-
বেকারত্ব দূরীকরন একটা বড় সমস্যা হয়ে দাড়িয়েছে । কারন দেশে প্রতিনিয়ত জনসংখ্যা বাড়তেছে । তবে আমি মনে করি যদি প্রত্যেক ছাত্র ও ছাত্রী ফরেক্স ব্যবসাকে বেছে নেয় তাহলে বেকারত্ব দূরীকরন করা সম্ভব । তাই আমি মনে করি বেকারত্ব দূরীকরনে সরকারকে পদক্ষেপ নিয়ে সব ছাত্র ও ছাত্রীদের মধ্যে ফরেক্স ব্যবসাকে ঢুকিয়ে দেওয়া ।
-
আবার কোনটাতে লস করলে হঠাৎ করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বন্ধ করে দিই। আর অনেক সময় ট্রেড অপেন করলেও ক্লোজ করতে ইচ্ছা করে না। তাই যারা নতুন তাদের বলব, আগে ডেমো ট্রেড পর্যাপ্ত পরিমানে করুন তারপর রিয়েল ট্রেডে আসুন। উল্টো
-
আমরা ট্রেড করলে ব্রোকার কি লাহবান হয়। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। এই সম্পর্কে আমার জানা নেই কেই জানলে আমাদেরকে সাথে শেয়ার করুন আমরাও জানতে পারব।
-
ব্রোকার হাউজ উভয়েই লাভবান হয়ে থাকি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি যদি খেয়াল করে থাকেন তা হলে দেখবেন আপনি আমি যখন ট্রেড করি সেই সময় ট্রেডের শুরুতেই কিছু লসে ট্রেড ওপেন হয় আর এটি হল ব্রোকার কমিশন যার কারনে লসে ট্রেড ওপেন হয়। আর এই ব্রোকার কমিশনকে আবার সিস্টেম কমিশন বলেও অভিহিত করা হয়ে থাকে।
-
যখন কোনো ট্রেডার লস খাবে তখন লস কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পারবে বলে আমার মনে হয় না তবে নিউজ সাইট পড়ে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা পাবেন। যা কাজে লাগিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড করার জন্য শুধুমাত্র নিউজ সাইটের উপর নির্ভরশীল হলে চলবে না নিজের বিচার ক্ষমতাও থাকতে হবে। গুলো ব্রোকার পাবে।আর আমরা যে ট্রেড ওপেন করি সেখানে কমিশনের কারণে প্রথমে ট্রেড লসে যায়। সেই কমিশন গুলো ব্রোকারে যাবে।
-
লাভবান হয়, আমরা লাভ করি বা লস করি।তাকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। দের কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ এই লাভ কে স্প্রেড বলে।যে ব্রোকারের স্প্রেড যত কম সেই ব্রোকার তত ভাল আমাদের জন্য,যেমন ইনস্টাফরেক্স।
-
প্রতিটি ট্রেড ওপেন হওয়ার সাথে সাথে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। স্প্রেডের মাধ্যমে ব্রকাররা তাদের লাভ নিয়ে নেয়। আর যেসব ব্রোকারে স্প্রেড সিস্টেম নেই সেসব ব্রোকার কমিশনের মাধ্যমে নিজেদের
-
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি
-
তারা র্মাকেট সম্পর্কে এনালাইসিস করে বে নিউজ কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পাওা যাবে বিস্তারিত বল্বেন?, আর ফরেক্স ফেক্ট্রির চেয়ে ভাল কনু সাইট আসে কি ? বুঝে ট্রেড করে। তারা কখনো র্ধয হারা হয়ে ট্রেড করেনা। তারা সব সময় র্মাকেট সম্পর্কে রিচার্জ করে মুভমেন্ট জানার
-
ফরেক্স একটি সুন্দর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। ফরেক্স করে অব্যশই বেকারত্ব দূর করা সম্ভব। আমাদের বাংলাদেশে শিক্ষিতের কোন দাম দেওয়া হয় না। কস্ট করে টাকা দিয়ে আমরা লেখাপড়া করি ঠিক কিন্তু চাকড়ি পাই না। চাকড়ির সুযোগ খুবই কম আমাদের দেশে।
