হ্যা ফরেক্স মার্কেটে লস ট্রেডেরই একটি *অংশ । কেনান ফরেক্স একটি ব্যবসায় । আর যেকোন ব্যবসায়ে লাভের পাশাপাশি লস থাকবে এটাই স্বাভাবিক । লাভের আশায় লসের সম্ভাবনা জেনেও ঝুকি নিয়ে কোন কাজ হাতে নেওয়াই হচ্ছে ব্যবসায় । আর ফরেক্স *মার্কেটও তার ব্যতিক্রম নয় ।
Printable View
হ্যা ফরেক্স মার্কেটে লস ট্রেডেরই একটি *অংশ । কেনান ফরেক্স একটি ব্যবসায় । আর যেকোন ব্যবসায়ে লাভের পাশাপাশি লস থাকবে এটাই স্বাভাবিক । লাভের আশায় লসের সম্ভাবনা জেনেও ঝুকি নিয়ে কোন কাজ হাতে নেওয়াই হচ্ছে ব্যবসায় । আর ফরেক্স *মার্কেটও তার ব্যতিক্রম নয় ।
দক্ষতার অভাব ও বেশি উল্টা পাল্টা ট্রেড করার কারনে আমরা মূলত লস করি ।লাভ যদি ট্রেড এর অংশ হয় তবে লস ও ট্রেড এর অংশ। লাভ এবং লস ২ টা ই মুদ্রার এ পিঠ ও অপর পিঠ ।যদি কখনও ট্রেড আপনার বিপরীতে চলে যায় তাহলে আমি অই দিনের জন্য ট্রেড থেকে বিরত থাকি। আর কারন টা খুজে বের করি যাতে পরবর্তিতে এই ভুল থেকে বিরত থাকি।
যেখানে বিনিয়োগ আছে । সেখনে লসও আছে। আমি আপনার সাথে একমত। ফরেক্স এ লাভ লস দুটোয় আছে এবং লস ও ফরেক্স ট্রেডিং এর একটি অংশ। শুধু লাভের কথা চিন্তা করলে হবেনা লসে কেও মাথায় রাখতে হবে । তবেই কিন্তু আমরা সাব্ধানতার সঙ্গে ট্রেড করতে পারব । এবং জিদি লসের মুখমুখি হই তাহলে সেটাও মেনে নিতে হবে।
অবশ্যই লস হল ট্রেডের একটা অংশ । তবে শুধু অংশ বললে ভুল হবে কেননা লস হল ব্যবসার একটা মৈলিক অংশ । অার এই লস করলে আমরা যারা নতুন আছি তারা অনেক বেশি হতাশ হয়ে পড়ি । আসলে পৃথিবীর সকল ব্যবসায় লাভ লস আছে এবং থাকবে । কারণ শুধু লাভ হলে কিংবা শুধু লস হলে উভয়ংক্ষেত্রে কোনটোকে আমরা বলতে পারব না যে সেটা ব্যবসায় । বরং ব্যবসায় হবে ঠিক তখনই যখন আমরা লাভ ও লসের ভার মেনে নিব এবং যে কোন পরিস্থিতি হতাশ হব না ।
লাভ ও লস দুটোই যেমন ব্যবসার অংশ তেমনি ফরেক্সেও লাভ ও লস দুটোই ট্রেডের অংশ। আসলে কেউ ইচ্ছা করে লস করে না লস হয়ে যায়। যখন হতে থাকে তখন প্রত্যেকেরই মন খারাপ থাকে এটাই স্বাভাবিক। কিন্তু এর ফলে ভেঙ্গে পড়লে বা হাল ছেড়ে দিলে চলবে না, তাহলে ফরেক্স-এ টিকে থাকা যাবে না। এই লস থেকে শিক্ষা নিয়ে আবার নতুন উদ্যোমে ঠান্ডা মাথায় ধৈর্যের সাথে ট্রেড করতে হবে।
আমি মনে করি আপনি লাভ করেন আর লস করেন দুটোই আপনার ট্রেডিং এর একটি অংশ । ট্রেড করতে গিয়ে লাভ হতে পারে আবার অনেক সময় লস হয়ে যায় আমাদের নিজেদের নানা ভুলের কারনে তাই আমি মনে করি লস ট্রেডের একটি বড় অংশ । যার মাধম্যে আমরা আমাদের ভুলগুলো সংশোধন করতে পারি ।
অবশ্যই লস ট্রেডের অংশ আমরা লস করার পর লাভ করলে লাভের অনুভুতি বুঝতে পারব । ফরেক্স কেন ব্যাবসা মানে লাভ লস আমাদেরকে লাভের পাশা পাশি লস কে ব্যাবসার অংশ মনে করতে হবে । ফরেক্স এমন একটি ব্যাবসা যে লস ছাড়া লাভ অসম্ভব ।
