদ|
-
একজন ট্রেডারকে নতুন ট্রেড ওপেন করার আগে বেশ কিছু জিনিস দেখে নেয়া উচিৎ। না হলে ট্রেড টা অনেক লস এ চলে যেতে পারে। তাই একটা ট্রেড ওপেন করার আগে এই জিনিস গুলো লক্ষ করতে হয়। যেমন একটা ট্রেড ওপেন এর আগে মার্কেট এর বড় টাইম ফ্রেম এ মার্কেট সাপোর্ট না রেজিস্টেন্স এ আছে কিনা তা দেখতে হয়। ট্রেন্ড দেখে ট্রেন্ড এর পক্ষে ট্রেড নিতে হয়।
-
পনার চার্টটা বোঝা যাচ্ছে না আবার নতুন ট্রেডার জন্য আপনার এই চার্ট কি কাজে আসবে তাও তো বুঝতেও পারলাম কারন নতুন ট্রেডাররা যত্রতত্র ট্রেড ওপেন করে কারন এটা তাদের প্রপার ট্রেডিং জ্ঞান এবং দক্ষতার অভাব তাই তারা কোন ট্রেডিং প্লান ছাড়াই মার্কেটে ট্রেড ওপেন করে থাকে তাই তাদের জন্য ফ্লোচার্ট না দিয়ে পরামর্শ দেওয়া উচিত।
-
ফরেক্স লাভজনক একটি বিনিয়োগের বাজার । এখানে যেকেউ খুব ই অল্প টাকা বিনিয়োগ করে লাভবান হতে পারে । কিন্তু ফরেক্স এ ভালো করতে হলে ও ধারাবাহিক মুনাফা অর্জন অব্যাহত রাখতে হলে আমাদের ফরেক্স এর সম্পর্কে ভালো করে শিক্ষা গ্রহণ করা উচিত । নতুন ট্রেড খুলার আগে আমাদের ইন্ডিকেটর ও মার্কেট ভালোভাবে এনালাইসিস করা দরকার । মার্কেট এর অবস্থা ও কোনো নির্দ্ধিষ্ট মুদ্রার সবোর্চ্চ এবং সর্বনিম্ন অবস্থা মাথায় রাখতে হবে ।
-
আমি মনে করি নতুন ট্রেড ওপেন করার আগে বেশ কিছু জিনিস দেখে নেয়া উচিৎ। না হলে ট্রেড টা অনেক লস এ চলে যেতে পারে। তাই একটা ট্রেড ওপেন করার আগে এই জিনিস গুলো লক্ষ করতে হয়। যেমন একটা ট্রেড ওপেন এর আগে মার্কেট এর বড় টাইম ফ্রেম এ মার্কেট সাপোর্ট না রেজিস্টেন্স এ আছে কিনা তা দেখতে হয়। ট্রেন্ড দেখে ট্রেন্ড এর পক্ষে ট্রেড নিতে হয়।
-
নতুন করে ট্রেড ওপেন করার আগে আমাদের অনেক দিকই খেয়াল রাখতে হবে। মার্কেট মুভমেন্ট কি রকম। কি কি নিউজ আছে। যে পেয়ারে ট্রেড করতে চাই তার কি রকমের নিউজ আছে। সেই দেশের অর্থনৈতিক অবস্থা কি রকম। টেকনিক্যাল এ্যানালাইসিস করে নিতে হবে। তাহলেই সেই ট্রেড হতে সফল হওয়া যাবে।
-
ফরেক্স এ নতুন ট্টেড করার আগে আমরা ভাল করে দেখে ভাল শিধান্ত নিয়ে ট্টেড করব তাহলে আমরা লস করব না এবং কিছুটা হলেও আমরা আয় করতে পারব এবং আমরা সাফলতা অর্জন করতে পারব।
-
নতুন ট্রেড ওপেন করার আগে বেশ কিছু জিনিস দেখে নেয়া উচিৎ। না হলে ট্রেডে অনেক বড় লস হতে পারে। তাই একটা ট্রেড ওপেন করার আগে এই জিনিস গুলো লক্ষ করতে হয়। যেমন একটা ট্রেড ওপেন এর আগে মার্কেট এর বড় টাইম ফ্রেম এ মার্কেট সাপোর্ট না রেজিস্টেন্স এ আছে কিনা তা দেখতে হয়।মার্কেটের মুভমেন্ট ভালো ভাবে অনুসরঙ্করা আর ট্রেন্ড এর সাথে ট্রেড করা খুবি গুরুত্তপূর্ণ।