-
আমি ও তাই মনে করি। কিন্তু বাংলাদেশে নাকি
ফরেক্স নিসিদ্ধ। ফরেক্স হল একটা সম্ভাবনাময় ব্যবসা বাংলাদেশে সরকার কেন যে নিসিদ্ধ করেছে আমার জানা নেই।বতমানে অনেক বাংলাদেশী শুধু ফরেক্স এর উপর নিভর। তাই আমি সহ সবাই চাই বাংলাদেশে ফরেক্স কে অনুমোদিত গোষনা করা হয়।
-
ফরেক্স আমাদের জন্য আসিরবাদসরুপ।। ফরেক্স করে আমরা আমাদের লেখাপড়া ও চালিয়ে যেতে পারি।। পাশাপাশি আমরা ফরেক্স থেকে ইনকাম ও করতে পারছি। ফরেক্স করার জন্য প্রয়োজন শুধু মাত্র ফরেক্স জ্ঞান, ফরেক্স অভিজ্ঞতা এবং দক্ষতা
। ফরেক্স ট্রেডিং করে আমরা দেশের বেকারত্ব সমস্যা দূর করতে পারি।।
-
আমরা জানি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ,দিনে দিনে এই দেশে বেকারের সংখা বাড়ছে।বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করার জন্য ফরেক্স অনেক গুরত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।তাই বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করার জন্য ফরেক্স এর বিজ্ঞাপন সব জায়গায় ছড়িয়ে দিতে হবে,ফরেক্স শেখার জন্য তাদের আগ্রহী করে তুলতে হবে।
-
বাংলাদেশের মত একটা ছোট দেশে মানুষের তুলনায় চাকরি খুব কম থাকায় বেকারত্ত দিন দিন বাড়ছে । সেই বেকারত্ত কমাতে অনেকটা সাহায্য করছে ফরেক্স । ফরেক্স একটা বিদেশী ব্যবসা , যেখানে মুদ্রা বিনিময়ের মাধ্যমে কাজ করতে হয় । ফরেক্স সবাই কাজ করতে পারে যদি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান ধারনা থাকে । ফরেক্সে কাজ করে অল্প দিনেই টাকা আয় করা যায় । ফরেক্সে কাজের মাধ্যমে এই বেকারতত্ত অনেকটা দূর করা যাবে ।
-
একাকি ট্রেডার ব্যারথো ট্রেডার,তারাই সফল হই যারা সকলের সাথে আলোচনা করে ট্রেড করেন।
আর তাই নতুন ও পুরাতন সবার উদ্দেশ্যে বলছি,
যারা অভিজ্ঞ আছেন , তারা দয়া করে মুক্ত হস্তে নতুন দের জন্য নিজের কিছু মূল্যবান সময় দান করেন আর মানুষের মাধ্যমে নিজেকে আরো বড় করুন।
এতে আপনার অভিজ্ঞতার কোন ক্ষতি হবে না । বরং আরো বাড়বে ।
আর নতুন যারা আছেন , ভাই জানেরা দয়া করে করে শিক্ষার পিছনে সময় দেন, নতুবা কিছুই কাজে লাগবে না।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করে খুবি সহজে বেকারত্ব দুর করতে পারে যে কেও।কারণ ফরেক্স মার্কেট এ ট্রেড করার মত এত সহজ কাজ আর কথাও নাই।তবে তার জন্য ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানতে হবে।না হয় ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকা সম্ভব নয়।আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড করার মাধ্যমে যে কোন দেশ বা জাতি তাদের বেকারত্তের হার কমিয়ে আনতে পারবে।তাই বাংলাদেশের ক্ষেত্রেও এর বেতিক্রম নয়।
-
ফরেক্স এ ব্যবসা করে অবসস্যই বেকারত্ত দুরিকরন করন যাবে।যেমন একজন বেকার যুবক লেখাপড়া করসে কিন্তু সে কোন চাকরি পাছেনা কারন চাকরির বাজার অনেক দুরে,যদি সে ফরেক্স এ ট্রেনিং করে থাকে তাহলে সে অবসস্যই ভাল আয় করতে পারবে এবং বেকারত্ত দুর করতে পারবে।:ok::ok:
-
