-
ভাই আমি আপনার সৃথে একমত,, ভাল ট্রেডার না হওয়ার ও কিছু গুনাবলি আছে।।।
১.ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা।
২.সিস্টেম না বুঝে ট্রেড করা।
৩.স্টপ লস ও টেক প্রফিট না ব্যবহার করা।
সঠিক মানি ম্যানেজমেন্ট ঠিক না করে ট্রেড করা।
এনালাইসিস না করে ট্রেড করা।
অন্যের কথা শুনে ট্রেড করা।
সিগন্যাল কিনে ট্রেড করা।
-
যারা নতুন তাদের ক্ষেত্রে হয়ত কথাটা ঠিক যে ৮০% ট্রেড প্লান ছাড়া হয়ে থাকে। আমি যখন নতুন ছিলাম তখন আমি ও প্লান ছাড়া ট্রেড করেছি। এর ফলে লস হত । কখন ও লাভ করতে পারি নাই। আমি বলব ফরেক্স মার্কেট থেকে যদি আপনি আয় করতে চান তাহলে সর্বপ্রথন যে জিনিসটি আপনার বেশি দরকার তা হচ্ছে আপনার ধৈর্য্য । কারন ধৈর্য্য না থাকলে আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না । এছাড়া আবেগ ও বেশি লোভে ট্রেড বেশি করাও ভাল ট্রেডআরের লক্ষ্যন নয়
-
যা স্ক্ল ট্রেডার ট্রেডিং না বুঝে ট্রেড ক্রে ,মারকেট স্মপ্রকে ভাল নলেজ না রেখে কাজ শুরু ক্রে ,ভাল কৌশ্ল ব্যাহার ক্রতে পরে না,ভাল এনালাইসিস ক্রেত জানে না,আবেগের বশে ডেমো ট্রেড ক্রে অতিরিক্ত লোভ প্রে বিজনেস শুরু ক্রে ।তারাই দক্ষতার অভাবে শুধু লস এ প্রে এবং ভাল ট্রেডার হতে পারে না।
-
একজন ভাল ট্রেডার না হওয়ার লক্ষণ অনেক গুলো থাকতে পারে । যেমন মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করা । নিজেকে বেশি পন্ডিত ভাবা । নিজের অ্যাণালাইসিস এর উপর ভরসা না করা । মার্কেটরে উপর জ্ঞান না থাকা । ঘন ঘন ট্রেডিং প্লান চেন্জ করা । এস এল না দেওয়া ইত্যাদি ।
-
আপনার সফল না হওয়ার পেছনে বিভিন্ন কারন থাকতে পারে।তবে আমার দৃষ্টিতে নিচের বিষয়গুলি হচ্ছে ভাল ট্রেডার না হওয়ার লক্ষন-
১.ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা,
২.সঠিক প্লান না থাকা অর্থাৎ পরিকল্পনাহীনভাবে ট্রেড করা
৩.অতিরিক্ত লোভ থাকা
৪.মানি ম্যানেজমেন্ট না মানা
৫.অল্পতে ধৈর্য হারা হওয়া
৬.মার্কেট না বুঝে ঘন ঘন ট্রেড করা।
-
ভাল ট্রেডার হওয়ার যেমন অনেক গুলো বিষেস গুন থাকে তেমনি ভাল ট্রেডার না হওয়ার ও অনেক কারন আছে।। আর তা হল,,,,
১। ফরেক্স মার্কেটের উপর সঠিক জ্ঞান না থাকা।।
২। ফরেক্স বাজারে অভিজ্ঞতা ছাড়া ট্রেড সুরু করা।।
৩। ফরেক্স মার্কেটের উপর দক্ষতা অর্জন
করতে না পারা।
৪। মানি ম্যানেজমেন্ট করে না।।
৫। ধরজ ধারন করতে পারে না।।
৬। লোভ ত্যাগ করতে পারে না
।
৭। ফরেক্স মার্কেটের নিউজ দেখে না
৮। কিছু না জেনে বুঝে ট্রেড করা।
৯। ঘন ঘন ট্রেড করা।
১০। পরিকল্পনাহিন ভাবে ট্রেড করা।
-
আমি মনে করি,আপনি যে ভাল ট্রেডার নন তা আপনিয়ে ভাল জানবেন কারন ভাল ট্রেডার হতে হলে আপনি কিছু সিস্টেম মেনে চলতে হবে এনালাইসিস সম্পর্কে সঠিক ঞান থাকনে হবে।এবং এই ৭ প্রকার মেনে চলতে হবে।তা দেওয়া হল, ১.ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা।
