একজন প্রফেশনাল ট্রেডার সব সময় মারকেটের খবর রাখেন । আর সে তখনি মারকেটে প্রবেশ করেন যখন মারকেট তার এনালাইসেসে যোগ্য অরথাত সেল বা বাই করার জন্ন চ্যানেল প্রস্তুত হয় ।
Printable View
একজন প্রফেশনাল ট্রেডার সব সময় মারকেটের খবর রাখেন । আর সে তখনি মারকেটে প্রবেশ করেন যখন মারকেট তার এনালাইসেসে যোগ্য অরথাত সেল বা বাই করার জন্ন চ্যানেল প্রস্তুত হয় ।
একজন প্রফেশনাল ট্রেডারের অনেক গুনাবলি আছে যা তিনি ট্রেডের সময় মেনে চলে।
১।স্ট্রাটেজি দিয়ে ট্রেড করেন।
২।একটি স্বচ্ছ ট্রেডিং প্ল্যান মোতাবেক ট্রেড করেন।
৩।একটি ট্রেডিং জার্নাল দিয়ে ট্রেড করে থাকেন।
৪।প্রতি ট্রেডে রিস্ক ম্যানেজ করেন এবং প্রত্যেক ট্রেডে রিস্ক কন্টোল করেন।
৫।অতিরিক্ত প্রফিট বা সুবিধার আশায় থাকেন না।
আমাকে ফরেক্স এ টিকে থাকার জন্য অনেক গুলা নিয়ম মানতে হয় ।। সুধুই যে যারা ফরেক্স এ প্রফেসনাল তারাই নিয়ম মানবে তা না ।। ফরেক্স এ টিকে থাকতে হলে এবং নিজেকে প্রফিটেবল ট্রেডার হিসেবে গড়ে তুলতে হলে এই নিয়ম গুলা মেনে চলতে হবে ।
একজন প্রফেশনাল ট্রেডার সবসময় অন্য যে কোন সাধারণ ট্রেডার হতে অনেক বেশি পরিমাণে ব্যাতিক্রম হয়ে থাকেন । আসলে একটা কথা চিন্তা করলেই বুঝা যায় যে আমরা সবাই কিন্ত ট্রেডার ,আবার তার মধ্য কিছু মানুষ আছে যারা অতিরিক্ত ভাল অর্থ্যাৎ অনেক দক্ষ প্রফেশনাল । তবে তারা একদিনে তা হয়ে উঠেনি দিনে রাতে পরিশ্রম করে দীর্ঘ একটা সময় এটার পিছনে ব্যায় করেই এই জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে ।
একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার তার ফরেক্স থেকে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ফরেক্সে ট্রেড করে থাকে একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার কখনো আবেগ দিয়ে বা লোভ করে ফরেক্স মার্কেটে ট্রেড করে না । তারা বুঝে মার্কেটে ট্রেড করে । কারন প্রফেশনাল ট্রেডাররা জানেন যে ফরেক্সে কোন আবেগ বা লোভের স্থান নেয় । যারা ফরেক্সে কাজ করবে তাদের সবাইকে ফরেক্স বুঝে তারপর ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে । প্রফেশনাল ট্রেডাররা তাদের টেকনিক ব্যবহার করে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে । একজন প্রফেশনাল ট্রেডারের কাছে ট্রেড হলো একটা ব্যবসা ।
আমি আপরার সাথে পুরোপুরি একমত। ফরেক্সে যারা প্রফেসনাল ফরেক্স ট্রেডার তারা খুবই ভালোভাবে ট্রেড করার চেষষ্টা করেন। কেননা প্রফেশনালভাবে ট্রেড করলে ট্রেডের প্রফিট করাটা বাধ্যতামূলক। তাই প্রফেসনাল ট্রেডাররা ভালোভাবে ফরেক্স শিখে ফরেক্সের সর্বোচ্চ নিয়ম মেনে সর্বোচচ প্রফিট করে নেওয়ার চেষ্টার মাধধ্যমে ট্রেড করে চলেন।