আমি মনে করি বেকারত্ব দূরীকরণে ফরেক্স একটি উত্তম মাধ্যম হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে, এখনো বাংলাদেশে অসংখ্য বেকার যুবকের ছড়াছড়ি। যাদের অনেকেই শিক্ষিত! তারা ফরেক্স ব্যবসায় যোগ দিয়ে নিজেদের বেকারত্ব ঘোচাতে পারে সাথে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনতে পারে। ফরেক্স হয়ে যাক বেকারত্ব ঘোচানোর হাতিয়ার, এ প্রত্যাশা রইলো।
-
আসলে আমরা যেভাবে ফরেক্স করি তাতে দেশের বেকারত্বর হার কমবে না। কারন- আমরা ফরেক্স সম্পর্কে প্রাথিষ্ঠানিক শিক্ষা পাই না। নিজেরাই নেট ঘেটে ফরেক্স শিখার চেষ্টা করি মাত্র। তবে ফরেক্স কে যদি বেকারত্বের সমাধান ধরা হয় তাহলে সরকারী বা বেসরকারী উদ্যোগে ফরেক্স এর উপর ট্রেনিং সেন্টার গড়ে তুলতে হবে। এবং যুব সমাজ কে ফরেক্স এর ব্যাপারে আগ্রহ জন্মাতে হবে। তাহলেই আমরা ফরেক্স এর মাধ্যমে আমাদের বেকারত্বের সামাধান করতে পারব। দেশ হতে ছিনতাই রাহাজানির মত অপরাধ অনেকটাই কমে যাবে বলে আমার বিশ্বাস।
-
আমাদের দেশে একটা বড় সমস্যা হল এই বেকারত্ত। আমার মতে এই ফরেক্স মার্কেট এর কাজ গুলো যদি সবাই বা সব শ্রেণীর বেকার লোকজন এই ফরেক্স এর কাজ করতো তাহলে এই দেশে বেকারত্ত অনেকটা কমে গেত এবং আমাদের দেশে অনেকটা উন্নত হত। তাই আমি বলতে পারি যে যারা আমাদের দেশে এখনো বেকার আছে তারা এই ফরেক্স এ কাজ করলে আয় করতে পারবেন এবং আমাদের দেশে বেকারত্ত দূর হয়ে যেতে পারে।
-
ফরেক্স ব্যবসা বেকারত্বের জন্য অবশ্যই আর্শিবাদ । আমরা যদি ঠিকমত এই ব্যবসা করে সফলতা অর্জন করতে পারি তাহলে অবশ্যই বেকারত্বের সমস্যা দূর করতে পারে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য বেকারদের উৎসাহ দিয়ে থাকব । তাহলেই দেশ আস্তে আস্তে উন্নতি হবে ।
-
বাংলাদেশ থেকে বেকারত্ব দুরিকরনের ভুমিকা রাখতে পারে আমি মনে করি ফরেক্স ব্যবসা।আমরা যদি ফরেক্স মার্কেট সম্পর্কে যদি অনেক জ্ঞান লাভ করতে পারি তাহলে অবশ্যই নিজদের সার্বলম্বী করে গড়ে উঠতে পারব।এবং নিজদের আয়ের একটা ভাল মাধ্যম পাব।তাই ফরেক্স মার্কেট নিয়ে আমদের প্রচুর লেখাপড়া করা উচিত।
-
আমরা জানি শিক্ষাই জাতির মেরুদন্ড , তেমনি প্রত্যেক শিক্ষিত ব্যক্তি যদি তাদের পড়া লেখার পাশা-পাশি এই ফরেক্স সম্পর্কে পড়া লেখা করে তাহলে তাদের কে অন্য কারও কাছে চাকরির জন্য ঘুরা লাগবে না , দেখা যাবে ফরেক্স এর মাধ্যমে তারা নিজেদের ভাগ্য এবং জীাবকা আহরণ করতে পারছে । ফরেক্স এর মাধ্যমে বেকারত্ব দুর করা অনেক সহজ হয়ে যাবে ।
-
সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদের দেশ বেকারত্ব বাড়ছে । বেকারত্বের কারনে দেশে আজ প্রতিনিয়তই অসংখ্য অনৈতিক এবং অসামাজিক কর্ম কান্ড ঘটে চলেছে ।আমাদের এই বেকারত্ব দূরীকরনের উপর নির্ভর করছে দেশের উন্নতি । বেকারত্বকে রেখে কখনোই ব্যক্তি,সমাজ তথা দেশকে উন্নত করা সম্ভব নয় । এক্ষেত্রে ফরেক্স ট্রেড বেকারতোব দূরী করনে বিশাল ভূমিকা রাখতে পারে ।
-