-
ফরেক্সে লসের কারন মার্কেট এনালাইসেস না জানা এনালাইসেস সঠিক না হলেই লস । আর হলো লোভ লোভ করে বেশি লটে ট্রেড না দেয়া /আরো লাভের জন্ন সময়মত ট্রেড ক্লোজ না করা ইত্যাদি কারন গুলিতেই বেশির ভাগ লস হয়ে থাকে ।
-
ফরেক্স ট্রেড করার আগে কিছু দেখে নিন এবং বুঝে দক্ষতা অর্জন করুন । কেননা না জেনে বুঝে করলে আপনি যে লস খাবেন তা সমলিয়ে উঠতে নাও পারতে পারেন । তাই এপনি দেখে নিন কি করেত হবে যদি আপনি ফরেক্স ট্রেড করতে চান । এজন্য আপনাকে শিখার দিকে গুরুত্ব দিতে হবে । ভালো ট্রেডার হবার জন্য শেখার কোনো বিকল্প নেই।
-
আমি ফরেক্স মার্কেতে আয়ের একটা টার্গেত রাখি যে প্রতিদিন আমি এই পরিমান দডলার আয় করব এবং করি কিন্তু তা নষ্ট করে ফেলি লোভের বশভুর্তি হয়ে।কোন ভাবেই আমি পারছি না।প্রতিদিন ভাবি যে আমি টার্গেট পুরন করে আর ট্রেড করব না কিন্তু পারি না।
-
আসলে ইমেজটি এতো ছোট যে আমি ইমেজ এর কিছুই বুঝছি না। এতো ছোট ইমেজ না দেওয়াই ভালো ছিল। ট্রেড করার আগে আমাদের কি দেখতে হবে সেটা কিছুই বুঝতেসি না। আমার মনে হচ্ছে এই ইমেজটি ফরেক্স মার্কেট যে কত বৃহত তা বুঝানোর জন্য ব্যবহার করা হয়েছে।
-
প্রতিটা নতুন ট্রেড ওপেন করার আগে আমাদেরকে অবশ্যেই অনেক বেশি পরিমাণে এর জন্য পরিকল্পনা করতে হবে । কোন পেয়ারে ট্রেড করলে আমরা লাভবান হতে পারব সেটা খুঁজে বের করতে হবে । যে যত বেশি নিখুঁত বিশ্লেষণ করতে পারবে সে তত বেশি পরিমাণে ফরেক্সে ভালো কিছু করতে পারবে । ফরেক্স ভালো করা না করা নির্ভর করে মানুষের নিজের উপরেই ।
-
একটি ট্রেড ওপেন করার আগে অনেক কিছু দেখা আছে। আপনার চার্টাও ভালো।কোন কিছু নতুন শুরু করার আগে ভাল করে যাচাই করে নিতে হয়ে।ঠিক সেরকম ই নতুন ট্রেড ওপেন করার আগে ফরেক্স মার্কেট এর বর্তমান অবস্থা সেটা দেখে নিয়ে তবে এগন উচিৎ এতে দুত উপকার হয়ে।প্রথমে আপনাকে মার্কেট আপ না ডাউন ট্রেন্ড তা নির্নয় করতে হবে।এরপর ভালোভাবে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করতে হবে এবং সাপোর্ট এন্ড রেসিসটেন্ড লেভেল নির্নয় করতে হবে।তারপর নতুন ট্রেড ওপেন করবেন।
-
আপনি অনেক ভাল জিনিস পোস্ট করছেন কারন ফরেক্স মার্কেট এ অনেকে ট্রেড না পেয়ে উলটা পাল্টা ট্রেড করে লস করে একটা নিয়ম করে নিয়মিত ট্রেড করলে ফরেক্স মার্কেট থেকে আরও অনেক বেশি লাভ করা যাই তাই আপনাকে জেনে বুঝে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে তা হলে আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে হবে আর লাভ ও করতে হবে
-