আমি বলবো লসও ট্রেডের অংশ । ফরেক্স ট্রেড একটা অনলাইন ব্যাবসা যাতে আন্তর্জাতিক মুদ্রা বাজারে মুদ্রার ক্রয় এবং বিক্রয় হয় ।ফরেক্স করতে হলে যেমন লাভ আসবে তেমনি লসও হতে পারে। কিন্তু লসকে মেনে নিয়ে পুনরায় ট্রেড করতে হবে।ফরেক্স পেশা হিসেবে নিলে অবস্যই ভাল ভাবে বুজে শিখে তার পর করে উচিৎ।
ফরেক্স মার্কেটে আপনি ট্রেড করলে আপনার লস লাভ যেকোন টাই হতে পারে । তাই আপনাকে ট্রেড করার সময় লস আর লাভ হতেই পারে এই গুলো মনে রাখতে হবে । এখানে যে খালি লাভ হতে পারে তা জানলে আপনি ভুল করতে পারেন । তাই আপনাকে আগে ট্রেডে কি করবেন এতে কি হবে তা আপনাকে জানা দরকার । লস ট্রেডেরি একটা অংশ তা আপনাকে জানতে হবে ।
আসলে ভাই লস কিন্তু এক দিক থেকে ট্রেড এর একটি অংশ।সাধারণত লাব লস সব বিজনেস এ রয়েছে।তাই ফরেক্স মার্কেট এও লাব লস রয়েছে।আপনি যদি ফরেক্স এ ভালো ট্রেড করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবেন আর যদি আপনি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে না পকারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ লস করবেন।লস থেকে বাছতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট সম্পর্কে জান্তে হবে।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য প্রাই তিন মাস ধরে ডেমো একাউন্ট এ ট্রেড করি।
ফরেক্স বাংলা ফোরামে আজ কে জয়েন করলাম । আমি ফরেক্স ভাল ভাবে জানতে চাই । আমি ফরেক্স থেকে ভাল আয় করতে চাই । যারা অনেক আগে থেকে ফরেক্স মার্কেটে আছেন আশা করি তারা আমাদের মত যারা নতুন আছে তাদের কে সাহায্য করবেন ।
আমি ফরেক্স কে যে টুকু জানতে পারছি তাতে করে আমার যে টুকু মনে হয় লাভ এবং লস দুটাই ফরেক্স ট্রেড এর অংশ । কারন ফরেক্স মার্কেটে আপনি ট্রেড করে শুধু লাভ করবেন লস হবে না তা হবে না । ফরেক্সে কাজ করতে হলে আপনার লস এবং লাভ যেকোন টাই হতে পারে ।
আমি আজকে ফরেক্স ফোরামে পোস্ট করা শুরু করলাম । আস্তে আস্তে আমি ফরেক্স কে ভাল করে জানতে চাই । ফরেক্স থেকে ভাল কিছু পেতে চাই । আমি অনেক আশা নিয়া ফরেক্স ফোরামে জয়েন করলাম । ফরেক্স থেকে ভাল কিছু পেতে চাই ।
আপনি অবশ্যই যেনে থাকবেন প্রতিটি ব্যাবসাতেই লস করার ঝুকি। লস এখানে অন্তরঙ্গ একটা বিষয়। আপনি প্রতিটি ট্রেডেই লাভ করবেন তা ভাবাটা মুিটেই উচিত নয়। তবে আমরা ফরেক্সের সব গুলো আনালাইসিস ভালমত বুঝতে পারলে আমাদের লস করার ঝুকি অনেক কমে যাবে। মার্কেট যখন আমাদের চিন্তাভাবনার অনুকুলে থাকে তখন আমরা ট্রেড করতে পারলে আমাদের লস হওয়ার ঝুকি কমে যাবে।
আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে চাইলে আপনার কে লাভ এবং লস এই দুটাই নিয়া ভাপতে হবে । আপনি ট্রেড করতে পারলে যেমন লস হতে পারে আবার লাভ হতে পারে তাই আপনাকে আগে ভাল করে ফরেক্স শিখতে হবে । ফরেক্স কে ভাল করে জানতে পারলে আপনি ভাল কিছু করতে পারবেন ফরেক্সে ।