২.সিস্টেম না বুঝে ট্রেড করা।
৩.স্টপ লস ও টেক প্রফিট না ব্যবহার করা।
৪.বড় টাইমফ্রেম ব্যবহার না করা।
৫.মানিম্যানেজমেন্ট না মানা।
৬.খুব কম পুজি দিয়ে বেশি পরিমান লিভারেজ ব্যবহার
করা।
৭.ঘন ঘন ট্রেড করা।
ইত্যাদি ।
-
একজন ফরেক্স ট্রেডার ভাল ট্রেডার না হওয়ার অনেক গুলো গুন থাকে।প্রথমত ফরেক্স মার্কেট ধৈর্য না থাকা অনেক টাকা লাভের আসায় অনেক বড় লডে ট্রেড ওপেন করা।মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা অন্যর সিগনালে ট্রেড করা এগুলা কিন্তু ভাল ট্রেডারের মধ্যে পড়ে না।তাই ফরেক্স মার্কেট ভাল টাকা আয় করতে হলে ধৈর্য থাকা দরকার এবং মার্কেট এনালাইসিস করে ট্রেড করা দরকার।
-
আমার মতে ট্রেডার দুই ধরণের হয়ে থাকে ভাল ও মন্দ। ভাল ট্রেডার যে সকল নিয়ম মেনে চলে ভাল ট্রেডারে পরিনত হয় ঠিক সেই সকল গুণাবলী কোন ট্রেডার না মানলে খারাপ ট্রেডারে পরিনত হয়। অর্থাৎ খারপ ট্রেডারের বৈশিষ্ট হল ভাল ট্রেডারের বিপরীত।
-
ভালো ট্রাডার না হওয়ার লক্ষন হল ঃ অন্যর ওপর নির্ভর করা, যখন তখন ট্রেড করা, না বুজে ট্রেড করা, নিজে আনাল্যসিস করতে না পারা।
-
ভাল ট্রেডার না হওয়ার কয়েকটি লখ্ন নিচে দেওয়া হল:
১।ধৈর্য সহকারে ট্রেড করতে পারে না
২।ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান না থাকা।
৩।না বুঝে ট্রেড করা।
৪।স্টপ লস ও টেক প্রফিট না ব্যবহার করা।
৫।লোভ করে ট্রেড করা।
৬। ফরেক্স মার্কেটের নিউজ না দেখা।
৭।ঘন ঘন ট্রেড করা।
ইত্যাদি ।
-
ফরেক্স মার্কেট এ খারাপ ট্রেড আর হওয়া খুব সহজ । আপনি যদি নিয়ম না মেনে ট্রেড করেন তাহলে আপনি খুব সহজে খারপ ট্রেড আর হতে পারবেন । ১/ ইমোশনাল ট্রেড করতে হবে । ২/ না বুঝে এমনি এক জায়গায় ট্রেড ওপেন করতে হবে । ৩/ কোন আনালাইসিস করার দরকার নাই । ৪/ লট ওপেন করবেন যখন যত মন চায় তত বেশি ওপেন করবেন । তবেই আপনি অনেক লস ট্রেড আর এ পরিণত হবেন ।
-
ভাল ট্রেডাররা কোন ট্রেড ওপেন করার আগে ভাল করে এনালাইসিস করে তারপর ট্রেড ওপেন করে। মানি ম্যানেজমেন্ট ঠিক রাখে। কম লট এ ট্রেড করে। কোন ঝুঁকি নেয় না। না বুঝে কোন ট্রেড ওপেন করে না। আসলে ভাল ভাবে উপার্জন করতে হলে আপনাকে দক্ষ ট্রেডার হলে হবে। আমি মনে করি এই সব মেনে চললে যে কেউ ফরেক্স এ ভাল করতে পারবেন।
-
ভাই আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে খুবি সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন।আমরা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এই বিষয় গুলো মেনে ট্রেড করি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারবো।আমাদের কে এই বিষয় গুলো মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে।যেমন-ট্রেড করার সময় আমাদের কে এনালাইসিস করে ট্রেড করতে হবে।বেসি ট্রেড করা যাবে না।লোভ কে কন্ট্রোল করে ট্রেড করতে হবে।ট্রেড করার আগে তিন ভাবে ফরেক্স মার্কেট কে এনালাইসিস করতে হবে।