আমাদের এই বাংলাদেশে সবচাইতে বড় সমস্যা হল এই বেকারত্ত। প্রতিনিয়ত বেকার দিন দিন বেড়েই চলছে। নেই কোন চাকরি নেই কোন ভাল একটা কাজ। কী করে আয় করব কী করেবা চলবে আামাদের জীবনটা্। যাই হোক আমাদের এই দেশে এই ফরেক্স এর কাজ গুলো করে থাকে তাহলে এই বেকারত্ত দূর করা সম্ভব হবে। ফরেক্স আামাদের দেশে হয়তো এখনো ভালো করে ছড়ায়নি । আশা করছি যদি এই ফরেক্স এর কাজ আামাদের এই বাংলাদেশে বেড়ে যায় তাহলে আমার মতে এই দেশে বেকারত্ত অনেকটা কমে যাবে এবং আমাদের দেশে অনেকটা উন্নত দেশ হবে বলে আশা করছি।
-
বেকারত্ব বাংলাদেশের একটি বড় সমস্যা ঠিক আছে। কিন্তু আমার মতে সকলের জন্য ফোরেক্্র না। কেবল মাত্র শিক্ষিত বেকারাই ফোরেক্্েরর মাধ্যমে বেকারত্ব দূর করতে পারবে। এবং সেই সাথে পর্যাপ্ত ট্রেনিং এর ব্যবস্থা থাকতে হবে। তবেই বেকারত্বের হাত থেকে শিক্ষিত বেকাররা মুক্ত পাবে।
-
ফরেক্স দুনিয়ায় সবচেয়ে বড় বিনিয়োগের বাজার । আমাদের দেশে ফরেক্স এখনো ভালোভাবে বিস্তার লাভ করে নাই । তবে ধীরে ধীরে ফরেক্স সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে । আমাদের অনেক জাতীয় সমস্যার মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে বেকার সমস্যা । ফরেক্স এর মাধ্যমে আমাদের দেশের বেকার সমস্যা দূর করা সম্ভব । যথাযথ প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা এর মাধ্যমে আমাদের দেশের বেকার জনগোষ্ঠীকে একটিও দক্ষ ও অন্যতম জাতীয় আয়ের উৎস হিসাবে গড়ে তুলে সম্ভব । ফরেক্স আমাদের বেকার সমাজের জন্য আশীর্বাদ হতে পারে ।
-
বেকারত্ব দুর করার জন্য শিক্ষিত জনগোষ্টিকে ফরেক্স শিখানো যেতে পারে। তারা ফরেক্স শিখে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা ইনকাম করে আনতে পারবেন। দেশের উন্নয়নের কথা চিন্তা করে এই কাজটি যদি সরকার সঠিক ভাবে করতে পারে। দেশ এগিয়ে যাবে।
-
বেকারত্ব দুরিকরণে ফরেক্সে মার্কেটের সফলতা ব্যাপাক । কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে এখান থেকে লাভবান হতে পারি । যত বেশি ফরেক্সে ট্রেড করব আমরা তত বেশি লাভবান হতে পারব । আমাদের দেশ একটা পিছিয়ে পড়া এবং অতি দরিদ্র অবস্থা হতে উন্নতি করা উন্নয়নশীল দেশ । এই দেশে বেকারত্ব যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে করে আমরা অবশ্যই ফরেক্স এর মত একটা পেশাকে বেছে নিতে পারি ।
-
বেকারত্ব দূরীকরণে ফরেক্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । আমরা সকল শিক্ষিত বেকারদের এই ফরেক্স ব্যবসার কাজে সর্বদা উৎসাহিত যোগাবো । আমরা সব সময় যদি বেকারদের এই কাজে উৎসাহিত করতে পারি তাহলে অবশ্যই এদেশের অর্থনৈতিক ভাবমূর্তি উন্নয়ন করা যাবে । সুতরাং অাপনারা সব সময় এই ব্যবসা করার জন্য বেকারদের উৎসাহিত করে থাকব ।
-
বাংলাদেশে প্রধান প্রধান সমস্যা ণ্ডলোর মধ্যে বেকারত্ব সমস্যা হল অন্যতম।দিন দিন বাংলাদেশে বেকারত্বের হার ব্যপোক হারে বৃদ্ধি পাচ্ছে।বাংলাদেশের এই বেকারত্ব সমস্যা সমাধানের জন্য ফরেক্স অন্যতম হাতিয়ার হিসাবে কাজ করবে।উপযুক্ত ফরেক্স শিক্ষার মাধ্যমে বাংলাদেশের বেকার জনগণকে কর্মক্ষম জনশক্তিতে পরিনিত করা সম্ভব।
-
আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পারবে বলে আমার মনে হয় না তবে নিউজ সাইট পড়ে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা পাবেন। যা কাজে লাগিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড করার জন্য শুধুমাত্র নিউজ সাইটের উপর নির্ভরশীল হলে চলবে না নিজের বিচার ক্ষমতাও থাকতে হবে।