কথাটা সত্যিই ঠিক আছে । লস না করলে কেহ জীবনে উন্নতি আশা করতে পারে না । লস না করলে সঠিকটা তার ভেতরে ঠিকভাবে আসে না । সুতরাং লস ফরেক্সের একটি অংশ ।
লস অবশ্যই ফরেক্স এর অংশ । লস ছাড়া কোন ব্যবসা হয় না । শুধু যদি লাভই থাকে তাহলে সেটি ব্যবসা এর অন্তর্ভূক্ত না । তাই ব্যবসা করতে চাইলে লস হবে এটাই স্বাভাবিক । তবে লস থেকে শিক্ষা নিয়ে ভালভাবে দেখে-শুনে মনযোগী হয়ে ব্যবসা করতে হবে । তাহলেই সফলতা আসবে ।
কোন সন্দেহ নেই এই ব্যপারে। সেই যেমন নয়নের অংশ যেমন নয়নের পাতার মত এখানেও লাভ লস একই সাথে থাকে।
তাই লাভ লস যাই হোক নিয়মের মধ্যেই থাকার চেষ্টা করুন।
ট্রেডিং এক প্রকার বিসনেস যা বাকি সকল বিসনেস এর মত লাভ লস এ পরিপূর্ণ.তাই ত্রাদের হিসেবে লস এর সম্মুখীন হলে হতাশ হবার কিছু নেই.এই লস থেকে অভিজ্ঞতা নিয়ে আপনি লাভ করতে সক্ষম হবেন.তাই লস থেকে শিখার চেষ্টা করে লাভ করার চেষ্টা করুন.এই লস বেবসা এর একটি অংশ যার ফলে আপনি অভিজ্ঞ হটেব থাকবেন কি করলে লাভ হবে.
ব্যাবসায় লাভ ও লস একের ওপ্রের প্রিপূরক ,লসের ক্থা যদি আপনি মাথা থেকে ঝেড়ে ফেলান তাহ্লে আপনি কখন ও ভাল কিছু আসা ক্রতে পারবেন না ,শুধু লাভ কে যদি আপনি আসা ক্রেন তাহ্লেই লস হবার স্মভবনা বেশি থাকবে ,সেজন্য ব্যাবসাই লাভ ক্রতে হ্লে লস হবে আর এই লস থেকেই আবার ভাল ক্রে লাভের ল্কষ্যে কাজ ক্রতে হবে এই চিনতা ভাবনা নিয়ে কাজ ক্রতে হবে।
ফরেক্স মার্কেটে যদি কোন ট্রেড অপেনিং করা হয় সেই ট্রেডিং করার পরে লস বা লাভ দুটিই ট্রেডের অংশ,কারন ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে বেশির ভাগ সময় আমরা লস করে থাকি তাই আমাদের লস রিকভার দিতে আবার লস করে ফেলি তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের ভাল করে মার্কেট মুভমেন্ট দেখতে হবে।
আমি মনেকরি, ফরেক্স খুবই রিস্কি বাবসা। আমরা যখন ফরেক্সে টেড করি তখন লস টা মেনে নিয়েই টেড করি। ফরেক্সে এমন কোনো টেডার নেই যে লস করেনি। তবে লস তেকে আমাদের সিক্ষা নিতে হবে। একই ভুল যেন বারবার না হয় সেদিকে লক্ষ রাখা উচিত।
আমি বলবো অবশ্যই লসও ট্রেডের অংশ । ফরেক্স ট্রেড একটা অনলাইন ব্যাবসা যাতে আন্তর্জাতিক মুদ্রা বাজারে মুদ্রার ক্রয় এবং বিক্রয় হয় ।ফরেক্স করতে হলে যেমন লাভ আসবে তেমনি লসও হতে পারে। কিন্তু লসকে মেনে নিয়ে পুনরায় ট্রেড করতে হবে।ফরেক্স পেশা হিসেবে নিলে অবস্যই ভাল ভাবে বুজে শিখে তার পর করে উচিৎ।
ছায়া না থাকলে আলো আছে বুঝা যেত না , দুঃখ না থাকলে সুখের কোন তৃপ্তি নেই। আর লস না থাকলে লাভ শব্দ টাই থাকত না । লস ট্রেডের একটি অংশ , লস আছে বলে সাভধানতা অবল্মন করি , সফল হওয়ার চেষ্টা করি । লস না করার চেষ্টা ফরেক্স এর সফলতা সতরাং লস ট্রেডের অংশ।