-
আমরা সাধারণত সবসময় দেখি ভাল ট্রেডার হওয়ার টিপসগুলো । কিন্ত আজ অাপনার পোস্টটে তার ব্যাতিক্রম দেখলাম । বর্তমান সময়ে অনেক বেশি পরিমাণে ফরেক্স এর উন্নতি সাধিত হয়েছে । একজন ভাল ট্রেডার অনেকভাবে অন্য সব সাধারণ ট্রেডার থেকে বেশি পরিমাণে এগিয়ে থাকতে পারে । তাই ভাল ট্রেডার হওয়ার ধাপগুলো আমাদেরকে অণুসরণ করতে হবে ।
-
আমার মনে হয় ফরেক্সে সফল না হওয়ার পিছনে আরও কিছু কারন আছে।যেমনঃ নিজে এনালাইসিস না করে অন্যের দেয়া সিগন্যাল অন্ধভাবে অনুকরণ,নতুন অবস্থায়ই ফরেক্স না শিখে বিভিন্ন রোবট এবং হলিগ্রেইলের পিছিনে ছুটা,বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে চার্ট ভরিয়ে ফেলা এবং ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হওয়া।
-
আমি এখনও একজন ভাল ত্রেদার হতে পারিনি। তবে ভাল ত্রেদার না হওয়ার লক্ষণ গুলো আমার কাছে যা মনে হয় তা হল............
১। ফরেক্স মার্কেটের উপর সঠিক জ্ঞান না থাকা।
২। ফরেক্স মার্কেটের উপর পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা।
৩। ফরেক্স মার্কেটের উপর দক্ষতা অর্জন করতে না পারা।
৪। মানি ম্যানেজমেন্ট করতে না পারা।
৫। ধরজ ধারন করতে না পারা।
৬। লোভ ত্যাগ করতে না পারা।
৭। ফরেক্স মার্কেটের নিউজ না দেখা।
৮। কিছু না জেনে বুঝে ট্রেড করা।
৯। ঘন ঘন ট্রেড করা।
১০। পরিকল্পনাহিন ভাবে ট্রেড করা।
ভাল ট্রেডার না হওয়ার কয়েকটি লক্ষন নিচে দেওয়া হলঃ
১.ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা।
২.সিস্টেম না বুঝে ট্রেড করা।
৩.স্টপ লস ও টেক প্রফিট না ব্যবহার করা।
৪.বড় টাইমফ্রেম ব্যবহার না করা।
৫.মানিম্যানেজমেন্ট না মানা।
৬.খুব কম পুজি দিয়ে বেশি পরিমান লিভারেজ ব্যবহার করা।
৭.ঘন ঘন ট্রেড করা।
-
একজন ভালো ট্রেডার না হওয়ার ক্ষেত্রে উপরোক্ত কথাগুলো সত্যি তবে এছাড়াও আরো অনেক বিষয় থেকে যায়। কারন ট্রেডিং প্লান অনুসরন না করে ট্রেড করে সফলতা পাওয়া যায় না। ট্রেড করার ক্ষেত্রে সময় নিয়ে ও ধৈর্য নিয়ে ট্রেড করতে হয়। এছাড়াও মার্কেট এনালাইসিস ও মানি ম্যনেজমেন্ট সঠিকভাবে না করতে পারলে ভালো ট্রেডার হওয়া সম্ভব না। একজন ভালো ট্রেডার কখনোই বেশি রিস্ক নিয়ে ট্রেড করেন না।
-
ভাল ট্রেডার না হলে আপনি কোনদিনও ফরেক্স থেকে লাভবান হতে পারবেন না। তবে ভাল ট্রেডার হওয়ার জন্য অনেক কিছু সম্পর্কে জানা লাগে। দক্ষ ট্রেডার না হবার লক্ষন হল- ট্রেন্ড না বুঝে সেখান সেখান থেকে ট্রেড ওপেন করা। ভালো ট্রেডার না হওয়ার সর্বপ্রথম লক্ষন ব্যক্তিগত ধৈর্য্য না থাকা।দ্বিতীয়ত মানি ম্যানেজমেন্ট, অ্যানালাইসিস, অর্থনীতির বিশ্লেষন ইত্যাদি ট্রেডিং পদ্ধতির সুষ্টু প্রয়োগ করতে না পারা। এছাড়াও মার্কেটের সঠিক মুভমেন্ট বুঝতে না পাড়া।
-
ফরেক্স মার্কেটে ভালো ট্রেডার না হাওয়ার লক্ষন নিম্নে দেওয়া হল :