আমি যতটুকু বঝতে পারছি আপনার ইমেজ থেকে সেটা হলো আপনি একটা ট্রেডিং চেকলিষ্ট ফলো করে ট্রেড করতে বলেছেন। হ্যা আসলে আপনি যে সিষ্টেম ফলো করার কথা বলছেন এটা একটি বাস্তব সম্মত এবং অভিজ্ঞ ট্রেডারের সিস্টেম। সুতরাং এটা যে সব ট্রেডার ফলো করতে পারতে তিনি লাভবান হবেন। যেমন : যদি আপনি ফিবো ট্রেডার হন, তাহলে আপনাকে প্রথম দেখতে হবে ট্রেন্ড লাইন কোন দিকে এবং ফিবোর কোন সার্পোট রেজিষ্ট্যান্স লাইন এর উপরে অথবা নিচে আছে এবং উপরে থাকলে কি ডিসিশন বা নিচে থাকলে কি ডিসিশন হবে সেগুলো বিবেচনা করে ট্রেড নিতে হবে।
-
হ্যা অবশ্যই ফরেক্স মার্কেটে নতুন ট্রেড ওপেন করার আগে আপনাকে ভালভাবে ট্রেডিং কৌশলগুলো দেখে নিতে হবে নতুবা আপনি উক্ত ট্রেডে কখনও ভাল কিছু বয়ে আনতে পারবেন না। এছাড়াও নিউজ ফলো আপ করে আপনাকে সামনের দিকে এগোতে হবে। এজন্য আমি মনে করি আপনি নিয়মিত একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারের সিস্টেম ফলো করতে পারেন এছাড়া আপনি আস্তে আস্তে যখন ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন তখন আপনি নিজেই একটা কৌশল তৈরি করে ট্রেড করতে পারবেন। তাহলে আপনি হয়তো এক সময় ভাল সফলতা অর্জন করতে পারবেন।
-
ট্রেডিং সফট্যার ওপেন করেই ট্রেড করা উচিত নয়। আপনাকে আগে ভালো করে ট্রেড বা মার্কেট এনালাইসিস করতে হবে। কারন আপনি যদি ভালো ভাবে মার্কেট এনালাইসিস না করতে পারেন তাহাওলে ক্কখনোই ফরেক্স এ লাভবান হতে পারবেন না। আগে মার্কেট এ বিশ্লেষন করতে হবে তারপর ট্রেড করতে হবে।
-
হ্যা ভাই আপনি সঠিক কথা ব্যক্ত করেছেন। কারন এই মার্কেটটা যেহেতু একটু রিসকি সেহেতু আমাদের প্রত্যেকেই নতুন কোন ট্রেড ওপেন করার আগে মার্কেটটাকে অবশ্যই ভালভাবে পর্যবেক্ষণ করা উচিত। কারন মার্কেটে কখন কি হয় সেটা পূর্বানুমান করা যায় না। তাই ট্রেড নেবার আগে মার্কেটের বেকটেস্ট থেকে শুরু করে আমাদেরকে অবশ্যই এনালাইসিসগুলো ভালভাবে সেরে নিয়ে তারপর নতুন ট্রেড ওপেন করতে হবে।
-
আপনার কথার সাথে ভাই আমি একমত। কারণ এই মার্কেটে প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে অবশ্যই আপনাকে দেখে শুনে ট্রেড ওপেন করতে হবে। যেহেতু এটা একটা অত্যন্ত ঝুকিপূর্ণ একটি মার্কেটে সেহেতু এখানে ট্রেড করার পূর্বে আপনাকে অবশ্যই নিউজগুলো সঠিকভাবে বুঝতে হবে। মার্কেট এনালাইসিস করতে হবে, মার্কেট সম্পর্কে পূর্বানুমান করার মত অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর ট্রেড নেবার আগে মার্কেটের পজিশনগুলোর বুঝার জন্য এনালাইসিস করতে হবে। তারপর আপনি ট্রেডে এন্ট্রি নিতে পারেন।
-
এই সম্পর্কে আমার কোনো ভালো ধারনা নেই কারো জনা থাকলে ভালো করে বুঝিয়ে দিবেন।