-
বেকারত্ব দূরীকরণে ফরেক্স ব্যবসার গুরুত্ব অপরিসীম । আমরা আমাদের যত বেকার লোক রয়েছে তাদেরকে উৎসাহিত করে থাকব । আমরা যদি এই বেকার লোকদেরকে এই কাজে উৎসাহিত করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের দেশকে উন্নতির চরম শিখরে আরোহন করতে পারব । অতএব আর কোন প্রকার চিন্তা না করে এখন থেকেই আমরা অধ্যবসায় শুরু করে দেই ।
-
বাংলাদেশের মত একটা ছোট দেশে মানুষের তুলনায় চাকরি খুব কম থাকায় বেকারত্ত্ব দিন দিন বাড়ছে । সেই বেকারত্ত কমাতে অনেকটা সাহায্য করছে ফরেক্স । ফরেক্স একটা বিদেশী ব্যবসা , যেখানে মুদ্রা বিনিময়ের মাধ্যমে কাজ করতে হয় । ফরেক্স সবাই কাজ করতে পারে যদি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান ধারনা থাকে । ফরেক্সে কাজ করে অল্প দিনেই টাকা আয় করা যায় । ফরেক্সে কাজের মাধ্যমে এই বেকার্তত্ব অনেকটা দূর করা যাবে ।
-
ফরেক্স মার্কেট বেকারত্ত ধুরিকরনে ফরেক্স মার্কেট একটি দারুন ভালো ভুমিকা রাখে কারন বেকার মুক্ত করতে পারে একমাত্র ফরেক্স ফরেক্স মার্কেটে সকল শ্রেনির মানুস ফরেক্স করতে পারে বেকার যে সেও করতে পারে আবার যে বেকার না সেও করতে পারে ।
-
বাংলাদেশে দিন দিন কর্মসংস্থান কমছে ফলে বেকারের সংখা বাড়ছে।তাই বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করার জন্য ফরেক্স অনেক গুরত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।তাই বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করার জন্য ফরেক্স এর বিজ্ঞাপন সব জায়গায় ছড়িয়ে দিতে হবে,ফরেক্স শেখার জন্য তাদের আগ্রহী করে তুলতে হবে।
-
বেকারত্ব দূর করনে ফরেক্স খুভ বড় ভূমিকা পালন করে। আর আমাদের মত গোরিব দেশে ফরেক্স এর ভুমিকা যে ক্ত ব্যাপক তা আর বলার প্রয়োজন হয় না এটা এমনি তে আমরা বুঝতে পারি। তাই বলা যায় বেকার দূর করতে ফরেক্স খুভ গুরুত্ব পূর্ণ।
-
আমাদের দেশের সব থেকে বর সমস্যা হল বেকার সমস্যা আমি মনে করি আমাদের দেশের প্রতিটি মানুষ যদি ফরেক্স করে তবে ফরেক্স থেকে আয় করবে | ফরেক্স মাকেট থেকে আমি মনে করি আয় করে অনেক বেকার আয় করছে আর পরিবারের কাজে টাকা দিচ্ছে তাই আমি মনে করি ফরেক্স মাকেট বেকার দূর করতে পারে |
-
ফরেক্স ব্যবসা এমন একটি ব্যবসা যদি কেউ এই ব্যবসা দক্ষতার সহিত করতে পারে তাহলে তার জীবনে সফলতাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা। ফরেক্স ব্যবসা দেশের বেকারত্ব সমস্যার সমাধানে ব্যপক ভুমিকা রাখতে পারে এবং রাখছেও। ফরেক্স ব্যবসা থেকে আমাদের দেশে বৈদেশিক মুদ্রার এক বিশাল অংশ অাসছে।
-
আমরা যদি ফরেক্স ব্যভা দক্ষতার সহিত করতে পারি তাহলেই আশা করা সম্ভব যে বেকারত্ব দূর হবে । অতএব আমরা দক্ষতা অর্জন করব বেশী বেশী তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর সকল শ্রেণীর বেকারদের এই কাজে উৎসাহিত করতে হবে তাহলেই এদেশে শান্তি ফিরে আসতে পারে । অতএব আমরা অবশ্যই এইটুকু ভূমিকা নিতে পারি যে বকোরমুক্ত দেশ গঠন করব ।