(১) স্টপ লস ও টেক প্রফিট না ব্যবহার করলে ।
(২) মানি ম্যানেজমেন্ট না করলে ।
(৩) মার্কেটের সঠিক মুভমেন্ট বুঝতে না বুঝলে ।
(৪) এ্যানালাইসিস না করে ট্রেড করা।
(৫) ঘন ঘন ট্রেড করলে ।
-
ভাল ট্রেডার না হওয়ার লক্ষন হলো বড় ইনভেষ্ট না করে ট্রেড করা, ইন্ডিকেটর ব্যবহার না করা, স্টপ লস ব্যবহার না করা, টেক প্রফিট ব্যবহার না করা, ঠান্ডা মাথায় ট্রেড না করা, মানি ম্যানেজমেন্ট ব্যবহার না করা, রোবট ব্যবহার না করা । এই জন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে ।
-
#বেশি লাভের লোভে পড়ে যদি না বুঝেই স্ক্যালপিং করি#সঠিকভাবে যদি মানি মেনেজম্যান্ট ফলো করে ট্রেড না করি৷#যদি লিভারেজ অনেক বেশি নিয়ে ট্রেড করি#বেশি লাভের জন্য যদি ওভার ট্রেডিং করি#নিউজ না দেখে না বুঝে ট্রেড করি#সেশন না দেখে না বুঝে অফ সেশনে যদি ট্রেড করি#কারেন্সী কো রিলেশন যদি না বুঝে ট্রেড করি#একই সাথে যদি অনেকগুলো পেয়ারে ট্রেড করি#কোনো এনালাইসিসই যদি সঠিকভাবে করতে না পারি#দীর্ঘদিন যদি ডেমো প্র্যাকটিস না করি৷
-
আপনি যদি ফরেক্স মার্কেট এ নিয়মিত চাট এর সামনে না বসেন তা হলে আপনি ভাল ট্রেডার না, আপনি যদি বারবার আপনার ফরেক্স মার্কেট এর ট্রেডিং সিস্টেম পরিবর্তন করেন তা হলে আপনি ভাল ট্রেডার না, আপনি যদি ফরেক্স মার্কেট এ বেশি বেশি রিস্ক নিয়ে ট্রেড করেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ ভাল ট্রেডার না , ফরেক্স মার্কেট এ আরও অনেক নিয়ম আছে যে গুল আপনি না মানলে ভাল ট্রেডার হতে পারবেন না
-
ফরেক্স মার্কেটে একজন ভল ও দক্ষ ট্রেডার হতে হলে আপনাকে ফরৈক্স স্কুল থেকে ভাল জ্ঞান অর্জন করতে হবে । যারা ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জানেন তাদের কাছে বেশি করে যাওয়া এবং জ্ঞান অর্জন করা । আপনাকে সঠিক মানি ম্যানেজমেন্ট ঠিক করে ট্রেড করতে হবে । খুব কম পুজি দিয়ে বেশি পরিমান লিভারেজ ব্যবহার করা এবং খুব সহজে বরলোক হওয়ার সপ্ন দেখা । এই হলো ভভঅল ট্রেডার না হওয়া লক্ষন ।
-
ভালো ট্রেডার হতে হলে আমাদের স্ট্রেটিজি পরীক্ষা করে নিতে হবে। কারন আমরা ট্রেডিং স্ট্রেটিজি না থাকার কারনে ও অনেক লস করি। কোন নির্দিষ্ট কারন ছাড়া আমরা ট্রেড ওপেন করব না। তাহলেই আমরা ভালো ট্রেডার হতে পারব।
-
এতদিন ফোরামে পড়ে আসছি ভালো ট্রেডার হওয়ার লক্ষণগুলো । কিন্ত আজকে পড়ছি খারাপ ট্রেডার হওয়ার লক্ষণগুলো । আসলে একজন মানুষ ভালো ট্রেডার হবে নাকি খারাপ ট্রেডার হবে এটা নির্ভর করে তার নিজেেই উপরে । আমি মনে করি যে ফরেক্সে ট্রেড করে সফল হতে চাইলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে নিজেদেরকে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারে পরিণত করতে হবে । কেননা যে যত বেশি দক্ষ সে তত বেশি সফল ট্রেডার হতে পারবে ।
-