আসলে একজন প্রফেসোনাল ট্রেডার প্রথমেই মার্কেট সম্পরকে অনেক জ্ঞান অরজন করেন, মার্কেট আনাল্যসিস না করে ট্রাড করেন না। উদ্দেশ্য হীন ট্রাড করেন না, রিস্ক কম নিয়ে ট্রাড করেন , অধিক লোভ করেন না ।
ফরেক্স মার্কেট এ একজন প্রফেশনাল এবং দক্ষ ফরেক্স ট্রেডার কখনো ওভার শিউর না হয়ে ট্রেড করেনা।তাদের লক্ষ্যই হচ্ছে কম ট্রেডে বেশী প্রফিট।একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার সব সময় ওঁত পেতে বসে থাকে একটি ভালো এন্ট্রির জন্য।তাছাড়া তারা সব সময় মান্য ম্যানেজমেন্টের উপর বেশী গুরুত্বারোপ করে।
একজন প্রফেশনাল ট্রেডার ট্রেড শুরু করার আগে অনেক ভেবেচিন্তে ট্রেড শুরু করেন , তারা মার্কেট এনালাইসিস করেন , মার্কেট স্ট্রেটিজি দেখে ট্রেড করেন তাছাড়াও একটি প্ল্যান মোতাবেক তাদের ট্রেড শুরু করেন এছাড়াও প্রধান যে কাজটি করেন তা হল ওভার ট্রেড তারা কখনই করেন না ।
একজন প্রফেশনাল ট্রেডার যার ট্রেডিং দক্ষতা দেখে মানুষ চমকে যায় তার এই দক্ষতা একদিনে গড়ে উঠেনি । কেননা সে হল এমন একজন ট্রেডার যে কিনা অনেক বেশি পরিমাণে সাধক ছিল । কেননা আপনি চিন্তা করলে দেখতে পাবেন বা উপলব্ধি করতে পারবেন যে যাকে আমরা প্রফেশনাল ট্রেডার বলে খুব বেশি পরিমাণে প্রশংসা করি সে একদিন ফরেক্স-এ নতুন ট্রেডার ছিল । তাই সাধনাই তাকে এখান পর্যন্ত নিয়ে এসেছে ।
আমার মতে একজন প্রফেশনাল ট্রেডার এর রড় বৈশিষ্ট হলো সে অবশ্যই আন্দাজে ট্রেড করেনা। এমনকি অনেকবেশি ট্রেড করে না। মার্কেটে কখোনো বড় লস হয় না। হলোও কান্না কাটি করার মতো কোন অবস্থা হয় না। আর আমার মনে হয় তারা সর্বদা মানি ম্যানেজমেন্ট ব্যবহার করে।
ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রেডার ফরেক্স মার্কেটে এনালাইসিস করে ট্রেডিং করে থাকে তারা ফরেক্স মার্কেটের নিউজ নিয়মিত দেখে তারা ফরেক্স মার্কেটে স্টপ লস ব্যাবহার করে ৫০ পিপস আর এভাবে ট্রেডিং করে, তারা মার্কেটে কম ট্রেড নেয় তারা একটি ট্রেডে অনেক ভাল প্রফিট করে থাকে,তারা মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করে।
যারা প্রফেশনাল ট্রেডার তারা ফরেক্স মা্র্কেটে সব সময় ধৈরয ধরে কাজ করে এবং মার্কেট সম্পর্কে নিউজ সংগ্রহ করে এনালাইসিস করে ।এনালাইসিস করে এরা মার্কেটে ট্রেড করে । এই জন্য প্রফেশনার ট্রেডার দের লস কম হয় এবং লাভ বেশী হয় ।
এছাড়া প্রফেশনাল ট্রেডাররা মানি ম্যনেজমেন্ট করে ট্রেড করে ।
আমি আপনার সাথে একমত।একজন প্রফেশনাল ট্রেদার এর এই গুন গুলো থাকা দরকার।যথাঃ
১।সবসময় মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে।
২।কোন ট্রেড ওপেন করার আগে মাথা ঠান্ডা রাখতে হবে।
৩।ট্রেড ওপেন করার আগে টেকনিকাল এনালাইসিস করে ট্রেদ ওপেন করতে হবে।
৪।নিজের লোভ কন্ট্রল করা উচিত।
৫।মানি ম্যনেজম্যান্ট ঠিক রাখতে হবে।
একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার আগে ভালোভাবে ফরেক্স শিখে ট্রেডিং শুরু করে।ট্রেডিংয়ে গিয়ে প্রচুর ধৈর্যের সাথে ভালো পজিশনে সঠিক অ্যানালাইসিস করে ট্রেড অপেন করে।কেননা সে জানে তার কোনো ভুল হওয়া যাবে না।তাকে ফরেক্স থেকেই ইনকাম করতেই হবে ।সে ভালো মানি ম্যানেজমেন্ট করে।সর্বদা তার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে ট্রেডিং করতে থাকে।
একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার প্রথমে মার্কেট নিয়ে এ্যানালাইসিস করেন। মার্কেট এর মুভমেন্ট ধরার চেস্টা করেন। যদি মার্কেটের মুভমেন্ট বুঝতে পারেন তখন সে ট্রেড ওপেন করেন। কখনোই মার্কেট না বুঝে ট্রেড করেন না। লোভকে সংযোত রেখে ট্রেড করে। কখনোই সে ওভার ট্রেড করে না। এবং একটি ট্রেডের ফলাফল যাই হোক না কেন মাথা ঠান্ডা রেখে সব সময় ট্রেডে বসে।
আপনাকে অনেক ধন্যবাদ আমি ও মনে করি একজন প্রফেসনাল ট্রেডার উপরের রুল গুলি অনুসরন করেন তা না হলে সে কক্ষনও প্রফেসনাল হতে পারবেনা । আমি একজন নতুন ডেমু ট্রেডার আশা করি আমিও একদিন প্রফেসনাল হব
একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার সে অনেক দক্ষতা অর্জন করার চেষ্টা করে । সে বেশী লিভারেজ নেয় না । কম লিভারেজ নিয়ে মার্কেটে কাজ করে । অামার জানামতে সে যেভাবে মার্কেটে কাজ করে একজন নতুন ট্রেডার যদি তাকে অনুসরণ করে তাহলেই কিন্তু যথেষ্ট । অামরা সকলেই প্রফেশনাল ব্যবসায়ী হওয়ার চেষ্টা করব ।
একজন আদর্শ ফরেক্স ট্রেডার বা প্রফেশনাল ট্রেডার কিছু নিয়ম মেনে ট্রেড করে থাকেন ঃ-
(ক) মেটাট্রেডার-৪ সফটওয়্যার সম্পর্কে পরিপূর্ণ জানে।যাতে যে কোন পরিস্থিতিতে সফটওয়্যার নিয়ন্ত্রন করতে পারে।
(খ) লোভ থেকে দূরে থাকে। লোভ ফরেক্স ব্যবসার জন্য ধ্বংসাত্মক।
(গ) টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস এর সমন্বয়ে নিজস্ব এনালাইসিস করে।
(ঘ) নিজস্ব ট্রেডিং কৌশল আবিস্কার করেন। অন্যের দেয়া সিগন্যাল এরিয়ে চলে।
(ঙ) মানি ম্যানেজমেন্ট ও রিস্ক রেশিও সঠিক ভাবে পালন করে থাকে।
(চ) মূলধনের নিরাপত্তা নিশ্চিত করতে লিভারেজ কমিয়ে রাখেন।
(ছ) একসাথে অনেক কারেন্সি বা অধিক ট্রেড নেয়া থেকে বিরত থাকেন।
(জ) লসকে মেনে নিয়ে লাভের প্রত্যাশা করেন।
একজন প্রফেশনাল ট্রেডার সপ্তাহের শুরুতে কোন পেয়ার গুলো ট্রেড করবে এবং কোন পেয়ার গুলো ট্রেড করবে না সেটা আগে নির্নয় করে থাকে। কারন প্ল্যান মাফিক কাজ করেন বিধায় প্রফেশনাল ট্রেডআর সর্বদা প্রফিট এর মুখ দেখে থাকেন। আর আমদের নেই কোন প্ল্যান। কয়টা পেয়ার এ ট্রেড করব সেটা ও আমরা নির্দারন করতে পারি না।
বিশ্বের সকল প্রফেশনাল ট্রেডারগণ তিনটি পধ্বতিতে এনালাইসিস করে ট্রেড করছেন৷তারা কখোনোও লোভে পড়ে বেশি লাভের আশায় ওভার ট্রেডিং করেন না৷তারা লিভারেজ অনেক কম নেন৷তারা মানি মেনেজমেন্ট সঠিক ভাবে ফলো করেন৷তারা ঠিক সময়মতো ওপেনিং ট্রেড গুলো ক্লোজ করে প্রফিট নিয়ে যান৷তারা রাতে ভালো ঘুমান৷তারা ওপেনিং ট্রেডের উপর কোনো প্রতিক্রিয়াই প্রকাশ করেন না৷তারা অত্যন্ত পরিশ্রম করে সঠিক ভাবে এনালাইসিস করে ট্রেড করেন৷অবশ্যই তারা খুবই ধৈর্যশীল ও মেধাবী৷