ফরেক্স মার্কেটে এরকম অনেক ট্রেডার আছে যারা ভাবে কিভাবে বিন্দুমাত্র লস না করে লাভ করা যায়। তারা লস করাকে মেনে নিতে পারেন না। একটা কথা যা আমাদের মাথায় রাখতে হবে তা হল ফরেক্স মার্কেটের লাভের মতন লস করাও ট্রেডিং এর একটা অংশ। লাভ লস হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ। ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আমাদের করা লস। লস করা ট্রেড থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে উপকৃত হতে পারি।
যেকোন ব্যবসা মানেই লাভ লস দুইটাই থাকবে।ফরেক্স মার্কেট এর ক্ষেত্রেও ব্যতিক্রম না।কিন্তু অনেকেই লসকে মেনে নিতে চাই না।ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে লসের ঝুকি নিয়ে ট্রেড করতে হবে।তাই আমি মনে করি লস ট্রেড করার একটি অংশ।
অবশ্যই লস ট্রেডের অংশ ! ট্রেড মানে হচ্ছে ব্যবসা, তাই ব্যবসা করতে হলে লস লাভ হবেই। তবে আমরা যদি ভালো জ্ঞান অর্জন করতে পারি, বুঝে শুনে ট্রেড করি তাহলে লস সম্ভাবনা কম থাকবে।
লস থেকে এড়াবার জন্য আমাদের বিভিন্ন কৌশল জানতে হবে।
ব্যাবসায় লাভ ও লস একে অপ্রের প্রিপূরক ,বিজনেসে লাভ ক্রতে হ্লে লস কে মেনে নিতে হবে আর এই লস ই লাভের স্ঠিক পথ নিরধারন ক্রে দেয় ,আপ্নি যদি ক্খণো লস ক্রে থাকেন তাহ্লে ম্নে ক্রবেন না যে আপ্নি সেই যায়গার যোগ্য নয় ,আপনাকে মাথায় রাখতে হবে আপ্নি যে খানে লস ক্রছেন সেই যায়গাতে আপনাকে আরো দক্ষ হতে হবে এবং সেখান থেকে আবার ন্তুন ক্রে শুরু ক্রতে হবে।
একদম ঠিক কথা বলছেন। ব্যাবসার ক্ষেত্রে ২ টি দিক হল লস এবং লাভ। ব্যাবসা করতে গেলে যেমন লাভ হয় তেমনি মাঝে মাঝে লসও হয়। কিন্তু আমাদেরকে লসের থেকে লাভের পরিমান বাড়াতে হবে।তাহলেই আমরা ভাল ট্রেডার হতে পারব।
লস লাভ মিলে একটা বিসনেস।তাই ট্রেড করতে হলে লস লাভ মিলে করতে হবে।তাই লস ও ট্রেড এর একটা অংশ।
আমি মনেকরি ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা।। এখানে লস খুবই মুখ্য বিষয়।। ফরেক্সে আপনি সুধু লাভ করবেন এটা ভাবাটা বোকামি ছাড়া আর কিছু না।। ফরেক্সে এমন কোনো ট্রেডার নেই যে লস করেনি।। লাভ লস নিয়েই ফরেক্স ব্যাবসা।। তাই লস অবশ্যই ফরেক্স ট্রেড এর এক্টা অংশ।।।।
ভালো কথা বলছেন৷প্রত্যেক ব্যাবসায় লাভ ও লস পাশাপাশি থাকবে৷যেই ব্যাবসায় লস নাই তা কখোনোও ব্যাবসা নয়৷ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷ফরেক্স মার্কেটে আমরা ট্রেডারগণ প্রতিনিয়ত অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র সাইজের লট ক্রয় বিক্রয় করে প্রতি নিয়ত কেও লস করছি বা কেও কেও লাভ করছি৷
যে কোন ব্যবসা করতে গেলে তাতে কিছু খরচ এর দরকার। তেমনি ফরেক্স এ আমরা লসকে খরচ হিসাবে দেখি। কিন্তু এটা অনেক ট্রেডার মেনে নিতে চান না যে কেন লস হবে। আমরা শুধু প্রফইট করতে চাই। এটা আসলে মোটেই ঠিক নয়। আমাদের লাভ এবং লস এ দুইটাই ফরেক্স এর অংশ।