ফরেক্স মার্কেট এ পরের উপর ডিপেন্ড করে কিছু করা সম্ভব হবে না। কারন আপনি যদি নিজে ট্রেড বুঝে নিতে না পারেন কখনোই মার্কেট থেকে প্রফিট্যাবুল হতে পারবেন না। আর বার বার স্টপ লস যারা মুভ করায় তারা কখনোই ভালো ট্রেডার নন। ওভার ট্রেড যারা করে তারাও ভালো ট্রেডার নয়।
-
ফরেক্স সম্পর্কে ভাল করে না জানা ফরেক্স এর উপর অনেক জ্ঞান না থাকা ফরেক্স সম্পর্কে অনেক অভিজ্ঞতা না থাকা বেশি বেশি লোভ করা ফরেক্স কে সিরিয়াস ভাবে না নেওয়া আসলে আরো অনেক লক্ষণ আছে একজন খারাপ ট্রেডার হওয়ার।একটা কথা মনে রাখবেন প্রফিট কমবেশি সবাই করতে পারে কিন্তু সবাই প্রফিট ধরে রাখতে পারে না।ফরেক্স অভিজ্ঞতা না থাকা কখন কিভাবে ট্রেড করতে হবে তা না বঝা কখন বাই করতে হবে তা না বঝা কখন সেল করতে হবে তা না বঝা।
-
ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।ফরেক্স এ অভিজ্ঞতা অর্জনের অনেক গুলো মাধ্যম আছে যার মধ্যে অনলাইনে ডিডিও লার্নিং অন্যতম।আপনি ডেমোতে ট্রেডিং না করে রিয়েলে ট্রেড করলে আপনি আপনার মূলদন হারিয়ে ফেলতে পারেন।তাই আমি মনে করি বৈদেশিক মূদ্রার বাজারে আয় করতে হলে আগে আমাদের ডেমোতে ট্রেডিং করতে হবে।
-
ভাল ট্রেডার না হওয়ার কয়েকটি লক্ষন : প্রথমত নিজের সিস্টেমের প্রতি গুরুত্ব না দিয়ে অন্যান্য সিস্টেম খুঁজে বেড়ানো, অর্থাৎ নিজের উপর কনফিডেন্স না থাকা । মানি মেনেজম্যান্ট ভালভাবে না করা, ইমোশোনাল হওয়া যাবে না, সঠিক সময়ে সঠিক জায়গায় ট্রেড না নেওয়া, ধৈর্য ধারণ না করা, রিস্ক মেনেজম্যান্ট না করা ইত্যাদি ।
-
ফরেক্স-এ ভাল ট্রেডার না হওয়ার অনেক লক্ষন আছে যথা- আপনি ফরেক্স সর্ম্পকে না জেনে ট্রেড করলে। ফরেক্স শিখে ড্রেমো একাউন্টে দিয়ে ট্রেড না করে রিয়ের ট্রেড শুরু করা।মানিম্যানেজমেন্ট-এর প্রতি লক্ষ না করে ট্রেড করা।অ্যানালাইসিস ছাড়া ট্রেড করা। মোট কথা যতক্ষন পর্যন্ত আপনি ভাল ফরেক্স ট্রেডার না হতে পারবেন ততক্ষন পর্যন্ত আপনি ভাল ট্রেডার হতে পারবেন না। ভাল ট্রেডার হতে হলে আপনাকে প্রচুর শ্রম দিতে হবে ফরেক্স ট্রেড শিখার জন্য।
-
একজন সফল বা ভালো ট্রেডার যা যা করেন সে গুলো না মেনে ট্রেড করাই খারাপ ট্রেডারের লক্ষন। মানি ম্যানেজমেন্টকে গুরুত্ব দিতে হবে সর্বাধিক। কোন সময়ই ২% এর চেয়ে বড় লটে ট্রেড ওপেন করা যাবে না। সবসময় এনালাইসিস করে ট্রেড ওপেন করতে হবে। স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করতে হবে। ইমোশনাল হওয়া যাবে না।
-
যারা ভালো ট্রেডার তারা অনেক নিয়ম কানুন মেনে চলেন। কারন তারা নিয়ম মেনে চলেন বিধায় তারা ভালো ট্রেডার। যেমন ওভার ট্রেড করলে কোন দিন ভালো ট্রেডার হওয়া সম্ভব না। সে জন্য আমি এখন ডেইলি চার্ট এ ট্রেড করি। যাতে ওভার ট্রেড না করি।
-