আমার মনে হয় একজন প্রফেশনাল এবং দক্ষ ফরেক্স ট্রেডার কখনো ওভার শিউর না হয়ে ট্রেড করেনা।তাদের লক্ষ্যই হচ্ছে কম ট্রেডে বেশী প্রফিট।একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার সব সময় ওঁত পেতে বসে থাকে একটি ভালো এন্ট্রির জন্য।তাছাড়া তারা সব সময় মান্য ম্যানেজমেন্টের উপর বেশী গুরুত্বারোপ করে।তাই সকল ট্রেডারদের উচিত প্রফেশনাল ফরেক্স ট্রেডারদের এই নিয়মগুলো মানা।
একজন প্রফেশনাল ট্রেডার সারাদিন চার্টের সামনে বসে থাকে না। তারা সব সময় ট্রেড নিয়ে চিন্তা করেন না। একদিন ট্রেড না করলে ও চিন্তা করেন না। তারা তাদের নিজস্ব স্ট্রেটিজি দিয়ে ট্রেড করেন। আর ফরেক্স নিয়ে কোন মাথা ঘামান না। তারা সুষ্ঠভাবে ট্রেড পরিচালনা করে থাকেন।
আমি মনে করি প্রফেশনাল ট্রেডার রা অনেক বেশি পরিশ্রমি এবং আত্নবিশ্বাসী হয়ে থাকেন । উনারা খুব বুঝে শুনে ট্রেড করেন এবং সঠীক সময়ে মার্কেত থেকে লাভ নিয়ে বের হয়ে আস্তে পারেন । আমরা যারা ফরেক্স এ সফল হতে চাই তাদের উচিৎ হবে যারা সফল প্রফ্রশনাল ত্রেদার আছে তাদের কে অনুসরন করা এবং তাদের সুপরামর্শ মেনে চলা । প্রফেশনাল ট্রেডার ড়া সব সময় চেষ্টা করেন নিজেকে টিকিয়ে রাখার পাশাপাশি একটা ভালো উপার্জন পেতে । কেননা এটা উনি প্রফেশন হিসেবে নিয়েছেন । প্রফেশনার ট্রেডার হতে হলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন ।
ফরেক্স এ একজন প্রফেসনাল ট্রেডার অনেক বড় একজন বেক্তি। উনার সব রখম কাজ, সব কিছু ই যেন উনার নিয়মের ভিতরে। আমার মতে একজন ভাল ট্রেডার শুরু থেকে শেষ পর্যন্ত ফরেক্স নিয়ে গবেষণা করে। উনি প্রথমে ফরেক্স এর সব বাধা কিভাবে ডিঙ্গাতে হয় তা খুজে নেন। উনি কারো সাপোর্ট এ চলেন না, বরং নিজের মেধা কে কাজে লাগান। একজন ভাল ট্রেডার কখনও লুভি হয় না এবং খুব বড় রিস্ক উনি নিতে চান না।
আমি যতোদূর জানি ফরেক্স ট্রেডিং এ একজন প্রফেশনাল ও দক্ষ ফরেক্স ট্রেডার কখনো ওভার শিউর না হয়ে ট্রেড করেনা।আর তাদের মূল লক্ষ্যই হচ্ছে কম ট্রেডে বেশী প্রফিট করা।তাছাড়া তারা সব সময় মানি ম্যানেজমেন্টের উপর বেশী গুরুত্বারোপ করে।এ জন্যই তারা এতো বেশি দক্ষ।
একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার মার্কেট এনালাইসিস করে ট্রেড নিয়ে থাকেন। আমরা জানি এই মার্কেট ১০০% পরিবর্তন শীল। তাই দক্ষ ট্রেডার রা ট্রেড নেওয়ার সময় টেক প্রফিট আর স্টোপ লস ব্যবহার করে থাকেন। একজন দক্ষ ট্রেডার মানিমেনেজমান্ট করে ট্রেড নিয়ে থাকেন আর যতটুক সম্ভব লোভ লালসা দুরে রাখেন।