যে কোন ব্যবসা বানিজ্য করতে গেলে তাতে কিছু বিনিয়োগ করতে হয়। ঠিক সেরকম ফরেক্স ও তাই। এখানে যে লস হয় সেটাই আমাদের জন্য খরচ হিসাবে মেনে নেওয়া ভালো। লস হলে স্বাভাবিক মেনে নেওয়াই হলো ভালো ট্রেডার এর লক্ষন।
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে গেলে লস হবে এটা সাভাবিক কারন ফরেক্স মার্কেট এ কেও কোন ট্রেড এ লস করে নাই এমন ট্রেডার ফরেক্স মার্কেট এ পাওয়া যাবে না আপনি যদি ১০ টা ট্রেড করেন তার মধ্য যদি আপনি ৭ ট্রেড এ লাভ করেন তা হলে আপনি একজন ভাল ট্রেডার আর আপনি যদি ১ঃ৩ টে ট্রেড করেন তা হলে আপনি যদি ১০ টা ট্রেড এর মধ্য ৫ টা টেড এ লাভ করেন তা হলে আপনি লাভ এ থাকবেন ফরেক্স মার্কেট এ তাই আপনার লস মেনে নিতে হবে আর লাভ বেশি করতে হবে
হ্যা লস হচ্চে ট্রেড এর অংশ বিশেষ যা আমাদের আয় ব্যয় এর বিশেষ ভুমিকা পালন করতে সক্ষম হয়।ফরেক্স এ ট্রেড করতে গেলে লাভ লস দুইটা থাকবে কারন লাভ আর লস নিয়ে হচ্চে ফরেক্স।তবে একটা কথা হচ্চে ফরেক্স এ কাজ করতে হলে আগে ডেমো অ্যাকাউন্ট এ ভাল করে অনুশিলন করলে কোন
সমস্যা হয় না তখন ভাল আয় করা যায়।
যদি আমরা অফ্লাইন এ ব্যবসা করতে যাই তাহলে আমদের অনেক টাকা ইনভেস্ট করতে হবে। আর পৃথিবীতে ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে অল্প টাকা ইনভেস্ট করেও অনেক বেশি লাভবান হওয়া যায়। তাই প্রফেশনাল ট্রেডাররা যদি ট্রেড এ লস হয় তাহলে লসকে ট্রেড এর অংশ হিসাবে দেখেন।
ফরেক্স আন্তর্জাতিক ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । কিন্তু ফরেক্স ব্যবসাতে অনেক লস ও রয়েছে । তাই আমি বলতে পারি যে লসও ট্রেডের অংশ কিন্তু আমাদের হতাশ হলে চলবে না । আমাদের সতর্ক হয়ে ট্রেড করে যেতে হবে ।
আমরা সকলেই জানি ফরেক্স ব্যবসা বলে এখানে লাভ-লসের ই খেলা।লাভ প্রতিটি ট্রেডারকেই খুশি করে বলে লাভকে আমরা ট্রেডের অপরিহার্য উপাদান বিবেচনা করি।আর লস হলে আমরা খুবই দু:খিত হই।কিন্তু দ:খ পেলে হবে না।কেননা লাভের মতো লসও ট্রেডের অংশ।তাই লসকে ট্রেডের অংশ হিসেবে মেনে নিয়ে ট্রেড করতে হবে।
অবশ্যই ফরেক্স মার্কেটে লস ট্রেডগুলোও হলো আপনার ট্রেডিং একটা গুরুত্বপূর্ণ বিশেষ অংশ বলতে পারেন। কারন যে কোন ব্যবসাতে মানুষ আগে তার লাভের দিকটাই বেশি দেখে, এবং সেভাবেই সবকিছু হিসাব করে কেলকূলেশন করে ফেলে। কিন্তু লস জিনিসটাও যে একটা ব্যবসার সাথে অতপ্রত ভাবে জড়িত সেটা কেউ মানতে চাই না, এটা মোটেও ঠিক না। কারন আপনি মনে করেন সারাজীবন ধরে শুধু লাভ, লাভ, লাভ করেই গেলেন কোনদিন লস করেন নাই, এরকম যদি ব্যাপারটা সবার ক্ষেত্রেই হত, তাহলে কেমন হত ? আপনি বোর হয়ে যেতেন, তখন সেটা আর বিজনেজ থাকত না। সুতরাং লাভ- লস নিয়েই যেহেতু ব্যবসা, সেহেতু লসও এখানে ট্রেডের একটা অংশ।