ফরেক্সে ভাল ট্রেডার না হওয়ার অনেক কারণ থাকে তবে মূল কিছু কারণ হলো : অতিরিক্ত লোধ, ধৈর্য্য হারা, লসকে নিয়ন্ত্রন না করা, লস হলে কারণ সংশোধন না করা, মার্কেট এনালিসিস না করা, ফরেক্স এর সঠিক জ্ঞান না থাকা, সঠিক মানি ম্যানেজম্যান্ট না করা, টেক প্রফিট স্টপ লস ব্যবহার না করা। আসলে যদি ফরেক্স কে আমরা মনে করি অল্প সময়ে অনেক আয়ের মাধ্যম তাহলে আমাদের ভূল ধারনা। এই ধারনা আমারও ছিল এবং আমি মনে করতাম যে ফরেক্স ট্রেড করে অল্প সময়ে অনেক অনেক টাকা আসবে। কিন্তু যখন ফরেক্স শেখা শুরু করলাম এখন আমি ভাবি যে কতটা ভুল ধারনা ছিল আমার ফরেক্স এর ব্যপারে। ফরেক্স আসলে সাধনার বিষয় যা আপনাকে সময় এবং ধৈর্য্য দিয়ে করতে হবে।
-
আমার প্রশিক্ষনের ওপড় নিরর্ভরশিল কারন আমার প্রশিক্ষন যোদি ভালো হয় তাহোলে আমি ভালো ট্রেডার হোতে পারবো । আর আমার চেষ্টা থাকতে হবে । কারন নিজের আর্গহ না থাকলে কোন কাজ করা সম্ভনা । আর আন্যার ওপর নির্ভশিল না হওয়া ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার না হওয়ার কয়েকটি কারণ রয়েছে যথা: পরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা, ধৈর্য্য এবং লোভ করে এই মার্কেটে ট্রেড করে যারা, ওভার ট্রেডিং যারা করে, কোন কিছু শিখার আগ্রহ না নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ করতে চায়। আর যারা এই ধরনের চিন্তা নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসে তারাই কখনও ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে পারে না। বরং ক্রমাগত এই মার্কেট থেকে লস খেয়ে চলে যেতে বাধ্য হয়। এবং তারা কখনও কোন কাজে সফলতা আনতে পারে না যারা শুধু অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে।
-
ফরেক্স ব্যবসা অনেকে মনে করে যে খুবই সহজ একটি ব্যবসা যার ফলে তারা অনেকে ভুল করে থাকে । একজন বাজে ট্রেডারের মধ্যে কিছু বদগুন বিদ্যমান তা হলো :
* সে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে না।
* মানি ম্যনেজমেন্ট না মানা
* ওভার ভলিউম ব্যবহার
* আবেগ প্রবনতা
* বার বার ট্রেড করা
-
আমি মনেকরি ভাল ট্রেডার না হওয়ার কয়েকটি কারন রয়েছে , যেমন ১. ফরেক্স মাকের্ট না বুঝে ট্রেড করা
২. বেশী লোভ করা ।
৩. রোবট ব্যাবহার করে ট্রেড করা ।
৪. তারাহুরা করে ট্রেড করা ।
-
আমরা ফরেক্সে কঠোর পরিশ্রম করি, আমরা কখনই ব্যর্থতা পাব না এবং আমরা সফল ব্যবসায়ী হয়ে উঠব। কারণ এই পৃথিবীতে কঠোর পরিশ্রম ব্যতীত আর কিছুই অর্জন করা যায় না এবং সবচেয়ে বড় সাফল্য পরিশ্রমী, যে পরিশ্রম করে কেবল সে সফল হয় suc আমরা যদি সফল হতে চাই তবে ফরেক্সে আমাদের সর্বদা কঠোর পরিশ্রম করা দরকার।
-
একজন ভালো ট্রেডার ভুল খুব কম করেন এবং সঠিক সিদ্ধান্ত বেশি নেন। ভুল কম করার ফলে সে লস থেকে বেচে যান, বেশি লাভ করতে পারেন। ভালো ট্রেডার সিস্টেম বুঝে ট্রেড করেন, ইমোশনের কোনো স্থান নেই তার কাছে। মার্কেট এনালাইসিস করে অধিকাংশ সময় সঠিক সিদ্ধান্ত নেন। তার নিজের ট্রেডিং স্ট্র্যাটেজি থাকে এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে পর্যাপ্ত জ্ঞান থাকে।