আমার মতে একজন প্রফেশনাল ট্রেডার এই বাজারে ট্রেড করার পূর্বে সে অবশ্যই মার্কেট পর্যবেক্ষণ করবে। শুধু তাই নয় কোন ট্রেড ওপেন করার পূর্বে সে অবশ্যই বাজারে গতিবিধি পর্যবেক্ষণ করেই ট্রেড ওপেন করেন। তবে আপনাকে সব সময় খেয়াল রেখেই ট্রেড করতে হবে ফরেক্স মার্কেট যে কোন সময় পরিবর্তন হতে পারে। একজন কোন ট্রেড ওপেন করার পূর্বে আপনাকে সব সময় স্টপ লস এবং টেক প্রফিট দিয়ে ট্রেড ওপেন করতে হবে। একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার মানি ম্যনেজমেন্টর এর কথা চিন্তা করেই ট্রেড করে থাকে।
একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার লং ট্রেড করে থাকেন। ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করেন। তারা ওভার ট্রেডিং করেন না। আর আমার জানামতে অধিকাংশ প্রফেশনাল ফরেক্স ট্রেডার প্রাইস একশন ট্রেডিং করেন।
একজন প্রফেশনাল ট্রেডার অনেক এনালাইসিস করে তারা স্বাভাবিকের তুলনায় অনেক পরিশ্রম করে। দিনের শুরুতে সাপোর্ট ও রেসিস্টান্ট বের করে, মানি ম্যানেজমেন্ট করে, বেশি লোভ করে না, ওভার ট্রেডিং করে না। নিউজ এর সময় ট্রেড অপেন করে না। এগুলো প্রফেশনাল ট্রেডার দের বিশেষ গুণাবলী। ধন্যবাদ
একজন ভাল ট্রেডার হিসেবে আমি মনে করি তাকেই...যে মার্কেট অ্যানালাইসিস ভালো জানে এবং টেকনিক্যাল ও ক্যানডেল অ্যানালাইসিস ভালো জানে এবং নিউজ সম্পর্কে খবর রাখে ও ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারে সেই একজন ভাল ট্রেডার...
একজন দক্ষ ট্রেডার তার নিজস্ব ট্রেডিং স্ট্রাটেজি ব্যবহার করে মার্কেট সম্পর্কে ধারণা নিয়ে স্থির হয়ে ট্রেডিং শুরু করে।সে কখনো আবেগ দ্বারা প্রভাবিত হয়না।সে সব সময় মার্কেট এ খোজ খবর রাখে ওৎ পেতে থাকা মত মার্কেট অনুকুলেই পেলেই ট্রেড করে।সে সব সময় চিন্তা করে অল্প পুজিতে বেশি লাভ কিভাবে করা যাবে।সে সব সময় মার্কেট এনালাইসিস করবে আপকামিং নিউজগুলোতে সবসময় চোখ রাখবে।সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করেই সে ট্রেড এন্ট্রি করবে।একজন দক্ষ ট্রেডার ইমোশন দিয়ে ট্রেড না করে সঠিক পথে ট্রেড করে লাভ করতে পারে।এগুলোই একজন দক্ষ ট্রেডারের ট্রেডিং কৌশল।
যে ব্যক্তি একজন প্রফেশনাল ট্রেডার হয়েছে সে দীর্ঘ সময় অতিক্রম করে এবং অনেক পরিশ্রমের মাধ্যমে এ পর্যন্ত পৌঁছেছে। মার্কেট আপ ডাউন বিভিন্ন ধরনের তথ্য ওয়েবসাইটে যোগাযোগ ট্রেডিং এর ধরন ও বিশ্লেষণ ইত্যাদি বিষয়গুলো লক্ষ্য রেখেই একজন অভিজ্ঞ বা প্রফেশনাল ট্রেডার কাজ করে থাকে।
ভাই একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডারের কাজ হলো প্রথমত সে তার ইমোশোনকে নিয়ন্ত্রণ করবে। এরপর সে তাঁর স্ট্রাটিজি ফলো করবে। মার্কেটে পজিশন হলে ট্রেডে যাবে অন্যথায় অপেক্ষা করবে। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে, যেগুলো শুধুমাত্র যারা প্রফেশনাল তারাই একমাত্র ধৈর্য্য ধারণ করে তাদের ট্রেডিং লাইফকে উপোভোগ করে থাকেন।
যারা প্রফেশনাল ট্রেডার তারা ফরেক্স মা্র্কেটে সব সময় ধৈরয ধরে কাজ করে এবং মার্কেট সম্পর্কে নিউজ সংগ্রহ করে এনালাইসিস করে ।এনালাইসিস করে এরা মার্কেটে ট্রেড করে । এই জন্য প্রফেশনার ট্রেডার দের লস কম হয় এবং লাভ বেশী হয় ।
আমার মনে হয়, একজন প্রফেশনাল ট্রেডার একটা ট্রেড অবশ্যই অনেক বুঝে শুনে করেন।কারণ সে সাকসেস হয়েছে এই সে একজন প্রফেশনাল ট্রেডার। আর একজন প্রফেশনাল ট্রেডার মার্কেটের অবস্থা দেখলেই বুঝতে পারে যে তার কখন ট্রেড করা উচিৎ। তাই সে সময় মত মার্কেট বুঝেই ট্রেডিং করেন এবং সাফল্যতা লাভ করেন।সে প্রফেশনাল বলেই ফরেক্স এর প্রত্যেকটা বিষয় খুব ভালো করে বোঝেন এবং ট্রেড করেন বলে আমি মনে করি।
একজন প্রফেশনার হতে হলে আপনাকে প্রথমে ফরেক্স সম্মর্কে বিষদ ধারনা অর্জন করতে হবে । এবং মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে । অতি লোভ থেকে সাবধান হতে হবে । আবেগী মানুষীকতা নিয়ে ট্রেড করা যাবে না । এক কথায় একজন প্রফেশনাল ট্রেডার হতে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ হতে হবে ।
একজন প্রফেশনাল ট্রেডার আগে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানে । এবং ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জ করে । এরপর ডেমোতে দীর্ঘদিন প্রাক্টিস করে । তারপর রিয়েল ট্রেড করার সপ্ন দেখে । এবং রিয়েল ট্রেড করা শুরু করে। আর ট্রেড করার আগে খুব সুক্ষভাবে মার্কেট এনালাইসিস করে । তারপর ট্রেড করে ।
একজন প্রফেশনাল দক্ষ ফরেক্স আর সব সময় ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করে।নিজেকে আরও বেশি দক্ষ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যায়। সে কখনো অবার রিক্স নিয়ে ট্রেডিং করে না। আর ট্রেডিং করার পূর্বে সকল প্রকার এনালাইসিস মেনটেন করে ট্রেনিং ওপেন করে। ট্রেড করার ক্ষেত্রে কোন প্রকার লোভ ও আবেগকে প্রশ্রয় না দিয়ে। নিজের বুদ্ধিমত্তা ও বাস্তব অবস্থার প্রেক্ষিতে সঠিক ডিসিশন নিয়ে ট্রেড করে। তাই প্রফেশনাল ফরেক্স ট্রেডাররা বেশিরভাগ ক্ষেত্রে লাভবান হয়।
একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার সব সময় মার্কেট সম্বন্ধে খোজ খবর রাখে।আর তার প্রথম কাজ হল আবেগ নিয়ন্ত্রণ করা।সে তার আবেগ নিয়ন্ত্রণকরেই মার্কেট এনালাইসিস করতে থাকে এবং সুবিধা মত সঠিক সময়ে ট্রেড এন্ট্রি করে।একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডারের কাজ হল অল্প বিনিয়োগ এ বেশি লাভের চিন্তা করা। ট্রেডিং এ সে তার নিজস্ব ট্রেডিং স্ট্রাটেজী নিয়েই ট্রেড করে থাকে। সে অনেক ধৈর্যশীল হবে।তড়িঘড়ি করেই ট্রেড এন্ট্রি করবেনা।এভাবে একজন প্রফেশনাল ট্রেডার ট্রেড করে সফল হয়।